আমি নিজেই ভুক্তভোগী । ২২শ ওয়াট প্যানেল ৪টা ২০০এম্প ব্যাটারী ৩.৭কেভিএ ইনভার্টার ।ডেইলি ৭-৮ ইউনিট বিদ্যুত সেভ করে(ব্যাটারী চার্জিং ও সোলার থেকে এসি ইনভার্ট করে)। তবে হ্যা লাভের লাভ লোডশেডিং শব্দটা উঠে গেছে।
ধন্যবাদ মতামতের জন্য। আপানারা যারা ইউজার তাদের কমেন্টেসগুলো সবথেকে বেশী,ইফেকটিব পটেনশিয়াল ইউজারদের জন্য। তবে লোডশেডিং ঠেকাতে এত বেশী টাকা খরচ না করে স্মার্ট প্যাকেজ নিলেই হত।
@نياز مرشد মাত্র কয়দিন হলো 200এম্পিয়ার 4টা ব্যাটারি কিনলাম। ওদের লাইফটাইম একটু দেখে বুঝে নিই, হাইব্রিডে যাওয়ার ইচ্ছা আছে হাতে টাকা যেগুলো ছিলো খরচ করে ফেলেছি😁😁
ধন্যবাদ ভাইয়া সুন্দর কথা বলেছেন। এতে মানুষ বুঝে শুনে কাজ করতে পারবেন। এভাবে জেনে-বুঝে সোলার স্থাপন করলে তখন মানুষ এটা মনে করবেন না যে, তিনি প্রতারিত হয়েছেন।
ভাই আমি চাচ্ছি একটি ডিসি সোলার সিস্টেম করার জন্য এই কাজগুলো একটি বিল্ডিং ওয়ারিং এর মাধ্যমে করা হবে ১: ৭ টা সোলার ফেন (ভালো কোয়ালিটি হতে হবে) Defender 16" solar stand fan: 2790 tk Model l: N-2916 H original Or NOHA 16" solar stand fan: 2850 tk Or Super star 16" solar stand fan: 2790 tk ২: ৮ টা ভালো কোয়ালিটির সোলার লাইট ৩: দুইটা মোবাইল চার্জার পয়েন্ট ৪: একটি ভালো সোলার চার্জ কন্ট্রোলার ৫: 550 ওয়াটের 24 ভোল্ট সোলার প্যানেল ৬: 200 এম্পিয়ার একটি ভালো ব্যাটারি 🔋 এখান থেকে কি আমি রাতদিন 24 ঘন্টা ব্যাকআপ পাবো না আরও কিছু বৃদ্ধি করতে হবে। আর মোট কত টাকা খরচ হতে পারে একটা আইডিয়া দিন
ভাই, ভালো বলেছেন, এই ধরনের কথা আগে শুনিনি, কেউ মানা করেনি, কিন্তু আমরা কি করতে পারি??? যেই ভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, আমি তো সোলার ইন্সটল করতে চেয়েছিলাম। উপায় কি??? বিদ্যুৎ, তেল, গ্যাস এর দাম যেইভাবে বাড়ছে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা!!! 😢😢😢
ভাই আপনি DC 10 watts blub use Koran and AC DC solar BLDC ciling fan ৩৬ watts use Koran আপনার বিদ্যূত বিল কমাতে পারেন , অথবা আপনার যদি সম্ভব হয় হাইব্রিড সিস্টেম ব্যবহার করতে পারেন
আমি প্রথমে অবাক হলাম তারপর দেখলাম এটা বাংলাদেশের। আমাদের দেশে Solar system তিন রকম হয় 1.off grid,2.on grid,3.hybrid.অফ গ্রিড তো যেটা আপনারা ব্যবহার করছেন।আর অন গ্রিডে আপনি সোলার প্যানেলের মাধ্যমে দিনের consumption use করলেন আর যতটা এক্সট্রা তৈরি হল সেটা গ্রিডে চলে গেল।net meter বলে একটি মিটার বিদ্যুৎ বিভাগ লাগিয়ে দিয়ে যায় যার মাধম্যে কতটা গেল কতটা এল গ্রিড থেকে হিসাব পাওয়া যায়।এবার ধরুন আপনি দিনে ১০ unit বিদ্যুৎ উৎপাদন করেছেন।এবং সারাদিনে ৫ unit খরচ করেছেন আর বাকি টা গ্রিডে চালান করেছেন।রাতে আপনি গ্রিড থেকে ৫ ইউনিট ব্যবহার করলেন তবে বিল হল 0।আর যদি বেশি ব্যবহার করেন সেটুকুর বিল দেবেন আর কম ব্যবহার করলে সেই হিসাবে ইউনিট জমা হতে থাকবে।মানে এককথায় গ্রিড হল আপনার ব্যাটারি।আর hybrid এ এই একই বিষয় থাকবে শুধু বাড়িতে যেমন ব্যাটারি ব্যাকাপের জন্য ব্যবহার করেন তেমন থাকবে।
Thanks for being honest. Some more points i want to add. 1. Of course it should be encouraged to use Lithium Phosphate batteries. With proper charging- discharging voltage these can live upto 20-25years compared to conventional lead-acid batteries. 2. In our country, monocrystalline panels should be used as they have relatively low negative temperature coefficient. Meaning, at high temperature, it holds its efficiency better. 3. Use growatt inverter(great but costly)/ powMr inverter(average but cheap and available in daraz) instead of using trash indian microtek/luminous inverters. Initial cost would be higher. But for the long run ,it would be worth it.
আমি যতটা জানতে পেরেছি তা হলো, ব্যাটারির লাইফটাইম নির্ভর করে DoD বা Depth of discharge এর উপর৷ যদি DoD হয় ২০% এর কম, তবে ১৫০০ চার্জ সাইকেল আশা করা যায়৷ যদি DoD হয় ২০-৫০% এর ভেতর, তবে ৫০০-১০০০ চার্জ সাইকেল আশা করা যায়। আর যদি DoD ৫০% এর বেশী হয়, তবে ২০০ এর কম চার্জ সাইকেল আশা করা যায়।
আমি ভারত থেকে বলছি। আমি 125 ওয়াটের ইনভার্টার লাগিয়েছি।এসি এবং পাম্প চলে না। ভালো কোম্পানির (এক্সাইড) ব্যাটারী ওয়ারান্টি যাইথাক প্রায় 20বছর চলবে যদি ঠিকমতো জল দেওয়া হয়। অন্যান্য যন্ত্রপাতি লাইফটাইম চলে।
আমি তিন-চার মাস আগে সুপারস্টার এর 100 ওয়াট প্যানেল এবং 65 অ্যাম্পিয়ার নাভানা ব্যাটারির সহ সৌর বিদ্যুতের সেট কিনে ব্যবহার শুরু করি। সারারাত পাচ ওয়াট এর একটি বাতি জ্বলে । এবং রাতে একটি সোলার টেবিল ফ্যান চলে। অনেক সময় দেখা যায় রাত শেষ হওয়ার আগেই চার্জ শেষ হয়ে যায়। এত দ্রুত চার্জ শেষ হওয়ার বাহ্যিক কোন কারণ দেখছি না। সবই তো নতুন। তাছাড়া প্যানেলে দিনের বেলায় প্রচন্ড রোদ থাকে। বিষয়টির কারণ কি হতে পারে, বা কি করতে পারি,সে বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম।
আসলে ডিসি সিস্টেমে লাইট ফ্যানগুলো এতটাই নিম্নমানের যা পরিবারের সদস্যরা পছন্দ করে না। বিদ্যুৎ চলে গেলে ডিসি লাইটের আলোতে অন্ধকার লাগে আর ডিসি ফ্যানের বাতাসে যেন কারো মন পাওয়া যায় না। নতুন করে ক্যাবল টানার ঝামেলাতো আছেই। এরপরও এটা গ্রাম অঞ্চলে জনপ্রিয় এখনো।
স্যার ভাল আছেন? স্যার , আমার ভালো মানের ডিসি এলইডি টিউব লাইট দরকার , 10w / 15w আপনার কাছে এভেলেবেল আছে কিনা ? এবং কুরিয়ানের মাধ্যমে নিতে পারবো কিনা ? দয়া করে জানাবেন।
0.5 hp একটা মোটর চালাতে হলে কত ওয়াড সোলার লাগবে এবং কয়টা লাগতে পারে? আর তার জন্য 0.5 hp 3 পেইজ কয়েল আপনার থেকে কত টাকা রাখবেন? একটু হিসাব টা দিলে খুশি হব আপনার প্রতি
তবে আমাদের দেশে লিথিয়াম আয়ন ব্যাটারী আনতে ৫৪% এর মত ডিউটি দিতে হয় যতদিন এটা ০% না আসবে ততদিন এই ব্যাটারির ব্যবহার বাড়বে না। আর আমাদের দেশের ব্যটারী কোম্পানিগুলো এটা মনে হয় হতেও দিবে না।
সোলার এর মেইন উদ্দেশ্য এই দেশে লোডশেডিং। সোলার নিয়ে লস এর কিছুই নেই। খরচ বেশি হলেও খুবই কার্যকরী। বিষয় টা হতে পারে কারা নিবে আর কারা নিবেনা। সোলার কোন সন্দেহ ছাড়াই খুবই ভাল জিনিস। নিজস্ব পাউয়ার সিস্টেম সোলার আছে বলেই সম্ভব।
আপনার কাছে লিথিয়াম ফসপেট ব্যেটারি আছেকি থাকলে আমাদের সুফিদার সার্থে দারনা মুল্যুক একটা বিডিও তৌরি করেন জাতে আমরা সঠিক বুজতে পারি আমরা কোন সিষ্টেম করলে আমাদের জন্য সহজ এবং ভাল হবে ৷ আপনাকে ধন্যবাদ
আন্দাজে না বুঝে ডিল মারবেন না।আগে ভালভাবে যে কোন বিষয়ে জানবেন অর্ধেক জেনে অন্যকে জ্ঞান দিতে আসবেন না। মনে রাখবেন লিড এসিড ব্যাটারীর Life cycle ১০০০-১২০০ সে মডার্ন হোক প্রাচিন ব্রান্ডের হোক। গুগল সার্চ করে শুধু ব্যাটারির Life cycle কি সেটা জানবেন তাহলে সব বুঝে যাবেন।
আপনার কথাগুলো 100 পার্সেন্ট খাঁটি। বর্তমান ইউটিউব এ সফলতার গল্প দেখে খামার বা অন্য কিছু করে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে কারণ এর পিছনে অনেক অসফলতার গল্প থাকে সেগুলো ইউটিউবার তুলে ধরে না তাই কোন কিছু করার আগে নিজে একবার চিন্তা করে দেখবেন ।
দাদা আমার বাড়িতে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই তিন ঘন্টা সূর্যের আলো পড়ে এখন আমি কি সৌর বিদ্যুৎ বসাতে পারবো বা এটা বসানো কি ঠিক হবে কিনা বা আমার জন্য লাভজনক হবে কিনা
Thank you so much 😊 for your kind information😊 . দাদা ১৫০ ওয়াটের সোলার প্যানেল দিয়ে ৮০ ah battery তিন ঘন্টায় কি ফুল চার্জ হবে না। আর ৮০ ah ব্যাটারি দিয়ে কতক্ষণ gaming pc চালাতে পারব- অথবা ১ ঘোড়া সোলার পাম্প কতক্ষণ চালাতে পারব একটু বলেন না দাদা প্লিজ
ইলেক্ট্রিক বিদ্যা না নিয়েই পন্ডিতি করলে এমনই হয়। ১ কিলোওয়াট লোড হলে মাসে ১০০০ টাকা বিল হয়?? কিলোওয়াট/hr হিসেবে ইউনিট হিসেব হয়। kw/day না। মানুষকে ভুল তথ্য দিবেন না।
আপনি আর আপনার কমেন্টেস এর পোস্ট মার্টেম করার ক্ষমতা আমার অফিসের একজন টেকনিশিয়ানের রয়েছে। হিসাবটা লক্ষ করুন - ১০০০ ওয়াট একটি সোলার সিস্টেম এভারেজ দৈনিক ৮ ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করলে একদিনের উৎপাদন ৮০০০ ওয়াট সোলার প্যানেল টু গ্রিড এর কনভার্সন রেট যদি হয় ৮০% হয় তাহলে একদিনে উৎপাদন হয় ৮০০০ x 0.৮ ÷ ১০০০ = ৬.৪ হউনিট দৈনিক তাহলে মাসে উৎপাদন হয় ৬.৪x ৩০ দিন = ১৯২ হউনিট প্রতি হউনিট ৫.৭০ টাকা হিসাবে ১৯২ x ৫.৭০ = ১০৯৪ টাকা ১ কিলোওয়াট সোলারে প্রতিমাসে সেভ হয় সর্বোচ্চ ১০৯৪ টাকা । এর পরে মেঘলা কুয়াশা তো আছেই। আপনাকে আর কিছু বলার নেই ব্রাদার। ভদ্রতা শিখবেন। কারো বিষয়ে অল্প জেনে বোকার মত তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।
আমি নিজেই ভুক্তভোগী । ২২শ ওয়াট প্যানেল ৪টা ২০০এম্প ব্যাটারী ৩.৭কেভিএ ইনভার্টার ।ডেইলি ৭-৮ ইউনিট বিদ্যুত সেভ করে(ব্যাটারী চার্জিং ও সোলার থেকে এসি ইনভার্ট করে)। তবে হ্যা লাভের লাভ লোডশেডিং শব্দটা উঠে গেছে।
ধন্যবাদ মতামতের জন্য। আপানারা যারা ইউজার তাদের কমেন্টেসগুলো সবথেকে বেশী,ইফেকটিব পটেনশিয়াল ইউজারদের জন্য।
তবে লোডশেডিং ঠেকাতে এত বেশী টাকা খরচ না করে স্মার্ট প্যাকেজ নিলেই হত।
@@ruralsunpower ধন্যবাদ ভাই।আগে বুঝিনাই অভিজ্ঞতা নাই তাই, চাপাবাজদের চাপায় পড়ে বুঝতেপারিনি। এখন কিছুটা অভিজ্ঞতা বেড়েছে কাজে দিচ্ছে।
ইনশাআল্লাহ আপনার থেকে আমরাও শিখেছি। ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন।
@نياز مرشد মাত্র কয়দিন হলো 200এম্পিয়ার 4টা ব্যাটারি কিনলাম। ওদের লাইফটাইম একটু দেখে বুঝে নিই, হাইব্রিডে যাওয়ার ইচ্ছা আছে হাতে টাকা যেগুলো ছিলো খরচ করে ফেলেছি😁😁
সরি জানা নাই বিষয়টি
ভাই আপনার পরামর্শের জন্য ধন্যবাদ এই রকম ভিডিও গ্রাহকদের অনেক উপকারে আসবে
ধন্যবাদ
অনেক সুন্দর পরামর্শ 🎉🎉
আপনার ভিডিও গুলো সব সময় ফলো করি এখানে অনেক কিছু জানার আছে ।
ধন্যবাদ
ভাই আপনি সত্যি কথা বলছেন আমি এক জন ইন্জিনিয়ার (diploma) । বেশিরভাগ সোলার ব্যেবসায়িরা উল্টো পাল্টা বুঝতে বেশতো থাকে thanks Fazlur Rahman
আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুক।
ধন্যবাদ আপনাকেও।
অনেক অনেক ধন্যবাদ বাস্তবতা তুলে ধরার জন্য, আশাকরি আপনার ভিডিও আরো অনেকে দেখতে পাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
ইনশাআল্লাহ
ভাই ভালো একটা পরামর্শ দেওয়ার কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Welcome
আপনাকে ধন্যবাদ দিতেই হয়। স্রোতের বিপরীতে গিয়ে সত্য কথা গুলা বলার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।
আমি সিংগাপুর থেকে বলছি অসাধারণ পরামর্শ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ❤
স্বাগতম, আশাকরি আমাদের সঙ্গেই থাকবেন ❤️
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে কথাগুলো অনেকেই বলে না।
একমত
ধন্যবাদ আপনাদপর
ধন্যবাদ ভাইয়া সুন্দর কথা বলেছেন।
এতে মানুষ বুঝে শুনে কাজ করতে পারবেন।
এভাবে জেনে-বুঝে সোলার স্থাপন করলে তখন মানুষ এটা মনে করবেন না যে, তিনি প্রতারিত হয়েছেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
দাদা অনেক অনেক ধন্যবাদ ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য
আপনাকেও ধন্যবাদ
ভাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং বুঝার চেষ্টা করি । শঠিক কথা টাই বলেছেন ধন্যবাদ
Thanks
অনেক অনেক ধন্যবাদ ভাই বাস্তবতাকে তুলে ধরার জন্য।
আপনাকেও ধন্যবাদ
এতোদিনে একজন ভালো মানুষ পেয়েছি
ধন্যবাদ
ভাই আমি চাচ্ছি একটি ডিসি সোলার সিস্টেম করার জন্য
এই কাজগুলো একটি বিল্ডিং ওয়ারিং এর মাধ্যমে করা হবে
১: ৭ টা সোলার ফেন (ভালো কোয়ালিটি হতে হবে)
Defender 16" solar stand fan: 2790 tk
Model l: N-2916 H original
Or
NOHA 16" solar stand fan: 2850 tk
Or
Super star 16" solar stand fan: 2790 tk
২: ৮ টা ভালো কোয়ালিটির সোলার লাইট
৩: দুইটা মোবাইল চার্জার পয়েন্ট
৪: একটি ভালো সোলার চার্জ কন্ট্রোলার
৫: 550 ওয়াটের 24 ভোল্ট সোলার প্যানেল
৬: 200 এম্পিয়ার একটি ভালো ব্যাটারি 🔋
এখান থেকে কি আমি রাতদিন 24 ঘন্টা ব্যাকআপ পাবো না আরও কিছু বৃদ্ধি করতে হবে। আর মোট কত টাকা খরচ হতে পারে একটা আইডিয়া দিন
সোলার ভালো
নাজমুল ভাইয়ের কাজ গুলা খুবই ভালো লাগে
ধন্যবাদ
ভাই অনেক ধন্যবাদ, এমন আইডিয়া দেওয়ার জন্য।
Thanks
কথা ঠিক আছে ভাই। আর আমার ৫০ওয়াটের একটা প্যানেল ২০এ্যাম্পিয়ারের একটা ব্যাটারী আছে ৫ওয়াটের নয়টা লাইট জালাই কারেন্টের লাইট জালাইনা।
গুড ডিসিশন
ভাই, ভালো বলেছেন, এই ধরনের কথা আগে শুনিনি, কেউ মানা করেনি, কিন্তু আমরা কি করতে পারি??? যেই ভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, আমি তো সোলার ইন্সটল করতে চেয়েছিলাম। উপায় কি??? বিদ্যুৎ, তেল, গ্যাস এর দাম যেইভাবে বাড়ছে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা!!! 😢😢😢
সোলার হাইব্রিড সিস্টেম করুন।
ভাই আপনি DC 10 watts blub use Koran and AC DC solar BLDC ciling fan ৩৬ watts use Koran আপনার বিদ্যূত বিল কমাতে পারেন , অথবা আপনার যদি সম্ভব হয় হাইব্রিড সিস্টেম ব্যবহার করতে পারেন
good
@@ruralsunpower খরচ কত পড়বে?৪ টা ছোট ফ্যান চারটা লাইট এ
৬৫,০০০/৭৫,০০০
সত্য এবং সত কথা বলার জন্য।
ধন্যবাদ.!
আপনাকেও ধন্যবাদ ভিডিও দেখার জন্য।
ভাই 100% সত্যি কথা বলেছেন ধন্যবাদ আপনাকে
সাথেই থাকবেন
ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য।
জ্বি সাথেই থাকবেন।
অত্যান্ত সুন্দর পরামর্শ
ধন্যবাদ
অসাধারণ বলছেন 🧡❤
Thanks
খুব ভালো বলেছেন
Thanks
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য
Welcome
আপনার মত কেউ এরকম সঠিক কথা বলেনা ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ
ভাল লেগেছে আপনার কথাগুলো.... বাস্তব কথা বলেছেন
ধন্যবাদ
সত্য কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ
খুব ভালো পরামর্শ দিলেন ভাই, ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ
নাজমুল ভাই ভালো পরামর্শ দিয়েছেন ধন্যবাদ ভাই
ধন্যবাদ আপনাকেও
ভাই, সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালো করলে পরিষ্কার শোনা যেতো
ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিও গুল অনেক গুরুত্বপূর্ণ
ধন্যবাদ
আমি প্রথমে অবাক হলাম তারপর দেখলাম এটা বাংলাদেশের। আমাদের দেশে Solar system তিন রকম হয় 1.off grid,2.on grid,3.hybrid.অফ গ্রিড তো যেটা আপনারা ব্যবহার করছেন।আর অন গ্রিডে আপনি সোলার প্যানেলের মাধ্যমে দিনের consumption use করলেন আর যতটা এক্সট্রা তৈরি হল সেটা গ্রিডে চলে গেল।net meter বলে একটি মিটার বিদ্যুৎ বিভাগ লাগিয়ে দিয়ে যায় যার মাধম্যে কতটা গেল কতটা এল গ্রিড থেকে হিসাব পাওয়া যায়।এবার ধরুন আপনি দিনে ১০ unit বিদ্যুৎ উৎপাদন করেছেন।এবং সারাদিনে ৫ unit খরচ করেছেন আর বাকি টা গ্রিডে চালান করেছেন।রাতে আপনি গ্রিড থেকে ৫ ইউনিট ব্যবহার করলেন তবে বিল হল 0।আর যদি বেশি ব্যবহার করেন সেটুকুর বিল দেবেন আর কম ব্যবহার করলে সেই হিসাবে ইউনিট জমা হতে থাকবে।মানে এককথায় গ্রিড হল আপনার ব্যাটারি।আর hybrid এ এই একই বিষয় থাকবে শুধু বাড়িতে যেমন ব্যাটারি ব্যাকাপের জন্য ব্যবহার করেন তেমন থাকবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন তথ্য দিয়েছেন।
ভাইয়া আপনি বেসি করে বিডিও বানান আপনার প্রতিটি বিডিও যেন আমরা সাধারনদের জন্য আসির্বাদ ৷
ধন্যবাদ
najmul vai onk dhonobad
আপনাকেও ধন্যবাদ ভিডিও দেখার জন্য।
Dc solar niye a-z video den
Thanks for your request
থ্যাংকস ভাইয়া সত্য কথা বলার জন্য
Welcome
অনেক দোয়া রইলো ভাইয়ের জন্য।
জাযাকাল্লাহ খাইরান
আল্লাহ আপনার ভালো করুক
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে ভালো কথা
welcome
আন্তরিক ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শের জন্য
আপনাকেও ধন্যবাদ
Thanks for being honest. Some more points i want to add.
1. Of course it should be encouraged to use Lithium Phosphate batteries. With proper charging- discharging voltage these can live upto 20-25years compared to conventional lead-acid batteries.
2. In our country, monocrystalline panels should be used as they have relatively low negative temperature coefficient. Meaning, at high temperature, it holds its efficiency better.
3. Use growatt inverter(great but costly)/ powMr inverter(average but cheap and available in daraz) instead of using trash indian microtek/luminous inverters.
Initial cost would be higher. But for the long run ,it would be worth it.
Thanks for your valuable comment.
Thanks very good advice.
Thanks
Sundhor Kotha bosan vai
thanks
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পোস্ট দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ
ভাই খুব সুন্দর কথা বলেছেন
ভালোলাগার মতো একটি ভিডিও ❤️❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ
Really excellent video thanks bro
Thanks
Excellent Idea.
Thanks
ভালো সোলার প্যানেল লাইফ গ্যারান্টি।সমস্যা হলো ব্যাটারী। আলাদা সোলার পরিকাঠামো করলে সুবিধা হবে।
ঠিক বলেছেন।
Good bhai jaan
thanks
কেউ দোকানদারের মনভুলানো কথায় ইন্ডিয়ানগুলা কিনেন না, পরে বাশ চলে যাবে 😂😂😂😂
হুম ঠিক
আমি যতটা জানতে পেরেছি তা হলো, ব্যাটারির লাইফটাইম নির্ভর করে DoD বা Depth of discharge এর উপর৷ যদি DoD হয় ২০% এর কম, তবে ১৫০০ চার্জ সাইকেল আশা করা যায়৷ যদি DoD হয় ২০-৫০% এর ভেতর, তবে ৫০০-১০০০ চার্জ সাইকেল আশা করা যায়। আর যদি DoD ৫০% এর বেশী হয়, তবে ২০০ এর কম চার্জ সাইকেল আশা করা যায়।
সঠিক বলেছেন
Assalaamu alaikum. Vi smart package ba highbrid pakage ki .3ta sailing fan 1st
অলাইকুম আসসালাম এত ছোট সিস্টেম হাইব্রিড হবে না।
সব সঠিক কথা বলেছেন ভাই
ধন্যবাদ
উত্তম আলোচনা ভাই
ধন্যবাদ
ওরে ভাই এরকম সত্যি কথা কেউ বলেনারে ভাই দোয়া করি মন থেকে ভালো থাকেন
জাজাকাল্লাহ খাইরান।
ধন্যবাদ ভাই
জ্বি
সঠিক উপ্সথাপন।
ধন্যবাদ
thank you
welcome
ভাই সোলার যদি বেশি watt নেন তাহলে sun tracker সিস্টেম নিন তাহলে অবস্যই ভালো রেজাল্ট পাবেন।
কোন লাভ নেই, Sun tracker যে খরচ হয় সে টাকায় ১০০০ ওয়াট প্যানেল কেনা যায়।
Assalaamu alaikum. Vi smart package otoba highbrid pakage ki blben. Ami 3ta siling fan 5ta light calabo koroc koto hobe? R E C poly.tnx
৫০০ ওয়াট প্যাকেজ ৬৫০০০/- টাকা
অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য প্রদানের জন্য।
আপনাকেও ধন্যবাদ
আমি ভারত থেকে বলছি। আমি 125 ওয়াটের ইনভার্টার লাগিয়েছি।এসি এবং পাম্প চলে না। ভালো কোম্পানির (এক্সাইড) ব্যাটারী ওয়ারান্টি যাইথাক প্রায় 20বছর চলবে যদি ঠিকমতো জল দেওয়া হয়। অন্যান্য যন্ত্রপাতি লাইফটাইম চলে।
খুব ভাল মানের তথ্য সরবরাহ করেছেন। ধন্যবাদ।
Very educational
Thanks
আমি তিন-চার মাস আগে সুপারস্টার এর 100 ওয়াট প্যানেল এবং 65 অ্যাম্পিয়ার নাভানা ব্যাটারির সহ সৌর বিদ্যুতের সেট কিনে ব্যবহার শুরু করি।
সারারাত পাচ ওয়াট এর একটি বাতি জ্বলে । এবং রাতে একটি সোলার টেবিল ফ্যান চলে। অনেক সময় দেখা যায় রাত শেষ হওয়ার আগেই চার্জ শেষ হয়ে যায়।
এত দ্রুত চার্জ শেষ হওয়ার বাহ্যিক কোন কারণ দেখছি না। সবই তো নতুন। তাছাড়া প্যানেলে দিনের বেলায় প্রচন্ড রোদ থাকে।
বিষয়টির কারণ কি হতে পারে, বা কি করতে পারি,সে বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম।
বিস্তারিত জানতে/অর্ডার করতে কল করুন:
+8801711257503
+8801777676744
+8801785477616
বাস্তব কথা বলেছেন।
ধন্যবাদ
সবাইর কমেন্ট পড়ে বুঝলাম সোলার থেকে এসি তে রুপান্তর না করে ডিসি তে চালানো উত্তম। সেটা সরাসরি হোক কিম্বা ব্যাটারির মাধ্যমে হোক।
কমেন্টে তাই মনে হচ্ছে তা বাস্তবটা কিছুটা ভিন্ন।
@@ruralsunpower বাস্তব টা ভিন্ন হলে তাহা কি?
আসলে ডিসি সিস্টেমে লাইট ফ্যানগুলো এতটাই নিম্নমানের যা পরিবারের সদস্যরা পছন্দ করে না। বিদ্যুৎ চলে গেলে ডিসি লাইটের আলোতে অন্ধকার লাগে আর ডিসি ফ্যানের বাতাসে যেন কারো মন পাওয়া যায় না। নতুন করে ক্যাবল টানার ঝামেলাতো আছেই। এরপরও এটা গ্রাম অঞ্চলে জনপ্রিয় এখনো।
Thanx a lot
wel come
আসসালামালাইকুম ভাই হাই পেজের সম্পর্কে একটু জানাবেন কি সুযোগ-সুবিধা সোলার একটা তো বললেন
হাই পেজ বলতে আসলে কি বুঝাতে চাইছেন বলবেন কি?
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি।
আপনি বলছেন কিনবেন না।আবার বলছেন কিনলে ব্যাটারি ছাড়া কিনতে মানলাম।কিন্তু ভাই রাততো সেই কারেন্ট পোড়াতে হবে তাই না
ব্যাটারীর তুলনায় কারেন্টই সস্তা। ব্যাটারী হল যখন কোন উপায় থাকবে না তার জন্য।
thanks vai
welcome
স্যার ভাল আছেন?
স্যার , আমার ভালো মানের ডিসি এলইডি টিউব লাইট দরকার , 10w / 15w আপনার কাছে এভেলেবেল আছে কিনা ? এবং কুরিয়ানের মাধ্যমে নিতে পারবো কিনা ?
দয়া করে জানাবেন।
সরি নাই
ভাই আপনার কথাটি সঠিক বলেছেন
ধন্যবাদ
সুন্দর পরামর্শ
ধন্যবাদ
0.5 hp একটা মোটর চালাতে হলে কত ওয়াড সোলার লাগবে এবং কয়টা লাগতে পারে? আর তার জন্য 0.5 hp 3 পেইজ কয়েল আপনার থেকে কত টাকা রাখবেন? একটু হিসাব টা দিলে খুশি হব আপনার প্রতি
হাফ হর্সের পাম্প চালাতে ৭০০/৮০০ ওয়াট সোলার প্যানেল লাগে। এসি হলে ৫০ ওয়াটের ১৪/১৬ টি প্যানেল লাগবে। ডিসি সাবমারসিবল হলে ৩০০ ওয়াটের দুটি প্যানেল লাগবে। ০.৫ হর্স পাম্পের কয়েল বাধতে ১৫০০ টাকা খরচ হবে।
Vai puraton solar pamp pauyajabe ki apnr kace?? R price koto porbe ?? Naki ac ta k DC Kore badai Kore den??
Plz call 01713567628
বাসা বাড়িতে ১০০০ থেকে ১৫০০ ওয়াট অফগ্রিড এমপিপিটি সোলার সিস্টেমের উপরে গেলে বিনিয়োগ উঠে আসা কঠিন হবে।
বর্তমানে লোডশেডিং থেকে বাঁচতে চাইতে বাসা বাড়িতে বিনিয়োগের টাকা ফেরত আসার চেয়ে জীবন বাঁচানোটাই মুখ্য হয়ে দাড়িয়েছে।
আমার মনে হয় লিথিয়াম ব্যাটারি দিয়ে করলে লাভবান হওয়া যাবে?? কারন একটা লিথিয়াম ব্যাটারির আয়ু অনেক বেশি
তবে আমাদের দেশে লিথিয়াম আয়ন ব্যাটারী আনতে ৫৪% এর মত ডিউটি দিতে হয় যতদিন এটা ০% না আসবে ততদিন এই ব্যাটারির ব্যবহার বাড়বে না। আর আমাদের দেশের ব্যটারী কোম্পানিগুলো এটা মনে হয় হতেও দিবে না।
@@ruralsunpower Thank you Dear. May I know what is the Tax for solar panels and inverter???
Solar panel AIT -5% + Vat 5% total 10%
Inverter AIT 5% +At 5%+ Vat-15%+ CD -10% + 3% hidden cost total 38%
সোলার এর মেইন উদ্দেশ্য এই দেশে লোডশেডিং। সোলার নিয়ে লস এর কিছুই নেই। খরচ বেশি হলেও খুবই কার্যকরী। বিষয় টা হতে পারে কারা নিবে আর কারা নিবেনা। সোলার কোন সন্দেহ ছাড়াই খুবই ভাল জিনিস। নিজস্ব পাউয়ার সিস্টেম সোলার আছে বলেই সম্ভব।
আংশিক সঠিক বলেছেন ধন্যবাদ।
অসাধারন বলেছেন
ধন্যবাদ
ঐ গোপন আসল কথাটাই মানুষ বুঝে-না। যে বাপের উপর বাপ আছে
তার মানে নষ্টের মাঝে কষ্ট আছে।
কঠিন ক্যালকুলেশন
1 kw system 4-5 ইউনিট/ প্রতিদিন
I have 2kw system (Mppt)and it's working perfectly 6-7 unit / day
Good
আপনার কাছে লিথিয়াম ফসপেট ব্যেটারি আছেকি থাকলে আমাদের সুফিদার সার্থে দারনা মুল্যুক একটা বিডিও তৌরি করেন জাতে আমরা সঠিক বুজতে পারি আমরা কোন সিষ্টেম করলে আমাদের জন্য সহজ এবং ভাল হবে ৷ আপনাকে ধন্যবাদ
খুব শিগ্রহী ব্যাটারীর একটি ভিডিও পাবেন
আমার কথাগুলো আপনি প্রকাশ করলেন।
আপনার কষ্ট করতে হল না ❤️
সঠিক তথ্য। ✌️
ধন্যবাদ
৩০ ওয়াটের একটি সোলার চার বছর যাবত সার্ভিস দিচ্ছে দিনটা দিন রাত ২৪ ঘন্টা ।
গ্রাম অঞ্চলের দিনে তিন-চারবার কারেন্ট যায়।
খুব ভাল সার্ভিস।
এই সত্তি কথার করনে আমি আপনাকে subscribe korlam
ধন্যবাদ
আহামরি লাভ না থাকলেও লস নেই।
কারন লোডশেডিং হলে সোলার থাকার কারনে গরমে কষ্ট করতে হয়না।
ঝড় হলেও ঘর অন্ধকার হয়না।
লোডশেডিং ২০২৩ সালে শুরু হয়েছে যখন ভিডিও তৈরি করা হয়েছে তখন শূন্য লোডশেডিং ছিল। যাহোক ভিডিওতে বলা হয়েছে বিদ্যুৎ বিল সেভ করার বিষয়ে।
Right
Thanks
Yes good
thanks
মডার্ন টিউবুলার ব্যাটারি 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। পচা ব্যাটারি কিনলে তো অমনই হবে। তবে হিসেব টা আপনি একেবারে মন্দ করেননি
আন্দাজে না বুঝে ডিল মারবেন না।আগে ভালভাবে যে কোন বিষয়ে জানবেন অর্ধেক জেনে অন্যকে জ্ঞান দিতে আসবেন না। মনে রাখবেন লিড এসিড ব্যাটারীর Life cycle ১০০০-১২০০ সে মডার্ন হোক প্রাচিন ব্রান্ডের হোক। গুগল সার্চ করে শুধু ব্যাটারির Life cycle কি সেটা জানবেন তাহলে সব বুঝে যাবেন।
আপনাদের শোরুম কি সারাদেশে আছে
আমাদের সউরুম না আমাদের অফিস আর আমাদের অফিস মেহেরপুর আছে এবং ঢাকা আছে কিন্তু আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি।
অনেক অনেক ধন্যবাদ
U R welcome
আপনার কথাগুলো 100 পার্সেন্ট খাঁটি। বর্তমান ইউটিউব এ সফলতার গল্প দেখে খামার বা অন্য কিছু করে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে কারণ এর পিছনে অনেক অসফলতার গল্প থাকে সেগুলো ইউটিউবার তুলে ধরে না তাই কোন কিছু করার আগে নিজে একবার চিন্তা করে দেখবেন ।
ধন্যবাদ আশা করি সঙ্গেই থাকবেন
thanks
welcome
❤❤❤❤❤
thanks
দাদা আমার বাড়িতে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই তিন ঘন্টা সূর্যের আলো পড়ে এখন আমি কি সৌর বিদ্যুৎ বসাতে পারবো বা এটা বসানো কি ঠিক হবে কিনা বা আমার জন্য লাভজনক হবে কিনা
এত অল্প সময়ের জন্য চলার সিস্টেম করে আপনার খুব একটা লাভ হবে না।
Thank you so much 😊 for your kind information😊 . দাদা ১৫০ ওয়াটের সোলার প্যানেল দিয়ে ৮০ ah battery তিন ঘন্টায় কি ফুল চার্জ হবে না। আর ৮০ ah ব্যাটারি দিয়ে কতক্ষণ gaming pc চালাতে পারব- অথবা ১ ঘোড়া সোলার পাম্প কতক্ষণ চালাতে পারব একটু বলেন না দাদা প্লিজ
সরাসরি ফোন করে কথা বলুন স্যার +8801777676744 +8801785477616
আসলে কোনো ব্যাক্তি বিদ্যুৎ বিল বাঁচাতে সৌর বিদ্যুৎ ক্রয় করেনা, লোড শেডিং এর কারনে এ পথ বেছে নিতে হয়।
সঠিক
ইলেক্ট্রিক বিদ্যা না নিয়েই পন্ডিতি করলে এমনই হয়। ১ কিলোওয়াট লোড হলে মাসে ১০০০ টাকা বিল হয়?? কিলোওয়াট/hr হিসেবে ইউনিট হিসেব হয়। kw/day না। মানুষকে ভুল তথ্য দিবেন না।
আপনি আর আপনার কমেন্টেস এর পোস্ট মার্টেম করার ক্ষমতা আমার অফিসের একজন টেকনিশিয়ানের রয়েছে।
হিসাবটা লক্ষ করুন -
১০০০ ওয়াট একটি সোলার সিস্টেম এভারেজ দৈনিক ৮ ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করলে একদিনের উৎপাদন ৮০০০ ওয়াট
সোলার প্যানেল টু গ্রিড এর কনভার্সন রেট যদি হয় ৮০% হয় তাহলে একদিনে উৎপাদন হয় ৮০০০ x 0.৮ ÷ ১০০০ = ৬.৪ হউনিট দৈনিক
তাহলে মাসে উৎপাদন হয় ৬.৪x ৩০ দিন = ১৯২ হউনিট
প্রতি হউনিট ৫.৭০ টাকা হিসাবে ১৯২ x ৫.৭০ = ১০৯৪ টাকা
১ কিলোওয়াট সোলারে প্রতিমাসে সেভ হয় সর্বোচ্চ ১০৯৪ টাকা । এর পরে মেঘলা কুয়াশা তো আছেই।
আপনাকে আর কিছু বলার নেই ব্রাদার। ভদ্রতা শিখবেন। কারো বিষয়ে অল্প জেনে বোকার মত তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।
আমিও সেটাই ভাবছি।
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ