প্রায় প্রতিদিন গানটি একবার হলেও শুনি। প্রতিরাতে মেয়েকে ঘুম পাড়ানোর সময় গাই, চোখে জল আসে। মৃত্যু যেদিন আসবে সেই মুহুর্তেও এই গানটি, শুধুমাত্র এই গানটিই শুনতে চাই। সশ্রদ্ধ প্রণাম স্রষ্টাদের।
অনেকেই পঙ্কজ কুমার মল্লিকের গুণগান করছেন। তাই একটি ছোট তথ্য দিয়ে রাখি, এই গানটিতে সুর দিতে পঙ্কজবাবুকে সাহায্য করেছিলেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। রবি ঠাকুরের লেখা গান, বীরেন বাবু এবং পঙ্কজবাবুর যুগ্ম দক্ষতা, তদুপরি হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ কণ্ঠ- এই তিনের সংমিশ্রণেই এমন অসাধারণ মায়াময় বিষণ্ণ সুন্দর গান আমরা পেয়েছি।
এই তথ্যের উৎস যদি একটু বলেন!! কারন পঙ্কজ মল্লিকের নিজের লেখা বা সমসাময়িক অন্যান্য পত্র পত্রিকা তে বীরেন্দ্র কুমার ভদ্রের উল্লেখ পাই নি।। এই গানের সুর মুক্তি ছবির সময় তৈরি হয়েছিল। মুক্তি প্রমথেশ বড়ুয়ার ছবি।
@@sabyasachimajumder8780 এই ইন্টারনেটের যুগে সবই সহজলভ্য। ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার "রবিবাসরীয়" সেকশনে বীরেনবাবুর কিছু জানা-অজানা কথা নিয়ে একটি আর্টিকেল বেরিয়েছিল। সেখানেই এই তথ্য দেওয়া আছে। আপনি যদি এখনো গুগল সার্চ করেন, পুরো লেখাটি পড়তে পারবেন। এই প্রবন্ধেই তথ্যসূত্র হিসেবে দুটি নাম পাওয়া যায়- নলিনীকান্ত সরকারের "আসা যাওয়ার মাঝখানে" বইটিতে এ কথা লেখা আছে, আর এ কথার সাক্ষী আছেন অজিত বসু।
বাঙালি হিসাবে গর্ব বোধ করি রবীন্দ্রনাথ, পঙ্কজ মল্লিক, হেমন্ত মুখার্জী -র মতো মানুষদের আমরা পেয়েছি বলে। রাবি ঠাকুরের কথা হেমন্তের কণ্ঠে অসাধারণ মাত্রা পেয়েছে। এইসব গান যতবার শুনি ততবার মনে হয় যেন নতুন লাগে।
@@sumanbanerjee3464 Arey dhur dhur. Ami Kishore Da r khub admirer but not for his Rabindra Sangeet. He and Manna Da have failed in Rs, with due respect to them I must say.
সেই ছোটো থেকে শুনে আসছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান।ওনার গান শুনলে মন টা কেমন শান্ত হয়ে যায়। ওনার গান যেনো হৃদয় ছুঁয়ে যায়। সব কাজ ফেলে যেনো ওনার গান শুনি ।ছোটো বেলার কত কথা মনে পড়ে যায় ।খুব যখন মন খারাপ থাকে তখন ওনার গান শুনি আর মন টা ভালো হয়ে যায়। ,♥️♥️🙏🙏
গানের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্বাভাবিক গানের কথাগুলি অসাধারন হবে এতে অবাক হওয়ার কিছুই নাই। কিন্তু পঙ্কজ কুমার মল্লিককে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় যে, এই কাব্য গীতিকে তিনি তার অসাধারন সুরের মূর্ছনায় এক স্বর্গীয় গানে রুপান্তর করেছিলেন। যা হেমন্তের গলায় অসাধারন।
এ গান যে পংকজ মল্লিকের সুর করা তা জেনেছি অনেক পরে। গীতবিতানে খুজে খুজে ক্লান্ত হয়ে, পরে একদিন জেনেছিলাম সুরকারের নাম। হেমন্তের কন্ঠেই শুনে আসছি। তার কন্ঠেই এগান অসাধারণ। তিনি এটি সিনেমায় ব্যবহার না করলে বা রেকর্ড না করলে এভাবে হয়ত শোনাও হতো না। হেমন্ত মুখোপাধ্যায়ের মত এ গান নিশ্চয়ই কেউ গাইতে পারবেন না। গানটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
This song was composed by Shri Pankaj Kumar Mallick in the Bengali film Mukti directed by Shri Pramathesh Barua. Shri Mallick himself acted in this film. Kani Rabindra nath Tagore himself approved the composition and appreciated.
বাংলা গানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহেনশা হেমন্ত মুখার্জ়ী এই গানটিকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছিলেন। পঙ্কজ কুমার মল্লিক এই গানের সুরকার হলেও হেমন্ত কণ্ঠ এই গানটিকে অমরত্ব প্রদান করেছে।
The legend Pankaj Mallik composed this song...and obviously Kobigurur kothay. And amother legend Hemanta Mukherje sang it in a devine way and used the song for an unforgetable moment....well...আমরা তোমাদের ভুলবনা!
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া--- সন্ধ্যা আসে দিন যে চলে যায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিনশেষের শেষ খেয়ায়। ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে, পারে যারা যাবার গেছে পারে; ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে। ফুলের বার নাইকো আর, ফসল যার ফলল না--- চোখের জল ফেলতে হাসি পায়--- দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না, সেই বসেছে ঘাটের কিনারায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে বেলাশেষের শেষ খেয়ায়। সাঁজের বেলা ভাঁটার স্রোতে ও পার হতে একটানা একটি-দুটি যায় যে তরী ভেসে। কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোন্খানা আমার ঘাটে ছিল আমার দেশে। অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে ছায়ায় যেন ছায়ার মতো যায়, ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে এমন নেয়ে আছে রে কোন্ নায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিনশেষের শেষ খেয়ায়।
খুবই প্রয়োজনীয় কাজ হয়েছে, কারণ বহু মানুষের কাজে লাগবে। কারণ গীতবিতান (অখন্ড ) তে গানটি নেই। ধন্যবাদ। দয়া করে, এডিট্ করে ভুলগুলো সংশোধন করে দিলে , খুবই ভালো হয়। অনেক মানুষের কাজে লাগবে, তা খুবই যথার্থভাবেই সময়োপযোগী বড় কাজ হবে। অমিতাভ দত্ত।
I believe every person in his/her life at some point in time appreciates the feelings contained in this song...a deep insight to human life cycle is contained in this song... Rabindranath at one of his best...
এ গানটি পঙ্কজ মল্লিক প্রমথেশ বড়ুয়া পরিচালিত "মুক্তি " সিনেমায় সুর দিয়ে প্রথম গেয়েছিলেন ও রেকর্ডও করেছিলেন। আমি সামনাসামনি তাঁর মুখে শুনেছি। সে গানের মাত্রা আরেক রকম।
This is my very very favourite top song of hamant da.always evergreen and golden song always 💛 remember to me always ❤️ 1:43 thanks 👌 😊 🙏🏻 always 3:434:09
পংকজ মল্লিক অসাধারণ সুর করেছিলেন বলে একটি কবিতা অনন্য গান হিসেবেও সবাই শুনছি। রবীন্দ্রনাথের প্রায় কাছাকাছি কথায় আরেকটি গান আছে।"রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে"। দিনের শেষে ঘুমের দেশে সুর করার সময় হয়ত ওই গানটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। রাত্রি এসে যেথায় মিশে গানটি শুনলে সেরকম মনে হয়। গানটি জয়তী অসাধারণ গেয়েছেন।
আমার বাবা ছিলেন প্রচন্ড রবীন্দ্র ভক্ত, তাঁর কাছে ই শোনা পঙ্কজ মল্লিক যখন রবীন্দ্রনাথ এর কাছে যাচ্ছিলেন ওঁর সাথে এক তবলচি ছিলেন, মুক্তি সিনেমা য় এই গানটিকে picturized করার জন্য তবলাবাদক জিজ্ঞাসা করলেন আপ কিউঁ ঘবড়া রহে হো, মল্লিক সাহেব বললেন জানতা ভি হ্যায় কিসকে পাস যা রহে হায় হাম, তিনি অসম্ভব ঘামছিলেন। এই রকমের লোক ছিলেন তাঁরা কত শ্রদ্ধা কত সম্মান তাই এখনো আমরা তাঁদের সম্মান করি।
It is one of my best choicable song that I listen maximum time in my life. I don't know that it is a filmy Ravindra sangeet as I know it is just a rabindra Sangeet sung by Hemanta Mukherjee. Many many thanks for making this video.
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া--- সন্ধ্যা আসে দিন যে চলে যায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিনশেষের শেষ খেয়ায়। ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে, পারে যারা যাবার গেছে পারে; ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে। ফুলের বার নাইকো আর, ফসল যার ফলল না--- চোখের জল ফেলতে হাসি পায়--- দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না, সেই বসেছে ঘাটের কিনারায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে বেলাশেষের শেষ খেয়ায়। সাঁজের বেলা…
প্রায় প্রতিদিন গানটি একবার হলেও শুনি। প্রতিরাতে মেয়েকে ঘুম পাড়ানোর সময় গাই, চোখে জল আসে। মৃত্যু যেদিন আসবে সেই মুহুর্তেও এই গানটি, শুধুমাত্র এই গানটিই শুনতে চাই। সশ্রদ্ধ প্রণাম স্রষ্টাদের।
অনেকেই পঙ্কজ কুমার মল্লিকের গুণগান করছেন। তাই একটি ছোট তথ্য দিয়ে রাখি, এই গানটিতে সুর দিতে পঙ্কজবাবুকে সাহায্য করেছিলেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। রবি ঠাকুরের লেখা গান, বীরেন বাবু এবং পঙ্কজবাবুর যুগ্ম দক্ষতা, তদুপরি হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ কণ্ঠ- এই তিনের সংমিশ্রণেই এমন অসাধারণ মায়াময় বিষণ্ণ সুন্দর গান আমরা পেয়েছি।
ধন্যবাদ ম্যাডাম, তথ্য দেবার জন্য।
@sabarichakraborty1055 আমি শুনেছিলাম যে এই গানটির অন্তিম স্তবকটি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারপিত।
এই তথ্যের উৎস যদি একটু বলেন!! কারন পঙ্কজ মল্লিকের নিজের লেখা বা সমসাময়িক অন্যান্য পত্র পত্রিকা তে বীরেন্দ্র কুমার ভদ্রের উল্লেখ পাই নি।। এই গানের সুর মুক্তি ছবির সময় তৈরি হয়েছিল। মুক্তি প্রমথেশ বড়ুয়ার ছবি।
@@sabyasachimajumder8780 এই ইন্টারনেটের যুগে সবই সহজলভ্য। ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার "রবিবাসরীয়" সেকশনে বীরেনবাবুর কিছু জানা-অজানা কথা নিয়ে একটি আর্টিকেল বেরিয়েছিল। সেখানেই এই তথ্য দেওয়া আছে। আপনি যদি এখনো গুগল সার্চ করেন, পুরো লেখাটি পড়তে পারবেন। এই প্রবন্ধেই তথ্যসূত্র হিসেবে দুটি নাম পাওয়া যায়- নলিনীকান্ত সরকারের "আসা যাওয়ার মাঝখানে" বইটিতে এ কথা লেখা আছে, আর এ কথার সাক্ষী আছেন অজিত বসু।
L❤os@@bikashghosh1051
বাঙালি হিসাবে গর্ব বোধ করি রবীন্দ্রনাথ, পঙ্কজ মল্লিক, হেমন্ত মুখার্জী -র মতো মানুষদের আমরা পেয়েছি বলে।
রাবি ঠাকুরের কথা হেমন্তের কণ্ঠে অসাধারণ মাত্রা পেয়েছে। এইসব গান যতবার শুনি ততবার মনে হয় যেন নতুন লাগে।
কিশোর কুমার সাহেব কোথায় গেলেন?
@@sumanbanerjee3464 Dharepashe nei.
@@sumanbanerjee3464
Arey dhur dhur. Ami Kishore Da r khub admirer but not for his Rabindra Sangeet. He and Manna Da have failed in Rs, with due respect to them I must say.
@@sumanbanerjee3464
He's the most overrated artist in the history of music in this subcontinent.
@@wasiqomie7250 ,
সেই ছোটো থেকে শুনে আসছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান।ওনার গান শুনলে মন টা কেমন শান্ত হয়ে যায়। ওনার গান যেনো হৃদয় ছুঁয়ে যায়। সব কাজ ফেলে যেনো ওনার গান শুনি ।ছোটো বেলার কত কথা মনে পড়ে যায় ।খুব যখন মন খারাপ থাকে তখন ওনার গান শুনি আর মন টা ভালো হয়ে যায়। ,♥️♥️🙏🙏
গানের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্বাভাবিক গানের কথাগুলি অসাধারন হবে এতে অবাক হওয়ার কিছুই নাই। কিন্তু পঙ্কজ কুমার মল্লিককে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় যে, এই কাব্য গীতিকে তিনি তার অসাধারন সুরের মূর্ছনায় এক স্বর্গীয় গানে রুপান্তর করেছিলেন। যা হেমন্তের গলায় অসাধারন।
Right you are.
bharchive.org/details/DebatesOfAliSina
Oh really Pankaj Mullick is unbeatable!
@@anupamchandramitter4214 ooooooooooioooo
পঙ্কজ বাবু নিজেও গেয়েওছিলেন কিন্তু হেমন্তবাবু, তাঁর ব্যারিটেন ভয়েসে একাই ১০০.
এ গান যে পংকজ মল্লিকের সুর করা তা জেনেছি অনেক পরে। গীতবিতানে খুজে খুজে ক্লান্ত হয়ে, পরে একদিন জেনেছিলাম সুরকারের নাম। হেমন্তের কন্ঠেই শুনে আসছি। তার কন্ঠেই এগান অসাধারণ। তিনি এটি সিনেমায় ব্যবহার না করলে বা রেকর্ড না করলে এভাবে হয়ত শোনাও হতো না। হেমন্ত মুখোপাধ্যায়ের মত এ গান নিশ্চয়ই কেউ গাইতে পারবেন না। গানটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Kishore kumar er kontho teo gaan ta besh valo
This song was composed by Shri Pankaj Kumar Mallick in the Bengali film Mukti directed by Shri Pramathesh Barua. Shri Mallick himself acted in this film. Kani Rabindra nath Tagore himself approved the composition and appreciated.
Eta ki Rabindrasangeet?
ঠিক
@@runamanna5797 : রবীন্দ্রনাথ এগান পঙ্কজ মল্লিকের গলায় শুনে আপ্লুত হয়েছিলেন .
"ওরে আয়..."
কি ঐন্দ্রজালিক সুর ! মনে হয় যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা আহ্বান।
গানটি অমরত্ব লাভ করেছে শ্রদ্ধেয় হেমন্তজী'র কন্ঠে। 🤍
বাংলা গানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহেনশা হেমন্ত মুখার্জ়ী এই গানটিকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছিলেন। পঙ্কজ কুমার মল্লিক এই গানের সুরকার হলেও হেমন্ত কণ্ঠ এই গানটিকে অমরত্ব প্রদান করেছে।
This one is rabindrasangeet.. for ur kind information
@@dipakchoudhury7098 Yes but lyrics only. Music was composed by Pankaj Kumar Mallik.
এটি একটি কবিতা কিন্তু এটিকে যেভাবে গানের রূপ দেওয়া হয়েছে...এত সুন্দর গান শুধু বাংলাতেই সম্ভব
অনন্য সৃষ্টি। রবিঠাকুরের কথায় মহান সুরকার ও গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। এই সৃষ্টি আর হবে না। বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই।
কি অসাধারন কন্ঠ , যতবার শুনি ততবার ই নুতন করে শুনছি মনে হয়, মন ছুয়ে যায় গানের কথা গুলি শুনলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কি অসাধারণ লেখা সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের এত সুন্দর মিষ্টি গলা। এই গানের মাধ্যমে ওনারা অমর হয়ে থাকবেন।
অনবদ্য এই রবীন্দ্রসঙ্গীত হেমন্তর গলায় .... এর পরে আর কোনও গান হয় না ...
এটা টেকনিক্যালি রবীন্দ্রসংগীত না ...
@@manaschakraborty9192একবারেই ঠিক। এই গান টাকে ঠিক রবীন্দ্রসঙ্গীত বলা যায় না।
আর এমন মধুর সুরে কে গাইবে !
প্রনাম শিল্পী ও কবি গুরু কে ।🙏🙏🙏❤️
jhwww.faithfreedom.org/Author/Sina.htm
bhwww.faithfreedom.org/Author/Sina.htm
সিঙ্গুরে হেমন্ত বাবুকে অনুষ্ঠানে এই গান অনুরোধ করলাম গেয়ে শোনালেন50 বছর আগে সিঙ্গুর ক্লাব মাঠে অসাধারণ
এর বলে রবীন্দ্রসঙ্গীত,যা শুনে নিজেকে বাঙালি বলে গব গর্ব বোধ করি।
💯💯💯💯💯💯👌
পূর্ব বাংলার হিন্দুরা আর কতবার বাস্তুচ্যুত হবে?
লেখা রবীন্দ্রনাথের। সুরের শুরু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কিন্তু পরিপূর্ণতা পায় পঙ্কজ মল্লিকের হাতে এবং হেমন্তের কন্ঠে এক অনবদ্য ইতিহাস।
Tulonahin
এই সব গান শোনার জন্য বার বার এই বঙ্গে জন্মাতে চাই I
খুব দুঃখের হলেও আর সেই বঙ্গ নেই
The legend Pankaj Mallik composed this song...and obviously Kobigurur kothay. And amother legend Hemanta Mukherje sang it in a devine way and used the song for an unforgetable moment....well...আমরা তোমাদের ভুলবনা!
excellent
আমি এই গানটি যে কত বার শুনেছি তা নিজেও জানিনা
কত বার যে শুনেছি কিন্তু প্রতিবারই নুতন মনে হয়।
দিনের শেষে.. অপেক্ষা খুবই কষ্টকর..
One of the favourite songs my Maa used to sing ,the beauty of Tagore's magic with wordsand the golden voice of Shri Hemanta Mukherjee 🙏💐🌷
ঔ
If I'm not wrong, Hemanta Mukhopadhyay directed the movie as well.
thik. chobitao khub sundor
মৃত্যুপথযাত্রী প্রবীণ ব্যাক্তিরা এই গানটি শুনবেন না, খুব কষ্ট পেতে পারেন, নিজেকে সামলে নিতে কষ্ট হবে
যেরকম অসাধারণ সুর সেরকম অপূর্ব কন্ঠ আর পরিবেশনা। এই গান শোনার পর মনে হয় যে সত্যি বাঙালি হিসেবে জীবন সার্থক এবং ধন্য।
I am now 63 years of age, I have been listening this Rabindra Sangeet since my childhood. Hemanta Mukherjee is the best
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া---
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে;
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বার নাইকো আর,
ফসল যার ফলল না---
চোখের জল ফেলতে হাসি পায়---
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
বেলাশেষের শেষ খেয়ায়।
সাঁজের বেলা ভাঁটার স্রোতে ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোন্খানা
আমার ঘাটে ছিল আমার দেশে।
অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে
ছায়ায় যেন ছায়ার মতো যায়,
ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে
এমন নেয়ে আছে রে কোন্ নায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
Sir, kindly write the source ( the name of the book, pg no if possible) of this beautiful poem/song. With best regards.
খুবই প্রয়োজনীয় কাজ হয়েছে, কারণ বহু মানুষের কাজে লাগবে। কারণ গীতবিতান (অখন্ড ) তে গানটি নেই।
ধন্যবাদ। দয়া করে, এডিট্ করে ভুলগুলো সংশোধন করে দিলে , খুবই
ভালো হয়। অনেক মানুষের কাজে লাগবে, তা খুবই যথার্থভাবেই সময়োপযোগী বড় কাজ হবে।
অমিতাভ দত্ত।
@@kaberipaulmondal4548 Kheya kabyagranther Shesh Kheya kabita,. Geetabitan e paoya jaabe na.
I believe every person in his/her life at some point in time appreciates the feelings contained in this song...a deep insight to human life cycle is contained in this song... Rabindranath at one of his best...
এ গানটি পঙ্কজ মল্লিক প্রমথেশ বড়ুয়া পরিচালিত "মুক্তি " সিনেমায় সুর দিয়ে প্রথম গেয়েছিলেন ও রেকর্ডও করেছিলেন। আমি সামনাসামনি তাঁর মুখে শুনেছি। সে গানের মাত্রা আরেক রকম।
For THIS SONG SINGING BY GURU'S,
BECAME IMMORTAL FOR 1000 YRS.
LYRICS BY 'KABI GURU & MUSIC BY
GREATEST 'PANKAJ MULLICK'!!
5 unlike....how they unlike this beautiful song,...so melodious.....hats off to Ravindranath takur...and hemantkumar....
unlikes doesnt have to mean they did not the song , it could be for some other reason as well
Unlike/ dislike jara dyay...ganta ki bojhe at all!!??.... Ki sahosh eder...lyricist Tagore...take bole" BHALO LAGLO NA".... Funny...🤪😜😪😪
যতবার শুনি মনে হয় আরো শুনি।
This is my very very favourite top song of hamant da.always evergreen and golden song always 💛 remember to me always ❤️ 1:43 thanks 👌 😊 🙏🏻 always 3:43 4:09
The eternal song........full of relevance in human life.....
নিজের জীবনের গল্প গানটা শুনলে বুকের ভেতর খুবই কষ্ট করে কান্না চলে আসে
।
hypnotic, mesmerizing...Listen... what a holiness!!
You are absolutely right in your comment.
বুকের গভীরে গিয়ে লাগে ❣️
Classic picturisation of words of Tagore and voive of Hemanta Mu.
ROBINDRO SONGEETER AREKTI ONOBODYO OSADHARON CHITRAYON...TEMON E GEYECHEN HEMANTA MUKHERJEE...TULONAHIN
Excellent.....song in the melody of Hemanta Mukherjee
এরকম সব অসাধারণ সৃষ্টির জন্য বাঙালি জাতির উপর আন্তরিকভাবে শ্রদ্ধা চলে আসে.... 🙏🙏🙏🙏
পংকজ মল্লিক অসাধারণ সুর করেছিলেন বলে একটি কবিতা অনন্য গান হিসেবেও সবাই শুনছি। রবীন্দ্রনাথের প্রায় কাছাকাছি কথায় আরেকটি গান আছে।"রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে"। দিনের শেষে ঘুমের দেশে সুর করার সময় হয়ত ওই গানটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। রাত্রি এসে যেথায় মিশে গানটি শুনলে সেরকম মনে হয়। গানটি জয়তী অসাধারণ গেয়েছেন।
অপূর্ব গান আর অপূর্ব সুর, যত বার শুনি, নতুন মনে হয়।
অপূর্ব অসাধারণ সুন্দর একটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন। শুনে ভীষণ ভাল লাগল। ❣❣
চিরকাল শ্রোতাদের মুগ্ধ করে যাবে এমন একটা গান।
ভীষণ সুন্দর গান মনটা ভরে গেল
আমার বাবা ছিলেন প্রচন্ড রবীন্দ্র ভক্ত, তাঁর কাছে ই শোনা পঙ্কজ মল্লিক যখন রবীন্দ্রনাথ এর কাছে যাচ্ছিলেন ওঁর সাথে এক তবলচি ছিলেন, মুক্তি সিনেমা য় এই গানটিকে picturized করার জন্য
তবলাবাদক জিজ্ঞাসা করলেন আপ কিউঁ ঘবড়া রহে হো, মল্লিক সাহেব বললেন জানতা ভি হ্যায় কিসকে পাস যা রহে হায় হাম, তিনি অসম্ভব ঘামছিলেন।
এই রকমের লোক ছিলেন তাঁরা
কত শ্রদ্ধা কত সম্মান
তাই এখনো আমরা তাঁদের সম্মান করি।
Pranam janai
Hands down the ultimate haunting melody.
ওরে আয় আমায় নিয়ে জাবি কেরে দিনো শেষের শেষ খেয়ায়
বাঙালি র গর্ব বোধ হয়।না কি 💗💗💗
শুধুমাত্র এই গানটি শোনার জন্য আবার এই বঙ্গদেশে জন্ম নিতে চাই।
এ-ই সুর, এই ভাষা,অমৃত পদাবলী।
দৃশ্য দেখে মিশিতে চায়,আমার স্বর্গ
মাখা, প্রকৃতির সৌন্দর্য গাঁথা সৃতিতে।
It is one of my best choicable song that I listen maximum time in my life. I don't know that it is a filmy Ravindra sangeet as I know it is just a rabindra Sangeet sung by Hemanta Mukherjee. Many many thanks for making this video.
Katha vul likhechho
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া---
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে;
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বার নাইকো আর,
ফসল যার ফলল না---
চোখের জল ফেলতে হাসি পায়---
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
বেলাশেষের শেষ খেয়ায়।
সাঁজের বেলা…
Beautiful writing even better presentation ❤❤
how pleasant and smoothing song give peace in mind
onk onk search korar por song ta paichi. gan tar 1ta attaking power ache ja amake gan tar kache bar bar firiye ane
Excellent, vaba jay na or 2jon r prethibita nai. Kintu setai sheh katha noy, ora 2jon amader ontore Aacche abong thakbeo.etra chiron kal
Superb song and superb hemanta and superb mousumi and also superb situation
Amon modhur konthho r hobe na... Mon, pran vore gelo ek proshantite... Pronam shilpi ke
Anek anek pronam tomaye RABINDRA NATH THAKUR. !!!!!
The more I listen this song ... more do I long to listen again... perhaps till the end of my days....
Beautiful lyrics, music and picturisation.
Golden Era..
ছোটবেলায় বাবার কণ্ঠে শুনতাম😢
Vision priyo gaan ,mon k santo kore deye
Simply out of this world
Legend never die always in our heart hemant mukherjee salute sir .
ওহ কি প্রাণের স্পর্শ করার গান
এই গান টি অনেকে গাইলেও হেমন্ত মুখোপাধ্যায়ের মত কেউ গাইতে পারবে না!
Anindya loves the visual representation of this particular song in the Film "Anindita". Proudly Bengali.
I am here still listening to this masterpiece.
❤️
অসাধারণ একটি গান । সবাই কে ধন্যবাদ।
Eternal also MUKHERJEE-PANKAJ&TAGORE
Uff ashadharon gan
আমার শতকোটি প্রণাম, স্রষ্টাদের।।।
চোখে জল চলে আসে
'DINER SESE' E APEKHYA BOSEE ACHHI 😢😢😢😢
Hemanta namtai anandamai, sei agyan bayas thekei ei dayibi galar premjoyare dolayita.
Ki valo gaili soma ❤️❤️
Bah. Hemanta babur rabindra sangeet asadharon
Great song...monta juriye jai...
অপূর্ব!!!
Flawless.. awesome..
নায়িকা কে ?! মৌসুমী না কি ?!! কি মিষ্টি !!!
দুনিয়ার য়েখানেই থাকি এগান গুল শুনতেই হবে ।
Gharchara monta udas hote chai Makhan kono Bangali prabase
Out of all singers whoever sang this, Pankaj Mullick's originally sung in Mukti is gold, others brass!
Hemant Kumar is best
@@osayanda2098 of course.
Loke faaltu hole orakom lekhe
Tagore is not the composer of this song, please correct credit line. It was scored by Great Pankaj Mallik.
Jotobar Suni prtibar notun Lage..
Description box should be corrected -- Composer of this song is Pankaj Mullick and not Rabindranath Tagore.
Anindita Tollywood Film Was Megha Hit. Subhendu Chatterjee and Mausami Chatterjee. Also Song By Hemanta Mukherjee.
সিগুরে হেমন্ত মুখোপাধ্যায় এসে ছিলেন।অনুরোধ করলাম দিনের শেষে গাইলেন স্মৃতি হোয়ে গেছে
Sera gan Sera golay
BEST SONG
Asadharon
what a song!
শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর, পঙ্কজ কুমার মল্লিক ও হেমন্ত মুখোপাধ্যায় কে জানায় সহস্র প্রণাম।
Asadharan Marmosporshi Gan, Dhaynobad,