রাহুল কাজরী আপনাদের দেশ ভারতবর্ষ যতটা বড়! আপনাদের মন টা তার থেকেও অনেক অনেক বড়। আসলে বনেদিয়ানা আপনাদের কাছেই শিখতে হবে। আর মাশিমা সে আর কি বলবো - কিছুটি বলার নেই এককথায় অসাধারন তিনি!
Ei video ta sudhu matro ekta sadharon video noi ......ata bangali der je antorikota ar atitheyota setai phute utheche. Hats off to ur family. Proud of you.
খুব ভালো লাগলো যে এত কিছু করেছেন আণ্টি। মাটন টা দেখেই জিভে জল এলো কাজরী,এদেশ ওদেশ বলে না,মানুষকে ভালোবাসা তাই আসল।তাই আতিথেয়তা টাও মনের ব্যাপার।খুব ভালো থেকো রাহুল কাজরী,প্রণাম আণ্টি।
আমি ঘটি কিন্ত কচুশাক আমার দারুন লাগে। শুধু কচুশাক কেনো শুঁটকি, আলুপোস্ত, চিংড়ি, ইলিশ, গেঁড়ি, গুগলি, ঝিনুক, শামুক, কুঁচে সব দারুন লাগে। এখন খুব কম পাওয়া গেলেও গেঁড়ি কষা আর গরম ভাত আমার সবচেয়ে প্রিয়❤️❤️
Mr Rahul and Ms.Rahul,I almost regularly watch ur blogs from New York but fell great to see ur fantastic and fabulous videos.Ur mom is great and looks to be an expert cook.Ur guestification to ur friends is very co-ordial and praiseworthy.Keep it up and move forward.Wish ur grand success.New York.
আমরা বাংগালী, বাংলা আমাদের ভাষা। হাজার বছর ধরে আমরা এক সাথে ছিলাম, আছি, থাকবো। ধর্ম, রাজনীতি নিয়ে কিছু সু্যোগসন্ধানী মানুষ মাঝে মাঝে আমাদের ভিতর বিভেদের সমস্যা হয়তো তৈরি করে কিন্তু আমরা সব সময় এইভাবে একসাথেই থাকবো। জয় বাংলা...
দাদা সত্যি কথা বলেছেন, বাংলা এক, এপার -ওপার, ঘটি-বাঙাল, এই সব গুলি শব্দবন্ধ মাত্র। আমি এবারের আইসিসি মেনস ( সিনিয়র)ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশের জন্য এত শুভকামনা রেখে প্রার্থনা করলাম, কিন্তু বাংলাদেশের দল সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছতে না পারাতে, আমার সত্যিই খুব খারাপ লাগছে। এশিয়ার যে পাঁচটি দেশ খেলছে, তার মধ্যে চারটি দেশ সেমি ফাইনাল এ পৌঁছতে পারলে খুব ভাল লাগত। সবাই খুব ভাল থাকবেন। নমস্কার জানাই। 🙏♾️🕉🙏♾️🕉🙏♾️🕉
তোমাদের ' ভুরিভোজ এর রান্না খাওয়াও । নিশ্চয়ই ভাল লাগবে।শ্রীকান্ত র মত আমরা পুরো ঘটি।কচুশাক বা লোটেমাছ খাই না।তবে কচুশাক টেস্ট করেছি।তোমার মা আর মাসি মিলে এতকিছু রান্না করেছেন সেটাই দারুন ব্যাপার। রান্না গুলো যে অনবদ্য ছিল তা দেখেই বোঝা যাচ্ছে।ঝুড়ি আলুভাজা ও কিন্তু সবাই ঠিকঠাক পারে না।সবাই খুব এনজ়য় করো।
তোমাদের সব পোস্ট আমি অনেক দিন দেখছি। বাংলাদেশের ব্লগ খুব ভাল হয়েছে। তোমাদের দুজনের জুটি সত্যি সুন্দর। সব থেকে ভালো লাগছে তোমরা শ্রীকান্ত কে যে ভাবে নিজেদের মত করে নিয়েছো, তোমাদের খোলামেলা, আন্তরিক, সহজতা দারুন।
ভীষণ ভালো লাগছে মিতু, সজীব ও মাসীমা কলকাতাতে তোমাদের আন্তরিক আতিথ্যে যে ভাবে আপ্লুত হচ্ছেন। রাহুল ও কাজরী সহ মাসীরা, বন্ধুরা, যে ভাবে আপ্যায়ন করছেন অতিথিদের, তাতে মন ভরে উঠছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব খুব ভালো লাগল। মৌসুমী কানাডা।
অসাধারণ আতিথিয়েতা just অন্যলেভেল❤️🥰 প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিলো😋😋দেখেই অনুভব করতে পারলাম বিশেষ করে ইলিশ মাছ আর Mutton টা ❤️❤️দাদা এবার অতিথিদেরকে দাদা বৌদির বিরিয়ানি টা খাইয়ে দিন,ধন্যবাদ 🙏🙏 ।
আলাদা ভাবলেই আলাদা। আজকে এই স্মার্ট ফোন এর রমরমা র যুগে পৃথিবী একটি বহু সাংস্কৃতিক পাড়ায় পর্যবসিত হয়েছে। আর ঊনিশশো সাতচল্লিশ এর পনের ই আগস্ট এর আগে আলাদা দেশ তো ছিল না, অবশ্য সুনির্দিষ্ট ভাবে বললে চৌদ্দ ই আগস্ট এর আগে ভারতবর্ষ ভাগ হয়নি। নমস্কার ।🙏♾️🕉
আজকের ভ্লগ খুব উপভোগ করলাম। সব খাবারের রঙ দেখে লোভ হচ্ছিলো আর লোভ করেওছি। কারো কারো পেটে অসুবিধা হতে পারে তাই ক্ষমা করে দিও। আজকের রাণী তো রাহুলের মা ও মাসী। ওনারা যদি কষ্ট করে রান্না না করতেন তবে কি অতিথি দের ঠিক সেবা করা যেতো? কাজরীর রান্না মাংস সবাই তারিফ করেছে কিন্তু রাহুল বোধহয় খায়নি। Nice.
এই ব্লগটা একটা অন্য লেভেলে চলে গেছে। বাংলা ও বাঙালির আতিথেয়তা, প্রাণখুলে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি , বয়স্কদের ভক্তিশ্রদ্ধা , জাস্ট এক কথায় অসাধারণ ব্লগ দেখছি। পাঞ্জাবি পরে সজীবদাকে বা মিতুকে দেখে কখণো মনে হচ্ছে না এনারা অতিথি। পরের ব্লগের অপেক্ষায় থাকলাম।
বাংগালির আথিতেয়তা বিশ্বের আর কোনো দেশের সাথে তুলনা করা যায়না! হোক এপার বা ওপার আমরা সবাই বাংগালি! আমি এতদিন কোলকাতায় ছিলাম, ২২ তারিখ দিল্লী এসছি! ৩ তারিখ কোলকাতা হয়ে বাংলাদেশ ফিরে যাবো ! তোমরা চট্টগ্রাম বেড়াতে এসো অনেক জায়গায় বেড়াতে নিয়ে যাবো!
Love you team Rahul in For being a wonderful host to our guest from opaar bangla. I just enjoyed seeing the way the food delicacy were spread...... Mouth watering 😋
খুব সুন্দর লাগছেন দেখতে, কাজুরি দি রাহুল দার অতিথি আপ্যায়নের কোনো কথাই হবে না আন্টি এত ব্যস্ততার মধ্যে এত সুন্দর সুন্দর রান্না করেছেন এক কথায় অতুলনীয় কালকে দেখার অপেক্ষায় রইলাম যদিও আমি কালকে মার সাথে দেখা করতে যাব ফিরতে রাত হবে এসে দেখবো
Ufff atto gula item dekhe amar e khida pay gache... Kajorir ae salwar ta soumaya (zerowatt) er sathe vlog a dekhechilam 😄😄😄😄... Kakima r sokol k jorea dhora ta khub e emotional.. R Bangladesh e bondhuder asha korchi khub e bhalo lagbe... Vlog oshhadharon...
Blog ta ashadharon hoyeche ma masir hater aapurbo ranna tar sathe kajorir mutton baji mat Kore diyechesobchye valo laglo atithira khub tripti Kore khyeche Rahuler excitement amr darun lage oo khabr ta khub enjoy Kore khai u all r sooooo good valo theko amr Bangladesh er atithi der jonno roilo ank valobasa r suvechha
আপনাদের আতিথেয়তা দুর্দান্ত।যা সব ব্যবস্থা করেছেন খুব ভালো হয়েছে।আমি জীবনের প্রথম 12 বছর ফরিদপুর শহরে ছিলাম তখন ইলিশ মাছ খুব খেয়েছি।দাদাদের মুখে শুনেছি একবার ফরিদপুর বাজারে এত ইলিশ মাছ এসেছিল যে বরফের অভাবে এক গরুর গাড়ি মাছ মাটিতে গর্ত করে পুতে দেওয়া হয়েছিল।আমার বাবা জখনকলকাতা আসতেন তখন মাটির হাড়ি তে করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আসতেন।আর এক হারি ফরিদপুরের বিখ্যাত চম চোম নিয়ে আসতেন।আমি যখন2012 তে ফরিদপুর গিয়েছিলাম সেবার ও একজন আমাকে দুই kilo rossagolla সংগে দিয়েছিলেন।
Good Aftn Just Woooow Soo Beautiful Vlog ❤️❤️ Bhisoon sundor laglo ❤️ Dui bangla r ekta sundor bonding dekhlam specially Atitiyota mon bhorey galo dekhe 😍😍 e toh Elahi Ranna...Aunty ei boyesheo eto ranna korlo..Hats off to Aunty & Masi..Durdahto ayojon and khawa dawa 😋 Mutton , Chingri , lote machh er jhuri , ilish , chicken ahaa Swargo 😋😋 Colour tao marattok esechhe..sobai Miley berono r mojai alada..love your simplicity..Enjoy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Follow us 👇👇 on Instagram 👇👇
instagram.com/livingwithrahul/
Amra ghoti aga gora amra kochu sak kub bhalo khai. Kochu sak chara amader ranna pujo osomapto r sukto amader traditional khabar.
পার্টিশনের আগে তো এই মেলামেশা টাই স্বাভাবিক ছিল খুব সুন্দর ।
Ami ghoti kintu katchu saag khub bhalo basi
দাদা এতো খাওয়া দেখানো ঠিক না।।
শ্রীকান্তদা ড্রাইভিং করেতো এজন্য কচুসাকটা বেশি বেশি খাওয়া প্রয়জন।
সত্যি বলতে কী,এই মাসিমা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।যে কেউ ওনাকে ভালোবাসতে বাধ্য।
বাংলাদেশ থেকে।
সবাইকে ধন্যবাদ
অসাধারণ আয়োজন। কাকিমা মাশিমা ও কাজরীকে অনেক ধন্যবাদ। এপার বাংলার মানুষের জন্য এমন আতিথিয়েতায় আমরা অভিভূত। সবার জন্য নিরন্তর শুভকামনা।
আমার বাবা সিলেটের ,মা কুমিল্লার ,আর এখন আমার শশুর বাড়ী কুমিল্লা ,,রাহুল ভাই তোমার মায়ের সঙ্গে আমার কতো মিল❤ From Bangladesh
রাহুল কাজরী আপনাদের দেশ ভারতবর্ষ যতটা বড়! আপনাদের মন টা তার থেকেও অনেক অনেক বড়। আসলে বনেদিয়ানা আপনাদের কাছেই শিখতে হবে। আর মাশিমা সে আর কি বলবো - কিছুটি বলার নেই এককথায় অসাধারন তিনি!
Ei video ta sudhu matro ekta sadharon video noi ......ata bangali der je antorikota ar atitheyota setai phute utheche. Hats off to ur family. Proud of you.
ওপার খুশি তো এপারের দারুন মজা। মানচিত্রের দাগ ই দিয়েছে সাজা। ভালোবাসা বন্ধুত্ব এইতো আমাদের ইতিহাস। আগামী ই গড়বে, মিলনের নতুন সংলাপ।
🇮🇳🧡💚🇧🇩
দারুন চমৎকার অসাধারণ একটি ভিডিও ❤️💚🇧🇩🇧🇩🇧🇩💚❤️
কি অসাধারণ আতিথিয়েতা তোমরা দেখালে.... খুব ভালো লাগলো....এরকম মিলেমিশে থাকুক দুই বাংলা
খুব ভালো লাগলো যে এত কিছু করেছেন আণ্টি। মাটন টা দেখেই জিভে জল এলো কাজরী,এদেশ ওদেশ বলে না,মানুষকে ভালোবাসা তাই আসল।তাই আতিথেয়তা টাও মনের ব্যাপার।খুব ভালো থেকো রাহুল কাজরী,প্রণাম আণ্টি।
বাংলাদেশ থেকে অনেক অনেক ভালবাসা যে পরিমাণ যত্ন করলেন আমাদের দেশের মানুষ কে সত্যি অনবদ্য
ভাই আমি একজন সিলেটি মাসি মার কাছ থেকে সিলেটি কথা শুনে খুব ভালো লাগলো।
মাসিমার সিলেটি কথা শুনে খুব সুন্দর লাগল
আমি সিলেটি ….
বাংলাদেশের মানুষরা খুব ভালো মনের হয় । উনাদের আন্তরিকতা দারুন
পশ্চিমবঙ্গ এর অধিবাসী দের আতিথেয়তা ও যথেষ্ট প্রশংসার দাবি রাখে। নমস্কার। 🙏♾️🕉
Aunty (Rahul da's mom) is such a graceful lady.... ato ato ato valo lage aunty ke
বাংলা দেশের অতিথি দের আপ্যায়ন দেখে খুবই আনন্দিত হলাম, ওনারা ও এপার বাংলার মানুষ জনকে অনেক ভালোবাসা, আপ্যায়ন করেন।
Rahul and kajori abaro ek bar dhono bad. super hospitality jono 🇧🇩👍👍👍😋
আমি ঘটি কিন্ত কচুশাক আমার দারুন লাগে। শুধু কচুশাক কেনো শুঁটকি, আলুপোস্ত, চিংড়ি, ইলিশ, গেঁড়ি, গুগলি, ঝিনুক, শামুক, কুঁচে সব দারুন লাগে। এখন খুব কম পাওয়া গেলেও গেঁড়ি কষা আর গরম ভাত আমার সবচেয়ে প্রিয়❤️❤️
Mr Rahul and Ms.Rahul,I almost regularly watch ur blogs from New York but fell great to see ur fantastic and fabulous videos.Ur mom is great and looks to be an expert cook.Ur guestification to ur friends is very co-ordial and praiseworthy.Keep it up and move forward.Wish ur grand success.New York.
খুব ভালো লাগলো। দুই বাংলার মানুষের মধ্যে এত বন্ধুত দেখে। ধন্যবাদ দাদা ও বৌদিকে।
সত্যিই তোমাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
Khub khub valo laglo ....tomader atithotar kono tulona hoy na......
আমরা বাংগালী, বাংলা আমাদের ভাষা। হাজার বছর ধরে আমরা এক সাথে ছিলাম, আছি, থাকবো। ধর্ম, রাজনীতি নিয়ে কিছু সু্যোগসন্ধানী মানুষ মাঝে মাঝে আমাদের ভিতর বিভেদের সমস্যা হয়তো তৈরি করে কিন্তু আমরা সব সময় এইভাবে একসাথেই থাকবো। জয় বাংলা...
Sajibantikepronamkoreni
দাদা সত্যি কথা বলেছেন, বাংলা এক, এপার -ওপার, ঘটি-বাঙাল, এই সব গুলি শব্দবন্ধ মাত্র। আমি এবারের আইসিসি মেনস ( সিনিয়র)ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশের জন্য এত শুভকামনা রেখে প্রার্থনা করলাম, কিন্তু বাংলাদেশের দল সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছতে না পারাতে, আমার সত্যিই খুব খারাপ লাগছে। এশিয়ার যে পাঁচটি দেশ খেলছে, তার মধ্যে চারটি দেশ সেমি ফাইনাল এ পৌঁছতে পারলে খুব ভাল লাগত। সবাই খুব ভাল থাকবেন। নমস্কার জানাই। 🙏♾️🕉🙏♾️🕉🙏♾️🕉
দাদা আমি বাংলাদেশের রাজশাহী থেকে দেকছি। মুখে জল চলে এল। আমার ভাগেরটা কই?
তোমাদের প্রতি ভালো লাগাটা জাস্ট অন্য লেভেলে চলে গেল রাহুল দা ও কাজরী
Ektai kotha bolbo just osadharon... Vlog ta deykhchi r money hochey dui deysher melbondhon korlo living with rahul... Just awesome.. Love you all
Grand arrangement! Thank you so much for your hospitality! বাঙালি যে ভোজন রসিক তা মনে হয় বলার প্রয়োজন নেই, সেটা এপার হোক আর ওপার হোক।
দুই বাংলার মেলবন্ধন। অসাধারণ ♥️♥️
অতিথি আপ্যায়নে এমন আন্তরিকতা সত্যিই মুগ্ধ করে। রাহুল-কাজরী-মাসিমা সহ সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা।
তোমাদের ' ভুরিভোজ এর রান্না খাওয়াও । নিশ্চয়ই ভাল লাগবে।শ্রীকান্ত র মত আমরা পুরো ঘটি।কচুশাক বা লোটেমাছ খাই না।তবে কচুশাক টেস্ট করেছি।তোমার মা আর মাসি মিলে এতকিছু রান্না করেছেন সেটাই দারুন ব্যাপার। রান্না গুলো যে অনবদ্য ছিল তা দেখেই বোঝা যাচ্ছে।ঝুড়ি আলুভাজা ও কিন্তু সবাই ঠিকঠাক পারে না।সবাই খুব এনজ়য় করো।
আতিথেয়তা.....superb👌👌কলকাতার আমাদের গর্বিত করলে তোমারা.....অনেক অনেক ভালোবাসা...
Purba bangla is known for hospitality but despite of all we r also good.our culture and heritage are same.big cheers for Bangladesh and West Bengal.
আমরা ১০০ পার্সেন্ট ঘটি কিন্তু আমরা কচু শাক খাই দারুন লাগে। ইন্দিরা ভট্টাচাৰ্য দুর্গাপুর থেকে।
এককথায় দারুণ আয়োজন। দেখতে খুব লোভনীয় হয়েছে সব খাবার। অনেক ভালোবাসা নিও সবাই। ♥️♥️♥️
আতিথেয়তা তে আমরাও যে কম যাই না, সেটা তোমরা দেখিয়ে দিলে। ফাটিয়ে দিয়েছো বস্।ভালোবাসার কোনো সীমানা হয় না 🤩🤩🤩
Khub shundor 🤩🤩
Mitu Shajib bhaider valo lagche dekhe sheta amadero khub valo lagche ❤❤
তোমাদের সব পোস্ট আমি অনেক দিন দেখছি। বাংলাদেশের ব্লগ খুব ভাল হয়েছে। তোমাদের দুজনের জুটি সত্যি সুন্দর। সব থেকে ভালো লাগছে তোমরা শ্রীকান্ত কে যে ভাবে নিজেদের মত করে নিয়েছো, তোমাদের খোলামেলা, আন্তরিক, সহজতা দারুন।
ভীষণ ভালো লাগছে মিতু, সজীব ও মাসীমা কলকাতাতে তোমাদের আন্তরিক আতিথ্যে যে ভাবে আপ্লুত হচ্ছেন। রাহুল ও কাজরী সহ মাসীরা, বন্ধুরা, যে ভাবে আপ্যায়ন করছেন অতিথিদের, তাতে মন ভরে উঠছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব খুব ভালো লাগল।
মৌসুমী
কানাডা।
Khub khub valo laglo tomader. ...valo theko sabai dhynabad
Osadharon ❤️ ayojon ..kno kotha hbe na ,such a wonderful presentation .Eta only east bengal pokhae kora somvob. Just fatafati...
Hospitality at its best. Efforts made by Rahul & Kajori deserve a big round of applause. .
I unanimously agree ! Kudos to both Rahul and Kajori. Hats off to Rahul's mum and mashi
It's a joint family venture 👪. Each and every member of this family deserve a big round of applause 👏 . Isn't it? God bless you 🙏 ❤️ 🙌
আমি বাংলাদেশ থেকে দেকছি তোমাদের সব ব্লগ ই দেখি অসাধারণ উপস্থাপন,,, পাশাপাশি মিতুর আচরনে লজ্জিত সে তার,,,,,, , , ভাগিস ইউরোপ যাযনি শুভকামনা রইল
মহাভোজ এক্কেবারে জমে ক্ষির,তবে আরও জমতো যদি লাঞ্চটা তোমাদের আগের বাসায় করতে।কিতাবা রাহুল বালা আছনি তুমার আম্মারে আমার সিলেটের সালাম দিও।
মাসীমা সিলেটি 🌼🌼🌼।।। এইজন্যেই মাসীমা এতো সুন্দর দেখতে
অসাধারণ আতিথিয়েতা just অন্যলেভেল❤️🥰 প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিলো😋😋দেখেই অনুভব করতে পারলাম বিশেষ করে ইলিশ মাছ আর Mutton টা ❤️❤️দাদা এবার অতিথিদেরকে দাদা বৌদির বিরিয়ানি টা খাইয়ে দিন,ধন্যবাদ 🙏🙏 ।
oshadharon atitheyota ❤ padma r ganga mishe jak abhabei bhalobashar joley ❤
Apnara onek beshi bhalo. Ekdom thaka khawa shob bebostha kore diyechen. Take love from Bangladesh 🇧🇩.
অসাধারণ কাকিমা।এইবয়সে এত রান্না করেছেন।খুব ভালো লাগছে দেখে তোমাদের আতিথিয়তা।
শ্রীকান্তদা একবার কচুর শাক খেয়ে দেখ।অসাধারন লাগবে।
রাহুল কাজরি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ❤️❤️❤️🇧🇩🇧🇩
আমাদের দেশ ই আলাদা. কিন্তু হৃদয় ও প্রাণ সব সমান. 🙏
আলাদা ভাবলেই আলাদা। আজকে এই স্মার্ট ফোন এর রমরমা র যুগে পৃথিবী একটি বহু সাংস্কৃতিক পাড়ায় পর্যবসিত হয়েছে। আর ঊনিশশো সাতচল্লিশ এর পনের ই আগস্ট এর আগে আলাদা দেশ তো ছিল না, অবশ্য সুনির্দিষ্ট ভাবে বললে চৌদ্দ ই আগস্ট এর আগে ভারতবর্ষ ভাগ হয়নি। নমস্কার ।🙏♾️🕉
আজকের ভ্লগ খুব উপভোগ করলাম। সব খাবারের রঙ দেখে লোভ হচ্ছিলো আর লোভ করেওছি। কারো কারো পেটে অসুবিধা হতে পারে তাই ক্ষমা করে দিও। আজকের রাণী তো রাহুলের মা ও মাসী। ওনারা যদি কষ্ট করে রান্না না করতেন তবে কি অতিথি দের ঠিক সেবা করা যেতো? কাজরীর রান্না মাংস সবাই তারিফ করেছে কিন্তু রাহুল বোধহয় খায়নি। Nice.
Khub sundor.. Mon valo hoye jay video elei.. khub valo thakben ..
এই ব্লগটা একটা অন্য লেভেলে চলে গেছে। বাংলা ও বাঙালির আতিথেয়তা, প্রাণখুলে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি , বয়স্কদের ভক্তিশ্রদ্ধা , জাস্ট এক কথায় অসাধারণ ব্লগ দেখছি। পাঞ্জাবি পরে সজীবদাকে বা মিতুকে দেখে কখণো মনে হচ্ছে না এনারা অতিথি। পরের ব্লগের অপেক্ষায় থাকলাম।
বাংগালির আথিতেয়তা বিশ্বের আর কোনো দেশের সাথে তুলনা করা যায়না! হোক এপার বা ওপার আমরা সবাই বাংগালি! আমি এতদিন কোলকাতায় ছিলাম, ২২ তারিখ দিল্লী এসছি! ৩ তারিখ কোলকাতা হয়ে বাংলাদেশ ফিরে যাবো ! তোমরা চট্টগ্রাম বেড়াতে এসো অনেক জায়গায় বেড়াতে নিয়ে যাবো!
Applause. Let Bharat-Bangladesh maitree flourish. Salute to Rahul and Kajori.
Love you team Rahul in
For being a wonderful host to our guest from opaar bangla. I just enjoyed seeing the way the food delicacy were spread...... Mouth watering 😋
What a hospitality from you all. Khub bhalo laglo.
খুব সুন্দর লাগছেন দেখতে, কাজুরি দি রাহুল দার অতিথি আপ্যায়নের কোনো কথাই হবে না আন্টি এত ব্যস্ততার মধ্যে এত সুন্দর সুন্দর রান্না করেছেন এক কথায় অতুলনীয় কালকে দেখার অপেক্ষায় রইলাম যদিও আমি কালকে মার সাথে দেখা করতে যাব ফিরতে রাত হবে এসে দেখবো
ভোজন রসিক মানুষের মন খুব ভালো হয়, সবাই কে আমার ভালোবাসা
বাঃ বেশ লাগলো। আতিথেয়তlয় কেউই কম নয় । খুব ভালো
2 বাড়ির 2 মা এর সাথে ব্লগ টা দারুণ লাগলো আর রান্না গুলো দেখে তো জিভে জল এসে গেলো অসাধারণ লাগলো সব টা 💖💖
Darun Hospitality pelo....Hatts off to "Living with Rahul"...Ekebare fatiye diyecho....Khub e valo lagche....Onoboddo laglo....Thanks
Darun laglo...ami ghoti kintu amar darun lage kachu sak,lote mach,muri ghonto,r obbosoi hilsha........
Ufff atto gula item dekhe amar e khida pay gache... Kajorir ae salwar ta soumaya (zerowatt) er sathe vlog a dekhechilam 😄😄😄😄... Kakima r sokol k jorea dhora ta khub e emotional.. R Bangladesh e bondhuder asha korchi khub e bhalo lagbe... Vlog oshhadharon...
Puro Kolkata basir maan rakhle aj tomra...Great job...❤️❤️
অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে এত সুন্দর আতিথেয়তার জন্য। খুব সুন্দর আপ্যায়ন করেছেন। 💖💖💖 🇧🇩🇧🇩
অসামান্য লাগলো পুরো ব্যাপারটা - সন্ধ্যে বেলায় থাকতে পারলাম না তোমাদের সাথে, missed you all!
Just osadharon ayojon for guest. Khub valo laglo. We Indian always like to special treat to guest because "otithi devo vobo "
Darun darunn darunnn👌👌👌👌kono kotha hobe na..Kakima vlog a asa manei seta akta onno level r amader boro prapti,pronam janai🙏 Kakima,Chotti mashi,Kajari sabar hater erom elahi ranna valo na hoye thaktei pare na,coz ei gulo sudu to ranna noy er moddhe onek onek valobasa joriye...erom vabei valobasa chorate thakuk...sabai khub khub valo thako alwz🥰🤗🙋
Bahhh... Khub bhalo laglo.. Mon bhalo kora video.. Tomadr appayon dekhe khuub bhalo laglo! ❤️❤️
Mitu ekdom jeno amader barir meye
Eto free Frank kotha boley
Onek ta bon bon bhaab
Opar Banglar Othithi Appayan, Apar Banglay Khub Sundhar kore hoyeche. Amio ekjon Sylethi Silchar theke , tai aaj Mashimar mukhe sylethi kotha shune darun legeche. Living with Rahul Channel is Rocking. 👍🤗💕
Silchar kothay thaken.....ami karimganj theke
ওয়াও খুব সুন্দর আয়োজন প্রতিটি রেসিপিই অসম্ভব সুন্দর ছিল
কাকীমা এত সুন্দর আর আধুনিক আমার খুব ভালো লাগে ❣️❣️❣️
Kajari, rahul you two are awesome host. Eto apon kore nite para ta indescribable
Love from Bangladesh Dhaka south keranigong 😇🇧🇩💌
Any blog with your mother is a pleasure to see
Thanks a lot!!
Sotti
Wow!!! Elahi ayojon, Darun sob khabar menu 💞💞💞 khub bhalo laglo..... Aaj dui bangla ek hoye gelo💞💞💞💞
Onek valo jinis tomader kach theke sikhlam aj. Asadharon. Inspire hochhi dekhe go. 👍
Blog ta ashadharon hoyeche ma masir hater aapurbo ranna tar sathe kajorir mutton baji mat Kore diyechesobchye valo laglo atithira khub tripti Kore khyeche Rahuler excitement amr darun lage oo khabr ta khub enjoy Kore khai u all r sooooo good valo theko amr Bangladesh er atithi der jonno roilo ank valobasa r suvechha
Ajker video tar like ta kakima r masima efforts r jnno...unara ja porisrom kore ranna korlen osadharon
Mouth watering foods......ek kothae oshadharon
Uuuuffff daruuun protita ranna dekha bhalo laglo...
আপনাদের আতিথেয়তা দুর্দান্ত।যা সব ব্যবস্থা করেছেন খুব ভালো হয়েছে।আমি জীবনের প্রথম 12 বছর ফরিদপুর শহরে ছিলাম তখন ইলিশ মাছ খুব খেয়েছি।দাদাদের মুখে শুনেছি একবার ফরিদপুর বাজারে এত ইলিশ মাছ এসেছিল যে বরফের অভাবে এক গরুর গাড়ি মাছ মাটিতে গর্ত করে পুতে দেওয়া হয়েছিল।আমার বাবা জখনকলকাতা আসতেন তখন মাটির হাড়ি তে করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আসতেন।আর এক হারি ফরিদপুরের বিখ্যাত চম চোম নিয়ে আসতেন।আমি যখন2012 তে ফরিদপুর গিয়েছিলাম সেবার ও একজন আমাকে দুই kilo rossagolla সংগে দিয়েছিলেন।
আপনাদের আচার আচরণ অনেক ভালো। খুব ভালো লাগে আপনাদের ভিডিও।
Sajibantikepronamkoreni
Good Aftn Just Woooow Soo Beautiful Vlog ❤️❤️ Bhisoon sundor laglo ❤️ Dui bangla r ekta sundor bonding dekhlam specially Atitiyota mon bhorey galo dekhe 😍😍 e toh Elahi Ranna...Aunty ei boyesheo eto ranna korlo..Hats off to Aunty & Masi..Durdahto ayojon and khawa dawa 😋 Mutton , Chingri , lote machh er jhuri , ilish , chicken ahaa Swargo 😋😋 Colour tao marattok esechhe..sobai Miley berono r mojai alada..love your simplicity..Enjoy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Just asadharan.. Your hospitalety 4 your bangladeshi friend.. Thanx 🙏🙏
Aamio ghoti but Hilsha fish er head diye kochu shak just fatafati,lote machet jhuri diye sob bhat kheye felbo.Tomader lunch taa just osadharon👌👌
As usual darun laglo ajker vlog ta...
Tomader one of the best Blog eta
সকলে কি অসাধারণ আয়োজন করেছো তোমরা❤️ খুব ভালো লাগলো জেঠিমা এসে দেখা করে গেলো সকলের সাথে😊
Khub bhalo laglo ei vlog ta dekhe..🥰
Ekei bole bangalir atithiota,osadharon sob ranna..darun vlog dekhlam🙏🙏
I love Indian 🇧🇩❤️🇮🇳
Tomader maa er mukhe Silchar er kotha sune khub bhalo lagl,ami o Silchar er. Besh kichu din thake tomader Blog dekhchi, bhalo lage.
মন ভরে গেল ব্লগ টা দেখে
wow really nice vlog
Mitu dir kotha barta vishon sweet. Khub vlo legeche mitu dike.
khub valo laglo...Rahul kakima er presence ta khub valo lage...Rahul Kajori ❤❤❤