পশ্চিমবঙ্গের ঐতিহাসিক এবং প্রাচীনতম মন্দির | Historic and oldest temple in West Bengal | Jatar Daul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • পশ্চিমবঙ্গের ঐতিহাসিক এবং প্রাচীনতম মন্দির | Historic and oldest temple in West Bengal | Jatar Daul
    ‪@travellerxrrakesh‬
    In this video Jatar Deul and Jatar Deul mandir or jatar deul reviews and jatar deul temple or jatar deul temple upsc and jatar deul upsc or jatar deul meaning and jatar deul pronunciation and jatar deul temple in Bengali and jatar deul history
    --------------------------------------------------------------
    নমস্কার বন্ধুরা, আমি রাকেশ আজ আমি আপনাদের করে দেখাবো পশ্চিমবঙ্গের খুবই সুন্দর একটি মন্দির অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাচীনতম ও ঐতিহাসিক রহস্যময় একটি মন্দির এই মন্দিরটি অনেক অলৌকিক ঘটনা শোনা গিয়েছে সেই ঘটনাগুলি আমি সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করে বললাম আশা রাখব আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিতে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।
    --------------------------------------------------------------
    এই মন্দিরটির সম্পর্কে আপনাদের বেশ কিছু কথা আমি বলে রাখলাম :-
    যদি আপনারা এই মন্দিরে আসতে চান কিভাবে আসবেন । আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা কাকদ্বীপ বা লক্ষীকান্তপুর লোকাল ধরে চলে আসতে হবে মথুরাপুর স্টেশন। আর মথুরাপুর স্টেশন থেকে নেবে বাস অটো নান গাড়ি পেয়ে যাবেন চলে আসবেন রায়দিঘি বাস স্ট্যান্ড । এবং রায়দিঘি বাসস্ট্যান্ড থেকে নেবে আপনারা টোটো অটো পেয়ে যাবেন চলে আসবেন এই যটা দেউল মন্দিরটি যা আপনারা আসলে নিজেদের চোখেই দেখতে পাবেন কতটা রহস্যময় ।
    এবার ভুলে গেছি এই মন্দিরের সম্পর্কে বেশ কিছু ঐতিহাসিক কথা
    শোনা যায় এখানে নাকি মহাদেব শিব স্বয়ং বিরাজ করে এই স্থানে আসলে শোনা যায় নানান রকম অলৌকিক ঘটনা এখানে আসলে দেখতে পাবেন সকল ধর্মের মানুষের আনাগোনা এমনিতেই বছরের প্রতিটা দিনই এখানে অনেক ভিড় হয়ে থাকে তবে বিশেষ কিছুদিন আছে তখন প্রচুর ভিড় হয় এই মন্দিরে। আর এই মন্দিরটা কি বলা হয় চটা দেউল।
    জটা অর্থাৎ শিবের জটার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয় শিবরাত্রি চড়ক পূজা এই সমস্ত উৎসবে তো আছে তবে বছরের এক বিশেষ দিন মন্দির করতে পক্ষ থেকে একটি বিশেষ মহা উৎসবের আয়োজন করা হয়। জিৎ ছবির লক্ষ লক্ষ ভক্তরা আনাগোনা হয় সেই দিনটি হয় বাবা মহাদেবের চৈত্র মাসে নীল পূজা।
    আর্কিওলজিক্যাল সোশ্যাল ঘোষণা মত আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতকে স্টক নির্মিত এই দেব দেউল জটাধারী শিবের নাম অনুসারে যটার দেল নামে সমধী পরিচিত। সোনালী, ১৮৬০ দশকের কোভিদ জঙ্গল পরিষ্কার সময় আদি গঙ্গার ঘাট থেকে আবিষ্কৃত হয় এই মন্দিরটি তবে কখন কোন সময় কিভাবে এটি তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাস থেকে জানা যায় ৯৭৫ খ্রিস্টাব্দে বিক্রমপুরের চন্দ্র বংশের তৎকালীন রাজা জয়চন্দ্রের সময় তৈরি করা হয়েছিল এই মন্দিরটি ।
    বর্তমানে শোনা যায় এএসআই অর্থাৎ ভারতীয় পূর্ণ তত্ত্ব সমকরণের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই মন্দির থেকে ৫০০ মিটারের মধ্যে কোনরকম গরম কার্য করা যাবে না ধরানা করা হয়েছে আরও স্থাপত্য ও মাটির নিচে রয়েছে এই জটার্দুল পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বপূর্ণ সৌবসমূহের তালিকায় স্থান পেয়েছে। এই মূল উৎসব পালন করা হয়, দোসরা বৈশাখ। ভক্তদের কাছে শোনা যায়, ভক্তদের সকল ইচ্ছা পূরণ করে বাবা ভোলেনাথ সেই কারণে ভক্তরা এখানে এসে মানত করে এই মন্দিরের ভিতরে কোন আলো জলে না গ্রামের লোকজনেরা বলে আগে চেষ্টা করা হয়েছিল আলো জানালো কিন্তু তা কখনো সফল হয়নি এই নিয়েই অনেক অলৌকিক কাহিনী শোনা যায় এখানে আসলে শুনতে পাবেন অনেক অজানা কথা সব কথা এই একটা ভিডিওতে তুলে ধরা অসম্ভব আবারো আসবো এবং আপনাদের কেউ দেখাবো এই মন্দিরটি ঘুরে দেখবো এবং আরো বেশ কিছু কথা আপনাদের বলব ।
    পারলে আপনারাও আসুন ঘুরে যান আর স্বচক্ষে দেখে যান এই মন্দিরটিকে সবাই অনেক ভালো থাকবেন ওম নমঃ শিবায় ।
    আর আশা রাখবো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার বন্ধুদের কাছে করতে ভুলবেন না আমার ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন
    --------------------------------------------------------------
    Your Queries :-
    জটার দেউল ইতিহাস
    জটার দেউল
    জটারদেউল দক্ষিণ 24 পরগনা
    ভারতের প্রাচীনতম স্থাপত্য জটারদেউল
    জটারদেউল মন্দিরের ইতিহাস
    জটারদেউল এর ইতিহাস
    জটারদেউল এর রহস্য
    জটারদেউল সুন্দরবন গভীর গুপ্তধনের সন্ধানে
    সুন্দরবনের প্রাচীনতম মন্দির
    ৫০০ বছর পুরানো মন্দির জটার দেউল
    হাজার বছরের পুরাতন মন্দির জটার দেউল
    পশ্চিমবঙ্গের প্রাচীনতম মন্দির
    পশ্চিমবঙ্গের অলৌকিক মন্দির
    --------------------------------------------------------------
    Using free music & copyright free music from TH-cam.
    --------------------------------------------------------------
    Hello friends,
    This is my new vlog in my channel.hope all you enjoy it . Next vlog is going to come very soon .
    Watch more videos :-
    --------------------------------------------------------------
    You can also follow me on -
    TH-cam Link ---(subscribe) ::
    / @travellerxrrakesh
    Facebook Link ---(follow) ::
    www.facebook.c...
    Facebook Page Link --- (Follow) ::
    www.facebook.c...
    Instagram link ---(follow) ::
    www.instagram....
    Follow the TRAVELLER X R channel on WhatsApp:: whatsapp.com/c...
    --------------------------------------------------------------
    Don't forget to like,comment,share & subscribe
    [THANKS FOR WATCHING THIS VIDEO]
    TRAVELLER XR
    From :- Jaynagar Majilpur Kolkata (India )
    SHOW LESS
    Thank you 😊

ความคิดเห็น • 1

  • @amitbaidya8524
    @amitbaidya8524 3 หลายเดือนก่อน +1

    এটা আমদের এখানে তো ❤❤❤