পুষ্পাঞ্জলী নাহয় দিলেন,কিন্তু অর্থ জানেন তো?অর্থ না জানলে আপনার দেওয়া অঞ্জলি কিন্তু ভিত্তিহীন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • পুষ্পাঞ্জলী নাহয় দিলেন,কিন্তু অর্থ জানেন তো?অর্থ না জানলে আপনার দেওয়া অঞ্জলি কিন্তু ভিত্তিহীন
    #durgapuja
    #mahashtami
    #pushpanjali
    সকাম মন্ত্র
    ১//নমো হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারিং হরপ্রিয়ে ||
    ২//নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী |
    আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে ||
    ৩//নমো আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে |পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||
    নিষ্কাম মন্ত্র
    ১//নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ।নমঃ প্রকৃতৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাঃ স্ম তাম্।।
    ২//রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্র‍্যৈ নমো নমঃ। জ্যোৎস্নায়ৈ চেন্দুরূপিণৈ সুখায়ৈ সততং নমঃ।
    ৩//জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তু তে।।
    √সকাম ও নিষ্কাম প্রতিটি মন্ত্রেই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় প্রতিবারই বলতে হয় এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি ভগবতী দুর্গাদেবৈ নমঃ।
    প্রণাম মন্ত্র
    নমো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে/ শরণ্যে ত্রম্বক্যে গৌরী নারায়ণী নমোঽস্তুতে
    _____________________
    এই চ্যানেলের সব প্লে-লিষ্টের লিঙ্ক নীচে দেওয়া হল
    দুর্গা সপ্তশতী চন্ডী • দুর্গা সপ্তশতী চন্ডী
    গীতামৃত • গীতামৃত
    শ্রীদুর্গাতত্ত্বম • শ্রীদুর্গাতত্ত্বম্
    শ্রীচণ্ডীপাঠ (বাংলায়) • শ্রীচন্ডীপাঠ(বাঙলায়)
    অপপ্রচারের অবসান • অপপ্রচারের জবাব
    মুর্তিপুজার খুঁটিনাটি • মুর্তিপুজার কারণ ও প্রমাণ
    পুজাপাঠ • পুজাপাঠ
    মহাদেব শিব তত্ত্ব • মহাদেব শিব তত্ত্ব
    ধর্ম ও রিলিজিয়ন • ধর্ম ও রিলিজিয়ন
    শ্রীকৃষ্ণ তত্ত্ব • শ্রীকৃষ্ণ তত্ত্ব
    ____________
    Follow Facebook Page / srisibaprosad
    Follow Facebook Profile / sibaprosad.m
    Follow me on Instagram / sri_sibaprosad
    ________________________
    নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
    বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
    বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
    সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।

ความคิดเห็น • 966

  • @dipaksaha333
    @dipaksaha333 11 หลายเดือนก่อน +5

    নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র শুনতে শুনতে চোখে জল চলে এল, মায়ের রূপের কি আশ্চর্য সুন্দর বর্ণনা!জয় মা দূর্গা দূর্গতিনাশিনী🙏🙏🙏🙏🙏🙏
    জয় মহাকাল 🙏🙏🙏🙏

  • @apurbakrishnasen9235
    @apurbakrishnasen9235 11 หลายเดือนก่อน +26

    নিষ্কাম মন্ত্র ই শ্রেষ্ঠ। মা সন্তানের জন্য যা উপযোগী তা দিয়েই দেন।চাইবার দরকার নেই কামনা হীন হয়েই মাকে শ্রদ্ধা নিবেদন করা উচিত।

    • @barunchakraborty8636
      @barunchakraborty8636 17 ชั่วโมงที่ผ่านมา

      Barun Kumar CHAKRABORTY Pandua

  • @fazlulhaque4171
    @fazlulhaque4171 11 หลายเดือนก่อน +115

    আমার নাম ফজলুল হক। ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি। বাংলা অর্থ বলার জন্য ধন্যবাদ। হিন্দু মোসলমান সব ধর্ম বাংলা ভাষাভাষী দের ধর্ম অন্ধ করে রেখেছে-তাইতো আমরা বাঙালীরা এতটা ধর্ম ভিরু হয়ে ও আমরা শান্তির সন্ধান না পেয়ে অশান্তিতে নিমজ্জিত হয়ে আছি।অর্থ না বোঝার কারণে এই ধর্ম ই আমাদের সবচেয়ে বড়ো কষ্টের কারন।এই ধর্ম ই আজ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। এই ধর্ম ই আজ আমাদের অশান্তির মুল কারণ। এই ধর্মের ভুল ব্যাখ্যার কারণে ক্ষতির শেষ নাই।আমরা ধর্ম অন্ধ থেকে মুক্তি চাই। আপনাকে ধন্যবাদ।

    • @vaskartalapatra569
      @vaskartalapatra569 11 หลายเดือนก่อน +4

      খুব ভালো লাগলো

    • @manojmishra56
      @manojmishra56 11 หลายเดือนก่อน +2

      Thik bolechhen. Valo thakben.

    • @pradipsamaddar7011
      @pradipsamaddar7011 11 หลายเดือนก่อน +2

      খুব সুন্দর ব‍্যাক্ষা করেছেন !

    • @krishnaroy4081
      @krishnaroy4081 11 หลายเดือนก่อน +5

      এই রকম মানবিক মুখ বর্তমানে খুব জরুরী। ধন্যবাদ ভাই❤❤🌹🌹

    • @alfa0066
      @alfa0066 11 หลายเดือนก่อน

      Eta sara duniyar manus jedin bujbe sedin santi asbe.. asole sab dharmer kichu thikader aache tara nijeder sarthe manuser mone bish dhukie rakhe

  • @rabindrabhowmik6696
    @rabindrabhowmik6696 11 หลายเดือนก่อน +26

    নিষ্কাম মন্ত্রই শ্রেষ্ঠ, কিন্তু জীব হিসেবে সকাম মন্ত্রের প্রতি আমাদের মনের ইচ্ছা বেশি থাকে।

    • @saumitrabasu8538
      @saumitrabasu8538 11 หลายเดือนก่อน

      Niskam pushpanjali from saumitra Basu from kolkata

    • @SubhasSarkar-st6ne
      @SubhasSarkar-st6ne 11 หลายเดือนก่อน +2

      নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ -- একথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন।

  • @tapashchakraborty7833
    @tapashchakraborty7833 11 หลายเดือนก่อน +14

    ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হলো পিতা বা মাতা যিনি আমাদের সৃষ্টি কর্তা যিনি আমাদের চোখ দিয়েছেন এই সুন্দর পৃথিবী দেখার জন্য কান নাক হাত পা এত সুন্দর একটা দেহ দিয়েছেন শরীরের প্রতিটি অঙ্গই আমাদের কর্ম করার জন্য দিয়েছেন । তাঁর সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক মধুর সম্পর্ক এবং নিষ্কাম সম্পর্ক শুধু একটাই প্রার্থানা মা তোমার চরণে সেবা যেনো জন্ম জন্মান্তর করতে পারি তোমার সকল সন্তাদের নিয়ে যেনো তুমি হাসি মুখে থেকো মা । তোমাকে শত কোটি প্রণাম জানাই । আপনার নিষ্কাম তৃতীয় মন্ত্রটি আমার খুবই ভালো লেগেছে ।

  • @kanikapatra8614
    @kanikapatra8614 11 หลายเดือนก่อน +14

    মা তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও। আমার মতে নিষ্কাম মন্ত্রের তৃতীয় মন্ত্রটা শ্রেষ্ঠ।আপনার কাছ থেকে অনেক কিছু জেনে উপকৃত হচ্ছি।আপনার প্রতি রইলো ভক্তি পূর্ণ প্রণাম।

    • @pabitraroy9988
      @pabitraroy9988 11 หลายเดือนก่อน

      pabitra roy montra khub valo lage. raiganj . ukilpara.utter dinajpur.

  • @futurenirman5088
    @futurenirman5088 11 หลายเดือนก่อน +7

    খুব ভালো লাগছে -- চিরন্তন, শাশ্বত, সমুদ্রের মতো এই মহান সনাতন ধর্ম আজ বিভিন্ন গুরুবাদে খন্ড বিখন্ড ।
    এই মহান সনাতন ধর্মের রেনেসাঁস আপনাদের মতো জ্ঞানী লোকের হাত ধরে ফিরে আসুক এই আমার প্রার্থনা ।
    ভালো থাকবেন , সুস্থ থাকবেন ।

  • @SubrataGhosh-hd4lz
    @SubrataGhosh-hd4lz 11 หลายเดือนก่อน +4

    আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। কিন্তু আপনার দেওয়া পুষ্পাঞ্জলি মন্ত্র আমাকে অনেক শিক্ষা দিল। আজ অষ্টমী এখনও নবমী, দশমী দুই দিনে মাকে এইরূপে প্রণাম করতে পারলে নিজেকে ধন্য মনে করতে পারবো। আমার নমস্কার জানবেন। স্বকাম ও নিষ্কাম দুটি প্রণাম মন্ত্র ই সময়োচিত ভালো।

  • @rajeshsamanta4614
    @rajeshsamanta4614 11 หลายเดือนก่อน +35

    নিষ্কাম পুষ্পাঞ্জলী মন্ত্রই সর্বশ্রেষ্ঠ।

  • @adhirpradhan4214
    @adhirpradhan4214 4 วันที่ผ่านมา +1

    আমি অধীর চন্দ্র প্রধান ভারত থেকে দেখছি।
    নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্রটি শ্রেষ্ঠ, শুদ্ধ,পরিষ্কার পরিচ্ছন্নতার বাংলা ভাষায় বিবৃতি প্রদান করেছেন প্রণাম গুরুদেব 🙏🙏

  • @Digantadash1998Diganta
    @Digantadash1998Diganta 11 หลายเดือนก่อน +18

    আপনার গীতা ব্যাখ্যা থেকে আরম্ভ করে সব বিশ্লেষন সময় উপযোগী। আপনার জগৎ মংগল প্রচেষ্টা সার্থক হউক। অবোধ পথযাত্রীদের নরক থেকে রক্ষা করুন। আপনাকে ধন্যবাদ।

    • @tarunkhanra1036
      @tarunkhanra1036 11 หลายเดือนก่อน

      নিষ্কাম পুষ্পাঞ্জলী ।

  • @aparnachowdhury6652
    @aparnachowdhury6652 11 หลายเดือนก่อน +6

    প্রথমেই দেবী মাকে নতজানু হয়ে প্রণাম জানাই।🌺🌺🌺🙏🙏🙏🌺🌺
    🌺আমার বাড়ি কল্যাণী, নদীয়া
    আমি আপনার নিয়মিত একজন শ্রোতা বা দর্শক যাই বলুন ,আপনার অনুষ্ঠান ভীষন ভালো লাগে।বড়ো স্পষ্ট ভাষায় বলেনখুব সহজেই বোধগম্য হয়।
    নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র ই শ্রেষ্ঠ।
    আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই।

  • @subratachowdhury796
    @subratachowdhury796 11 หลายเดือนก่อน +10

    নিঃষ্কাম মন্ত্রই সর্বোত্তম ,খুব সুন্দর ব্যাখ্যা ,নিউইয়র্ক থেকে ।

  • @tapasroy2806
    @tapasroy2806 11 หลายเดือนก่อน +1

    জয় মা দুর্গা, sakam and niskam
    Dutie appropriate in respect of
    Individuals আপনাকে নমস্কার ও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন

  • @HinduSanataniBharat
    @HinduSanataniBharat 11 หลายเดือนก่อน +7

    জয় শ্রী রাম! অনেক সমৃদ্ধ হলাম। জয় মা দুর্গা! 🚩

  • @shilsailesh1917
    @shilsailesh1917 11 หลายเดือนก่อน +1

    শীল শৈলেশ ফ্রান্স থেকে
    হরে কৃষ্ণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনার এই মনমুগ্ধকর পরিবেশনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @debasreepalit6141
    @debasreepalit6141 11 หลายเดือนก่อน +9

    অতি সমৃদ্ধশালী উপস্থাপনা, জয় মা।

  • @subrataacharya5493
    @subrataacharya5493 11 หลายเดือนก่อน +3

    সুব্রত আচার্য , দুর্গাপুর
    অসাধারণ অনেক ধন্যবাদ ও প্রনাম

  • @etidatta3794
    @etidatta3794 11 หลายเดือนก่อน +21

    শ্রদ্ধেয় পুরোহিত আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আমার নাম ইতি দত্ত। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি তাতে আমার মনে হয়েছে নিষ্কাম পুষ্পাঞ্জলী শ্রেষ্ঠ।

    • @kamalkantimitra7583
      @kamalkantimitra7583 11 หลายเดือนก่อน

      বেশী পনডিতালী ভালো নয়। এটা আমিষ ও নিরামিষ খাওয়ার মত।

  • @tusharsharma-se4sk
    @tusharsharma-se4sk 11 หลายเดือนก่อน +11

    আমি ত্রিপুরা থেকে।নিষ্কাম পূষ্পাঞ্জলি শ্রেষ্ঠ। খুব সুন্দর। হিন্দুধর্ম ও হিন্দুদের জয় হোক।

    • @bikashsamanta8872
      @bikashsamanta8872 11 หลายเดือนก่อน

      😊🎉😮😅😊😊😮😢😂❤❤❤😮😅😊😊😮

  • @makhandeb1763
    @makhandeb1763 11 หลายเดือนก่อน +4

    জয় মা🙏🙏🙏🙏
    নিষ্কাম মন্ত্র শ্রেষ্ঠ।
    আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে।অনেক কিছু জানতে পারছি। গীতারশ্লোকগুলো শুনে মনটা আনন্দে ভরে গেছে।রাধে রাধে 🙏🙏🙏🙏🙏🙏

  • @dilipkumarmahapatra9863
    @dilipkumarmahapatra9863 11 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ, মন্ত্র ও তার অর্থ জেনে নিজেকে সম্পূর্ণ সমর্থ মনে করছি ।

  • @nepaldas330
    @nepaldas330 11 หลายเดือนก่อน +5

    জয় মা দুর্গা তুমি সকলবিশ্ববাসীর মঙ্গল করো

  • @jamunahalder7835
    @jamunahalder7835 11 หลายเดือนก่อน +1

    নিস্কাম পুষ্পাঞ্জলি ভালো সব থেকে জয় মা দুর্গা তুমি ভালো থেকো মা সবাই কে নিয় ভালো থেকো দাদা ভাই অসাধারণ খুব ভালো থাকবেন 🙏🙏🙏🙏🙏

  • @RanajitChandraSarker
    @RanajitChandraSarker 11 หลายเดือนก่อน +5

    জয় মা দূর্গা,দাদা নমস্কার, খুব ভালো লাগছে । বাংলাদেশ থেকে।

    • @archanasom146
      @archanasom146 11 หลายเดือนก่อน

      আমার প্রনাম জানাই। শ্রীশ্রীদুর্গা পূজা হলো ।সকাম পূজা। এখানে সকলকথা বলা সম্ভবনয় তবে সংখেপে বলছি- এই পূজাকে কাম্য পূজাও হয়-----শত্রুনাশ, ঐশ্বর্য লাভ,যশ লাভ এই সকল লাভ করার কামনাই হলো এইকাম্য পূঝাল বৈশিষ্ট্য।

  • @dilipmurmu7321
    @dilipmurmu7321 11 หลายเดือนก่อน +1

    শারদীয়া পীরতি শুভেচ্ছা রইল। সকাম পুষ্পাঞ্জলি অতি নিষ্ঠা বান। এই পুষ্পাঞ্জলি মনতর ভাল।

  • @bikashthisstroiswellkeepin6812
    @bikashthisstroiswellkeepin6812 11 หลายเดือนก่อน +4

    বিকাশ রায় বাংলাদেশ থেকে প্রণিপাদ পুরোহিত মহাশয় আপনাকে অসংখ্য প্রণিপাদ এত সুন্দর ধর্মীয় কাহিনী উপস্হাপনের জন্য।

  • @wonderworldtourstravels5335
    @wonderworldtourstravels5335 11 หลายเดือนก่อน +2

    🙏 খুব ভালো অনুষ্ঠান, অনেক অজানা তথ্য দিচ্ছেন।
    নিস্কাম মন্ত্র আমার কাছে ঠিক।

  • @aashokkumar3115
    @aashokkumar3115 11 หลายเดือนก่อน +6

    শিবুপ্রসাদ দাদার মাধ্যমে অনেক অজানা তত্ত্ব জানতে পারলাম। দাদাকে নমস্কার।বাংলাদেশের খুলনা থেকে

  • @dilipnaha4736
    @dilipnaha4736 11 หลายเดือนก่อน +2

    অঞ্জলী নয়। অঞ্জলি। পুষ্পাঞ্জলি। অপূর্ব ব্যাখ্যা। Dilip naha from madhyamgram,.

  • @shampamajumder9243
    @shampamajumder9243 11 หลายเดือนก่อน +4

    খুব সুন্দর লাগল অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক 🙏🙏🙏

  • @indrajitmitra2645
    @indrajitmitra2645 11 หลายเดือนก่อน +1

    Nishkam mantra আমার খুব ভালো লাগলো l আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে মন্ত্রের অর্থ বুঝিয়ে দিলেন l আমি সমৃদ্ধ হলাম l আপনাকে আমার আন্তরিক Sharadiya শুভেচ্ছা l

  • @sathiranitalukder9210
    @sathiranitalukder9210 11 หลายเดือนก่อน +4

    খুব ভালো লাগছে অর্থ জানলে মনে তৃপ্তি আসে।সুনামগন্জ থেকে ।

  • @sanchitasarker3856
    @sanchitasarker3856 11 หลายเดือนก่อน +2

    নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্রই শ্রেষ্ঠ দাদা। অসংখ্য ধন্যবাদ 🙏

  • @chandankarmakar10
    @chandankarmakar10 11 หลายเดือนก่อน +4

    দাদা আপনার পাঠ খুব ভাল৷ লাগছে বাংলাদেশ থেকে চন্দন কর্মকার ঢাকা

  • @prasenjitmandal-qf5we
    @prasenjitmandal-qf5we 11 หลายเดือนก่อน +1

    মহাশয়,
    আমি সংস্কৃত ব্যাকরণ জ্ঞাত বলে মন্ত্র পড়া মাত্রই অর্থ অনুধাবন করতে পারছি।
    আমি সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সংস্কৃত ব্যাকরণ জানুন ও আগামী প্রজন্মকে জানাতে সুযোগ করে দিন।
    অত্যন্ত সুন্দর ব্যাখ্যা। ধন্যবাদ 🙏🕉️👍

  • @HasisCreation
    @HasisCreation 11 หลายเดือนก่อน +5

    আমরা সংসারী,ভক্ত বলে সকাম মন্ত্রে অঞ্জলী দেওয়া যায়।কিন্তু বেলুড় মঠে ,বা আদ্যাপিঠে আমরা নিষ্কাম মন্ত্রেই অঞ্জলী দি,ওটাই শ্রেষ্ঠ।🙏🏻🙏🏻🙏🏻🙏🏼

  • @sukdebchandradas2365
    @sukdebchandradas2365 11 หลายเดือนก่อน +2

    নিষ্কাম মন্ত্র পাঠ শ্রেষ্ঠ। বহরমপুর মুর্শিদাবাদ।

  • @sanchitanagagata5713
    @sanchitanagagata5713 11 หลายเดือนก่อน +3

    সব সময় আপনার প্রগ্রাম দেখি।খুব ভালো লাগে।জাপান থেকে দেখছি🙏🌺🔱🌺🙏

  • @pravashmondal5934
    @pravashmondal5934 11 หลายเดือนก่อน +2

    শুভ শ্রী শ্রী জন্মাষ্টমী র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার অসাধারণ উচ্চারণ ( মন্ত্র) কৌশল আমার খুব ভালো লাগলো।আর সাধারণ মানুষদের জন্য আপনার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে আমি নতুন তাই আগামী দিনে প্রশ্নোত্তর পর্বে আসবো। ধন্যবাদ

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 11 หลายเดือนก่อน +5

    আমাদের বাড়িতে সকাম ও নিষ্কাম মন্ত্র মিশিয়ে অঞ্জলী দেওয়া হয়।তবে অর্থ জেনে ধন্য হলাম।আপনাকে ভক্তিপূর্ন প্রনাম জানাই।

  • @madhabdas4991
    @madhabdas4991 11 หลายเดือนก่อน +1

    সুন্দর চমৎকার বিশ্লেষণ। মাদূর্গতিনাশিনী সবার মঙ্গল করবেন। হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় নিতাইগৌর হরিবোল হরিবোল হরিবোল জয় শ্রীরাধেশ্যাম

  • @baidyanathsen7413
    @baidyanathsen7413 11 หลายเดือนก่อน +4

    আমি বাঁকুড়ার ইন্দাস দু নম্বর পঞ্চায়েত থেকে বৈদ্যনাথ সেন বলছি । আমার শেষের নিষ্কাম মন্ত্রটিই সকলের কাছে গ্রহণযোগ্য ।

  • @installationbas4899
    @installationbas4899 11 หลายเดือนก่อน +2

    খুব ভাল লাগল আপনার সুন্দর সহজ ব্যাখ্যা।

  • @OmanSaham-s2z
    @OmanSaham-s2z 11 หลายเดือนก่อน +3

    দাদা খুব ভালো লাগছে ধন্যবাদ

  • @tapanganguli4830
    @tapanganguli4830 11 หลายเดือนก่อน

    জয় মা ,জয় মা দুরগা প্রনাম জানিয়ে আপনাকে জানাই আমার অনেক অনেক প্রনাম ।
    পরব বধমান , রায়না ,ছোট কয়রাপুর

  • @pannalaldeb5353
    @pannalaldeb5353 11 หลายเดือนก่อน +5

    নীচে লিখে দিলে ভালো হয়।নমষ্কার।রাংলাদেশ।

  • @ssegjfjcgkhp7486
    @ssegjfjcgkhp7486 11 หลายเดือนก่อน +2

    Hare Krishna

  • @Hiradebnath2024
    @Hiradebnath2024 11 หลายเดือนก่อน +3

    হিরাদেবনাথ বাংলাদেশ দাদা আপনি ভালো থাকুন হর হর মহাদেব

  • @DilipBanerjee-r6o
    @DilipBanerjee-r6o 10 หลายเดือนก่อน

    অবশ্যই নিস্কাম পুষ্পান্জলী মন্ত্র।
    অসাধারণ আপনার এই প্রচেষ্টা।
    দিলীপ ব্যানার্জী

  • @ajoybose7934
    @ajoybose7934 11 หลายเดือนก่อน +5

    সাংসারিক লোকেরা স্বকাম পুষ্পাঙ্জলী মন্ত্রটিই পাঠ করবে । যারা যোগি তারা নিষ্কাম মন্ত্রই পাঠ করবে ।

  • @bivaray1225
    @bivaray1225 11 หลายเดือนก่อน +1

    Happy Sharadio Shuveccha
    Nishkam pushpanjali ami mone kori tik. Shraddha purno pranam niben.
    London theke B.Ray

  • @weeberwoman
    @weeberwoman 11 หลายเดือนก่อน +3

    আপনার ভিডিও প্রত্যেক দিন দেখি খুব ভালো লাগে জয় মা

  • @mahadevbhandari1582
    @mahadevbhandari1582 11 หลายเดือนก่อน +2

    খুব ভাল ব্যখ্যা করেছেন আপনাকে অশেষ ধন্যবাদ

  • @tapatychakroborty6378
    @tapatychakroborty6378 11 หลายเดือนก่อน +3

    খুব সুন্দর লাগছে মনে শান্তি পেলাম

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw 11 หลายเดือนก่อน

    শুভ বিজয়া স‍্যার, খুব ভালো থাকবে। সকাম পুষ্পাঞ্জলি। খড়দহ তপন দাস।

  • @গীতিপ্রিয়প্রভাত
    @গীতিপ্রিয়প্রভাত 11 หลายเดือนก่อน +8

    যে পুরোহিত পূজা করেন , পুরোহিত দর্পণ দেখে মন্ত্র উচ্চারণ করেন , তিনি নিজেই মানে জানেন না । অন্যেরা তো দূরের কথা ।

  • @sbcutyboy9671
    @sbcutyboy9671 11 หลายเดือนก่อน +2

    দাদা নিস্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র সর্বশ্রেষ্ঠ যেখানে কামনা বাসনা থাকে না। মা তো সব দিয়ে রেখেছেন চাওয়া পাওয়ার কি থাকে। কিন্তু মায়াবদ্ধ জীব মানুষ চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত তাই সকাম মন্ত্র বেশিরভাগ মানুষের কাছে শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে। তাই বলছি দাদা ভগবানকে ভালবেসে কয়জন। নমস্কার দাদা সুন্দর ভক্তিমূলক ভক্তিমূলক আচরণ তুলে ধরার জন্য।

  • @shampamajumder9243
    @shampamajumder9243 11 หลายเดือนก่อน +3

    নিস্কাম মন্ত্র সবথেকে ভাল লাগল 🙏🙏

  • @ramendranathpoddar4570
    @ramendranathpoddar4570 11 หลายเดือนก่อน

    Apurba alochona . Ashes dhanyabad o pranam. Aboshyai niskam prarthana shrestha.😊

  • @syamalpandit8902
    @syamalpandit8902 11 หลายเดือนก่อน +3

    NISKAM MANTRA BEST.

  • @n.r.bnittaman
    @n.r.bnittaman 11 หลายเดือนก่อน +1

    নমস্কার আপনার উপদেশাবলী খুব ভালো লাগলো রইল অশেষ নমস্কার ।বাংলাদেশ থেকে নিত্য রঞ্জন বমন--ঠাকুর গাও।

  • @simadey1024
    @simadey1024 11 หลายเดือนก่อน

    Subho mahaaosthomir prnam janai.jai ma durga.Niskam mantroi srestha.ami howrah theke bolchi.

  • @satyaranjanmaity7367
    @satyaranjanmaity7367 11 หลายเดือนก่อน +1

    Subha Mahastomir Pronam.Niskam montra e srestha. Om Hring Durgaoe Namoha.

  • @rajatchoudhury2906
    @rajatchoudhury2906 11 หลายเดือนก่อน +1

    অপূর্ব। ভীষণ উপকৃত হলাম। ঢাকা থেকে।

  • @sukdebmohanta740
    @sukdebmohanta740 11 หลายเดือนก่อน

    বানিয়ারচর, জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ, আপনি ও অনেক ভালো থাকবেন

  • @businessdevelopment2040
    @businessdevelopment2040 11 หลายเดือนก่อน +1

    জয় মা দূর্গা,🙏🏾🙏🏾🙏🏾 খুব ভালো লাগলো। আমি চম্পা বলছি। নিষ্কাম পুষ্পাঞ্জলি শ্রেষ্ঠ। আমি মনে করি। কারণ মা না চাইতে অনেক কিছু দেন আমাদের।

  • @harakrishnahararama2621
    @harakrishnahararama2621 10 หลายเดือนก่อน

    ,, দন্ডবত প্রণাম নিবেন শ্রী মহারাজ ,,
    অনেক অজানা কে জানতে পারলাম। আপনি এভাবেই এগিয়ে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন। ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @shaktipadaghosh5301
    @shaktipadaghosh5301 11 หลายเดือนก่อน +1

    নিস্কাম পুষ্পাঞ্জলি শ্রেষ্ঠ।শ্রীধাম বৃন্দাবন থেকে।জয়রাধে।

  • @nibasabiswas6744
    @nibasabiswas6744 11 หลายเดือนก่อน

    নিষ্কাম পুষ্পাঞ্জলিই শ্রেষ্ঠ।আপনাকে অনেক ধন্যবাদ।

  • @prasantagoswami1477
    @prasantagoswami1477 11 หลายเดือนก่อน

    অতি ভালো কাজ । আপনেৰ দীৰ্ঘায়ু কামনা মাৰ চৰণে।

  • @sreenitaibormon8114
    @sreenitaibormon8114 11 หลายเดือนก่อน +1

    আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা দেন সেজন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ হতে।

  • @bangeshbagchi
    @bangeshbagchi 11 หลายเดือนก่อน +2

    🙏🍃🥭🍋🌼🪷🌸🐚🪔
    নিষ্কাম মন্ত্রই শ্রেষ্ঠ ৷
    বাংলাদেশ, ঝালকাকাঠী ৷
    🪔🐚🌸🪷🌼🍋🥭🍃🙏

  • @sukladey160
    @sukladey160 11 หลายเดือนก่อน +2

    দাদা নমস্কার। আমি দেখছি এবং অনেক কিছুই শিখছি। খুব ভালো লাগছে।

  • @namitamukherjee6679
    @namitamukherjee6679 11 หลายเดือนก่อน

    শুনতে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ

  • @bimalsaha132
    @bimalsaha132 11 หลายเดือนก่อน +1

    শ্রদ্ধেয় বক্তা নিস্কাম অঞ্জলি সর্বশ্রেষ্ঠ আপনার চরণে অসংখ্য প্রণাম রইল

  • @dilipdebnath2750
    @dilipdebnath2750 11 หลายเดือนก่อน +1

    Dhaka, Bangladesh

  • @BiswajitDas-fh9tt
    @BiswajitDas-fh9tt 11 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্ব জিত দাস জিয়া গঙজ

  • @subhraghosh9659
    @subhraghosh9659 11 หลายเดือนก่อน

    আমি নবমী র সকালে দেখলাম,ভালো লাগলো। শিবপুর হাওড়া

  • @swapandas3924
    @swapandas3924 11 หลายเดือนก่อน

    Dhaka. Banglades.thanks to you.. God bless to you.

  • @gongeshdebnath6360
    @gongeshdebnath6360 11 หลายเดือนก่อน +1

    বাংলাদেশ থেকে, ধন্যবাদ পুরোহিত মহাশয়।

  • @arijitbhayna
    @arijitbhayna 11 หลายเดือนก่อน +2

    দাদা মন্ত্র গুলো বাংলায় লিখে দিয়েছেন খুব উপকৃত হলাম নমস্কার 🙏🏻 শুভঃ মহাঅষ্টমী 🎉

  • @mrigankabiswas9405
    @mrigankabiswas9405 11 หลายเดือนก่อน +1

    ভালো লাগছে অনেক কথা জানতে পারছি ৷ ধন্যবাদ নিজেও ধন্য

  • @animeshdas8567
    @animeshdas8567 11 หลายเดือนก่อน

    Aapni valo tothyo tule dhorlen, onek gyan barlo. R o aage jante parle khub valo hoto. Thank you.👌🙏

  • @anjalimanna5230
    @anjalimanna5230 11 หลายเดือนก่อน

    Apnar mantra golo Mane hoy Sara din suni.niskam mantra sarbosestha mantra.

  • @bijoychanddutta9874
    @bijoychanddutta9874 11 หลายเดือนก่อน

    বিজয় চাঁদ দত্ত, উড়আ, পূর্ব বর্ধমান।
    আপনার প্রগ্ৰাম খুব ভালো লাগলো। আপনি আমার প্রনাম নেবেন দাদা

  • @pobonanei8635
    @pobonanei8635 11 หลายเดือนก่อน

    ধাৰণা পৰিষ্কাৰ হল' শৰতেৰ জ্যোৎস্নাৰ মত । আপনাকে
    হৃদয়ভৰা অনেক ধন্যবাদ এবম শুভকামনা জানিয়েছি ।

  • @Sumitglobal-h3b
    @Sumitglobal-h3b 11 หลายเดือนก่อน +2

    নিষ্কাম মন্ত্র শ্রেষ্ঠ

  • @rinadas6393
    @rinadas6393 11 หลายเดือนก่อน

    নিস্কাম পুষ্পাজলি দেয়া শ্রেষ্ঠ । আমি রীনা হালিসহর থেকে দেখছি। আপনাকে প্রণাম।

  • @basabsarkar2773
    @basabsarkar2773 11 หลายเดือนก่อน

    যে অঞ্জলি অঞ্জলির মন্ত্রটা খুব সুন্দর খুব ভালো লাগলো মুর্শিদাবাদ বাড়ি

  • @dinbandhudas9765
    @dinbandhudas9765 11 หลายเดือนก่อน +1

    Hare Krishna Asadharon Baikha Jai Maa Durga (Jharkhand)

  • @samirtalukder9976
    @samirtalukder9976 11 หลายเดือนก่อน +1

    সমীর তালুকদার। বাংলাদেশ থেকে।

  • @udayangoswami5561
    @udayangoswami5561 11 หลายเดือนก่อน

    Nishkam puspanjoli সর্বশ্রেষ্ঠ, জগতের, সমাজের উন্নতি jonnyo অঞ্জলি দেওয়া মানুষ কে ক্ষুদ্র ব্যাক্তি shawerther ঊর্ধ্বে উন্নীত করে I joy ma durga

  • @durjoydas4678
    @durjoydas4678 11 หลายเดือนก่อน +1

    নিষ্কাম পুস্পান্জলি মন্ত্র, ( ডাঃ মনোরঞ্জন, বি বাড়ীয়া থেকে).

  • @molinabiswas5718
    @molinabiswas5718 11 หลายเดือนก่อน

    আমার অনেক শিক্ষা হল অনেক জানলাম। আমার সামান্য জ্ঞানে নিস্কাম মন্রই ঠিক ।আপনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম জানলাম। আপনাকে আমার শিক্ষা গুরু মেনে নিয়ে সব শিখেনি ।আপনাকে আমার প্রণাম জানাই ।আরও জানবার অপেক্ষায় রইলাম ।

    • @molinabiswas5718
      @molinabiswas5718 11 หลายเดือนก่อน

      আমি বাংলাদেশের খুলনা থেকে দেখছি ।

  • @pronabnandi7286
    @pronabnandi7286 10 หลายเดือนก่อน

    Dada pronam khub valo lagglo onek kisu janlam apnar moto purohit pawa vagyer bapar

  • @bandanabhattacharjee100
    @bandanabhattacharjee100 11 หลายเดือนก่อน

    Khub bhalo lagche pranam panditji

  • @paro-y3l
    @paro-y3l 11 หลายเดือนก่อน

    Ami aaj pujo diye santustho chilam na.apnar artho saho anjoli mantra shune khub valo laglo dhanyobad.

  • @bhaktipadabhattacharya6614
    @bhaktipadabhattacharya6614 11 หลายเดือนก่อน +1

    খুব ভাল লাগছে। তোমাকে অনেক অনেক আশীর্বাদ জানাই।

  • @swapankantidas2714
    @swapankantidas2714 11 หลายเดือนก่อน +1

    তাঁর সন্তান আমরা তিনি তো আমাদের ভালোটাই চান অতএব নিষ্কামই শ্রেয়