প্রতিটি কথাই বাস্তবসম্মত,যুক্তিসঙ্গত। কোনো কথাই ফেলে দেওয়ার নয়। তথ্য বা জ্ঞান আহরণের পর নিজস্ব চিন্তা ভাবনাকে পাথেয় করে পথ চলাটাই বুদ্ধিমানের কাজ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
যতদিন আমরা ভিডিও দেখছি ততই আপনাকে যেন আমার খুব কাছের মানুষ বলে মনে হচ্ছে, মানুষ তো অনেকই জন্মেছে কিন্তু সত্য সৎ পথে সত্য কথা বলা এটা তো মানবিকতার পরিচয়। আপনার কথাগুলো খুব যুক্তিসংগত কথা। যাই হোক তবে আমার কথা খুব ভালো লাগলো আমি বর্তমান ট্যাঙ্ক কালচারে নয় তলায় মাটি আছে সাইডে প্লাস্টিক দিয়ে ঘিরে সত্তর হাজার লিটার জল আছে। কতগুলো মাগুর মাছ ছাড়বো বর্তমান জলের হাইট আছে আড়াই ফিট কতগুলো মাগুর মাছ ছাড়লে সঠিক হবে একটু জানাবেন ধন্যবাদ ভালো থাকুন।
নমস্কার স্যার। আমি বনগাঁ থেকে বলছি। এই ভিডিও টা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, পুকুরে শিং মাছ ( শতাংশ প্রতি কত পিস দেওয়া যাবে) ১ ইঞ্চি সাইজের থেকে কি ভাবে বড়ো কোরবো সেই পরিচর্যা এবং ট্রিটমেন্ট ও খাবারের পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও দেবেন। আশায় রইলাম। ধন্যবাদ।
Sir 4 Daya mitter tanky koto singi mas chara jaby aktu bolben plz and apner video dakhy 8000 bacha sale korlam ar 8000 sheed stocked my own calture thank you sir
ধন্যবাদ স্যার , এমন সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য ৷ আপনি বললেন ছোটো চারা কেনার জন্য কারন বড়ো হলে কাঁটা শক্ত হবে ৷ আবার বললেন 45 থেকে 60 দিন বয়সের মাছ কিনতে ৷ এতো বয়সের মাছের কি কাঁটা না ? আমার এ বিষয়ে কোনো ধারনা নেই ৷ দয়াকরে একটু জানাবেন ৷
ট্যাংকের কথা বলতে পারি না তবে আপনি পুকুরে মাছের উৎপাদনের যে হিসাব দিলেন এই হিসাব টি সঠিক নয়, আপনি বললেন 1 বিঘা তে সর্বোচ্চ উৎপাদন 500 কেজি!!! আমার জানতে ইচ্ছে করে এই হিসেবটি আপনি কিভাবে পেলেন? এক বিঘা তে 500 কেজি মাছ উৎপাদন হলে বাণিজ্যিক মৎস্য চাষ কখনোই করা যাবে না, আপনি যে হিসেব দিয়েছেন তাতে প্রতি শতাংশে উৎপাদন হয় 9 থেকে 15 কেজি মাছ অথচ বাণিজ্যিক পুকুরের প্রতি শতাংশে 42 থেকে 48 কেজি মাছ উৎপাদন হয় এটা পরিক্ষিত। আপনি মনে কিছু করবেন না প্লিজ,আমার ভুল হলে বলবেন।
আপনি একেবারেই সঠিক কথা বলেছেন। আমি বানিজ্যিক ভাবে মাছ উৎপাদনের কথা বলি নি। ঘরোয়া পুকুরে আমার কর্মক্ষেত্রের অভিঞ্জতায় যা দেখেছি তাই বললাম। পুকুরে খাবার দেওয়া তো দূরের কথা, চুন পর্যন্ত দেয় না। ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।
স্যার, আপনি বললেন যে মাছের মৃত্যু হার দুটো সময় খুব বেশি পরিমাণে বারে। একটি হলো 8-11দিনের মধ্যে আর একটি হলো 28-31দিনের মধ্যে। মাছের এই অধিক পরিমাণে মৃত্যুটা কিভাবে আটকানো যাবে। জানাবেন প্লিজ। আর আপনি ভালো থাকবেন স্যার।
জল নিয়মিত চেঞ্জ করলে ( সপ্তাহে ২-৩ বার ২০-৩০% ) মাছের সাইজ বাড়বে । অতএব পনেরো হাজার লিটার ট্যাংক-এ (২৫০ বর্গ ফুট) ৪০০০-৫০০০ সিঙ্গি মাছ বা ২৫০০ টা মাগুর মাছ ছেড়ে ভালোভাবে হার্ভেস্ট করা যায়।
বায়োফ্লক বা বটম ক্লিন পদ্ধতি তে মাছ চাষের বেসিক কনসেপ্ট টাই হলো কম যায়যায় অধিক ঘনত্বে মাছ চাষ। সেই দিক থেকে আমার মনে হলো যে সিঙ্গী বা মাগুর মাছের যথেষ্ট হাইডিং প্লেস দিলে বা নিয়মিত জল চেঞ্জ করলে সেটা ভালোভাবে সম্ভব ।
আর একটা কথা , যে হারভেস্ট করবে , সে সব মাছ একসাথে বিক্রি করতে নিয়ে যাবে না , সে ওই মাছ গুলোর মধ্যে বড় মাছ গুলো আগে হারভেস্ট করবে । তাই কিছু মাছ আগে হার্ভেস্টিং করার পর মাছ এর ঘনত্ব এমনি কমে যাবে ।
শিঙি ও মাগুরের ডিম ফোটানো থেকে হারভেস্ট পর্যন্ত মূল সমস্যা হল রোগের কারণে মৃত্যু। আর এটাই এই মাছ চাষের একমাত্র লসের কারণ। এর সঠিক সমাধান নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিন।
এক বিঘা জমি 14400 বর্গ ফুট *5=72000 মাছ চাষ করা যাবে। আপনার কথা অনুযাই( শিং) ।তাহলে এক বিঘাতে 1000কেজির বেশি শিং মাছ উতপাদন করা যায় না কেন। একটু ব্যাখ্যা দেবেন। please. আপনার ভিডিও দেখে খুব ভাল লেগেছে। ধন্য বাদ।
5টি মাছ /বরগফুট এটা বলেছি ট্যাঙ্কে মাছচাষের প্রসঙ্গে। নরমালি এক বিঘা পুকুরে 30থেকে40 হাজার মাছ ছাড়বেন। সঙ্গে কিছু পোনা মাছ থাকবে।ঐ ঘনত্বে সঠিক পরিচর্যায় 160 গ্রাম পর্যন্ত শিঙ্গি মাছ বেড়েছে 10 মাসে।
যে প্রসঙ্গে যে কথা আমি বলি তা সব দিক বিচার করে বুঝেই বলি। আপনাকে যদি আমি না বলে থাকি তবে আপনার জন্য আমার বুদ্ধিমত্তা ও বিচারে ওটাই শেষ কথা। মাছ বাঁচিয়ে রাখা আর মাছ বিক্রি করে লাভ করা এক জিনিস নয়।
Sir. আমি আপনার সমস্ত ভিডিও দেখেছি o বুজেছি। আমি মাছের চাষ করতে চাই তবেকি ট্যাংকিতে চাষ করা যাবেনা ।তাহলে আমাকে আপনি নিদ্দিষ্ট দিক খুঁজে দিন যাতে থেকে আমি নিজ পায়ে দাড়াতে পারি sir plz, amake হেল্প করুন।
Sir, এসব মানুষ বুঝবে না। সবাই চায় কম দামে চারা কিনতে। নিজের হাতে ব্রিডিং করে চারা তৈরি করেও মাছ বিক্রি করতে পারছি না। 1.5" / 2" size এর মাছের দাম দিচ্ছে মাত্র 2 টাকা। অনেক হয়েছে, আর নয়। আগামী বছর থেকে আর ব্রিডিং ই করবো না।
এই প্রথম একজনকে দেখলাম যিনি নিজের কাজের অভিজ্ঞতা থেকে বাস্তব কথাটা বললেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
প্রতিটি কথাই বাস্তবসম্মত,যুক্তিসঙ্গত। কোনো কথাই ফেলে দেওয়ার নয়। তথ্য বা জ্ঞান আহরণের পর নিজস্ব চিন্তা ভাবনাকে পাথেয় করে পথ চলাটাই বুদ্ধিমানের কাজ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
স্যর ভালো আছেন??
আপনাকে নিমপীঠ পয়ে সত্যি আমারা গর্বিত হয়েছি....
রামকৃষ্ণ মিশন (নিমপীঠ) আপনি সর্ব শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন ❤❤❤❤❤❤
না হাসে পারছি না,, এমন একজন মানুষ দে -খলাম , এই প্রথম যে youtube এ সত্য কথা বলছেন ।।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
খুবই গুরুত্বপূর্ণ ভিডিও।
বীরভূম থেকে বলছি, স্যার, ধন্যবাদ আপনাকে ❤❤❤
Good calculations
Good lesson
অনবদ্য দাদা ۔۔ খুব পরিচিত আপনি ۔ আপনার হ্যাচারি থেকে বিগত তিন বছর হলো চারা আনছি ۔ ভালো থাকবেন ۔
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।,🙏
আপনার প্রশ্ন শুনে আমি খুব ভালো লাগলো আপনি এভাবে পরিচালনা করে যাবেন এগিয়ে যান খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে তাপস সাহা না বাড়ি আমার মালদা
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।
আপনার কথাগুলোর মাঝে সত্যই যূক্তি আছে।
Vari nies sir
ভালো থাকুন স্যার
খুব সত্যি কথা,অনেকের কাছে হয়তো তিতো লাগছে।
আপনি আমার ভালোবাসা ও শুভকামনা নেবেন।
খুব ভালো লাগলো ধন্যবাদ
এই video টা চাষী ভাইদের জন্য সেরা video. আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Thank you sir from Bangladesh
Satti ai chotto bisoy gulo amara avoid kore jai.... But agulor probhab onk pare practically.... Thank you so much❤❤ sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Good discussion
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম ধন্যবাদ আপনাকে।🙏🙏🙏
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে
Sowper sir
দাদা আমি হলদিবাড়ি থেকে আমি আপনার ভিডিও দেখি
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইল।
অনবদ্য স্যর 🙏
হোয়াটসঅ্যাপ দ্বারা সঠিক পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
আরও ভালো হোক।
@@goodfarming4395 🙏🙏🙏
Very nice and right video. Thanks for this
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Thankyou for your advise sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।
Very good information ...
Keep in touch.
খুব ভালো লাগল sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Thank u dada
Nice video sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Very nice video sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Absolutely right
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Thanks 👍
Sir apner most obident regain and vita care asole kmon
দেশি শিং মাছকে কি খাওয়াতে হবে
Good video
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Sir apnar khache sing Macher chara paoya jabe?
Baim fish ba pankal mach er breeding details video dile valo hoi
ঠিক আছে।ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Ekdom Sothi Sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Sir apnar kache kono tering er bepare kichu ache
Tapas bhai .. please arrange a lesion on high density fish farming .. please ..
OK. I will definitely concentrate the matter. Thank you so much. Keep in touch.
যতদিন আমরা ভিডিও দেখছি ততই আপনাকে যেন আমার খুব কাছের মানুষ বলে মনে হচ্ছে, মানুষ তো অনেকই জন্মেছে কিন্তু সত্য সৎ পথে সত্য কথা বলা এটা তো মানবিকতার পরিচয়। আপনার কথাগুলো খুব যুক্তিসংগত কথা। যাই হোক তবে আমার কথা খুব ভালো লাগলো আমি বর্তমান ট্যাঙ্ক কালচারে নয় তলায় মাটি আছে সাইডে প্লাস্টিক দিয়ে ঘিরে সত্তর হাজার লিটার জল আছে। কতগুলো মাগুর মাছ ছাড়বো বর্তমান জলের হাইট আছে আড়াই ফিট কতগুলো মাগুর মাছ ছাড়লে সঠিক হবে একটু জানাবেন ধন্যবাদ ভালো থাকুন।
প্রতি বরগফুট জায়গায় 2 থেকে 3 টি।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
নমস্কার স্যার।
আমি বনগাঁ থেকে বলছি।
এই ভিডিও টা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
স্যার, পুকুরে শিং মাছ ( শতাংশ প্রতি কত পিস দেওয়া যাবে)
১ ইঞ্চি সাইজের থেকে কি ভাবে বড়ো কোরবো সেই পরিচর্যা এবং ট্রিটমেন্ট ও খাবারের পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও দেবেন। আশায় রইলাম।
ধন্যবাদ।
প্রতি বরগফুট জায়গায় 5থেকে 6টি। সঙ্গে পোনা মাছ থাকবে।
পুকুরের বিষয়ে আলাদা ভিডিও দেব।
@@goodfarming4395 ধন্যবাদ স্যার।
Darun bolechhen dada, tbe Vietnam koi ami 10000 litre a250 kg production hoyechilo,
ভিয়েতনামের কই আরও বেশি হতে পারে।
স্যার ভিয়েতনাম কৈ মাছের বিরিডিং এর একটি ভিডিও দিলে ভীষন ভালো হতো।
ঠিক আছে।
2ton🎉🎉
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।
Sir 4 Daya mitter tanky koto singi mas chara jaby aktu bolben plz and apner video dakhy 8000 bacha sale korlam ar 8000 sheed stocked my own calture thank you sir
3500 থেকে 4000টি।
Right kota
Sir plz a video on singhi,magur pond culture..
ঠিক আছে।
সার আপনার মাছচাসের বৈকি বাজারে পাওয়া যাবে না
ধন্যবাদ স্যার , এমন সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য ৷
আপনি বললেন ছোটো চারা কেনার জন্য কারন বড়ো হলে কাঁটা শক্ত হবে ৷ আবার বললেন 45 থেকে 60 দিন বয়সের মাছ কিনতে ৷ এতো বয়সের মাছের কি কাঁটা না ? আমার এ বিষয়ে কোনো ধারনা নেই ৷ দয়াকরে একটু জানাবেন ৷
ট্যাঙ্কে পালিত হয়েছে এমন মাছের ঐ কাঁটা তখনও শক্ত হবে না।
@@goodfarming4395 ধন্যবাদ
Sir chital o Aier fish satoke koita charte parbo
এ বিষয়ে আমার স্বচ্ছ ধারণা নেই।
Sir 120 borgo fut thank theke koto ta shign mac koto keji kra jabe
120বর্গফুট×5টি=600টি×100g=60000g=60kg
Sir singhi macher bachchar 3 din theke ki kono medicine dite hoy she bishaye ekta video banaben video ta jeno ektu baro daroner hoy
ঠিক আছে।
100%correct
ট্যাংকের কথা বলতে পারি না তবে আপনি পুকুরে মাছের উৎপাদনের যে হিসাব দিলেন এই হিসাব টি সঠিক নয়, আপনি বললেন 1 বিঘা তে সর্বোচ্চ উৎপাদন 500 কেজি!!! আমার জানতে ইচ্ছে করে এই হিসেবটি আপনি কিভাবে পেলেন? এক বিঘা তে 500 কেজি মাছ উৎপাদন হলে বাণিজ্যিক মৎস্য চাষ কখনোই করা যাবে না, আপনি যে হিসেব দিয়েছেন তাতে প্রতি শতাংশে উৎপাদন হয় 9 থেকে 15 কেজি মাছ অথচ বাণিজ্যিক পুকুরের প্রতি শতাংশে 42 থেকে 48 কেজি মাছ উৎপাদন হয় এটা পরিক্ষিত। আপনি মনে কিছু করবেন না প্লিজ,আমার ভুল হলে বলবেন।
আপনি একেবারেই সঠিক কথা বলেছেন। আমি বানিজ্যিক ভাবে মাছ উৎপাদনের কথা বলি নি। ঘরোয়া পুকুরে আমার কর্মক্ষেত্রের অভিঞ্জতায় যা দেখেছি তাই বললাম। পুকুরে খাবার দেওয়া তো দূরের কথা, চুন পর্যন্ত দেয় না। ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন। শুভকামনা রইলো।
স্যার ৩০ সতক পুকুরে চারফুট জল তো কতো হাজার শিৎ মাছ ছারবো
Thanks
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
স্যার পুকুরে শিং মাছ চাষ নিয়ে একটা ভিডিও বানান।
ঠিক আছে।
❤️❤️❤️❤️
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Dada mono priya mach bisoy ekti video din..
ঠিক আছে
Thank you dada ❤️❤️
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Sir antibayatik doj kemon hobe aktu bolben
400লিটার জলে 400 থেকে 500mg
স্যার ৩০শতকে কতো মাছ ছারবো শিং
Sir
আমি আপনার youtube channel এর এক জন ছাত্র। আমি একটি ১০০০০ লিটার এর ট্যাঙ্ক বানিয়েছি । (L=10 W=10 H= 5) এখন এখানে কত পিস সিং মাছ দিতে পারব।
Dada, shol mach ki commercial feed khay. R eta pukure chas kora ki sombhob commercial feed khaiye? Naki oi bioflock er mato gujob? Pls janaben
ঐ বিষয়ে আমার প্যকটিক্যাল কোন অভিঞ্জতা নেই। কেবল অনুমানের স্বাপেক্ষে কিছু বলা উচিত নয়।
স্যার, আপনি বললেন যে মাছের মৃত্যু হার দুটো সময় খুব বেশি পরিমাণে বারে। একটি হলো 8-11দিনের মধ্যে আর একটি হলো 28-31দিনের মধ্যে। মাছের এই অধিক পরিমাণে মৃত্যুটা কিভাবে আটকানো যাবে। জানাবেন প্লিজ। আর আপনি ভালো থাকবেন স্যার।
সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন জল রাখতে হবে।ও মাছের ঘণত্ব কমিয়ে দিতে হবে।
@@goodfarming4395 thanks you sir
👃👃👃
Sir, Vietnam koi er density kirkm kora jbe?
10'000লিটার জলে 250 থেকে 300 কেজি উৎপাদন হয়। কটায় কেজি চাইছেন সেই অনুযায়ী বাচ্ছা মজুৎ করবেন।
@@goodfarming4395 sir ,Ami to pukure 6arbo,se khetre satok proti koyta dibo?
Thank you sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
জল নিয়মিত চেঞ্জ করলে ( সপ্তাহে ২-৩ বার ২০-৩০% ) মাছের সাইজ বাড়বে । অতএব পনেরো হাজার লিটার ট্যাংক-এ (২৫০ বর্গ ফুট) ৪০০০-৫০০০ সিঙ্গি মাছ বা ২৫০০ টা মাগুর মাছ ছেড়ে ভালোভাবে হার্ভেস্ট করা যায়।
বায়োফ্লক বা বটম ক্লিন পদ্ধতি তে মাছ চাষের বেসিক কনসেপ্ট টাই হলো কম যায়যায় অধিক ঘনত্বে মাছ চাষ। সেই দিক থেকে আমার মনে হলো যে সিঙ্গী বা মাগুর মাছের যথেষ্ট হাইডিং প্লেস দিলে বা নিয়মিত জল চেঞ্জ করলে সেটা ভালোভাবে সম্ভব ।
আর একটা কথা , যে হারভেস্ট করবে , সে সব মাছ একসাথে বিক্রি করতে নিয়ে যাবে না , সে ওই মাছ গুলোর মধ্যে বড় মাছ গুলো আগে হারভেস্ট করবে । তাই কিছু মাছ আগে হার্ভেস্টিং করার পর মাছ এর ঘনত্ব এমনি কমে যাবে ।
স্যার আপনার সঙ্গে যোগাযোগ করবো কি ভাবে
শিঙি ও মাগুরের ডিম ফোটানো থেকে হারভেস্ট পর্যন্ত মূল সমস্যা হল রোগের কারণে মৃত্যু। আর এটাই এই মাছ চাষের একমাত্র লসের কারণ। এর সঠিক সমাধান নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিন।
ঠিক আছে।
দাদা আপনি যে কথাটা বলেছেন আমি অনেক দিন আগেই বলেছি কিন্তু আমার মনে হয়েছে যে আমি উলু বনে মুক্ত ছরিয়েছি,আপনি কাদের বোঝাতে চাইছেন ✌️
যে প্রদীপ জ্বালায় তার কাজ প্রদীপ জ্বালানো, বাকিটা সময়ের হাতে.....
Pronam neben sir
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
এক বিঘা জমি 14400 বর্গ ফুট *5=72000 মাছ চাষ করা যাবে। আপনার কথা অনুযাই( শিং) ।তাহলে এক বিঘাতে 1000কেজির বেশি শিং মাছ উতপাদন করা যায় না কেন। একটু ব্যাখ্যা দেবেন। please. আপনার ভিডিও দেখে খুব ভাল লেগেছে। ধন্য বাদ।
5টি মাছ /বরগফুট এটা বলেছি ট্যাঙ্কে মাছচাষের প্রসঙ্গে। নরমালি এক বিঘা পুকুরে 30থেকে40 হাজার মাছ ছাড়বেন। সঙ্গে কিছু পোনা মাছ থাকবে।ঐ ঘনত্বে সঠিক পরিচর্যায় 160 গ্রাম পর্যন্ত শিঙ্গি মাছ বেড়েছে 10 মাসে।
শিং মাছ চাষে কত %প্রোটিন খাবার দিলে ভাল হবে। উদ্ভিজ্য /প্রানিজ প্রোটিন। ধন্যবাদ।
কিন্তু দাদা আপনি তো কিছু দিন আগে আমাকে বললেন যে, ট্যাঙ্কে কোনো ভাবে মাছ চাষ হবে না। তাহলে?
যে প্রসঙ্গে যে কথা আমি বলি তা সব দিক বিচার করে বুঝেই বলি। আপনাকে যদি আমি না বলে থাকি তবে আপনার জন্য আমার বুদ্ধিমত্তা ও বিচারে ওটাই শেষ কথা। মাছ বাঁচিয়ে রাখা আর মাছ বিক্রি করে লাভ করা এক জিনিস নয়।
Sir. আমি আপনার সমস্ত ভিডিও দেখেছি o বুজেছি। আমি মাছের চাষ করতে চাই তবেকি ট্যাংকিতে চাষ করা যাবেনা ।তাহলে আমাকে আপনি নিদ্দিষ্ট দিক খুঁজে দিন যাতে থেকে আমি নিজ পায়ে দাড়াতে পারি sir plz, amake হেল্প করুন।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
দাদা টেঙেক দেশি মাগুর মাছের রং কেনো ভাবেই আনতে পারছি না, কী করব????
Magur er dam koto
আপাতত সন্তোষজনক কোনো সমস্যা সমাধানের পথ আমার জানা নেই।
Thank you dada
Mati chara colour asbe na.. Ami tank e 8_10 inch mari diye korchi.. Kore dekhun result paben
স্যার প্রনাম নেবেন আপনার আর্শির বাদে আমি শিং মাছের বাচ্ছা করেছি আজ পাচ দিন 🙏🙏🙏🙏
আরও ভালো হোক।
Sir, এসব মানুষ বুঝবে না। সবাই চায় কম দামে চারা কিনতে। নিজের হাতে ব্রিডিং করে চারা তৈরি করেও মাছ বিক্রি করতে পারছি না। 1.5" / 2" size এর মাছের দাম দিচ্ছে মাত্র 2 টাকা। অনেক হয়েছে, আর নয়। আগামী বছর থেকে আর ব্রিডিং ই করবো না।
ভালোবাসা নিন।
একটু ছোট ছোট ভিডিও বানান বেশি বড় ভিডিও অনেক দেখে না।
Jara sir ke jante pereche tara dekbe .............!!!!!
Darun darun
পিনাকী বাবু আমরা স্যরের ছাত্ররা আরো অনেক বড় ভিডিওর আশায় বসে থাকি।
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
ফোন নম্বর দিলে ভালো হয়।
তাপস সাহানা 9732272071(8pm to 9:45pm)
Sair apnar ph no ta dine
9732272071(From 8pm to 10pm.)
সাবাক্রাইব করলাম, পুলিশ বাংলাদেশ হতে, আপনার ইমু নাম্বার টা দেন
Thanks
ভালোবাসা নিন ও সঙ্গে থাকুন।
Thank you sir
👃👃👃