ফ্রিল্যান্সিং যদি আসলেই করতে চান, স্টেপ গুলো আসলে বেশ সহজ। Step 1 - ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে - পুরো ব্যপার টা ভাল মত বুঝতে হবে এখানেঃ th-cam.com/video/07bYkxI12DI/w-d-xo.html Step 2 - এখন আপনার কিছু একটা শিখতে হবে, কি শিখতে হবে তা জানতে পারবেন এখানেঃ th-cam.com/video/6gAOUGQhL_4/w-d-xo.html Step 3 - কি শিখবো এটা তো বুঝলাম - এবার শিখবো কিভাবে? এই ভিডিও তে বলা আছে কিভাবে শিখতে হবেঃ th-cam.com/video/ylIiBhFujUw/w-d-xo.html ফ্রিল্যান্সিং টাইপ ভিডিও আরো চাইলে অবশ্যই ভিডিও টায় একটা লাইক দিতে ভুলবেন না :D :D
ভাইয়া ফিলেন্সিং ব্যাপারে একেকজন একেক দিকে যেতে উপদেশ দিচ্ছে আমার বয়স এখন ২৩ বছর ইডুকেশন কম্পলিট হতে ৪-৫ বছর বাকি, আমার এক কাজিন বলে ফ্রিলেন্সিং শিখতে ৩ বছর লাগবে, আবার আরেক ফ্রেন্ড বলে সে বলে যে শুরুতে ডাটা এন্টির কাজ করতে।কিন্ত আপনার এক ভিডিও দেখলাম ডাটা এন্টির ভ্যালু নাই তেমন। এখন আমার কোন বিষয়ে শেখা উচিত? যার মাধ্যমে ফিলেন্সিং করতে পারব,সামনের ৩ বছরের জন্য
এই সত্যি কথা গুলো কেউ কখনো বলে নাহ। সবাই টোপ দেয়। বুয়েটের স্বপ্ন দেখা ছেলের ফোকাস ব্রেক করেছে এরা। আমাদের কে মুরগি বানিয়ে কোর্স খাওয়াচ্চে একদল লোক। ভালোবাসা ফারহান ভাই।এই জন্যই আপনাকে এতো৷ ভালোলাগে
কথাগুলো ১০০% সত্য,,,, আমরা এক ক্লাসে ৫০ জনের সাথে প্রতিযোগিতা করতে ভয় পাই,,,,আর freelancer এ বিশ্বের সকল freelancer দের সাথে প্রতিযোগিতা করতে হবে,,,,,যা সবার পক্ষে সম্ভব না,,,,,,❤️❤️❤️ y brother for real information
1. 3:23 Freelancing is a job 2. 6:46 Less competitive industry 3. 8:49 Try to find an industry that will not get automated in next 10-5 years 4 10:53 একটি স্কিল শিখে শুধুমাত্র মার্কেটপ্লেস এর উপর নির্ভর করবেন না 5 13:46 Transformyour freelancing career into a business
আপনার কথা গুলো খুব ভালো লাগে। আপনি আপনার স্বার্থ হাছিল এর জন্য কথা বলেন না। আপনি সবার কথা চিন্তা করে কথা বলেন । এর জন্য আপনাকে খুব ভালো লাগে। আরো এগিয়ে যান সাথে আছি, ছিলাম, থাকবো।
কার কেমন লেগেছে জানি না তবে কথাগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলো। কারণ, এই ভিডিও দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি ভেবে নিয়েছিলাম যে, “আমি ফ্রিল্যান্সার হবো।” আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিও এর প্রথম দিকের কথাগুলো সত্যিই অসাধারণ।বাংলাদেশ থেকে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চায় কিন্তু ফ্রিল্যান্সিং কি সেটা সম্পর্কে ধারণা ব্যাপক কম!চাকরি আর ফ্রিল্যান্সিং কে বাঙ্গালিরা এমন ভাবে আলাদা করে যা বলার বাইরে।
অসাধারন বলেছেন। আমার মনের কথা গুলো বল্লেন ভাই। আমাদের দেশের মানুষ এগুলো বোঝে না, তারা পাইছে একটাই ফ্রিল্যান্সার হবে। আর কোর্স বিক্রির দান্ধা ও দিন দিন বেড়েই চলছে। ধন্যবাদ আপনাকে।
আপনার কথাগুলো শুনে না সাবস্ক্রাইব করে থাকতে পারলাম না, অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য কথাগুলো তুলে ধরার জন্য, এভাবে কথাগুলো শুনলে আমরা সবাই যারা আছি ফ্রিল্যান্সিং শিখতে আরো আগ্রহী হয়ে উঠবে🇹🇷🇹🇷🇧🇩🇧🇩👈
ভাইয়া একটা এজেন্সি কিভাবে কাজ করে? কিভাবে একটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি তৈরি করে বিজনেস করা যায়? এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। আসা করি আমার মতো অনেকের উপকার হবে।
Roy dur......toder moto manush k jonmanor age mere fela uchit..karon toder moto manush world er jonno humki....tar karon tui ekta poshu janoar..tor dhormer sob theke r8 book pore dekh janoar itihash e sorbo cerstoanush manush k...
আমি নতুন ফ্রিল্যান্সিং শিখছি আপনার কথায় অনেকগুলো এডভাইস পেলাম নিজেকে কিভাবে আরো ডেভলপ করবো সেই বিষয়ে অনেক কিছু ভালোভাবে আপনি বুঝিয়ে বলেছেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ,
খালিদ ভাই, আপনি এর আগেও এমন একটা ভিডিও করেছিলেন সেখানেও আপনি আপওয়ার্ক এ আপনার আরনিংস দেখিয়েছিলেন, আপনার কথাগুলোও লজিক্যাল কিন্তু ভাই বাংলাদেশে থেকে আসলে আমরা যারা বাস্তবিকভাবে ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী তাদের স্কিল ডেভলপমেন্ট এর তেমন কোনো অথেনটিক সুযোগ আমাদের দেশে নেই বললেই চলে! তাই চাইলেও আর হয়ে ওঠে না..... 😥
আমি ফ্রিল্যানসিং এর ব্যাপারে সঠিক ভাবে জানতে পারি আপনার ভিডিও থেকে। এর আগের একটা ভিডিও আছে যেখানে আমি ২৬ মিনিট এর ভিডিও তে সব কিছু তুলে ধরেছেন,, এবং সেটি দেখেই যাত্রা শুরু করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আমার ইন্সপিরেশন।
ঠিক এই পয়েন্টগুলো নিয়েই ভাবছিলাম.... গতকালকে কাছের একজনের সাথে এই বিষয়গুলো নিয়েই আলোচনা হলো। ফ্রিল্যান্সিং কখনই ফুল টাইম ক্যারিয়ার হতে পারে না। হয়ত স্টাডির এর পাশাপাশি আগামী ৪/৫ বছর কাজ করলাম.... স্কিল অর্জন হলো, কিছু টাকা পয়সাও ইনকাম হলো । পরবর্তিতে এই অর্থ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন কিছু করা যেটা থেকে বাকি জীবনে লাভবান হওয়া যাবে। ধন্যবাদ ভাইয়া😊🥰❤️
ভাই আপনার কথা গুলোর সাথের আমার পরিকল্পনার অনেক অংশই মিলে গেছে। আমি ভাবতেছিলাম আমার ক্যারিয়ারের জন্য আমার পরিকল্পনাটি কেমন হতে পারে। আপনার কথাগুলো শুনে বুজলাম আমার পরিকল্পনা ঠিক আছে। আরো বেশি আশ্বস্ত হলাম। Thank you so much for this video. ❤️❤️
ফ্রিল্যান্সিং শিখে কয়েক বছর পর নিজে কিভাবে একটা কোম্পানি দাড় করানো যায়।কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই টপিকে একটা ভিডিও করবেন প্লিজ। & সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের কোন কোন সেক্টর পছন্দ করা উচিত হবে।
@@nothingispermanent7816 vedio gula deka hyece vai . ekn amra to new Ekn Frelancing korar mto onk kaj ase bibinno bivager onk gula sub sector ase Ekn thik kon dike jabo setai bujtesi na 😐
আমি সবসময়ই এটাই ভেবেছি, ফ্রিল্যান্সিং কখনো ফুলটাইম ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া ঠিক নয়, কারন এখানে As always অনেক রিস্ক থেকে যায় যেমনটা উল্লেখ করেছেন। skill অর্জন করে সেটা মার্কেটপ্লেসে হয়তো কিছুদিন কাজের মাধ্যমে সেই অভিজ্ঞতার আলোকে অর্জনকৃত skill কে business এ convert করা উচিত বলে আমি মনে করি। Thanks a lot vaiya for this video❤️
3:24 Tips 1-- ফ্রিল্যান্সিং এক ধরণের চাকরি। 6:47 Tip 2 --Try to find that industry that is less competitive. 8:47 Tip 3 -- Try to find that industry that will not get automated in next 5-10 years 10:51 Tip 4 -- একটা স্কিল শিখে শুধুমাত্র মার্কেটপ্লেসের উপর নির্ভর করবেন না এবং শুধুমাত্র Freelancer হওয়াকেই Goal হিসেবে নিবেন না। 13:47 Tip 5 -- Transform your freelancing career into a business(Like agency etc)
ভাইয়া আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি ২০২১ সালে। আমি এডমিশন কম্পিটিশনে নেমেছি, ভালো সাবজেক্টে এডমিট হতে পারিনি। এখন আমি ভাবছি কম্পিউটারাইজড কিছু করবো সাথে সেকেন্ড টাইম দিবো। আর্থিক প্রবলেম থাকার কারনে বুঝতে পারছি না আমি কি করবো?? গত দুুইদিন হলো আপনার ভিডিও দেখি, আমি ১০০% ইপোর্ট দিবো কোনদিকে কোনটা বেস্ট হবে। সবকিছুর আগে আমার আর্থিক অ্যাবিলিটি খুব দরকার তাই টিউশনি করাও শুরু করছি ইনশাআল্লাহ একটা ল্যাপটপ কিনার জন্য উঠেলেগে পরছি।হেল্প করবেন প্লিজ,,,,
Actually, I like Enayet Chaudhuri's videos most. And I had never understood why he tagged/added himself with you and Sadman. I never watched your videos before. Your content is very good. I think that clarified my previous confusion.
আপনাকে অনেক ধন্যবাদ এরকম অসাধারণ একটি কন্টেন্ট বানানোর জন্য। এই বিষয় টা নিয়ে আমার মধ্যে অনেক মিছকন্সেপশন ছিলো, যা আপনার ভিডিও দেখে অনেকটা ক্লিয়ার হলো। আমি ফাইভার টাইভার এ খুব একটা সময় দেই না। তবে হ্যা, লিংকডইন এ একটিভ থাকি। পাশাপাশি লোকাল ক্লায়েন্ট এর কাজ করছি। আপনার এই ভিডিও টি অনেকের জীবন বদলে দিবে যদি তারা এখান থেকে পয়েন্ট গুলা সিরিয়াসলি নেয়। দিন দিন আপনার ফ্যান হয়ে যাচ্ছি ভাই। আমাদের দেশে আপনার মতো হাতে গোনা কয়েকজন মানুষ আছেন যারা সত্যি টা বলে সব সময়। ভালো থাকুন সবসময়।
Ajke vaiya ei first moner moto kore ans gula pailam, etodin oneker video dekci follow korci but keu eisob bepare kotha bole nai. sobai dekhay kivabe eto lakh hajar tk kamaben freelancing kore but moner modde jei ques gula always ghurto eigular confirm ans paici. thanks.
ভাইয়া যদি সম্ভব হয় অনলাইন ফরেক্স ট্রেডিং নিজে একটি কনটেন্ট ক্রিয়েট করিয়েন। অবশ্য যারা এটা নিয়ে কমেন্ট করে তারা অনেকেই ফরেক্স ট্রেডিং করে বা প্রায় সবকিছু জানে, তারপরও বাংলায় বিশ্বের সবচেয়ে লাভজনক এবং ঝুঁকিপূর্ণ এই টপিক টা নিয়ে তেমন উন্নত কোন কনটেন্ট ক্রিয়াটরের ভিডিও নাই।
Bhaia ami apnar ekjon Student , ami goto pray 1 bochor Dhore SEO niye kaj korchi , amar onk porichito lokjon ebong bondhurao , apnar academy thekei kaj sikhechen , oneke bivinno agency te kaj korchen , kintu sobar ektai complain r seta holo apnar course valo kintu apni upwork ebong fiverr er upor kono tutorial den ni , ha sob kichui youtube ache bhaia , kintu amar dharona jehetu apnar bujhanor dhoron khub e valo, tai apnar student gulo kajer pasapasi jodi upwork e guideline peto tahole sobai e upokrito hoto , so amader upokarer kotha chinta kore holeo apni upwork er upore tuitorial diben bole ami biswas kori , TH-cam er totha kothito Upwork expert der vorosay apnar student rakhben nah please. valo thakben.
ভাই একটা প্রশ্ন ছিলো আশা করি উত্তর দিবেন। অথবা ফলোয়াররা কেউ যদি জানেন দয়া করে জানাবেনঃ আপনি আসলে আপওয়ার্ক বা অন্য মার্কেটপ্লেসে আসলে কি কাজ করেন? মানে আপনি ফ্রী ল্যান্সিং হিসাবে কি কাজ বা কি কি কাজ করেন, দয়া করে জানাবেন? আমরা জানি আপনি SEO এক্সপার্ট। আপনি কি মার্কেটপ্লেসে SEO করেই ৪০ হাজার ডলার ইনকাম করেছেন?
আমি বাংলাদেশের একজন ফ্রিলান্সার কে চিনি।যিনি ফ্রিলান্স মার্কেটপ্লেসে কাজ ই করেন নি।তিনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন।তার পার্সোনাল ৩টা ওয়েবসাইট আছে।তার ওয়েবসাইট সার্চ রেঙ্কিং এ উপরে ।তার তিনটা ওয়েবসাইট ৩টা এরিয়ার ক্লায়েন্ট আছে সব মিলিয়ে ফিক্সড ক্লায়েন্ট আছে ১০০প্লাস।তার ওয়ার্কার দের জন্য প্রতিমাসে স্যলারি বাবদ ৫লাখ টাকা পে করতে হয়।
আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এতো ভালোবাসা দিয়েছেন আমি কখনই ভুলতে পারবো না। আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা অবিরাম 🥰🥰আশা করছি আপনারা আরো ভালোবাসা দিয়ে সামনের দিকে যেতে সাহায্য করবেন।
Assalamo Alaikom Vaia, Thank you vaia. You never forget to fascinate me since I have been following you. And I've also finished SEO course and Elementor course too. Despite being an Electrical Engineer, I've chosen 'The Academy.' I wonder, if it was a right decision! But I'm really addicted to such works and want to do really good out there. I'm obsessed to do hard works to acquire these goals. And I'm requesting you sincerely to bring out a course on how to start an agency life or how to turn freelancing career into an agency life or related business life (of course after having enough experience in a particular sector). It will really help. 💚 Thank you for your really good works. 💙
I'm a web developer. People always asks me, "can I be a freelancer?", "Which platform should I choose to work?" Where can I earn the maximum amount of money?". They basically want the money. They don't want to be skilled developer or a good designer. They can't even google to learn about freelancing and freelancing platforms. They can't even make their own choices. They don't even have any passion. They are not ready to do the struggle. They don't want to know how much afford we have to give to actually be a valuable person on these fields. All they want is money. Just hit some buttons on keyboard and boom. You got a lots of money 🤑 Btw, you said exactly the words that I feel to reply them. This video is actually a best reply for those people. Thanks a lot man. Your so motivating.
ভাই এই ভিডিও আমার কাছে সো করেছে যখন আপনি আপলোড দিসেন আমিতো মনে করিছিলাম এটা আগে দেখিছি এই জন্য দেখতে পারি নাই পরে দেখেছি আবার সো করেছে এবং দেখতে পাই ৩ দিন আগে আপলোড করা হয়েছে। আসলে আপনার ভিডিওর জন্য ওপেক্ষাই থাকি।
my 70% thoughts are similer with your step....I also thought to apply for remote job.....remote jobs are more likely the future....and after 10 years with enough experience about the marketplace and the industry how things work I want to start my mini company or agency...but first need to acquire skills
assalamuwalaikum vhaiya, amr apnar sob gulo video dekha hoye giyeche kintu ajke ai 1yr purono video ta dekhe buje sotti khub khusi holam yess you're right 👍 thanks for making this valuable video
Alhamdulillah, i understood everything you said in this video about a year ago. and I took freelance as cafe job. now it's paying off. This video will help mass.
Thank You so much Bro for make this video. This video and my thinking are fully same and I also decided to make a company when I will complete my web development journey and I will very perfect my skill to make a company. I have some confusion but after watching this video, I understand my thinking is right. Again thank you so much.
প্রিয় ভাই 😍 আমার একজন পছন্দের মানুষ যে-কিনা নিজে সবসময় খোলাখুলি ভাবে সব কিছু বলে। আপনার ভিডিও দেখার পর বিশ্বাস করেন ভাই ওই বিষয়ে সব ধারণা হয়ে যায় এবং আপনি অনেক সুন্দর করে বুঝান😊 love you bhaiya🌚
ভাইয়া আমি খুবই চিন্তিত ফ্রিলান্সিং নিয়ে আর ফ্রিলান্সিং আমার খুব পছন্দ আমি নিশ্চিত করছি যে web dishing and development টা শিখবো আপনার পরামর্শ টা খুব দরকার
Really helpful. I had misconception about freelancing before watching this masterpiece. Thus, I realize the harsh reality of freelancing. Thanks for giving susch a nice video❤️❤️.
আপনার টাইটেল আর থাম্বেল ইদানীং নাসিম টাইপের হয়ে যাচ্ছে। তবে একটা ব্যাপার ভালো লাগছে, আমাদের দেশের ফ্রিল্যান্সিং শেখানো টিচারগুলা কখনোই তাদের ফাইভার বা আপওয়ার্ক এর ড্যাশবোর্ড দেখায় না। কারণ তারা কাজই করেনি।
এটা সব ক্ষেত্রে ঠিক না।আহসান উদ্দিন নোমান গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করায় একদম নাম মাত্র মুল্যতে।তার আপওয়ার্ক প্রোফাইল এর ড্যশবোর্ড একটা দেখায় যেটা খুব সাধারন কিছু আয় ।অথচ বাংলাদেশের বেশ কিছু পুরস্কার প্রাপ্ত ফ্রিলান্সার তিনি।আর যেসব পুরস্কার পেতে গেলে এক বছরে ভাল আয় করতে হয়।একবছরে তিনি ৫লাখ ডলার আয় করেছিলেন।তার পার্সোনাল ওয়েবসাইট আছে,যেখানে টিম নিয়ে কাজ করেন।আর তার ওয়েবসাইট বাংলাদেশ থেকে লক করা,ইউরোপ ক্লায়েন্ট টার্গেট করা তার এজেন্সির ওয়েবসাইট।আহসান উদ্দিন নোমান কে অনেকে খুব সাদামাটা ফ্রিলান্সার মনে করে,এর কারন হচ্ছে বিতর্কিত ফ্রিলান্সার নাসিমের সাথে তার কিছুটা বন্ধুত্ত আছে।
@@IslamEDeen940 নোমানরে তো আরো বড় দুই নাম্বারি মনে হয় আমার!! যারা কোর্স করেছে তাদের রিভিউ অনেক খারাপ। আর ৫ লাখ ডলার এর ভিডিও টা দিয়েন তো একটু। নিশ্চয় লাইভ প্রমাণ দেখিয়েছে
@@rafidrabbi কোর্সের দাম যেখানে নামমাত্র মুল্য ১০০টাকা,সেখানে কি সিরিয়াস পাবলিক আসবে।আর কোন কোর্স পারফেক্ট হয় না।৭৫পারসেন্ট মেন্টরের কাছে শেখা যায়।বাকিটা অনুশীলন।আর নোমান কে আপনার দুই নাম্বার মনে হলে,কি আর করা।যাহোক একটু গুগলে সার্চ করুন,আহসান উদ্দিন নোমানের ফ্রিলান্সিং ক্যরিয়ার নিয়ে।
@@IslamEDeen940 এটা ঠিক যে কোনো কোর্সই পারফেক্ট না। আর কার কোর্স করানো উচিত বা কার কাছে থেকে কোর্স করা উচিত সেটা খালিদ ফারহান খুব ভালোভাবেই প্রথমে বুঝিয়েছে
ফ্রিল্যান্সিং যদি আসলেই করতে চান, স্টেপ গুলো আসলে বেশ সহজ।
Step 1 - ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে - পুরো ব্যপার টা ভাল মত বুঝতে হবে এখানেঃ th-cam.com/video/07bYkxI12DI/w-d-xo.html
Step 2 - এখন আপনার কিছু একটা শিখতে হবে, কি শিখতে হবে তা জানতে পারবেন এখানেঃ th-cam.com/video/6gAOUGQhL_4/w-d-xo.html
Step 3 - কি শিখবো এটা তো বুঝলাম - এবার শিখবো কিভাবে? এই ভিডিও তে বলা আছে কিভাবে শিখতে হবেঃ th-cam.com/video/ylIiBhFujUw/w-d-xo.html
ফ্রিল্যান্সিং টাইপ ভিডিও আরো চাইলে অবশ্যই ভিডিও টায় একটা লাইক দিতে ভুলবেন না :D :D
ভাই আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং শিখান??
ভাই আপনার course ফি টা একটু কমানো যায় না।মধ্যবিত্ত তো কিনতে একটু কষ্ট হয়😪।
If possible, I wanna talk with you.Thanks advance
Very very thanks sir for suggest ❣️❣️❣️❣️❣️💚💚💚
ভাইয়া ফিলেন্সিং ব্যাপারে একেকজন একেক দিকে যেতে উপদেশ দিচ্ছে আমার বয়স এখন ২৩ বছর ইডুকেশন কম্পলিট হতে ৪-৫ বছর বাকি, আমার এক কাজিন বলে ফ্রিলেন্সিং শিখতে ৩ বছর লাগবে, আবার আরেক ফ্রেন্ড বলে সে বলে যে শুরুতে ডাটা এন্টির কাজ করতে।কিন্ত আপনার এক ভিডিও দেখলাম ডাটা এন্টির ভ্যালু নাই তেমন। এখন আমার কোন বিষয়ে শেখা উচিত? যার মাধ্যমে ফিলেন্সিং করতে পারব,সামনের ৩ বছরের জন্য
এই সত্যি কথা গুলো কেউ কখনো বলে নাহ।
সবাই টোপ দেয়। বুয়েটের স্বপ্ন দেখা ছেলের ফোকাস ব্রেক করেছে এরা। আমাদের কে মুরগি বানিয়ে কোর্স খাওয়াচ্চে একদল লোক।
ভালোবাসা ফারহান ভাই।এই জন্যই আপনাকে এতো৷ ভালোলাগে
আপনারর বুয়েট ক্রাক করার স্বপ্ন থাকলে এতো আগে টাকার নেশায় পড়ে এসব করা উচিত হয় নি
কথাগুলো ১০০% সত্য,,,, আমরা এক ক্লাসে ৫০ জনের সাথে প্রতিযোগিতা করতে ভয় পাই,,,,আর freelancer এ বিশ্বের সকল freelancer দের সাথে প্রতিযোগিতা করতে হবে,,,,,যা সবার পক্ষে সম্ভব না,,,,,,❤️❤️❤️ y brother for real information
রাইট 😀
Discover1 when there’s a strong will there is a fast lane highway to reach your financial goal
Class competition e tk ase na but Market place e tk ase
1. 3:23 Freelancing is a job
2. 6:46 Less competitive industry
3. 8:49 Try to find an industry that will not get automated in next 10-5 years
4 10:53 একটি স্কিল শিখে শুধুমাত্র মার্কেটপ্লেস এর উপর নির্ভর করবেন না
5 13:46 Transformyour freelancing career into a business
Thanks bhaia
@@iamkhalidfarhan proshno freelance hoye lab ki kam ei pawa jay na. Kopal
Thank you :) Jion vaia
@@fairoozfariha12 You are most wellcome apu
@@iamkhalidfarhan you are most wellcome vaia
আপনার কথা গুলো খুব ভালো লাগে। আপনি আপনার স্বার্থ হাছিল এর জন্য কথা বলেন না। আপনি সবার কথা চিন্তা করে কথা বলেন । এর জন্য আপনাকে খুব ভালো লাগে। আরো এগিয়ে যান সাথে আছি, ছিলাম, থাকবো।
কার কেমন লেগেছে জানি না তবে কথাগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলো। কারণ, এই ভিডিও দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি ভেবে নিয়েছিলাম যে, “আমি ফ্রিল্যান্সার হবো।” আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই কাজ গুলা কি সারাজীবন থাকবে।
ভিডিও এর প্রথম দিকের কথাগুলো সত্যিই অসাধারণ।বাংলাদেশ থেকে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চায় কিন্তু ফ্রিল্যান্সিং কি সেটা সম্পর্কে ধারণা ব্যাপক কম!চাকরি আর ফ্রিল্যান্সিং কে বাঙ্গালিরা এমন ভাবে আলাদা করে যা বলার বাইরে।
অনেক দিন ধরে আপনার ভিডিও দেখছি। আপনি সত্যিই স্বীকার করার মতো একজন জিনিয়াস।
অসাধারন বলেছেন। আমার মনের কথা গুলো বল্লেন ভাই। আমাদের দেশের মানুষ এগুলো বোঝে না, তারা পাইছে একটাই ফ্রিল্যান্সার হবে। আর কোর্স বিক্রির দান্ধা ও দিন দিন বেড়েই চলছে। ধন্যবাদ আপনাকে।
আমাদের মত নতুনরা শুরুতে ডিসিশন নিতে নিতে পরে আর ফ্রিল্যান্সার হয়ে ওঠা হয় না। ধন্যবাদ গাইড লাইন দেওয়ার জন্য।
ভিডিওটা শেষ হয়ে গেল? এত সুন্দর করে বুঝান ভাই আপনি! আমি ভুল পথে আগাচ্ছিলাম। অনেক ধন্যবাদ ভাই💖💖💖☑️
100% Right আপনার কথার অনেক লজিক আছে এবং শিখার অনেক কিছু আছে,, যা সবাই বলতে পারেনা।। Great Gentlemen
আপনার কথায় যুক্তি আছে বলেই আপনি আমার পছন্দের ভাই,,সফিফাই এর ভবিষ্যৎ কি ভাল,,এটা শেখার জন্য কয়েক টা মাধ্যম দিলে উপকৃত হতাম,,ধন্যবাদ
এ বিষয়ে সিরিজটা কন্টিনিউ রাখার জন্য ধন্যবাদ। আরো কিছু ডিটেইল্ড ভিডিওর আশা করছি।
অসাধারণ কথা। অনেক বড় একটা হেল্প হলো, যারা ফ্রিলান্সার হতে চাচ্ছে। এমনকি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো।
সবকিছু এত সহজ সরল সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ ❤️
ভাই, আপনার কথা গুলো আমার কনসেপ্টের সাথে মিলে গেছে এবং এটাই বাস্তব। জাযাকুমুল্লাহু খাইরান
আপনার কথাগুলো শুনে না সাবস্ক্রাইব করে থাকতে পারলাম না, অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য কথাগুলো তুলে ধরার জন্য, এভাবে কথাগুলো শুনলে আমরা সবাই যারা আছি ফ্রিল্যান্সিং শিখতে আরো আগ্রহী হয়ে উঠবে🇹🇷🇹🇷🇧🇩🇧🇩👈
@Admin ধন্যবাদ আপনাকে ভাই
ভাইয়া একটা এজেন্সি কিভাবে কাজ করে? কিভাবে একটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি তৈরি করে বিজনেস করা যায়? এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। আসা করি আমার মতো অনেকের উপকার হবে।
ভাইরে তোমার মাথাটা আমারে ধার দেও,এতো নিখুঁত ভাবে আমি কারো কাছ থেকে বুঝতে পারি নাই,লাভ ইউ ব্রো❣️❣️
কোনো স্কুল, কলেজে লেখা পড়া না করেও যিনি পুরা পৃথিবীর শিক্ষক। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ (স.) আলহামদুলিল্লাহ 🥰🥰
ball falaicee
@@roydur3975 হুমম she ram sagol এ
@@roydur3975 codir bai
Roy dur......toder moto manush k jonmanor age mere fela uchit..karon toder moto manush world er jonno humki....tar karon tui ekta poshu janoar..tor dhormer sob theke r8 book pore dekh janoar itihash e sorbo cerstoanush manush k...
@@shahanazferdose5506 আমার ধর্মের মানুষ তর মাতারে চুদসিলো তাই ঠিক কইসস আমার ধর্ম খারাপ
Online theke jodi kono valo kisu jante pari...Tar modde apni holo number1...Love you boss❤️❤️❤️
আরেহ্ ফারহান ভাই 🥺
ইউটিউবে দেখছি রেগুলার হচ্ছেন?
দেখে ভালো লাগলো💝💝
অনুপ্রেরণা পাচ্ছি ♥️
আমি নতুন ফ্রিল্যান্সিং শিখছি আপনার কথায় অনেকগুলো এডভাইস পেলাম নিজেকে কিভাবে আরো ডেভলপ করবো সেই বিষয়ে অনেক কিছু ভালোভাবে আপনি বুঝিয়ে বলেছেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ,
খালিদ ভাই, আপনি এর আগেও এমন একটা ভিডিও করেছিলেন সেখানেও আপনি আপওয়ার্ক এ আপনার আরনিংস দেখিয়েছিলেন, আপনার কথাগুলোও লজিক্যাল কিন্তু ভাই বাংলাদেশে থেকে আসলে আমরা যারা বাস্তবিকভাবে ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী তাদের স্কিল ডেভলপমেন্ট এর তেমন কোনো অথেনটিক সুযোগ আমাদের দেশে নেই বললেই চলে! তাই চাইলেও আর হয়ে ওঠে না..... 😥
আমি ফ্রিল্যানসিং এর ব্যাপারে সঠিক ভাবে জানতে পারি আপনার ভিডিও থেকে। এর আগের একটা ভিডিও আছে যেখানে আমি ২৬ মিনিট এর ভিডিও তে সব কিছু তুলে ধরেছেন,, এবং সেটি দেখেই যাত্রা শুরু করেছিলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি আমার ইন্সপিরেশন।
অনেক ধন্যবাদ আপনাকে। আমি নতুন,শিখছি মাত্র এবং জানার চেষ্টা করছি.. আপনার কথায় অনেক কিছুই ক্লিয়ার হলাম😊
sir khub sondor video banai vaiya .. ami regular follow korar try kori.
ঠিক এই পয়েন্টগুলো নিয়েই ভাবছিলাম.... গতকালকে কাছের একজনের সাথে এই বিষয়গুলো নিয়েই আলোচনা হলো। ফ্রিল্যান্সিং কখনই ফুল টাইম ক্যারিয়ার হতে পারে না। হয়ত স্টাডির এর পাশাপাশি আগামী ৪/৫ বছর কাজ করলাম.... স্কিল অর্জন হলো, কিছু টাকা পয়সাও ইনকাম হলো । পরবর্তিতে এই অর্থ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন কিছু করা যেটা থেকে বাকি জীবনে লাভবান হওয়া যাবে।
ধন্যবাদ ভাইয়া😊🥰❤️
ভাই আপনার কথা গুলোর সাথের আমার পরিকল্পনার অনেক অংশই মিলে গেছে। আমি ভাবতেছিলাম আমার ক্যারিয়ারের জন্য আমার পরিকল্পনাটি কেমন হতে পারে। আপনার কথাগুলো শুনে বুজলাম আমার পরিকল্পনা ঠিক আছে। আরো বেশি আশ্বস্ত হলাম। Thank you so much for this video. ❤️❤️
সত্যিই ভাই আপনার জ্ঞানের গভীরতা অনেক 😊,বর্তমানে এআই এসে তো পুরো কাঁপিয়ে দিচ্ছে দুনিয়াকে🙂।
আপনার নতুন কোনো ভিডিও আসলে খুব ভালো লাগে। সবসময় মনে হয় আজ নতুন কিছু শিখতে যাচ্ছি এবং তাই হয়। সবসময় নতুন কিছু শিখি। ধন্যবাদ ভাই❤
❤
Amr iccha chilo freelancer howar ai video ta dekhar por shob iccha sesh 🙂🙃
আজকের ভিডিওর উদাহরণ গুলি আগুন ছিল। সম্পূর্ণ ভিন্ন পারসপেক্টিভ থেকে বিষয় গুলি দেখালেন আজকে।
দুনিয়ায় যে আরও 30 - 40 টা মার্কেটপ্লেস আছে , এটা আমি জানতাম না তবে ইনশাল্লাহ ইউনিক একটা টপিক নিয়ে কাজ শিখতেছি
ফ্রিল্যান্সিং শিখে কয়েক বছর পর নিজে কিভাবে একটা কোম্পানি দাড় করানো যায়।কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই টপিকে একটা ভিডিও করবেন প্লিজ।
& সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের কোন কোন সেক্টর পছন্দ করা উচিত হবে।
আলহামদুলিল্লাহ্। এক হাজার ভিডিও থেকে উত্তম বস
ফিলেন্সিং করতে চাই আমার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত আর কোন বিষয়ে কাজ শেখা উচিত?
Same question vai
@@joyantokumar452 same vai সিদ্ধান্তহীনতায় ভুগছি কোন স্কিলের উপর কাজ করা উচিত যেটাতে কম্পটিশন কম
Pinned comments dekhen ei video tarr...
@@nothingispermanent7816 vedio gula deka hyece vai . ekn amra to new Ekn Frelancing korar mto onk kaj ase bibinno bivager onk gula sub sector ase Ekn thik kon dike jabo setai bujtesi na 😐
আপনার আগে যত ভিডিও দেখছি সব থেকে বেশি উপকৃত হয়েছি এই ভিডিওটা দেখে
আমি সবসময়ই এটাই ভেবেছি, ফ্রিল্যান্সিং কখনো ফুলটাইম ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া ঠিক নয়, কারন এখানে As always অনেক রিস্ক থেকে যায় যেমনটা উল্লেখ করেছেন। skill অর্জন করে সেটা মার্কেটপ্লেসে হয়তো কিছুদিন কাজের মাধ্যমে সেই অভিজ্ঞতার আলোকে অর্জনকৃত skill কে business এ convert করা উচিত বলে আমি মনে করি। Thanks a lot vaiya for this video❤️
অনেক দিন পর আবার আপনার টপিক রিলেটেড ভিডিও আসলো ।
3:24 Tips 1-- ফ্রিল্যান্সিং এক ধরণের চাকরি।
6:47 Tip 2 --Try to find that industry that is less competitive.
8:47 Tip 3 -- Try to find that industry that will not get automated in next 5-10 years
10:51 Tip 4 -- একটা স্কিল শিখে শুধুমাত্র মার্কেটপ্লেসের উপর নির্ভর করবেন না এবং শুধুমাত্র Freelancer হওয়াকেই Goal হিসেবে নিবেন না।
13:47 Tip 5 -- Transform your freelancing career into a business(Like agency etc)
Llll
আপনার অপ্রিয় সত্য কথাটা বলে দেয়ার জন্য ধন্যবাদ। আমিও অনেকদিন যাবত ফ্রি ল্যানসার কি বুঝার চেষ্টা করছিলাম। কিন্তু উত্তর পটাচ্ছিলাম না। আবারও ধন্যবাদ।
ভাই আপনার ইউটিউবে কেমন আয় হয় একটা ভিডিও চাই।।
ভাইয়া আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি ২০২১ সালে। আমি এডমিশন কম্পিটিশনে নেমেছি, ভালো সাবজেক্টে এডমিট হতে পারিনি। এখন আমি ভাবছি কম্পিউটারাইজড কিছু করবো সাথে সেকেন্ড টাইম দিবো। আর্থিক প্রবলেম থাকার কারনে বুঝতে পারছি না আমি কি করবো?? গত দুুইদিন হলো আপনার ভিডিও দেখি, আমি ১০০% ইপোর্ট দিবো কোনদিকে কোনটা বেস্ট হবে। সবকিছুর আগে আমার আর্থিক অ্যাবিলিটি খুব দরকার তাই টিউশনি করাও শুরু করছি ইনশাআল্লাহ একটা ল্যাপটপ কিনার জন্য উঠেলেগে পরছি।হেল্প করবেন প্লিজ,,,,
Digital marketing industry can never be automated because Farhan Bhai is ruling this industry,
just a random thought 🤐
ফারহান ভাই আজকে আপনি খুব safe খেলছেন।
Actually, I like Enayet Chaudhuri's videos most. And I had never understood why he tagged/added himself with you and Sadman. I never watched your videos before. Your content is very good. I think that clarified my previous confusion.
Khalid Farhan ভাইয়ের ভিডিও প্লে করার সাথে সাথেই সাব-কনশাসলি লাইক দিয়ে ফেলি।❤️ কারণ খালিদ ফারহান ভাই মানেই অন্যরকম ভালোবাসা।
Roadmap এর জন্য অনেক ধন্যবাদ | 👍❤
আপনাকে অনেক ধন্যবাদ এরকম অসাধারণ একটি কন্টেন্ট বানানোর জন্য। এই বিষয় টা নিয়ে আমার মধ্যে অনেক মিছকন্সেপশন ছিলো, যা আপনার ভিডিও দেখে অনেকটা ক্লিয়ার হলো। আমি ফাইভার টাইভার এ খুব একটা সময় দেই না। তবে হ্যা, লিংকডইন এ একটিভ থাকি। পাশাপাশি লোকাল ক্লায়েন্ট এর কাজ করছি। আপনার এই ভিডিও টি অনেকের জীবন বদলে দিবে যদি তারা এখান থেকে পয়েন্ট গুলা সিরিয়াসলি নেয়। দিন দিন আপনার ফ্যান হয়ে যাচ্ছি ভাই। আমাদের দেশে আপনার মতো হাতে গোনা কয়েকজন মানুষ আছেন যারা সত্যি টা বলে সব সময়। ভালো থাকুন সবসময়।
সত্য কথা গুলো তুলে দরার জন্য ধন্যবাদ ভাইয়া।
Ajke vaiya ei first moner moto kore ans gula pailam, etodin oneker video dekci follow korci but keu eisob bepare kotha bole nai. sobai dekhay kivabe eto lakh hajar tk kamaben freelancing kore but moner modde jei ques gula always ghurto eigular confirm ans paici. thanks.
Your advice seems to be very fruitful and realistic. Thank you, man!
Admin, why you are using Khalid farhan's image as your DP in youtube profile? Your youtube channel has only four nasty, useless videos. Shame on you!
ভাইয়া যদি সম্ভব হয় অনলাইন ফরেক্স ট্রেডিং নিজে একটি কনটেন্ট ক্রিয়েট করিয়েন। অবশ্য যারা এটা নিয়ে কমেন্ট করে তারা অনেকেই ফরেক্স ট্রেডিং করে বা প্রায় সবকিছু জানে, তারপরও বাংলায় বিশ্বের সবচেয়ে লাভজনক এবং ঝুঁকিপূর্ণ এই টপিক টা নিয়ে তেমন উন্নত কোন কনটেন্ট ক্রিয়াটরের ভিডিও নাই।
So realistic observation sir, where logic and experience balanced beautifully. What a video boss. Thank you so much.
Bhaia ami apnar ekjon Student , ami goto pray 1 bochor Dhore SEO niye kaj korchi , amar onk porichito lokjon ebong bondhurao , apnar academy thekei kaj sikhechen , oneke bivinno agency te kaj korchen , kintu sobar ektai complain r seta holo apnar course valo kintu apni upwork ebong fiverr er upor kono tutorial den ni , ha sob kichui youtube ache bhaia , kintu amar dharona jehetu apnar bujhanor dhoron khub e valo, tai apnar student gulo kajer pasapasi jodi upwork e guideline peto tahole sobai e upokrito hoto , so amader upokarer kotha chinta kore holeo apni upwork er upore tuitorial diben bole ami biswas kori , TH-cam er totha kothito Upwork expert der vorosay apnar student rakhben nah please. valo thakben.
আগামী ১০ বছরের মধ্যে SEO Industry Automated হওয়ার Possibility কি রকম?
Khalid Farhan ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি।
Thank you.
mr. khalid Farhan. Ay comment r answar dila ki apnar course sell e affect podba?
@@nurulafsar7666 hahaha,,, আমি মনে করি এসইও অটোমেটেড হবে একদিন। কারণ এখনই অনেক হাই কোয়ালিটি বেকলিংক্স কোন ওয়েবসাইটে অটোমেটেড হয়ে যাচ্ছে
ফ্রিল্যান্সিং থেকে কনভার্ট করে কিভাবে একটা কোম্পানি দাড় করানো যায় এবং মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়,
সেই টপিকে একটা ভিডিও চাই ভাাইয়া।
ভাই একটা প্রশ্ন ছিলো আশা করি উত্তর দিবেন। অথবা ফলোয়াররা কেউ যদি জানেন দয়া করে জানাবেনঃ আপনি আসলে আপওয়ার্ক বা অন্য মার্কেটপ্লেসে আসলে কি কাজ করেন? মানে আপনি ফ্রী ল্যান্সিং হিসাবে কি কাজ বা কি কি কাজ করেন, দয়া করে জানাবেন? আমরা জানি আপনি SEO এক্সপার্ট। আপনি কি মার্কেটপ্লেসে SEO করেই ৪০ হাজার ডলার ইনকাম করেছেন?
না আর অনেক কিছু জানতে হবে ।
এই Strategy গুলা আপনার অনেক আগে আমাদের উপদেশ দেওয়া প্রয়োজন ছিলো বা উচিত ছিলো.. ধন্যবাদ ভাইয়া 😘❤️
Your skill of explaining things are so rich and subtle. Goddspeed man.
আমি বাংলাদেশের একজন ফ্রিলান্সার কে চিনি।যিনি ফ্রিলান্স মার্কেটপ্লেসে কাজ ই করেন নি।তিনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন।তার পার্সোনাল ৩টা ওয়েবসাইট আছে।তার ওয়েবসাইট সার্চ রেঙ্কিং এ উপরে ।তার তিনটা ওয়েবসাইট ৩টা এরিয়ার ক্লায়েন্ট আছে সব মিলিয়ে ফিক্সড ক্লায়েন্ট আছে ১০০প্লাস।তার ওয়ার্কার দের জন্য প্রতিমাসে স্যলারি বাবদ ৫লাখ টাকা পে করতে হয়।
আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এতো ভালোবাসা দিয়েছেন আমি কখনই ভুলতে পারবো না। আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা অবিরাম 🥰🥰আশা করছি আপনারা আরো ভালোবাসা দিয়ে সামনের দিকে যেতে সাহায্য করবেন।
ami verar pale achi.... dua korben... druto jeno bher hote pari.... Thanks Khalid vai....
Assalamo Alaikom Vaia,
Thank you vaia. You never forget to fascinate me since I have been following you. And I've also finished SEO course and Elementor course too. Despite being an Electrical Engineer, I've chosen 'The Academy.' I wonder, if it was a right decision! But I'm really addicted to such works and want to do really good out there. I'm obsessed to do hard works to acquire these goals.
And I'm requesting you sincerely to bring out a course on how to start an agency life or how to turn freelancing career into an agency life or related business life (of course after having enough experience in a particular sector). It will really help. 💚
Thank you for your really good works. 💙
last kotha tah onk bhalo laglo bhaiya. May Allah bless you.
I'm a web developer. People always asks me, "can I be a freelancer?", "Which platform should I choose to work?" Where can I earn the maximum amount of money?".
They basically want the money. They don't want to be skilled developer or a good designer. They can't even google to learn about freelancing and freelancing platforms. They can't even make their own choices. They don't even have any passion. They are not ready to do the struggle. They don't want to know how much afford we have to give to actually be a valuable person on these fields. All they want is money. Just hit some buttons on keyboard and boom. You got a lots of money 🤑
Btw, you said exactly the words that I feel to reply them. This video is actually a best reply for those people. Thanks a lot man. Your so motivating.
Moner Kotha golo , Apnar mukh theke sunlam❤️❤️
This video makes me rethink my decision. Thanks!
ভাই এই ভিডিও আমার কাছে সো করেছে যখন আপনি আপলোড দিসেন আমিতো মনে করিছিলাম এটা আগে দেখিছি এই জন্য দেখতে পারি নাই পরে দেখেছি আবার সো করেছে এবং দেখতে পাই ৩ দিন আগে আপলোড করা হয়েছে। আসলে আপনার ভিডিওর জন্য ওপেক্ষাই থাকি।
my 70% thoughts are similer with your step....I also thought to apply for remote job.....remote jobs are more likely the future....and after 10 years with enough experience about the marketplace and the industry how things work I want to start my mini company or agency...but first need to acquire skills
What kind of skills will be able to give remote jobs bhai can you explain a little?
assalamuwalaikum vhaiya, amr apnar sob gulo video dekha hoye giyeche kintu ajke ai 1yr purono video ta dekhe buje sotti khub khusi holam yess you're right 👍 thanks for making this valuable video
Alhamdulillah, i understood everything you said in this video about a year ago. and I took freelance as cafe job. now it's paying off.
This video will help mass.
যতোটা বুঝলাম ভাইয়া , আমি সঠিক লাইনে আছি ✌️
Apni ki sikhtesen vaia?
100% right. All point is impotent.
সুন্দর পরামর্শ। আল্লাহ আপনার সকল নেক ও জায়িজ আশা পূর্ণ করুক 🤲💚 দোয়ার অনুরোধ রইলো ভাইয়া।
Thank You so much Bro for make this video. This video and my thinking are fully same and I also decided to make a company when I will complete my web development journey and I will very perfect my skill to make a company. I have some confusion but after watching this video, I understand my thinking is right. Again thank you so much.
কথাগুলা অনেক মুল্যবান ছিল,,,Love u bro 🔥🔥🤟🤟
প্রিয় ভাই 😍 আমার একজন পছন্দের মানুষ যে-কিনা নিজে সবসময় খোলাখুলি ভাবে সব কিছু বলে। আপনার ভিডিও দেখার পর বিশ্বাস করেন ভাই ওই বিষয়ে সব ধারণা হয়ে যায় এবং আপনি অনেক সুন্দর করে বুঝান😊 love you bhaiya🌚
ভাই আমি আপনার আপওয়ার্ক আইডি চেক করছি,আপনে বেস্ট একজন সফল ফ্রিল্যান্সার 🖤জব সাকসেস ১০০%❤️🤍
Your logics are always to the point..i love the way you explain.
Bah bah onk sundor korei bujai kotha bollen...tnx a lote onk valo laglo..kichu buji ar na buji😏
Great advice. Will try to follow and let you know the results.
ভিডিওটা খুবই দিক নির্দেশনামূলক ও শিক্ষনীয়
You are really a good mentor. Thank you bhaiya for your precious suggetion.
ভাইয়া আমি খুবই চিন্তিত ফ্রিলান্সিং নিয়ে
আর ফ্রিলান্সিং আমার খুব পছন্দ
আমি নিশ্চিত করছি যে
web dishing and development টা শিখবো
আপনার পরামর্শ টা খুব দরকার
Really helpful. I had misconception about freelancing before watching this masterpiece. Thus, I realize the harsh reality of freelancing. Thanks for giving susch a nice video❤️❤️.
খুবই ভালো লাগলো নাসিম ভাই আপনার জেনুইন কথাগুলো শুনে।
Your advice is superbly well, I'm really concerned about you that you are incredible for your content.
ভাই আমি একজন নতুন ফিল্যান্সার আমার অভিজ্ঞতা আছে 10 বছর আগে প্রেস এর বিভিন্ন ছাপার কাজ গুলো করতাম অনেক লোগো ডিজাইন করি কিন্তু কোন সুফল হচ্ছে না
Your videos always gives me inspiration brother..!!❤
Vai apnar kotha gula te ekdom reality ace... Apnake always follow kori
man u depicted exactly what's in my brain... sometimes i keep thinking in my mind to marry someone living in america and become a buyer 😁😁😁
ভাই,,আপনার কথা যুক্তিযুক্ত, ভালো লাগলো
Here you have explained it very nicely and I understand that very well.
Yeah it's true. Always I try to find job from LinkedIn. And already I working with long term Project and company. 😊
Could you make a video on what jobs are free from automation? Are jobs like data science or data analysis safe?
আপনার মতো গুছিয়ে কেও বুঝাতে পারে না💜
আপনার টাইটেল আর থাম্বেল ইদানীং নাসিম টাইপের হয়ে যাচ্ছে।
তবে একটা ব্যাপার ভালো লাগছে, আমাদের দেশের ফ্রিল্যান্সিং শেখানো টিচারগুলা কখনোই তাদের ফাইভার বা আপওয়ার্ক এর ড্যাশবোর্ড দেখায় না। কারণ তারা কাজই করেনি।
এটা সব ক্ষেত্রে ঠিক না।আহসান উদ্দিন নোমান গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করায় একদম নাম মাত্র মুল্যতে।তার আপওয়ার্ক প্রোফাইল এর ড্যশবোর্ড একটা দেখায় যেটা খুব সাধারন কিছু আয় ।অথচ বাংলাদেশের বেশ কিছু পুরস্কার প্রাপ্ত ফ্রিলান্সার তিনি।আর যেসব পুরস্কার পেতে গেলে এক বছরে ভাল আয় করতে হয়।একবছরে তিনি ৫লাখ ডলার আয় করেছিলেন।তার পার্সোনাল ওয়েবসাইট আছে,যেখানে টিম নিয়ে কাজ করেন।আর তার ওয়েবসাইট বাংলাদেশ থেকে লক করা,ইউরোপ ক্লায়েন্ট টার্গেট করা তার এজেন্সির ওয়েবসাইট।আহসান উদ্দিন নোমান কে অনেকে খুব সাদামাটা ফ্রিলান্সার মনে করে,এর কারন হচ্ছে বিতর্কিত ফ্রিলান্সার নাসিমের সাথে তার কিছুটা বন্ধুত্ত আছে।
@@IslamEDeen940 নোমানরে তো আরো বড় দুই নাম্বারি মনে হয় আমার!!
যারা কোর্স করেছে তাদের রিভিউ অনেক খারাপ। আর ৫ লাখ ডলার এর ভিডিও টা দিয়েন তো একটু। নিশ্চয় লাইভ প্রমাণ দেখিয়েছে
@@rafidrabbi কোর্সের দাম যেখানে নামমাত্র মুল্য ১০০টাকা,সেখানে কি সিরিয়াস পাবলিক আসবে।আর কোন কোর্স পারফেক্ট হয় না।৭৫পারসেন্ট মেন্টরের কাছে শেখা যায়।বাকিটা অনুশীলন।আর নোমান কে আপনার দুই নাম্বার মনে হলে,কি আর করা।যাহোক একটু গুগলে সার্চ করুন,আহসান উদ্দিন নোমানের ফ্রিলান্সিং ক্যরিয়ার নিয়ে।
@@IslamEDeen940 এটা ঠিক যে কোনো কোর্সই পারফেক্ট না।
আর কার কোর্স করানো উচিত বা কার কাছে থেকে কোর্স করা উচিত সেটা খালিদ ফারহান খুব ভালোভাবেই প্রথমে বুঝিয়েছে
Best video about freelancing i have ever seen❤️❤️❤️❤️❤️❤️