Sundarban || Day Tour in Sundarban - Koromjol || করমজল - সুন্দরবন || এক দিনে সুন্দরবন ভ্রমণ
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- করমজল পর্যটন কেন্দ্র
করমজল (Karamjal) পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশুপাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মজজ্ঞ হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি। করমজলে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত।
মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে মানচিত্র প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেইল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্রের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারেন। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেইড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরো একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাবেন। এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে। এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য্য দেখে আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে।
---------------------------------------
Contract with me:
√facebook:www.facebook.c....
√Follow my
page:www.facebook.c....
---------------------------------------
1. Music from Uppbeat (free for Creators!):
uppbeat.io/t/i...
License code: QVIFMYDGKBNCETHZ
#sundarban #koromjol #করমজল
ভাই, গিয়ে টিকিট কাটলেই হয় নাকি আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি লাগে?
খুব ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা।
মংলা বন্দর থেকে কি কোন শিপ যায় না দুই এক দিন থাকার জন্য সুন্দরবনে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আপনার ভিডিওটা সুন্দর হয়েছে,,,কখন ও সময় সুযোগ হলে এক সাথে ঘুরাঘুরি করব ইনশাআল্লাহ
Excellent
thanks❤️
আপনার ক্যামেরা ও ফটোগ্রাফি অসাধারণ দক্ষতা সত্যিই প্রশংসা দাবি রাখে। আপনার কণ্ঠস্বর ,পরিবেশ বর্ণনা, তথ্য জ্ঞাপন ,এডিটিং, লোকেশন ,সমস্ত কিছু মিলিয়েই ভিডিওটি আকর্ষণীয় হয়ে উঠেছে ❤ধন্যবাদ ।
Good
আমি বেশিরভাগ সময় একা টুর করি, করমজল এ একা ভ্রমণ করা ঠিক হবে কি না?
একটু জানাবেন !
অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, বন্ধু।
nice
thanks
0:56 Shushuk,
yeah🤩
ভাই টিকিটের ভিতর লেখা দেখলাম ভিডিও ক্যামেরা বিষয়টা বুঝলাম না
camera নিয়ে প্রবেশ করলে তার জন্য সরকারি রাজস্ব ফি দিতে হবে।
Nice bro
একজন যাওয়া কি সেফ হবে?
ট্রাভেল গ্রুপ এর সাথে যেতে পারেন
আমার সাথে জেতে পারেন
আমরা শিক্ষা সফরে গেছিলাম, 🙂
New Video ashe na onek din
ভাইয়ের বাসা কি মানিকগঞ্জ নাকি??
না ভাই সাভার
সাভার কোথায় ভাই @@MovingWithMe
@MdAlAmin-w6x9w nayarhat
Boat er number ase
আপনার মোবাইল নম্বর টা দেওয়া জাবে নাকি আমি জাবো সুন্দরবন
With every sentence you are saying alhamdulia or something like that what is the meaning and why you need to day that do not understand
কিছুদিন আগে গেছিলাম