HYDER HUSYN SONG | আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া | BDR TRAGEDY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @MonirKhan-it3rj
    @MonirKhan-it3rj 2 ปีที่แล้ว +89

    আমার কাছে তুমি মহান ও শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ শিল্পী। তুমি এদেশ নয় সারা বিশ্বে সেরাদের সেরা হওয়ার যোগ্য। তোমায় মূল্যায়ন করতেই হবে তোমার গানের কথায়, তোমার জীবদ্দশায় বা মৃত্যুর পর। স্যালুট মহান শিল্পী।

  • @ZahangirAlam-w2r
    @ZahangirAlam-w2r ปีที่แล้ว +35

    কি হৃদয় নিংড়ানো, দেশপ্রেম উৎসারিত গান। হায়দার খানের আরো একটি গান- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি, গানটি শুনলে আমার মনে হয় স্বাধীনতা উত্তরকালের সবচেয়ে সময়োপযোগী ও নির্ভেজাল দেশপ্রেম জাগানিয়া হাজার বছরের শ্রেষ্ঠ গান। হায়দার খান আপনি দীর্ঘজীবি হউন।

  • @riyanroy6755
    @riyanroy6755 2 ปีที่แล้ว +789

    আমি ভারত থেকে । সত্যি এক লোমহর্ষক গান । গানের কথা গুলো পুরো হৃদয় ছুয়ে গেল । আমার হাজার সালাম এমন শিল্পী কে।

    • @NazrulIslam-ll3fc
      @NazrulIslam-ll3fc 2 ปีที่แล้ว +14

      বি ডি আর বিদ্রোহের সেই দিনটির কথা মনে হলে চুখের অশ্রু ধরে রাখা যায় না

    • @mdnaeemshek621
      @mdnaeemshek621 ปีที่แล้ว

      পপ

    • @mizanrahman3820
      @mizanrahman3820 ปีที่แล้ว

      ভারতের ইশারাতেই এই হত্যাকান্ড।ভারত চায়না আমাদের দেশে বীর সেনানীরা জন্ম না নিক,সিভিল ডিফেন্স ভেঙ্গে পড়ুক।যাতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে যায়।

    • @weavingtv8041
      @weavingtv8041 ปีที่แล้ว

      Rights

    • @khorshedalam28
      @khorshedalam28 ปีที่แล้ว +3

      এই গানটা জাতির আবেগ জড়ানো এ ঘটনার জন্য সবাই দুঃখ পাইছে

  • @sofikislam9403
    @sofikislam9403 ปีที่แล้ว +15

    কান্না ভরা হৃদয় নিয়ে কি লিখবো বুঝতে পারলাম না।জানি এমন অনুভূতি বাঙালি ছাড়া কেউ বুঝতে পারেনা। জানি না কত অশ্রু গড়িয়েছো লিখতে গিয়ে ❤❤❤❤
    From india

  • @sirajunnehar8944
    @sirajunnehar8944 2 ปีที่แล้ว +326

    আমি এই গানটা শুনি আর কাঁদি, কি কবি ছিলেন, কি অনুভুতি!!! আয়নায় যেমন মূখ দেখা যায়, তেমনি এই গানের মাধ্যমে গীতিকারের অন্তর দর্শন হলো।
    ভারত থেকে _

  • @tamannaafrous
    @tamannaafrous 5 หลายเดือนก่อน +135

    ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-ছাত্রীদের জন্য এ গানটি এখন কতটা প্রাসঙ্গিক, আহ!

  • @moezuddin1398
    @moezuddin1398 2 ปีที่แล้ว +173

    এই গান যতবার শুনেছি ততবারই কেদেঁছি। মনের অজান্তেই চোখের কোনায় পানি চলে আসে জানিনা কেন আসে । আর যতবার শুনি ততবারই বাংলাদেশের ইতিহাসকে মনে করিয়ে দেয়। বাংলাদেশের বিডিআর বিদ্রোহ। । ধন্যবাদ হায়দার আলী Sir কে

    • @mdmotinmotin6563
      @mdmotinmotin6563 2 ปีที่แล้ว

      জাতী নির্লজ্জ

    • @MdMizanMia-ng4lw
      @MdMizanMia-ng4lw ปีที่แล้ว +1

      পরিকল্পিত হত্যা ছিল

    • @mdanwar1870
      @mdanwar1870 ปีที่แล้ว +1

      এই গানটা যতবার শুনেছি ততোবারাই কেঁদেছি। মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে জানিনা কেন আসে।আর যতবার শুনি ততবারই বাংলাদেশের ইতিহাসকে মনে করিয়ে দেয়। বাংলাদেশের বিডিআর বিদ্রোহের ঘটনা 😭😭😭
      23/06/2023 সালে আবার শুনলাম

    • @zahidikbal3192
      @zahidikbal3192 4 หลายเดือนก่อน

      পিলখানা হত্যাকান্ড।

  • @alorpath9004
    @alorpath9004 2 ปีที่แล้ว +21

    ভাষায় প্রকাশ করবার ক্ষমতা নেই . . . এমন দরদ দিয়ে গাওয়া গান সত্যিই অসাধারন . . . এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ . . .

  • @JahangirAlom-ro4mr
    @JahangirAlom-ro4mr ปีที่แล้ว +30

    হায়দার হুসেইন সাহেব আপনাকে স্যালুট, আপনার এই গানের কথা গুলো আমাকে কাঁদিয়েছে।

  • @abbuhurayra773
    @abbuhurayra773 2 ปีที่แล้ว +28

    এটা শুধু গান নয়, এটা হৃদয়ের গহিনের আর্তচিৎকার😭😭😭।মাজলুমদের অব্যক্ত কথা যা এ গানে ফুটিয়ে তুলেছেন।যারা প্রিয়জন হারিয়েছেন সকলকেই ধৈর্য ধারন করার তৌফিক দান করুন, আমিন।

  • @khairul503khaitul9
    @khairul503khaitul9 3 ปีที่แล้ว +320

    লিজেন্ড রা এইসব অনন্য শব্দের মাধ্যমেই সারাজীবন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

  • @lokaranjanrudrapaul7908
    @lokaranjanrudrapaul7908 6 หลายเดือนก่อน +81

    2024 সালে India থেকে শুনলাম গানটা। হাজার হাজার প্রণাম গানের লেখক ও সংগীত শিল্পীকে। হৃদয় ছুঁয়ে গেলো 🙏🙏🙏

  • @mhosen2873
    @mhosen2873 2 ปีที่แล้ว +328

    এই গানটি আমার মনে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ইমোশনাল গান,,যা শুনে হাজারো মানুষ কেদেছে😭

    • @ইমন-জ৯স
      @ইমন-জ৯স 2 ปีที่แล้ว +1

      শ্রেষ্ঠ নয়, অন্যতম।

    • @mdarifarif7645
      @mdarifarif7645 ปีที่แล้ว

      আমি অনেকবার কেদেছি

    • @mdraselsheikh0757gmail.
      @mdraselsheikh0757gmail. ปีที่แล้ว

      হুমম

    • @RihanMaher
      @RihanMaher 9 หลายเดือนก่อน

      Amar o onek onek bar shunechi ajo shunechi..........😭😭😭onek Kanna ase ....

  • @nasiruddinmolla381
    @nasiruddinmolla381 ปีที่แล้ว +46

    আমিও ভারত বর্ষ, থেকে, পশ্চিম বঙ্গ , বসিরহাট সব ডিভিশন , এ গান আমার অন্তরের গভীরে গান , এ গান আমি যখন শুনি তখন পুরোপুরি গানের মধ্যে ডুবে যায় , অনেক শুভেচ্ছা রইল সুরকার , গায়ক সাহেব কে •

    • @BabarAzam-s6t
      @BabarAzam-s6t 9 หลายเดือนก่อน

      Basir hat

    • @mdmamunurrasid3538
      @mdmamunurrasid3538 6 หลายเดือนก่อน +1

      ওনি নিজেই এই গানের সুরকার গীতিকার

  • @akhiakther6240
    @akhiakther6240 2 ปีที่แล้ว +1046

    আমাদের গ্রামে ২৫ মার্চের অনুষ্ঠানে গানটি গেয়েছিলাম। আমি গানটা গাইতে গাইতে কেঁদে ফেলেছি কারন গানটা শুনলে এবং বললে আবেগি হয়ে যাই ও নিজের অজান্তে চোখে পানি চলে আসে। তবে আমি পুরুস্কারিত হয়েছি আলহামদুলিল্লাহ 🤲🤲🤲

    • @mdforidul2661
      @mdforidul2661 2 ปีที่แล้ว +6

      নাইস

    • @ashraftaslim8913
      @ashraftaslim8913 2 ปีที่แล้ว +5

      Clllllllllllllllll

    • @mdrituhasan8436
      @mdrituhasan8436 2 ปีที่แล้ว +1

      same to u

    • @amdadchowdhury9402
      @amdadchowdhury9402 2 ปีที่แล้ว +7

      আপার কন্ঠে আমাদের সংস্কৃতি অনুষ্ঠানে শুনতে চাই যোগাযোগ করতে ফোন নাম্বার দিলে ভালো হবে

    • @NRFP
      @NRFP 2 ปีที่แล้ว +16

      গান টা দেশের সেনা অফিসার দের মারার কারনে লেথা হইছে

  • @Childtv1007
    @Childtv1007 ปีที่แล้ว +91

    আমার আব্বা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।এই গান শুনলে তাঁর কথা খুব মনে পড়ে। আল্লাহ্ তায়ালা উনাকে শহীদ হিসেবে কবুল করুন আমিন।

  • @imranislam8257
    @imranislam8257 2 ปีที่แล้ว +21

    এই গানটি আমার মনে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ইমোশনাল গান,,যা শুনে হাজারো মানুষ কেদেছে

  • @mdbadshaalamgir4213
    @mdbadshaalamgir4213 ปีที่แล้ว +154

    গানটা সুনলেই পিলখানার কথা মনে পরে যায়,,, মনের অজান্তেই চোখের কনে জল চলে আসে,, ২০০৯ তারিখটা ছিলো ২৫ ফেব্রুয়ারি দিনটা ছিলো বাংলাদেশের ইতিহাসের ভয়ংকর এক দিন 🥲
    এই ৫৭ জন সেনা শহিদ কে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের নছিব করুক আমিন।
    ২০৫০ সালের কেউ যদি কমেন্ট টা দেখো তাহলে গুগলে সার্চ দিয়ে পিলখানা সম্পর্কে জেনে নিও 🙂

    • @sabinakhatun5815
      @sabinakhatun5815 5 หลายเดือนก่อน +2

      আমার বুকটা যেনো কেপে উঠে।সেই দিন আমার।ভায়া ছিলো বিডিআর

    • @sanjidaakter5278
      @sanjidaakter5278 4 หลายเดือนก่อน +1

      Ameen

    • @md.badshamiah1523
      @md.badshamiah1523 4 หลายเดือนก่อน

      pilkhana Tragedy Documentary:- th-cam.com/video/dOHpGDutmKQ/w-d-xo.htmlsi=3Io-cHUHuaYoelr9

  • @abubokkor9214
    @abubokkor9214 2 ปีที่แล้ว +50

    বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিককার। কেমন কথা কেমন অনুভূতি ধন্যবাদ শিল্পী মহোদয়কে।

  • @JhumpOfficial
    @JhumpOfficial 4 หลายเดือนก่อน +1

    আমি একজন ভারতীয় বাঙ্গালী। আমার স্বামী মারা গেছেন ৩মাস হল। আমার স্বামী যে দিন পরলোক গমন করেন সেই দিন আমার ছেলের বয়স ২বছর ১মাস এবং ২মাসের সন্তান পেটে, তাই আমি এই গান প্রতি দিন একবার শুনি।এই গানটির প্রতি কথা হৃদয় স্পর্শ করে যায়
    । আমি ও ধৈর্য ধরার ক্ষমতা নিয়তির কাছে ভিক্ষা চাই।🙏🙏🙏🙏🙏🙏

  • @আমিতোশুধুইআমার
    @আমিতোশুধুইআমার ปีที่แล้ว +54

    এই গানের জন্য শিল্পীকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত ❤❤❤❤ 2023 শেষের দিকে এসে শুনলাম প্রিয় গানটা।
    সিঙ্গাপুর থেকে....

    • @springcollections1921
      @springcollections1921 10 หลายเดือนก่อน

      Right..

    • @IsratJahan-xy5qf
      @IsratJahan-xy5qf 10 หลายเดือนก่อน

      এই গানটা ভারত ও আমাদের কিছুু ক্ষমতা লোভীর জন্য গাইতে হচ্ছে।

    • @MDHossainAhmed-wl5on
      @MDHossainAhmed-wl5on 9 หลายเดือนก่อน

      কি অবস্থা ভাই কেমন আছেন আপনি

    • @mdtanvirrahman9702
      @mdtanvirrahman9702 4 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ

  • @rk4165
    @rk4165 6 หลายเดือนก่อน +132

    ২০২৪ সাল ১৫ জুলাই,১৬ জুলাই, ১৭ জুলাই এই দিনগুলি আপনার গানের প্রতিটি লাইনের প্রতিনিধিত্ব করে

  • @marufislam2262
    @marufislam2262 3 ปีที่แล้ว +135

    গানটা শুনলে মনের অজান্তেই চোখে পানি আসে।প্রায়ই সময়ই গানটা শুনি। যে সব ভাই শহিদ হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুন।

  • @ArafatHossain9T4
    @ArafatHossain9T4 2 ปีที่แล้ว +380

    2023 সালে আবার ও গান টা শুনলাম। 1st কমেন্ট করে গেলাম। যত জন শুনতে আসবে একটা লাইক দিয়ে যাবে যাতে বুঝতে পারি গানটা কয় জন শুনছে ❤️‍🩹❤️‍🩹😭😭

  • @fakrulislam2591
    @fakrulislam2591 2 ปีที่แล้ว +1609

    সালটা ছিল ২০০৯ সাল। আমার বাবারও পিলখানায় পোস্টিং ছিল। কিন্তু পিলখানার ট্রাজেডির ১৫ দিন আগেই আমার বাবাকে সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে কুয়েত চলে যেতে হয়। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি আমার বাবাকে হেফাজত করার জন্য। 🤲🤲 আর ঐদিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আমিন। 🤲🤲 আর যারা তাদের বাবা, মামা, চাচা, ভাই ও আত্মীয় স্বজনকে হারিয়েছে হে আল্লাহ তুমি তাদের শান্তনা দিও।😭😭🤲🤲

    • @md.ajijulislam7460
      @md.ajijulislam7460 2 ปีที่แล้ว +17

      আমিন

    • @alhajjmuftimuhibbullahmiazi
      @alhajjmuftimuhibbullahmiazi 2 ปีที่แล้ว +15

      দোয়া করি, দোয়া চাই।

    • @shorifulshorif4598
      @shorifulshorif4598 2 ปีที่แล้ว +21

      পিলখানা শান্তি পেতেই হবে

    • @kamrulhassan5339
      @kamrulhassan5339 2 ปีที่แล้ว +30

      প্রিয় বড় ভাই কে হারিয়েছি 😭

    • @MehediHasan-id7hc
      @MehediHasan-id7hc 2 ปีที่แล้ว +8

      কুব সুন্দর গান

  • @JesminAkter-ge7yj
    @JesminAkter-ge7yj ปีที่แล้ว +20

    আল্লাহু আকবর! গানটা যত বার শুনি তত বারই কান্না চলে আসে।আল্লাহ জালিমদের শাস্তি দিন ও আর মাজলুমদের ক্ষমা করুন। আমীন

  • @abusayed8216
    @abusayed8216 2 ปีที่แล้ว +46

    এই গানটা শুনলে বোঝা যায় দেশের শাসন ব্যাবস্হা কেমন।এই গানের শিল্পী ও লেখ কে অনেক ধন্যবাদ।

  • @palaksanyal3530
    @palaksanyal3530 หลายเดือนก่อน +1

    আমি প্রত্যেক দিন দু'বার করে গানটি শুনি।কথা ও সুর আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে।ধন্যবাদ গায়ক ও সুরকার মহাশয়কে।পলক সান্যাল।মুর্শিদাবাদ।

  • @shb7772
    @shb7772 2 ปีที่แล้ว +14

    আমি এই গানটি যখন প্রথম বার শুনছিলাম, তখন আমি খব ছোট ছিলাম, এই গান শুনে আমার চোখ দিয়ে পানি পরছিল, এই গানটি এখনো শুনলেই মনের ভেতর কিরকম জেনো লাগে, আমি তা ভাষায় প্রকাশ করতে পারবোনা।

  • @sobinoydas3375
    @sobinoydas3375 2 ปีที่แล้ว +56

    এই গানটি আমার মনে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ইমোশনাল গান,,যা শুনে হাজারো মানুষ কেদেছে 👋👋👋👋👋👋

  • @Zahidmedia541
    @Zahidmedia541 2 ปีที่แล้ว +57

    এই গানটা শুনলে কেনো জানি, দুই চোখ দিয়ে পানি চলে আসে, হে আল্লাহ বিডি আর বিদ্রোহের সকল সহিদ দের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন

  • @harunmohammed7626
    @harunmohammed7626 4 หลายเดือนก่อน +1

    এই ভাবেও মানুষের হৃদয়ে বসবাস করা যায়, শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় হায়দার স্যার❤

  • @reduyanulislam1327
    @reduyanulislam1327 ปีที่แล้ว +29

    ওই সময় আব্বু সাভার ক্যান্টনমেন্ট এ ছিলো।। ঝামেলা শুরু হবার পর আব্বুকেও যেতে হয়েছিল,, যাবার আগে ফোন করে মাফ চেয়ে নিয়েছিল সবার কাছ থেকে,, আমি ছোট ছিলাম কিছু বুঝিনি কিন্তু আম্মু আপুরা অনেক কেঁদেছিল।।
    যাইহোক আলহামদুলিল্লাহ্ আমার আব্বু এখনো সুস্থ

  • @shahanasultana6996
    @shahanasultana6996 10 หลายเดือนก่อน +1

    অনন্য মেধাবী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনি এই গানের জন্য চির স্মরণীয় হয়ে থাকবেন সকল বাংগালীর প্রাণে।মন ছুয়ে যাওয়া কথার সাথে আপনার দরদী কন্ঠ আর আবেগী সুর চোখে পানি এনে দেয়।এতো টা বাস্তবতার ভিত্তিতে আর্তনাদের চিতকার আপনি যে ভাবে ফুটিয়ে তুলেছেন, সত্যি ই বিরল।

  • @p.mrasel736
    @p.mrasel736 ปีที่แล้ว +21

    এই একটা গানের জন্য আজীবন আপনি বেঁচে থাকবেন। ♥️ শরীরে প্রতিটি লোম দাঁড়িয়ে যায়।😢❤

  • @chyafrin
    @chyafrin 9 หลายเดือนก่อน +9

    সেরা কষ্টের, অনন্ত ও সীমাহীন,, কষ্টের কথা,, একটি
    গানের, সংক্ষিপ্ত,, ভাষা দিয়ে
    বুঁজিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর,, সুবহানআল্লাহ,,

  • @priyalalsarkar3506
    @priyalalsarkar3506 3 ปีที่แล้ว +25

    অসাধারণ পরিবেশনা। গানের কথা ও সুর অত্যন্ত মর্মস্পর্শী।

  • @rajeshkarmakar194
    @rajeshkarmakar194 5 หลายเดือนก่อน +1

    নিজের অজান্তেই চোখের কোনে জল ঝলমল করে উঠলো।।গানটার মধ্যে কিযে এক অনুভূতি বুকে কম্পন তুলে দিয়ে গেল।।
    প্রনাম হে গুণী।।।।
    ত্রিপুরার আগরতলা থেকে ।।।❤❤❤

  • @fatemakhatun8775
    @fatemakhatun8775 2 ปีที่แล้ว +23

    হায়দার সারের কন্ঠে এই গানটি শুনলে হ্নদয়টা হা হা কার করে ওঠে।

  • @awwahid6
    @awwahid6 5 หลายเดือนก่อน +2

    গানটা শুনলে শুধু কান্না করতে মনে হয়,, যখন আমার ভাইয়ের দোকান পুড়ে ১৬ বছরের স্বপ্নগুলো ছাড়খার হয়েগিয়েছিলো,,আর আমার ৩ বছরের ভাস্তি অঝোরে কান্না করছিলো,,,,, আর ২০২৪ সালটা তো প্রত্যক্ষ সাক্ষী হয়ে গেলাম,,,

  • @hellorobin27
    @hellorobin27 2 ปีที่แล้ว +15

    আমি অসহায় এক পথিক। প্রথম যেদিন গানটি শুনেছিলাম দু চোখের জ্বলে বুক ভাসিয়েছি। আজ এই কমেন্টি করলাম কারন এসব গান কখনো হারিয়ে যাবেনা।আজ তারিখ-১০/১০/২০২২ ইং হয়তো আমি থাকবোনা পৃথিবীতে তবে কমেন্টা থাকবে।

  • @sanjaysingha9937
    @sanjaysingha9937 5 หลายเดือนก่อน +1

    Kichudin age gan ta sunlam...eta sudhu gan noi ...moner govirer chitkar kannar bohiprokash.... dhonnobad silpi k erokom gan upohar deoar jonno...West Bengal, India theke❤

  • @debdutmandal9594
    @debdutmandal9594 ปีที่แล้ว +17

    মানবতা পুনুরুজ্জীবিত হবে এমন আবেদনে,,শিল্পী এবং গীতিকারকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রণাম🙏🙏🙏

  • @ITACHI00-de3hu
    @ITACHI00-de3hu 6 หลายเดือนก่อน +2

    আজ ১ বছর হয়ে যায় প্রায় লেখাপড়ার জন্য বাহিরে আশা। কয়েকদিন ধরেই ফেসবুকে আন্দোলন এর ভিডিও দেখছি অনেকেই শহীদ হয়েছে আহত হয়েছে।আজ হটাৎ দেখলাম একজন শহীদের লাশ। ভালো করে লক্ষ্য করে দেখলাম সে আর কেউ নয় আমার সেই ছোটবেলায় স্কুলের বন্ধু। তাই গানটা হটাৎ শুনতে আসলাম নিজের অজান্তেই কান্না করছি।

  • @islamicyoutubebanglabd
    @islamicyoutubebanglabd 3 ปีที่แล้ว +507

    বাংলাদেশের ইতিহাসের বর্তমান দুইজন সর্বশ্রেষ্ঠ শিল্পি, হায়দার হোসাইন এবং মুহিব খান।

    • @MdSumon-hz5gn
      @MdSumon-hz5gn 2 ปีที่แล้ว +3

      ঠিক

    • @yeasinsatil9859
      @yeasinsatil9859 2 ปีที่แล้ว +1

      সহমত কিন্ত বিদেশী দালাল মিড়িয়া গুলো এই প্রিয় শিল্পীগুলো কে জনসম্মুকে আনতে চাইনা,

    • @mdobaydul9535
      @mdobaydul9535 2 ปีที่แล้ว +2

      Good cement

    • @ahmedshakil4350
      @ahmedshakil4350 2 ปีที่แล้ว +4

      ভাই আইনুদীন আলআজাদ কে ছিলো

    • @islamicyoutubebanglabd
      @islamicyoutubebanglabd 2 ปีที่แล้ว +5

      @@ahmedshakil4350 মাওলানা আইনুদ্দিন আল আজাদ ছিলেন একজন ইসলামি ব্যক্তিত্ব ও গজল শিল্পি,তিনি বাংলাদেশের পরিচিত সংগঠন কলরবের প্রতিষ্ঠাতা। দুঃখের বিষয় খুব কম বয়সেই তিনি ঘাতক ড্রাইবার কর্তৃক রোড অ্যাসিডেন্টে মারা যান। ওনার চলে যাওয়ার অভাব অপূরনীয়।

  • @Mdsumon-co9xo
    @Mdsumon-co9xo 5 หลายเดือนก่อน +2

    স‍্যার আপনাকে যতো দেখী ততই বুকে হৃদয় ভরে যায় শতকোটি মানুষের ভালোবাসা ও দোয়া আপনার প্রতি

  • @dreamyways3973
    @dreamyways3973 ปีที่แล้ว +15

    এই গান টা যত বার শুনেছি ততবার হৃদয়ে কম্পন আর দুই চোখে অশ্রু বয়ে চলে,

  • @dipankarmanna8770
    @dipankarmanna8770 5 หลายเดือนก่อน +1

    এই গানটি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একদম প্রাসঙ্গিক। এই গানটির কথা ও সুর একটি দর্শনের পরিচয় বহন করে। যা এই গানটিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যায়। আমি একজন ভারতীয়। শিল্পীর প্রতি রইল আমার বিনীত শ্রদ্ধা। যদিও শিল্পীর কোনো দেশ,জাতি,বন' হয়না। শিল্পীর পরিচয় বহন করে তার সৃষ্টি।

  • @snpaul8526
    @snpaul8526 4 หลายเดือนก่อน +4

    খুব ই সুন্দর গান । কণ্ঠ শিল্পী কে অনেক অনেক ধন্যবাদ।

  • @কৃষিতেগাইবান্ধা
    @কৃষিতেগাইবান্ধা 2 ปีที่แล้ว +4

    এই গান শোনার পর আমার দু’চোখের কোনায় অজান্তে জল চলে আসছে। ধন্যবাদ শতাব্দীর শ্রেষ্ঠ সংগীতের জন্য।

  • @Emran4
    @Emran4 2 ปีที่แล้ว +58

    ২০০৯ সালে ফিরে যাই।৫৭ জন সেনাবাহিনীর অফিসার মৃত্যুর খবর দেখে অনেক কেঁদে ছিলাম।আল্লাহ তাদের জান্নাত বাসি করুন।আমিন।

  • @expertbanglapro3123
    @expertbanglapro3123 5 หลายเดือนก่อน +1

    কলিজায় দাগ কেটে যাওয়া মর্মান্তিক গান বাংলাদেশী শিল্পীদের পক্ষেই গেয়ে যাওয়া সম্ভব। আহা কি মায়া কি আবেগ কি দুর্দান্ত অশ্রু শিক্ত কন্ঠ । চোখে পানি চলে আসে।

  • @arifulvlogs9762
    @arifulvlogs9762 2 ปีที่แล้ว +19

    গানটা যতবার শুনি ততবারই শরীরের পশম খাড়া হয়ে যায়, মনটা যেন একেবারে মরে যায়... বাস্তবতার সাথে পুরো গানটার মিল রয়েছে।

    • @qamrulvai6340
      @qamrulvai6340 ปีที่แล้ว

      বুকের ভেতর শিহরন তুলে যায়

  • @akramhasawisams1359
    @akramhasawisams1359 5 หลายเดือนก่อน +1

    দেশের এই ক্রান্তিলগ্নে আপনাকে অনেক মনে পরতেসে স্যার।
    ছাত্র-জনতা সকলের উপর সরকারের এই নির্মম কর্মকাণ্ড নিয়ে আপনার থেকে এরকম একটি প্রতিবাদি গান আশা করি। ছাত্র-জনতার পাশে দাঁড়াবেন স্যার।

  • @abunasar2756
    @abunasar2756 7 หลายเดือนก่อน +8

    অসাধাৰণ, অতুলনীয়, দূখে বুকু পূৰঠ হ'লে হে প্ৰতিটো শব্দ ই বুকুত খুন্দিয়াই যাব।

  • @cholobangladesh-le8ey
    @cholobangladesh-le8ey 5 หลายเดือนก่อน +1

    কান্না ছাড়া আর কিছু করতে পারি না,আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।হেফাজতের মালিক। মাফ কর মাবুদ।

  • @yeasirarafat1667
    @yeasirarafat1667 5 หลายเดือนก่อน +10

    দেশ স্বাধীন হওয়ার কে কে শুনতে এসেছেন?
    আর্মির সেই ৫৭ জন অফিসার আজকে মনে হয় প্রথম বারের মত শান্তি অনুভূতি করতেছে

  • @surajitdeb2326
    @surajitdeb2326 5 หลายเดือนก่อน +2

    আমি ভারত থেকে বলছি
    শিল্পীকে আমার প্রনাম, গানটা শুনে চোখে জল চলে আসলো।

  • @mdbiplobhossein2605
    @mdbiplobhossein2605 2 ปีที่แล้ว +3

    বাজনা ছাড়া অন্য কোন গান মানুষ পছন্দ করেনা কিন্তু এমন একটা গান যা বাজনা ছাড়াই মানুষের চোখে পানি চলে আসে

  • @AminulIslam-iz8im
    @AminulIslam-iz8im 2 ปีที่แล้ว +8

    গানটি এত দরদ দিয়ে গাওয়া আমি শুনলেই আবেগ প্রবন হয়ে যায়,শ্রেষ্ঠ গান গুলির মধ্যে অন্যতম এটি।

  • @mdneyamot5786
    @mdneyamot5786 ปีที่แล้ว +2

    অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিবে শান্তনা .. সেরা একটা লাইন

  • @jharnabarua4522
    @jharnabarua4522 2 ปีที่แล้ว +33

    গানটা খুব আঘাত লাগে। চোখের পানি ধরে রাখতে পারি না। কঠিন পাথর বরফের জগতে চলে যাবে।কি যাদু আছে সুরের মধ্যে।

  • @faruktv6052
    @faruktv6052 8 หลายเดือนก่อน +1

    নীরবে পরিশ্রম আর গোপনে অশ্রুপাত,
    সত্যিকারের সফলতা তোমাকে ওয়েলকাম করবে।

  • @sayedahamed3038
    @sayedahamed3038 2 ปีที่แล้ว +5

    গানটা আজকে আবারো শুনলাম
    আবারও কাঁদলাম,,
    আমার বাবার কথা খুব বেশি মনে পড়তেছে।। 😢😢😢
    আজও কানে ভাসে বাবার সেই কথাগুলো
    কে জানে হবে যে শেষ কথা,,,,,,,,,,

  • @MdLiton-fx6zz
    @MdLiton-fx6zz ปีที่แล้ว +4

    যত বার শুনি, নিজের অজান্তেই বুক ফেটে দুচোখে অশ্রু গড়িয়ে পড়ে। 😢

  • @imamhosen216
    @imamhosen216 2 ปีที่แล้ว +9

    আল্লাহ তায়ালা ওই সকল বিডিআর সেনা কমকতাদের কে পরকালে শহীদের মত উচ্চ মযদা দান করুক। আমিন💞💞💞💞💞💞💞💞

  • @nubairanuha
    @nubairanuha ปีที่แล้ว +5

    আগামী প্রজন্মের জন্য এই কমেন্ট টা রেখে গেলাম।এটা 08-10-2023 সাল। যারা এই গানটা শুনবে তারা অবশ্যই রুচিশীল। আর এই হামলার কথা শুনে তারাও কাদবে, যদিও সেই হামলার কথা আমি ভালোভাবে জানিনা কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। আল্লাহ্ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি😢😢😢

    • @kfr_-_-gamer8904
      @kfr_-_-gamer8904 6 หลายเดือนก่อน

      ধিক্কার জানানোর অনেকটা ভাষা থাকে

  • @sirajuddin9111
    @sirajuddin9111 3 ปีที่แล้ว +48

    আপনার গানের গভীরতা যে বুজে কতো আমার মতো লোকেরা বুঝে ওটা মুশকিলও বটে ধন্যবাদ স্যার।

    • @rifadzifad9017
      @rifadzifad9017 2 ปีที่แล้ว

      আস্তে আস্তে মুল্লারাও গানে আসক্ত হচচে।কই যামু দাউদ আঃ এর গানের প্রতিভা ছিল অসাধারন।গান ভিতরে দোলা দে।কোন কবিতা কোন লেখা বাক্যকে সুরের ছন্দে শব্দের ভাগডম্বরে ফেলে হৃদয়ের তুলি দীয়ে শিল্পীর ছোয়া দিলে হৃদয় গলে যে রস বের হয় সেই রসে মজে গেলেই মজা।মজাই মজা।

  • @mariyajannat3151
    @mariyajannat3151 5 หลายเดือนก่อน +1

    ২০২৪ সালে এসে এই গানটি শুনে নিজের অজান্তেই চোখে পানি চলে আসছে। ১৯৫২,১৯৭১ সালের মতো, ২০২৪ সালের জুলাই মাসকেও পরবর্তী প্রজন্ম স্মরণ করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেলাম এই কথাগুলো।

  • @Monshi_Jonayed
    @Monshi_Jonayed 3 ปีที่แล้ว +16

    এই গানটির মাধ্যমে আপনাকে চিনি, আপনার প্রতিটি গান মনের গহীন থেকে অনুভব করি।

  • @t.mmedia6238
    @t.mmedia6238 ปีที่แล้ว +7

    আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ গান এটা

  • @mdarifarif7645
    @mdarifarif7645 ปีที่แล้ว +17

    🇧🇩🇧🇩🇧🇩এই গানের মধ্যে লুকিয়ে আছে সকল কষ্ট এবং সৃতি!!!

  • @mrrobiul...3644
    @mrrobiul...3644 6 หลายเดือนก่อน

    হায়দার হুসেইন সাহেব আপনাকে স্যালুট আপনার এই গানের কথা গুলো শুনলে চোখে পানি আসে অঝরে ❤❤❤

  • @rdxshimul2747
    @rdxshimul2747 2 ปีที่แล้ว +421

    কমেন্টে রেখে গেলাম 2022 সালে,
    হয়তো 2050 সালের পরেও কেউ গান টা শুনে আমার মতো লাইক করবে.........!!! ❤❤❤
    👇
    👍

    • @mdsumonmedrx6573
      @mdsumonmedrx6573 2 ปีที่แล้ว +2

      thanks

    • @mdalamgirhossinlddp3461
      @mdalamgirhossinlddp3461 2 ปีที่แล้ว +2

      Ai emotional post glo hridoy coye jay vai

    • @rdxshimul2747
      @rdxshimul2747 2 ปีที่แล้ว +1

      @@mdsumonmedrx6573 ❤️❤️❤️

    • @rdxshimul2747
      @rdxshimul2747 2 ปีที่แล้ว +3

      @@mdalamgirhossinlddp3461 একদম সত্যি ভাইয়া

    • @ShahidulIslam-pt7rm
      @ShahidulIslam-pt7rm 2 ปีที่แล้ว

      @@rdxshimul2747 😭😭😭😭💖💖🤍🤍

  • @sohelbondhu2483
    @sohelbondhu2483 2 ปีที่แล้ว +25

    এ-র হিসাব একদিন নিবেই এই স্বাধীন বাংলাদেশের জনতারা একদিন ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় রইলাম ইতিহাস স্বাক্ষী রবে চিরকাল...

  • @MdRajib-tc1xx
    @MdRajib-tc1xx ปีที่แล้ว +14

    2013 সালে এসেও গানটা শুনলে শরীর শিউরে ওঠে হু হু করে কেঁদে ওঠে মনটা বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে শাস্তি একদিন হবে এই খুনিদের বাংলার মাটিতে

  • @shahinur_siddika
    @shahinur_siddika 7 หลายเดือนก่อน

    আমার মন খারাপ থাকলে এই গান শুনে অনেক কাদি ভাললাগে গানের সাথে নিজেকে খোঁজে পাই। গিতি কার সুরকার ও শিল্পিকে অনেক অনেক ধন্যবাদ

  • @nazrulislam5336
    @nazrulislam5336 2 ปีที่แล้ว +504

    এই গানটির জন্য হায়দার হোসাইন বেছে থাকবেন শতাব্দী থেকে শতাব্দী মানুষের অন্তরে।

  • @sabidahmed797
    @sabidahmed797 5 หลายเดือนก่อน +1

    Bohut khuje ber korlam 😢😢😢😢😢😢 oshadharon.kolijay lage gaan ta.. india Assam

  • @rakib.10officials12
    @rakib.10officials12 ปีที่แล้ว +6

    জানি না গানটার মাজে কি আছে তবু যতবার শুনি কান্নায় চোখ বেজে যায় আর দেশের মানুষের কথা গুলো মনে পড়ে যারা দেশটাকে শোষণ করে আর কিছু বলতে গেলে হতে হয় খুন ঘুম,,,, 😭

  • @mukulaknda9662
    @mukulaknda9662 9 หลายเดือนก่อน

    অনেক দিন পরে গান খুজে শুনলাম অসাধারণ একটা গান শুভ কামনা হায়দার ভাইয়ের জন্য

  • @bayezidapu2049
    @bayezidapu2049 7 หลายเดือนก่อน +45

    ২০২৪ সালে এসে গানটা আবার শুনলাম। যারা গানটা শুনবেন লাইক দিয়ে যাবেন

  • @kazinazmulislam7305
    @kazinazmulislam7305 4 หลายเดือนก่อน +1

    রাষ্ট্রীয় ভাবে ওনাকে পুরস্কার দিলে অনেক খুশি হতাম।❤❤❤❤❤❤❤ কে কে এটা চান।

  • @SadikAlif
    @SadikAlif 6 หลายเดือนก่อน +66

    ২০২৪ সালে কারা কারা শুনছেন?😢😢❤

  • @rahimasultana55
    @rahimasultana55 6 หลายเดือนก่อน +4

    ১৫/৭/২৪,, স্মৃতি রেখে যাচ্ছি দিনটিতে অধিকার আদায়ের জন্য আমার ভাইয়েরা প্রাণ দিয়েছিল 😢,,'কোটা আন্দোলন -২৪'। গানটির ভেতরে লুকিয়ে রয়েছে এই দিনটির কথাগুলো 🙂💔

  • @green-screen-NB
    @green-screen-NB 2 ปีที่แล้ว +212

    পিলখানা হত্যাকান্ড জাতি কখনোই ভুলবে না..গানটা শুনলেই চোখে পানি চলে আসে..নিজের সার্থের জন্য যারা দেশের এতো বড় ক্ষতি করেছে জাতি তাদের কখনোই ক্ষমা করবে না...

    • @MdMdy2341-xy3dd
      @MdMdy2341-xy3dd ปีที่แล้ว

      হাসিনা ওয়াজেদ ইতিহাসে অমর হয়ে থাকবে, তারা জন্য ৫৭ অফিসার হারিয়েছে ২০০৯ সালে বাংলাদেশ

    • @rdxshimul2747
      @rdxshimul2747 ปีที่แล้ว +2

      ১০০%

    • @MdJohir-xh2lt
      @MdJohir-xh2lt ปีที่แล้ว +2

      You re right

    • @Rafi15009
      @Rafi15009 ปีที่แล้ว

      আমরা জাতি হিসেবে নির্লজ্জ

    • @hashiwala5987
      @hashiwala5987 ปีที่แล้ว

      হ্যাঁ।

  • @mdmotin8873
    @mdmotin8873 10 หลายเดือนก่อน +2

    এই গানটি দেশের কালজয়ী গান হিসেবে চাই আশা করি বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া এটা ❤❤❤

  • @mdamjadkhan4119
    @mdamjadkhan4119 3 ปีที่แล้ว +10

    আপনার গানের গভীরতা যে বুজে কতো আমার মতো লোকেরা বুঝে ওটা মুশকিলও বটে ধন্যবাদ স্যার।
    5

  • @najminakther8875
    @najminakther8875 2 ปีที่แล้ว +3

    এই গানটি শুনলে চোখে জল চলে আসে,,,গানটার মধ্যে অনেক সত্যি কথা তুলে ধরা হয়েছে গান এইরকমই হওয়া উচিত

  • @aurunkumar6145
    @aurunkumar6145 2 ปีที่แล้ว +4

    মন ছুয়ে যায় যতবার শুনি ততবারই।আপনাকে স্যালুট।

  • @tanvirislam3051
    @tanvirislam3051 ปีที่แล้ว +2

    কমেন্ট রেখে গেলাম আগামী প্রজন্মের সোনার ছেলেদের জন্য
    এই গানটা শুনলে মনে পরে যায় সেই দিনের কথা সেই দিন কত সন্তান হাড়িয়েছে তার বাবাকে কত মা হাড়িয়েছে তার আদরের সন্তান কে কত মা বোন হাড়িয়েছে তার স্বামী কে আহা কি ভয়াবহ দিন ছিলো টিভিতে দেখেছি আর কেঁদেছি

  • @mdmorshed9861
    @mdmorshed9861 ปีที่แล้ว +3

    গান টা শুনলে আমার ভিতর থেকে কান্না চলে আসে। ওরা বেঁচে থাকলে আজ দেশের এ অবস্তা হতো না।আল্লাহ সকল শহিদের কে জান্নাতুল ফেরদৌসের দান করুক।

  • @Alamgir-hoque22
    @Alamgir-hoque22 5 หลายเดือนก่อน

    আজ হৃদয় বিদারক কান্না নিয়ে এই গানটি শুনলাম...... Today I heard this song with a heart-wrenching cry......😭😭😭😭😭😭😭

  • @ismailmirdha8427
    @ismailmirdha8427 2 ปีที่แล้ว +4

    এমন হৃদয়বিদারক গান আমি আর কখনো শুনিনি ধন্যবাদ।

  • @merinaparveen556
    @merinaparveen556 2 ปีที่แล้ว

    Sara prithibir nirjatio manusher kotha ato sundor kore sotti kothao bola hoyni. Heart touching 💓💞💞 love from India

  • @jharnabarua4522
    @jharnabarua4522 2 ปีที่แล้ว +22

    এই বাংলাদেশের সর্বোচ্চ শিখরে আরোহন করছে এই শিল্পী।

  • @sharifhossain-nn4vs
    @sharifhossain-nn4vs 6 หลายเดือนก่อน +46

    উৎসর্গ 16 জুলাই সকল শহীদ দের।

  • @shaplabiswas7289
    @shaplabiswas7289 2 ปีที่แล้ว +43

    যুগে যুগে এই গান গুলিই থাকবে সোনালী ইতিহাসের পাতায় আর প্রজন্মের প্রজন্ম যখন দিশাহারা হারিয়ে হতাশ হয়ে মানুষিক শান্তি চাইবে তখন এই গান গুলোই নতুন প্রাণ দিবে তাদের

  • @jasrinakhter5747
    @jasrinakhter5747 5 หลายเดือนก่อน

    এই গানটা এখন শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় নিজের অজান্তেই চোখ ভরে যায় জলে 😥সত্যি যার চলে যায় সেই বোঝে হায়...

  • @saifunnahar1377
    @saifunnahar1377 ปีที่แล้ว +4

    এই গানেই পিলখানার করুণ চিত্র ফুটে ওঠে।স্যালুট হায়দার ভাই