MES এর খুঁটিনাটি | MES এর সুবিধা অসুবিধা | MES job| MES book list|
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Join us on fb: www.facebook.c...
#friendscivilengineering
#governmentjobs #civiltechnology
MES এর খুঁটিনাটি | MES এর সুবিধা অসুবিধা | MES job| MES book list| #governmentjobs #saejob
ধন্যবাদ বন্ধু,, ❤
ভাই, সার্কুলার যেহেতু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সিভিল সব ডিপার্টমেন্ট মিলে হয়েছে, তাহলে প্রশ্নও কি সব ডিপার্টমেন্ট মিলে হবে?
Electrical department kon book best hobe vai....aktu bolben
পদন্নোতি আছে কি?
প্রত্যেকে কি মিশনে যাবে ভাই????
Electrical ar mechanical 2ta thaky question hby taholay kon boita portay hby vaiya bolbn plz
Oi department related kew valo bolte parbe....তবে পিস্টন এবং ইলেকট্রন বই দুটো দেখতে পারেন।
ধন্যবাদ
join us on fb :
facebook.com/profile.php?id=61564994712373&mibextid=ZbWKwL
Vai Mechanical Ar jonne book ar Nam bolen
Piston বইটি নিতে পারেন। এটি ইন্ডিয়ান বইয়ের বাংলা ভার্সন (শুধুমাত্র প্রশ্নগুলো)
MES এর জন্য মেকানিক্যাল এর স্টুডেন্টরা এই বইটি পড়তে পারেন।
Electronic technology jonno kon boi ta portay hby
@@mstfatema6498 আপু, ইলেকট্রনিকস সম্পর্কে খুব বেশি জানি না। তবে electron নামে একটা বই পাওয়া যায় যা মূলত Mehta এর ইংরেজি বইয়ের অনুরূপ। কেবল প্রশ্নগুলো ইংরেজির পাশাপাশি বাংলায় আছে। তাই অনেকের বুঝতে সুবিধা হয়।
Power technology er jonno ki piston porla hba???
জি, এটা পড়তে পারেন। এটা মূলত, ইংরেজি বইয়ের কপি। জাস্ট প্রশ্নগুলো পাশাপাশি বাংলায় আছে। তাই অনেকের বুঝতে সুবিধা হয়।
পাশাপাশি সময় থাকলে অন্য বইও দেখতে পারেন।
MES e environment technology student application Korte perbe?
Na vaiya..only civil
মেকানিক্যাল এর জন্য কোনটা ভালো হবে?
তথ্য দিয়ে সহযোগিতা করুন প্লিজ
MES এর জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর বই (বাংলা প্রশ্নসহ)
পিস্টন বইটি মূলত ইন্ডিয়ান বইয়ের বাংলা ভার্সন (শুধুমাত্র প্রশ্নগুলো বাংলায়)।
@@SapludurJibon-x7obangla English 2 tay thakba ki question piston book ta?
Vaia meyeder jonno ei jobta ki comfort jon hobe na basay teke prymary jobta valo? Jehetu akta meye sathe sami-songsar jorito!answer dile valo hoto vaia..👏🥰
আপু, এটা আমার পক্ষে বলাটা কঠিন এবং একই সাথে বাস্তবসম্মতও নয়। তবে দু-একটি পয়েন্ট বলছি যা আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে:
১. যদি বেতন, সামাজিক মর্যাদা, উন্নত পরিবেশ, সন্তানের ভবিষ্যৎ, ও অন্যান্য সুবিধা বিবেচনা করেন তাহলে প্রাইমারির তুলনায় উপ-সহকারী প্রকৌশলী চাকরিটা যোজন যোজন এগিয়ে থাকবে।
২. কিছু সমস্যাও আছে, যেমন- ফাঁকিবাজি করা যাবে না, অনেক সময় রুটিন কাজের (ডিউটি ৬ ঘন্টা - ৫ দিন) বাইরে গিয়ে তৎক্ষনাৎ কোন কাজ সম্পন্ন করা লাগতে পারে, ইত্যাদি। তো সেক্ষেত্রে পরিবার থেকে উপযুক্ত সাপের্ট পেলে এই জবটা অবশ্যই একটা বেটার অপশন। তাছাড়া, অনেক মেয়েইতো এখন সব ফিল্ডে জব করে। তো মেয়ে হিসেবে খুব একটা প্রতিবন্ধকতা হয়তো পাবেননা।
বাট পরিবারের সহযোগিতা লাগবে।
আরও বিস্তারিত জানতে চাইলে ফেসবুকে আমাদের লাইভ সেশনটি দেখতে পারেন :
facebook.com/share/v/1EZKNg1qR8/
শুভকামনা আপনার জন্য।
facebook.com/share/v/1EZKNg1qR8/
বই নামটা এখটু বলুন
8 semister students ra apply korta paba?
না ভাইয়া। যাদের ফলাফল বের হয়েছে কেবল তারাই আবেদন করতে পারবে।
Vaiya ahmi electrical niye apply koreci...Kon boita porle balo Hobe vaiya please Ripley
অবসরের পরে মাসিক পেনশন কি পাওয়া যায়
অন্য সরকারি চাকরির মতোই পাবেন।
Bhai Electronics theke apply korechi . Kichu boi er nam bole jegula porle job exam bhlo dewa jabe
ভাই, ইলেকট্রনিকস সম্পর্কে খুব বেশি জানি না। তবে electron নামে একটা বই পাওয়া যায় যা মূলত Mehta এর ইংরেজি বইয়ের অনুরূপ। কেবল প্রশ্নগুলো ইংরেজির পাশাপাশি বাংলায় আছে। তাই অনেকের বুঝতে সুবিধা হয়।
electron বইটার writer এর নাম কি
সিভিল জন্য কোন বই টা পড়তে হবে।।।
আপু, ডিপার্টমেন্টের জন্য আপনি হাইড্রেশন বইটি পড়তে পারেন। এটা মূলত R S Khurmi এর ইংরেজি বইটার অনুবাদ (শুধুমাত্র প্রশ্ন ও অপশনগুলোর অনুবাদ)। আর MES যেহেতু ইংরেজিতে প্রশ্ন হবে, সেহেতু এ বইটা ভালো হবে আশা করি।
ফ্রি এক্সাম দিতে যুক্ত হোন আমাদের Facebook page এ:
facebook.com/profile.php?id=61564994712373&mibextid=ZbWKwL
৯ম গ্রেডের সিভিল ইঞ্জিনিয়ারিং জবের জন্য কোন বইটা ভালো হবে?
mcq হলে তো খুরমির বই নিতে পারেন। এটারই বাংলা (শুধুমাত্র এমসিকিউ) হলো হাইড্রেশন।
আসসালামুয়ালাইকুম ভাই
MES Sub assistant সাপ্তাহিক ছুটি নাই বলে এক বড় ভাই বলল। সত্যি টা একটু বলেন ভাই
ভাই Electronics technology জন্য কোন বই পড়লে ভালো হবে?
ভাই, ইলেকট্রনিকস সম্পর্কে খুব বেশি জানি না। তবে electron নামে একটা বই পাওয়া যায় যা মূলত Mehta এর ইংরেজি বইয়ের অনুরূপ। কেবল প্রশ্নগুলো ইংরেজির পাশাপাশি বাংলায় আছে। তাই অনেকের বুঝতে সুবিধা হয়।
ভাই electrical technology ar jnno kon boi ta lagbe vai
১. MES এ যেহেতু English এ প্রশ্ন হবে, সেহেতু electrical এর জন্য আপনি B K Mehta এর Objective Electrical Technology বইটা ফলো করতে পারেন।
২. যদি বাংলা পড়তে চান, তাহলে জি মাওলার "ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট" - ডিপার্টমেন্টাল পার্ট দেখতে পারেন।
এটার মার্চ,২৪ এর এডিশনটা মনে হয় এভেইলএবল আছে।
ধন্যবাদ।
মেহতার বইয়ের বাংলা প্রশ্ন পাবেন Electron বইটিতে।
English bangla duitai ache amon boi nai Electronics ar
ভাই মেডিক্যাল এর বিষয় টা একটু বলতেন যদি
facebook.com/share/v/18QRzXVTYy/
এই ভিডিয়োটা দেখতে পারেন ভাই।
MES সম্পর্কিত পূর্ণ আলোচনা আছে এখানে।
শরীরে কোনো দাগ থাকলে সমস্যা হবে কী
আমার জানামতে সমস্যা হবে না। অন্য সমস্যা নিয়েও অনেকের চাকরি হয়েছে শুনেছি। তবে সিদ্ধান্ত আপনার।
ভাইয়া প্রতি বছর ই কি নিয়োগ দেওয়া হয়?
না ভাই। ওদের চাহিদা অনুযায়ী নিয়োগ আসে। সর্বশেষ ২০১৮ তে নিয়োগ ছিল
ভাই সিভিল এর জন্য,, কোন বইটার কথা বলচেন? বাংলা ইংলিশ থাকে যে??
Hydration vai...ওখানে কেবল প্রশ্নগুলো আর অপশনগুলো বাংলায় পাবেন। আলোচনা ইংরেজিতেই।
@SapludurJibon-x7o ভাই আমার ইংলিশে একটু সমস্যা আছে,,,, ভাই এখন আমার জন্য কোন বইটা ভালো হবে??
MES তো ইংরেজিতেই হবে।
সো, এটা টার্গেট করলে হাইড্রশনই ভালো হবে। কিন্তু পিএসসি টার্গেট থাকলে বাংলায় এভেইলএবল বইগুলো নিতে পারেন।
ভাই চোখের সমস্যা থাকলে কি সমস্যা হয়??? চশমা পডলে???
এখানে ডুকলে কি চাকরি পরিবর্তন করা যাবে ভাই?
হ্যা, প্রসেস অন্যান্য সরকারি চাকরির মতোই।
join us on fb:
facebook.com/profile.php?id=61564994712373&mibextid=ZbWKwL
মেয়েরা কি আবেদন করতে পারবে?
হুমম, অবশ্যই। মেয়েরা বাংলাদেশের সব জায়গাতেই আবেদন করতে পারে
৩ মাসে প্রিপারেশন নেয়া সম্ভব, পাওয়ার টেকনোলজি থেকে,
এটা বলা মুশকিল ভাই। আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে এই তিন মাস একটা ভালো গাইডলাইন অনুসরণ করলে হতেই পারে।
কিন্তু আগে ফাঁকিবাজি করে আসলে একটু টাফ হবে - এটাই স্বাভাবিক।
চেষ্টা করেন, বাকিটা রিযিক।
পরীক্ষা হবে হতে পারে ভাই
দেশের পরিস্থিতি ঠিক থাকলে ফেব্রুয়ারি-মার্চেই হবে আশা করি
MES এই পরীক্ষা কত দিনের মধ্যে হতে পারে?
দেশের পরিস্থিতি খারাপ না হলে ২.৫ - ৩ মাসের মাঝেই হবে আশা করা যায়। তবে এক্ষুণি নিশ্চিত বলা যাচ্ছে নাহ্