#রাজবাড়ী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • বাঁকুড়ার রসপাল রাজবাড়ী গিয়েছিলাম পুজোর সময়। প্রায় ৩৫০ বছরের ইতিহাস মাটির সাথে মিশে গেছে। রাজবাড়ীর কোন অস্তিত্ব নেই। দু তিনটি প্রাচীর দাঁড়িয়ে রয়েছে দেখলে কেমন যেন লাগে। রাজবাড়ীর বর্তমান সদস্য ভক্তবন্ধু নারায়ণ সিং দেও এবং বিবেকানন্দ সিং দেও আমার সাথে ছিলেন।
    তারা বলছিলেন যে তারা নামে রাজা কোন কিছুই এই মুহূর্তে তাদের নেই। তারা এখন ছোটখাটো প্রান্তিক চাষী ছাড়া আর কিছুই নয়। রসপালে একটি হাট বসে। সামনেই ছেন্দাপাথর বারিকুল উল্টো দিকে ফুলকুসমা, মটগোদা, রাইপুর। একটা সময় মাওবাদীদের দাপদাপানিতে জায়গাটি ছিল অগম্য। চারদিকে জঙ্গল ঘেরা সেই রাজবাড়ীর ইতিহাস খুঁজতে আমার যাওয়া। ভবিষ্যতে একটা বই লেখার ইচ্ছে রয়েছে। শ্যামসুন্দরপুর থেকেই ছয় আনা ভাগ নিয়ে প্রায় ৩৫০ বছরের আগে এই রাজবাড়ি সৃষ্টি হয়েছিল বলেই ইতিহাসবিদদের মত। উৎকল ব্রাহ্মণদের গ্রামে গ্রামে যেভাবে কৃষ্ণ রাধা বা অন্যান্য ছোট ছোট শালগ্রাম শিলার পূজা হয় ঠিক একই টাইপের পুজো এই রাজ বাড়িতে হয়ে থাকে। এখনো অব্দি উড়িষ্যার অনেক কিছু সংস্কৃতি অজান্তেই তারা ধরে রেখেছেন। আশেপাশের মধ্যে এখানে বেশ ধুমধাম সহকারে রথযাত্রা হয়। শোনা যায় চুয়াড় বিদ্রোহের সময় এই রাজবাড়ীর এক সদস্যকে ফাঁসি দিয়েছিল ইংরেজ সরকার। বহু জানা না জানা ইতিহাস লুকিয়ে রয়েছে রাজবাড়ি ঘিরে।
    ভিডিওটি দেখুন ভাল লাগলে অবশ্যই লাইক ও ফলো করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন।
    @ দীপক মাহান্তি

ความคิดเห็น • 1

  • @utpalbanerjee4150
    @utpalbanerjee4150 11 หลายเดือนก่อน

    Dear Dipak Babu , Thanks for presenting this Historical Video......Because history is my favourite subject and I found a forgotten glorious chapter of local history through this Video ......I am awaiting for more such historical Video .