টিয়া পাখির বাচ্চার দাম 2024 | টিয়া পাখির বাচ্চা পালন পদ্ধতি Grow Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
  • আপনাদের মধ্যে অনেকে আছে টিয়ার বাচ্চা কিনে পালন করতে চান ‌ । অনেকে আবার টেম সাইজের বাচ্চা কিনে তাদের পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান। কারো প্রশ্ন থাকে এই পাখির বাচ্চা গুলোকে কি খাওয়াতে হয় কিভাবে পালন করতে হয় কোথায় রাখতে হয় ‌ । আর কিভাবেই বা কথা শিখাতে হয়। গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে টিয়া পাখির বাচ্চা পালনে এ টু জেড বিস্তারিত । তাছাড়া টেম সাইজের এই রিংনেক টিয়া পাখির পাখির বাচ্চাগুলোর দাম কত চাচ্ছে । আপনি কোথা থেকে এগুলো কিনতে পারেন তার সম্পূর্ণ বিস্তারিত পাবেন এই ভিডিওতে।
    তো আসুন শুরু করি
    টিয়া পাখির বাচ্চার দাম
    আসলে টিয়া পাখির বাচ্চার দাম নির্ভর করে এলাকা ভেদে ‌ । আমি যেই বাচ্চা গুলো আপনাকে দেখাচ্ছি এগুলো হলো আমাদের টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডের রাসেল ভাইয়ের দোকানের পাখি। এই টিয়া পাখির বাচ্চাগুলোর দাম রাসেল ভাই চাচ্ছেন তিন হাজার টাকা পিস। এবং যদি আপনার লোকেশন টাঙ্গাইলের কাছাকাছি হয় তবে তিনি ডেলিভারির ব্যবস্থা করবেন। এক্ষেত্রে স্ক্রিনে রাসেল ভাইয়ের নাম্বার দেয়া রয়েছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এগুলো আমার পাখি না আমার নাম্বার এ যোগাযোগ করবেন না ‌ । স্ক্রিনে দেখানো নাম্বারটা রাসেল ভাইয়ের তার সাথে কথা বলে আপনি পাখিগুলো কিনতে পারেন।
    টিয়া পাখির বাচ্চা কে কোথায় রাখবেন:
    টিয়া পাখির বাচ্চাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে থাকে। বেশি ঠান্ডা ও হওয়া যাবে না অতিরিক্ত গরম হয়ে যাবে না। এক্ষেত্রে আপনি এই ধরনের কাগজের কার্টুন ব্যবহার করতে পারেন। বা কাঠের বাক্স ব্যবহার করতে পারেন। আর সব সময় কার্টুনটা উপর থেকে খোলা রাখতে হবে। কিংবা যদি কোন কারণে রাতের বেলা ঢেকে রাখতে হয় তবে অবশ্যই কার্টুনের চারিদিকে ছোট ছোট ছিদ্র করে নেবেন যাতে ভেতরে পর্যাপ্ত বাতাস ও আলোচলাচলের ব্যবস্থা থাকে। এরপর আসে পায়ের নিচে কি দিবেন। আসলে আপনি অনেকগুলো আইটেম ব্যবহার করতে পারেন যেমন এরকম কাঠের গুড়ি ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে কুচি কুচি করে কাটা ছোট কাগজ ব্যবহার করতে পারেন। আবার অনেকের পক্ষেই এগুলো সংগ্রহ করা বা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তাদের জন্য বাড়িতে ব্যবহৃত কোন গেঞ্জি বা সঠিক কাপড় ব্যবহার করবেন। এক্ষেত্রে যেটা করবেন সুতি কাপড় টাকে নিচে সমান্তরালভাবে বিছিয়ে দেবেন এবং পরবর্তীতে যখন এর মধ্যে পায়খানা করবে সেটাকে উল্টে দিবেন এবং এভাবে আপনি বেশ কয়েকদিন একটা কাপড় ব্যবহার করতে পারবেন এরপর সেটা ফেলে দিতে হবে।
    টিয়া পাখির বাচ্চার খাবার দাবার:
    টিয়ার বাচ্চা ছোট বয়সে অনেক বেশি পরিমাণে খাবার খায় আর দিন দিন যত বড় হতে থাকে ওদের খাবারের পরিমাণও ততো কমতে থাকে। এই বাচ্চা গুলোর বয়স মোটামুটি ১৫ থেকে ৩০ দিনের মধ্যে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এত দাম দিয়ে পাখি কিনে এনে এই পাখিকে সস্তা আইটেম খাওয়ানোর ধান্দা করে। যেহেতু এটা আপনার শখের পাখি ভুলেও আপনি এই কাজটা করবেন না। আপনি আপনার পাখির জন্য দাম দিয়ে প্যাকেট খাবার কিনে নিয়ে আসবেন
    নিউট্রি বারড ২১ , টিয়ার বাচ্চার খাবার
    এই খাবারটা টিয়া পাখির জন্য বেশ ভালো এটার প্যাকেট কিনে এনে আপনি আপনার টিয়ার বাচ্চাকে মোটামুটি ১০ দিন বয়স থেকে শুরু করে তিন মাস পর্যন্ত একটানা খাইয়া যেতে পারবেন। এটা খাওয়ালে আর বাইরের কোন খাবার দিতে হবে না ‌ । আর যেহেতু টিয়ার বাচ্চা পালনে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাই প্রায় নতুন তাই আপনাদের জন্য অন্য কোন উপায় অবলম্বন করা সঠিক হবে না।
    এখন প্রশ্ন হল খাবার কয়বার খাওয়াবেন দিনে কতবার খাওয়ালে এটা টিয়া পাখির বাচ্চার জন্য ভালো।
    এখন আপনাকে প্রতিদিন ছোট অবস্থায় মানে যখন পাখি একেবারে বাচ্চা থাকবে তখন বিশ এম এল এর মত খাবার বা এর কাছাকাছি পরিমাণ খাবার প্রতিদিন খাওয়াতে হবে। আর যখন আস্তে আস্তে বড় হতে থাকবে খাবার গ্রহণের পরিমাণটা কমতে থাকবে। ছোট অবস্থায় পাখির বাচ্চা গুলোকে দিনে পাঁচবারের মতো খাওয়াতে সাজেস্ট করা হয়। মানে পাঁচটা আলাদা আলাদা বার আপনি পাখির জন্য খাবার তৈরি করে তাদের মুখে তুলে খাবার খাইয়ে দেবেন। কিন্তু যদি আপনি অতিরিক্ত ব্যস্ত থাকেন তবে অন্ততপক্ষে দিনে তিনবার এই খাবারটা খাওয়াতে হবে। এবং পেট ভাড়া পর্যন্ত খাওয়াতে হবে। পরবর্তীতে যখন পাখির বাচ্চা গুলো একটু বয়সে বড় হয়ে যাবে মানে দুই মাসের কাছাকাছি হয়ে যাবে তখন খাবারের পরিমাণ কমে আসবে আর দিনে দুই তিনবার খাওয়ালেই চলবে।
    কতদিন বয়সে টিয়া পাখিকে খাঁচায় দেবেন বা বাসস্থান তৈরি করে দেবেন। আসলে যারা কথা শেখানোর জন্য ডেম সাইজের পাখি কিনে তাদের পাখিগুলো নিজে থেকে খাবার শিখতে এবং পুরোপুরি একা চলার মত যোগ্য হয়ে উঠতে তিন থেকে চার মাস লেগে যায় তো আপনি তিন থেকে চার মাস বয়স হওয়ার পর এদেরকে আলাদা খাঁচায় দিয়ে রাখতে পারেন। যদি টেম্প হয়ে যায় তাহলে আপনার সাথে সারাদিন থাকলো বা সারাদিন ছাড়া থাকল আর রাতের বেলা তাকে তার খাঁচায় দিতে পারবেন।

ความคิดเห็น •