যারা সাজেক ঘুরতে যাবেন তাদের জন্য একটি মূল্যবান পরামর্শ- এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে শীতের শেষে,তাই প্রকৃতি অনেকটা রুক্ষ ! কিন্তু সাজেকের আসল সৌন্দর্য দেখতে আর অনুভব করতে আপনাকে যেতে হবে বর্ষাকালে। তখন সমস্ত সাজেক জুড়ে মেঘের আনাগোনা। পাহাড়ের কোলে অনিন্দ্য সবুজের মাঝে বসে হঠাতই মেঘ আসে আপনাকে ভিজিয়ে দেবে। সাজেক আমার দেখা বাংলাদেশের সুন্দরতম জায়গা গুলির একটি।
ভাই আপনি মানুষকে সাজেককে চিনিয়েছেন।। এখনকার সাজেক অনেক উন্নত।। আপনি যখন ডকুমেন্টারি তৈরী করেছিলেন তখন হয়তো অনেকে সাজেককে কল্পনাই করেনি।। ধন্যবাদ আপনাকে
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য এই তিনটি জেলায় বাংলাদেশের অন্য জেলার বাসিন্দাদের জমি ক্রয় করার সিসটেম নেই। এই তিন জেলার জমি কিনতে ওই জেলার বাসিন্দা হতে হয়। তবে লিজ নিতে পারবেন অথবা ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করতে পারেন।
একসময় সাজেকে সব ছিলো, কফি,কমলা বাগান,আঙ্গুর বাগান, আরো কত কি আর এখন দিনে দিনে সেই মনোরম প্রকৃতিকে ময়লার ভাগার বানাই ফেলতেছি,প্রকৃতি সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে.....২১.০৯.২২
ওখানকার রাস্তা গুলো একটু প্রস্থ এবং মজবুত হলে টুরিস্ট দের জন্য নিরাপদ হত। পাহাড়ে ওঠার জন্য কিছু সুন্দর সুন্দর সিড়ি তৈরী করে দেয়া যেতে পারে। যাই হোক আমরা ইংল্যান্ডে থাকি , কিছু বন্ধু মিলে ভাবছি দেশে একটা বিনিয়োগ করব। ওখানে ছোট ছোট কটেজ ,ভালো রেস্টুরেন্ট বা শপ বানানো যেতে পারে। পানি ও বিদ্দুত এর জন্য একটা বিকল্প রাস্তা বের করতে হবে।আসুন সবাই মিলে টুরিজম শিল্পকে উন্নত করার জন্য ক্যাম্পেইন চালাই।এতে আমাদের দেশ উন্নত হতে থাকবে.
Really enjoyed the video . The hope that was focused back then is now a reality. Tinku bro, I liked your style a lot. Good wishes for you & all who prepared this with lots of pain. Inspiring.
please can u give the name of background music of this documentary which played in konklak para...its amazing perfect background music with perfect place....thanks for this wonderful video...
তখন কার সাজেক আর এখনকার সাজেক 😲😲। এখন তো উন্নত বিশ্বের কোন পর্যটন কেন্দ্র মনে হয়। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে, বাংলাদেশের আরো অনেক যায়গা আছে যেখানে একটু সুনজর দিলে বর্তমান সাজেকের মত আরো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রে পরিনত হবে।
hah,,,the girl is so smart as tribe girl i am amazed that Bangladesh have a this kind of place anybody please inform me, Is it safe to go there in Sajek ?
Now in 2022 sajek valley & including whole Rangamati district looks like some foreign place with plentiful of modern resorts, cottages, villas, hill top swimming pools.
টিংকু ভাই, সালাম। একটা তথ্য পেলে খুব উপকার হতো। আমি দেখতে পাচ্ছি, ভিডিওটা ২০১২'র জানুয়ারিতে আপলোড করা কিন্তু ভ্রমণের সময়টা অবশ্যই আরো আগের। ভ্রমণের প্রকৃত তারিখটা কি কষ্ট করে শেয়ার করা যায়, খুব উপকার হতো। বুঝতেই পারছেন, লেখালেখির জন্য দরকার... 😌
I would like to buy some land, so I can build my self a retirement home, also to open a few shops, build a Bed and Breakfast hotel, creating jobs in local area area, whom do I approach? could you please give me some Information on this matter?
ঢাকা থেকে সাজেক ভ্রমন করতে চাইলে খুব বেশী একটা খরচ করতে হবে না। যাতায়াত এখন অনেক সহজ। শান্তি পরিবহনে ঢাকা থেকে সারাসরি দীঘিনালা খাগরাছড়ি যেতে পারবেন। ভাড়া 750 টটাকার মত। দীঘিনালা থেকে চাঁদের গাড়িতে যেতে পারেন। গাড়ী ভাড়া 2000-2500 টাকা পরবে। সদস্য কম থাকলে মোটর সাইকেলে করে যেতে পারবেন। ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকা। সাজেকে আদীবাসিদের ঘরে থাকতে পারবেন জিনপ্রতি প্রতি রাত ১০০ থেকে ২০০ টাকা অথবা পুরো রুম ৫০০ থেকে ৮০০ টাকা। ১০০ টাকায় একবেলা ভরপুর খাবার দাবার হয়ে যাবে। সো সব মিলিয়ে খরচ তেমন একটা হবে না যদি আপনি হিসেব করে খরচ করেন তো। আমার কাছে সাজেকে থাকা খাওয়া বান্দরবান এর চাইতে সস্তা মনে হয়েছে।
সাজেক এখন পুরাই বদলে গেছে, অথচ আগের সেই সাজেক কে মূলত এই সব মূল্যবান ভিডিওর মাধ্যমেই জানাতে সক্ষম হয়েছিলো।
নিঃসন্দেহে টিংকু ভাই বাংলাদেশের ট্রাভেল লিজেন্ড ❤
Ppppp
এত বছর পরও টিংকু ভাইয়ের বিকল্প/সমকক্ষ কাউকে পাইনি, আসলই লিজেন্ড।
Now Shishir Deb.
@@MyTameBird yes
@@anupompal77 Shishir Dev সস্থা কন্টেন্ট ক্রিয়েটর। থাম্বনিলে একটু এদিক সেদিক ছবি দিয়ে ভিউ টানে।
Tiknu ভাইয়ের সাথে তার তুলনা হাস্যকর।
৭ বছর পর কে কে দেখছেন এই ভিডিও লাইক দিয়ে জানান
আপনার এই পোস্টটি একটি ডকুমেন্ট হয়ে থাকবে।
২০২০ সালে জারা দেখছেন তারা লাইক দিয়ে জানান।
সেই সাজেক! আর এখনকার সাজেক 😊😊
পূরোনো সাজেক দেখে আমার খুব কান্না পাচ্ছে।আগে কেন যাইনি, দেখিনি মনভোলানো পরিবেশ। love you Tingku.তোমার জন্য আগের সাজেক দেখলাম।
2022 August 09
2:28AM
স্মৃতি রেখে গেলাম🥰
যারা সাজেক ঘুরতে যাবেন তাদের জন্য একটি মূল্যবান পরামর্শ- এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে শীতের শেষে,তাই প্রকৃতি অনেকটা রুক্ষ ! কিন্তু সাজেকের আসল সৌন্দর্য দেখতে আর অনুভব করতে আপনাকে যেতে হবে বর্ষাকালে। তখন সমস্ত সাজেক জুড়ে মেঘের আনাগোনা। পাহাড়ের কোলে অনিন্দ্য সবুজের মাঝে বসে হঠাতই মেঘ আসে আপনাকে ভিজিয়ে দেবে।
সাজেক আমার দেখা বাংলাদেশের সুন্দরতম জায়গা গুলির একটি।
At monsoon wont it be dangerous because the hilly roads and tracks will be less than comfortable...?
আমরাতো ঘুরে এসেছি। ভয়ের তেমন কিছু দেখিনি।
কী বলবো আমি ভাষা জানিনা শুধু একটা বলবো সুপার?
টিংকু ভাই খুবই ফ্রেন্ডলি একজন ট্রাভেলার!
অসাধারণ উপস্থাপনা তার সাথে ভিডিওর পেছনে যিনি কন্ঠ দিয়েছেন তার কাজও অসাধারণ।
আমার দেখা বাংলাদেশ এর সেরা ট্রাভেল অনুষ্ঠান, অনেক মিস করি এটা
2019 ese deklam... Valo laglo jodio sajek ekon eomn nai... Tokon kar poribes ta valo laglo
ভাই আপনি মানুষকে সাজেককে চিনিয়েছেন।। এখনকার সাজেক অনেক উন্নত।। আপনি যখন ডকুমেন্টারি তৈরী করেছিলেন তখন হয়তো অনেকে সাজেককে কল্পনাই করেনি।। ধন্যবাদ আপনাকে
Thik bolechen. b
Apnar video ta sarthok hoyse vai
বাংলাদেশের সেরা ট্রাভেলারের নাম হলো টিংকু চৌধুরী
এই স্থান কেউ নিতে পারবে নাহ, আপনি সেরা ভাই।
সে ছোটবেলার প্রিয় একটা মানুষ আপনি।
১২ বছর আগে আর এখন কত কত ব্লগার হয়েছে। টিংকু ভাই সেরা ❤😊
সেই সাজেক! আর এখনকার সাজেক 02/07/2020
Purono sajek dekhe notun sajek ke feel korlam...
khub valo laglo programta.
wow onek sondr hi ce vai ya aro balo bidio cai
2021 e kew asen naki vaiyera😍😍
আজকেই সাজেক থেকে আসলাম ✌✌
আহ!! আগে সাজেক আর এখনকার সাজেক
বাংলাদেশের সেরা এবং সফল একজন ভ্রমণকর মানুষ 😍🍀😍
রিংকু ভাই আবার ট্রাভেলিং শুরু করে দেন😍😍😍😍
again, this was amazing maya lage jay desher ei image gule dekhe.
thanks!
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য এই তিনটি জেলায় বাংলাদেশের অন্য জেলার বাসিন্দাদের জমি ক্রয় করার সিসটেম নেই। এই তিন জেলার জমি কিনতে ওই জেলার বাসিন্দা হতে হয়। তবে লিজ নিতে পারবেন অথবা ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করতে পারেন।
That's good
Apnake khub miss kori Tinku Vai
kintu ekon apnader moto setelar bangali jomi kere nisse
টিংকু ভাই সাজেক ভ্যালী জীবন বদলে দেওয়ার।মতো একটা জায়গা ১দিনের জন্য যেয়ে ৬মাস ছিলাম তার পরও আস্তে মন চাইনা
৬ দিন নাকি ৬ মাস???
thank you so much there is first time I see this video in 2019
Thank you ever so much for you kind reply. by the I am loving you programmes
আমি ছোট বেলায় তার ভিডিও গুলো দেখতাম টিভিতে তার কথা চাল-চলন উপস্থাপন অসাধারণ 🍀😍
একসময় সাজেকে সব ছিলো, কফি,কমলা বাগান,আঙ্গুর বাগান, আরো কত কি আর এখন দিনে দিনে সেই মনোরম প্রকৃতিকে ময়লার ভাগার বানাই ফেলতেছি,প্রকৃতি সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে.....২১.০৯.২২
Much love 💟
সুন্দর
খুবই ভাল লাগলো
Ami sajak asi 2.5 bosor akhono aikhani ase cakrir sobade. Dhakar kw ase nok koiren
thanks" ame apnar porono " fan' বন্দু ' প্রথম েথকে "
thanks foe upload tinku bhai...........i love your show
Thanks vai. Maldives 💟
Sobuz. Sundarganj. Gaibandha💟
2012 to 2019 big difference... circumstances....
আমার মতো ২০২১ সালে কে কে সাজেক ভ্যালি ভ্রমণ করেছেন সারা দেন
ইনশাআল্লাহ ২০২১ এখনো যাইনি তবে এ বছর ই যাবো
What a wonderful natural environment.Next time I visit my country I will visit that village. Last time I visit Rangamati.
Tinku vai u r a legend man
প্রায় ১২ বচর পর দেখচি
Its December 2023. I am in love with sajek.
টিংকু ভাই কেমন আছেন? করোনার ঘরবন্দী সময় কাটাচ্ছি আপনার চ্যানেলে। ভালো লাগে আপনার প্রোগ্রাম।
এখন সাজেক জমকালো
৮ বছর আগেও কেউ এখানে যায় নাই,,
অথচ আজ এইখানে কতো মানুষের আনাগোনা,,, কেয়া বাথ হ্যায়
Keep uploading these kind of great video of Bangladesh :)
এখন সাজেক কত উন্নত, হোটেল,রিসোর্ট , ভালো যাতায়াত সব আছে😍😍
9year pore apnar travel deklam
ওখানকার রাস্তা গুলো একটু প্রস্থ এবং মজবুত হলে টুরিস্ট দের জন্য নিরাপদ হত। পাহাড়ে ওঠার জন্য কিছু সুন্দর সুন্দর সিড়ি তৈরী করে দেয়া যেতে পারে। যাই হোক আমরা ইংল্যান্ডে থাকি , কিছু বন্ধু মিলে ভাবছি দেশে একটা বিনিয়োগ করব। ওখানে ছোট ছোট কটেজ ,ভালো রেস্টুরেন্ট বা শপ বানানো যেতে পারে। পানি ও বিদ্দুত এর জন্য একটা বিকল্প রাস্তা বের করতে হবে।আসুন সবাই মিলে টুরিজম শিল্পকে উন্নত করার জন্য ক্যাম্পেইন চালাই।এতে আমাদের দেশ উন্নত হতে থাকবে.
ha ha ha apni hoito law janen na apni bangali oaikhane aisob korte parben na system nai
Vai ki porobortite invest korechilen?
এখন এই ২০২২ সালে এসে এসব সবকিছুই ওখানে আছে অনেক অনেক কটেজ অনেক অনেক হোমস্টে অনেক অনেক রিপোর্ট হয়েছে ওখানে অনেক উন্নত হয়ে গেছে
@@hazzazbinyousuf2963 obboshoi Rita amader Bangladesher ongsho
really miss this sajek /// vai amar janamote apni BD er 1st youtuber
who is here at 2019 ?
বাংলাদেশের মূলভূখন্ডের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। আর এখানে বাণিজ্যিক ভাবে কফি চাষ করা যেতে পারে।
ধন্যবাদ।
Tinku brother can u pls tell me when was this video made ?
Really enjoyed the video . The hope that was focused back then is now a reality. Tinku bro, I liked your style a lot. Good wishes for you & all who prepared this with lots of pain. Inspiring.
Goto week e sajek valley theke aschi ... Monei hocchena ki dekhlam ekhon ..r ki dekhchi ei video te... Nice presentation tinku vai..
awesome....
আপনাকেও ধন্যবাদ।
লিজেন্ড
এখন ২০১৯ , বর্তমান সাজেক আর তখনকার সাজেকের মধ্যে আকাশ পাতাল তফাত ।
টিংকু ভাই তোমাকে আমরা আবার দেখতে ছাই।
এই সাজেক আর এখনকার সাজেক অনেক মুদ্রার এপিঠ ওপিঠ 😶
wow so Super nice
এখনকার সাজেক অনেক উন্নত ,,,ঈদের পর গিয়েছিলাম ,,,,দেখলাম কারেন্ট চলে গেসে সাজেকে,,,,!
এই গ্রামের বাসিন্দারা এখনো আছে ওখানে? সাজেকের এখনকার ভিডিও গুলাতে শুদু businessmen দের দেখি
Good Sagek Baih
অপূর্ব
please can u give the name of background music of this documentary which played in konklak para...its amazing perfect background music with perfect place....thanks for this wonderful video...
2020 shaler december mas e eshe dekhchi ei video😀 eto ager sajek vallayr video pabo asha kori ni
তখন কার সাজেক আর এখনকার সাজেক 😲😲। এখন তো উন্নত বিশ্বের কোন পর্যটন কেন্দ্র মনে হয়। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে, বাংলাদেশের আরো অনেক যায়গা আছে যেখানে একটু সুনজর দিলে বর্তমান সাজেকের মত আরো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রে পরিনত হবে।
Tik bolechen tokhonkar sajek chilo onek poripunno poribesh, kuno modern resort, villa, cottage, hilltop sairu resort khubui kom chilo. Ei video dekhte amar khub bhai legechilo
Asolei bisal akorshon hoye geche vai
টিংকু ভাই আপনার কথাই সঠিক হয়েছে এখন সাজেক দেখতে দেশ বিদেশের পর্যটক যায় !! আপনি আবার এরকম শো করেন । মিস করি আপনাকে । এটা কত সালে করা বলবেন ভাই ?? ♥️
Maybe 2008
ঘুরতে খুব ইচ্ছা করে...কিন্তু ভয় লাগে..
u r so expert
good
Nice Video!!
Tinku vhi upni amar fav chilen
♥♥♥
documentary ta khub sundar hoyechye , sudhu valo camera ta darkar
আপনি বিডিও করতে থাকবেন আর আমরা দেখতেই থাকবো।
কংলাকে এখন দোকান আছে
hah,,,the girl is so smart as tribe girl
i am amazed that Bangladesh have a this kind of place
anybody please inform me, Is it safe to go there in Sajek ?
Now in 2022 sajek valley & including whole Rangamati district looks like some foreign place with plentiful of modern resorts, cottages, villas, hill top swimming pools.
তখন কোনো দোকান বা থাকার ভাল ব্যবস্থা ছিল না, আর এখন দোকান আর ট্যুরিস্ট থাকার জায়গা ছাড়া আর কিছু নাই ... 😢
সেই সাজেক আর এখনকার সাজেক 🥴
আমি ২০২০তে দেখছি।
April 13, 2020 e eshe 2012 shaler programme dekhchi :D :D
ASLMUALIKUM VAI .TINKU VAI I KNOW YOU FROM THERE.
সরকারের উচিৎ পাহাড়ী অঞ্চলগুলা বসবাসের উপযোগী করা।
Bosobaser upojogi kortese korei adibashi bilopti hoye jacce
2024 shale eshe dektesi 10 tarik 10 mash 2024 😊
টিংকু ভাই,
সালাম।
একটা তথ্য পেলে খুব উপকার হতো। আমি দেখতে পাচ্ছি, ভিডিওটা ২০১২'র জানুয়ারিতে আপলোড করা
কিন্তু ভ্রমণের সময়টা অবশ্যই আরো আগের।
ভ্রমণের প্রকৃত তারিখটা কি কষ্ট করে শেয়ার করা যায়, খুব উপকার হতো। বুঝতেই পারছেন, লেখালেখির জন্য দরকার... 😌
কত পরিবর্তন হয়ে গেছে এই ২০১৯ সালে এসে!!
Thanks vai
I would like to buy some land, so I can build my self a retirement home, also to open a few shops, build a Bed and Breakfast hotel, creating jobs in local area area, whom do I approach? could you please give me some Information on this matter?
আসছা ঢাকা থিকা সাজেক বেলি ৪ দিন গুরে আস্তে কত খরচ লাগবে। প্লিয এক্তু জানাবেন
ঢাকা থেকে সাজেক ভ্রমন করতে চাইলে খুব বেশী একটা খরচ করতে হবে না। যাতায়াত এখন অনেক সহজ। শান্তি পরিবহনে ঢাকা থেকে সারাসরি দীঘিনালা খাগরাছড়ি যেতে পারবেন। ভাড়া 750 টটাকার মত। দীঘিনালা থেকে চাঁদের গাড়িতে যেতে পারেন। গাড়ী ভাড়া 2000-2500 টাকা পরবে। সদস্য কম থাকলে মোটর সাইকেলে করে যেতে পারবেন। ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকা। সাজেকে আদীবাসিদের ঘরে থাকতে পারবেন জিনপ্রতি প্রতি রাত ১০০ থেকে ২০০ টাকা অথবা পুরো রুম ৫০০ থেকে ৮০০ টাকা। ১০০ টাকায় একবেলা ভরপুর খাবার দাবার হয়ে যাবে। সো সব মিলিয়ে খরচ তেমন একটা হবে না যদি আপনি হিসেব করে খরচ করেন তো। আমার কাছে সাজেকে থাকা খাওয়া বান্দরবান এর চাইতে সস্তা মনে হয়েছে।
nice
টিংকু ভাই এর নামে সাজেক এর একটি স্পটের নামকরন এর দাবি করছি।
was it 2009??
মে ২০২০ এ কে দেখছে এই ভিডিও আর অবাক হচ্ছেন আজকের সাজেকের কথা ভেবে???
6 YEAR AGER SAJEK AR AJKER SAJEK!! AHA KOTTO PARTHOKKO