ইউটিউবার মানেই অনেক রোজগার!!! অদ্ভুত এই ধারণা কেন?? আপনাদের সহযোগিতা নেই কেন??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 11

  • @astrologicalworld145
    @astrologicalworld145 หลายเดือนก่อน +1

    বাহঃ দারুন বলেছেন দাদা।❤

    • @daily-lifevlog73
      @daily-lifevlog73  หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই। বাস্তব চিত্র টুকু তুলে ধরতে চেষ্টা করলাম মাত্র 🙏

  • @gautamnandy5347
    @gautamnandy5347 หลายเดือนก่อน +1

    চালিয়ে যাও ভাই। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানাই ।

    • @daily-lifevlog73
      @daily-lifevlog73  หลายเดือนก่อน

      আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করছি না। বরং আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি ও আপনার সমস্ত পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন। নমস্কার রইল সবাইকে 🙏🙏
      সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন দয়াকরে আমার চ্যানেল।🙏🙏

  • @MitaliGhosh-d3f
    @MitaliGhosh-d3f หลายเดือนก่อน +1

    একদম ঠিক কথা বলেছ ।সমাজ এখন এমন জায়গায় গিয়ে দাড়িয়েছে যে তোমার বর্ণনাটিতে তুমি যোগ্য জবাব দিয়েছ ।😊

    • @daily-lifevlog73
      @daily-lifevlog73  หลายเดือนก่อน

      মায়ের আশীর্বাদ এ আমি ধন্য হলাম। ভালো থাকবেন মা। আমি চির কৃতজ্ঞ মা 🙏🙏🙏🙏

  • @ThatsFascinatingMedia
    @ThatsFascinatingMedia 9 วันที่ผ่านมา

    আপনার কোনো ধারণাই নেই ইন্টারনেট এর ইউটিউব কি ভাবে কাজ করে। কন্টেন্ট কি, লোকে কেন সাবস্ক্রাইব করে, retention কি কারণে হয়, watch time কি এবং কেন হয় তার পেছনের বিজ্ঞানটা বোঝেন না। জিও আসার পর যেমন মুরি মুরকির মতো যে পারছে একটা চ্যানেল তৈরি করে যাচ্ছে, আপনিও একটা চ্যানেল বানিয়ে বসে আছেন। কেন বসে আছেন সেটা আপনি নিজেও জানেন না। যখন নিজের কন্টেন্ট কি সেটাই জানেন না, তাহলে কিসের স্বপ্নই বা দেখছেন? শুধু জানেন সাবস্ক্রাইবার বাড়াতে হবে। কেন হবে, সেটা কি করলে বাড়ে আর কেনই বা লোকে সবাইকে ছেড়ে আপনার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবে সেটার বিষয় কিছুই বোঝেন না 🤷🏻‍♂️

    • @daily-lifevlog73
      @daily-lifevlog73  9 วันที่ผ่านมา

      আপনার কথাগুলো হয়তো ঠিকই বলছেন। বয়সের নিরিখে সত্যিই আমার ঞ্জান এর ভান্ডার অনেকটাই কমে গেছে। আপনারা আজকের প্রজন্ম। বিশ্বাস করুন আপনাদের কাছে জেতার চেয়ে হারার শুখ অনেক বেশি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @prosantabhattacharjee9487
    @prosantabhattacharjee9487 หลายเดือนก่อน

    Faltu

  • @indiarnd
    @indiarnd หลายเดือนก่อน +2

    দাদা ভাই আপনার কথাবার্তা শুনে মনে হলো আপনার youtube-এর ভিউয়ারদের প্রতি খুব ক্ষোভ।। আমি একজন সাধারণ ইউটিউবে ভিউয়ার।। আমার আবার ইউটিউব আর দের প্রতি ভীষণ ক্ষোভ।। আপনি ঠিকই বলেছেন ইউটিউব এর ভিউয়ার পাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়।। কেউ কেউ তো আবার সেই গরমের ঠেলায় গায়ের জামা খুলে দিচ্ছে।। কেউ কেউ ভিউয়ার পাওয়ার জন্য বিছানার ছবি তুলে দিচ্ছি।। ইউটিউব এ কোন সেন্সর নেই।। যে যা খুশি করছে তাহলে, ইউটিউব এ যদি যৌনপল্লী বলা হয় তাহলে কি খুব খারাপ বলা হবে????

    • @daily-lifevlog73
      @daily-lifevlog73  หลายเดือนก่อน

      বোধহয় আপনার বুঝতে কোথায় ভুল হয়েছে। আমি দর্শক বা ইউটিউবার বা ইউটিউব কোনোটার বিপক্ষেই কথা বলিনি। সম্ভব হলে দয়াকরে আর একবার দেখবেন আমার ভিডিও টি। পরিচিত মানুষের কথা উল্লেখ করেছি,,তাই সেখানে "তুই" শব্দটির প্রয়োগ করেছি। এদের যদি চ্যানেল সাবস্ক্রাইব তো দুরের কথা যদি বলি আমার চ্যানেল টা দেখিস বা দেখো, তখন অধিকাংশ সেই আপনজনের এটাই অভিব্যক্তি হয়। "কত উপার্জন করিস"?? সেটা খুব বেদনা দেয়। আর দ্বিতীয়টি বলতে চেয়েছি, চ্যানেল আনসাবস্ক্রাইব করার ব্যাপারে। একটু খোঁজ নিয়ে দেখবেন সেই আপনজন রাই এই কর্মটি করে থাকেন। জীবনের অভিজ্ঞতা সঞ্চয় এর সঙ্গে সঙ্গে এই অভিজ্ঞতা আপনি ও একদিন ঠিক বুঝতে পারবেন। সার্থ কোথায় থাকে? বিবেকের কাছে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন। আসলে সার্থের সংঘাত ভীষণ ভয়ঙ্কর হয়। আর সেটা ঠিক কতটা ভয়ঙ্কর সেটা মহাকাব্য পড়লেই বোঝা যায়। তাই। দয়াকরে সম্ভব হলে আর একবার আমার ভিডিও টি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার ভিডিও দেখে বা শুনে যদি আপনার খারাপ লেগে থাকে তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং মার্জনা চেয়ে নিচ্ছি।
      সুস্থ থাকুন ভালো থাকুন। নমস্কার নেবেন 🙏😊