যদিও আমি কর্মসূত্রে কলেজের অধ্যাপক কিন্তু বিশ্বাস করুন বিগত এক বছর ধরে আপনার ইউটিউব এর ভিডিও গুলো কি দেখে দেখে আমি যা বাগান বানিয়েছি তার প্রশংসা যে একবার দেখে সেই করে। আপনার প্রতিটি ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পাই। আপনার মত এত সরল ভাবে, পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার মতো মানুষ এ যুগে পাওয়া খুব কঠিন। প্রণাম নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে । ধন্যবাদ স্যার। প্রকৃত সত্য কথা (গোপন তথ্য অন্যকে না জানানো) বলার জন্য। ''সোয়েল চার্জার টেকনোলজি'' সমন্ধে বিস্তারিত যথা-ফর্মুলা ও উপকরণ, প্রস্তুত প্রণালী,ব্যবহার সহ যাবতীয় বিষয়ে ভিডিও করলে সবাই উপকৃত হবে আশা করি। বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদান্তে আপনার এবং সকলের মঙ্গল কামনা করছি।
দাদা নমস্কার নেবেন।অনেক দিন পর আজ কমেন্টস লিখতে গিয়ে মনে হলো আপনার ভিডিও-র ব্যাপারে নতুন কোনও কথা বলার নেই কিন্তু আপনার এই ম্যাজিক গুলো কোথায় রেখেছিলেন।ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থেকে দীর্ঘায়ু হয়ে বেঁচে থেকে কৃষিক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকুন।আমার বাড়িতেই একটা দেশী পেঁপের খুবই ভালো জাতের গাছ আছে।কিন্তু কিভাবে এর বংশ বৃদ্ধি ঠিকমতো করতে পারবো তা নিয়ে সংশয় ছিল।এখন তা পরিস্কার হয়ে গেল।জরুরী বিষয়বস্তুকে এতো সুন্দর ভাবে উপস্থাপন করার দক্ষতা একমাত্র আপনার পক্ষেই সম্ভব ।তবে একটা শেষ কথা, আপনি কিন্তু অনেক ব্যবসায়ীর(অসাধু) রাতের ঘুম কেড়ে নিলেন।ধন্যবাদ, ভালো থাকবেন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম ৷ ভগবানের কাছো আপনার দীর্ঘায়ু কামনা করি ৷ আর আপনি একটা কথা সত্যি বলেছেন, অনেকেই মানুষকে কিছু জানাতে চায় না। যেমন আমার পাশের বাড়ির ও একজন কৃষি বিভাগে চাকুরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত , কিন্তু তিনি ও কোন তথ্য বা পরামর্শ দিতে চান না ৷
আমি একজন আপনার গুণমুগ্ধ দর্শক ও শ্রোতা। আপনার মত জ্ঞানী লোক দেখার পর অনেক কিছু শিখেছি। আমার বয়স ও আপনার কাছাকাছি। এরকম সরল ও সৎ লোক এখন ভীষণ বিরল। নমস্কার জানবেন।
অনেক ধন্যবাদ, sir. এইটা গুরুদেব এর মন্ত্রগুপ্তির ভিডিও, জানি না কি ভাবে গুরু দক্ষিনা দিবো. আমি হঠাৎ আবিষ্কার করলাম, আমার বন্ধুদের মধ্যে অনেকেই আপনার ভিডিও দেখে, আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরী হয়ে গেলো. একই গুরুর শিষ্য. আপনার পুরো নাম নিশ্চই অনাথ বন্ধু হালদার. আপনি সকলের বন্ধু. কল্যাণময় ঈশ্বরের কাছে, আপনার দীর্ঘ. সুস্থ ও আনন্দময় জীবন কামনা করি.
ধন্যবাদ জানাই।ভালো থাকুন। খুব গরম আবহাওয়া চলছে। বাড়িতে যদি সবজি গাছ থাকে তাহলে বেশী সার বা ঘনঘন পিজিআর স্প্রে করে গাছকে উত্তেজিত বা বেশি ফুল ফল আনতে যাবেন না। বৃষ্টি হোক তারপরে এই কাজ করবেন।
এতো দিন যে video অপেক্ষায় ছিলাম আপনার কাছে।আজ সেই ভিডিও আপনি করে আমাদের অনেক উপকৃত করলেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেটা কেউ বলতে চায় না সেটা আপনি বলে খুব উপকৃত করলেন।আপনাকে আমার প্রণাম করতে ইচ্ছা যাচ্ছে।। কাছে তো পেলাম না তাই দূর থেকে প্রণাম জানালাম। এই ভিডিও করবার জন্য অনেক বার বলে বিরক্ত করেছি তার জন্য ক্ষমা চাইছি
আমার আশীর্বাদ ও ভালোবাসা সঙ্গে রইল এগিয়ে চলুন সকলকে নিয়ে । আসলে কাছাকাছি হলে নিশ্চিত উপকার করে আসতাম। এখন করোনা সমস্যা সেজন্য সম্ভব হচ্ছে না। আমরা এরকম মানসিকতার পুরুষ বা মহিলাকে চাই যারা সমাজের সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়। আপনার মত দর্শক পাওয়া বিরল ।ভালো থাকুন ,সাবধানে থাকুন ,ঝড় জল আসছে জানিনা কি হবে ।ঈশ্বরের উপর ভরসা রাখুন মনে জোর রাখুন, ধন্যবাদ।
কৃষ্ণনগর বাসীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি যতটা সরল, ততোটাই সহজ ভাবে মানুষ কে বুঝিয়ে দেন। ভারতের কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষি পরামর্শ দাতা হিসাবে সরকারের উচিত, আপনাকে নিয়োগ করা।
ধন্যবাদ স্যার।। পেঁপের যত ভিডিও ইউটিউবে দেখেছি তারমধ্যে আপনার এই ভিডিওটি মেয়ে বীজ নির্ধারণে অন্যতম। আমার বহুল আক্ষাখিত ভুট্টার বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে যদি কোনো একটি ভিডিও বাতেন,স্যার। এ যাবত ইউটিউবে ভুট্টার বীজ সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ভিডিও সার্চ দিয়ে দেখতে পারিনি। অনুরোধ রইল।।
আপনার কাছ থেকে একটি মুল্যবান বিষয় জানতে পারলাম অশেষ ধন্যবাদ আপনাকে
ঐভাবে বীজ নির্বাচন করুন,
ঠকবেন না।
কথা দিলাম,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
যদিও আমি কর্মসূত্রে কলেজের অধ্যাপক কিন্তু বিশ্বাস করুন বিগত এক বছর ধরে আপনার ইউটিউব এর ভিডিও গুলো কি দেখে দেখে আমি যা বাগান বানিয়েছি তার প্রশংসা যে একবার দেখে সেই করে। আপনার প্রতিটি ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পাই। আপনার মত এত সরল ভাবে, পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার মতো মানুষ এ যুগে পাওয়া খুব কঠিন। প্রণাম নেবেন।
সত্যিই আপনাকে প্রনাম না জানিয়ে
থাকতে পারলাম না।
অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ।🙏🙏🙏🙏🙏
Thik
Thik
প্রণাম স্যারকে
আমিও ওনার একনিষ্ঠ ভক্ত। আগেই জানিয়েছি , এই মানসিকতার মহানুভব মানুষ আর দুই একজন থাকলে কৃষিতে পশ্চিমবঙ্গের চিত্র বদলে যেত।
Thanks dada. Darun tips bolechen.
এই ভাবে এগিয়ে চলুন নিশ্চিত সফল হবেন।
আপনার ভিডিও দ্বিতীয় বাক্যটি খুব বাস্তব সত্য কথা আর সেটা হল " কেউ কাউকে কিছু সঠিক বলতে চায় না "
স্যার আমার কিছু টবের গাছের পাতা ফ্যাকাসে হলুদ মতো হয়ে যাচ্ছে, কোনো ভাবেই ঠিক করতে পারছি না, একটু সাহায্য করুন 🙏🙏🙏
SIR দয়া করে আপনার ফোন নাম্বার দিলে উপকৃত হোই
⁰⁹⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰)+(@@sukantasusmita4322
পেঁপে বীজ সংগ্রহ খুব সুন্দর বোঝা গেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইলো দাদা।
Eta khub bhalo jinis sekhalen,,,apni jemon amader ke gyan prodan korchhen sikhkha dichchen apnar o upokar hok apnar life sukher hok shundor hok🙏
ধন্যবাদ ভাই সেইসঙ্গে সপরিবারে ভালো থেকো সাবধানে থেকো । আর চলো সকলে এগিয়ে চলি ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে
। ধন্যবাদ স্যার। প্রকৃত সত্য কথা (গোপন তথ্য অন্যকে না জানানো) বলার জন্য। ''সোয়েল চার্জার টেকনোলজি'' সমন্ধে বিস্তারিত যথা-ফর্মুলা ও উপকরণ, প্রস্তুত প্রণালী,ব্যবহার সহ যাবতীয় বিষয়ে ভিডিও করলে সবাই উপকৃত হবে আশা করি। বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদান্তে আপনার এবং সকলের মঙ্গল কামনা করছি।
অসাধারণ, আমিও কয়েক দিন আগে থেকে আপনার ভিডিও গুলো দেখা শুরু করেছি। আর আমি আপনার গুণমুগ্ধ ভক্ত হয়ে উঠেছি । ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনারাও সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে এগিয়ে চলি।
ত্রিপুরা থেকে বলছি। আপনাকে ধন্যবাদ জানানোর মত ভাষা জানা নেই। সত্যি আপনার মত লোক হয়না। প্রণাম নেবেন।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর চলো সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি।
আপনার মত ভাল মানুষ এই পৃথিবী তে খুব কমই আছে...ভগবান আপনাকে সুস্থ রাখুন প্রণাম নেবেন 🙏
আপনারা ও সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি।
অসাধারণ! আল্লাহ্ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক যাতে করে আমরা আপনার এত সুন্দর মূল্যবান পরামর্শ গুলো পেয়ে সমৃদ্ধ হতে পারি।
ধন্যবাদ জানাই সেইসঙ্গে বলবো আল্লাহ আপনার ও আপনার পরিবারের সকলকে ভাল রাখুন, সুস্থ রাখুন । চলুন সকলে এগিয়ে চলি।
দাদা নমস্কার নেবেন।অনেক দিন পর আজ কমেন্টস লিখতে গিয়ে মনে হলো আপনার ভিডিও-র ব্যাপারে নতুন কোনও কথা বলার নেই কিন্তু আপনার এই ম্যাজিক গুলো কোথায় রেখেছিলেন।ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থেকে দীর্ঘায়ু হয়ে বেঁচে থেকে কৃষিক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকুন।আমার বাড়িতেই একটা দেশী পেঁপের খুবই ভালো জাতের গাছ আছে।কিন্তু কিভাবে এর বংশ বৃদ্ধি ঠিকমতো করতে পারবো তা নিয়ে সংশয় ছিল।এখন তা পরিস্কার হয়ে গেল।জরুরী বিষয়বস্তুকে এতো সুন্দর ভাবে উপস্থাপন করার দক্ষতা একমাত্র আপনার পক্ষেই সম্ভব ।তবে একটা শেষ কথা, আপনি কিন্তু অনেক ব্যবসায়ীর(অসাধু) রাতের
ঘুম কেড়ে নিলেন।ধন্যবাদ, ভালো থাকবেন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম ৷ ভগবানের কাছো আপনার দীর্ঘায়ু কামনা করি ৷ আর আপনি একটা কথা সত্যি বলেছেন, অনেকেই মানুষকে কিছু জানাতে চায় না। যেমন আমার পাশের বাড়ির ও একজন কৃষি বিভাগে চাকুরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত , কিন্তু তিনি ও কোন তথ্য বা পরামর্শ দিতে চান না ৷
বাংলাদেশ হতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Sir আপনার VDO দেখতে এবং শুনতে
ভাল লাগে
ধন্যবাদ জানাই।
এই ভাবে বীজ নির্বাচন করুন
ঠকবেন না ।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
আমি একজন আপনার গুণমুগ্ধ দর্শক ও শ্রোতা। আপনার মত জ্ঞানী লোক দেখার পর অনেক কিছু শিখেছি। আমার বয়স ও আপনার কাছাকাছি। এরকম সরল ও সৎ লোক এখন ভীষণ বিরল।
নমস্কার জানবেন।
আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানাই, আর বলবো এখন সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সেই সঙ্গে যতটা সম্ভব চলুন এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 আপনার পোন নাম্বার টা কি দেবেন দাদা একটু কতা বললে বালো হইতো
Ei video r jonno onek din oppekha korechilam
স্যার ভালো আছেন । বাহ্ দারুন জিনিস শিখতে পারলাম ।
আপোনাৰ ভিডিঅ' থেকে অনেক কিছু শিখতে পাৰি।স্যাৰ আপনাকে অনেকধন্যবাদ।
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
অনেক ধন্যবাদ স্যার। আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি। এই ভিডিওটা আমার খুবই উপকারে আসবে। ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য♥♥♥♥
এই সময়ে আপনার মত মন মানুষের দরকার। তবে আমরা চাষের অনেক কিছু জানতে পারব।
সত্যি বলতে এই মানুষটার ফ্যান হয়ে গেছি।
ধন্যবাদ জানাই।
এইভাবে বীজ নির্বাচন করুন ,
ঠকবেন না ।
কথা দিলাম।
দারূন আজকের ভিডিও 👍ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏
Darun sir aaj bujhte parlam keno amar pape hochilonaa. Apni ja sikhalen tar ultotai korchilam. Dhonnobad sir🙏
অনেক ধন্যবাদ স্যার৷ আপনি ভালো থাকবেন।
Khub bhalo laglo. Darun jinis sikhlam.pronam.
অনেক ধন্যবাদ, sir. এইটা গুরুদেব এর মন্ত্রগুপ্তির ভিডিও, জানি না কি ভাবে গুরু দক্ষিনা দিবো. আমি হঠাৎ আবিষ্কার করলাম, আমার বন্ধুদের মধ্যে অনেকেই আপনার ভিডিও দেখে, আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরী হয়ে গেলো. একই গুরুর শিষ্য. আপনার পুরো নাম নিশ্চই অনাথ বন্ধু হালদার. আপনি সকলের বন্ধু.
কল্যাণময় ঈশ্বরের কাছে, আপনার দীর্ঘ. সুস্থ ও আনন্দময় জীবন কামনা করি.
ভালো লাগলো তোমাদের আলোচনা ও কর্মপদ্ধতি জেনে। যাইহোক আবার ঝড় জল আসছে খুব সাবধানে থাকবে সতর্ক থাকবে। ধন্যবাদ।
ghub sundor dada
Darun jinis dekhalen .valo thakben.......didi
স্যার আমি ছোটো থাকে চাষ বাসের সঙ্গে যুক্ত কিন্তু এমন অনেক জিনিস যা শুধুমাত্র আপনার কাছ থেকে শিখেছি 👏👏👏👏👏👏নেবেন
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থেকো ,সুস্থ থেকো এই কামনা করবো।
কাকু আপনার ভিডিও দেখে আমি খুব ভালো ফার্মিং শিখতে পেরেছি আরো শিখবো আশা করি 😊
প্রনাম গুরুদেব ।
আজ থেকে শুনছি ঝড় জল আসছে সাবধানে থেকো।
Nice
ধন্যবাদ স্যার । আজ আবার ভিডিও টি পুনরায় দেখলাম ।
ধন্যবাদ জানাই।ভালো থাকুন।
খুব গরম আবহাওয়া চলছে। বাড়িতে যদি
সবজি গাছ থাকে তাহলে বেশী সার বা ঘনঘন পিজিআর স্প্রে করে গাছকে উত্তেজিত বা বেশি ফুল ফল আনতে যাবেন না।
বৃষ্টি হোক তারপরে এই কাজ করবেন।
আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করেন ।আমিন।।।।।
এতো দিন যে video অপেক্ষায় ছিলাম আপনার কাছে।আজ সেই ভিডিও আপনি করে আমাদের অনেক উপকৃত করলেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যেটা কেউ বলতে চায় না সেটা আপনি বলে খুব উপকৃত করলেন।আপনাকে আমার প্রণাম করতে ইচ্ছা যাচ্ছে।।
কাছে তো পেলাম না তাই দূর থেকে প্রণাম জানালাম।
এই ভিডিও করবার জন্য অনেক বার বলে বিরক্ত করেছি তার জন্য ক্ষমা চাইছি
Mind-blowing video ...🙏
Thank you very much Sir for this video and your important guidance. Thanks a lot Sir .
সত্যি বলতে গেলে you are great. দারুন vidio.
You are so nice. Allah bless you and your family.
Many thanks to you for watching my video and may Allah bless you also.
Thankyou sir.anekdin dhare ai vedio tar apekhay chilam.
Great shearing for us dear dada love 💘 your tips very much 😀
Many thanks to you and be happy life.
সুন্দর একটা থিছিস দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাই ,
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
Very informative. Thank you sir.🙏
Anath Babu, khubi upokrito holaam.... Aapnake onek onek pranam o bhalobasa
আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। সামনে ঝড় জল আসছে সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন ধন্যবাদ।
Awesome! What a great idea.
কাকু আপনার জন্য বাংলাদেশ থেকে শুভকামনা
আপনার ভিডিও দেখা শুরু করলাম
Excellent. Keep going on!
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
অনেক কিছু জানতে পারলাম আপনার এই ভিডিও দেখে, অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর
আল্লাহ আপনার মঙ্গল করুন।
Khubi sohoj o sundor kore bolen.khub sundor.
স্যার পাকা আমের ভিতর কৃমির মত পোকা হলে কি ওষুধ দিলে ভালো হবে?
Pronam neben kaku. Ei vabei amader sekhie jan. Sabdhane thakben sustho thakben.
তোমরাও ভালো থেকো মা , সামনে ঝড় জল আসছে খুব সতর্ক থেকো।
নমস্কার আমার প্রশ্ন পেপের মেয়ে বীজ স্্গ্রহ করে শুকানোর পর জলে ভাসবে কী? না ডুবে থাকবে?
Thanks dada, apne ekti bohut mulyoban kotha bollen, ami Male female niece bohut heran hoise, ajke apnar vedio dekhe confirm hoye gelam, thanks lot.
Many thanks to you for watching my video and if you do so you must success in this cultivation.
May god bless you.
Sir apni eta darun vedeo korachan.
Sir Ei rokom ganda(marigold) seed er ekta vedeo korben please.
Apni sotti bhalo Manish.anek dhonnobad apnake
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
কাকু আপনাকে অশংকো ধন্যবাদ।
দাদা আপনার উপস্থাপন খুব ভাল লাগলো।জানলাম ।ভাল থাকুন।
ওইভাবে আপনিও বীজ নির্বাচন করুন ঠকবেন না কথা দিলাম।
I was retaired manager of united bank of india.see your utube..
thank you sir may God bless you.
Many thanks to you for watching my video.
May God also bless you.
বিগ লাইক,
আর ভিডিও টা দেখে নিলাম,
এবং অনেক অজানা তথ্য জেনে গেলাম,
গুড শেয়ারিং।
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
ভাই সত্য কথা বলার জন্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আপনার জয় হোক
আপনার ভিডিও গুলো খুব সুন্দর,ধন্যবাদ
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
Than you sir🙏.ei tricks tar Janney . Bhalo thakun sustha thakun.
ধন্যবাদ জানাই আপনিও সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো, আর এইভাবে বীজ নির্বাচন করুন ঠকবেন না ।দেখবেন সফল হবেনই কথা দিলাম।
Lockdown obostay apnar vdo theke shikhlam konta meye pepe r konta chhele pepe 75 bachhor bayose. Apnake ashesh dhanyabad.
আপনার এই ভিডিওটি অনেক উপকার লাগবে , বাজারের পেঁপে চারা অনেক দাম দিয়ে কিনেও সঠিক চারা পাইনি ।
অনেক অনেক ধন্যবাদ ।
সত্যিই দারুন অভিজ্ঞতা হোলো ।
অসংখ্য প্রনাম রইল।।🙏🙏🙏
শ্যার আপনার কাছে থেকে রেগুলার নতুন নতুন কিছু শিখছি খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে এই ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন 🙏🌹🙏
ধন্যবাদ জানাই ,আর এইভাবে আমার সঙ্গে থাকুন আমি চেষ্টা করবো আপনাদের এগিয়ে নিয়ে যেতে ।সামনে ঝড় জল আসছে সাবধানে থাকুন ,সতর্ক থাকুন।
আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ ৷ দীর্ঘজীবী হউন ৷
ধন্যবাদ জানাই, ভালো থাকুন , আর এইভাবে বীজ নির্বাচন করুন ঠকবেন না কথা দিলাম।
আর একটা অনুরোধ রাখবো,
আমি আগামীকাল ইঁদুরের ভিডিও আনছি ভিডিওটা পুরোটা দেখবেন বিরাট অভিজ্ঞতা তৈরি হবে।
ঠিক আছে স্যার
Apnarmata officer Bharatay khubi e durlav. Khub bhalo legachay.
Apnaje anek dhanyabad,satti ajkal keu kichu bolte cayna,amra yo bangali ,kankra r nature,apni valo thakun.
খুব সুন্দর আর প্রয়োজনীয় কথা।
নতুন কিছু শিখলাম। ধন্যবাদ আপনাকে।
Kaku apnar kache onek kichu sikche apnake amar pronam janai. ami garbito amar baba ekjon farmers
আপনার ভিডিও গুলো যত দেখি তত মুগ্ধ হই।
ধন্যবাদ স্যার কে সব কিছু বুঝিয়ে বলার জন্য।
আপনার ভিডিও খুব ভালো লাগে, খুবই সহজ সরল গ্রাম্য ভাষায় প্রতিটি বিষয় আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে, প্রতিটি ভিডিও দেখি আমি।
খুব ভালো আপনি খুব ভালো মানুষ
আপনার ভিডিও চিত্র আমার খুব ভালো লাগে। আমি বাংলাদেশের হবিগঞ্জ জেলা সদর থেকে দেখছি। আপনি এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন যা দেখে আমরা খুব উপকারী।
ধন্যবাদ জানাই। ভাল থাকুন।
আর আল্লাহ আপনার মঙ্গল করুন।
ওই ভাবে বীজ নির্বাচন করুন ঠকবেন না কথা দিলাম।
অসংখ্য ধন্যবাদ জানাই sir এত সুন্দর ভাবে বললেন। প্রণাম জানাই 🙏🙏🙏
খুব উপকৃত হলাম।
ভিডিওটি ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই।
Darun....Bhalo thakben Sustha thakben...
আপনারা ও সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করবো।
আপনার চাষ সম্পর্কিত ভিডিওগুলি অসাধারণ ... অনেক কিছু শিখতে পারা যায় ... আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রণাম জানবেন।
খুব ভালো লাগলো ভিডিও টা দেখে
Sir dhanyabad. Pepe beejer bishye bistarito janalen . I hope may god bless you
Sinta F 1
Lunar F1
জাত চাষ করতে পারেন।
Darun Sir. Khub bhalo laglo. Onek kichu sikhte parlam. Apnar moto ami onyoder o sekhabo. Dhonyobad
আমার আশীর্বাদ ও ভালোবাসা সঙ্গে রইল এগিয়ে চলুন সকলকে নিয়ে । আসলে কাছাকাছি হলে নিশ্চিত উপকার করে আসতাম। এখন করোনা সমস্যা সেজন্য সম্ভব হচ্ছে না। আমরা এরকম মানসিকতার পুরুষ বা মহিলাকে চাই যারা সমাজের সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়। আপনার মত দর্শক পাওয়া বিরল ।ভালো থাকুন ,সাবধানে থাকুন ,ঝড় জল আসছে জানিনা কি হবে ।ঈশ্বরের উপর ভরসা রাখুন মনে জোর রাখুন, ধন্যবাদ।
Jemon apni asadharon temni apnar bojhanor podhoti❤🙏🙏
দারুণ ভালো video স্যার পেঁপে সম্পর্কে। এবং নতুন ধারনা পেলাম। নমস্কার নেবেন স্যার আপনি ভালো থাকবেন। 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
তোমরাও সপরিবারে ভালো থেকো আর সাবধানে থেকো। ঝড় জল আসছে সতর্ক থেকো । ধন্যবাদ।
খুব সুন্দর উপস্থাপনা 🙏 অনেক অনেক ধন্যবাদ 🤝 ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।
আমার প্রিয় এই সব ।
Apurbo...Jug jug jio..
আপনারা সঙ্গে থাকুন , আর সকলে আসুন এগিয়ে চলি। ধন্যবাদ।
আমি বাংলা দেশ থেকে দাদা বেশ ভালো অভিজ্ঞতা আপনার
ধন্যবাদ জানাই ,সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন ,আর চলুন সকলে এগিয়ে চলি।
আপনি বাড়িতে এইভাবে পেঁপে বীজ নির্বাচন করুন ঠকবেন না ,কথা দিলাম।
আমার পেপে গাছ শুধু ছেলে হয় তাই আপনার ভিডিও দেখলাম,
অবশ্যই চেষ্টা করব খুব তারাতারি।
ধন্যবাদ আংকেল।
অবশ্যই অবশ্যই সফল হবেন যদি ওই ভাবে আপনি বীজ নির্বাচন করেন ।
ঠকতে হবে না কথা দিলাম ।
সুপ্রভাত, ভালো থাকুন।
সহজ এবং সুন্দর ভাবে আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন,সুস্থ থাকুন।
ঐভাবে বীজ নির্বাচন করুন, ঠকবেন না কথা দিলাম।
চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
কৃষ্ণনগর বাসীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি যতটা সরল, ততোটাই সহজ ভাবে মানুষ কে বুঝিয়ে দেন। ভারতের কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষি পরামর্শ দাতা হিসাবে সরকারের উচিত, আপনাকে নিয়োগ করা।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে বলবো সপরিবারে ভাল থাকুন ,সুস্থ থাকুন আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি । ধন্যবাদ।
donnobad dada,,,onk kichu shikte parlam
ঐভাবে বীজ নির্বাচন করুন ঠকবেন না।
আমার বাড়ি মাথুর। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি।ভালো থাকবেন।
অসাধারন শিক্ষনীয বিষয় ৷
ধন্যবাদ স্যার।। পেঁপের যত ভিডিও ইউটিউবে দেখেছি তারমধ্যে আপনার এই ভিডিওটি মেয়ে বীজ নির্ধারণে অন্যতম। আমার বহুল আক্ষাখিত ভুট্টার বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে যদি কোনো একটি ভিডিও বাতেন,স্যার। এ যাবত ইউটিউবে ভুট্টার বীজ সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ভিডিও সার্চ দিয়ে দেখতে পারিনি। অনুরোধ রইল।।
Khub upokar halo thanks Dada
অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।
তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো,। ধন্যবাদ জানাই।
খুব ভালো লাগলো স্যার। আপনার জন্য অনেক কিছু শিখতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏❤️
ঐ ভাবে স্ত্রী বীজ বাছাই করবেন ।
ঠকবেন না । কথা দিলাম।
হ্যাঁ স্যার অবশ্যই করবো।আর কোনদিন ভুল হবেনা আমিও কথা দিলাম ❤️
Bahut khub Bhaijaan
খুব ভালো লাগলো স্যার। ধন্যবাদ।