বাবা ঠাকুর দাদা দের মুখে শুনেছি কবিগান করতেন বিজয় সরকার তবে এখন তো বিভিন্ন শিল্পী হয়েছে যেমন অসীম সরকার শিশির সরকার নিশিকান্ত সরকার তবে এনাদের সুরে চাইতে গণেশ ভট্টাচার্যের সুর টোটালি অন্য রকম
@@prasenjitmodak629 স্বাভাবিক৷ যারা যে এলাকার কবিগান শুনে অভ্যস্ত তারা সেই এলাকার কবিগানকেই চিনেন৷ এ প্রসঙ্গে বলি কবিগানের ধারা হল দুটি- পূর্ববঙ্গীয় ও পশ্চিমবঙ্গীয়৷ পূর্ববঙ্গীয় কবিগানের ধারার দুটি ভাগ- একটি ঢাকা-চট্টগ্রামকেন্দ্রিক, যার প্রবর্তক কবিয়াল হরিচরণ আচার্য৷ যিনি সর্বপ্রথম কবিগানকে আধুনিকীকরণ করার চেষ্টা করেন৷ অপর ধারাটি হল যশোহর-খুলনা-ফরিদপুরকেন্দ্রিক, যার প্রবর্তক লোককবি তারক সরকার৷ এই ধারাটি হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে প্রভাবিত নমঃশূদ্র মতুয়া সম্প্রদায়ের৷ এই ধারার কবিয়ালরা নিজেদের লোককবি বলেন, আর নিজেদের আসল পদবীর পরিবর্তে 'সরকার' পদবী ব্যবহার করেন৷ এই ধারার সর্বশ্রেষ্ঠ কবিয়াল বিজয় সরকার, যাঁকে নিয়ে বাংলাদেশে অনেক গবেষণা হয়৷ এই গেল পূর্ববঙ্গীয় ধারার কথা৷ তবে পশ্চিমবঙ্গীয় ধারার কবিগানে হাস্যরস, মজা ও লড়াইটাই সবচেয়ে বেশি৷ এই ধারার বিদগ্ধ কবিয়াল প্রচুর- প্রথম কবিয়াল গোঁজলা গুঁই, হরু ঠাকুর, নিতাই বৈরাগী, ভবানী বেনে, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গী, শেখ গুমানি দেওয়ান প্রমুখ৷ কবিয়াল গুমানি দেওয়ানের স্মৃতিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবছর মুর্শিদাবাদে তাঁর জন্মভিটায় কবিয়াল মেলার আয়োজন করেন৷ কবিয়াল গুমানি সাহেবই সর্বপ্রথম কবিগানের গতানুগতিক ধারাটিকে ভেঙ্গে সম্পূর্ণরূপে আধুনিকীকরণ করেন৷ যাইহোক, আপনি হয়তো সরকারগণের কবিগান শুনে অভ্যস্ত, তাই আপনার সম্পূর্ণ নতুন সুর মনে হচ্ছে৷ তেমনি সরকার মশাইরা আমাদের এদিকে যদি দু এক জায়গায় এসে পড়েন এদিকের শ্রোতারাও বলেন যে এ ভাষা আমরাও বুঝতে পারলাম না৷ লোকজন সব পালিয়ে যায়৷ আশা করি বুঝতে পেরেছেন৷
Khub Sundar hoyechhe sir
@@mrityunjoymandal186 জয় গুরু৷
Darun
Thank you.
অসাধারণ
জয় গুরু৷
Good acting....
Thank you.
দারুন দাদা
শুভেচ্ছা..
খুব ভালো লাগলো
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা..
🙏🙏🙏
আপনি দরবারডাঙায় এসেছিলেন।😲😲❤️❤️
Hmm.
পুরা কবি গান টা কয়। সম্পুর্ণ টা দেন।
Hmm.
Puro ta sand koro plz
Sound nei
আছে৷
অপরাধ নেবেন না কবিগান নাম হলেও এটা ঝাপান গানের সুর হচ্ছে
আপনি কোনটাকে কবিগান বলতে চাইছেন দয়া করে একটু বিস্তারিত বলুন৷
বাবা ঠাকুর দাদা দের মুখে শুনেছি কবিগান করতেন বিজয় সরকার তবে এখন তো বিভিন্ন শিল্পী হয়েছে যেমন অসীম সরকার শিশির সরকার নিশিকান্ত সরকার তবে এনাদের সুরে চাইতে গণেশ ভট্টাচার্যের সুর টোটালি অন্য রকম
@@prasenjitmodak629 স্বাভাবিক৷ যারা যে এলাকার কবিগান শুনে অভ্যস্ত তারা সেই এলাকার কবিগানকেই চিনেন৷ এ প্রসঙ্গে বলি কবিগানের ধারা হল দুটি- পূর্ববঙ্গীয় ও পশ্চিমবঙ্গীয়৷ পূর্ববঙ্গীয় কবিগানের ধারার দুটি ভাগ- একটি ঢাকা-চট্টগ্রামকেন্দ্রিক, যার প্রবর্তক কবিয়াল হরিচরণ আচার্য৷ যিনি সর্বপ্রথম কবিগানকে আধুনিকীকরণ করার চেষ্টা করেন৷ অপর ধারাটি হল যশোহর-খুলনা-ফরিদপুরকেন্দ্রিক, যার প্রবর্তক লোককবি তারক সরকার৷ এই ধারাটি হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে প্রভাবিত নমঃশূদ্র মতুয়া সম্প্রদায়ের৷ এই ধারার কবিয়ালরা নিজেদের লোককবি বলেন, আর নিজেদের আসল পদবীর পরিবর্তে 'সরকার' পদবী ব্যবহার করেন৷ এই ধারার সর্বশ্রেষ্ঠ কবিয়াল বিজয় সরকার, যাঁকে নিয়ে বাংলাদেশে অনেক গবেষণা হয়৷ এই গেল পূর্ববঙ্গীয় ধারার কথা৷ তবে পশ্চিমবঙ্গীয় ধারার কবিগানে হাস্যরস, মজা ও লড়াইটাই সবচেয়ে বেশি৷ এই ধারার বিদগ্ধ কবিয়াল প্রচুর- প্রথম কবিয়াল গোঁজলা গুঁই, হরু ঠাকুর, নিতাই বৈরাগী, ভবানী বেনে, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গী, শেখ গুমানি দেওয়ান প্রমুখ৷ কবিয়াল গুমানি দেওয়ানের স্মৃতিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবছর মুর্শিদাবাদে তাঁর জন্মভিটায় কবিয়াল মেলার আয়োজন করেন৷ কবিয়াল গুমানি সাহেবই সর্বপ্রথম কবিগানের গতানুগতিক ধারাটিকে ভেঙ্গে সম্পূর্ণরূপে আধুনিকীকরণ করেন৷ যাইহোক, আপনি হয়তো সরকারগণের কবিগান শুনে অভ্যস্ত, তাই আপনার সম্পূর্ণ নতুন সুর মনে হচ্ছে৷ তেমনি সরকার মশাইরা আমাদের এদিকে যদি দু এক জায়গায় এসে পড়েন এদিকের শ্রোতারাও বলেন যে এ ভাষা আমরাও বুঝতে পারলাম না৷ লোকজন সব পালিয়ে যায়৷ আশা করি বুঝতে পেরেছেন৷
Satty sarkar der, kobigaan amar bhalo lage na