এই লোকটা ক্রিকেট খেলে যে পরিমান শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছিলো, রাজনীতির পাকচক্রে সব খুইয়ে এখন ধান্দাবাজে পরিণত হয়েছে । আজ এ দল, কাল ও দলের ঘনিষ্ঠ হয়ে লাভবান হবো, আবার সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে দলগুলোকে ল্যাজে খেলাবো - বড় খেলোয়াড় ছিলেন কিনা । ছিঃ লজ্জা
একদম ঠিক কথা। একসময় এই মানুষটি কে ভাইয়ের মতো ভালোবাসতাম, শ্রদ্ধা ও সম্মান করতাম রাজনীতির পাঁকে ডুবে যাওয়া তার আজকের এই পরিণতি দেখে সত্যিই তার জন্য করুণা হয়! বতর্মান কালে সব বিখ্যাত বাঙালিদের একই অবস্থা। শাসকের ঘনিষ্ঠ না হলে, শাসকদলের প্রতি আত্মসমর্পণ না করলে কারোর রেহাই নেই। এটা মনে হয় শুধু আমাদের রাজ্যেই হয়, শচীন টেন্ডুলকারকে যদ্দুর জানি কোন রাজনৈতিক দল এখনো নিজেদের পক্ষে আনতে পেরেছে।
@@dipikakumar1803 যতদূর জানি, শচীন একবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন , কোন রাজনৈতিক দলের/রাষ্ট্রপতি মনোনীত ঠিক জানি না। তবুও বাকি যেটুকু জানি শচীন মানুষ হিসাবে অনেক ওপরে , অনেক social work করেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। আর আমাদের ইনি তো পুরোটাই ব্যবসায়ী চিন্তাধারা, লাল আমলে এক টাকায় জমি, গেরুয়া আমলে bcci boss , সবুজ আমলে এক টাকায় জমি আরও চলবে। নিজের আখের গোছানো ছাড়া খুব একটা social work করেন বলেও শুনিনি। যদিও অধিনায়ক হিসেবে খুবই প্রিয় পাত্র ছিলেন আমার, তবুও কি আর করা যাবে
আপনার আজকের বিশ্লেষণ এবং ' এপাং ওপাং ঝপাং ' এর কাব্যিক ব্যাখ্যা শুনে প্রাণ খুলে খানিকটা হাসলাম, বড়ো দুঃখের সে হাসি! হায়রে আমার সোনার রাজ্য হায়রে আমরা অভাগা বাঙালি!
যে মানুষ টাকে সারা ভারতের মানুষ মাথায় করে নাচতো ।সে কি না সেই মানুষ গুলোকে টুপি পড়াচ্ছে ।একটুও বিবেকে বাধে না । কেউ না বুঝুক সৌরভ নিজে তো বুজতে পারছে এই গুলি হবার না ।এই জন্যে বলি দাদা গভীর জলের ফিস ।।
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস ও মাস্টার দার বলিদান দিবস।। 🙏 একটি আশ্চর্য কাকতলীয় ঘটনা মাস্টার দা ও স্বামীজি দুজনেই মাত্র ৩৯ বছর বেঁচে ছিলেন।। 🙏 এই ব্যাপারে একটা প্রতিবেদন করুন দিদি। এসব বাদ দিয়ে। এরা ননসেন্স আর ভালো লাগেনা।। খারাপ ভাবে নেবেন না এটা বললাম বলে।। ভালো থাকবেন দিদি।। 🙏🏻
ধন্যবাদ আপনাকে ম্যাডাম। খুব সত্যি কথা বলেছেন। আর পশ্চিম বঙ্গের সব চেয়ে বড়ো আকারের কারখানা তো তিন দশক ধরে চলছে। এর চেয়ে বড়ো কারখানা ভারতে কেন বিশ্বে নেই।
সকালে প্রাণ খুলে হাসা গেল। এর আগে যখন ঐ এপাঙ কবিতা পড়েছলাম তখন তার মানে বুঝিনি, তাই বোকার মত চারিদিকে তাকিয়ে ছিলাম। আজ আপনি যেভাবে ঐ কবিতার সম্পূর্ণ এবং বাস্তবসম্মত 🎉ব্যাখ্যা দিলেন তখন ভুসভুস করে পেট থেকে হাসি উঠে এলো। ঠিক যেমন এক গ্লাস জলে ইনো ফেললে বুড়বুড় করে তেমনভাবে।
Darun osadharon apnar kotha gulo sunte ato valo lage ki bolbo keep it up 👍 but seshe arthik sohayata bepar ta bujhlam na ota ki reason a donate korte hobe jante parle valo hoto
আজ বোঝা গেল কবি এত সুন্দর নাম দিয়ে এত সুন্দর একটি কবিতা কেন লিখলেন। আজ আমাদের মতো ড্যাং ড্যাং আর ক'জন আছে সারা দেশে? জিও দিদি, তোমার এপাং ওপাং ঝপাং দীর্ঘজীবী হোক, আর আমরা সবাই ড্যাং ড্যাং করে কাটিয়ে দিই এ জীবন।
FPPAS has been increased from 5.7% to 8.2% from last month (Nov,24) in domestic Electricity bill , i.e. 2.5% hike straightway. So, West Bengal is suitable place for Goenka to collect extra money and give huge contribution to ruling party.
এই লোকটা ক্রিকেট খেলে যে পরিমান শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছিলো, রাজনীতির পাকচক্রে সব খুইয়ে এখন ধান্দাবাজে পরিণত হয়েছে । আজ এ দল, কাল ও দলের ঘনিষ্ঠ হয়ে লাভবান হবো, আবার সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে দলগুলোকে ল্যাজে খেলাবো - বড় খেলোয়াড় ছিলেন কিনা । ছিঃ লজ্জা
" লোভে পাপ, পাপে মৃত্যু "
একদম ঠিক কথা। একসময় এই মানুষটি কে ভাইয়ের মতো ভালোবাসতাম, শ্রদ্ধা ও সম্মান করতাম রাজনীতির পাঁকে ডুবে যাওয়া তার আজকের এই পরিণতি দেখে সত্যিই তার জন্য করুণা হয়! বতর্মান কালে সব বিখ্যাত বাঙালিদের একই অবস্থা। শাসকের ঘনিষ্ঠ না হলে, শাসকদলের প্রতি আত্মসমর্পণ না করলে কারোর রেহাই নেই। এটা মনে হয় শুধু আমাদের রাজ্যেই হয়, শচীন টেন্ডুলকারকে যদ্দুর জানি কোন রাজনৈতিক দল এখনো নিজেদের পক্ষে আনতে পেরেছে।
লোক টি কে যত দেখছি তত অবাক হচ্ছি ।
আনতে পারেনি।
@@dipikakumar1803 যতদূর জানি, শচীন একবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন , কোন রাজনৈতিক দলের/রাষ্ট্রপতি মনোনীত ঠিক জানি না। তবুও বাকি যেটুকু জানি শচীন মানুষ হিসাবে অনেক ওপরে , অনেক social work করেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। আর আমাদের ইনি তো পুরোটাই ব্যবসায়ী চিন্তাধারা, লাল আমলে এক টাকায় জমি, গেরুয়া আমলে bcci boss , সবুজ আমলে এক টাকায় জমি আরও চলবে। নিজের আখের গোছানো ছাড়া খুব একটা social work করেন বলেও শুনিনি। যদিও অধিনায়ক হিসেবে খুবই প্রিয় পাত্র ছিলেন আমার, তবুও কি আর করা যাবে
আপনার আজকের বিশ্লেষণ এবং ' এপাং ওপাং ঝপাং ' এর কাব্যিক ব্যাখ্যা শুনে প্রাণ খুলে খানিকটা হাসলাম, বড়ো দুঃখের সে হাসি! হায়রে আমার সোনার রাজ্য হায়রে আমরা অভাগা বাঙালি!
BE A MEMBER OF THIS CHANNNEL
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
রাজ্যে সার্কাস চলছে আমরা সব দর্শক
we all are all jokers or clowns in this circus
Budha babu 2011 sale etai bole gechilen j rajje sorkar cholchena, circus cholchay. Dekchen toh kirokm mile jache sob. R o dekbo amra.
যে মানুষ টাকে সারা ভারতের মানুষ মাথায় করে নাচতো ।সে কি না সেই মানুষ গুলোকে টুপি পড়াচ্ছে ।একটুও বিবেকে বাধে না । কেউ না বুঝুক সৌরভ নিজে তো বুজতে পারছে এই গুলি হবার না ।এই জন্যে বলি দাদা গভীর জলের ফিস ।।
Uneducated clowns apnara tai erm obostha waste bengal er
সার্কাস নয় ম্যাজিক । পি সি সরকারের ম্যাজিক।
সত্যিই অপূর্ব। অতুলনীয় বিশ্লেষণ যা' যথাযথ এবং বাস্তব সম্মত।ধন্যবাদ।
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস ও মাস্টার দার বলিদান দিবস।। 🙏
একটি আশ্চর্য কাকতলীয় ঘটনা মাস্টার দা ও স্বামীজি দুজনেই মাত্র ৩৯ বছর বেঁচে ছিলেন।। 🙏
এই ব্যাপারে একটা প্রতিবেদন করুন দিদি। এসব বাদ দিয়ে। এরা ননসেন্স আর ভালো লাগেনা।। খারাপ ভাবে নেবেন না এটা বললাম বলে।। ভালো থাকবেন দিদি।। 🙏🏻
এই ধান্দা বাজদের কথা আর শুনতে ভালো লাগে না
both had their eyes focused on the youth of Bengal
Absolutely, we are losing the human values day by day, they are just like god🙏
দারুন যুক্তি পূর্ণ প্রতিবেদন পরিবেশন উপথাপন খুব ভাল।সবচেয়ে ভাল মজার ছালে ভারি কথাকে সহজ করে বলার সাহস এবং দৃঢ় টা ।
দারুন দারুন দারুন বাস্তব সত্যি প্রতিবেদন অনেক দিন পর শুনে মন ভরে গেলো। একদম সত্যি। 🎉🎉
শালবনিতে কারখানা ( পায়খানা) হবে
দারুণ presentation জবাব নেই boss চালিয়ে যান
আমরা যে সবাই ড্যা্্ ড্যা্্ তা এতো দিনে বোঝা গেল।
এই তো আবার কোর্ট এসে বাগড়া দিল পিসিমনি আবার বলবেন, আমি তো শিল্প করতে চেয়েছিলাম কিন্তু কোর্ট করতে দিল না
এক টাকায় কি দাদা গাঙ্গুলীকেই একাই জমি পাবে ? দাদাকে না দিয়ে কাঁটা তারের বেড়া দিতে জমি দিলে খুব বেশি উপকৃত হবে বাংলার প্রতিটা মানুষ।
(M.O.U.)মৌ আর পিয়া.....ব্যাপারটা বেশ দারুণ ছিলো..😂🤣😁
Excellent analysis .You are really a genius. May God bless you.
সাধারণ মানুষকে ঘোল খাওয়ানোর খেলা চলছে এই আমাদের পশ্চিমবঙ্গে । দারুণ প্রতিবেদন 👍
আমরা ভাতা খেকো 😂 আর সার্কাস দেখে আনন্দ পাই 😅
অসাধারণ লাগল
আমরা সত্যিই সবাই ড্যাং ড্যাং
সম্পূর্ণ আশাহত সাধারণ মানুষজন। শুধু কথার ব্যবসা!
আমরা সবাই ড্যাং ড্যাং, কিন্তু দিদিভাই your প্রতিবেদন is great.
ম্যাডাম দয়া করে প্রস্তাবিত বীরভূমের ডেউচা পাচামি কোল্ প্রজেক্ট সম্বন্ধে একটা ভিডিও করুন ।
Thanks!
অনেক ধন্যবাদ
- হুজুক টিম
দারুন দারুন মা, তুমি বেঁচে থাকবেতো খুব সাবধানে থেকো।
অত্যন্ত ঠিক কথা বলেছেন।
প্রয়োগের জমি তো প্রয়োগের গ্রাহকের, ওই টাকা গ্রাহকদের দিতে হবে।
দারুণ প্রতিবেদন । অপূর্ব বিশ্লেষণ ।
বাদবাকি টাকা ভাইপোকে দেবে ভেবেছিলো! এতো নীচে নামবেন না ক্রিকেট দাদা!😅😅😅
সুন্দর বিশ্লেষণ ও উপস্থাপনা
Excellent presentation with so much information and humour .Congratulations
Osadharon uposthapona
বাঃ দিদি বাঃ আপনার যুক্তির তূলনা হয়না।
প্রশ্ন : অর্জিত সম্মান ও শ্রদ্ধা
হারিয়ে সর্বহারা কে?
উত্তর: আমাদের দাদা সৌরভ মহারাজ।
একদম ঠিক
Thanks
অনেক ধন্যবাদ
- হুজুক টিম
Thanks.Very clear clarification
ধন্যবাদ আপনাকে ম্যাডাম। খুব সত্যি কথা বলেছেন। আর পশ্চিম বঙ্গের সব চেয়ে বড়ো আকারের কারখানা তো তিন দশক ধরে চলছে। এর চেয়ে বড়ো কারখানা ভারতে কেন বিশ্বে নেই।
U r brilliant ..😊 keep going sister
রাজনীতির সূক্ষ্ম মারপ্যাঁচ আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব ই কঠিন 😒
একদম নিরক্ষর মূর্খ মুসলমানও কিন্তু ভালো রাজনীতি বোঝে
but the chap is famous in throwing a ball at others and and if the ball is thrown at him, he will skillfully divert it in another way
Many many thanks, dear Ma'am!
আমার মনে হয় দাদা যাতে অন্য দলে না যায় সেইজন্য ১ টাকার বিনেময়ে জমি দিয়েছে কিন্তু
দাদা TMC ছাড়া অন্য দলে গেলে বিশেষ সম্মান পাবে বলে আমার মনে হয় না
দাদা এখন নিজেকে ফুটবল এ পরিনত করেছে। যে যখন পারছে দুটো লাথি মেরে চলে যাচ্ছে।
Khub sunder apner samasya nirdharan abong ter apurbo bachan vangi saho protisthapon tks
দারুন বিশ্লেষণ ।
খুবই ভালো লাগলো ধন্যবাদ।
খুব সুন্দর প্রতিবেদন।
Eto sundor kore bolo er jobab kuje paina👌👌👌👌💕
খুব ভালো লাগলো আপনার বিশ্লেষণ
ধন্যবাদ
BE A MEMBER OF THIS CHANNNEL
সকালে প্রাণ খুলে হাসা গেল।
এর আগে যখন ঐ এপাঙ কবিতা পড়েছলাম তখন তার মানে বুঝিনি, তাই বোকার মত চারিদিকে তাকিয়ে ছিলাম।
আজ আপনি যেভাবে ঐ কবিতার সম্পূর্ণ এবং বাস্তবসম্মত 🎉ব্যাখ্যা দিলেন তখন ভুসভুস করে পেট থেকে হাসি উঠে এলো। ঠিক যেমন এক গ্লাস জলে ইনো ফেললে বুড়বুড় করে তেমনভাবে।
অসাধারণ
Darun didi vaai👍👍👍 asadharon
এত সুলিখিত প্রতিবেদন, ধন্যবাদ, তবে অমিত মিত্রের আগে ঘাটের মরা বিষেশন টি অনিবার্য ছিল ।
বিশেষণ
Darun
দারুনা বলেছো
অসাধারণ অনবদ্য
খুব ভালো লাগলো
অপূর্ব বিশ্লেষন
Onek din apnar video dakha hoeni. Abar dekhchi, darun lagche.
Fabulous and skillful content writer!! Hats off!!
ভালো বলেছেন।
Darun osadharon apnar kotha gulo sunte ato valo lage ki bolbo keep it up 👍 but seshe arthik sohayata bepar ta bujhlam na ota ki reason a donate korte hobe jante parle valo hoto
Darun❤
BE A MEMBER OF THIS CHANNNEL
বোম শিল্প। যতক্ষণ না ফাটছে, কার্বন এমিশন জিরো।😅
BE A MEMBER OF THIS CHANNNEL
Excellent explanation
Hats off to your sarcasm 😄.... Keep it up
Osadharon প্রতিবেদন...❤
darun
😂দারুন,দারুন.এনারা কি ভাবছেন আমরা পাতি জনতা কিছুই বুঝিনা?
যে কয় টাকা খরচা হয় এই লোক দেখানোতে সেই কয় টাকায় তো ভালোভাবে কোন একটা কারখানা চালু করা যায়😅😅
আজ বোঝা গেল কবি এত সুন্দর নাম দিয়ে এত সুন্দর একটি কবিতা কেন লিখলেন। আজ আমাদের মতো ড্যাং ড্যাং আর ক'জন আছে সারা দেশে? জিও দিদি, তোমার এপাং ওপাং ঝপাং দীর্ঘজীবী হোক, আর আমরা সবাই ড্যাং ড্যাং করে কাটিয়ে দিই এ জীবন।
Saurav Ganguly has lost his credibilty
So what? He gained a lot elsewhere.
Thik bolechish didi
দাদা- দিদি যুগলবন্দী।
Sotti, enjoy korlam khub.
লোভে পাপে সর্বনাস।লালের দেওয়া শেষরক্ষা হয়নি। ঘাস ফুলের ১ টাকায় শালবনি/চন্দ্রকোনা সম্ভব হবে কি?
*বাংলার গৌরব* বর্তমানে *বাংলার গোবর* এ পরিনত।
দাদাকে একমাত্র Greg Chappell সঠিক চিনতে পেরেছিলেন😮
প্রয়াগ এর জমি টা সরকারের জমি না মমতার বাবার জমি?
Excellent presentation. Sarkarer Dhhaper chap.
পরিবেশ-বান্ধব শিল্পর উদাহরণ চপ শিল্প, পিঠা শিল্প?
no, because these are perishable items and comes under food and agriculture. High quality handicrafts are also eco-friendly
Souray Dada akta chakri ,apnar Steele factory te ,please.😊😊😊😊😊😊😊😊
দারুন। 🤭🤭🤭👍
অসাধারন ...❤
খুব সুন্দর কথা গুলো বলেন দিদিভাই
🙏 দারুন দারুন দারুন
এদিকে গাছ কেটে, পুকুর বুজিয়ে, নদী দখল করে পরিবেশ এর দফা রফা করেছে।এক জনের মধ্যেই কত প্রতিভা কবিতা,গান, ইত্যাদি ইত্যাদি।
Excellent Didi
কবিতার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে বর্তমান পরিস্থিতি।
আসামে কয়লা খাদান দেখছি।চপ, অনেক ছোলা মুড়ি ভজার শিল্প অর্থাৎ পরিবেশ বান্ধব শিল্প অনেক গড়ে উঠেছে ।
পশ্চিমবঙ্গের পরটা শিল্পের উপর একটা পর্ব হয়ে যাক।
পরোটা
কে বলেছে বাংলায় শিল্প নেই। ধরুন কচুরিপানার পাতা দিয়ে থালা প্রস্তুত ও কাশবনের শিল্প বাণিজ্য করা যাবে।
আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাছে আমাদের আর জি ফুচকা কম্পানি বসানো হোক
দাদাকে চিনতে আর বাকি নেই এখন বাংলার মানুষ চিনুক
ASADHARON! hats off didi
খুব ভালো আলো চনা দিদি ❤❤❤
Thank you for your information
বাম আমলের জ্যোতিবাবুর কথা মনে করিয়ে দিলেন। তিনি বিদেশে যেতেন বাণিজ্য আনতে!!!!!
শিল্প শিল্প খেলা চলছে চল বে
ড্যাং ড্যাং করে❤❤
আমরা রান্না করবো, কিন্ত্তু কোনো ধোঁয়া উড়বে না। আমরা খাবো, কিন্ত্তু হাগবো না। 😂😂😂
Moupiya Nandi: "mujhe kyu toda !!!" 😂😂
দুর্নীতি প্রকল্প চালু হলে সব শিল্পপতি এসে যাবে চিন্তা নেই।
টাটা নেই তাই ভালো শিল্পপতি না পেলে তাই দুর্নীতি শিল্পপতি র অভাব হবে না চিন্তা নেই।
বছর বছর কারাখানা🎉 তৈরি হয়😢
FPPAS has been increased from 5.7% to 8.2% from last month (Nov,24) in domestic Electricity bill , i.e. 2.5% hike straightway. So, West Bengal is suitable place for Goenka to collect extra money and give huge contribution to ruling party.