প্রেম এবং প্রেমিকা ছাড়াও যে কত সুন্দর নাটক হয় এটাই তার প্রমাণ। কি সুন্দর,সাবলীল এবং সরল প্রত্যেক টা চরিত্র। আমি অবাক হয়ে দেখছিলাম আর চোখে জল পড়ছিলো। প্রিয় আশফাক নিপুণ ভাই,আপনি এই নাটক টা বানিয়ে কত কত সন্তান দের মনে তাদের বাবা মা কে হজ্জ্বে পাঠানোর স্বপ্ন কে জাগিয়ে তুলেছেন আপনি নিজেও জানেন না। অনেক ধন্যবাদ, এমন ইমোশনাল একটা নাটক বানানোর জন্য যেটায় নাটকের বিন্দুমাত্র ও আঁচ ছিলোনা,পুরোটা যেন বাস্তবের খন্ডচিত্র। শেষ টায় নিজের অজান্তেই চোখে বন্যা বয়ে যাচ্ছিলো........... আর ভাইবোন এর এমন বন্ধন চিরকাল অটুট থাকুক💜💜
কি বলবো বুঝতে পারছি না,,,,হঠাৎ করে চোখে কণায় কখনো যে একটু জল গড়িয়ে পরছে কুঝতেই পারিনি,,,নিজেকে ধরে রাখতে পারিনি,,,সত্যি বলতে কি এমন পরিবার কয়জনের আছে,,,,,,ভাই বোনদের বন্ধন চিরুকাল যেন এমনি থাকে,আজ কেন জানি বুকের বাম পাশটা চিনচিন করে ব্যাথা করছে,,বাবা মা কে খুভি মিস করছি,,,বাবা মা কে ছেড়ে দুর প্রবাসে পড়ে থাকি,,,, আল্লাহ যেন সকল বাবা মা কে ভালো রাখেন,,,আজ এই নাটক টা দেখে বাংলাদেশ প্রতিটা ছেলেমেয়ে তার বাবা মার প্রতি শদ্ধাটা বেড়ে যাবে,,ধন্যবাদ সবাই কে এমন একটা নাটক উপহার দেবার জন্য,,,
From India.... প্রথমেই বলি নিশো ভাই এর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই... Boss is Always Boss 👍... এবার বলি ইশিতা দিদির অভিনয় নিয়ে.... অসাধারণ অভিনয় করেছেন...যতটা প্রশংসা করি, সেটাই কম হয়।💕👌 নাটকের কাহিনী এতোটাই ছিল যে Script Writer কে জানাই অনেক অনেক শুভেচ্ছা।🌹 যে কোনো জাতীয় পুরস্কার পাওয়ার মতো নাটক।
জীবনে অনেক কষ্টের নাটক/টেলিফিল্ম দেখেছি যেগুলোর বেশিরভাগই এত এক্সট্রিম কষ্ট দেখায় যে ফ্রাস্ট্রেশন চলে আসে। মনে হয় দুনিয়াটা শুধু কষ্ট আর কষ্ট। "ইতি, মা" আমি মায়ের সাথেই বসে দেখলাম। আমার এযাবৎকালের সবচেয়ে ভালো লাগা নাটক-টেলিফিল্মের লিস্টে সবচেয়ে উপরের সারিতে থাকবে। একদমই ব্যতিক্রমী চিন্তাধারার ফসল। জীবনের বাস্তবতাগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে দেখিনি আমি কোন নাটক-সিনামায়। প্রতিটা সিনেই একটা ডেপথ্ আছে। আর অভিনয় নিয়ে কি বলব... নিশো আর ইশিতা একজন আরেকজনকে টেক্কা দিতে দিতে নিজেদের লেভেল আরো কয়েক ধাপ উপরে নিয়ে গেছেন। এদেশের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ হাসি-কান্না স্ট্রাগল-ট্র্যাজেডি সবকিছুর মিশেলে এমনভাবে টেলিফিল্মে ঢুকে গেলাম যে ঘন্টাখানেকের জন্য মনে হল আমি অই পরিবারেরই সদস্য! শেষ দৃশ্যে মায়ের চিঠি পরার সময় তাই আমাদের চোখও ভিজিয়ে দিয়ে গেছে। রেটিংঃ হালের আলতু ফালতু নাটকের ভীড়ে এত এফোর্ট দিয়ে যিনি এমন একটা সুন্দর কাজ করে ট্রেন্ড চ্রেঞ্জ করার চেষ্টা করছেন তার এই নাটকে আমি রেটিং দিয়ে অসম্মান করব না। মায়ের সাথে বসে একটানা নাটকটা দেখে যে অনুভূতি হয়েছে সেটা আনপ্যারালেল! ধন্যবাদ আশফাক নিপুন... আপনি, আপনার টিম অসাধারণ 👍
গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে, আলতু ফালতু প্রেমের নাটক না বানিয়ে, পরিচালক আশফাক নিপুন সপরিবারে দেখার মতো একটি নাটক উপহার দিয়েছেন। ধন্যবাদ এই নাটক সংশ্লিষ্ট সবাইকে।
hmm....aaj kalkar natok fmly niye dekha jay etotai baje obosta... ami onek happy eta bujte pere je sobai mile dekha jay na emon sob natoker moddheo erokom ekta natok ache.....
ভুল কথা । মায়ের পায়ের নিচে মাটি এবং কিয়ামতের ময়দানে বিচার পরে জান্নাৎ বা জাহান্নাম । জান্নাৎকে মহান আল্লাহ নিজের পায়ের নিচে রাখেন নাই । যে জান্নাৎ মহান আল্লাহ তার নবী , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের জন্য তৈরি করেছে, সে জান্নাৎ নস্বর মাটি ও অপবিত্র পানির দ্বারা সৃষ্ট মানুষের পায়ের নিচে কল্পনা করা ও শেরকি গুনাহ । "মা" এক জন নারী সে , হিন্দু , বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ও নাছারা সম্প্রদায়ের ও মা । একমাত্র মুমিন গনই জান্নাৎ প্রাপ্ত হবে । সে পুরুষ বা নারী হোক । মহান আল্লাহ পাক এর কাছে ক্ষমা ভিক্ষা চান । শিরকি গুনাহ থেকে হেফাজত ও ক্ষমা ভিক্ষা চান । মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়েত ও হেফাজত করুন ।
@@muhammadhawlader6869 আপনি বুঝতে ভুল করছেন; মায়ের পায়ের নিচে জান্নাত কথাটি একটি উপমা হিসেবে বলেছেন নাবী(সাঃ)। আর যেখানে নাবী(সাঃ) বলেছেন সেখানে আপনি এতো কথা বলার কে ? চুপ থাকুন আল্লাহ ও তার নাবীর কথা মানুন।
কি লিখবো বুজতে পারছি না শেষ পর্যায় চোখের পানি চলে আসছে, হয়তো জীবনের শ্রেষ্ট নাটক ছিলো,মায়ের স্বপ্ন পূরনে নিজকে বিলিন করে দেওয়া। দোয়া করি আল্লাহ সবার মা বাবকে ভালো রাখুক।
আশফাক নিপুন ভাই,আপনি বছরে দুই তিনটা করেন,এগুলাই মানুষ মনে রাখার জন্য যথেষ্ট। জানিনা আপনার বানানো নাটক আবার কবে দেখবো,ভাল থাকবেন শুভ কামনা। ঈশিতা আর নিশোর অভিনয় অসাধারণ হইসে।
আসিফ নজরুল স্যার কয়েকদিন আগে এ নাটকটি নিয়ে একটা পোস্ট দিয়েছিল আর সেখান থেকেই এটা দেখার ইচ্ছা জাগে। সত্যিই অসাধারন। ইতি,মা,, ধন্যবাদ এ নাটকটির পর্দা ও পর্দার পিছনের সকল কলা কুশলীদের। ইসিতা তোমার জন্য রইলো অনেক অনেক ভালবাসা ও শুভকামনা।
অসাধারণ একটি প্রডাকশন।যে কোন ব্যাক্তির মনে পরিবর্তন আনবে এই নাটক।আসফাক নিপুণ আপনি যদি এই কমেন্ট পড়ে থাকেন, আপনাকে বলব বেহেশতের দরজা যেন আল্লাহ আপনার জন্য খুলে দেন সেই দোয়া করি।
প্রিয় আশফাক নিপুণ ভাই, অনেক অনেক বেশি শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে গেলো আপনার প্রতি। এতো সুচারুরূপে একটা গল্প তৈরি করে, সঠিকভাবে এটার প্রয়োগ, এই গল্পের সাথে মানানসই চরিত্র নির্বাচন, এককথায় অসাধারণ হয়েছে। মনে হচ্ছে আশফাক নিপুণ, এই নামটা অনেক দিন পর্যন্ত মানুষ মনে রাখবে। নিশো ভাইয়া,ঈশিতা আপু সহ আরো যারা আছেন সবার অভিনয় অসাধারণ হয়েছে। যে সময়টাতে অশ্লীলতার জোয়ারে ভেসে যাচ্ছে বাংলা নাটক, অশ্লীল সংলাপে ভরপুর,অশ্লীল ইঙ্গিতবহ কথাবার্তা, পরিবারের সবাই একসাথে বসে দেখার অনুপযুক্ত নাটক বানানোর হিড়িক পড়ে গেছে নাট্যপাড়ায়, সেই সময়টাতে এসে পরিবারের বড়,ছোট সবাই মিলে উপভোগ করার মতো একটি নাটক উপহার দেয়ার জন্য আবারো কৃতজ্ঞতা স্বীকার করছি আশফাক নিপুণ ভাই আপনার।
ইশিতা আপুর অভিনয়টা দারুন ছিলো,,সত্যিকারের পারফেক্ট বোনের চরিত্রে অভিনয়টা ফুটিয়ে তুলছে।নিশো ভাইও সুন্দর অভিনয় করছে। আসোলে একটা পরিবারের মূল বৃহ্ম হলো একজন বাবা। বাবা না থাকলে সব অন্ধকার মনে হয়,,কষ্ট, দুঃখ এগুলোকে সামালানো খুব কষ্টসাধ্য হয়ে দাড়ায়। কান্না থামাতে পারিনি,, ভালো থাকুক পৃথিবীর সকল মা।
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন। th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন। th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
এটা কি দেখলাম ভাই? আমার জীবনে দেখা সবথেকে ভাল নাটক। চোখের পানি আটকাতে পারছিনা বার বার মায়ের কথা মনে পড়ছে। আশফাক নিপুন ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
আশফাক নিপুন ভাই আপনি নাটকের জন্য এই বছর পুরস্কার পাবেন ইনশা-আল্লাহ! এতো সুন্দর করে ডিরেকশন আমাদের দেশে কম ডিরেক্টর ই দিতে পারে! এইরকম আরো সুন্দর কাজের আশায় রইলাম! ❤
"বড় ছেলে" নাটক নিঃসন্দেহে অনেক ভালো মানের একটা নাটক ছিলো। কিন্তু এই নাটকটি অতীতের সব নাটককে ছাড়িয়ে গেছে। এই নাটক যদি এই বছরের সব পুরস্কার না জিতে তাহলে নাট্য ইন্ড্রাস্ট্রি ৯০% দর্শক হারাবে।
আমিও আমার মাকে হজ্বে পাঠাবো ইনশাআল্লাহ,, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেনো সেই প্রযর্ন্ত আমাকে আর আমার মাকে বাচিয়ে রাখে,,এই আশা টাই আছে আমার মায়ের জন্য দুনিয়াতে😢😢
only maa is real... বোন যে কিভাবে মায়ের রূপ নিতে পারে তাঁর প্রমান এই নাটোকে্ অসাধারন অভিনয় বোনের সাথে আফরান নিশো ভাই অনবদ্ধ, গল্প ভালো হলে আজো দর্শক দেখবে , শুভ কামনা রইলো!!
অসাধারণ টেলিফিল্ম।। ঈশিতা মেমের নিখুঁত, সাবলীল অভিনয় দেখে চোখের জল চলে আসলো নিশো সব ধরনের অভিনয়ে পারফেক্ট তা বারবার প্রমানিত ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর একটা টেলিফিল্ম উপহার দেওয়ার জন্য
নিশো ভাইয়ের এবারের ঈদের সবগুলো নাটকের গল্প, চরিত্র এবং অভিনয় অন্য সব নাটক থেকে আলাদা। এইজন্যই নিশো ভাইয়ের অভিনয় বরাবর ভালোলাগে। নিশো ভাই বাংলা নাটকের বস,,,,
জিবনের একটা পর্যায় এসে আমি নিজেও কিডনি বিক্রি করতে চেয়েছিলাম আমি জানি অভাব কি জিনিস,,আমার সন্তানের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে,,আল্লাহ আমাকে অন্য কারো মাধ্যমে উপকার করিয়েছে,,
বাকরুদ্ধ😥 প্রশংসা করার মতো ভাষা নাই। যেমন লেখা তেমন অভিনেতাদের অভিনয়। এই নাটকটা যারা দেখেছে তাদের কান্নাঁর পানিই বলে দেয় বাংলার নাটক প্লাটফর্ম আজ চূড়ান্ত পর্যায়ের। এক কথায় অসাধারণ💚 ভালো থাকুক সুখে থাকুক পৃথিবীর সব মা বাবা এবং মধ্যবিত্ত পরিবার।
এই ঈদের সেরা নাটকের নাম হচ্ছে ইতি মা♥♥ নাটকের সাথে জড়িতো প্রত্যেকেই এত ইমোশনাল দিয়ে অভিনয় করেছেন যে কেউ এই নাটক দেখে চোখের পানি ছেড়ে দিবে। ঈষিতা ম্যাডাম এ বছরের সেরা অভিনেত্রী হবার যোগ্যতা রাখেন♥♥
দুই বাংলার সকল সন্তান যেন এমন হয় এটাই প্রার্থনা! বিশেষ অভিনন্দন ও ধন্যবাদ বরাদ্দ রইলো নিপূন'ভাই-র জন্য। ব্যক্তিগত সুখ,স্বাচ্ছন্দ,ভালো থাকার উদগ্র তাড়না আনুবীক্ষণিক পরিবারতন্ত্রের জন্ম দিচ্ছে,সেই প্রক্ষিতে এই ব্যতিক্রমী কাহিনী-ভাবনা বিশেষ উল্লেখের দাবী রাখে। ঈশিতা,নিশো,শিল্পী'আপু অনবদ্য। শুভেচ্ছা ও অভিনন্দন পুরো ইউনিটকে।
I couldn't move my eye from Eshita's acting. Her expression, gesture and dialogue impressed me more. She is an wonderful actress and like her acting since my childhood . We want more drama from her. Nisho also did well. This story made me cry. Heartfelt thanks to the director Ashfaque Nipun and his team for a creative creation.
আফরান নিশো ভাই এবং ঈশিতা আপুর পারফরম্যান্স খুব ভালো লাগছে❤️'কেন'নাটকটাতেও তেমন। আরও ভালো ভালো কাজ এই দুইজনের জুটিতে দেখতে চাই।🖤❤️ শুভ কামনা #Afrannisho(boss) #Ishita_mam☺️
আমার মনে আছে আমার বড় বোন নিজের পরিবার থাকা সত্ত্বেও এক একটা টাকা জমিয়ে আমাদের বাবা মাকে হজ্জে পাঠিয়ে ছিল, আল্লাহ আমার বোনকে যেন অনেক অনেক সুখে শান্তিতে রাখেন, আমিন ❤️
এত পারফেক্ট নাটক আমি আগে দেখিনি সব নাটকেই কিছুনা কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু এই নাটকে আমি কিছুই পাইনি। সব যেন বাস্তবতা আর আমার জীবনের সাথে প্রায় ৯০% মিল। আমার মা ও সারাজীবন আমাদের জন্য এত কিছু করেছে আমার ও অনেক ইচ্ছা মার ইচ্ছা টা পুরন করি। সবার অভিনয় এত টা সাবলীল ছিল যে আমার একবার ও অভিনয় মনে হইনি।ধন্যবাদ পরিচালক কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য চিঠি টার জন্য আমি অপ্রস্তুত ছিলাম । চিঠি টা যখন পড়ছিল চোখের পানি আর থামাতে পারিনি মনে হচ্ছিলো আমার মার কথা যেন বলছে। কারন আমার মার মনে ও সেই একি কথা😔😔
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন। th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
বুকটা আজ হালকা হল। নিজেই জানতাম না ভেতরে এত কান্না জমে ছিল। আর নাটক নির্মাতা দের বলছি এই master piece টা কে বারবার দেখুন অনেক কিছু শেখার রয়েছে। মা ,নিশো ভাই আর ঈশিতা দি শুভেচ্ছা নেবেন। আপনারা নিজেরা ও জানেন না কত ভালো কাজ করেছেন। god bless.
Fantastic theme! Beautiful making! Mind blowing casting! Ishita is becoming mature actress day by day! Masha Allah! Great! Congratulations all of you! 👍
নাটক : "ইতি মা" বানিয়েছেন : আশফাক নিপুন আমি খুব কম নাটক দেখি, "ইতি মা" নাটকটা দেখে এই নাটকের একটা রিভিউ লিখতে বাধ্য হলাম, আশফাক নিপুন কী অসাধারণ বানিয়েছেন। যখন কোনো গল্প অনেকগুলো বাস্তব জীবনের সাথে মিলে যায়, তার তৃপ্তি অন্যরকম হয় , কোনো রেটিং দিয়ে বিচার করা যায়না এটা । একটা নাটক বা সিনেমাতে মধ্যবিত্ত জীবনের স্ট্রাগল ,সেই জীবনের কষ্ট,অনুযোগ,অনুভুতি নাটক বা সিনেমাতে ফুটিয়ে তোলা অনেক কঠিন কাজ একজন পরিচালকের , সবসময় বিশ্বাসযোগ্য ও হয়না সবকিছু,কিন্তু "ইতি মা" নাটকে পরিচালক এখানে শতভাগ সফল ঐ দিক থেকে আমি মনে করি ।ফুটিয়ে তুলেছেন অসাধারণ ভাবে নাটকের গল্প এবং প্রতিটি সিন, বেশিরভাগ সময় বাবা মা'র দৃষ্টিভঙ্গি থেকে অনেক গল্প বলা হয়, এই গল্পটা সন্তানদের দৃষ্টিভঙ্গি থেকে বলা.. সন্তানদের ভালোবাসা তাদের বাবা মা'র প্রতি এবং একজন মায়ের কৃতজ্ঞতা সেই ভালোবাসার প্রতি.. এটাই এই নাটকের মূলকথা । আল্লাহ সব সন্তানদের তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করার তৌফিক দিন পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, তাদের সন্তানরা তাদের ভালো রাখুক ❤️
নাটক দেখি তবে কমেন্ট করা হয় না, এটা আমার প্রথম কমেন্ট। আমার দেখা বেস্ট নাটকের মধ্যে এটা অন্যতম। লাস্ট মুহুর্তে চোখের জল ধরে রাখতে পারি নি। সত্যিই অসাধারণ ♥
ভাষা খুঁজে পাচ্ছি না কি বলব? পুরা টিম টাকে ধন্যবাদ আমাদেরকে সত্যিকারের এক অনূভুতি বুঝিয়ে দেয়ার জন্য। আফরান নিশো যত দিন যাচ্ছে আপনি আমার সমস্ত হৃদয় াুড়ে রাজত্ত নিয়ে নিচ্ছেন
আমার মা'কে নিয়ে লেখা,, একটা সত্যি কথা। আমার বয়স তখন ১৫-২০ দিন,( আমার দাদীর বলেছিলো,)প্রতিদিনের মতো করে আজও ঘরে সামান্য কিছু খাবার ছিলো। আমাকে কোলে নিয়ে খাবারগুলো খাচ্ছিলেন মা। হঠাৎ করে আমি মায়ের খাবারে পস্রাব করে দিয়েছিলাম, সেই খাবারগুলো ধুয়ে নিয়ে এসে মা আবার খেতে শুরু করলো। আবার আমার পায়ের লাথিতে খাবারগুলো মাটিতে পড়ে যায়। মা আবারও সেই খাবারগুলো ধুয়ে নিয়ে খেয়েছিলো। কারন একটাই,, মা না খেলে যে আমার খাওয়া হবে না। এটাইতো মা,। এমন মা কে কখনো কেউ কষ্ট দিয়েন না।
Apnar kothay amar onek kanna ashche .ma to ma e hoy. Amma mara gesen aj dui bochorer o beshi hoyegese .akhon ami nije maa hoyechi kintu mone hocche notun kore jeno ami mayer meye hoyechi. Apnar ammar jonno onek dua roilo Allah unake nek hayat dan koren .ameen
The best part of this natok 1:20:27 when the mother handover the letter to her daughter to read .....i could not hold my tears down of her each and every heart touching words written in the letter on a conclusion "Eti Ma " ......Ashfaque Bhai you deserved a standing ovation on the behalf of the viewers ....absolutely a complete family natok to watch
জীবন বদলে দেওয়ার মতো নাটক, হয়তো এইটা নাটক কিন্ত আমার সাথে পুরোটাই মিলে গেছে, সুদু আমি কিডনি বিক্রি করি নাই আমাদের এইরকম সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য পুরো টিম কে ধন্যবাদ, আর বসের তো কথাই নাই, একাই ১০০❤♥♥♥❤❤❤
মাাাা এই শব্দ টা পৃথিবীর একমাত্র শান্তির নাম।প্রবাসে না আসলে আমিও বুজতামনা মা কি জিনিস।এই নাটক টা দেখে চোখ না ভিজিয়ে পারলাম না।আবার ও মায়ের প্রতি ভালবাসা বেড়ে গেল।মা
জীবনে বহু নাটক দেখেছি এতো ভালো গল্প কখনো পাইনি। ভই বোনের এতো ভলো কমিশন এক কথায় অসাধারণ। যদি মানুষের মধ্যে মন থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইতি মা.... দেখার পরে তার চোখে পানি আসবেই এবং নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিবে
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন। th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
প্রেম এবং প্রেমিকা ছাড়াও যে কত সুন্দর নাটক হয় এটাই তার প্রমাণ।
কি সুন্দর,সাবলীল এবং সরল প্রত্যেক টা চরিত্র।
আমি অবাক হয়ে দেখছিলাম আর চোখে জল পড়ছিলো।
প্রিয় আশফাক নিপুণ ভাই,আপনি এই নাটক টা বানিয়ে কত কত সন্তান দের মনে তাদের বাবা মা কে হজ্জ্বে পাঠানোর স্বপ্ন কে জাগিয়ে তুলেছেন আপনি নিজেও জানেন না।
অনেক ধন্যবাদ, এমন ইমোশনাল একটা নাটক বানানোর জন্য যেটায় নাটকের বিন্দুমাত্র ও আঁচ ছিলোনা,পুরোটা যেন বাস্তবের খন্ডচিত্র।
শেষ টায় নিজের অজান্তেই চোখে বন্যা বয়ে যাচ্ছিলো...........
আর ভাইবোন এর এমন বন্ধন চিরকাল অটুট থাকুক💜💜
এক দোম
মনের কথাটা আপনিই বলে দিলেন
হ্যা মনের কথা গুলো বলছেন 💜💜
কি বলবো বুঝতে পারছি না,,,,হঠাৎ করে চোখে কণায় কখনো যে একটু জল গড়িয়ে পরছে কুঝতেই পারিনি,,,নিজেকে ধরে রাখতে পারিনি,,,সত্যি বলতে কি এমন পরিবার কয়জনের আছে,,,,,,ভাই বোনদের বন্ধন চিরুকাল যেন এমনি থাকে,আজ কেন জানি বুকের বাম পাশটা চিনচিন করে ব্যাথা করছে,,বাবা মা কে খুভি মিস করছি,,,বাবা মা কে ছেড়ে দুর প্রবাসে পড়ে থাকি,,,, আল্লাহ যেন সকল বাবা মা কে ভালো রাখেন,,,আজ এই নাটক টা দেখে বাংলাদেশ প্রতিটা ছেলেমেয়ে তার বাবা মার প্রতি শদ্ধাটা বেড়ে যাবে,,ধন্যবাদ সবাই কে এমন একটা নাটক উপহার দেবার জন্য,,,
Ocirey jeno kede fellam,,,
From India....
প্রথমেই বলি নিশো ভাই এর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই... Boss is Always Boss 👍... এবার বলি ইশিতা দিদির অভিনয় নিয়ে.... অসাধারণ অভিনয় করেছেন...যতটা প্রশংসা করি, সেটাই কম হয়।💕👌 নাটকের কাহিনী এতোটাই ছিল যে Script Writer কে জানাই অনেক অনেক শুভেচ্ছা।🌹 যে কোনো জাতীয় পুরস্কার পাওয়ার মতো নাটক।
চোখের পানি মুছে শেষ করতে পারি না.. এত ভালো টেলিফিল্ম..
পুরস্কারের যোগ্যতা রাখে ❤❤
কথা গুলো একবার শুনোন আপনার জীবনের সাথে মিলে যেতে পারে,
th-cam.com/video/t4dnuncI674/w-d-xo.html
হুম
bal
আমি এই প্রতম কানলাম,,,
চোখের পানি ধরে রাখতে পারা গেল না । .............
বড় বোন গুলা এমনি হয়,,,ভাল থাকুক প্রিথিবির সকল বড় ভাই বড় বোন গুলা,,,নাটকটি দেখে অনেক কেঁদেছি,,,,
জীবনে অনেক কষ্টের নাটক/টেলিফিল্ম দেখেছি যেগুলোর বেশিরভাগই এত এক্সট্রিম কষ্ট দেখায় যে ফ্রাস্ট্রেশন চলে আসে। মনে হয় দুনিয়াটা শুধু কষ্ট আর কষ্ট।
"ইতি, মা" আমি মায়ের সাথেই বসে দেখলাম। আমার এযাবৎকালের সবচেয়ে ভালো লাগা নাটক-টেলিফিল্মের লিস্টে সবচেয়ে উপরের সারিতে থাকবে। একদমই ব্যতিক্রমী চিন্তাধারার ফসল। জীবনের বাস্তবতাগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে দেখিনি আমি কোন নাটক-সিনামায়। প্রতিটা সিনেই একটা ডেপথ্ আছে। আর অভিনয় নিয়ে কি বলব... নিশো আর ইশিতা একজন আরেকজনকে টেক্কা দিতে দিতে নিজেদের লেভেল আরো কয়েক ধাপ উপরে নিয়ে গেছেন। এদেশের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ হাসি-কান্না স্ট্রাগল-ট্র্যাজেডি সবকিছুর মিশেলে এমনভাবে টেলিফিল্মে ঢুকে গেলাম যে ঘন্টাখানেকের জন্য মনে হল আমি অই পরিবারেরই সদস্য! শেষ দৃশ্যে মায়ের চিঠি পরার সময় তাই আমাদের চোখও ভিজিয়ে দিয়ে গেছে।
রেটিংঃ হালের আলতু ফালতু নাটকের ভীড়ে এত এফোর্ট দিয়ে যিনি এমন একটা সুন্দর কাজ করে ট্রেন্ড চ্রেঞ্জ করার চেষ্টা করছেন তার এই নাটকে আমি রেটিং দিয়ে অসম্মান করব না। মায়ের সাথে বসে একটানা নাটকটা দেখে যে অনুভূতি হয়েছে সেটা আনপ্যারালেল! ধন্যবাদ আশফাক নিপুন... আপনি, আপনার টিম অসাধারণ 👍
যে নাটক জীবনের কথা বলে?যে নাটক মধ্যবিও সমাজের কথা বলে?তাকেই তো নাটক বলে। অসংখ্য ধন্যবাদ নাটকের সকল কলা কুশলীদের।
Excellent
প্রেমিক প্রেমিকা ছাড়াও নাটক হয়।
নিপুন ভাই ধন্যবাদ এত সুন্দর বাস্তবিক একটি গল্প উপহার দেওয়ার জন্য।
ভাইসু নিশো আর ইশিতা আপা উফফ দুর্দান্ত অভিনয়।
thik
@@neshandrowninghouseneshand8523 এক কথায় অসাধারণ একটা নাটক ধন্যবাদ আশফাক নিপুণ
নাটকটি দেখার ১০মিনিট হয়ে গেছে এখনও চোখ দিয়ে পানি পরছে। বেস্ট অভিনয় ঈশিতা ৷ নিশো এওয়ার্ড মাস্ট
নিপুনের ভিকটিম নাটক টা অসাধারণ ছিল..!
Nc vai
সবাই বড় ছেলে বড় ছেলে। বড় ছেলে নাটক এর ধারে কাছেও নেই। এটা এক কথায় অসাধারণ একটা নাটক ❤️
salut ja a natok ta banayse
ভাই প্রয়োজন নাটক টা দেইখেন প্লিজ প্লিজ প্লিজ ফারহানের এই রকম মায়ের নাটক
গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে, আলতু ফালতু প্রেমের নাটক না বানিয়ে, পরিচালক আশফাক নিপুন সপরিবারে দেখার মতো একটি নাটক উপহার দিয়েছেন। ধন্যবাদ এই নাটক সংশ্লিষ্ট সবাইকে।
Asoley
M
A
S
U
D
++
S
T
U
**
hmm....aaj kalkar natok fmly niye dekha jay etotai baje obosta... ami onek happy eta bujte pere je sobai mile dekha jay na emon sob natoker moddheo erokom ekta natok ache.....
নিশো তোমাকে ধন্যবাদ মেহজাবিন আর তিশার সাথে ছকে বাঁধা কিছু ভালোবাসর নাটকের বাহিরে বেশ কিছু ভালো নাটক এই ঈদে উপহার দেয়ার জন্য।
💝💞💖💕
Qa
xcom
Valo
পুরাণ চাল ভাতে বাড়ে।
আগের অভিনেতা- অভিনেত্রী দের অভিনয় যে কত নিখুঁত হতে পারে সেটা না দেখলে বুঝা যায় না।
মা এতোটাই মূল্যবান যে সয়ণ আল্লাহ্ তায়ালা সেই মায়ের পায়ের নীচে জান্নাত দিছে
Thik
Hmmm
ভুল কথা । মায়ের পায়ের নিচে মাটি এবং কিয়ামতের ময়দানে বিচার পরে জান্নাৎ বা জাহান্নাম । জান্নাৎকে মহান আল্লাহ নিজের পায়ের নিচে রাখেন নাই । যে জান্নাৎ মহান আল্লাহ তার নবী , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের জন্য তৈরি করেছে, সে জান্নাৎ নস্বর মাটি ও অপবিত্র পানির দ্বারা সৃষ্ট মানুষের পায়ের নিচে কল্পনা করা ও শেরকি গুনাহ । "মা" এক জন নারী সে , হিন্দু , বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ও নাছারা সম্প্রদায়ের ও মা । একমাত্র মুমিন গনই জান্নাৎ প্রাপ্ত হবে । সে পুরুষ বা নারী হোক । মহান আল্লাহ পাক এর কাছে ক্ষমা ভিক্ষা চান । শিরকি গুনাহ থেকে হেফাজত ও ক্ষমা ভিক্ষা চান । মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়েত ও হেফাজত করুন ।
@@muhammadhawlader6869 আপনি বুঝতে ভুল করছেন; মায়ের পায়ের নিচে জান্নাত কথাটি একটি উপমা হিসেবে বলেছেন নাবী(সাঃ)। আর যেখানে নাবী(সাঃ) বলেছেন সেখানে আপনি এতো কথা বলার কে ? চুপ থাকুন আল্লাহ ও তার নাবীর কথা মানুন।
Thik
কি লিখবো বুজতে পারছি না শেষ পর্যায় চোখের পানি চলে আসছে, হয়তো জীবনের শ্রেষ্ট নাটক ছিলো,মায়ের স্বপ্ন পূরনে নিজকে বিলিন করে দেওয়া। দোয়া করি আল্লাহ সবার মা বাবকে ভালো রাখুক।
আশফাক নিপুন ভাই,আপনি বছরে দুই তিনটা করেন,এগুলাই মানুষ মনে রাখার জন্য যথেষ্ট।
জানিনা আপনার বানানো নাটক আবার কবে দেখবো,ভাল থাকবেন শুভ কামনা।
ঈশিতা আর নিশোর অভিনয় অসাধারণ হইসে।
ঈশিতা ফিরেছিলেন রাণীর মত" পাতা ঝরার দিন" দিয়ে। আবারও অসম্ভব সুন্দর একটা গল্পে কাজ করলেন।ইতি,মা... নাটকটি সত্যি সত্যিই অসাধারণ গল্পের।।
ইশ! ঝরা পাতা দেখার সময় আমিও কেদেছি৷ ওটার পরের পার্ট বানানো উচিত যেখানে বাবা মেয়ের মিল হবে
@@angrybird2227 সহমত।
আসিফ নজরুল স্যার কয়েকদিন আগে এ নাটকটি নিয়ে একটা পোস্ট দিয়েছিল আর সেখান থেকেই এটা দেখার ইচ্ছা জাগে। সত্যিই অসাধারন। ইতি,মা,, ধন্যবাদ এ নাটকটির পর্দা ও পর্দার পিছনের সকল কলা কুশলীদের। ইসিতা তোমার জন্য রইলো অনেক অনেক ভালবাসা ও শুভকামনা।
অভিনয় কত বাস্তব হতে পারে এই নাটক দেখলে বুঝা যাবে!!!! সেলুট অভিনেতা অভিনেত্রী আপনাদের, আর গল্পের লেখক কে মন থেকে শুভেচ্ছা....
*আমি কাঁদতে কাঁদতে শেষ* 😭😭
*এই ঈদের কেনো? বছরের সেরা নাটক এটা* 😭
*ভালোবাসি মা* ❤
Tik e bolsen via
সেরা নাটকের পুরস্কার পাইছে
অনেক কাঁদছি শেষ 5 মিনিট
জীবনে মনে হচ্ছে প্রথম এত পারফেক্ট একটা টেলিফিল্ম দেখলাম।।এত পারফেক্ট কিভাবে হয়!! মুগ্ধ হয়ে গেলাম জাস্ট ❤
Amio mugdho tomake dekhe subhan Allah
Sotti apu
আসসালামু আলাইকুম কেমন আছেন
অসাধারণ একটি প্রডাকশন।যে কোন ব্যাক্তির মনে পরিবর্তন আনবে এই নাটক।আসফাক নিপুণ আপনি যদি এই কমেন্ট পড়ে থাকেন, আপনাকে বলব বেহেশতের দরজা যেন আল্লাহ আপনার জন্য খুলে দেন সেই দোয়া করি।
যে কোন ব্যাক্তির মনে পরিবর্তন আনবে না.
গ্রেট
আমিন
এই নাটকটা দেখলে মনে হয় আশফাক নিপুন তার জীবনের শ্রেষ্ঠ নাটকটা বানিয়ে ফেলেছেন।প্রত্যেকটা দৃশ্যের এতো ম্যাচিউরিটি সমসাময়িক অন্য কারো মাঝে দেখি না।
এক নাটকে এতো বার কাঁদালে, চোখে পানি নিয়ে দেখবো কি?🥺🥺❤❤ ১০/১০ ❤❤ নিপুন মানেই ধামাকা।
প্রিয় আশফাক নিপুণ ভাই, অনেক অনেক বেশি শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে গেলো আপনার প্রতি। এতো সুচারুরূপে একটা গল্প তৈরি করে, সঠিকভাবে এটার প্রয়োগ, এই গল্পের সাথে মানানসই চরিত্র নির্বাচন, এককথায় অসাধারণ হয়েছে।
মনে হচ্ছে আশফাক নিপুণ, এই নামটা অনেক দিন পর্যন্ত মানুষ মনে রাখবে।
নিশো ভাইয়া,ঈশিতা আপু সহ আরো যারা আছেন সবার অভিনয় অসাধারণ হয়েছে।
যে সময়টাতে অশ্লীলতার জোয়ারে ভেসে যাচ্ছে বাংলা নাটক, অশ্লীল সংলাপে ভরপুর,অশ্লীল ইঙ্গিতবহ কথাবার্তা, পরিবারের সবাই একসাথে বসে দেখার অনুপযুক্ত নাটক বানানোর হিড়িক পড়ে গেছে নাট্যপাড়ায়, সেই সময়টাতে এসে পরিবারের বড়,ছোট সবাই মিলে উপভোগ করার মতো একটি নাটক উপহার দেয়ার জন্য আবারো কৃতজ্ঞতা স্বীকার করছি আশফাক নিপুণ ভাই আপনার।
অসাধারণ বলেছেন ভাই। আসলে এইকথাগুলো আমিও লিখতে চেয়েছিলাম।
মনের গভীর থেকে ভালোবাসা আর শ্রদ্ধা আশফাক নিপুণ কে।
সেরা সংলাপ, সেরা অভিনয়, গল্পকে সেরা বলবো না।
পরিশেষে বলবো, মা-বাবা হচ্ছে এই দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ।
ইশিতা আপুর অভিনয়টা দারুন ছিলো,,সত্যিকারের পারফেক্ট বোনের চরিত্রে অভিনয়টা ফুটিয়ে তুলছে।নিশো ভাইও সুন্দর অভিনয় করছে।
আসোলে একটা পরিবারের মূল বৃহ্ম হলো একজন বাবা।
বাবা না থাকলে সব অন্ধকার মনে হয়,,কষ্ট, দুঃখ এগুলোকে সামালানো খুব কষ্টসাধ্য হয়ে দাড়ায়।
কান্না থামাতে পারিনি,,
ভালো থাকুক পৃথিবীর সকল মা।
আমার দেখা বেস্ট নাটক,চোখের পানি দরে রাখতে পারলাম না।মায়ের কাছ থেকে অনেক দুরে আছি তাই মাকে খুব মিস করি।।। ভালো থেকো মা সব সময়।।।
Asolei khub Valo Akta natok. Ami to Pura natok ai kanna korci.
জীবনের দেখা সেরা নাটক বললেও মনে হয় কম হবে। সেলুট পুরো টিমকে💝💝💝
বাংলাদেশে কি কি ফালতু ফালতু নাটক ১০০ টা করার থেকে এরকম ১ নাটক ই যথ্স মিস ইউ বোন
right
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন।
th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
Hmmm
বিস্বাস করবেন কি না জানি না, পুরা এক ঘন্টা কেদেছিলাম,, কারন আমি ও মা বাবাকে ছেড়ে বিদেশ আছি,,,আমার দেখা সেরা নাটক,,, 😭😭😭😭😭
যখন নাটকটা বাহির হইছে তখন দেখছি দেখে খুব কান্না করছি...
সবার অভিনয় ভালো হইছে
Allha apnar maa baba ke valo rakuk
ইতি মা! যে নাটক মধ্যবিত্তের প্রাণের কথা বলে। এতো সুন্দর একটি নাটক নির্মান করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে; আশফাক নিপুন।❤
এই রকম নাটকের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম নাটক বেশি বেশি হওয়া দরকার।
ভালোবাসা অবিরাম।
অনেক সুন্দর নাটক টা। তবে যদি দুনিয়ার সব সন্তান গুলো বাবা মায়ের ইচ্ছে গুলোকে এভাবে মূল্য দিত তাহলে বাবা মা জীবনের সবচেয়ে সুখি হতো।
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন।
th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
এটা কি দেখলাম ভাই?
আমার জীবনে দেখা সবথেকে ভাল নাটক।
চোখের পানি আটকাতে পারছিনা বার বার মায়ের কথা মনে পড়ছে।
আশফাক নিপুন ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
অসাধারণ হয়েছে নাটকটা।আমি আমার মাকে খুবই মিস্ করছি।আল্লাহ্ আমার মাকে বেহেশত নসিব করুন। আমিন😭😭😭
Amin
আমিন
আশফাক নিপুন ভাই আপনি নাটকের জন্য এই বছর পুরস্কার পাবেন ইনশা-আল্লাহ! এতো সুন্দর করে ডিরেকশন আমাদের দেশে কম ডিরেক্টর ই দিতে পারে! এইরকম আরো সুন্দর কাজের আশায় রইলাম! ❤
Hmm
এই নাটক কে জাতীয় পুরষ্কার দেয়া উচিত। সকল পিতামাতারা ভালো থাকুক। সন্তান গুলো সুসন্তান হোক। আমিন।
🤣
আমি কাবার সাথে আছি আল্লাহ আমার মা বাবাকে যেনো আপনার ঘরটা দেখাইতে পারি।আমিন
"বড় ছেলে" নাটক নিঃসন্দেহে অনেক ভালো মানের একটা নাটক ছিলো। কিন্তু এই নাটকটি অতীতের সব নাটককে ছাড়িয়ে গেছে। এই নাটক যদি এই বছরের সব পুরস্কার না জিতে তাহলে নাট্য ইন্ড্রাস্ট্রি ৯০% দর্শক হারাবে।
right right right
প্রয়োজন নাটক টা দেইখেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
আমিও আমার মাকে হজ্বে পাঠাবো ইনশাআল্লাহ,, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেনো সেই প্রযর্ন্ত আমাকে আর আমার মাকে বাচিয়ে রাখে,,এই আশা টাই আছে আমার মায়ের জন্য দুনিয়াতে😢😢
আমিন ভাই
আমার ও তাই ইচ্ছা 😭😭
@@ytv8612 আল্লাহ ভরসা
আমিন
Nishchoi Allah apnar ei uttom chintar kodor korben .apnar asha purno houk
এ বছরের সেরা নাটক
অসংখ্য ধন্যবাদ পরিচালক কে
এরকম নাটক আরো চাই,,
only maa is real... বোন যে কিভাবে মায়ের রূপ নিতে পারে তাঁর প্রমান এই নাটোকে্ অসাধারন অভিনয় বোনের সাথে আফরান নিশো ভাই অনবদ্ধ, গল্প ভালো হলে আজো দর্শক দেখবে , শুভ কামনা রইলো!!
অসাধারণ ❤️
অসাধারণ টেলিফিল্ম।।
ঈশিতা মেমের নিখুঁত, সাবলীল অভিনয় দেখে চোখের জল চলে আসলো
নিশো সব ধরনের অভিনয়ে পারফেক্ট
তা বারবার প্রমানিত
ধন্যবাদ
পরিচালক কে এতো সুন্দর একটা টেলিফিল্ম উপহার দেওয়ার জন্য
নিশো ভাইয়ের এবারের ঈদের সবগুলো নাটকের গল্প, চরিত্র এবং অভিনয় অন্য সব নাটক থেকে আলাদা। এইজন্যই নিশো ভাইয়ের অভিনয় বরাবর ভালোলাগে।
নিশো ভাই বাংলা নাটকের বস,,,,
জিবনের একটা পর্যায় এসে আমি নিজেও কিডনি বিক্রি করতে চেয়েছিলাম আমি জানি অভাব কি জিনিস,,আমার সন্তানের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে,,আল্লাহ আমাকে অন্য কারো মাধ্যমে উপকার করিয়েছে,,
Alhamdulillah vai
আল্লাহ আপনাদের কোবুল করুন
@@mdaburaihan4561 আমিন
Allham dulillah
Allah tayala sob Manusher ari arokom pirikkha nenn...?
Seta nirvor kore apnar opor...
Mull hocche dorjer opor 🙂
বাকরুদ্ধ😥
প্রশংসা করার মতো ভাষা নাই। যেমন লেখা তেমন অভিনেতাদের অভিনয়। এই নাটকটা যারা দেখেছে তাদের কান্নাঁর পানিই বলে দেয় বাংলার নাটক প্লাটফর্ম আজ চূড়ান্ত পর্যায়ের। এক কথায় অসাধারণ💚 ভালো থাকুক সুখে থাকুক পৃথিবীর সব মা বাবা এবং মধ্যবিত্ত পরিবার।
এই বছরের সেরা একটা টেলিফিল্ম দেখলাম যা নিঃসন্দেহে প্রশংসনার দাবী রাখে। সবাইকে ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে এমন উপহার দিলেন।
((
l;
l;
কিছু বলার নেই, শুধু বলবো অসাধারণ।
আর এমন চিএ আমাদের দেশের চলচিত্রতেও ফুটিয়ে তুলতে পারেনি।
♥♥♥
এই ঈদের সেরা নাটকের নাম হচ্ছে ইতি মা♥♥ নাটকের সাথে জড়িতো প্রত্যেকেই এত ইমোশনাল দিয়ে অভিনয় করেছেন যে কেউ এই নাটক দেখে চোখের পানি ছেড়ে দিবে। ঈষিতা ম্যাডাম এ বছরের সেরা অভিনেত্রী হবার যোগ্যতা রাখেন♥♥
বোধ নাটকি ও কিন্তু কম না, পারলে দেইখেন
আমিও তাই মনে করি
ভিক্টিম নাটকটিও দেখার মত।
@@mdjuwel6956 এই মাত্র শেষ করলাম। ভিক্টিম নাটকে অনেক প্রশ্নবোধক (?) রয়ে গেলো
@@shabuddinhossain2568 দেখেছি ভাই বোধ নাটকটিও অনেক ইমোশনাল ছিলো।
দুই বাংলার সকল সন্তান যেন এমন হয় এটাই প্রার্থনা!
বিশেষ অভিনন্দন ও ধন্যবাদ বরাদ্দ রইলো নিপূন'ভাই-র জন্য।
ব্যক্তিগত সুখ,স্বাচ্ছন্দ,ভালো থাকার উদগ্র তাড়না আনুবীক্ষণিক পরিবারতন্ত্রের জন্ম দিচ্ছে,সেই প্রক্ষিতে এই ব্যতিক্রমী কাহিনী-ভাবনা বিশেষ উল্লেখের দাবী রাখে।
ঈশিতা,নিশো,শিল্পী'আপু অনবদ্য।
শুভেচ্ছা ও অভিনন্দন পুরো ইউনিটকে।
প্রতি মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারলেও , শেষ মুহূর্তে আর ধরে রাখতে পারিনি দু চোখের অশ্রু বিন্দু...... সার্থকতা এখানেই " ইতি, মা ।।
Hmm..vai
Same
আমার দেখা সেরা একটা নাটক, চোখের পানি ধরে রাখতে পারলাম না,আল্লাহ্ নেক হায়াত দান করুক সবার মাকে❤
পুরো ১ ঘন্টা২৫ মিনিট চোখের পানি আটকানোর চেস্টা করতে হয়েছে,। কি বানাইলেন ভাই!! এই ঈদের বেস্ট নাটক।
I agree
এই প্রথম কোন নাটক দেখে নিজের অজান্তে চোখে পানি চলে আসছে 😢
খুব ভালোবাসি মা তোমাকে কখনো বলা হয়নি💗
কি বলব সত্যি কোন ভাষা খুঁজে পাচ্ছিনা মনের অজান্তেই চোখে জল এসে গেছে । পৃথিবীর সকল বাবা মা ভাল থাকুক । ধন্যবাদ পুরু নাটকের team কে ।
I couldn't move my eye from Eshita's acting. Her expression, gesture and dialogue impressed me more. She is an wonderful actress and like her acting since my childhood . We want more drama from her. Nisho also did well. This story made me cry. Heartfelt thanks to the director Ashfaque Nipun and his team for a creative creation.
আমার ছোট বেলায় থেকে ইচ্ছে মা বাবাকে হজে পাঠাবো,
নাটকটি দেখে দুচোখ দিয়ে পানি বের হয়ে গেল ।
Allah jen apnar moner asa kobul kore, Ameen
আমিন
Via ei eche ta amaro...
অসাধারণ বলতে হবেই।কিছু যায়গা আরও পরিচ্ছন্ন হলেও হতে পারতো। ভাই বোন হিসেবে ওদের বন্ধন অসাধারণ। ভালো ভালো নাটক বানান সবাই দেখতে চাইবে। শুভকামনা।
আল্লাহ আপনার আসা কবুল করুক ভাই। আমিন
আফরান নিশো ভাই এবং ঈশিতা আপুর পারফরম্যান্স খুব ভালো লাগছে❤️'কেন'নাটকটাতেও তেমন।
আরও ভালো ভালো কাজ এই দুইজনের জুটিতে দেখতে চাই।🖤❤️
শুভ কামনা #Afrannisho(boss) #Ishita_mam☺️
মুখে বালিশ চেপে কেঁদেছি কি বা বলার আছে আল্লাহ পাক যেনো আমাকে এমন তৌফিক দান করেন আমার মা বাবার সপ্ন পূরণ করার জন্য
চুদে
আমার মনে আছে আমার বড় বোন নিজের পরিবার থাকা সত্ত্বেও এক একটা টাকা জমিয়ে আমাদের বাবা মাকে হজ্জে পাঠিয়ে ছিল, আল্লাহ আমার বোনকে যেন অনেক অনেক সুখে শান্তিতে রাখেন, আমিন ❤️
amin
হজ্জের মাধ্যমে নবী সৌদির জন্য একটা আয়ের ব্যবস্থা করে গিয়েছিলেন |
Lots of respect for her♥♥♥
Amin
আমিন
কিছু বলার ভাষা নাই আশফাক ভাই, প্রবাসে থাকি নাটকটা দেখে অনেক কান্না করলাম, ভালো থাকুক পৃথিবীর সকল মা,বাবা😥😥😥
এত পারফেক্ট নাটক আমি আগে দেখিনি সব নাটকেই কিছুনা কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু এই নাটকে আমি কিছুই পাইনি। সব যেন বাস্তবতা আর আমার জীবনের সাথে প্রায় ৯০% মিল। আমার মা ও সারাজীবন আমাদের জন্য এত কিছু করেছে আমার ও অনেক ইচ্ছা মার ইচ্ছা টা পুরন করি।
সবার অভিনয় এত টা সাবলীল ছিল যে আমার একবার ও অভিনয় মনে হইনি।ধন্যবাদ পরিচালক কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
চিঠি টার জন্য আমি অপ্রস্তুত ছিলাম । চিঠি টা যখন পড়ছিল চোখের পানি আর থামাতে পারিনি মনে হচ্ছিলো আমার মার কথা যেন বলছে। কারন আমার মার মনে ও সেই একি কথা😔😔
ইশিতা অপি বাধ্য করলো চোখে জল অানতে😭😭😭 কি অভিনয় টা না করলো😍😍😍
V
ai Nipun vai, ki banaisen vai!!!unbelievable.Different and mind blowing history..
এখনকার নাটকের অভিনেত্রি গুলো হাজার চেষ্টা করলেও একটা ঈশিতা কিংবা অপি হতে পারবে না, কি দারুন অভিনয় ❤
নাটকটা দেখা শেষ হয়েছে 1 টায়..কিন্তু এখন ৩:২৬ বাজে..এই পুরু সময়টা ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছি..নিজেকে সামলে রাখতে পারি নি...চোখ দিয়ে এমনেই পানি বের হয়ে গেল..
Amio...
Amio
Amio 😭
😢😢❤
এত ভালবাসতে বোনেরা😭😭😭পরিবারের জন্য এত ত্যাগ,এত ইমোশনাল একটা নাটক,ইশিতা বেস্ট,নিশো শেরা,আর আমরা কান্না করে শেষ 😭😭😭😭ভালো বাসি মাকে ভাই বোনদের কে
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২০ নারী ,,ঈশিতা আপু তোমার এবং তুমিই পাবে ,,, তুমিই সেরা 😍😍😍
amio eita e boltechilam
@@aryanmohsin2338 ভাই আমার দেখা সেরা নাটক ,,,আর ঈশিতা আপু অনেক ভালো অভিনয় করেছেন
@@monirhossen863 নুসরাত ইমরোজ তিশাকে ছাড়িয়ে যেতে পারবেনা কেউ!😎
@@rubinaakter6437 পারবে
@@mdmahadi9038 দেখা যাবে। সময় কথা বলবে।
কি বলবো বুঝতে পারছি না টেলিফিল্মটা দেখে সব ভাষা হারিয়ে ফেলেছি আমরা সবাই আমাদের বাবা মা ইচ্ছে যেন পূরণ করতে পারি
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন।
th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
বুকটা আজ হালকা হল।
নিজেই জানতাম না ভেতরে এত কান্না জমে ছিল।
আর নাটক নির্মাতা দের বলছি এই master piece টা কে বারবার দেখুন অনেক কিছু শেখার রয়েছে। মা ,নিশো ভাই আর ঈশিতা দি শুভেচ্ছা নেবেন। আপনারা নিজেরা ও জানেন না কত ভালো কাজ করেছেন। god bless.
Fantastic theme! Beautiful making! Mind blowing casting! Ishita is becoming mature actress day by day! Masha Allah! Great! Congratulations all of you! 👍
নাটক : "ইতি মা"
বানিয়েছেন : আশফাক নিপুন
আমি খুব কম নাটক দেখি, "ইতি মা" নাটকটা দেখে এই নাটকের একটা রিভিউ লিখতে বাধ্য হলাম, আশফাক নিপুন কী অসাধারণ বানিয়েছেন। যখন কোনো গল্প অনেকগুলো বাস্তব জীবনের সাথে মিলে যায়, তার তৃপ্তি অন্যরকম হয় , কোনো রেটিং দিয়ে বিচার করা যায়না এটা । একটা নাটক বা সিনেমাতে মধ্যবিত্ত জীবনের স্ট্রাগল ,সেই জীবনের কষ্ট,অনুযোগ,অনুভুতি নাটক বা সিনেমাতে ফুটিয়ে তোলা অনেক কঠিন কাজ একজন পরিচালকের , সবসময় বিশ্বাসযোগ্য ও হয়না সবকিছু,কিন্তু "ইতি মা" নাটকে পরিচালক এখানে শতভাগ সফল ঐ দিক থেকে আমি মনে করি ।ফুটিয়ে তুলেছেন অসাধারণ ভাবে নাটকের গল্প এবং প্রতিটি সিন, বেশিরভাগ সময় বাবা মা'র দৃষ্টিভঙ্গি থেকে অনেক গল্প বলা হয়, এই গল্পটা সন্তানদের দৃষ্টিভঙ্গি থেকে বলা..
সন্তানদের ভালোবাসা তাদের বাবা মা'র প্রতি এবং একজন মায়ের কৃতজ্ঞতা সেই ভালোবাসার প্রতি..
এটাই এই নাটকের মূলকথা ।
আল্লাহ সব সন্তানদের তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করার তৌফিক দিন
পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, তাদের সন্তানরা তাদের ভালো রাখুক ❤️
*মাশা-আল্লাহ্* প্রথমে কোরাআন তেলাওয়াত অন্যকোন নাটকে দেখিনি।
খুব ভালো লাগলো নাটক!!!
প্রথমে ধন্যবাদ পরিচালক কে,,,,,,,আর চোখের পানি এক মূহূতের জন্য ও থামে নাই,,,ভাই বোনের অভিনয় টা বেস্ট ছিল
ঈশিতা আপু আপনাকে স্যালুট বোন।অসাধারন অভিনয় করছেন।
আমি আমার জীবনে এতো সুন্দর, এতো মায়ার নাটক, এতো বাস্তবধর্মী নাটক আর দেখিনি। চোখের পানি ধরে রাখার ক্ষমতা আমার ছিল না।
নাটকে ভাইবোনের ভালবাসা ছিলো এক কথায় অসাধারণ 😍
ভাইবোনের ভালবাসার সিন দেখে চোখে জল চলে আসে,আমার যদি একটা বোন থাকতো😰😰
নাটক দেখি তবে কমেন্ট করা হয় না, এটা আমার প্রথম কমেন্ট।
আমার দেখা বেস্ট নাটকের মধ্যে এটা অন্যতম। লাস্ট মুহুর্তে চোখের জল ধরে রাখতে পারি নি।
সত্যিই অসাধারণ ♥
ভাষা খুঁজে পাচ্ছি না কি বলব? পুরা টিম টাকে ধন্যবাদ আমাদেরকে সত্যিকারের এক অনূভুতি বুঝিয়ে দেয়ার জন্য। আফরান নিশো যত দিন যাচ্ছে আপনি আমার সমস্ত হৃদয় াুড়ে রাজত্ত নিয়ে নিচ্ছেন
💞💞💞💞
আমার দেখা সেরা নাটক,,,,, আমিও আমার মাকে খুব ভালবাসি।।।।।।আমি প্রবাসে থাকি নাটক টা দেখার পর মার কথা অনেক মনে পরতেছে।।।।।।।
নাটকটা দেখে অনেক কান্না করছি।এতো সুন্দরভাবে বাস্তবতা তুলে ধরছে আর এমন সাবলীল অভিনয় যা নজর কেড়েছে।
শুধুমাত্র আরফান নিশোর জন্য টেলিফিল্ম টা দেখা শুরু করলাম। সাথে বোনাস হিসেবে গ্রেট ইশিতা ও আছে। অনেক আশাবাদী। ভালো লাগবে শিওর 😍
আমার মা'কে নিয়ে লেখা,,
একটা সত্যি কথা।
আমার বয়স তখন ১৫-২০ দিন,( আমার দাদীর বলেছিলো,)প্রতিদিনের মতো করে আজও ঘরে সামান্য কিছু খাবার ছিলো। আমাকে কোলে নিয়ে খাবারগুলো খাচ্ছিলেন মা। হঠাৎ করে আমি মায়ের খাবারে পস্রাব করে দিয়েছিলাম, সেই খাবারগুলো ধুয়ে নিয়ে এসে মা আবার খেতে শুরু করলো। আবার আমার পায়ের লাথিতে খাবারগুলো মাটিতে পড়ে যায়। মা আবারও সেই খাবারগুলো ধুয়ে নিয়ে খেয়েছিলো। কারন একটাই,, মা না খেলে যে আমার খাওয়া হবে না।
এটাইতো মা,। এমন মা কে কখনো কেউ কষ্ট দিয়েন না।
Apner ma kemon achen vai?
Great
@@mhsohan2769 Alhamdulillah valo ase.
Apnar ma kemon ase vai...???
❤️
Apnar kothay amar onek kanna ashche .ma to ma e hoy. Amma mara gesen aj dui bochorer o beshi hoyegese .akhon ami nije maa hoyechi kintu mone hocche notun kore jeno ami mayer meye hoyechi. Apnar ammar jonno onek dua roilo Allah unake nek hayat dan koren .ameen
আমার দেখা সবচাইতে সুন্দর নাটক।আমার হৃদয় ছুয়ে গেল।ধন্যবাদ সকল বাবা মা কে যারা এমন সন্তান জন্ম দান করেছেন।
The best part of this natok 1:20:27 when the mother handover the letter to her daughter to read .....i could not hold my tears down of her each and every heart touching words written in the letter on a conclusion "Eti Ma " ......Ashfaque Bhai you deserved a standing ovation on the behalf of the viewers ....absolutely a complete family natok to watch
কাল রাতেও মায়ের জন্য কান্না করেছি আল্লাহ যেন পৃথিবীতে সব মায়েদের নেক হায়াত দান করুন আমারতো মা নেই আমি বুঝি মা কি জিনিস মা শুধু মা
Amin
Allah apnake onek vlo rakbe
Amin
Amin
🙁🙁
আহা নাটক, চোখের জ্বল , কমেন্ট করে সাক্ষী রেখে গেলাম। বাংলা নাটকের সর্নালি অধ্যায়।♥️♥️♥️♥️♥️
অনেক সুন্দর একটা নাটক অনেক কিছু শিখার আছে, ভালো থাকোক সকল মা ও তাদের কলিজার টুকরা গুলো ❤❤💕
কলিজায়,লাগলো, এত অসাধারন লাগলো, ঈশিতা আপু একজন বড় মাপের আর্টিস্ট, পরিচালককে অসংখ্য ধন্যবাদ।
মায়ের ভূমিকা চমৎকার।
জীবন বদলে দেওয়ার মতো নাটক, হয়তো এইটা নাটক কিন্ত আমার সাথে পুরোটাই মিলে গেছে, সুদু আমি কিডনি বিক্রি করি নাই
আমাদের এইরকম সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য পুরো টিম কে ধন্যবাদ,
আর বসের তো কথাই নাই, একাই ১০০❤♥♥♥❤❤❤
আহা নার্গিস আপু (ঈশিতা) অসাধারণ অভিনয়, নিশু ভাই অনাব্ধ।
ইশিতা আপুর অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়ে গেছি❤️ এতো সুন্দর নাটক আগে কখনো দেখিনি,,
ঈশিতার জন্যই নাটকটা দেখতে এসেছিলাম
মাাাা
এই শব্দ টা পৃথিবীর একমাত্র শান্তির নাম।প্রবাসে না আসলে আমিও বুজতামনা মা কি জিনিস।এই নাটক টা দেখে চোখ না ভিজিয়ে পারলাম না।আবার ও মায়ের প্রতি ভালবাসা বেড়ে গেল।মা
সত্যি ভাই এখনো চোখ দিয়ে পানি জড়ছে 😢
ভাই চোখের পানি দরে রাখতে পারলাম না।প্রবাস এসে সব বুঝতেছি
মা শুধুই মা
মধ্যবিত্ত পরিবারের সাধারণ কাহিনী অসাধারণ ভাবে নাটকে ফুটে উঠেছে 😍
ও কুমিল্লা বলে যে আরো কাঁদিয়ে দিয়েচেন বেশি? Best of luck. Boss
আমি অনেক কঠিন মনের মানুষ, তারপর ও নিজের চোখের জ্বল ধরে রাখতে পারি নি, অসাধারণ এর জন্য বাংলা নাটক ভালো বাসি আশা করি এমন নাটক আর ও আমাদের উপহার দিবেন,,,
Thank u ashfaque nipun and all actors.we wanna see this team again and again ❤️
জীবনে বহু নাটক দেখেছি এতো ভালো গল্প কখনো পাইনি। ভই বোনের এতো ভলো কমিশন এক কথায় অসাধারণ।
যদি মানুষের মধ্যে মন থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইতি মা.... দেখার পরে তার চোখে পানি আসবেই
এবং নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিবে
আমার লাইঠে দেখা,সেরা নাটক।
মনে খুবই ইচ্ছে, মা বাবা কে হজ্জ করাবো।
ইনশাআল্লাহ, রব যদি দয়া করেন।
আমার আঁকা আফরান নিশো ভাই এর একটি স্কেচ। যেটা উল্টো করে একেঁছি।ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব ,লাইক,কমেন্ট করবেন।
th-cam.com/video/JLe1UXrF0FI/w-d-xo.html&feature=share
আপনার মত আমারো অনেক স্বপ্ন মা বাবা কে হজ্জ করাব,,,,আল্লহ যেন কবুল করে
আশফাক ভাই,
কাঁদিয়ে দিলেন...!!!
আমিও আম্মাকে হজ্জে পাঠানোর আশায় আছি।
তবে লোন দিয়ে নয় ভাই হালাল খামাই করে পঠাবেন আল্লাহ কবুল করবে
Ei natok ta dekhe manusher dharona bodle jabe.....
Vicky zahed vai বাস্তবধর্মী নাটকের দিক দিয়ে সেরা।
অসাধারণ, এই ঈদ এর সেরা নাটক, নিশোর তো জবাব নেই। ঈশিতা ও খুব ভালো।
*এই আশফাক নিপুন ভাই-ই আছে একমাত্র যিনি বস নিশো ভাইকে সঠিকভাবে ব্যাবহার করতে পারেন।* 😍👌
*চালিয়ে যাও বস* 🙂
ইশিতা আপা আর নিশো ভাই এমনটা নাটক উপহার দিলেন,,, চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে,,,কিন্তু পারি না,,,শুধু চোখের জল মুছে গেলাম।পরিচালক ভাই কেও ধন্যবাদ।
ইশিতাকে অনুরোধ থাকবে বছরে অন্তত দুটো কাজ করার জন্য,,,,,, এতো সাবলীল অভিনয় শুধু ওকেই দেখতে ইচ্ছা করে