স্যার এই প্রথম কোন পুলিশের কথায় এতটা মুগ্ধ হলাম।সেলুট ভাই আপনাকে।তবে স্যার স্বামী প্রবাসী। শাশুড় শাশুড়ি ননদ সবাই খুব শত্রুতা করে। কখন কি করে জানিনা আমার একটা মাত্র ছেলে।তাই একটা জিডি করতে চাই
উনার শেষের কথাটা শুনে মনটা আবেগে ভেসে গেলো " আমরা চেষ্টা করছি আপনাদের স্বপ্নের পুলিশ হতে " ভাই আপনাকে ধন্যবাদ দিলে কম দেয়া হবে। অন্তর থেকে সালাম জানাই।
ধন্যবাদ স্যার।🙏🙏🙏🙏 আপনার এই সব ভালো কাজ গুলো যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের সকল সাধারণ মনুষের মঙ্গলের জন্য আপনার সুস্থতা কামনা করছি মহান স্রষ্টার কছে।🇧🇩🇧🇩
স্যার, আপনি একজন ভালো মানুষ। আপনার কথাগুলো অনেক সুন্দর। আপনি অনলাইন জিডি সম্পর্কে সুন্দর একটা ধারণা দিয়েছেন। এবং এটা সহজেই মানুষ করতে পারবে। যদিও একটু শিক্ষিত হতে হবে। না হলে সম্ভব নয়। 🙏,কিন্তু দ্বিতীয় কথা বলব। সাধারণ জনগণের পুলিশের উপর একটা নেতিবাচক ভাবনা কাজ করে। পুলিশ নামটা শুনলে ভয় অথবা ঘৃণা দুটোই কাজ করে। অনেকে মনে করবে এই অ্যাপস ডাউনলোড করলে যেকোনো পুলিশি ঝামেলায় পড়তে হবে। এবং পকেট থেকে টাকা যাবে। আবার অনেকে মনে করবে, শুধু শুধু কেন পুলিশের ঝামেলায় পরব। কিন্তু যারা বুঝবে তারা করবে। ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর ভাবে অ্যাপস সম্পর্কে বুঝানোর জন্য।
স্যার আপনার এই ভিডিও দেখার পরে মনে হলো সারা বাংলাদেশের পুলিশের একটি টাকা হাতানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো কাজে নিয়জিত রাখে -আমিন ।
স্যার আপনার কথা গুলো সাধারণ তবে আমার সোনার বাংলায় এমন এমন পুলিশ কর্মকর্তা আছে তাদের কথা শুনলে মনে হয় এরা কোন মানুষ না অমানুষ হয়ে জম্ন নিয়েছে,আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সব পুলিশ প্রশাসন যেন আপনার মত সুন্দর মনের হয়???
সব কিছুতে ভালো খারাপ দুইটা অপশন থাকে, শ্রদ্ধা জানাই আপনাকে জনগণকে আইন সম্পর্কে বুঝানোর জন্য, যেকোনো বিষয় সহজ করে দেওয়ার জন্য,, তবে একটা প্রশ্ন থাকলো, অনলাইন জিডি করলে সেটা কি পুলিশ মূল্যায়ন করবে? নাকি ওইভাবেই পড়ে থাকবে?বর্তমানে টাকা ছাড়া তো কিছুই হয়না, সেবা বঞ্চিত দেশের জনগন,,
ধন্যবাদ স্যার আপনার মত পুলিশই তো সব জায়গায় দরকার । কিন্তু শুধু জিডি থাকলে হবেনা অন্যান্য পুলিশরা যদি পদক্ষেপ না নিয়ে ফেলে রাখে তাহলে আর কোনো কাজে আসবেনা
বিষয় হলো এখানে এত বেশি উৎসাহিত হওয়ার মত আমি কিছু দেখি না। কারণ কি জানেন ঘরে বসে জিডি আগেও লেখা যেত। এখনও ঔরকমই ঘরে বসে করতে হয়। কিন্তু ঘরে বসে জিডি করে লাভ কি যদি তা ৪ ঘন্টার মধ্যে থানায় জমা দিতে হয়??? অনলাইনে জিডি করার পরে থানায় ৪ ঘন্টার মধ্যে জমা না দিলে সে জিডি বাতিল হয়ে যায়। জিডি গ্রহন হয় না।
এখানে যে গুলো দিয়েছে তার জন্য ধন্যবাদ।তবে ব্যাক্তির হুমকি কিংবা জায়গায় জোর পূর্বক দখলের জন্য পূর্ব প্রস্তুতি মূলক জিডি এন্টি করার কোন সুবিধা দেয়া হয় নি।যাতে করে কেউ চাইলেও করতে পারবেন থানায় না গিয়ে😪😪
যারা এই নিউজ পেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলতেছেন। অনলাইন জিডি করে দেখেন,,ঝামেলা আছে কি।।কারণ জিডি করতে পারবেন।পরে পুলিশ তদন্তে করতে এসে টাকা নিয়ে যাবে,,
বড় ভাই, আপনার কথা গুলো খুব ভালো লাগল, কিন্তু টাকার জন্য যে আপনারা নীতি গুলো বিক্রি করে অমানুষ হয়ে গেছেন, সেই জন্যই জনগণ আপনাদের কাছে যেতে ভয় পায়,,, ধন্যবাদ ভাই
আজকেই একটি মোবাইল হারিয়েছে তার জন্য অনলাইনে জিডি করতে যাই কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে সাবমিট নিচ্ছে না। টেকনিক্যাল প্রবলেম সমাধান করলে অনেক উপকৃত হব
মহসীন স্যার হলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভালো মনের পুলিশদের মধ্যে একজন। কিন্তু আমাদের দেশ এসব ভাল মানুষদের মূল্যায়ন করতে পারে না।
R8
.....krp reii duse abar krp reiii die kaj korate manush arii valo lage.....
Taholw valo manush ar mullo kivabe thakbe vai🙂
পুলিশ আবার ভালো মানুষ হয় নাকি! আগে জানা ছিলো না।
এই ভালো মানুষটার আড়ালে যে কত গল্প লুকায়িত, একমাত্র আল্লাহ ভালো জানেন
@@TariqueMahmud313 tui janbi keno,,tui to murko
@@Nigga.tube911 আপনি অনেক চালাক তো তাই হয়তো জানেন না উনি চট্টগ্রামে থাকা অবস্থায় দূর্নীতি দায়ে বদলি হয়েছেন। সেই দূর্নীতির খবর মিডিয়াতেও আসছে।
Thanks mohsin sir আপনি একজন সৎ সাহসি ভালো মনের পুলিশ সুপার
সেলুট এই ধরনের পুলিশদের.......
মহসিন স্যার একজন আদর্শবান পুলিশ অফিসার.... স্যলুট জানাই এই রকম সৎ পুলিশ অফিসার কে ❤️❤️
সেলুট ভাই আপনাকে এরকম দেশে পুলিশ কর্মকর্তার থাকিলে দেশ এরকম হইতে না!! 😍
স্যার এই প্রথম কোন পুলিশের কথায় এতটা মুগ্ধ হলাম।সেলুট ভাই আপনাকে।তবে স্যার স্বামী প্রবাসী। শাশুড় শাশুড়ি ননদ সবাই খুব শত্রুতা করে। কখন কি করে জানিনা আমার একটা মাত্র ছেলে।তাই একটা জিডি করতে চাই
উনার শেষের কথাটা শুনে মনটা আবেগে ভেসে গেলো " আমরা চেষ্টা করছি আপনাদের স্বপ্নের পুলিশ হতে " ভাই আপনাকে ধন্যবাদ দিলে কম দেয়া হবে। অন্তর থেকে সালাম জানাই।
ধন্যবাদ স্যার।🙏🙏🙏🙏 আপনার এই সব ভালো কাজ গুলো যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের সকল সাধারণ মনুষের মঙ্গলের জন্য আপনার সুস্থতা কামনা করছি মহান স্রষ্টার কছে।🇧🇩🇧🇩
মাশাআল্লাহ, স্যার কে অনেক ধন্যবাদ। একটা কথা কি, পুলিশ যখন জনগণের বন্ধু হবে ঠিক তখনই জনগণ ও পুলিশের বন্ধ হবে !
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
অনেক মানুষদের উপকার হবে আপনার এই মূল্যবান Vlog টি দেখে।
আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমিন।
আল্লাহ্ হাফেয।
হাজার হাজার চোর বাটপার ডাকাত পুলিশের ভীড়ে একজন আদর্শবান পুলিশ অফিসার হলেন মহসিন স্যার! আপনার দীর্ঘায়ু কামনা করি।
Onar nmbr ta diben plz
আমি ওনাকে সমানে থেকে দেখেছি এবং কথা বলেছি🙂
অনেক ভালো মানুষ
খুবই গুরুত্বপূর্ণ কথা ধন্যবাদ পুলিশ ভাই কে
পুলিশ স্যারকে ধন্যবাদ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য
আন্তরিক মুবারক বাদ স্যার আপনাকে।সব পুলিশ যদি আপনার মতো হতো তাহলে বাংলাদেশ সত্যি সোনার বাংলায় পরিণত হতো।
Appreciate 👍
Md Alam আর আমি যদি বলি, পুলিশ বাদে দেশের সব নাগরিক আপনার মত হত তাহলে দেশ সত্যিই সোনার বাংলায় পরিনত হত। পুলিশের দরকার হত না।
স্যার, আপনি একজন ভালো মানুষ। আপনার কথাগুলো অনেক সুন্দর। আপনি অনলাইন জিডি সম্পর্কে সুন্দর একটা ধারণা দিয়েছেন। এবং এটা সহজেই মানুষ করতে পারবে। যদিও একটু শিক্ষিত হতে হবে। না হলে সম্ভব নয়।
🙏,কিন্তু দ্বিতীয় কথা বলব। সাধারণ জনগণের পুলিশের উপর একটা নেতিবাচক ভাবনা কাজ করে। পুলিশ নামটা শুনলে ভয় অথবা ঘৃণা দুটোই কাজ করে। অনেকে মনে করবে এই অ্যাপস ডাউনলোড করলে যেকোনো পুলিশি ঝামেলায় পড়তে হবে। এবং পকেট থেকে টাকা যাবে। আবার অনেকে মনে করবে, শুধু শুধু কেন পুলিশের ঝামেলায় পরব। কিন্তু যারা বুঝবে তারা করবে।
ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর ভাবে অ্যাপস সম্পর্কে বুঝানোর জন্য।
স্যার আপনার এই ভিডিও দেখার পরে মনে হলো সারা বাংলাদেশের পুলিশের একটি টাকা হাতানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো কাজে নিয়জিত রাখে -আমিন ।
সেলুট জানাই স্যার আপনাকে। প্রত্যেক টি থানায় আপনার মতো একটি করে স্যার থাকলে বাংলাদেশের অবস্থা এমন হতো না
স্যার আপনার কথা গুলো সাধারণ তবে আমার সোনার বাংলায় এমন এমন পুলিশ কর্মকর্তা আছে তাদের কথা শুনলে মনে হয় এরা কোন মানুষ না অমানুষ হয়ে জম্ন নিয়েছে,আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সব পুলিশ প্রশাসন যেন আপনার মত সুন্দর মনের হয়???
মহসীন স্যার আমার দেখা সবচেয়ে ভালো পুলিশ অফিসার। সেলুট আপনাকে
অসংখ্য ধন্যবাদ আপনাকে,
তেজগাঁও থানায় ডিজি করতে গিয়ে এসআই পরিতোষের দ্বারা এমন হয়রানির শিকার হয়েছি কি আর বলবো।
সব কিছুতে ভালো খারাপ দুইটা অপশন থাকে, শ্রদ্ধা জানাই আপনাকে জনগণকে আইন সম্পর্কে বুঝানোর জন্য, যেকোনো বিষয় সহজ করে দেওয়ার জন্য,, তবে একটা প্রশ্ন থাকলো, অনলাইন জিডি করলে সেটা কি পুলিশ মূল্যায়ন করবে? নাকি ওইভাবেই পড়ে থাকবে?বর্তমানে টাকা ছাড়া তো কিছুই হয়না, সেবা বঞ্চিত দেশের জনগন,,
আলহামদুলিল্লাহ, গত দুই মাস আগে ঘরে বসে অনলাইন এ জিডি করে একটি চুরি হওয়া মোবাইল ফেরত পেয়েছি। কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় অনলাইন জিডি করেছিলাম💝💝
কোনো টাকা দিতে হয়েছে????
আপনার সাথে একবার বসার সুযোগ হয়েছে তখনি বুঝেছি আপনি অনেক ভালো মানুষ।
ধন্যবাদ স্যার আপনার মত পুলিশই তো সব জায়গায় দরকার । কিন্তু শুধু জিডি থাকলে হবেনা অন্যান্য পুলিশরা যদি পদক্ষেপ না নিয়ে ফেলে রাখে তাহলে আর কোনো কাজে আসবেনা
আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।জিডি করটা ফরজ হয়ে গেছে!ধন্যবাদ স্যার এত সুন্দর বিষয়টি বুজানোর জন্য
বিষয় হলো এখানে এত বেশি উৎসাহিত হওয়ার মত আমি কিছু দেখি না। কারণ কি জানেন ঘরে বসে জিডি আগেও লেখা যেত। এখনও ঔরকমই ঘরে বসে করতে হয়। কিন্তু ঘরে বসে জিডি করে লাভ কি যদি তা ৪ ঘন্টার মধ্যে থানায় জমা দিতে হয়??? অনলাইনে জিডি করার পরে থানায় ৪ ঘন্টার মধ্যে জমা না দিলে সে জিডি বাতিল হয়ে যায়। জিডি গ্রহন হয় না।
ভালো উদ্যোগ। প্রতিষ্ঠান যেমন ব্যাক্তির কর্মকান্ডকে প্রভাবিত করে,ব্যাক্তি ও তেমন প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে ও পরিবর্তন আনতে পারে
খুবই ভাল পদক্ষেপ
ঘরে বসে GD নয়, আমাদের চাই ন্যায় বিচার।
স্যারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা ভিডিও দেওয়ার জন্য এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
অনেক অনেক ধন্যবাদ স্যার 🥰
আপনার মতো পুলিশ বাংলাদেশে থাকলে আমরা পুলিশের ওপর ভরসা পাবো 🖤
প্রতিটা উপজেলায় যদি এমন একজন অফিসার থাকত তাহলে সাধারণ মানুষের হয়রানি অনেক কমে যেতো ধন্যবাদ স্যার
আর আমি যদি বলি, পুলিশ বাদে দেশের প্রতিটি জেলায়, থানায়, ইউনিয়ন, ওয়ার্ডে বসবাসরত নাগরিক আপনার মত হত তাহলে দেশে পুলিশের দরকার হত না।
স্যার জিডি করবো ভালো কথা,,, কিন্তু টাকা ছাড়া এই দেশের কোন পুলিশকে এক কদম হাঁটানো যাবে না
খুবই ভালো একটি সিস্টেম,,ভালো লাগলো অনেক,,ধন্যবাদ বাংলাদেশ পুলিশ
আপনি পুলিশের পরিচয় না দিয়ে থানায় যান,তাহলে আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন
।
Thik bolechen
Right
right
আমরাও দূর্নীতি মুক্ত পুলিশ প্রশাসন চাই। সৎ ও সাহসী পুলিশ চাই।
মহসীন স্যার হলেন বাংলাদেশের একজন আদর্শবান পুলিশ অফিসার আমি আপনার দীর্ঘায়ু কামনা করি।
অনেক পুলিশ সদস্য খুব কষ্ট পাবে এমন সিদ্ধান্তে
Yes100%Right
ইন্ডিয়া গিয়ে যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে পরবর্তিত পাসপোর্ট ভিসা কি ভাবে করা যাবে।
খুব ভালো লাগছে আপনার কথা গুলা শুনে
পুলিশের ইতিবাচক পদক্ষেপ অবশ্যই প্রশংসিত হবে। আশাকরি পুলিশের নেতিবাচক ভূমিকা থাকবে না।
এটা একটা ফাঁদ, এই এ্যাপস ইন্সটল করলে আপনার উপর ওরা নজরদারি করবে বিজয় কিবোর্ড এর মত। সাবধান!
ধন্যবাদ স্যার আপনার মত লোক আমাদের বাংলাদেশে আরও প্রয়োজন
পুলিশের কথা গুলি খুব সুন্দর কিম্তু কাজ গুলি খুবি দূবুষ্য। কথাআয় আছে একটা বিড়িও নাকি পুলিশ ঘুশ নেয়।
আপনি খুব ভালো মনের মানুষ।
কিছু পুলিশের জন্য সব পুলিশকে মানুষ খারাপ নজরে দেখে।
কিছু পুলিশনা বেশিরভাগ পুলিশই খারাপ।
এগুলো ভালো উদ্দিক ধন্যবাদ আপনাকে ভালো কাজ করার জন্য
সালাম রইল সার আপনার প্রতি আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তা যেন আপনার মত মহদ এবং মহান মানুষকে দীর্ঘজীবী করে, প্রার্থনা রইলো সৃষ্টিকর্তার কাছে।।
আপনি খুব ভালো মনের মানুষ
থানায় গিয়ে জিডি করলে কোনো আপডেট পাইনি এখন যদি অনলাইনে করে কিছু আপডেট পাওয়া যায় স্যারের কথা শুনে তো আশাবাদী হওয়া যেতে পারে ধন্যবাদ স্যার কে
জিডি কি করতে পারছেন ভাই অনলাইনে
সেলুট এই ধরনের পুলিশদের...Love you
onak din por ekjon vlo police daklam... onak respact apner janno...
খুবই ভালো লাগছে আপনার কথা
ভালো মানুষদের দেখলে, ভাল লাগে। ধন্যবাদ আপনাকে।
সেলুট এই ধরনের পুলিশদের..🥰🥰
স্যার বিষয়টি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
জনসাধারন মানুষ এখন হয়রানি থেকে মুক্তি পেলো,,,, ধন্যবাদ স্যার
Darun uddug... thanks a lot... Bangladesh police hobe jonotar mul astha..
ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা অপ আমাদেরকে উপহার দিলেন।
খুব উপকারি একটা ভিডিও
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো,, আপনার জন্য দোয়া রইল স্যার
সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য
স্যার এর কথাগুলো খুবই ভালো লাগলো,,
শুভকামনা স্যার এর জন্য 🥰🥰
অনেক ধন্যবাদ মহসিন স্যারকে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য
স্যার আপনার কথা গুলো অনেক ভালো লাগছে ধন্যবাদ স্যার আপনাকে
অনলাইনে টাকা হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের কাছে অভিযোগ করেছিলাম গত ১১ নভেম্বর ২০২২ এ । দুঃখের বিষয় হলো; আজ পর্যন্ত কোনো সুরাহা হয় নি।
খুব ভালো একটা জিনিস ধন্যবাদ
ভাই, ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালোবাসা জানাই পছন্দের মোহসীন স্যার💗
চারকে দেকেই মনেহয় উনি একজন ভাল মানুস।
আসসালামু আলাইকুম স্যার।।
অনেক অনেক ভালো লাগলো আপনার ভিডিও।। খুবই উপকৃত হলাম।।
সব সময় আপনার সুস্থতা কামনা করি।।
Many thanks. We need like this cooperative honest police officer .
আপনি অনেক ভালো মানুষ সার
মহসিন স্যার আমার জানা ভালো পুলিশ অফিসারদের মধ্যে একজন
এখানে যে গুলো দিয়েছে তার জন্য ধন্যবাদ।তবে ব্যাক্তির হুমকি কিংবা জায়গায় জোর পূর্বক দখলের জন্য পূর্ব প্রস্তুতি মূলক জিডি এন্টি করার কোন সুবিধা দেয়া হয় নি।যাতে করে কেউ চাইলেও করতে পারবেন থানায় না গিয়ে😪😪
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
স্যার আপনি মূল্যবান কথাগুলি তুলে ধরার জন্য
আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️
মহসীন স্যার আপনার কথাগুলো অনেক অনেক ভালো লাগলো,পুলিশ দেশের জনগণের বন্ধু, কিন্তু তা এখন উল্টো......
যারা এই নিউজ পেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলতেছেন।
অনলাইন জিডি করে দেখেন,,ঝামেলা আছে কি।।কারণ জিডি করতে পারবেন।পরে পুলিশ তদন্তে করতে এসে টাকা নিয়ে যাবে,,
সেখানে আরো অনেক ক্যাটাগরি যোগ করানোর বাকি রয়েছে যেমন আমি, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ করতে পারিনি।
Great job, thanks. Alhamdulillah 🥰💝
ভালো একজন লোক ❤
খুবই গুরুত্বপূর্ণ।
মহীসিন স্যার লাভ ইউ,,,,,,
ভালো মায়ের সন্তান❤
ভাল লাগলো মহসিন স্যার
সে দিন আমার এক এস আই বন্ধু
শফিক ও আমার বলল।রমনা থানার
বড় ভাই, আপনার কথা গুলো খুব ভালো লাগল, কিন্তু টাকার জন্য যে আপনারা নীতি গুলো বিক্রি করে অমানুষ হয়ে গেছেন, সেই জন্যই জনগণ আপনাদের কাছে যেতে ভয় পায়,,, ধন্যবাদ ভাই
ধন্যবাদ স্যার এই এ্যাপটির সাথে পরিচয় করিয়ে দেবার জন্যে।
স্যার, শেষ কথাগুলো খুব ভালো লেগেছে ❤️
Thank you so much mohsin vaiya apne onak vhalo ak jon manush
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🤲🤲🤲
আলহামদুলিল্লাহ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
স্যারকে অনেক অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম স্যার হেল্পের প্রয়োজন ছিল আমার খুব
আজকেই একটি মোবাইল হারিয়েছে তার জন্য অনলাইনে জিডি করতে যাই কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে সাবমিট নিচ্ছে না। টেকনিক্যাল প্রবলেম সমাধান করলে অনেক উপকৃত হব
আবেদন করার সময় তো থানা নির্বাচন করা হয়নি। কিভাবে বুঝবো যে চাহিত থানা তে বা সংশ্লিষ্ট থানায় জিডি পৌছে গেল কি না
I wish you all the best, Mr Mohsin Bangladesh police officer
বাংলাদেশ পুলিশ কে
ধন্যবাদ।
তথ্য প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ ।
এ রকম পুলিশ থাকলে জনগণ একটু হলেও শান্তি পাবে
সবাই তো আপনার মত নয়। যদি সব আপনার মত হয় তা হলে পুলিশের প্রতি মানুষের আস্থা থাকত।ধন্যবাদ