কবি জসীম উদ্দীন এর 'কবর' কবিতার সর্বশ্রেষ্ঠ আবৃত্তি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 399

  • @riazalmahin3533
    @riazalmahin3533 ปีที่แล้ว +41

    আহ্ কি কবিতা ❤
    প্রতিটি কথা যেনো জিবন্ত ❤,,
    *হায় খোদা রহমান, বেহেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যাথিত প্রাণ🤲*

  • @deenislamhridoy539
    @deenislamhridoy539 11 หลายเดือนก่อน +14

    হাতজোড় করে দোয়া মাঙো সবে
    আয় খোদা দয়াময়
    আমার কবির তরেতে যেনো গো
    ভেস্ত নসীব হয়😢😢😢
    আমিন

  • @mdmirajulislam320
    @mdmirajulislam320 ปีที่แล้ว +33

    প্রতিটা মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা এক কবিতা ! অনেক দিন পর আবার শুনলাম,, চোখের পানি ধরে রাখা সম্ভব না

  • @ritamukherjee8589
    @ritamukherjee8589 ปีที่แล้ว +16

    আমি এই কবিতাটা পড়ে চোখের অশ্রু ধরে রাখতে পারিনি।
    অসাধারণ একটা আবেগ ।

  • @Nazifa_Rubi
    @Nazifa_Rubi ปีที่แล้ว +17

    অসাধারণ, অনবদ্য একটি কবিতা। আমার খুব প্রিয় একটি কবিতা। 💝

  • @sadanandagupta9318
    @sadanandagupta9318 3 ปีที่แล้ว +13

    চোখে জল এসে গেলো. কোনো ভাষা নেই আবেগে ভরিয়া গেলো মন. ধণ্যবাদ.

  • @mdmahasinlayek7023
    @mdmahasinlayek7023 ปีที่แล้ว +17

    শেষপর্যন্ত কাঁদিয়েই ছাড়লেন 😢😔।ধন্য তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আধুনা বাংলাদেশ রাষ্ট্রের কিংবদন্তি জনপ্রিয় পল্লীকবি জসীমউদ্দীন......... অসাধারণ 💯। আপনার আবৃত্তি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ ও শুভকামনা আপনাকেও [ মহঃ মহসিন লায়েক, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ,ভারত 🇮🇳 থেকে].....✍️।।

  • @md.mahmudulhaque882
    @md.mahmudulhaque882 ปีที่แล้ว +8

    সকল মানবের জীবনের সাথে মিশে থাকা একটি কবিতা । এ কবিতাটি শুনলে দাম্পাত্য জীবনের প্রথম দিন রজনী সকলই মনে করিয়ে দেয় ।মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়ন কালে ১০ম শ্রেণীর ছাত্র কচি ভাই খুব সুন্দর করে কবিতাটি আবৃতি করত । কবিতাটি শুনলে তার স্মৃতি মাখা দিন গুলো মনে পরে ।সে আজ নেই আমাদের মাঝে আর কখনো আসবেনা । আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুক ।

  • @farhanatabassumnicenice3837
    @farhanatabassumnicenice3837 2 ปีที่แล้ว +17

    সত্যি অসাধারণ একটা কবিতা।আমার খুব পছন্দ এই কবিতা💕

  • @mosharafhossain4821
    @mosharafhossain4821 ปีที่แล้ว +56

    কবি জসিম উদ্দিন কে সেই চোট বেলা থেকে অনেক ভালোবাসি। আল্লাহ তার কবরের আজাব কে মুক্ত করে দও আমিন

    • @saifuddinmorsheddoris8381
      @saifuddinmorsheddoris8381 ปีที่แล้ว +1

      আজাব মাফ হবে মুক্ত নয় |

    • @mdabulkhayer3381
      @mdabulkhayer3381 ปีที่แล้ว

      Ajab hobe ei kotha vabar odikar ke dilo.?.allah zannat nosib korok priyo kobike

  • @majedulislam2563
    @majedulislam2563 2 ปีที่แล้ว +22

    পল্লী কবির মতো কেউ এত সুন্দর কবিতা লিখতে পারবে না ❤️❤️❤️

  • @omorfaruque7033
    @omorfaruque7033 ปีที่แล้ว +7

    কবি জসিম উদ্দিন কে সেই চোট বেলা থেকে অনেক ভালোবাসি। আল্লাহ তার কবরের আজাব কে মুক্ত করে দও আমিন
    34

  • @parbatidas4081
    @parbatidas4081 ปีที่แล้ว +4

    ছোটোবেলায় পাঠ্যাংশে কিছুটা পরেছিলাম ।কিন্তু তখন এতটা আবেগ তাডি়ত হইনি ।আজ পুরো কবিতাটা প্রথম শুনলাম অপূর্ব ভালোলাগায় মনটা ভরে গেলো।কবর আর শ্মশান এক হয়ে গেলো।চোখের জল আর ধরে রাখতে পারলামনা।

  • @farhadkhan3845
    @farhadkhan3845 ปีที่แล้ว +11

    অনেক বছর পড় প্রিয় কবিতা টা শুনলাম,,
    কখন যে মনটা শীতল হয়ে -
    গায়ের পশম গুলো দাঁড়িয়ে গেলো,,,,
    আর কখনো আসবে না পল্লী কবি জসীম উদ্দীন 💔😢💔😢

  • @Zabir_Ahamed
    @Zabir_Ahamed ปีที่แล้ว +18

    দাদা-দাদুর কথা মনে পরছে খুব😢
    আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক

  • @sujataghosh1583
    @sujataghosh1583 ปีที่แล้ว +3

    অপূর্ব কবিতা।তুলনা হীন।আর যিনি আবৃত্তি করলেন।এক কলায় অসাধারণ ।।

  • @pankajgupta6678
    @pankajgupta6678 ปีที่แล้ว +2

    অসাধারণ । গ্রাম্যজীবন দর্শন । আজ শহুরে জীবনে নৈকট্য -এর বড় অভাব । এইদিনে এই কবিতা শোনা এক আলাদা কিছু পাওয়া ।
    আপনাদের সবাইকে নমস্কার ।

  • @meghlajahansuktara6689
    @meghlajahansuktara6689 ปีที่แล้ว +1

    অসাধারণ,,, কোনো ভাষায় এই কবিতার প্রশংসা করে শেষ হবে না। চিরন্তন কবির চিরন্তন কবিতা।

  • @tanbeerislambadhon359
    @tanbeerislambadhon359 2 ปีที่แล้ว +4

    কবিতা টা যেমন অসাধারণ সাথে আবৃতি টাও হয়েছে সেই রকম।সব মিলে একদম অসাধারণ

  • @faruquealam5351
    @faruquealam5351 ปีที่แล้ว +7

    বাংলা সাহিত্যের অমর কবির অমর কবিতার চমৎকার আবৃত্তি মন ছুয়ে গেল।

  • @ShahadatHossain-lx7gi
    @ShahadatHossain-lx7gi 2 ปีที่แล้ว +32

    হৃদয়ে দাগ কাটে,আঁখিতে জল করে ছলছল। 💖

    • @rongdhunyphotostatenaogaon5690
      @rongdhunyphotostatenaogaon5690  2 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @sandhyaakhand3034
      @sandhyaakhand3034 ปีที่แล้ว

      অশ্রুজলে সিক্ত কবিতা টা শোনাবার জন্য বুকভরা ভালোবাসা নিও।

  • @mahbubajannat6304
    @mahbubajannat6304 ปีที่แล้ว +2

    অসাধারণ কবিতা ! এবং মন মুগ্ধকর আবৃত্তি। ছোটবেলা থেকেই শুনে আসছি, নিজেও অনেক বার স্টেজ পারফরম করেছি, তবে এত সুন্দর করে আবৃত্তি করতে পারিনাই।

  • @jhumurrani1951
    @jhumurrani1951 ปีที่แล้ว +4

    যখনই কষ্ট হয় তখনই এই কবিতায় ডুবে থাকি।চোখের জলে বালিশ ভিজে।আমার জীবনের সবচেয়ে প্রিয় কবিতা।জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনার মিল পেলে সেটাইতো প্রিয় হয়ে যায়। নিজের সন্তানকে হারিয়ে জীবন্ত লাশ হয়ে আছি।

  • @mistihasi3137
    @mistihasi3137 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি কবিতা। আমার বয়স ১৮ আমি ও কলেজে পড়ি যখন কবি কবিতা টা লিখেছেন তখন সেও কলেজে পড়ত। এত সুন্দর উপস্থাপনা করে কবি লিখেছেন যা আমাদের জীবনের সাথে জড়িত। কান্না পাচ্ছে সুনে।

  • @mohammadfaysal8192
    @mohammadfaysal8192 ปีที่แล้ว +5

    আমাদের নবীনরা এই সমস্ত বাস্তব কবি ও কবিতা থেকে অনেক দূরে!!
    অর্থবহ একটি মাধর্যতা পুর্ণ একটি কবিতা। যার মাঝে অমর থেকে গেলেন কবি ও কবিতা।

  • @arabindakumar4467
    @arabindakumar4467 ปีที่แล้ว +5

    কবর কবিতা এক অনন্য কবিতা , কবি জসীম উদ্দীন এর কাহিনী নক্সি কাঁথার মাঠ পড়ে মুগ্ধ হয়েছি । অমর রহে কবি জসীমউদ্দীন ।

  • @MehediHossain-x5x
    @MehediHossain-x5x ปีที่แล้ว +1

    কি সুন্দর ‌কবিতা । শুনতে শুনতে চোখে দিয়ে অঝোরে পানি ঝরছে।

  • @rahulpaul4919
    @rahulpaul4919 ปีที่แล้ว +8

    অনবদ্য অসাধারণ হৃদয়বিগলিত আঁখি অশ্রু টলটল আবেগে সিক্ত মন।❤️❤️👍👍😭😭😭

  • @codebyhasan
    @codebyhasan 6 หลายเดือนก่อน +1

    অসাধারণ, অসাধারণ আবৃতি! ❤❤

  • @fahmidaakhter9123
    @fahmidaakhter9123 ปีที่แล้ว +6

    কবিতাটা শুনতে হৃদয় ছুঁয়ে গেল ৷

  • @MDArifKhan-nf5ec
    @MDArifKhan-nf5ec 4 หลายเดือนก่อน +1

    বাংলাদেশের জন্য গর্ব কবি জসিমউদদীন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে।

  • @debkumarchatterjee6839
    @debkumarchatterjee6839 หลายเดือนก่อน

    Sotti.. Sotokoti pronam amon kobir chorone..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... ajj ato kichur poro ai sob mohamanober jonnoi Bangladesher chorone 🙏🙏 korar ichha hoy.... ❤❤❤❤❤❤ From India.....

  • @storyoflife5257
    @storyoflife5257 2 ปีที่แล้ว +6

    অসাধারণ লিখেছেন পল্লী কবি জসিম উদ্দিন সেই সাথে আবৃতি করেছেন অসাধারণ, বাংলার বুকে এমন কবিতা লেখার মত লেখক আর 2য় টা হবেনা।

  • @susmitamou622
    @susmitamou622 ปีที่แล้ว +4

    এমন সাহিত্য কি আর কখনো রচিত হবে??❤❤

  • @mdsahed8760
    @mdsahed8760 2 ปีที่แล้ว +6

    মনের অজান্তে হারিয়ে গেলাম অন্য জগতে, চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি অসাধারণ কবিতা ও আবৃতি।😢😢

  • @ইসলামীআন্দোলন-হ৬গ

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো কথা দিয়ে এরম ধরনের ভালো কবিতা লিখেছেন অসাধারণ।

  • @subidaligazi9818
    @subidaligazi9818 ปีที่แล้ว +3

    অনবদ্য অসাধারণ জন্ম আপনার কবিতায় বেঁচে থাকো ছাড়া মানুষের মনে আল্লাহর চরণে।

  • @MizanurRahman-uw1ig
    @MizanurRahman-uw1ig 2 ปีที่แล้ว +7

    হে আল্লাহ আপনি পল্লী কবি জসিম উদ্দীন কে বেহেস্ত নসিব করেন আ, কত শত দরদ আর আবেগ থাকলে বুকের গভীর থেকে এমন মায়া মাখানো ভাষা বেরিয়ে আসেন

  • @md.abdussattar2272
    @md.abdussattar2272 ปีที่แล้ว

    কবিতার আবৃত্তি শোনে, কত আপনজন হারিয়েছি তাদের কথা মনে পড়ে গেল? অঝোর ধারায় চোখ দিয়ে জল পড়লো! অসম্ভব সুন্দর হয়েছে আবৃত্তি শুভকামনা রইল। ১৬/১১/২০২৩ইং বৃহস্পতিবার

  • @md.rafiqulislam2456
    @md.rafiqulislam2456 ปีที่แล้ว +2

    নজরুল, ফররুখ, জসীমউদ্দিন ❤❤❤ আহারে! আহারে! ❤❤❤ কী অমর কীর্তি! ❤❤❤

  • @viewoflife-2.0
    @viewoflife-2.0 ปีที่แล้ว +2

    অসাধারণ আবৃত্তি, হৃদয় ছুঁয়ে গেলো......!

  • @Kabyar_prithibi_600
    @Kabyar_prithibi_600 ปีที่แล้ว +7

    স্কুল জীবনে পড়া.... মনে পড়ে যায় সেই দিন গুলোর কথা.... স্কুলে দিদিমণি পড়াতো ...আর আমরা শুনতাম মন দিয়ে.....সেই স্মৃতির উদ্দেশ্যে রেখে গেলাম স্মৃতি 😊 🇮🇳From India 🇮🇳

    • @btravelling
      @btravelling ปีที่แล้ว

      আপনাদের স্কুলে কি এইচ.এস.সি আছে নাকি? এটাতো এইচ এস সি ক্লাসের কবিতা।

    • @Kabyar_prithibi_600
      @Kabyar_prithibi_600 ปีที่แล้ว

      @@btravelling আমাদের দশম শ্রেণীতে ছিল( year 2010 ) From India 🇮🇳

    • @btravelling
      @btravelling ปีที่แล้ว +2

      @@Kabyar_prithibi_600 O Sorry Vai. আপনি ইন্ডিয়ান জানা ছিলনা। আমি আমাদের বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে এটা এইএসসি’র পাঠ্য বইয়ে আছে। মাধ্যমিকে নায়।

    • @Kabyar_prithibi_600
      @Kabyar_prithibi_600 ปีที่แล้ว

      @@btravelling আমার লেখা কবিতা th-cam.com/video/8D3WxXjXWyI/w-d-xo.html

  • @AbuBakkar-nj1yo
    @AbuBakkar-nj1yo ปีที่แล้ว +1

    চোখের পানি নিজের অজান্তে গড়িয়ে পড়ছে,,,,।

  • @MD.wadudrana2
    @MD.wadudrana2 2 ปีที่แล้ว +5

    কবি জসিম উদ্দিন সাহেবের এই কবর কবিতা অসাধারণ লেখা লিখেছেন যাহা মন কাঁদে

  • @afsanajui3644
    @afsanajui3644 ปีที่แล้ว +4

    আমার সবচেয়ে পছন্দের কবিতা।স্কুলজীবনে আমার প্রিয় স্যারের মুখে শুনতাম কবিতাটা,❤❤স্যার আজ নেই😭😓কবর কবিতার সকল আপনজনের মতই ছেড়ে চলে গেছেন তিনি কবরদেশে। স্যারের মুখটি আর দেখা হবে না কিন্তু এই কবিতাটি সারাজীবন তাঁর কথা মনে করিয়ে দিবে😔😔।আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন

  • @Muhib_recitation
    @Muhib_recitation ปีที่แล้ว +2

    আহ্ কি আবেগঘন কণ্ঠের কারুকাজ। হৃদয় ছুঁয়ে গেলো। পাশে আছি সবসময় পাশে থাকুন আপনিও।

  • @shamimhossain1891
    @shamimhossain1891 ปีที่แล้ว

    আহারে, কি আবেগ মাখা কবিতা রচনা করেছেন, দুচোখ ভিজে যায়।

  • @SARKERJEE104
    @SARKERJEE104 2 ปีที่แล้ว +1

    অসাধারন আবৃত্তি। সত্যি এমন কবিতা মনে হয় আর লেখা হবে না। ছোট বেলায় পড়েছি। অসাধারন কবিতা।

  • @basarfried1171
    @basarfried1171 ปีที่แล้ว +1

    Masaallah ato sundor kobita sunte sunte khokon ja kede pellam janina

  • @wayofhidayat183
    @wayofhidayat183 ปีที่แล้ว

    আহা গো কবিতা কি আবেগময় গো। বাস্তব মনে করে শুনলে চোখের পানি আটকানো যাবেনা

  • @hafizakhatun3090
    @hafizakhatun3090 5 หลายเดือนก่อน

    অসাধারণ কবিতা। এক দশক আগে পড়ছি তারপরেও তাও ভালো লাগে।

  • @MD.SHOHELRANA222
    @MD.SHOHELRANA222 6 หลายเดือนก่อน

    খুব সুন্দর হয়েছে কবিতা আবৃত্তি খুব সুন্দর হয়েছে কন্ঠ
    ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ❤❤❤

  • @mngnasim2048
    @mngnasim2048 ปีที่แล้ว +1

    অসাধারণ কবিতা! বাংলা সাহিত্যের কালজয়ী কবি জসিমউদদীন আজও ওমর হয়ে আছেন তার অপরূপ সৃষ্টি কাব্যে, পাঠকের মন ও মননে !!

  • @RoseRose-oy5rn
    @RoseRose-oy5rn ปีที่แล้ว

    অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে । beautiful.....

  • @mdalamgirgazi-The-Defender
    @mdalamgirgazi-The-Defender ปีที่แล้ว

    আমার সবথেকে Faverhit কবিতা,,, আমারা দশম শ্রেণীতে পড়ে ছিলাম। হৃদয়ে দাগ কেটে দিয়ে গেছে। আহঃ কি সুন্দর কবিতা। চোখ ছলছল করে ওঠে।

  • @mdabdoussalamshekh2816
    @mdabdoussalamshekh2816 ปีที่แล้ว +25

    জসীমউদ্দিন কে শুধু পল্লী কবি বললে তাঁকে যথার্থ মূল্যায়নকরা হয় না।তিনিই আবহমান বাংলার চিরন্তন কবি।চেতনার,আবেগের, বাংলার মাটিও মানুষের কন্ঠ।

  • @AliAkbar-si5qx
    @AliAkbar-si5qx ปีที่แล้ว +3

    আছছালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বরকাতুহ আলহামদুলিল্লাহ আমি পল্লি কবি জসীম উদ্দিন তাহারই ইস্কুলে পরিছি ১৯৮০সনে ক্লাস ছষ্ট শ্রেনিতে পরি আনছার উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ওম্বাপুর ফরিদপুর অনেক কথা অসাধারণ কবি অসাধারণ কবিতা আছছালামুআলাইকুম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇲🇾

  • @rezaulkarim5470
    @rezaulkarim5470 3 ปีที่แล้ว +127

    শুধু অসাধারণ বললে ভুল বলা হবে,এমন কবিতা আর বাংলা সাহিত্যে রচিত হবেনা কভু,

    • @makeyourlife5536
      @makeyourlife5536 2 ปีที่แล้ว +4

      you are right bhai

    • @makeyourlife5536
      @makeyourlife5536 2 ปีที่แล้ว +3

      you are right bhai

    • @rongdhunyphotostatenaogaon5690
      @rongdhunyphotostatenaogaon5690  2 ปีที่แล้ว +3

      ধন্যবাদ

    • @Pulak201
      @Pulak201 ปีที่แล้ว

      ঠিক বলেছেন।

    • @mathinreza8793
      @mathinreza8793 ปีที่แล้ว

      এটা শুধুই কবিতা না ভাই, দিলে আঘাত লাগার মত একটা কাব্য।

  • @abdullahallayek1996
    @abdullahallayek1996 11 หลายเดือนก่อน

    অসাধারন আবৃত্তি
    প্রিয় জসিম উদ্দিন কবির সেরা কবিতা কবর ☺

  • @dorjidowar
    @dorjidowar 2 หลายเดือนก่อน

    যতবার শুনি ততবারই মনটা ব্যাথায় ভরে যায় 🙏🙏🙏

  • @brojenbasak484
    @brojenbasak484 ปีที่แล้ว +3

    হৃদয় বিদারক চন্দ লয়ে তৈরি এক জীবন্ত কিংবদন্তী।❤

  • @md.mansurahmed3700
    @md.mansurahmed3700 ปีที่แล้ว +3

    কবি জসিম উদ্দিন এবং কবর কবিতা আসিবেনা আর ফিরে,এই প্রিথিবীর বুকে।এ এক কালজয়ী রচনা। এই ধরায় আর আসিবেনা।
    আল্লাহ কবি জসিমউদদীন কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

  • @sumaakter9579
    @sumaakter9579 ปีที่แล้ว +3

    কবিতা কিভাবে হৃদয় স্পর্শ করে "কবর" কবিতা তার এক অনন্য নিদর্শন। যা চোখের অশ্রুপাত ঘটায়।

  • @pijushbanerjee8356
    @pijushbanerjee8356 ปีที่แล้ว +2

    অনেক বছর বাদে প্রিয় কবিতা টির কথা মনে পড়ে গেল ।

  • @Md.ArfinShuvo-e8t
    @Md.ArfinShuvo-e8t 4 หลายเดือนก่อน

    এ রকম কবিতা বাংলায় আর কোনো দিন ও আর
    রচিত হবে না।
    যত পড়ি ততই কান্না পায় 😢😢😢😢😢

  • @AbdulHANNAN-rp1xp
    @AbdulHANNAN-rp1xp 8 หลายเดือนก่อน

    জসিম উদ্দিন আজীবন বেচে থাকবে এই কবিতার মধ্যে দিয়ে❤❤

  • @kyosahlamarma872
    @kyosahlamarma872 ปีที่แล้ว +4

    এটা কবিতা না এটা আবেগ। কবিতার সুকরুণ কণ্ঠে আমার সেই অভাগিনী পিসিতো বোনের স্মৃতি ভেসে উঠল। অল্প বয়সে তার বাপ মারা যায়, তারপর তার মা, তারপর তার একমাত্র ছোট ভাই তারপর সে নিজে সবশেষে তার কলিজা ছোট মেয়েটা। দুঃখীনি আমার মা তাদের তরে কাঁদিয়া কাঁদিয়া বুক ভাসাইত...........

  • @mdrubelkhan9881
    @mdrubelkhan9881 2 ปีที่แล้ว +3

    সত্যি অসাধারণ। চোখে পানি এসে গেল কেন জানি না।বার বার সুন্তে মনে চাই।যেমন কবিতা তেমন আবৃত্তি।।

  • @robiulislam-zv7io
    @robiulislam-zv7io ปีที่แล้ว +2

    ভেতরের কান্না ধরে রাখতে পারি না।চোখে জল ছলছল করে।

  • @AR_gaming_269
    @AR_gaming_269 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি কবিতা।সেই স্কুল জীবনে একবার আবৃত্তি করেছিলাম। আজকে আবার ও সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়।

  • @makazad8572
    @makazad8572 ปีที่แล้ว +2

    হে আল্লাহ, কবি কে জাননতুল ফিরদাউস দান করো আমিন ছুমমাহ আমিন

  • @alfaruk2098
    @alfaruk2098 ปีที่แล้ว +4

    আহা রে - দাদা দাদির সময়টা কতই না সুন্দর ছিলো । ঐ সময়ে মানুষের মাঝে কত বিশ্বাস ভালো বাসা ছিল ।। যদি ফিরে পেতাম সোনালী রঙের দিনগুলি । 😭😭💗

  • @aslamhpashaofficial4745
    @aslamhpashaofficial4745 15 วันที่ผ่านมา

    এই কবিতা পড়ে অথবা শুনে কাঁদতে হবেই....!

  • @mridulshongkhochil5129
    @mridulshongkhochil5129 ปีที่แล้ว

    বুক ফেঁপে কান্না আসলো শেষ পর্যন্ত। 🙏🙏

  • @golammahiuddinkazi4510
    @golammahiuddinkazi4510 ปีที่แล้ว +1

    কবিতাটি খুব সুন্দর হয়েছে। লেখা যেমন তেমনি বলা বা পড়া ও খুব ভালো হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে।

  • @MuslimaMuslima-fp5un
    @MuslimaMuslima-fp5un 6 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 ปีที่แล้ว +2

    চোখের পানি ধরে রাখতে পারিনা!! এই কবিতা শুনলে

  • @Sabbirhossainm739
    @Sabbirhossainm739 6 หลายเดือนก่อน +1

    চোখে পানি চলে এসেছে😢😢

  • @Alamin-de9yc
    @Alamin-de9yc 4 หลายเดือนก่อน

    কবিতা টি আমার অনেক প্রিয়,,, প্রথম পুরস্কার পেয়েছিলাম,, কবিতা টি পাঠ করে।

  • @ritadas2768
    @ritadas2768 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ। এমন কবিতা শুনলে মনটা খারাপ হয়ে যায়।

  • @monirahasan9925
    @monirahasan9925 ปีที่แล้ว +1

    কতো গভীর মমতা মেশানো,,, goosebumps হয় ❤

  • @anwarhusain7590
    @anwarhusain7590 3 ปีที่แล้ว +7

    কতবার যে শুনেছি তা বলা অসম্ভব

  • @RekhaHalder-h7z
    @RekhaHalder-h7z ปีที่แล้ว

    Apurba ,,,monta bhari hoye galo.

  • @SadiyaSadrin-kc4sp
    @SadiyaSadrin-kc4sp 9 หลายเดือนก่อน +1

    আমার প্রিয় কবিতা❤

  • @dipakirtania2229
    @dipakirtania2229 ปีที่แล้ว

    Onek din por sunlam. osadharon

  • @SurprisedAurora-mf4df
    @SurprisedAurora-mf4df ปีที่แล้ว

    খুবই কষ্ট লাগে দাদুর জীবনী শুনে।
    জসীমউদ্দীন অমর হয়ে থাকবে তার সৃষ্টির মাঝে।

  • @gorachandbiswas9818
    @gorachandbiswas9818 ปีที่แล้ว

    Jemon sundar kobita, temoni sundar abriti.
    A... sa.. dha... ron !
    Ei kobita manuser modhye vabantor aane. Manus monusyo jogote fi re aase .

  • @mokhliskhuddus364
    @mokhliskhuddus364 2 ปีที่แล้ว +2

    কোন কৃত্তিম ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা অসাধারণ কবিতা আবৃত্তি

  • @mdalamgirgazi-The-Defender
    @mdalamgirgazi-The-Defender ปีที่แล้ว +1

    ছোট্ট কবি জসীমউদ্দিন যখন কলকাতা এসেছিল , তখন তারই কবিতা থেকে প্রশ্ন লিখতে দেওয়া হয়েছিল,,, তাকে সন্মান দেওয়ার জন্য।

  • @MehediHasan-hs8mh
    @MehediHasan-hs8mh ปีที่แล้ว +2

    কবিতার কথায় অজস্র মধু রয়েছে।
    কবিতাটি শুনলে মন ভরে যায়।
    এ পর্যন্ত কতবার শুনেছি আমার জানা নেই।

  • @yi8972
    @yi8972 ปีที่แล้ว

    গুনি কবির কবিতা, অসাধারণ কন্ঠে আরো অসাধারণ লাগছে, ❤️

  • @rezwanulromio1972
    @rezwanulromio1972 6 หลายเดือนก่อน +1

    সুন্দর আবৃত্তি

  • @mdgawhar9098
    @mdgawhar9098 ปีที่แล้ว +1

    Not only excellent Super duper with heart touching poetry.

    • @ruksanaa8687
      @ruksanaa8687 ปีที่แล้ว

      Excellent akta kobita.

  • @anwarhusainsarder8562
    @anwarhusainsarder8562 6 หลายเดือนก่อน

    আহ কি কবিতা
    কেমন আবৃত্তি
    কতবার যে শুনলাম

  • @ushmijeba
    @ushmijeba ปีที่แล้ว

    চোখের পানি ধরে রাখা অসম্ভব.....

  • @mdismailkhan4096
    @mdismailkhan4096 2 ปีที่แล้ว +3

    প্রতিটি শব্দ কলিজায় আগাত করে।
    কি মানুষ করতে না পারে?..
    নিজের কন্ঠকে অন্য জনকে কাদাতে সক্ষম হয়।
    কি আর লাগে আমাদের। ❤️‍🩹🥰😭

  • @mdmajhar6292
    @mdmajhar6292 11 หลายเดือนก่อน

    আগের দিনে কবিতা আবৃত্তি করা হতো যুদ্ধের ময়দানে উদ্দীপনার জন্য।
    কবিতার যে নিজস্ব একটা শক্তি আছে আজ তা অনুভব হয়ে গেলো ❤

  • @avik490
    @avik490 ปีที่แล้ว

    সেই ছোটবেলায় যখন ক্লাস টু-থ্রিতে পড়ি, বাংলাদেশে থাকতাম তখন।
    রাতে উঠোনে মাদুর পেতে বড়মার গলায় এই কবিতা না শুনলে রাতে ঘুম আসত না, শুনতে-শুনতে কবিতাটা আমার সম্পূর্ণ মুখস্থ হয়ে গেসিলো। তখন কতই না সুন্দর দিন ছিল 😭 আর এখন কলকাতা, কলেজ, শিয়ালদা... সব যেন এলোমেলো.!!

  • @maislam7652
    @maislam7652 ปีที่แล้ว

    Osadharon hoyechhe
    Onek shuvo kamona roilo

  • @Hasan-vb3zr
    @Hasan-vb3zr 11 หลายเดือนก่อน

    কবিতাটা যতবারে শুনি ততবারি বুকফাটা কান্না আসে