জেনার ডা‌য়োড কি এবং কিভা‌বে কাজ ক‌রে । Zener diode as a voltage regulator. All about ZENER DIODE.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • জেনার ডা‌য়োড কি এবং কিভা‌বে কাজ ক‌রে । Zener diode as a voltage regulator. All about ZENER DIODE.
    এই ভি‌ডিও‌তে আপনারা জেনার ডা‌য়োড সম্পর্কে বিস্তা‌রিত খুব সহজ ভা‌বে জান‌তে পার‌বেন । কারন আমি প্র‌তিটা বিষয় animation এর মাধ্য‌মে খুব সহ‌জে বোঝা‌নোর চেষ্টা ক‌রি । Electrical বা Electronics এর প্র‌তিটা component e খুব গুরুত্বপূর্ন হয় । কাজ করার ক্ষে‌ত্রে এগু‌লো সম্প‌র্কে প‌রিস্কার ধারনা থাকা জরু‌রি । এই ভি‌ডিও থে‌কে আপনারা জান‌তে পার‌বেন, জেনার ডা‌য়োড কি এবং কিভা‌বে কাজ ক‌রে । তাছাড়া কিভা‌বে জেনার ডা‌য়োড ব্যবহার কর‌তে হয় ।
    তাই Video টি পু‌রো পু‌রি দেখার অনু‌রোধ রই‌লো । ছোট্ট একটা video তে আস‌লে সব কিছু বলা সম্ভব হয় না । য‌দি কিছু বাদ প‌ড়ে যায়, বা আপনার ম‌নে কো‌নো প্রশ্ন থা‌কে তাহ‌লে অবশ্যই comment box a লি‌খে জানা‌বেন । ইনশা আল্লাহ আমি চেষ্টা কর‌বো reply দেওয়ার ।
    ENGINEERING TECHNOLOGY
    channel এর পা‌শে থাকার জন্য
    আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
    #zenerdiode
    #diode
    #zener
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 621

  • @mdmubeen563
    @mdmubeen563 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম
    আমি একজন ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এর ছাত্র। ক্লাস করার পাশাপাশি যদি আপনার ভিডিও গুলো দেখা যায় তবে পড়াগুলো আয়ত্ত করতে সহজ হবে। আপনার বুঝানোর ধরন অত্যন্ত ভালো এবং আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি।
    যার কারনে আপনাকে
    ধন্যবাদ জানাচ্ছি।
    আপনার কাছে অনুরোধ থাকবে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এর প্রথম পর্বের
    "বেসিক ইলেকট্রনিক্স এবং বেসিক ইলেকট্রিসিটি " বইয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও বানানোর জন্য। এতে করে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স বিভাগে যে সকল শিক্ষার্থীরা পড়ছেন তাদের পাঠ্য বিষয় গুলো আয়ত্ত করতে সহজ হবে।
    আপনাকে আবারো
    ধন্যবাদ
    কষ্ট করে এধরনের শিক্ষনীয় ভিডিও তৈরি করার জন্য।
    আশা করব আপনি ইলেকট্রনিক্সের শিক্ষার্থীদের কথা ভেবে অধ্যায়ভিত্তিক পাঠ্যবইয়ের ভিডিওগুলো আমাদের জন্যে আলোচনা করবেন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      wa aalaikumus salam.. Ami try korbo ai topic gulo niye kotha bolar.
      Thank you very much vai.

  • @AnandaSarker-w3i
    @AnandaSarker-w3i ปีที่แล้ว +6

    ভাইয়া কি বলব,,,,আপনার বোঝানো+3d অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিটা পুরায় আগুন❤️‍🔥....অনেক অনেক ধন্যবাদ,,,,এত সুন্দরভাবে বোঝানোর জন্য

  • @munirzaman4769
    @munirzaman4769 5 หลายเดือนก่อน +2

    অসাধারণ বুঝিয়েছেন স্যার‌ আমি দেশের বাইরে থাকি‌ । দেশে‌ এবং বিদেশে প্রাই‌ বিশ‌ বছর যাবত‌ ইলেকট্রিক কাজ‌ করি‌ । তবে ইলেক্ট্রনিক্স সম্পর্কে আমার ধারণা কম‌ । আমি যদি‌ দেশে আসি‌ তিন চার মাস আপনার সাথে ক্লাশ‌ করতে‌ পারবো‌ কি ? ক্লাশ‌ বলতে পারেন অথবা আপনার সহযোগি বলতে‌ পারেন‌ । বিনিময়ে কিছু লাগবে না।

  • @mxmelon8925
    @mxmelon8925 ปีที่แล้ว

    যদিও আগেই জানতাম যিনার ডায়োড কি,,, তবুও দেখলাম,,অনেক সুন্দর হয়েছে ভিডিও,,,

  • @SumaiyaPayel-m2o
    @SumaiyaPayel-m2o หลายเดือนก่อน

    Sir thank you.
    Apner class guli osadharon.
    💜💜💜

  • @rakib9396
    @rakib9396 ปีที่แล้ว +1

    তোমার প্রত্যেকটা ভিডিও দেখেছি,, বাংলায় এরকম একটা চ্যানেল খুব প্রয়োজন ছিল,, এগিয়ে যাও ভাই।।
    চ্যানেল যখন আরো বড় হবে আমার কথা ভুলে যেওনা।। নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তুমি সফল হবে।। নিকোলা

  • @synulhaque9964
    @synulhaque9964 2 ปีที่แล้ว +1

    খুব উপকারে আসবে আপনার ভিডিও, আপনাকে অনেক ধন্যবাদ।।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      MOST WELCOME VAI..
      Engineering Technology চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @কামিয়াবীরশ্রেষ্ঠপথ

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ প্রথম মহান আল্লাহ তাআলার শোকর আদায় করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার প্রোগ্রামগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার জানতে ইচ্ছে করে আপনি কিভাবে এতসব ডিটেলস বুঝতে পেরেছেন বহুদিন পরে আপনার মত একজন দক্ষ মানুষ পেয়ে খুব খুশি হলাম আল্লাহ তায়ালা কাছে আপনার দুনিয়াতে কল্যাণ কামনা করি আর আখেরাতে মুক্তির কামনা করি

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว +2

      ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, আমার ছোট বেলা থে‌কেই এসবের প্র‌তি খুব আগ্রহ । আমি Diploma in Engineering শেষ ক‌রেছি Electronics department থে‌কে । তাছাড়া আমি এগু‌লো সম্প‌র্কে online a অনেক ঘাটাঘা‌টি ক‌রে‌ছি ।
      আ‌মি ছোট বেলা থে‌কেই থিও‌রির চে‌য়ে প্র্যাক‌টিক্যাল বে‌শি পছন্দ ক‌রি । কিন্তু আমা‌দের Education system বে‌শির ভা‌গি থিও‌রির ওপর নির্ভর ক‌রে । সেজন্য কো‌নো একটা জি‌নিস বাস্ত‌বে কিভা‌বে কাজ ক‌রে, বা বাস্তব জীব‌নে ঐ জি‌নিসটার কি কাজ, তা জান‌তেই অনেক সময় লে‌গে যায় । আমি যখন নতুন নতুন এগু‌লো শিখ‌তে ছিলাম, তখন খুব ছোট ছোট বিষয় গু‌লো জানার জন্যও আম‌া‌কে অনেক মানু‌ষের কা‌ছে ঘুরতে হ‌য়ে‌ছে । কখ‌নো মন ম‌তো answer পে‌য়ে‌ছি, কখ‌নো পাই নি ।
      তাই আল্লাহ আমা‌কে যে সামান্য জ্ঞানটুকু দি‌য়ে‌ছে, আমি তা সবার মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দি‌তে চাই । যেন নতুন যারা এগু‌লো‌কে শিখ‌ছে, তারা যেন খুব সহ‌জেই একটা সম্প‌র্কে বুঝ‌তে পা‌রে । আমি যেমন ছোট একটা বিষয়ের জন্য মানু‌ষের কা‌ছে ঘু‌রে‌ছি, অন্য কারওর যেন এমন ঘুর‌তে না হয় ।
      ইনশা আল্লাহ, আমি চেষ্টা ক‌রে যা‌বো এই ধর‌নের R ও অনেক অনেক video তৈ‌রি করে মানুষের উপকার করার ।
      জাযাকাল্লাহু খাইরান.. ❤

  • @Mdnasiruddin56
    @Mdnasiruddin56 4 หลายเดือนก่อน

    Vai 2 ta video dekhei apnar fan hye geci

    • @Engineering-Technology
      @Engineering-Technology  3 หลายเดือนก่อน

      সকল প্রশংসা আল্লাহর জন্য । ❤

  • @puspensarkar3984
    @puspensarkar3984 ปีที่แล้ว +3

    সত্যি দাদা আপনি অ্যানিমেশন দ্বারা বিষয় টাকে এতো সুন্দর করে বুঝিয়েছেন তা অনবদ্য।

  • @rubelhasan2919
    @rubelhasan2919 2 ปีที่แล้ว

    ভাই, আপনি খুব সুন্দর ভাবে বুঝাতে পারেন। আলহামদুলিল্লাহ। বাসায় নিজ হাতে কিভাবে বিভিন্ন মাপের ইন্ডাক্টার তৈরী করাযায়! তা যদি আপনি ভিডিওতে বলতেন; তাহলে বুঝতাম মনেহয়। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন! (আমীন)

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      ভাইয়া, নোট ক‌রে রাখলাম, ইনশা আল্লাহ, এই ট‌পি‌কে Video আস‌বে ।

  • @playzone7868
    @playzone7868 ปีที่แล้ว

    ভাই দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার নাই। ভালোবাসা নিবেন ❤

  • @shimuladhikary5386
    @shimuladhikary5386 2 ปีที่แล้ว

    বলার অপেক্ষা রাখে না, ভালো হয়েছে। এক কথায় দারুন..... হয়েছে।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ভাই ।
      Engineering Technology চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @shawnbiswas5557
    @shawnbiswas5557 2 ปีที่แล้ว

    অসাধারণ ভাই। আমি একজন ইন্জিনিয়ারিং স্টুডেন্ট। আপনার ভিডিও গুলো আমাকে অনেক কিছু বুঝতে সাহায্য করে... নিয়মিত ভিডিও চাই...

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว +1

      ইনশা আল্লাহ ভাইয়া, চেষ্টা কর‌বো ।
      আ‌মিও একজন Student । এজন্য পড়া‌লেখার চা‌পে একটু দে‌রি হ‌য়ে যায় ।
      কিন্তু দে‌রি হ‌লেও চেষ্টা ক‌রি কুয়া‌লি‌টি ঠিক রাখার ।
      ধন্যবাদ

  • @md.mohosinshemul863
    @md.mohosinshemul863 ปีที่แล้ว

    কিছু শিখলাম, ধন্যবাদ।

  • @habiullah8362
    @habiullah8362 2 ปีที่แล้ว

    ভাইয়া
    আপনার বুঝানো অনেক ইউনিক সুন্দর। ৫৫৫, সিফট রেজিস্টার, সাইন-স্কয়ার ওয়েভ তৈরি, স্টাব্লাইজ আইসি, ফ্যাড ইত্যাদি নিয়ে ভিডিও বানান………

  • @rajottohinsamratakbor5099
    @rajottohinsamratakbor5099 2 ปีที่แล้ว

    ওয়াও ভাই, আপনার ভিডিগুলো অনেক উপকৃত করে।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
      এই চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @AvijitMukherjee-bf3tf
    @AvijitMukherjee-bf3tf 7 หลายเดือนก่อน

    অসাধারন লাগল। নমস্কার। 😊

  • @zannatulferdaus8396
    @zannatulferdaus8396 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিওগুলো খুব হেল্প ফুল। আল্লাহ আপনার প্রতি রহমত এবং সহায় হোন। আপনি থ্রি পিন পটেনশিওমিটারের একটি ভিডিও তৈরি করুন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ji vaiya ami try korbo.
      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @mdrezaulkarim7619
    @mdrezaulkarim7619 ปีที่แล้ว

    খুবই দরকারি ভিডিও

  • @Mrredwanshiks
    @Mrredwanshiks 5 หลายเดือนก่อน +1

    তারাতারি কমেণ্ট করি বেশি লাইক পাব (অনেক ভালো লাগল)👦🏻

  • @SakibulHasan-oe3yv
    @SakibulHasan-oe3yv ปีที่แล้ว

    Via apnar sobgulo vedio Amar dekha sheesh asha Kori olpo kisu diner moddhe aro notun kisu bujar moto vedio diben inshallah

    • @Engineering-Technology
      @Engineering-Technology  10 หลายเดือนก่อน +1

      Ji vaiya.. Insha Allah,, next video is coming soon.

  • @tapasmahato9356
    @tapasmahato9356 ปีที่แล้ว

    Sir polytechnic 3 sem ar video banaben subscribe korlam chenel ta ....thank you your beautiful discuss of zener diode

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      kon kon topic a video dekhte chan oi topic ta amake janaben, ami try korbo.
      THANK YOU

  • @moniruzzamanmonir6370
    @moniruzzamanmonir6370 2 ปีที่แล้ว

    এরকম ভালো ভালো ভিডিও আরো চাই অনেক সুন্দর হয়েছে

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
      এই চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @signalmastardiy949
    @signalmastardiy949 11 หลายเดือนก่อน

    Vai Ami electronic lover....apnar video Amar onek valo legeche...tai subscribe korlam ....Amar akta question ❓❓ ase Jodi ans,,,,den tahole onek upokar hobe ...Ami chaichi 12v thke jenar diod er maddhome 12v output nite but akhane .8v drop hocche ...amn Kono doid ase ja voltage drop korbe na

    • @Engineering-Technology
      @Engineering-Technology  11 หลายเดือนก่อน

      12 volt theke 12 volt nite chaile to kono Diode ta onno kono kisur dorkar nai vaiya.
      Sob diode e kom besi voltage drop kore.
      Thank you

  • @newazmorshedremon5118
    @newazmorshedremon5118 27 วันที่ผ่านมา +1

    জেনার ডায়োডে ভোল্টেজ ৫.১ থাকার কথা না? আপনি ভিডিওতে বললেন অতিরিক্ত ভোল্টেজ জেনার ডায়োড এর মধ্যে দিয়ে যায়!!!!! এটি কীভাবে!!!! লোড আর জেনার ডায়োড এর ভোল্টেজ সেইম হবার কথা না?

  • @mmsrefat5957
    @mmsrefat5957 2 ปีที่แล้ว

    আপনার কথার বলা এবং ভালো ভাবে বুঝাতে পারেন ভাই অনেক সুন্দর হয়েছে
    একটি মাত্র ভিডিও দেখে আপনার চ্যানেলকে সাচক্রাইব করেছি, ভালবাসা রইলো ভাইয়ের জন্য ❤️❤️❤️

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
      Engineering Technology চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @mdmdatik9505
    @mdmdatik9505 ปีที่แล้ว

    ভাইয়া এরোকম ভালো ভালো আরো ভিডিও চাই

  • @sayemahmad562
    @sayemahmad562 9 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য।

  • @shahinurkhatun4017
    @shahinurkhatun4017 2 ปีที่แล้ว +2

    অসাধারণ ❤️❤️

  • @abdulgaffarmollajaynagar4389
    @abdulgaffarmollajaynagar4389 ปีที่แล้ว

    KHUB SUNDOR VABE BOJHANOR JONNO SUKRIA/ DHONNOBAD

    • @Engineering-Technology
      @Engineering-Technology  9 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @tapanchandrachandra4268
    @tapanchandrachandra4268 2 ปีที่แล้ว

    Diac ar traic er bapar a video akta video banala khub valo hoa.

  • @abujarrahman8823
    @abujarrahman8823 ปีที่แล้ว

    Owww vi valo lagche

  • @kishorkumer4675
    @kishorkumer4675 ปีที่แล้ว

    অসাধারণ একটি ভিডিও

  • @ARCHIVEBD37
    @ARCHIVEBD37 ปีที่แล้ว

    Vai aponi onek sondor kore bujan Massallah.
    Push Pull Amplifier bujtechai. Push Pull Amplifier bastob bebohar kothai and work of principal bujte chai.

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

    • @ARCHIVEBD37
      @ARCHIVEBD37 ปีที่แล้ว

      @@Engineering-Technology thanx vai. Amplifier singnal golo amar kase complex lage signal golo ki babe boro hoi bujina. Appnar video dekte chai. Class A B C AB Push pull
      Ami boi porsi but concept golo clear na.

  • @BITENWORK
    @BITENWORK 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @gopalchandrabiswasassistan7769
    @gopalchandrabiswasassistan7769 2 ปีที่แล้ว

    ভাল লাগলো।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
      এই চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @rsemon7124
    @rsemon7124 2 ปีที่แล้ว +2

    Good job bro.🤟 one day you will succeed. 🇧🇩🥰

  • @md.shahadatsunny2516
    @md.shahadatsunny2516 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয়

  • @m.rrobiul.islam.1126
    @m.rrobiul.islam.1126 2 ปีที่แล้ว

    ভাইয়া ভালো লেগেছে,ভাই , P N P, N P N,কি ভাবে বুঝা যায়,এবং বেজ, কাল্কেটর, ইমিলেটর,কিভাবে বুঝায়,একটু দয়া ভিডিওটা দেবেন।

  • @piyassarkar4809
    @piyassarkar4809 2 ปีที่แล้ว

    The video is very beautifull

  • @biswajitbiswas3835
    @biswajitbiswas3835 2 ปีที่แล้ว

    বাঃ বোঝানোর কায়দাটা বেশ ভালো। আরও এগিয়ে যাওয়ার শুভেচ্ছা রইলো।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
      এই চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @pallabmondal7389
    @pallabmondal7389 ปีที่แล้ว

    স্যার আপনার কথা খুব ভালো লাগলো।

  • @rubelhasan2919
    @rubelhasan2919 2 ปีที่แล้ว

    LC মিটারের মাধ্যমে, ইন্ডাক্টার তৈরীর নিয়ম, সার্কিটে কি ধরনের ম্যাগনেটিক ফিল্ডের জন্য, কেমন কোর ব্যবহার করতে হয় ও কত গেজের তার ব্যবহার করতে হয়। এমন একটি ভিডিও দেয়ার জন্য, ভাই আপনাকে অনুরোধ করে যাচ্ছি!

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      ভাইয়া, অসংখ্য ধন্যবাদ comment করার জন্য । বর্তমা‌নে electronics and Electrical component নি‌য়ে একটা সি‌রিজ চল‌ছে তো, এটা শেষ হ‌লেই ইনশা আল্লাহ Inductor নি‌য়ে কাজ কর‌বো ।

  • @Rahadjewel
    @Rahadjewel 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ আল্লাহ্ আপনকে বুঝিয়ে বলার জ্ঞান দান করেছেন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
      এগু‌লো ছাড়াও এমন অনেক video এই চ্যা‌নে‌লে আছে, ঐ গু‌লো দেখার জন্য অনু‌রোধ রই‌লো । হয় তো ঐগু‌লো আপনার উপকা‌রে আস‌বে ।
      ধন্যবাদ ।

  • @Wahid3137
    @Wahid3137 2 ปีที่แล้ว +1

    এক কথায় অসাধারণ
    ভাইয়া সম্ভব হলে সকল ধরনের লাইট এর বিষয়ে একটি ভিডিও দিয়েন।
    যেমন
    এল ই ডি লাইট কোন পদার্থ দিয়ে তৈরী হয় এবং এর আলো দেওয়ার কারন
    ইত্যাদি

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว +1

      OK vaiya. Note kore rakhlam. Insa Allah Light Emitting Diode er video asbe.

  • @dipakchakraborty2495
    @dipakchakraborty2495 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
      Engineering Technology চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @ShirinSumaiya-cu5mx
    @ShirinSumaiya-cu5mx 4 หลายเดือนก่อน

    onek valo laglo video ta thank you ❤❤

    • @Engineering-Technology
      @Engineering-Technology  3 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @abulbasar4745
    @abulbasar4745 5 หลายเดือนก่อน

    অসাধারণ ❤ সাবস্ক্রাইব করে দিলাম

    • @Engineering-Technology
      @Engineering-Technology  4 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @mr.rakib...420
    @mr.rakib...420 ปีที่แล้ว

    ভাই অনেক সুন্দর হয়েছে। এগিয়ে যান ভাই

  • @MahidulIslam-l2y
    @MahidulIslam-l2y 5 หลายเดือนก่อน

    আপনার ভিডিও গুলো সেই লেভেলের হয় । আর মিউজিক না দেওয়ার জন্য জাজাকাল্লাহ

  • @joliynill2430
    @joliynill2430 2 ปีที่แล้ว

    একটা জেনার ডায়োড দারা বড় একটা লোডের ভোল্ট স্থীর রাখা প্রাক্টিকালি দেখালে ভালো হতো।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      শুধু মাত্র জেনার ডা‌য়োড দি‌য়ে বড় লোড‌কে control করা যা‌বে না । সা‌থে R ও কিছু component use কর‌তে হ‌বে ।
      আমি চেষ্টা কর‌বো ইনশা আল্লাহ ।
      ধন্যবাদ ।

  • @Sadekulislam-s4t
    @Sadekulislam-s4t 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই

  • @akashbarai4409
    @akashbarai4409 หลายเดือนก่อน

    Ami akta rauter er jonno ups banate chai. Tate rauter 9v- 0.6A er. Akhon kon zenar dioade use korbo. And kon register use korbo

  • @coolitsbeast_7989
    @coolitsbeast_7989 ปีที่แล้ว

    ভাইয়া আপনার প্রত্যেকটা ভিডিও অসাধারণ,,, কিন্তু ভাইয়া আমি মাএ ইন্টার ফার্স্ট ইয়ারে,,, ইলেকট্রনিক্স টেকনোলজি নিছি,,,আর ইলেকট্রনিক্স বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো ধারনা নেই,,,,, এখন আপনার ভিডিও কোথা থেকে শুরু করলে ইলেকট্রনিকস টেকনোলজি বিষয়টা আমি ভালোভাবে বুঝতে পারবো,, প্লিজ যদি বলতেন ♥️🌻

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ভাইয়া আমার হি‌সে‌বে Electronics শেখার প্রথম ধাপ হ‌চ্ছে বি‌ভিন্ন ইলেক্ট্র‌নিক্স কম্প‌োনেন্ট সম্প‌র্কে জানা । এগু‌লো কি কাজ ক‌রে, এগু‌লো কেন Use করা হয় কোথায় use করা হয় ।
      বি‌ভিন্ন component ‌যেমন রে‌জিস্টর, ট্রান‌জিস্টর, ডা‌য়োড, etc etc.
      আমার চ্যা‌নে‌লে এগু‌লো সম্প‌র্কে video আছে, আপ‌নি সেগু‌লো দেখ‌তে পা‌রেন ।
      আ‌মি নতুন দের জন্যই video বানায়, তাই আপ‌নি আমার video গু‌লো দেখতে পারেন, আশা ক‌রি উপকা‌রে আস‌বে ।
      ধন্যবাদ ।

  • @MDsakilkhan-su9ve
    @MDsakilkhan-su9ve ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবেন

  • @md.rashelahamed536
    @md.rashelahamed536 4 หลายเดือนก่อน

    অসাধারণ

  • @pikumaity4195
    @pikumaity4195 2 ปีที่แล้ว

    দাদা আপনার বোঝানো স্টাইলটা অসাধারণ।❤❤

  • @sajedulsinha6766
    @sajedulsinha6766 2 ปีที่แล้ว

    very very good post

  • @BABUKHAN-bq3kg
    @BABUKHAN-bq3kg 2 ปีที่แล้ว

    খুব সুন্দর উপস্থাপন,, ধন্যবাদ ভাই

  • @ariyensakib84
    @ariyensakib84 2 ปีที่แล้ว

    very good explain

  • @hsobuj2259
    @hsobuj2259 2 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও

  • @mdsharifulislam7847
    @mdsharifulislam7847 ปีที่แล้ว

    মাশাআল্লাহ

  • @salamelectronics
    @salamelectronics 2 ปีที่แล้ว

    Good information

  • @livegopalgonj5240
    @livegopalgonj5240 2 ปีที่แล้ว

    kub sundor .......................

  • @arunmukhopadhyay8957
    @arunmukhopadhyay8957 2 ปีที่แล้ว +6

    Very nicely explained and analyzed. I think now the entire system has become very much accessible and useful.
    Thank you very much and , awaiting many more such interesting and untold lessons.
    Bhalo thakben.

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว +1

      Glad it was helpful! THANKS A LOT.. for your inspiration..

    • @monsterone5553
      @monsterone5553 ปีที่แล้ว

      Yes

    • @mdfirozahmed1490
      @mdfirozahmed1490 ปีที่แล้ว

      vai amar npcbl ar viva exam ama k electronics maintenance kichu video diben

  • @NurTune360
    @NurTune360 2 หลายเดือนก่อน

    ❤নাইছ

  • @uzzolhussen7905
    @uzzolhussen7905 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপনা।

  • @abhijitsarkar8267
    @abhijitsarkar8267 2 ปีที่แล้ว

    দাদা মস্ফেট এর উপরে একটা ভিডিও বানান। এই কম্পনেন্ট টা কি একটু বিশদে বলুন....

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      THANK YOU SO MUCH..
      Mosfet er opor detail video asbe INSA ALLAH.

  • @masummia135
    @masummia135 3 หลายเดือนก่อน

    Good video,

  • @bidisha6989
    @bidisha6989 2 ปีที่แล้ว

    Outstanding way of speech

  • @জনায়েতমাসুম
    @জনায়েতমাসুম 10 หลายเดือนก่อน

    অসাধারন উপস্থাপন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  10 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @SUMON-gm4qs
    @SUMON-gm4qs 8 หลายเดือนก่อน

    Thank you sir❤❤❤❤

  • @gameinglivechannel3536
    @gameinglivechannel3536 2 ปีที่แล้ว

    Ldr মাধ্যমে দিনের বেলা 220 voltage Ac bulb কে বন্ধ ও রাতে জ্বালানোর প্রক্রিয়া একটা ভিডিও বানান

  • @Barishal-Funny
    @Barishal-Funny ปีที่แล้ว

    ভাই অপটোকাপলার নিয়ে ভিডিও চাই কি ভাবে ফোন চার্জার সার্কিটে কাজ করে

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      অপটোকাপলার নিয়ে Already একটা complete video এই চ্যা‌নে‌লে তৈ‌রি করা আছে, সেটা দেখার জন্য অনু‌রোধ রই‌লো ।
      ধন্যবাদ ।

  • @MdJahid-vc9fc
    @MdJahid-vc9fc 2 ปีที่แล้ว

    সুন্দর আলোচনা হয়েছে ধন্যবাদ স্যার

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
      এই চ্যা‌নে‌লে এমন বেশ কিছু video আছে । সেগু‌লোর দেখার অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @jhsumonkhan5473
    @jhsumonkhan5473 2 ปีที่แล้ว

    Vaiya matherbord niye akta vedio koren.kivave matherbord a electron pass hoye semiconductor a power py

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      ei bisoy ta bujhte hole age apnake component gulo somporke valo dharona rakhte hobe. tar por sohoj sohoj circuit kivabe kaj kore sei bisoy ta jante hobe.
      ami try korbo ei dhoroner video bananor.
      THANK YOU.

  • @sariulislamofficialbd
    @sariulislamofficialbd 2 ปีที่แล้ว

    Nice explain.
    Vai DC to AC kivabe convert kora jai?

  • @Mohobbathossain
    @Mohobbathossain ปีที่แล้ว

    ভাই দয়া করে একটা EXIT লাইটের সার্কিট নিয়ে আলোচনা করেন

  • @mirajulislam5228
    @mirajulislam5228 ปีที่แล้ว

    Excellent vi

  • @uzzalmia3249
    @uzzalmia3249 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিও অনেক সুন্দর, আপনার কাছে কাজ শিখতে চাই,
    যোগাযোগ কি ভাবে করব ?

  • @shamolroy8512
    @shamolroy8512 2 ปีที่แล้ว

    আশাকরি পরবর্তীতে ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রজেক্ট তৈরী নিয়ে ভিডিও করবেন।

  • @srideepbanerjee1400
    @srideepbanerjee1400 2 ปีที่แล้ว

    Very good explanation 🙏🙏👌👌👍👍🙏

  • @epsitpaul9925
    @epsitpaul9925 2 ปีที่แล้ว

    পোলিং ক্যাপাসিটর এর তাপমাত্রা অতিরিক্ত বাড়তে থাকলে, সেখানে জেনার ডায়োড ব্যবহার করা যেতে পারে??

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      Voltage কে regulate করার জন্য আপ‌নি জেনার ডা‌য়োড use কর‌তে পারেন । কিন্তু বে‌শি লোড use কর‌তে পার‌বেন না ।
      যত ভো‌ল্টের লাইন, তার চে‌য়ে দেড় থে‌কে ২ গুন বে‌শি voltage এর ক্যাপা‌সিটর use ক‌রেন, তাহ‌লে গরম হ‌বে না । R ব্লাস্ট হওয়ারও ঝু‌কি থাক‌বে না ।
      ধন্যবাদ ।

  • @heartpain9741
    @heartpain9741 2 ปีที่แล้ว

    ভাইয়া আপনার কথাগুলো খুবই ভালো লাগে কিন্তু আপনি কথা একটু দ্রুত বলেন দয়া করে যদি আরেকটু আস্তে করে বলেন তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারব আপনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন মাফ করবেন বেশি বলার জন্য

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনার বুঝ‌তে অসু‌বিধা হয়ে‌ছে তার জন্য দুঃখিত ভাইয়া । আপ‌নি বর্তমান VIDEO গু‌লো দেখ‌তে পা‌রেন, সেগু‌লো বুঝ‌তে হয় তো অসু‌বিধা হ‌বে না ।
      ধন্যবাদ ।

  • @Mech850
    @Mech850 ปีที่แล้ว

    Bhaiya Mosfet diye akta project banan ...mosfet je explain korechen ta valo vabe bujhte pari ni

  • @bangalibabu7502
    @bangalibabu7502 2 ปีที่แล้ว

    voltage protection circuit এর একটা ভিডিও বানাবেন সময় হলে।

  • @mdradwan963
    @mdradwan963 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @mohammadrashedpatwary6731
    @mohammadrashedpatwary6731 ปีที่แล้ว

    SSR নিয়ে একটা ভিডিও দেন ভাই,

    • @Engineering-Technology
      @Engineering-Technology  10 หลายเดือนก่อน

      Solid state relay ?
      ok আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

  • @mdhassibulhassansshanto9448
    @mdhassibulhassansshanto9448 4 หลายเดือนก่อน

    nice❤

  • @faheemwp
    @faheemwp ปีที่แล้ว

    Josh!!!

  • @bikramdeb8459
    @bikramdeb8459 2 ปีที่แล้ว

    thanks for new video😉👌

  • @sayedlabib4403
    @sayedlabib4403 2 ปีที่แล้ว

    your youtube future is bright . carry on bro.

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      ইনশা আল্লাহ,, আল্লাহ ভরষা ভাই ।
      Thanks a lot, for your inspiration.

  • @frhadmohammad3748
    @frhadmohammad3748 ปีที่แล้ว

    Amazing teaching skill

  • @hasanbeli4021
    @hasanbeli4021 ปีที่แล้ว

    2 ta zinner diode series kore ki 5+5=10 volt neya jabe phn charger theke??

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ok ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

  • @ShahinBarki
    @ShahinBarki 2 ปีที่แล้ว

    great

  • @pikumaity4195
    @pikumaity4195 2 ปีที่แล้ว

    দাদা আপনি একটা থ্রি ফেজ মোটর সম্পর্কে ভিডিও বানান। ❤❤❤❤❤❤

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว +1

      Ok vaiya. Note kore rakhlam. Insa Allah ai topic a video asbe.

    • @pikumaity4195
      @pikumaity4195 2 ปีที่แล้ว

      @@Engineering-Technology thank you dada. #

  • @sakirgazi2155
    @sakirgazi2155 8 หลายเดือนก่อน

    Alhamdulila

    • @Engineering-Technology
      @Engineering-Technology  7 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @amalkumarsutradhar3539
    @amalkumarsutradhar3539 2 ปีที่แล้ว

    Good teaching brother

  • @arindamn4880
    @arindamn4880 2 ปีที่แล้ว

    Very good explanation