আহমাদিয়া বা কাদিয়ানী কিভাবে তৈরি হল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2023
  • গোলাম আহমেদ কাদিয়ানী বলেন, যুদ্ধ বিগ্রহ ও ভুল পথে থাকা মুসলমান সমাজকে সঠিকলপথে ফিরিয়ে আনার জন্য তিনি ইসলামের একজন সংস্কার হিসেবে এসেছেন৷ এবং তিনি আরও দাবি করে যে, তিনি ইসলামের একজন নবী ইসা এবং ইমাম মাহদী হিসেবে আবির্ভিত হয়েছি৷

ความคิดเห็น • 14

  • @KamalUddin-sk6so
    @KamalUddin-sk6so ปีที่แล้ว

    হাদীস বলে ঈসা নবী হবে। মুসলিম শরীফ কিতাবুল ফিতান -৮ম খন্ড।

    • @grameentv4738
      @grameentv4738  ปีที่แล้ว

      ঈসা নবী হবে না, ইসা তো নবী, এবং ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী উনি নবী নয়। কারণ পৃথিবীতে আর কোন নবী আসবেনা। আর ঈসা আলাইহিস সাল্লাম এই পৃথিবীতে নবী হিসেবে আগমন করবেন না অর্থাৎ উনি নতুন কোন শরিয়া নিয়ে আসবেন না বরং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শরীয়তের উপরেই অধিষ্ঠিত থাকবে।

    • @KamalUddin-sk6so
      @KamalUddin-sk6so ปีที่แล้ว

      @@grameentv4738 আপনার কাছে তাহলে হাদীস মিথ্যা???

    • @grameentv4738
      @grameentv4738  ปีที่แล้ว

      @@KamalUddin-sk6so ভাই আপনি দয়া করে পুরো হাদিসটি দিলে ভালো হয়।

    • @KamalUddin-sk6so
      @KamalUddin-sk6so ปีที่แล้ว

      @@grameentv4738 সহীহ মুসলিম শরীফে বর্ণিত রসুল সা. বলেছেন, যে ঈসা আসবে তিনি আল্লাহর নবী হবে, আল্লাহর নবী হবে, আল্লাহর নবী হবে, আল্লাহর নবী হবে। এক হাদীসে ৪বার বলেছেন নবী হবে। হাদীসটি সহীহ মুসলিম শরীফে ৮ম খন্ডে বর্ণিত আছে।

    • @grameentv4738
      @grameentv4738  ปีที่แล้ว

      @@KamalUddin-sk6so ভাই আপনি কথাটি বুঝতে পারছেন না, ঈসা আলাইহিস সাল্লাম তো নবী এতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু উনি পৃথিবীতে নতুন করে কোন শরিয়া নিয়ে আসবেন না। সে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর শরীয়তেই প্রচার করবেন।

  • @zubayerzarif5542
    @zubayerzarif5542 ปีที่แล้ว

    দেওয়ানবাগী সম্প্রদায় সম্পর্কে জানতে চাই।
    [Mashuk Alam]
    16/03/2023

    • @grameentv4738
      @grameentv4738  ปีที่แล้ว

      দেওয়ানবাগী সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই, তবে পৃথিবীর মূল ধারার আলেম-ওলামাগণ উনাকে ব্যবসায়িক পীর বলে উল্লেখ করে থাকে উনি একজন হক্কানী পীর নয়।