@@SakibGamer-t6m কমেন্টের জন্য ধন্যবাদ। কৌশলটি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করার সুবিধা পাবেন। তবে বাইনারি ট্রেডিং যেহেতু ছোট সময়ের ট্রেডিং তাই পরামর্শ থাকবে, প্রথমে বেশকিছু ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং করে দেখে নিবেন। যদি ফলাফল ভালো আসে কিংবা আপনার ভালো মনে হয়, তখনই কেবল সেটিকে রিয়েল ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করবেন।
এত সুন্দর করে বুঝিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিও দিবেন তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো ধন্যবাদ❤❤ আমি না বুঝে এখানে ট্রেড করে অনেক টাকা লস করেছি আর যারা ট্রেড করবেন তারা অবশ্যই ভলোভাবে এটা শিখবেন তারপরের ট্রেড করবেন
মতামত এবং পরামর্শের জন্য ধন্যবাদ। ট্রেডিং এর বিষয়টি মুলত নির্ভর করে, জ্ঞান, ধৈর্য এবং কৌশলের উপর। শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন তাহলে নিজেই ট্রেডিংকে ভালো করে বুঝতে পারবেন। তখন দেখবেন আর লস হচ্ছে না।
প্রশ্নের জন্য ধন্যবাদ। SMC (Smart Money Concept) নামটি শুনলে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ কিছু মনে হলেও এটি পারতপক্ষে একাধিক রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট বিষয়গুলোর সংমিশ্রনে তৈরি। এটি মুলত গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে একজন ট্রেডারকে তার বিনিয়োগকৃত অর্থের কি পরিমাণ প্রফিট, লস, লিভারেজ, লট/ভলিউম নির্ধারণ করতে হবে সেটিকে বোঝায়। স্টক ট্রেডিং এর বেলায় এই বিষয়টির ভিন্ন কিছু কাজ থাকলেও ফরেক্স কিংবা ক্রিপ্টো ট্রেডিং এর ক্ষেত্রে মানি-ম্যানেজমেন্টের বাইরে এর কোনও কাজ নেই। এই কারনে বিষয়টি নিয়ে কোনও টিউটোরিয়াল তৈরি করা হয়নি। আশা করছি বিষয় বোঝাতে পেরেছি। অন্যদিকে, প্রাইস অ্যাকশন ভিন্ন ধর্মী এক ধরনের চার্ট এনালাইসিস করার কৌশল যা যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আপনি যেই ধরনের ট্রেডিং করেন না কেন, প্রাইস অ্যাকশনের গুরুত্ত অপরিসীম।
আমি আপনাদের দেয়া প্রত্যেকটা ভিডিও অনেক আগে থেকে ফলো করছি। আপনাদের ব্লগ গুলো ও পড়ি নিয়মিত আমার ট্রেডিং স্কিল ডিভলভ করার জন্য। কিন্তু ফান্ডামেন্টাল এনালিসিস একদম বুঝি না এই বিষয়ে একটি ভিডিও দিলে অনেক উপকৃত হোতাম।
ভাই মার্কেটে এসব কোন কিছুই মানে না, মার্কেট তার নিজের গতিতেই চলে, যেখানে ট্রেট নেই সেখানেই লাফালাফি শুরু করে, আপের জন্য নিলে হঠাৎ করে নিচে নামে যায় আবার ডাউনের জন্য দিলে হঠাৎ করে উপরে উঠে যায়, ট্রেড নেওয়ার আগে মার্কেটে সবকিছুই ঠিক থাকে, আর ট্রেড নেওয়ার পর এক লাফালাফি আর নাচানাচি শুরু হয় তা আপনাকে বোঝাতে পারবো না ভাই
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। মার্কেট সর্বদাই পরিবর্তনশীল। ট্রেড করার জন্য, আপনাকেই সর্বদা মার্কেটের মুভমেন্টের সাথে মিলিয়ে পজিশন গ্রহন করতে হবে। যদি মার্কেট ট্রেন্ড নির্ধারণ করে ট্রেড করতে পারেন, তাহলে লস হবার সম্ভাবনা খুবই কম। অনুগ্রহ করে জানাবেন, আপনি কি ফরেক্স ট্রেড করেন নাকি বাইনারি?
ভাইয়া আমি যত বার এই আইডি open করি। আইডি ঠিক এই verify হয়।কিন্তু একটু পরে দেখি আইডি Been. একটা help করেন। যেমন : আইডি Blocked যেন না হয় তেমন কিছু tips দেন।🥺🥺🙏। plz Help me!
প্রশ্নের জন্য ধন্যবাদ। সাপোর্ট-রেসিসটেন্স "Hidden" কিংবা "Visible" হউক না কেন, সেটি নির্ণয় করা সহজ হবে যদি আপনি বিশেষ কিছু গাইডলাইন অনুসরন করেন। পরামর্শ থাকবে, এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল রয়েছে। চ্যানেলের ভিডিও সেকশন থেকে "সাপোর্ট-রেসিসটেন্স" সংক্রান্ত সেই টিউটোরিয়াল দেখে নিন। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। সময় সল্পতার কারনে, নিয়মিত টিউটোরিয়াল প্রকাশ করতে সম্ভব হচ্ছেনা। তবে চেষ্টা করছি দ্রুততার সাথে পরবর্তী টিউটোরিয়ালগুলো প্রকাশ করার। আশা করছি, সাথেই থাকবেন।
ভাই আমি নতুন কিন্তু আপনার বোঝানো অসাধারণ অনেক ভালো লাগছে তাই একটা লাইক আর একটা শেয়ার একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিলাম। ❤❤ অবিরাম ভালোবাসা রইল।
ধন্যবাদ। অনেক কিছু শিক্ষানীয় হয় আপনার ভিডিও গুলো। Bd Stock market বড় এবং ছোট টাইম ফ্রেম কোনটি বেশি ভালো হয়। ফরেক্স এ কিভাবে একাউন্ট খুলতে হবে এবং জমা এবং উওলন কিভাবে হবে প্লিজ জানাবেন।
মতামত এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। যেকোনো ধরনের স্টক ট্রেডিং অল্প সময়ের জন্য প্রফিটেবল নয়। অর্থাৎ, আপনাকে স্টক ট্রেডার হতে হলে, প্রথম শর্তই হচ্ছে বিনিয়োগকে বড় সময়ের জন্য করতে হবে। সেটি বাংলাদেশী স্টক কিংবা অন্য দেশের স্টক যেটিই হোক। ফরেক্স ট্রেডিং এর বিষয়টি জানার জন্য অনুগ্রহ করে info@fxbangladesh .com এই আইডিতে ইমেইল করুন কিংবা fxbd.co/email এই লিংক ক্লিক করে আপনার মেসেজ এবং ইমেইল আইডি টাইপ করে সাবমিট করে দিন। আমাদের পক্ষে থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। কৌশলটিকে যেকোনো ধরনের ট্রেডিং এর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তবে বাইনারি ট্রেডিং এর প্রাইস মুভমেন্ট এবং ক্যান্ডেলের অবস্থান এতটাই দ্রুত পরিবর্তন হয়, যার কারনে, সেই চার্টগুলো বিশ্লেষণ করা কষ্টসাধ্য। পরামর্শ থাকবে, কৌশল ডেমো ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করে দেখুন এরপর ফলাফল সন্তোষজনক হলে পরে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন।
মতামত এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটি যেকোনো ট্রেডিং এসেটে ব্যবহার করতে পারবেন এবং যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই কাজে আসবে। যেমন ফরেক্স, স্টক কিংবা ক্রিপ্টো ট্রেডিং।
Thnx for ur effective analysis.. Day trader der jonno kon timeframe mainly follow kora uchit? Apni 1st chart e hammer or inverted hammer ashar pore 2nd smaller timeframe er chart e movement observ kore dekhte bolechen.. 2nd ei smaller timeframe ta konta best hobe day trader er jonno? TIA
মতামত এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের মতন করে বিষয়টি উপস্থাপন করছি। এতে করে বুঝতে আপনার জন্য সুবিধা হবে আশা করছি। টাইমফ্রেম, নিজ পছন্দ অনুসারে যেকোনোটি নির্বাচন করে নিতে পারেন। প্রায় সকল টাইমফ্রেমেই কৌশলটি একই নিয়মে কাজ করবে। তবে আমরা মুলত অপেক্ষাকৃত কিছুটা বড় টাইমফ্রেমগুলোকে নির্বাচন করি, চার্ট এনালাইসিস করার জন্য। যেমন ধরুন, ডেইলি টাইমফ্রেমের চার্টে আমরা একটি সাপোর্ট লেভেলের কাছে এই Inverted Hammer প্যাটার্নটি তৈরি হতে দেখলাম। অর্থাৎ, এটি তখন নির্দেশনা প্রদান করবে, প্রাইসের রি-অ্যাকশন এবং সম্ভাব্য বুল্লিশ মোমেন্টাম। এখন ডেইলি চার্টে, এন্ট্রি কনফার্ম করার জন্যও আমাদের ডেইলি ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেটি এন্ট্রি গ্রহন করার জন্য অনেক বড় সময়। তখন আমরা কিছুটা ছোট টাইমফ্রেম যেমন H1 এর চার্টে সুইচ করে সেখানে প্রাইস-অ্যাকশন বিবেচনায় প্রাইস কি করছে সেটি খুঁজে বের করার চেষ্টা করবো। যেমন ধরুন, ডেইলি টাইমফ্রেমের Inverted hammer অংশে H1 টাইমফ্রেমে একটি ট্রেন্ডলাইনের রেসিসটেন্স কিংবা চ্যানেলের অবস্থান খুঁজে পেলাম। যদি প্রাইস সেটিকে তখন ছোট টাইমফ্রেমে উপরের দিকে ব্রেক করতে সক্ষম হয়, তাহলে আমারা বুল্লিশ কনফার্মেশন পাবো, যা মুলত বড় টাইমফ্রেমের প্রাইস ট্রেন্ডের দিকে নির্দেশনা প্রদান করবে। ইন্ট্রাডে চার্ট এনালাইসিস করার জন্য -> D চার্টে প্রাইসের অবস্থান অর্থাৎ, এনালাইসিস করে ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। এরপর H4 কিংবা H1 কিংবা 30m টাইমফ্রেমের চার্ট দেখে সেই পয়েন্টগুলোতে পজিশন নেয়ার জন্য প্রাইস অ্যাকশন পর্যন্ত অপেক্ষা করবেন। পরামর্শ থাকবে, বিষয়টি অবশ্যই প্রথমে প্র্যাকটিস ট্রেডিং এর ক্ষেত্রে ভালো করে পরীক্ষা করে দেখুন। যদি বুঝতে পারেন, আপনার জন্য কাজে আসছে, তাহলেই কেবল রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। Good Luck!
ভাই ক্যান্ডেল স্টিক ফলো যে করবে বা বেশি ভরসা করবে সে এক দিন ১০০% বড়ো লস এর সম্মুখীন হবে। বিশেষ করে ব্রোকারের সাইকোলজি আগে আয়ত্ত করুন। মার্কেট আপনার, হাতের মুঠোই আসবে।
Vhiya apnr lesson ta amr khub vhalo lagse, ami trading sikhte chi but kono way pasche nah sikhar jonno, please amke trading sikhte help korben, amr comment er reply please diben
কমেন্টের জন্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে ট্রেডিং শিখার জন্য আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টাল রয়েছে যেখান থেকে ধারাবাহিকভাবে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - fxbd.co/training
কমেন্টের জন্য ধন্যবাদ। ট্রেডিং শিখার জন্য চাইলে আমাদের অনলাইন ট্রেনিং পোর্টালে দেখে নিতে পারেন। এখানে কোর্স আকারে বিস্তারিত রয়েছে। লিংক - fxbd.co/training
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটিকে নিজ পছন্দ অনুসারে, যেকোনো টাইমফ্রেমের চার্টেই ব্যবহার করতে পারবেন। পরামর্শ থাকবে, প্রথমে ডেমো ট্রেডিং এর মাধ্যমে কৌশলটিতে অভ্যস্ত হয়ে নিবেন। এতে করে ফলাফল যাচাই করতে আপনার সুবিধা হবে। মনে রাখবেন, টাইমফ্রেম যত বড় হবে, কৌশলটির সিগন্যালও ততটা শক্তিশালী পাবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা মাঝে-মধ্যে ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করি তবে সবার জন্য আপডেট হিসাবে সেটি প্রদান করিনা । তবে কৌশলগুলোকে আপনি চাইলে যেকোনো ধরনের এসেটে ট্রেড করার জন্য ব্যবহার করতে পারবেন। কাজ করার প্রক্রিয়া একই রকমের থাকবে। ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড না করার পিছনে মুল কারণ হচ্ছে "Rumor". এই এসেটটি অনেকবেশী "গুজবে" প্রভাবিত এবং এই এসেট সম্পর্কিত কোনও ফান্ডামেন্টাল নিউজের আপডেটও পাওয়া খুবই কষ্টকর। দেখবেন, চার্টে কয়েকদিন ধরে কোনও মুভমেন্ট নেই এরপর হটাত একসময় দেখবেন ৩০০০/৪০০০ ডলারের প্রাইস মুভমেন্ট। এখন এরকম কেন হল, কি কারনে হল এই প্রশ্নগুলোর উত্তর, ক্রিপ্টো এসেটগুলো থেকে পাওয়া কষ্টকর। যার কারনে, শুধুমাত্র টেকনিক্যাল অংশের বিশ্লেষণ করে এন্ট্রি পজিশন গ্রহন করতে হয় যা ট্রেডিং এর জন্য মোটেও ভালো কিছু নয়। এই ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করে বিশ্বে মিলিয়নিয়ার যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে দেউলিয়ার পরিমাণও কম নয়। বিগত বছরে বিশ্ব ব্যাপি বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হবার মুল কারণই ছিল "ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ"। আশা করছি বুঝতে পেরেছেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। রিয়েল টাইম মার্কেটের প্রাইস মুভমেন্ট (ক্যান্ডেল) মুলত স্পট ফরেক্স ট্রেডিং অনুসারে হয়ে থাকে। বাইনারি ট্রেড, এই ফরেক্স মার্কেট থেকে প্রাইস ফিডগুলো কপি করে থাকে। এই কারনে, অনেক সময় দেখতে পাবেন, ফরেক্স মার্কেটে বিদ্যমান কারেন্সি পেয়ারের মুভমেন্ট থেকে কিছুটা পরে (মিলি সেকেন্ড পরিমাণ) দেরি হতে পারে।
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটিকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ফরেক্স, স্টক, ক্রিপ্টো যেকোনো ধরনের ট্রেডিং এর জন্যই কৌশলটি কার্যকরী।
স্যার এই নিয়মে কি ফর এক্স এ ট্রেড করা যাবে,স্টক মার্কেট এবং যে কোন মার্কেটে কি ট্রেড করা যাবে,এই সিস্টেমের ট্রেড করলে এর কার্যকারিতা কত পার্সেন্ট হবে স্যার,
কমেন্টের জন্য ধন্যবাদ। কৌশলটিকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। ফরেক্স, স্টক কিংবা ক্রিপ্টো একই নিয়মে সকল ধরনের এসেটেই ট্রেড করা সম্ভব। পরামর্শ থাকবে, রিয়েল ট্রেডিং করার পূর্বে, কৌশলটিকে বেশকিছু ডেমো ট্রেডিং এ ব্যবহার করে ফলাফল যাচাই করে নিবেন। তাহলে নিজেই বুঝতে পারবেন আশা করছি।
প্রশ্নের জন্য ধন্যবাদ। #DSE এর তথ্য মতে, সর্বমোট ৬৫৭টি প্রতিষ্ঠান নিবন্ধিত। লিংক - fxbd.co/rWP অন্যদিকে #CSE তে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২৯০টি। লিংক - fxbd.co/WNj
রিয়েলটাইম টেকনিক্যাল আপডেট পেতে
যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক - fxbd.co/bio
5:13
আসসালামুআলাইকুম ভাইয়া... এই স্ট্যাটাজী গুলা কি Qutex ট্রেডিং প্লাটফ্রমে কাজ করবে? একটা রিপ্লে প্লীজ
@@SakibGamer-t6m কমেন্টের জন্য ধন্যবাদ। কৌশলটি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করার সুবিধা পাবেন। তবে বাইনারি ট্রেডিং যেহেতু ছোট সময়ের ট্রেডিং তাই পরামর্শ থাকবে, প্রথমে বেশকিছু ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং করে দেখে নিবেন। যদি ফলাফল ভালো আসে কিংবা আপনার ভালো মনে হয়, তখনই কেবল সেটিকে রিয়েল ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করবেন।
@@ForexBangladesh ধন্যবাদ ভাইয়া
Sir ata ki Binary te work korbe??
এত সুন্দর করে বুঝিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিও দিবেন তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো ধন্যবাদ❤❤
আমি না বুঝে এখানে ট্রেড করে অনেক টাকা লস করেছি আর যারা ট্রেড করবেন তারা অবশ্যই ভলোভাবে এটা শিখবেন তারপরের ট্রেড করবেন
মতামত এবং পরামর্শের জন্য ধন্যবাদ। ট্রেডিং এর বিষয়টি মুলত নির্ভর করে, জ্ঞান, ধৈর্য এবং কৌশলের উপর। শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন তাহলে নিজেই ট্রেডিংকে ভালো করে বুঝতে পারবেন। তখন দেখবেন আর লস হচ্ছে না।
অনেক অনেক ধন্যবাদ বস। এত সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন যে আমি বিগত ৩ বছরেও এরকম ভাবে কেও বিশ্লেষণ করে নাই।আবারও অনেক ধন্যবাদ।
চমৎকার একটি ভিডিও ফুটেজ দেখলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথে থাকবেন।
ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিও থেকে সবচেয়ে বেশি শিখতে পেরেছি। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আশা করি ভবিষ্যতেও এরকম সুন্দর ভিডিও পাবো।
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি, ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
বস,অনেক অনেক ধন্যবাদ,,একজন ট্রেডারের সফল ট্রেডার হতে এই একটি ভিডিও যথেষ্ট
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
আমি আপনার ভিডিও আজকে প্রথম দেখলাম দেখে সাথে সাথে লাইক করে সবসক্রাইব করে দিলাম এরকম আরো ভিডিও চাই ভাই 🥰🥰
মতামত এবং আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
@@ForexBangladeshআসসালামু আলাইকুম, আপনারা কি প্রাতিষ্ঠানিক ট্রেনিং করিয়ে থাকেন? অর্থাৎ হাতে কলমে বা অনলাইনের মাধ্যমে?
অসাধারণ ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
আপনিই সেরা। smc নিয়ে আপনার মতামত/ ভিডিও চাই। আপনি শুধু প্রাইস একশন নিয়েই ভিডিও দেন, smc নিয়ে কেনো কিছু বলেন না?
প্রশ্নের জন্য ধন্যবাদ। SMC (Smart Money Concept) নামটি শুনলে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ কিছু মনে হলেও এটি পারতপক্ষে একাধিক রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট বিষয়গুলোর সংমিশ্রনে তৈরি। এটি মুলত গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে একজন ট্রেডারকে তার বিনিয়োগকৃত অর্থের কি পরিমাণ প্রফিট, লস, লিভারেজ, লট/ভলিউম নির্ধারণ করতে হবে সেটিকে বোঝায়।
স্টক ট্রেডিং এর বেলায় এই বিষয়টির ভিন্ন কিছু কাজ থাকলেও ফরেক্স কিংবা ক্রিপ্টো ট্রেডিং এর ক্ষেত্রে মানি-ম্যানেজমেন্টের বাইরে এর কোনও কাজ নেই। এই কারনে বিষয়টি নিয়ে কোনও টিউটোরিয়াল তৈরি করা হয়নি। আশা করছি বিষয় বোঝাতে পেরেছি।
অন্যদিকে, প্রাইস অ্যাকশন ভিন্ন ধর্মী এক ধরনের চার্ট এনালাইসিস করার কৌশল যা যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আপনি যেই ধরনের ট্রেডিং করেন না কেন, প্রাইস অ্যাকশনের গুরুত্ত অপরিসীম।
Very good explanations. It will make me a good intraday trader.Thank you very much.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
এককথায় অসাধারণ আপনার শেখানোর দক্ষতা, ❤
এরকম প্রাইস অ্যাকশনের উপর নিয়মিত ভিডিও চাই 🙏❤️
❤❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। পর্যায়ক্রমে প্রাইস অ্যাকশনের সাথে সম্পর্কিত এধরনের আরও টিউটোরিয়াল প্রকাশিত হবে। আশা করছি সাথেই থাকবেন।
শুধু বাইনেন্স এর জন্য এমন ভিডেও চাই
আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
আস সালামু আলাইকুম স্যার। আপনার Institute এর নাম্বার পাচ্ছিনা।আপনার বোঝানোর টেকনিক খুব ভালো। সরাসরি যোগাযোগ করতে পারছিনা। আমার টিউটোরিয়াল লাগবে।
আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করা যায় আপনার কাছ থেকে।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য 🌸🦋
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
This is called real master class for free of cost🎉❤
Go ahead SIR🚩
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
আমি আপনাদের দেয়া প্রত্যেকটা ভিডিও অনেক আগে থেকে ফলো করছি। আপনাদের ব্লগ গুলো ও পড়ি নিয়মিত আমার ট্রেডিং স্কিল ডিভলভ করার জন্য। কিন্তু ফান্ডামেন্টাল এনালিসিস একদম বুঝি না এই বিষয়ে একটি ভিডিও দিলে অনেক উপকৃত হোতাম।
প্রশ্ন এবং মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হল। আশা করছি ভবিষ্যতে এই সম্পর্কিত টিউটোরিয়াল প্রকাশিত হবে।
অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে, অনেক ভালো লাগলো।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Vaiya apnar tutorial onek valo lagche ❤asakori forex sikhar jonno aro beshi video pabo 🥰
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ভাই মার্কেটে এসব কোন কিছুই মানে না, মার্কেট তার নিজের গতিতেই চলে, যেখানে ট্রেট নেই সেখানেই লাফালাফি শুরু করে, আপের জন্য নিলে হঠাৎ করে নিচে নামে যায় আবার ডাউনের জন্য দিলে হঠাৎ করে উপরে উঠে যায়, ট্রেড নেওয়ার আগে মার্কেটে সবকিছুই ঠিক থাকে, আর ট্রেড নেওয়ার পর এক লাফালাফি আর নাচানাচি শুরু হয় তা আপনাকে বোঝাতে পারবো না ভাই
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। মার্কেট সর্বদাই পরিবর্তনশীল। ট্রেড করার জন্য, আপনাকেই সর্বদা মার্কেটের মুভমেন্টের সাথে মিলিয়ে পজিশন গ্রহন করতে হবে। যদি মার্কেট ট্রেন্ড নির্ধারণ করে ট্রেড করতে পারেন, তাহলে লস হবার সম্ভাবনা খুবই কম।
অনুগ্রহ করে জানাবেন, আপনি কি ফরেক্স ট্রেড করেন নাকি বাইনারি?
binary
ঠিক বলছেন ভাই ❤
ভাইয়া আমি যত বার এই আইডি open করি। আইডি ঠিক এই verify হয়।কিন্তু একটু পরে দেখি আইডি Been. একটা help করেন। যেমন : আইডি Blocked যেন না হয় তেমন কিছু tips দেন।🥺🥺🙏। plz Help me!
রাইট ভাই😊
you guys deserve more than like 👍. Just Amazing .
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
অসাধারণ বোঝানোর দক্ষতা ❤ লাভ from India 🇮🇳❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
your teaching method is very good.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Sir, Hidden support & resistance level সহজে কিভাবে খুজে বের করবো?? এর উপর ভিডিও চাই
প্রশ্নের জন্য ধন্যবাদ। সাপোর্ট-রেসিসটেন্স "Hidden" কিংবা "Visible" হউক না কেন, সেটি নির্ণয় করা সহজ হবে যদি আপনি বিশেষ কিছু গাইডলাইন অনুসরন করেন। পরামর্শ থাকবে, এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল রয়েছে। চ্যানেলের ভিডিও সেকশন থেকে "সাপোর্ট-রেসিসটেন্স" সংক্রান্ত সেই টিউটোরিয়াল দেখে নিন। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন।
অত্যান্ত ভালো আলোচনা
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Thank you very much for best teaching. Watching from Coochbehar, West Bengal.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিন শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
এত সুন্দর ভাবো বুঝানোর জন্য ধন্যবাদ, ভাই
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ভাই সত্যিই অনেক কিছু শিখতে পারলাম
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
খুব সুন্দর হয়েছে ভাই এরকম আরো ভিডিও চাই
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। সময় সল্পতার কারনে, নিয়মিত টিউটোরিয়াল প্রকাশ করতে সম্ভব হচ্ছেনা। তবে চেষ্টা করছি দ্রুততার সাথে পরবর্তী টিউটোরিয়ালগুলো প্রকাশ করার। আশা করছি, সাথেই থাকবেন।
ভাই আমি নতুন কিন্তু আপনার বোঝানো অসাধারণ অনেক ভালো লাগছে তাই একটা লাইক আর একটা শেয়ার একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিলাম। ❤❤
অবিরাম ভালোবাসা রইল।
মতামত এবং আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
ভাইয়া ভিডিওটা খুব সুন্দর হয়েছে আজ থেকে আমি আপনার ফ্যান হয়ে গেলাম এবং এই ইউটিউব চ্যানেলের একজন সদস্য😊😊
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
Keep it up. Well done. Always best wishes fx Bangladesh ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
অনেক ভালো লাগছে আলোচনা।
ধন্যবাদ। অনেক কিছু শিক্ষানীয় হয় আপনার ভিডিও গুলো। Bd Stock market বড় এবং ছোট টাইম ফ্রেম কোনটি বেশি ভালো হয়।
ফরেক্স এ কিভাবে একাউন্ট খুলতে হবে এবং জমা এবং উওলন কিভাবে হবে প্লিজ জানাবেন।
মতামত এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। যেকোনো ধরনের স্টক ট্রেডিং অল্প সময়ের জন্য প্রফিটেবল নয়। অর্থাৎ, আপনাকে স্টক ট্রেডার হতে হলে, প্রথম শর্তই হচ্ছে বিনিয়োগকে বড় সময়ের জন্য করতে হবে। সেটি বাংলাদেশী স্টক কিংবা অন্য দেশের স্টক যেটিই হোক। ফরেক্স ট্রেডিং এর বিষয়টি জানার জন্য অনুগ্রহ করে info@fxbangladesh .com এই আইডিতে ইমেইল করুন কিংবা fxbd.co/email এই লিংক ক্লিক করে আপনার মেসেজ এবং ইমেইল আইডি টাইপ করে সাবমিট করে দিন। আমাদের পক্ষে থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
Vaiya apni onek sundir kore bujan
Tnx vaiya ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
এক কথায় অসাধারণ ❤
in Sha Allah Valo Laglo Apnar Video ❤Asha Kori Kisi Sikte Paresi Alhamdulillah
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
ভাই দারুন এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
অসাধারন❤❤ many many tnz bro.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।সরলভাবে বোঝালেন।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Khubi sohoj vasai bujhlam ❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Onk sundor vedio ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Nice video... Amar onek valo lagche.. ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
খুব সুন্দর এনালাইসিস ভাই
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ, আল্লাহতালা আপনাকে বোঝানোর ক্ষমতা আরও দান করুক ।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
vai onek sudohr babe bujanu hoyese Ami Aro video cahi
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Great information.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Tnx for nicely detailing
স্যার Binary কিছু Sureshot Candle Pattern/Strategy দিলে খুব হেল্প হতো....❤🙏
উনারা জুয়া খেলে না৷ তাই বাইনারী তে ট্রেড করে না
@@RubelAhmed-dy7en ননসেন্স এর মতো কথা বলবেন না, আপনি/আপনার বন্ধু পারেন না, মানেই সেটি জুয়া, সব কিছু এমন নয়....
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। কৌশলটিকে যেকোনো ধরনের ট্রেডিং এর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তবে বাইনারি ট্রেডিং এর প্রাইস মুভমেন্ট এবং ক্যান্ডেলের অবস্থান এতটাই দ্রুত পরিবর্তন হয়, যার কারনে, সেই চার্টগুলো বিশ্লেষণ করা কষ্টসাধ্য। পরামর্শ থাকবে, কৌশল ডেমো ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করে দেখুন এরপর ফলাফল সন্তোষজনক হলে পরে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন।
New here... Subscriber done..
Your Video was so...Outstanding ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
osadharon video ❤❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
❤❤❤❤❤ভাইয়া এটা আপনি প্রতি মিনিটের নাকি ঘন্টার চার্ট এনালাইসিস করেছিলেন?
Best TH-cam channel ❤❤❤❤
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
very good video...thanks
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Very informational video
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Very very nice Boss.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
onak valo allah apnaka borkot dan koruk
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
অসাধারণ ❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে।।।এটা সব পেয়ার এ কাজ করবে কি ।।।আর আপনাদের সিগনাল গ্রুপ চালু আছে কি
মতামত এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটি যেকোনো ট্রেডিং এসেটে ব্যবহার করতে পারবেন এবং যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই কাজে আসবে। যেমন ফরেক্স, স্টক কিংবা ক্রিপ্টো ট্রেডিং।
Aro video chai ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি এধরনের আরও টিউটোরিয়াল প্রকাশ করতে সক্ষম হব। সাথেই থাকবেন।
Super......anylysis
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Very nice expression
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
perfect bro love you......
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Sir binary trading a kaj korbeni eita
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটিকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।
Sir shooting star , pin bar and inverted hammer ai gula sob to same lage kibave identify korbo konta ki candle Sticks Pattern?
Thnx for ur effective analysis.. Day trader der jonno kon timeframe mainly follow kora uchit? Apni 1st chart e hammer or inverted hammer ashar pore 2nd smaller timeframe er chart e movement observ kore dekhte bolechen.. 2nd ei smaller timeframe ta konta best hobe day trader er jonno? TIA
মতামত এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের মতন করে বিষয়টি উপস্থাপন করছি। এতে করে বুঝতে আপনার জন্য সুবিধা হবে আশা করছি।
টাইমফ্রেম, নিজ পছন্দ অনুসারে যেকোনোটি নির্বাচন করে নিতে পারেন। প্রায় সকল টাইমফ্রেমেই কৌশলটি একই নিয়মে কাজ করবে। তবে আমরা মুলত অপেক্ষাকৃত কিছুটা বড় টাইমফ্রেমগুলোকে নির্বাচন করি, চার্ট এনালাইসিস করার জন্য।
যেমন ধরুন, ডেইলি টাইমফ্রেমের চার্টে আমরা একটি সাপোর্ট লেভেলের কাছে এই Inverted Hammer প্যাটার্নটি তৈরি হতে দেখলাম। অর্থাৎ, এটি তখন নির্দেশনা প্রদান করবে, প্রাইসের রি-অ্যাকশন এবং সম্ভাব্য বুল্লিশ মোমেন্টাম। এখন ডেইলি চার্টে, এন্ট্রি কনফার্ম করার জন্যও আমাদের ডেইলি ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেটি এন্ট্রি গ্রহন করার জন্য অনেক বড় সময়।
তখন আমরা কিছুটা ছোট টাইমফ্রেম যেমন H1 এর চার্টে সুইচ করে সেখানে প্রাইস-অ্যাকশন বিবেচনায় প্রাইস কি করছে সেটি খুঁজে বের করার চেষ্টা করবো। যেমন ধরুন, ডেইলি টাইমফ্রেমের Inverted hammer অংশে H1 টাইমফ্রেমে একটি ট্রেন্ডলাইনের রেসিসটেন্স কিংবা চ্যানেলের অবস্থান খুঁজে পেলাম। যদি প্রাইস সেটিকে তখন ছোট টাইমফ্রেমে উপরের দিকে ব্রেক করতে সক্ষম হয়, তাহলে আমারা বুল্লিশ কনফার্মেশন পাবো, যা মুলত বড় টাইমফ্রেমের প্রাইস ট্রেন্ডের দিকে নির্দেশনা প্রদান করবে।
ইন্ট্রাডে চার্ট এনালাইসিস করার জন্য -> D চার্টে প্রাইসের অবস্থান অর্থাৎ, এনালাইসিস করে ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। এরপর H4 কিংবা H1 কিংবা 30m টাইমফ্রেমের চার্ট দেখে সেই পয়েন্টগুলোতে পজিশন নেয়ার জন্য প্রাইস অ্যাকশন পর্যন্ত অপেক্ষা করবেন।
পরামর্শ থাকবে, বিষয়টি অবশ্যই প্রথমে প্র্যাকটিস ট্রেডিং এর ক্ষেত্রে ভালো করে পরীক্ষা করে দেখুন। যদি বুঝতে পারেন, আপনার জন্য কাজে আসছে, তাহলেই কেবল রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।
Good Luck!
Thanks a lot for ur valuable advice.
ভাই আমি নতুন সাবস্ক্রাইবার আমাূের গরিবদের ভালোবাসা নিয়ে আর আপনাদের জন্য দোয়া রইল।
আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
Vai Ami bainary trading kori real market a trade korle amer statagy kag kore but otc te kono vabei kaj kore na otc ta acole kmn market..?
market news niya video chai ❤❤
কমেন্টের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হল। আশা করছি ভবিষ্যতে এই সংক্রান্ত টিউটোরিয়াল প্রকাশিত হবে।
Love u vai big fan
Good Boy FX Bangladesh
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
আপনাদের ভিডিও গুলা শিক্ষনিয় অসাধারণ উপস্থাপনা
ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে যদি ফরেক্স এর ভিডিও দিতেন তাহলে উপকৃত হতাম
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। চেষ্টা করবো ভবিষ্যতে ফান্ডামেন্টাল বিষয়াদি নিয়ে অ্যানালিটিক্যাল ভিডিও প্রকাশ করার। আশা করছি সাথেই থাকবেন।
ভাই ক্যান্ডেল স্টিক ফলো যে করবে বা বেশি ভরসা করবে সে এক দিন ১০০% বড়ো লস এর সম্মুখীন হবে।
বিশেষ করে ব্রোকারের সাইকোলজি আগে
আয়ত্ত করুন। মার্কেট আপনার, হাতের মুঠোই আসবে।
মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
Love from India ❤
আমাদের সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
বাহ অসাধারণ এমন ভিডিও আরও চা
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। এই ধরনের আরও টিউটোরিয়াল পর্যায়ক্রমে প্রকাশিত হবে। আশা করছি সাথেই থাকবেন।
Vhiya apnr lesson ta amr khub vhalo lagse, ami trading sikhte chi but kono way pasche nah sikhar jonno, please amke trading sikhte help korben, amr comment er reply please diben
কমেন্টের জন্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে ট্রেডিং শিখার জন্য আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টাল রয়েছে যেখান থেকে ধারাবাহিকভাবে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - fxbd.co/training
Thanks
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Excellent
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Very nice
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Nice vai
lot of thanks.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Thanks ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Next part den ❤
কমেন্টের জন্য ধন্যবাদ। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আরও একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। অনুগ্রহ করে সেই টিউটোরিয়ালটি দেখে নেয়ার অনুরধ করছি।
Osm yrrr❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Thank you so much.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
সুন্দর
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Upni course koran
Upner kotha valo laglo tai interested holam
Please janaben
কমেন্টের জন্য ধন্যবাদ। ট্রেডিং শিখার জন্য চাইলে আমাদের অনলাইন ট্রেনিং পোর্টালে দেখে নিতে পারেন। এখানে কোর্স আকারে বিস্তারিত রয়েছে। লিংক - fxbd.co/training
@@ForexBangladesh whatsapp number din
nice brother
Nice ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
আমি নতুন শিখতেছি ইনশাআল্লাহ আমিও একদিন অনেক কিছু শিখতে পারবো দোয়া কইরেন
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। সময় নিয়ে প্র্যাকটিস এবং শিখা চালিয়ে যান। আশা করছি অবশ্যই ভালো ট্রেডিং করতে সক্ষম হবেন।
Does it work in any time frame?
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটিকে নিজ পছন্দ অনুসারে, যেকোনো টাইমফ্রেমের চার্টেই ব্যবহার করতে পারবেন। পরামর্শ থাকবে, প্রথমে ডেমো ট্রেডিং এর মাধ্যমে কৌশলটিতে অভ্যস্ত হয়ে নিবেন। এতে করে ফলাফল যাচাই করতে আপনার সুবিধা হবে। মনে রাখবেন, টাইমফ্রেম যত বড় হবে, কৌশলটির সিগন্যালও ততটা শক্তিশালী পাবেন।
আপনারা Forex এর পাশাপাশি, cryptocurrency নিয়ে কমিউনিটি করবেন ভবিষ্যতে ? নাকি Forex নিয়ে থাকবেন। আমি আপনাদের সাথে অনেক আগে থেকেই যুক্ত আছি তাই বললাম।❤
Ameoo ache vai
প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা মাঝে-মধ্যে ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করি তবে সবার জন্য আপডেট হিসাবে সেটি প্রদান করিনা । তবে কৌশলগুলোকে আপনি চাইলে যেকোনো ধরনের এসেটে ট্রেড করার জন্য ব্যবহার করতে পারবেন। কাজ করার প্রক্রিয়া একই রকমের থাকবে। ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড না করার পিছনে মুল কারণ হচ্ছে "Rumor". এই এসেটটি অনেকবেশী "গুজবে" প্রভাবিত এবং এই এসেট সম্পর্কিত কোনও ফান্ডামেন্টাল নিউজের আপডেটও পাওয়া খুবই কষ্টকর। দেখবেন, চার্টে কয়েকদিন ধরে কোনও মুভমেন্ট নেই এরপর হটাত একসময় দেখবেন ৩০০০/৪০০০ ডলারের প্রাইস মুভমেন্ট। এখন এরকম কেন হল, কি কারনে হল এই প্রশ্নগুলোর উত্তর, ক্রিপ্টো এসেটগুলো থেকে পাওয়া কষ্টকর।
যার কারনে, শুধুমাত্র টেকনিক্যাল অংশের বিশ্লেষণ করে এন্ট্রি পজিশন গ্রহন করতে হয় যা ট্রেডিং এর জন্য মোটেও ভালো কিছু নয়। এই ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করে বিশ্বে মিলিয়নিয়ার যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে দেউলিয়ার পরিমাণও কম নয়। বিগত বছরে বিশ্ব ব্যাপি বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হবার মুল কারণই ছিল "ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ"। আশা করছি বুঝতে পেরেছেন।
ভকি ফরেক্স ও কটেক্স কেন্ডেল কি একি ভাবে চলে ❤
প্রশ্নের জন্য ধন্যবাদ। রিয়েল টাইম মার্কেটের প্রাইস মুভমেন্ট (ক্যান্ডেল) মুলত স্পট ফরেক্স ট্রেডিং অনুসারে হয়ে থাকে। বাইনারি ট্রেড, এই ফরেক্স মার্কেট থেকে প্রাইস ফিডগুলো কপি করে থাকে। এই কারনে, অনেক সময় দেখতে পাবেন, ফরেক্স মার্কেটে বিদ্যমান কারেন্সি পেয়ারের মুভমেন্ট থেকে কিছুটা পরে (মিলি সেকেন্ড পরিমাণ) দেরি হতে পারে।
অসাধারণ 🤎
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার ভিডিও গুলো কি ফরেক্স জন্য কি প্রযোজ্য? ধন্যবাদ
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটিকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ফরেক্স, স্টক, ক্রিপ্টো যেকোনো ধরনের ট্রেডিং এর জন্যই কৌশলটি কার্যকরী।
Sei
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
স্যার এই নিয়মে কি ফর এক্স এ ট্রেড করা যাবে,স্টক মার্কেট এবং যে কোন মার্কেটে কি ট্রেড করা যাবে,এই সিস্টেমের ট্রেড করলে এর কার্যকারিতা কত পার্সেন্ট হবে স্যার,
কমেন্টের জন্য ধন্যবাদ। কৌশলটিকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। ফরেক্স, স্টক কিংবা ক্রিপ্টো একই নিয়মে সকল ধরনের এসেটেই ট্রেড করা সম্ভব। পরামর্শ থাকবে, রিয়েল ট্রেডিং করার পূর্বে, কৌশলটিকে বেশকিছু ডেমো ট্রেডিং এ ব্যবহার করে ফলাফল যাচাই করে নিবেন। তাহলে নিজেই বুঝতে পারবেন আশা করছি।
Ami Like o comment koresi
আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ।
In Bangladesh, aprox how many companies are registered in stock market.?
প্রশ্নের জন্য ধন্যবাদ। #DSE এর তথ্য মতে, সর্বমোট ৬৫৭টি প্রতিষ্ঠান নিবন্ধিত। লিংক - fxbd.co/rWP অন্যদিকে #CSE তে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২৯০টি। লিংক - fxbd.co/WNj