ভূমি জরিপে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ব্যবহার। how to measure land survey about tools.land survey.
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- ভূমি মাপার যন্ত্রপাতির পরিচিতি ও ব্যবহার।জমি মাপার জন্য বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার করতে হয়। আর এই যন্ত্রপাতির নাম অনেকে জানি না।আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যন্ত্রপাতির পরিচিতি ও ব্যবহার সম্পকে ধারনা লাভ করতে পারবেন। ডিভাইটার যন্ত্র ভূমির নক্সা কালি করার সময় ব্যবহার করতে হয়।এই যন্ত্র দিয়ে নক্সা কালি করলে জমির পরিমাপ সঠিক হয়। সেই কারনে এই যন্ত্রের ব্যবহার করা হয়।গুনিয়া স্কেল ব্যবহার করে জমি পরিমাপ করা হয়।কারন নক্সা গুলো বিভিন্ন স্কেলে প্রস্তুত করা হয়।আর গুনিয়া স্কেল দ্বারা সব নক্সায় পরিমাপ করা যায়।গুনিয়া স্কেলের বড় ঘর গুলো ২০ লিংক ও ছোট ঘর গুলোকে ১০ লিংক ধরা হয়। এছাড়া ফিট স্কেলও ব্যবহার করে জমি মাপা হয়। গান্টার স্কেল ব্যবহার করে জমি সঠিক পরিমাপ করা হয়।এছাড়া আরও বেশ কিছু যন্ত্রপাতির ব্যবহার করি।আতশ কাচ বা ম্যাগনেফাইং গ্লাস ব্যবহার করলে ছোট জিনিস গুলো বড় দেখায়।তাছাড়া টেসিং পেপার,রাবার,পেন্সিল,কলম,ফিতা ইত্যাদি ব্যবহার করে জমি পরিমাপ করতে হয়,এই যন্ত্রপাতি গুলো ব্যবহার করলে আপনার জমি মাপতে সহজ হবে।