SURANJALI --TUSHAR DUTTA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 282

  • @manikhazra7195
    @manikhazra7195 7 หลายเดือนก่อน +10

    আমি আসানসোল থেকে লিখছি আমার কিছু মনের অনুভুতির কথা যে গান বাজনা শুনে মুগ্ধ হলাম।প্রথমেই কুর্নিশ জানাই বিপ্লব বাবু কে অনবদ্য গায়কের সাথে মেল বন্ধন অসাধারণ সঙ্গত ।আর বাকি থাকল শিল্পীর কথা,কি অসাধারণ গায়কি ,আমি অনেক বড় বড় শিল্পির কণ্ঠে নজরুলগীতি শুনেছি ,এখনও 68বছর বয়সে নিয়মিত কাজি সাহেবর গান শুনি।আজ যে গানগুলি শুনলাম এই গান গুলি অনেক শিল্পির কণ্ঠে অনেক বার শুনেছি, কিন্তু আজ যা তুষার বাবুর গলায় গান শুনলাম তা কোন দিন আমার পক্ষে ভোলা সম্বব হবে না এ গান আমার মনের মণিকোঠায় সারাজীবন থেকে যাবে ।আর কোন গানটার তারিফ করব ? সব গান গুলি অতি চমৎকার গেয়েছেন । আলগা কর গো খোপার বাধন, আধার ভবন জলে নি প্রদীপ, অসাধারণ ।আপনি ভাল থাকবেন । আমি আপনাকে কোন দিন দেখিনি তবু মনে হয় আপনি আমার আপনজন।আমি মানিক হাজরা। এক নজরুলগীতি শুনা আমার নেশা বলতে পারেন ।মোবাইল নম্বর 7679529506

    • @krishavbiswas6435
      @krishavbiswas6435 3 หลายเดือนก่อน

      T 😅z😊.😮 😅 c😮😊😅😮😂😅😢😂❤😢🎉😅😮😢🎉 9:42 😂 to😅😊mm,😮:😂❤😮😂❤😢😮❤😮❤😂😮😂❤😢❤s😢 mm, cc. V😅😮v😅 😮😊😅😢❤😂😢 in❤😢

  • @nitananda684
    @nitananda684 4 หลายเดือนก่อน +2

    খুব সুন্দর । আমার বাবাকে প্রায়শই এই গানটি গাইতে শুনেছি খুব ছোট বেলায়। এখন আর গাইতে পারেনা। সে এখন ৮৫ বছরের বৃদ্ধ। মনে পরে গেল নিজের ছোট বেলার কথা। ❤❤❤❤

  • @iqbalakramjoy5082
    @iqbalakramjoy5082 4 ปีที่แล้ว +10

    অনবদ্য নজরুল সংগীত যা সংগীত পিপাসু মনের তৃষ্ণা মিটাবে অনন্ত কাল।

  • @arunabharay5606
    @arunabharay5606 3 ปีที่แล้ว +23

    হারিয়ে যাওয়া নজরুলগীতি কে আপনার কন্ঠের ছোঁয়ায় প্রানপ্রতিষ্ঠা করেছেন। অনেক ভালোবাসা জানাই তুষারবাবুকে ৷

    • @sudhachatterjee8191
      @sudhachatterjee8191 2 ปีที่แล้ว

      PPPPPPPPPPPPQPpppppppppppppppppppppppppppppppppppppppppppppPqp1p1p1pqpPPppppppppppppppppppppppppppppppppppppppppppppp0000000000pppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppPqp1pppppppp1pqpppppppppppppppppppppppppppp₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩₩]₩]₩₩₩₩₩₩₩₩₩

  • @culturecircle
    @culturecircle 2 ปีที่แล้ว +7

    তবলা শোনার জন্য আমি বারবার এই গানগুলো শুনি , যেমন গান , তেমন সঙ্গত জানিনা কোন বিশেষণ যথেষ্ট হয় ,তবু বলি--- অনিন্দ্য সুন্দর, অনবদ্য, অসাধারণ। শেখার মতো । প্রতি দিনই একটু একটু শেখার চেষ্টা করি।
    প্রনাম 🙏🙏🙏🙏

    • @asitbag4147
      @asitbag4147 ปีที่แล้ว

      অনবদ্য গান, অনবদ্য তবলা সঙ্গত।

    • @SagnikPatra-y5h
      @SagnikPatra-y5h 7 หลายเดือนก่อน +1

      Biplab babur kono katha hoy Naa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shoobhab
    @shoobhab 8 หลายเดือนก่อน +2

    আমি এত চমৎকার নজরুল ইসলামের গান খুব কম শুনেছি ! অনেক অনেক ভালবাসা জানিয়ে গেলাম। নজরুলের গান পরিবেশনে যে কতখানি দক্ষতার প্রয়োজন সেটা বারবার অনুভব করলাম। সুর তাল আর ভাব মিলেমিশে একাকার !

  • @handwritinglearnandsolution
    @handwritinglearnandsolution ปีที่แล้ว +7

    অসাধারণ গেয়েছেন।যেন কন্ঠে সুরের বৃষ্টি ।হ্নদয় ছুঁয়ে যায়। শুভকামনা নিরন্তর।

  • @ManindranathBiswas-hc4sp
    @ManindranathBiswas-hc4sp ปีที่แล้ว +1

    উঃ আঃ অপূর্ব অপূর্ব অপূর্ব তুলনা হয় না স্যার। ধন্য বাদ ধন্য বাদ ধন্য বাদ।

  • @নারীনামা
    @নারীনামা 3 ปีที่แล้ว +8

    উস্তাদ তুষার দত্তকে শ্রদ্ধা ও ভালোবাসা৷ নজরুলগীতি সবসময়ই শোনা হয়, কিন্তু তুষার দত্ত যেভাবে গেয়েছেন, তা সত্যিই অতুলনীয়৷ এপার বাংলা থেকে শুভকামনা রইল৷

  • @ritananda6534
    @ritananda6534 2 ปีที่แล้ว +4

    ভীষন ভীষন ভাল লাগল। আরও নজরুল গীতি শোনার অপেক্ষায় থাকলাম ।

  • @suvendujash6652
    @suvendujash6652 4 ปีที่แล้ว +8

    কি সুন্দর ‌লাগল গান কটি শুনতে। অনবদ্য গায়কী।

  • @promathapoddar2723
    @promathapoddar2723 2 ปีที่แล้ว +2

    পন্ডিত তুষার বাবুকে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছিনা। শুধু এই টুকু বলবো -অসাধরন অসাধারণ!!! আর তবলার কথা কি বলব, হাত নয় বিজলি।

  • @arunavsdey6362
    @arunavsdey6362 3 ปีที่แล้ว +4

    বহু বড় বড় গায়কী প্রতিভার নজরুল সঙ্গীত শিল্পীদের গান শুনেছি কিন্তু সব কিছু যেন এলোমেলো হয়ে থমকে গেল, কি সুন্দর, কি অসাধারণ ,হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি, অনবদ্য ,

  • @MDNasirUddin-i6o
    @MDNasirUddin-i6o ปีที่แล้ว +2

    এমন কবি নজরুল আর জনম জনমে আর আসবেনা এই ধরনীতে।
    কবির প্রতি জানাই লাখো কোটি ছালাম ❤❤❤❤❤❤❤❤।

  • @debabratasarkar733
    @debabratasarkar733 2 ปีที่แล้ว +3

    আহা! কি সুন্দর গায়কি! মন ভরে গেল।

  • @sandipkumark3595
    @sandipkumark3595 ปีที่แล้ว +1

    পন্ডিত তুষার দত্তের কন্ঠে গানগুলো অভূতপূর্ব লাগলো।

  • @rebasdiary8599
    @rebasdiary8599 2 ปีที่แล้ว +3

    গান গুলি শুনে মুগ্ধ হলাম। অনেক শুভেচ্ছা রইল।

  • @manikdas7200
    @manikdas7200 5 ปีที่แล้ว +22

    সত্যিই অনবদ্য। অনেক ধন্যবাদ জানাই পন্ডিত তুষার দত্ত এবং পন্ডিত বিপ্লব ভট্টাচার্যকে। অসাধারণ তবলা সহযোগিতা।

  • @ফুটোপয়সারজীবন
    @ফুটোপয়সারজীবন 2 ปีที่แล้ว +3

    প্রণাম গ্রহন করবেন পন্ডিত'জী।এক কথায় অতুলনীয়। 🙏🙏❤️❤️

  • @emonahmed2179
    @emonahmed2179 5 ปีที่แล้ว +12

    অসাধারন,অনেক অনেক পচন্দের গানগুলা শুনে ভাল লাগ।ধন্যবাদ

  • @shamimchowdhury2827
    @shamimchowdhury2827 3 ปีที่แล้ว +7

    তুষার দত্ত স্যার এর সাথে আমার বাবার বাংলাদেশে দেখা হয়েছিলো,তিনি বাবাকে এই গানের একটা সিডি উপহার দিয়েছিলেন,বাবা সেই সিডি এখনো প্রতিনিয়ত বাজায়।বাবার সাথে শুনতে শুনতে আমিও তার কন্ঠের ভক্ত হয়ে গিয়েছি।

  • @sudhansusekharaditya4849
    @sudhansusekharaditya4849 3 ปีที่แล้ว +4

    তুষার বাবুর কন্ঠে নজরুল গীতি এক নতুন মাত্রা যোগ করেছে ।অসাধারণ ।

  • @uttaraniyogi7381
    @uttaraniyogi7381 ปีที่แล้ว +2

    Aro Nazrul Geeti sunbo bole bose achi .Perfect Nazrul singer you are.Many thanks

  • @pinakimajumder2600
    @pinakimajumder2600 ปีที่แล้ว +1

    তালিম ও পরিশ্রম শেষ কথা বলে তা শিল্পীর গায়কী আর সঙ্গীতের নিজস্বতার আবেদন মন শান্ত করে দেয়। তবলা সঙ্গত কি অসাধারন,বায়ার সম্পূর্ণতা আলাদা মাত্রা যোগ করেছে।

  • @ShuvoDas
    @ShuvoDas 3 ปีที่แล้ว +12

    অসাধারণ গায়কী পন্ডিতজী!🙏🙏🙏

    • @pradipkumarroy6710
      @pradipkumarroy6710 ปีที่แล้ว +1

      EXCELLENT.HAZAR SUNEO MONE HOBE ABAR SUNI.PRONAM KOBI.PRONAM PONDITJEE.🌹🌹🌹🙏🙏🙏

    • @aponalo61
      @aponalo61 ปีที่แล้ว

      আপনার গানগুলো যথেষ্ট ভালো

  • @lilymukherjee5945
    @lilymukherjee5945 2 ปีที่แล้ว +6

    রোজ শুনি, তাও মন ভরে না, বারবার শুনতে ইচ্ছে করে।অসাধারণ গায়কী👌👌👌👌🙏🙏🙏🙏🙏পন্ডিতজিকে আমার অসংখ্য প্রণাম।

  • @arnabroy6715
    @arnabroy6715 5 หลายเดือนก่อน

    তুষার বাবু কে এবছর ডোভার লেন এ লাইভ শুনলাম।
    আমাদের বাংলা সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র বলেই মনে করি ওনাকে।
    সরস্বতীর বরপুত্র।
    প্রনাম জানাই ❤❤❤❤❤❤

  • @taifhasanratul4218
    @taifhasanratul4218 ปีที่แล้ว

    ধন্যবাদ তুষার দত্ত । এমন সুরাঙ্গিকে নজরুলকে কন্ঠে তুলে শ্রোতাদের উপহার দেওয়ার জন্য। ধন্য হয়ে গেলাম নজরুল ইসলামের এইগান গুলো শুনে।

  • @aditichakrabarty977
    @aditichakrabarty977 4 ปีที่แล้ว +10

    শিল্পীর , গানের মধ্যে আবেদন-নিবেদন ই গানের সম্পূর্ণতা দেয়। আপনার গান না শুনলে তা বোঝা যায় । অসাধারণ

    • @nitamayee7844
      @nitamayee7844 3 ปีที่แล้ว

      মন ভরে গেলো 🙏🏾🙏🏾🙏🏾

  • @begumshamsunnahar2098
    @begumshamsunnahar2098 ปีที่แล้ว +1

    দরাজ কন্ঠের গান শোনে মুগ্ধ হলাম।ধন‍্যবাদ।

  • @sulatachakraborty4908
    @sulatachakraborty4908 3 ปีที่แล้ว +9

    প্রথমেই বলি কাজী নজরুল ইসলাম আমার কাছে দেবতা,আমার খুব প্রিয় শিল্পী।আমি নজরুল গীতি করি।তাঁর গান শুনলে আর কিছু চাইনা।তুষার স্যার এর কণ্ঠে কাজী নজরুল এর সুর কথা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে।কি অসাধারণ কণ্ঠ।যতবারই শুনি যেন সাধ মেটেনা।স্যার এর কণ্ঠে ,"না মিটিতে সাধ মোর নিশি পোহায়" এই গানটা অসাধারণ লাগে। হৃদয় উজাড় করে দেন গানের মধ্যে।আমার চোখে জল ধরে রাখতে পারিনা।আপনি ভালো থাকবেন স্যার।আমার শতকোটি প্রনাম কাজী নজরুল ইসলামএর চরণে🙏এবং শিল্পী তুষার স্যার এর চরণে।🙏🙏🙏🙏🙏

  • @MeraMohon
    @MeraMohon ปีที่แล้ว +1

    আহা অপূর্ব সুন্দর.....ক্লান্ত মন প্রান সব জুড়িয়ে গেল 🙏🙏

  • @santinathtapadar8300
    @santinathtapadar8300 6 ปีที่แล้ว +35

    অনবদ্য কন্ঠ!!!পন্ডিতজির কন্ঠে নজরুলগীতি হৃদয় ছুঁয়ে যায়.....।

    • @sulekhabhowmick8112
      @sulekhabhowmick8112 6 ปีที่แล้ว +2

      Asadharon

    • @nilkantobhowmik4220
      @nilkantobhowmik4220 2 ปีที่แล้ว

      হুম!
      বারংবার শুনতে ছুঁটে আসি।
      কেন ভালো লাগে তা নিজেই জানি না।
      বানিয়ে বলছি না;উনি আমার প্রাণ ছিনিয়ে নিয়ে গেল যেন!

    • @alakachakraborty4160
      @alakachakraborty4160 2 ปีที่แล้ว

      @@sulekhabhowmick8112p

  • @milonss27
    @milonss27 2 ปีที่แล้ว +9

    মন ভরানো কন্ঠ, প্রান ভরানো গায়কী। গানের পাশাপাশি তবলা শোনার জন্যে বারবার শুনতে ইচ্ছা হয়।

  • @jalaluddin6727
    @jalaluddin6727 14 วันที่ผ่านมา

    এক অনবদ্য পরিবেশনা। মুগ্ধ হয়ে শুনলাম।

  • @AsitKundu-e6h
    @AsitKundu-e6h 4 หลายเดือนก่อน

    একটাই কথা, আহা! আহ! আহা!
    যেমন সুরেলা কন্ঠ, তেমন সুন্দর!😊 সঙ্গত

  • @gopalauddy1978
    @gopalauddy1978 ปีที่แล้ว

    অপূর্ব সঙ্গীত পরিবেশন করেছেন।

  • @prabirdey4173
    @prabirdey4173 3 ปีที่แล้ว +3

    নজরুলগীতির জন্য একজন পূরিপূর্ণ গুনি শিল্পীকে আমরা অনেকদিন পর পেলাম ❤️❤️

  • @sutapaghosh7478
    @sutapaghosh7478 2 ปีที่แล้ว +1

    Hriday akrash mugdhatay bhare gelo
    Bhalo thakun guruji. Pranam neben.

  • @rupakroychoudhury9785
    @rupakroychoudhury9785 5 หลายเดือนก่อน

    অসাধারণ গায়কী। সামনের পাখিরা ফিরিলো কুলায় ফিরোজা বেগমের সঙ্গে তুলনীয়।

  • @ashasarkarsingerofficial4462
    @ashasarkarsingerofficial4462 ปีที่แล้ว +1

    Tusar Babu asadharan geyechen ai gan sune & geye boro hoyechi choto balar sriti mone pore galo thank you paponake

  • @humayunkabir6345
    @humayunkabir6345 2 ปีที่แล้ว +3

    সকাল সকাল এমন একটি এ্যালবাম শুনে দিন শুরু করতে পারার অনুভূতি চমৎকার!

  • @loknathservices2938
    @loknathservices2938 6 ปีที่แล้ว +9

    Wonderful dost
    Outstanding

  • @ratanbhattacharya4616
    @ratanbhattacharya4616 ปีที่แล้ว +1

    Darun! Darun! Dapoti gola, Nazrul soho annaya gan sunte chai 👏👏👏

  • @kashinathghosh5097
    @kashinathghosh5097 3 ปีที่แล้ว +7

    Panditji has a strong base of Hindustani Classical Music which reflects in the performance of Raag based Nazrulgeeti.
    Beautiful presentation. May Almighty bless you.

  • @mnislam9501
    @mnislam9501 9 หลายเดือนก่อน

    Excellent Dada Babu.Your voice very nice.God bless you.

  • @rebasarkar8789
    @rebasarkar8789 2 ปีที่แล้ว +2

    প্রায়ই শুনি আপনার গাওয়া গান। সকাল টা খুব ভালো হয়ে ওঠে। শুভেচ্ছা জানাই শিল্পী

  • @anilkumarbanerjee581
    @anilkumarbanerjee581 ปีที่แล้ว +1

    Jamon sur gayoki tamoni tobla sangot bah jobab nei.darun bhai.parboti Banerjee.

  • @golamsiddiqui9568
    @golamsiddiqui9568 6 หลายเดือนก่อน +1

    Many of Nazrul's songs are classical raga-based, so a classical singer only can give full justice to these songs. Panditji's rendition is one of the best thanks to his classical singing background সত্যিই অতুলনীয়৷ এপার বাংলা থেকে শুভকামনা রইল .

  • @malaganguly1013
    @malaganguly1013 5 ปีที่แล้ว +11

    Tushar bhai bhishon bhalo laglo ar Tabla Ki bolbo Biplob bhai ashadharon.Blessings to all artists.🙏🕉🌺

  • @himadrisaha6066
    @himadrisaha6066 2 ปีที่แล้ว +2

    শিল্পীর প্রতি শ্রদ্ধা ।অসাধারণ গেয়েছেন, অনেক দিন পর এত শ্রুতিমধুর নজরুলগীতি শুনলাম । ভরাট কণ্ঠে প্রতিটি গান খুবই অনরকম ভালো লাগলো, মনে হোল যেন এমন গান কতদিন শুনি নাই।তবলচি র প্রতিও শ্রদ্ধা, খুব সুন্দর বাজিয়েছেন।

  • @kaberisarkarghosh559
    @kaberisarkarghosh559 ปีที่แล้ว +2

    অপূর্ব সুন্দর।
    🙏🙏

  • @md.wahiduzzaman8011
    @md.wahiduzzaman8011 ปีที่แล้ว

    অসাধারণ, অনুভূতি অন্যরকম,যা ভাষায় প্রকাশ করা যায়না সবসময়।

  • @ProdipKumarRay-s2f
    @ProdipKumarRay-s2f ปีที่แล้ว +2

    OUR SWEETEST SONGS ARE THOSE THAT GIVE US THE SADDEST THOUGHT.EXCELLENT PONDITJEE AS WELL AS TABOLA.🙏🌹🌺💐

  • @sudhansusekharaditya4849
    @sudhansusekharaditya4849 3 ปีที่แล้ว +2

    তুমি নজরুল গীতি তে অনবদ্য ।মন ভরে যায় ।

  • @ilabanikdeb7103
    @ilabanikdeb7103 2 ปีที่แล้ว +2

    মন ভরে গেল, অনবদ্য গায়কী এবং অনবদ্য তবলা

  • @samdas9773
    @samdas9773 ปีที่แล้ว

    গান শুনে মনে খুব শান্তি পেলাম! তুষারবাবুকে অনেক ভালবাসা রইল !

  • @Sujitbiswas-lh6ze
    @Sujitbiswas-lh6ze 3 ปีที่แล้ว +2

    osadhron,monta vore gelo,aro onek onek gaaaaan chaiiiiiii

  • @sumitray3365
    @sumitray3365 2 ปีที่แล้ว +2

    যেমন গানের নির্বাচন তেমনই পরিবেশনায় চমৎকারিত্ব ।সাধু সাধু ।

  • @gitanjalimusicacademy9131
    @gitanjalimusicacademy9131 2 ปีที่แล้ว +2

    Khub bhalo laglo dada aro Najrul Giti sunte chai 🙏🙏

  • @nabilhidar6478
    @nabilhidar6478 5 ปีที่แล้ว +7

    Legend of Nazrul Geeti.

  • @bitolsarkar
    @bitolsarkar ปีที่แล้ว +1

    Nazrul geeti has come out so excellent in the voice of Pandit Tusar Dutta as he is a renowned classical vocal singer.Tabla accompaniment by Pt.Biplab Bhattacharya is also commendable.

  • @tumpaberaofficial8948
    @tumpaberaofficial8948 2 ปีที่แล้ว +1

    Asadharan mon chuye gelo

  • @kalammir2758
    @kalammir2758 2 ปีที่แล้ว +2

    আমায় নহে গো... শুনে সারা গায়ে goosebumps খেয়েছি বারবার! সাঁঝের পাখিরা ফিরিল কুলায়ে... প্রথম শুনলাম: জানি না এর চেয়ে ভাল আর কেউ গেয়েছেন!

  • @nilkantobhowmik4220
    @nilkantobhowmik4220 2 ปีที่แล้ว +2

    কেন যে এত ভালো লাগে তার কারণ খুঁজে পাই না!!

  • @md.imranhossain8885
    @md.imranhossain8885 ปีที่แล้ว

    আপনার প্রত্যেকটা গানই সুন্দর লেগেছে।

  • @bablubanerjee213
    @bablubanerjee213 3 ปีที่แล้ว +6

    খুব সুন্দর গায়কী,পিপাসা যেন মিটতেই চায় না।

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 2 ปีที่แล้ว +1

    আহা মন ছুঁয়ে গেলো অনবদ্য

  • @amarghosh6565
    @amarghosh6565 7 หลายเดือนก่อน

    অনন্য অনবদ্য অসাধারণ 🙏🙏🙏

  • @atowarwarsy
    @atowarwarsy ปีที่แล้ว +1

    Surer abeshe mogno ami,heyTapos babu,Emni karei Nazrul ke dharon korben ,Dhonnabad apnake.

  • @suchetaganguly4639
    @suchetaganguly4639 ปีที่แล้ว +2

    Every time Pandit Ji sings 'rakho mor hater pore' . there is a funny , discordant calling bell like sound..Like the kind you get on your smartphone when , your online delivery is complete 😅😅,...Couldn't help but notice it..Najrulgeets do no need much orchestration specially in PDT.Tushar Dutta's voice ..A simple harmonium and tabla is enough !

  • @BasudebDas-q1g
    @BasudebDas-q1g ปีที่แล้ว +1

    Amar mayer chandanar gawag gan gulo Sab sunchilapm khub bhalo laglo.

  • @tarundey6121
    @tarundey6121 ปีที่แล้ว +1

    Apurba, aro sunte chai

  • @ParnasreeMahapatra
    @ParnasreeMahapatra 6 หลายเดือนก่อน

    asadharon kichhu gan er ei album ti anabadyo. Shudhu ek jaigai ektu khotka laglo. janam janam gan ti te " Dake moru- kanonika" r poriborte " Dake mor pranonika" shunalm. er age shrodhyea Firoza Begum, Shrodhyeo Adhir Bagchi, dhiren Basu bibhinno shilpir konthe ei ganti sunechhi " Dake moru- kanonika" hisebe.

  • @tapannayan
    @tapannayan 2 ปีที่แล้ว +2

    gurujir গায়কী অসাধারণ
    প্রনাম
    বাংলাদেশ চিটাগং

  • @spdas6731
    @spdas6731 2 ปีที่แล้ว +3

    To me, he is the ultimate singer of Najrul geeti.

  • @sumantrapul5934
    @sumantrapul5934 2 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর গেয়েছেন দাদা, আপ্লূত হলাম, শুভ কামনা রইলো।

  • @ashishkumarbarua9534
    @ashishkumarbarua9534 2 ปีที่แล้ว +2

    অতুলনীয়।

  • @musicwithsrabani
    @musicwithsrabani 3 ปีที่แล้ว +4

    Mind-blowing, outstanding !!!!!!!!!!!!!
    🙏🙏🙏🙏

  • @F.M.J.U
    @F.M.J.U 6 หลายเดือนก่อน

    নজরুলের প্রতিটি গান এক একটি উত্তম কবিতা ও বটে। এমন অসম্ভব সুন্দর গান আর কেউ কোন দিন আমাদেরকে উপহার দিতে আসবে না। নজরুলের তুলনা শুধু নজরুলই শুধু।

  • @spdas6731
    @spdas6731 2 ปีที่แล้ว +3

    Bold out with heavenly voice.

  • @GoutamRoy-lm7rc
    @GoutamRoy-lm7rc 11 หลายเดือนก่อน

    কি বলবো গুরুজী প্রাণে শিহরন দিয়ে গেলো আপনার এ গান।

  • @nirmalbrahma9069
    @nirmalbrahma9069 ปีที่แล้ว

    কিছু আর বলার অপেক্ষা করেনা। সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় পাশে আছি। আপনি বাংগাল আমি ও বাংগাল। জয় হোক।

  • @kaberibanerjee9233
    @kaberibanerjee9233 2 ปีที่แล้ว +3

    আহা, অপূর্ব, ভীষণ ভালো লাগলো! কি অনবদ্য গায়কী, একজন প্রকৃত তৈরী শিল্পীই বুঝি এমন সুন্দর করে পারেন! ওনার ক্ল্যাসিক্যাল গান টেলিভিশনে Good morning Aakas-এ দু একবার শোনার সৌভাগ্য হয়েছে আমার। তেমন সুন্দর তবলা সঙ্গত, ভীষণ ভালো।

    • @swpandas9224
      @swpandas9224 2 ปีที่แล้ว

      Darun My Dear Lover Kaberi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

    • @md.mortuzakashem7115
      @md.mortuzakashem7115 8 หลายเดือนก่อน

      শ্রদ্ধেয় গুরুজী প্রনাম
      আমি আপনার একজন ভক্ত
      আপনার সাথে সাক্ষাত করতে চাই, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা কি ভাবে পেতে পারি ?
      জানালে কৃতজ্ঞ হব ।

  • @utpalsengupta1589
    @utpalsengupta1589 ปีที่แล้ว +1

    Excellent Tabla also anbadya .

  • @jhumurbanerjee8109
    @jhumurbanerjee8109 4 ปีที่แล้ว +4

    Asadharon.
    Pronam.

  • @swagatadas4388
    @swagatadas4388 6 ปีที่แล้ว +7

    Darunnnn laglo.

  • @malanath7327
    @malanath7327 3 ปีที่แล้ว +2

    Ahaaaa.....ki modhur ❤

  • @blazex3341
    @blazex3341 ปีที่แล้ว +1

    Sundor khbi sundor.

  • @omarfaruque5967
    @omarfaruque5967 ปีที่แล้ว +1

    NAZRUL BLOOMED WITH YOU ALL THE SINGERS...

  • @debasischakraborty3693
    @debasischakraborty3693 7 หลายเดือนก่อน

    খুবই ভাল লাগল নমস্কার।

  • @alokchowdhury3671
    @alokchowdhury3671 3 ปีที่แล้ว +1

    Sotty khub bhalo laglo gan shune. Bajnar aadhikkko nei, aajkaal ja atoi shunte paoa jai, gaan shekhane ditio sthan e thake.

  • @malaychakraborty689
    @malaychakraborty689 6 ปีที่แล้ว +5

    অসাধারন ........................

  • @jagannathkhanra5676
    @jagannathkhanra5676 3 ปีที่แล้ว +1

    Asadharan,ae gayakir sathe classic gharan jathajatha thik rekhe ki apurba tabla sangat korlen adhunikatar chonya diye.Mantavore galo.Dujanei pranam neben.

  • @banasreemondal7044
    @banasreemondal7044 4 ปีที่แล้ว +1

    Ki geyecho go dada ...mon pran chnuye gelo ....pronam nio go

  • @sankarpal8615
    @sankarpal8615 ปีที่แล้ว

    আহা কি সুন্দর ! মন ভরে গেল , বারবার শুনলেও আশ মেটে না । dt. 12/12/2023.

  • @tulikachakladar326
    @tulikachakladar326 5 ปีที่แล้ว +5

    অসাধারণ লাগল

  • @ramasamanta6466
    @ramasamanta6466 6 ปีที่แล้ว +9

    দারুন, মুগ্ধ হলাম, প্রনাম

  • @tusarbanerjee8079
    @tusarbanerjee8079 2 ปีที่แล้ว +2

    অসাধারণ গান গেয়েছো বন্ধু (তুষার) আর অপূর্ব তবলা সহযোগিতা আমার ভাইয়ের (বিপ্লবের), অতুলনীয়। দুজনের জন্যই অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

  • @Nazia_the_music_lover_
    @Nazia_the_music_lover_ 3 ปีที่แล้ว +1

    খুব প্রিয় এই অ্যালবামটা। প্রায়ই শুনি। অদ্ভুত ভাল লাগে।