ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

গরীব মানুষ ফোনে কথা বলবে না! | BSNL VS JIO, Airtel, Vi | Sujoyneel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024

ความคิดเห็น • 844

  • @Sujoyneel
    @Sujoyneel  หลายเดือนก่อน +486

    সত্যি বলতে কথার দাম বেড়ে গেলো! কথা বলুন সবাই মিলে; পোস্ট করুন। দেখা যাক, মানুষ সজাগ হওয়ার পরে প্রাইভেট সংস্থাগুলোর টনক নড়ে কি না... আপনারা কী বলেন, দাম কমবে?! 🤔

    • @rajamahanta3620
      @rajamahanta3620 หลายเดือนก่อน +14

      Na na .

    • @sofiurerahaman963
      @sofiurerahaman963 หลายเดือนก่อน

      @@Sujoyneel প্রাইভেট কোম্পানি গুলো যে ভাবে রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়েছে,..
      তা আর কোনো ভাবে দাম কমবে না, বরং সামনের দিন গুলো রিচার্জ প্ল্যান গুলো আরো বাড়বে।
      হয়তো ২০২৬-২৭ মধ্যে ২৮ দিনের রিচার্জ প্ল্যান একটা সাধারণ মানুষের জন্য ৫০০ টাকা হয়ে দাঁড়াবে!
      আর দাম বাড়ার কারণ ও আছে 🙋‍♂️।
      সেটা হলো...টেলিকম কোম্পানি গুলির মধ্যে কোনো কম্পেটিশন নেই 😄।
      তাই সাধারণ মানুষের রক্ত প্রাইভেট কোম্পানি গুলো নেবেই 🤗।
      এতে সরকার কোম্পানি দুই তরফের লাভ 🤗।
      👉তবে সব শেষ কথা....
      সব দোষ আমাদের মতো সাধারণ মানুষের 😔।
      কারণ -আমরা কোনো কিছু ফ্রিতে পেলে তাঁর লোভ সামলাতে পারিনা।
      আর এই ফ্রি সাজা এখন সবাই কে ভোগ করতে হবে।
      তাই আমি বলবো... ফ্রি জিনিস থেকে দূরে থাকা ভালো।
      কারণ -ফ্রি মাল কোনোদিন ভালো হয়না 🤗।
      ভালো থাকবেন Sujoyneel দাদা 🙋‍♂️❤

    • @Soumik_Garai
      @Soumik_Garai หลายเดือนก่อน +13

      কমবে না কারণ আমরা এটা কে অভ্যাস বানিয়ে নিয়েছি। অন্য কেউ এতো ভালো টাওয়ার দিতে পারবে না। সেটা কোম্পানি বুঝে গেছে।

    • @apurbabera4394
      @apurbabera4394 หลายเดือนก่อน +4

      Right

    • @hindisong718
      @hindisong718 หลายเดือนก่อน +4

      No never

  • @ShampaSarkar_369
    @ShampaSarkar_369 หลายเดือนก่อน +226

    আপনার মতো স্পষ্ট মানুষের খুব প্রয়োজন এই সমাজে। খুব ভালো টপিক তুলে ধরেছেন ধন্যবাদ ভালো থাকবেন।

    • @Sujoyneel
      @Sujoyneel  หลายเดือนก่อน +14

      ভালো থাকবেন আপনি। 😊

    • @armusic.com09
      @armusic.com09 หลายเดือนก่อน

      Jio phone use korun call ar jonno ❤

    • @usernamesanjibdas
      @usernamesanjibdas หลายเดือนก่อน

      ​@@Sujoyneel kichu manus amader mato ache tara garib. Rong mistri kat mistri raj mistri etc are garib manus naki. Rater bela mod khavar taka to thik bar horche.

    • @usernamesanjibdas
      @usernamesanjibdas หลายเดือนก่อน +1

      ​@@Sujoyneelfree khete khete vata nite darun patu kajer khatha kau bolena. Jeto problem wb te.

    • @khochchore
      @khochchore หลายเดือนก่อน

      ​@@usernamesanjibdas এটা গরীব রাজ্য স্যার

  • @monalisadey6699
    @monalisadey6699 หลายเดือนก่อน +63

    এটাই তো খুব কঠিন। বড়লোকেরা হবে আরও বড়োলোক। আর গরিবরা হবে r o গরীব।

    • @Gublet2228
      @Gublet2228 หลายเดือนก่อน +1

      Ekhon kar samoye goreeb Kara??
      Je sob family te ekta two wheeler, ekta smart TV, ekta Android mobile use kore Tara goreeb , naki jara government er anekrakom facilities, sastho sathi, Laxmi vandar, kannya shree, reshon esob subidhe nebar age goreeb and borolok ei vabna gulo vaba uchit chilo.
      Political party and industry ra mile desh chalabe, jakhon subidhe debe takhon valo jakhon subidhe debe na takhon goreeb er tokma.
      Ekjon goreeb manush kimba ekta goreeb family Life e jatota na enjoy kore ekta established family tader financial statistics onujayee anek mental hardworking kore anek kom Life e enjoy kore.

  • @SampaHalder-vh5zc
    @SampaHalder-vh5zc หลายเดือนก่อน +9

    কথাগুলো মন‌ দিয়ে শুনলাম চোখে জল চলে এলো কারণ- আমরা গরীব/মধ্যবিত্ত।
    আমরাও আপনার সাথে তীব্র প্রতিবাদ জানাই।

  • @amitkanjilal1158
    @amitkanjilal1158 หลายเดือนก่อน +28

    অনেকদিন পরে বাংলা ইউটিউব চ্যানেল এ কোনো no-nonsense content দেখতে পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেল এর শ্রীবৃদ্ধি হোক এই আশা করি 🙏

  • @ranibag7875
    @ranibag7875 หลายเดือนก่อน +51

    যেকোনও জিনিসের দাম বাড়ানো হক তাতে কোনও ক্ষতি নেই কিন্তু কৃষক 2 টাকা বাড়ালেও আন্দোলন শুরু হয়ে যায় , যাদের জন্য আমরা বেঁচে আছি সেই কৃষকদের প্রতি আমাদের কোনোও দয়া নেই 😐😔

    • @rahulghosh389
      @rahulghosh389 หลายเดือนก่อน +2

      Tick kotha bolachan

    • @pulakkumarjana5629
      @pulakkumarjana5629 หลายเดือนก่อน +2

      সঠিক!!! ❤

    • @user-ex9my9ip7p
      @user-ex9my9ip7p หลายเดือนก่อน

      Akdom thik bolachan😢amrao krishok amdero arokom abastha😮chaser jiniser kono dam nai 😮dam barlao marketa police nama asa 😮amader stata krishoker abastha khubi kharap😢😢

    • @ranibag7875
      @ranibag7875 หลายเดือนก่อน +1

      সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটি লেখা আছে 'সমাজের ধনবৃদ্ধির মানে তো ধোনির ধনবৃদ্ধি , আমি যদি খাইতে না পাই তাহলে তোমার সমাজের ধন বৃদ্ধি নিয়ে আমি কি করিব ʼ

  • @gopalkundu9900
    @gopalkundu9900 หลายเดือนก่อน +23

    বেশ ভালো লাগলো। সুজয় নীলের পরিবেশনা চমৎকার। আকাশ আটের সঞ্চালনা অতুলনীয়। বেশ পরিস্কার ও ঝকঝকে। বুদ্ধিদীপ্ত পরিচালনা।

  • @mistidas4733
    @mistidas4733 หลายเดือนก่อน +107

    আম্বানি ছেলের বিয়ে দিয়ে কি ভিখারী হয়ে গেছে, আমার সাথে কে কে একমত

  • @siulimallick5509
    @siulimallick5509 หลายเดือนก่อน +16

    গরিব মানুষের রতন টাটা
    আল্লা উনাকে সুস্থ ভালো রাখুন

  • @kingcomady765
    @kingcomady765 หลายเดือนก่อน +22

    আমরা চাষী, চাষ করে খাওয়াই আমাদের কাজ,,, এবার পুরোপুরি চাষী ভাইয়ের আমরা আন্দোলনে নামবো,,, দেখি তোদের কেমন জিও এয়ারটেল ভোডাফোন,, এই সিম কোম্পানিগুলো র কি করে চলে,, আমরা আমাদের খাবার মত রেখে,😊 বাকি জমি চাষ করবো না,, সারের দাম টা কোথায় গেছে হুঁশ আছে তোদের,, পরের মাস থেকে আমরা আন্দোলনে নামবো

  • @dipeshsarkar9086
    @dipeshsarkar9086 หลายเดือนก่อน +54

    খুব সুন্দর বিশ্লেষণ সময় উপযুক্ত ভিডিও।

  • @GoutamRuidasOfficial
    @GoutamRuidasOfficial หลายเดือนก่อน +56

    Calendar মাস হয় 32 দিনে 30 দিনে 28 দিনে
    আর Airtel Jio & Vi এদের মাস হয় 28 দিনে 26 দিনে ও 24 দিনে 😮😅

  • @bokulmallick6862
    @bokulmallick6862 หลายเดือนก่อน +95

    দাদা মোবাইল রিচার্জ বৃদ্ধির ব্যাপারে কোন রাজনৈতিক দল একটু টু শব্দ করছে না কেন

    • @chandanmondal7317
      @chandanmondal7317 หลายเดือนก่อน +18

      বিয়ে বাড়ির ভস্ত্র সবাই খেতে গেছে কি করে টু শব্দ করবে😂😂😂😂😂

    • @bokulmallick6862
      @bokulmallick6862 หลายเดือนก่อน

      @@chandanmondal7317 ok thank.s

    • @tapankumardutta296
      @tapankumardutta296 หลายเดือนก่อน

      ওই সকল দল এর দুটি রূপ।একটি বাইরের রূপ। আর একটি ভিতরের রূপ। বাইরের রূপ হল যখন ওনাদের গদি সংক্রান্ত কোন সমস্যা হবে, সেই সময় ই ওনারা জেগে ওঠেন। আর একটা রূপ হল সকল দল ই গোপনে electoral bond এর মাধ্যমে টাকা A/C এ পেয়ে যাবেন। তাই ওনারা নীরব মোদী র মতো করে নীরবতা / মৌন ব্রত পালন করছেন। বোঝা গেল কি??
      রাম নারায়ণ রাম।।
      ১৯.০৭.২০২৪

    • @tulig477
      @tulig477 หลายเดือนก่อน

      ওদের কাছে অনেক ঘুষের টাকা আছে, মরবে তো গরিব রা

    • @btwitzsanjit
      @btwitzsanjit หลายเดือนก่อน +6

      Tahole toh Electoral Bond pabe na oder kache😅

  • @dipankarpaul761
    @dipankarpaul761 หลายเดือนก่อน +3

    খুব সুন্দর বলেছেন। আমাদের আরও সজাগ হয়ে থাকতে হবে। এক জোট হয়ে BSNL কে সাপোর্ট করতে হবে।

  • @MUSIC-hn3xm
    @MUSIC-hn3xm หลายเดือนก่อน +19

    Tomar voice ar confidence ta onno level er. Khub valo informative video without any faltu jinish ...kajer khobor debar jonno dhonnobad

  • @gautamsarkar5655
    @gautamsarkar5655 หลายเดือนก่อน +8

    কখনো কমবে না। কারণ প্রাইভেট কোম্পানিগুলোর যত বেশি ইনকাম হবে তত বেশি টেক্স সরকার পাবে। সরকারের ইচ্ছাতেই এসব হচ্ছে।

    • @babluyt5097
      @babluyt5097 หลายเดือนก่อน

      Ha dada thik bolechen

  • @saradapatra4512
    @saradapatra4512 หลายเดือนก่อน +3

    দাদা আপনি আপনার ভিডিও গুলোর মাধ্যমে অনেক বাস্তব সত্যি তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। তাছাড়া অনেক সমস্যার সমাধান করেন,যার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ যেটা বললেন এর প্রতিবাদ টা এই চ্যানেল থেকেই শুরু হোক,অনেকের উপকার হবে ।

  • @rajapaul8631
    @rajapaul8631 หลายเดือนก่อน +6

    যখন আমরা ফোন কিনেছি 2008সালে তখন একটা সিমকার্ড কিনতে লাগত 499টাকা মিনিমাম 10টাকা রিচার্জ করা যেত যেটা এখন শুধু স্বপ্ন অথচ কয়েক বছর আগে দেখা গেল সমস্ত কোম্পানি গুলো আচমকা বলে দিল প্রতি মাসে একটি নির্দিষ্ট রিচার্জ করতে হবে তা না হলে ফোন বন্ধ হয়ে যাবে অথচ লাইফ টাইম বলে 2024সাল ভ্যালিডিটি ছিল কিন্তু সেটা একটা চিট করলো কোম্পানি গুলো আমাদের দেশে অনেক বড় বড় উকিল আছে কাউকে দেখলাম না এই বিষয়ে কোনো কেস করতে আদালতে মামলা করতে অথচ দেখুন দেশের অনেক চোর ছ্যাঁচড়া ধরা পড়লে তাকে বাঁচানোর জন্য উকিল বাবু দের লাইন পড়ে যায় মোবাইল কোম্পানি গুলোর সাধারণ মানুষের টাকা লুট করা বন্ধ হোক

  • @budhhadebroy8708
    @budhhadebroy8708 หลายเดือนก่อน +2

    বি এস এন এলের পুনরুজ্জীবন আন্তরীক ভাবে কামনা করি। রতন টাটা কে ধন্যবাদ ভাল থাকুন সুস্থথাকুন এই সরকারী প্রতিষ্ঠানটাকে বাঁচান।

  • @snehablog04
    @snehablog04 หลายเดือนก่อน +75

    দাদা তোমার এই গুছিয়ে কথা বলার ধরনটা আমার খুব ভালো লাগে। 👍

    • @armusic.com09
      @armusic.com09 หลายเดือนก่อน

      😂 sotti

    • @bablumurmu2614
      @bablumurmu2614 หลายเดือนก่อน

      অনেক মানুষ ফোন বন্ধ করে দেবে

  • @tarunchakraborty6666
    @tarunchakraborty6666 หลายเดือนก่อน +40

    Ami 2010 year thake BSNL use korchi
    I ❤ BSNL

    • @ghoshstation7180
      @ghoshstation7180 หลายเดือนก่อน +1

      বাহ তুমি ক পেয়েছো

    • @mirabalmiki1658
      @mirabalmiki1658 หลายเดือนก่อน +1

      ঠিক ঠাক চলে

    • @MalakarVaban8107
      @MalakarVaban8107 หลายเดือนก่อน

      *apnar Tower Problem hoy na*

    • @C.m1229
      @C.m1229 หลายเดือนก่อน

      Ami 2017 theke

    • @MalakarVaban8107
      @MalakarVaban8107 หลายเดือนก่อน +1

      @@C.m1229 *kono problem hoy na ????*

  • @SpiritualStudyCenter
    @SpiritualStudyCenter หลายเดือนก่อน +31

    বাচ্চাদের পড়াশুনাতে এখন মোবাইল খুব প্রয়োজন। তার সাথে কথা বলা , ইত্যাদি তো রয়েছেই। সেক্ষেত্রে দাম আয়ত্বের মধ্যে না থাকলে খুব অসুবিধে। সত্যিই তো: এটা তো ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে না তাহলে।।

  • @lifeline7554
    @lifeline7554 หลายเดือนก่อน +2

    ভাইজান আমি বাংলাদেশে থেকে আপনার ভিডিওটা দেখছি।
    সাধারণ মানুষদের কিছু হলুদ ইউটিউবের কাছ থেকে সাবধান করার জন্য, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন
    এই দোয়া করি আল্লাহ্‌র কাছে।

  • @Bong_ishika1237
    @Bong_ishika1237 หลายเดือนก่อน +6

    সুজয় নীল যা বলেন অনেক রিসার্চ করে বলেন, ওনার কথা সত্যি, কাজেই উনি যা বলেন আমাদের তা মেনে TATA BSNL কে সাপোর্ট করা উচিত।
    #Port_to_BSNL 📡📡📡✅✅✅👍👍👍

  • @debasishkarmokar110
    @debasishkarmokar110 หลายเดือนก่อน +3

    খুব ভালো কথা বলেছেন দাদা, সকলের জন্য | ধন্যবাদ

  • @beautydas3067
    @beautydas3067 หลายเดือนก่อน +3

    Loke khabe na recharge korbe sei niye chintai pore geche Manus...kotha gulo thik bolechen 👍

  • @koustubhmodak4363
    @koustubhmodak4363 หลายเดือนก่อน +11

    মুকেশ বাবুর ছেলের বিয়ের খরচ তুলতেই হবে।

  • @dipakkayal7953
    @dipakkayal7953 หลายเดือนก่อน +15

    এমন একটা ভিডিও চাইছিলাম। সেলুট বস।

  • @dhoka-
    @dhoka- หลายเดือนก่อน +3

    আর কত দিন এই ভাবেই চুপ করে থাকবো; আমাদের সবাইকে এবার মাঠে নামতে হবে এবার খেলা শুরু হয়ে গেছে । এই ভাবে চুপ করে থাকলে আবার কোনো দিন কখন রিচার্জ এর দাম বাড়িয়ে দেবে ঠিক আছে নাকি 25 % হয়েছে এর পর 50% হয়ে যেতে পারে ।

  • @MridulSarkar-wb5tn
    @MridulSarkar-wb5tn หลายเดือนก่อน +2

    প্রিয় দাদা-ভাই,,তোমার বক্তব্য সত্যিই অসাধারণ!! একটা প্রশ্ন তোমার কাছে আমি বললাম.. আজকে jio,Airtel,Vi,,, কোম্পানিগুলি রিচার্জ এত বাড়িয়ে দিয়েছে কেন?? এই কাজটা যদি একটা সাধারণ মানুষ করতো,, তাহলে কি অবস্থা হতো?? প্রশাসন ব্যবস্থা নড়ে চড়ে বসতো?? বাস্তবে,,, ধনী ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলার অধিকার,,, কারো হাতে নেই?? স্বাধীন ভারতবর্ষে এই স্বৈরাচারী ব্যবস্থা কে দমন করা কি যথাযথ নয়??

  • @riyamondal7775
    @riyamondal7775 หลายเดือนก่อน +5

    কমে ইন্টারনেট এর ব্যাপারের অভ্যাস করিয়ে দিয়ে এখন দাম বাড়িয়ে দিচ্ছে ইচ্ছা করে। ঠিক যেন নেশা করিয়ে নেশা করা ব্যক্তির অসহায়তার সুযোগ নিচ্ছে। 😡

  • @ContentCretorPriyabrata
    @ContentCretorPriyabrata หลายเดือนก่อน +3

    একদম সত্য বলেছেন। আপনার কনটেন্টগুলো আমি প্রায় ফলো করে থাকি। ভালো লাগলো সত্যিটা আপনার কাছ থেকে শুনে। ভালো থাকবেন।

  • @piyalidas2318
    @piyalidas2318 หลายเดือนก่อน +2

    আপনার এই গুছিয়ে কথা বলার ধরনটা আর আপনার গলার এই স্বরটা❤❤❤❤🔥🔥

  • @indranichakraborty7204
    @indranichakraborty7204 หลายเดือนก่อน +3

    TCS যদি এই সাহায্য করে তা খুব ভালো হবে। কারণ এখন BSNL এর NET Connection সব জায়গাতে ভালো নয়। বিশেষ কলকাতার বাইরে।

  • @user-kt6hv8wo8r
    @user-kt6hv8wo8r หลายเดือนก่อน +1

    আপনি ইন্ডিয়া থেকে কথা বলছেন দাদা কথাগুলো শুনে ভালো লাগলো, আমি দাদা বাংলাদেশ থেকে বলছি আমাদের দেশে আপনি যেরকম বলছেন এটা তার দশ গুণ বাড়িয়ে দিয়েছে

  • @technoudyalogus4319
    @technoudyalogus4319 หลายเดือนก่อน +4

    বাস্তবতা তুলে ধরলেন । অসংখ্য ধন্যবাদ।

  • @arpitadas-mo5mt7zp6y
    @arpitadas-mo5mt7zp6y หลายเดือนก่อน +3

    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন দাদা।

  • @Anushortvideoam1024
    @Anushortvideoam1024 หลายเดือนก่อน +1

    এই রিচার্জ এর দাম টা কমিয়ে দেওয়া হক আর না হলে সব পাব্লিক ফোন ইউজ করা কমিয়ে দেওয়া হক তাহলে বুজবে রিচার্জ এর দাম বাড়িয়ে কি ভুল করে ছে

  • @DilipKumar-ez4ti
    @DilipKumar-ez4ti หลายเดือนก่อน +3

    দাম বাড়বে না কেন! ফোন নং সব জায়গায় এ্যাড করে দিয়েছে। ফোন কোন অবস্থায় সাধারণ মানুষ ছাড়তে পারবে না।

  • @user-jo2wc1xs7p
    @user-jo2wc1xs7p หลายเดือนก่อน +15

    BSNLএ পোর্ট করার চেষ্টা করেছিলাম! ফোন করায় একজন মহিলা "হ্যালো" বলে কেটে দিলেন! তারপর যতবারই ফোন করলাম, কেউ রিসিভ করলো না! এদের পরিষেবার বহর কেমন হবে তা সহজেই অনুমেয় 🙄

    • @RoYaLRoAr5
      @RoYaLRoAr5 หลายเดือนก่อน +1

      Dada apni bsnl onek jhool ache

    • @arijitbarua4791
      @arijitbarua4791 หลายเดือนก่อน

      Lol

    • @subratamukherjee4012
      @subratamukherjee4012 หลายเดือนก่อน +2

      Bsnl internet ভয়াবহ।

  • @fanidas-zd5yd
    @fanidas-zd5yd หลายเดือนก่อน +5

    এই কাজটার জন্য আমি একমত এবং আরেকটা কাজ করলে ভালো হয় টিভি ডিসের যত রিচার্জ যে ওগুলো বারবার বাইরে যাইতেছে ওটা নিয়ে কিছু একটা মন্তব্য করেন

  • @FactStudys
    @FactStudys หลายเดือนก่อน +6

    Dekh rahe Ho Vinod..." কথা গুলোকে গোল গোল ঘুরিয়ে শেষের সারমর্ম একি হয়ে দাড়ালো"

  • @sudipakhan2750
    @sudipakhan2750 หลายเดือนก่อน +1

    তোমার কথা বলার ধরন আর যুক্তিযুক্ত কথা আমায় খুব আকর্ষিত করে , ভাই। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। সতর্কিত হলাম। খুব উপকার হলো।

  • @BiswajitKarmakar-s5w
    @BiswajitKarmakar-s5w หลายเดือนก่อน +18

    আমি আপনার সাধারণ মানুষ দিন খাই যা শুরু হয়েছে নতুন একটা নেটওয়ার্ক আসার খুবই দরকার ওদের চর্বি জমে যাবে সাধারণ মানুষের টাকা খেয়ে ওরা চর্বি জমাবে

  • @rijunath4484
    @rijunath4484 หลายเดือนก่อน +1

    Right কথা বলেছেন দাদা সত্যিই একদম কীকরে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে

  • @Momandsimplefamilyvlog-xe8ee
    @Momandsimplefamilyvlog-xe8ee หลายเดือนก่อน

    এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা বাংলা গানের লাইন খুব মনে পড়ছে (আগে কি সুন্দর দিনকাটাইতাম)। সত্যিই সেইসব দিনগুলো কোথায় হারিয়ে গেলো, যখন সব ছেলেমেয়েরা মাঠে খেলতো। আমি যখন ছোট ছিলাম বিকেল হলে বন্ধুদের সাথে খেলতে যেতাম। যখন বড় হলাম বই পড়ার পাশাাশি গল্পের বইও পড়তাম লুকিয়ে লুকিয়ে। এপর্যন্ত ঠিক ছিল তারপর হাতে মোবাইল এলো কলেজের প্রথম দিন থেকে। কিন্তু তখনও ইন্টারনেট ছিলো না। তারপর বিয়ে হলো গল্পের বই পড়া ছাড়িনি কোথাও মেলাতে গেলে অন্যকিছু না কিনে বরকে বই কিনে দিতে বলতাম। অনেক বইয়ের কালেকশন আছে। এরপর ইটারনেট এলো হাতে বইয়ের বদলে মোবাইল এলো।দিন গুলো একাকিত্বে ভরে গেলো। এখন আর আগের মতো পড়ার অভ্যাস নেই খুব কম। আমার গল্পের বইয়ের মতো লোকের সময়, আত্মীয়তা,ভালোবাসা, আড্ডা সব যেন কোথায় হারিয়ে গেল। এখন মনে হয় আগের দিন গুলো যদি ফিরে পেতাম।

  • @bharatabhagyavidhata2534
    @bharatabhagyavidhata2534 หลายเดือนก่อน +4

    পুনরায় পত্র কখন শুরু করা হোক, প্রাচীন যোগাযোগ ব্যবস্থা পুনরুত্থান করা হোক❤❤ জয় হে প্রাচীন ভারত

  • @debashisdas8742
    @debashisdas8742 หลายเดือนก่อน +4

    রান্নার গ্যাসের বুকিং যদি অফিসে গিয়ে করা যেত তাহলে অনেকেই রিচার্জ করত না।

  • @KalpanaDey-ho2by
    @KalpanaDey-ho2by หลายเดือนก่อน +9

    BSNL ও কাস্টমারদের কে ভুলিয়ে-ভালিয়ে নিজেদের দিকে টেনে নিয়ে তারপর ওই একই রূপ ধারণ করবে যা অন্যান্য টেলিফোন অপারেটর করছে

    • @pravatghosh3879
      @pravatghosh3879 หลายเดือนก่อน

      যতদিন দিচ্ছে ততদিন তো ফায়দা লুটে নেন........
      কাল মরবো কি বাঁচবো সেটা নিয়ে ভেবে কি লাভ আছে ...
      আমি ব্যবহার করছি আপনিও করেন... 🙏

  • @kalyanimahata5635
    @kalyanimahata5635 หลายเดือนก่อน +1

    Onek onek dhonyabad 🙏🙏🙏

  • @pujadebnath1814
    @pujadebnath1814 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর বলেছেন আপনি। অনেক ধন্যবাদ আপনার কথার সাথে একমত আমি। 🙏

  • @Uhridoy
    @Uhridoy หลายเดือนก่อน

    বাংলাদেশ থেকে বলছি দাদা আপনাকে আকাশ আট টিভি চ্যানেল এ দেখছিলাম আপনার একটি ভিডিও দেখলাম ইউটিউবে দেখে চেনা চেনা লাগে বলে আপনার ভিডিও দেখলাম ইউটিউবে সত্যি সর্বদা সত্য কথা বলার জন্য স্যালুট আপনাকে বাংলাদেশ থেকে বলছিল রাজশাহী ডিস্ট্রিক

    • @Sujoyneel
      @Sujoyneel  หลายเดือนก่อน +1

      Thank You.. TH-cam e video dekhte theko.. ar Valo theko.

  • @mathematics_online
    @mathematics_online หลายเดือนก่อน +8

    কোন সরকারি পরিষেবা পেতে হলে মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে গেলেও মোবাইল নাম্বার না হলে কোন বাচ্চা স্কুলে ভর্তি হতে পারবে না ।ভাবুন ভাবা অভ্যাস করুন।

  • @NabyanduChakraborty
    @NabyanduChakraborty หลายเดือนก่อน +3

    Khub sotti kotha bolechen................ Immediately recharge er cost eke bare komano uchit

    • @SamX-dc6mq
      @SamX-dc6mq หลายเดือนก่อน

      Jio phone keypad use korun 91 taka 28 din

  • @avishekdatta7908
    @avishekdatta7908 หลายเดือนก่อน +4

    The Modified BSNL WITH COLLABORATION OF TATA GROUP COULD LEAD TELECOMMUNICATIONS INTO ERA OF BETTERMENT ONES FOR RURAL AREAS..

    • @Sujoyneel
      @Sujoyneel  หลายเดือนก่อน +1

      একদম...

  • @modhushreenaskar9473
    @modhushreenaskar9473 หลายเดือนก่อน +1

    আপনি একদম ঠিক বলেছেন।

  • @warriorsoftruth9451
    @warriorsoftruth9451 หลายเดือนก่อน +1

    Ei issue ta ekebare samne asa dorkar!!!!!!!
    Mainstream Media kokhono dekhabe na to!!!!!

  • @shortsguruji170
    @shortsguruji170 หลายเดือนก่อน +51

    দাদা লাদেন কে কি ভাবে আমেরিকা মারল টা নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই

    • @priyagamer5786
      @priyagamer5786 หลายเดือนก่อน +1

      Akdom

    • @rahamatalimondal4796
      @rahamatalimondal4796 หลายเดือนก่อน

      এই তথ্যটি এখনও সঠিক পাওয়া যায় নাই।

    • @OnyaPrithibi9901
      @OnyaPrithibi9901 28 วันที่ผ่านมา

      To know laden death details Please see master 3d animation video.

  • @rasidulHoque51
    @rasidulHoque51 หลายเดือนก่อน +14

    দাদা ,
    মানুষের আধ্যাত্মিক বিষয় ও ম্যাচিওর নিয়ে একটা ভিডিও চাই। আমরা নিম্ন শ্রেণীর সাধারণ খেটে খাওয়া মানুষ , আধুনিকতায় মানুষ আমাদের কাজের ভাড়া তো দিয়ে দেয় কিন্তু পরিশ্রমের মূল্য দিতে চায়না। এই বিষয়ে একটা ভিডিও চাই দাদা।।🙏

  • @gamingjibandas8861
    @gamingjibandas8861 หลายเดือนก่อน +2

    এখন Airtel research করতে হলে আমার কিডনি বিক্রি করতে হবে আমার অবস্থা তাই হয়েছে 😍

  • @umapaul7103
    @umapaul7103 หลายเดือนก่อน +1

    এক দম ঠিক কথা বলেছেন দাদা ভাই আমরা দুই জনের 18 বছর হলো B.S.N.L খুব ভাল ❤🙂👌

  • @BongshiBarman-ct8ri
    @BongshiBarman-ct8ri หลายเดือนก่อน +4

    একদম ঠিক বলেছেন দাদা

  • @Seemabasu5012
    @Seemabasu5012 หลายเดือนก่อน +3

    Apner ai vdo theke anek kichu janlam anek dhonobad. ❤

  • @ShortsMoment-p1k
    @ShortsMoment-p1k หลายเดือนก่อน +2

    Dada tumi to akase super starer সঞ্চালক❤❤

  • @Arnabchatterjee-
    @Arnabchatterjee- หลายเดือนก่อน +12

    দাদা তুমি সেরা ❤

  • @somnathmondal5232
    @somnathmondal5232 หลายเดือนก่อน

    ভালো লাগলো আপনার কাছে একটি নতুন তথ্য জানতে পেরে ধণ্যবাদ

  • @Skimran-vy9ki
    @Skimran-vy9ki หลายเดือนก่อน +2

    খুব ভালো আলোচনা করলেন দাদা

  • @jyotirmoymondal814
    @jyotirmoymondal814 หลายเดือนก่อน +2

    Apnar communication style ta darun

    • @Sujoyneel
      @Sujoyneel  หลายเดือนก่อน +2

      অনেক ধন্যবাদ! ভালো থাকবেন... ❤️

  • @sanatmandal4216
    @sanatmandal4216 หลายเดือนก่อน

    আপনি যেভাবে সচেতন মূলক বক্তব্য পেশ করলেন আশাকরি মোবাইল ব্যবহার কারীদের অবশ্যই গ্রহণ যোগ্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @sankarbanerjee9899
    @sankarbanerjee9899 หลายเดือนก่อน

    এই কম্পানি গূলোর সাজা দেওয়া দরকার প্রধান মন্ত্রীর

  • @arijitdutta452
    @arijitdutta452 หลายเดือนก่อน +1

    এই বাজারে দাঁড়িয়ে রিচার্জের দাম অনেক কম বলা চলে। অন্যান্য দেশের থেকে।

    • @niladrichakraborty9915
      @niladrichakraborty9915 หลายเดือนก่อน +1

      Dada/bhai: onno dese income onek besi..ttara 'Laxmi Bhander' r moto prokolpo diye ekta people of state chalay na!!

  • @shiboprosadmajumdar8382
    @shiboprosadmajumdar8382 หลายเดือนก่อน +3

    কাজের কথা কম, জানা কথা বেশি, সবাই
    এক।

  • @user-iq2sz3yj4z
    @user-iq2sz3yj4z หลายเดือนก่อน +4

    BSNL Recharge planer Subidha Dileo amader ekhane network motei payna , Company r kace anurodh network take age thik korun ta hole amar Moto koti koti costumer upokrito hobe. Thank you.

  • @ronithalder189
    @ronithalder189 หลายเดือนก่อน +6

    এর ফলে আগের চেয়ে TH-camr দের ভিউয়ার সংখ্যাও হ্রাস পাবে,

  • @putulthakur4476
    @putulthakur4476 หลายเดือนก่อน +1

    আপনার সব ভিডিও আমি ফেসবুকে দেখি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে

  • @Koli-3540
    @Koli-3540 หลายเดือนก่อน +1

    শুনেছি সময় সবারই আসে এবার এই সময়টা BSNL এর

  • @chanchalmondal8692
    @chanchalmondal8692 27 วันที่ผ่านมา

    ফসলের ন্যায্য দাম এবং চাষের খরচ কমাতে চাষি ভাইদের অবশ্যই আন্দোলনে করা উচিত

  • @skd4155
    @skd4155 หลายเดือนก่อน

    চোরদের আতিথেয়তা গ্রহণ করবেন তারপর আবার সম্মান কোথা থেকে পাবেন? যারা সত্যিকারের লড়াই টা লড়ে তাঁদের কখনো দেখবেন না আপনাকে বিনা কারণে টাকা পয়সা পাইয়ে দেবে কারণ কোথাও থেকে আবার ঠিক বেশি কেড়ে নেবে।

  • @user-yq9or8cg2w
    @user-yq9or8cg2w หลายเดือนก่อน

    খুব ভাল লাগলো ধন্যবাদ ❤❤❤❤❤❤

  • @SoumyajitMandal
    @SoumyajitMandal หลายเดือนก่อน +7

    খুব ই অযুক্তিক। যাদের ফ্রী রেশন এর আবশ্যক তাদের কাছে ইন্টারনেট একটা luxary। আর এটাও সত্যি যে পরীক্ষার form fillup, rail ticket booking, even online electricity bill payment করার জন্য কোথাও tech savy লোক এর কাছে যেতে হয়।
    The best point after the tariff hike would be no more chapri video would be uploaded on TH-cam anymore. The Internet is not a necessity but an addiction if misused. What do you think people do with the internet, they follow elvis yadav, Arman Malik and consume all the other toxic videos. Mostly it's being misused by the people.

    • @GautamDas_Official
      @GautamDas_Official หลายเดือนก่อน

      হ্যাঁ সব জায়গা তে সাইবার ক্যাফে আছে ।
      আর 5G ও সবার দরকার নেই ।

  • @Dreammaity5499
    @Dreammaity5499 หลายเดือนก่อน +1

    আমার মনে হয় সবাই যদি jio থেকে বেরিয়ে আসি আম্বানি পরিবার বুঝবে সাধারণ মানুষের কদর কি

  • @jyotirmoygoswami3711
    @jyotirmoygoswami3711 หลายเดือนก่อน +4

    It was not known 2 me that u are in u tube rather u have a channel. I am quite happy to see u at this juncture. I am writing in English because of do not have more knowledge in bengali, though I am bengalee as well as love 2 read and listen all classics.

  • @manojkumarsaha-je2ul
    @manojkumarsaha-je2ul หลายเดือนก่อน

    @sujoyneel এই ভিডিওটা খুব ইম্পরট্যান্ট, ধন্যবাদ।

  • @kajalchitpati
    @kajalchitpati หลายเดือนก่อน +1

    আমার এলাকায় BSNL নেটওয়ার্ক নেই। আমার বাড়ি মেদিনীপুরের সবং এ

  • @biswakarmaCable
    @biswakarmaCable หลายเดือนก่อน

    দাদা আপনি ভালো বলেছেন, আপনার কথা গুলো শুনতে ভালো লাগে

    • @Sujoyneel
      @Sujoyneel  หลายเดือนก่อน

      Thank You

  • @sunkenghosh009
    @sunkenghosh009 หลายเดือนก่อน +2

    দাদা খুব সুন্দর কথা বলেছেন 🙏🏾🙏🏾🙏🏾

  • @porshi723
    @porshi723 หลายเดือนก่อน +1

    Glad to know that at least someone decided to highlight this on big platform.

    • @Sujoyneel
      @Sujoyneel  หลายเดือนก่อน +1

      Thanks a lot! 😊

  • @SkMontu-gl6vr
    @SkMontu-gl6vr หลายเดือนก่อน

    এই ভাবে সঠিক বোঝানোর জন্য ধন্যবাদ

  • @WRMiraj-nw5wg
    @WRMiraj-nw5wg หลายเดือนก่อน +5

    Khub sundor hoe6e dada🎉

  • @amitmondal1774
    @amitmondal1774 หลายเดือนก่อน

    থ্যাংক ইউ ভিডিওটা বানানোর জন্য খুব ভালো হয়েছে ভিডিওটা অনেক কিছু জানতে পারলাম❤❤

  • @songjuktadas5003
    @songjuktadas5003 หลายเดือนก่อน +3

    কদিন পর হয়তো বলবে অক্সিজেন নিতে হলে ট্যাক্স দিতে হবে

  • @rajkumarbag2212
    @rajkumarbag2212 หลายเดือนก่อน +2

    দাদা জিও ওর ২৩৯ টাকার নেট রিচার্জ এর ২৮ দিনের ভালিডিটি ছিল আর এখন ২৯৯ টাকা করে দিয়ে ভালিডিটির সময়সীমা কমিয়ে ২২ দিন করে দিয়েছে। ২৮ দিনের ভেলিডিটি নিতে গেলে আরো ২০ টাকা দিতে হবে। মোট ৩২০ টাকা। মতো ৮০ টাকা বাড়িয়ে দিয়েছে।

  • @ShubhankarAdhikari-vw7ib
    @ShubhankarAdhikari-vw7ib หลายเดือนก่อน +3

    আকাশ আটে আপনার পারফরম্যান্স সেরা 🎉❤

  • @bilkisgaden9007
    @bilkisgaden9007 หลายเดือนก่อน +1

    আমাদের দেশের মানুষ আন্দোলন ভুলে গেছেন আন্দোলনের প্রয়োজন আছে

  • @apurbanaskar2292
    @apurbanaskar2292 หลายเดือนก่อน

    দাদা আপনার ভিডিও দেখতে খুব ভাল লাগে,কিন্ত দাদা সরকার যখন Jio বা Airtel company গুলর সাথে হাত মিলিযে থাকে তাহলে সাধারণ মানুষ কি আর আসা করবে,???????

  • @user-jb3ru8tv2j
    @user-jb3ru8tv2j หลายเดือนก่อน

    আম্বানি আদানিদের বিরুদ্ধে বাংলাদেশের ভাইদের মতো আন্দোলনে নামতে হবে। তাহলেই এই ব্যবস্থার পরিবর্তন হবে।

  • @Real__mind__vlogs
    @Real__mind__vlogs 29 วันที่ผ่านมา

    নীল দা, ভালো থাকবেন। সঠিক তথ্য।

  • @surajithalder5399
    @surajithalder5399 หลายเดือนก่อน +2

    খুব ভালো টপিক তুলে ধরেছেন ধন্যবাদ

  • @sulakmaitra9918
    @sulakmaitra9918 หลายเดือนก่อน +2

    Your observation and speeches is correct thanks a lot

  • @shyamalsoo6434
    @shyamalsoo6434 หลายเดือนก่อน

    এই প্রাইভেট টেলিফোন কোম্পানি গুলি ইলেকট্রল বন্ডে কতো টাকা দিয়েছে, সেই পয়সা তো তুলবেই