আমি এধরণের কর্মকান্ড সমর্থন করিনা। একই সাথে যে মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার গত ১৬ বছরের কর্মকান্ড জাতির সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। মুক্তিযোদ্ধা বলে তার অপরাধের বিচার হবেনা,এটা হতে পারেনা।
ওনার ক্ষমতায় থাকার সময় এভাবে বলতে পারেন নি কেন? এখন তো নির্যাতিত ব্যাক্তিরা তাদের যে ক্ষোভ সেটা সামান্যতমভাবে ১৬ বছরের কষ্ট নিবারণ করতে তারা জুতার মালা পরানোতে সমাজ জেগে উঠলো?আইন আদালত তাদের সময়েওতো ছিল।
ভাই আমার প্রস্ন একটি লোক হেন অপকর্ম নেই যে করে নাই।তাকে এই কাজের জন্য আমরা কিছুই করতে পারবোনা যদি সে মুক্তি যুদ্ধা ব্যপারটাকি এইরকম? ঠিক আছে যারা এইকাজ করছে তারা ওনাকাছে মাফ চাবে ওনার অপকর্মের বিচার দ্রুত করতে হবে
সাগর ভাই তুমি বাড়া বড্ডো বেশি সুসিল সাজার চেষ্টা করো। বিগত পনেরো বছর ধরে তার অত্যাচারে অতিষ্ট হয়ে গিয়েছিল এলাকার মানুষ। এগুলো সব ক্ষোভের বহিঃপ্রকাশ। তুমি বিদেশে বসে ভিডিও করে তাদের শাস্তির দাবি জানাচ্ছো। তোমার সাথে তো আর এমন কিছু ঘটেনি বুঝতে পারবা কেমনে।
In the name of freedom fighter he was doing his criminal activities. Grab him and put him in jail . He is criminal. Should be treated as a criminal not as a freedom fighter
যারা বলতেছে মুক্তিযোদ্বাকে অপমান করেছে বলে চিল্লাচিল্লা করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, উনাকে অপমান করা মানে যদি সকল মুক্তিযোদ্বাকে অপমান বোঝায়, তবে তার অপরাধও সকল মুক্তি যোদ্ধার অপরাধ!
আমি এধরণের কর্মকান্ড সমর্থন করিনা। একই সাথে যে মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার গত ১৬ বছরের কর্মকান্ড জাতির সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। মুক্তিযোদ্ধা বলে তার অপরাধের বিচার হবেনা,এটা হতে পারেনা।
দেশের মিডিয়া গুলো মানুষ কে খেপে তুলতে মরিয়া কারণ বেশিরভাগ মিডিয়া চাটুকারিতা করে বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী এর ফলাফল মনে হচ্ছে 😂😂😂😂😂😂😂
ওনার ক্ষমতায় থাকার সময় এভাবে বলতে পারেন নি কেন? এখন তো নির্যাতিত ব্যাক্তিরা তাদের যে ক্ষোভ সেটা সামান্যতমভাবে ১৬ বছরের কষ্ট নিবারণ করতে তারা জুতার মালা পরানোতে সমাজ জেগে উঠলো?আইন আদালত তাদের সময়েওতো ছিল।
আমরা মুক্তিযুদ্ধ করেছি বলে কি আমাদের জীবনের সব অপকর্ম মাফ হবে? আমি নিজে দেখেছি, আমাদের সহযোদ্ধাদের অনেকেই চুক্তি যোদ্ধার ভূমিকায় ছিলেন, আজও আছেন।
এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। আলোচনা করতেছে ওনি মুক্তিযুদ্ধা সেই বিষয় নিয়ে।
মুক্তিযোদ্ধার নাম দিয়ে ব্যবসা-বাণিজ্য করা এখন বন্ধ করা উচিত। যেসকল মুক্তিযোদ্ধার অপকর্মে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত
মুক্তি যুদ্ধ, মুক্তিযোদ্ধা,একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করা যাবে না, ধুয়ে পানি খাওয়া যাবে না।
বাংলাদেশের মিডিয়া কে বলছি সঠিক সংবাদ প্রচার করেন। দালালি নয়। আওয়ামী লীগের সরকারের আমলে অনেক দালালি করছেন। এখন সময় এসেছে ভালো হওয়ার।
এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাচাই করা হোক। ভূয়া হলে কঠোর শাস্তি দেওয়া হোক। আর গত ১৬ বছরে সে কী কী করলো তা সামনে আনা হোক।
দেশে মুক্তিযোদ্ধা বাণিজ্য বহুত দেখছি ওনার সম্পদের হিসাব নেন তাইলে বোঝা যাবে উনি মুক্তি যোদ্ধা না দেশ প্রেমিক
Thanks a lot Mr.Delwar.
ভাই আমার প্রস্ন একটি লোক হেন অপকর্ম নেই যে করে নাই।তাকে এই কাজের জন্য আমরা কিছুই করতে পারবোনা যদি সে মুক্তি যুদ্ধা ব্যপারটাকি এইরকম? ঠিক আছে যারা এইকাজ করছে তারা ওনাকাছে মাফ চাবে ওনার অপকর্মের বিচার দ্রুত করতে হবে
অনেক সুন্দর কথা!
সাবাস তাকে যা করছে ঠিক
কানু মিয়া-র অপরাধএর বিচার হবে কি?
সাগর ভাই তুমি বাড়া বড্ডো বেশি সুসিল সাজার চেষ্টা করো। বিগত পনেরো বছর ধরে তার অত্যাচারে অতিষ্ট হয়ে গিয়েছিল এলাকার মানুষ। এগুলো সব ক্ষোভের বহিঃপ্রকাশ। তুমি বিদেশে বসে ভিডিও করে তাদের শাস্তির দাবি জানাচ্ছো। তোমার সাথে তো আর এমন কিছু ঘটেনি বুঝতে পারবা কেমনে।
Allhamdulilah Allah is Great ❤❤❤
সাগর ভাই, মুক্তিযুদ্ধের বীরদের অপমানের দ্বিতীয় সাফাই দেয়া আপনার অনুষ্ঠানে বিকৃত রুচির ব্যক্তিদের ঠাঁই দেয়া কতটুকু সঠিক?
এর বিচার হওয়া দরকার
In the name of freedom fighter he was doing his criminal activities. Grab him and put him in jail . He is criminal. Should be treated as a criminal not as a freedom fighter
মুক্তিযোদ্ধার কোন অপরাধ থাকতে নেই। যা করবে সবই সঠিক।
আইন হাতে তুলে নেওয়াও একটা অপরাধ , সুতরাং সেটারও বিচার হাওয়া উচিত ।
16 bocor kotai cilen
যারা বলতেছে মুক্তিযোদ্বাকে অপমান করেছে বলে চিল্লাচিল্লা করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, উনাকে অপমান করা মানে যদি সকল মুক্তিযোদ্বাকে অপমান বোঝায়, তবে তার অপরাধও সকল মুক্তি যোদ্ধার অপরাধ!
এর বিচার হওয়া উচিত
Vooa muktijuddhar bichar chai
আর ঐ দিকে সাংবাদিক মাসুদ কামাল এর চেতনা টং করে দাঁড়িয়ে গিয়েছে। ইউনুস সরকার কে সমালোচনা করছে।
সঠিক বলেছেন, উনি নতুন সুশীল
এসব কি শুরু হয়েছে। তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
😮😮❤
Sabadek masod Kamal zamater berode mate namse
Onek mukti joddara ei kaj kore se
Jamat leader hanging picture showed by prothom alo and janakonto before judgement. Its one kind of media propaganda.
Onek media bebsa kortese
৪ মাস কানু বিছারের বাহিরে কেন
that is why this unacceptable case occurred. the man is not so good man at all.he tortured many men. any how this kind of activities not acceptable.
Eta masud kamalke dekhan, uni vecbe thakar upaye khuje paben.
এগুলো সব মিথ্যা,,,, আমি এই এলাকার লোক,,,সে জামাতের লোক
Jamater lok hole awamileague er somoy eto sokti pai ki kore? Beta foul.
পাপ বাপকেও ছাড়ে না
ঠিক কাজটাই করেছে।
সঞ্চালক এরকাসে প্রস্ন কানুর বিচের চান কি?
এলাকায় মানুস সঠিক কথা বলতে পারবে।
কোন অপকর্ম মাপ হবে না।