মৃত্যুর পরবর্তী ৪৭ দিন// অর্চি মার্গ, ধুম মার্গ, উৎপত্তি-বিনাশ মার্গ
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- আপনি যে ভিডিওটি দেখছেন তা হিন্দু পুরাণ এবং লোককাহিনী দ্বারা অনুপ্রাণিত। এই গল্পগুলো হাজার বছরের পুরনো ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি। দয়া করে মনে রাখবেন যে আমাদের উদ্দেশ্য কোন ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মের অনুভূতিতে আঘাত করা নয়। এই পৌরাণিক গল্পগুলি শুধুমাত্র পৌরাণিক কাহিনীগুলিকে জানার উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। আশা করব যারা পৌরাণিক কাহিনী ভালবাসেন তারা এগুলো অবশ্যই পছন্দ করবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। 🙏🏻🙏🏻
#viralvideo ,#pouranik ,#motivation ,#mahabharatbangla ,#bengalistory ,#bengalistorytelling ,#amrikotha, #amazingfacts ,
হরে কৃষ্ণ। ❤️🙏🇧🇩
Khub sundor bolechen , sabai k harinam korte bolun ...
Asadharn 🙏🙏
বেঁচে থেকেও শান্তি নেই আর মরে গিয়েও শান্তি নেই।
@@subrataroychowdhury6046 😊🤗
Sotti atmma ke chokhe dekha jaay na take keno e sob sojjo korte hobe
Those making sarcastic comments must say something that they feel is worth on the subject being spoken.
Of course if they have adequate knowledge that is worth sharing with people.
They are otherwise making a fool of themselves.
Apni mone hoy sob dekhechen
@@mistidas525 কোন কিছু বলা মানে সব নিজের চোখে দেখে আসা না, সেটা হয়তো আপনিও জানেন। ছোটবেলায় ঠাকুমা রূপকথার কাহিনী শোনাতেন, তারমানে এই নয় যে তিনি ওই রূপকথার কাহিনীর যুগের কোন একজন ক্যারেক্টার ছিলেন, ছোটদের এখনো সাত ভাই চম্পার কাহিনী শুনাই, তার মানে আমি সাত সাত ভাই চম্পা কে আমি চোখে দেখিনি বা তাদের মধ্যে একজন আমি নই। আসলে অনেক মানুষ অন্যকে অপমান করে খুশি হয়, আপনার এতটুকু খুশির কারন হতে পেরে ভালো লাগছে 🤗
@@Amaderkahinii সেটা ছিল রূপকথা এটা হচ্ছে ধর্মগ্রন্থের কথা যার সঙ্গে দার্শনিক মিল না থাকে সেইটাকে ধর্মগ্রন্থ বলা যাবে না জয় হরিবল
@@AsmDas-l2r তোমার বয়স হয়তো খুবই কম তাই এমন কথা বলছো। যখন একটু mature হবে তখন এগুলো বুঝবে। যেমন ধরো চাঁদ ও সূর্যের দূরত্ব কতো তার জানতে ঐ দূরত্বটা দেখতে হয় না, অ্যাসিডের pH মান জানতে অ্যাসিডে ডুবতে হয় না, পড়ে জানতে হয়
@Amaderkahini2024 যেমন চাঁদ পৃথিবী থেকে কত হাত দূরে আছে যদি কোন ব্যক্তি এসে বলে বা লিখে রাখে আমি হাত দিয়ে মেপে এসেছি এত হাত আছে হয়তো মেনে নেবেন আমি মানতে পারবো না ঠিক তেমন ধর্মগ্রন্থে যেসব চুলকানি আছে আমি সেসব মেনে নিতে পারি না সত্য সত্য হয় চুলকানি চুলকানি হয় তাই
@Amaderkahini2024 ঠিক যেমন ধর্মগ্রন্থে যেসব জায়গায় কুসংস্কার তত্ত্ব আছে সেইসব মেনে নিতে পারি না বয়স দিয়ে কি হবে তোমাকে তোমার ধর্মগ্রন্থকে ভুল ধরাতে পেরে আমি ধন্য
Apni ki kore Janlen ato kotha
এগুলো আমি বইতে পড়েছি আর ইন্টারনেটে দেখেছি , সেগুলোই আমি পরিবেশন করি। ডিসক্রিপশনে সেগুলো আমি লিখে দিয়েছি 😊
আত্মা তে ম এর উচ্চারণ করতে হবে ।। আত্ মা
Aapni ki more dekhe tarpor bhut hoye fire ese likhlen ?
@@shampaganguly2524 আপনি যখন সালোকসংশ্লেষণ কি সেটা লেখেন,তখন কি নিজের শরীরে পাতা গজিয়ে নেন? নাকি আলোর গতিবেগ কতো সেটা যখন লেখেন তখন সরাসরি সূর্যে চলে যান, যদি তাই করে থাকেন তবে আমিও মরে তারপর ফিরে এসে লিখেছি।
@@Amaderkahinii এইসব ভুলভাল গল্প শুনে কোন লাভ আছে আলো সূর্য এগুলি এখান থেকে প্রত্যক্ষভাবে দেখা যায় অবশ্যই তার সমন্ধে অনেক কিছু লেখা যায় কিন্তু মরার 47 দিন পরে কি হয় না হয় জানলেন কি করে ধর্মগ্রন্থে কুসংস্কার লেখা আছে সেইটা প্রচার করেন যেগুলি কুসংস্কার কে কি লিখছে সেটাকে প্রাধান্য দিয়ে প্রচার চালিয়ে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন না জয় হরিবল
এত বিস্তারিত আপনি বেঁচে থাকা অবস্থায় জানলেন কি ভাবে।
বিভিন্ন গ্ৰন্হে যা উল্লেখ করা হয়েছে তাই বর্ননা করেছি। আমিও এইসব জানতাম না, বিভিন্ন গ্রন্থ, পন্ডিতের লেখা বর্ণনা থেকে এগুলো আমি জেনেছি
ওগুলো পন্ডিতদের লেখা নয় মূর্খদের লেখা ধর্মের মধ্যে যত সব কুসংস্কার আছে সেগুলো তুলে ধরুন মানুষকে বুঝান যেগুলি কুসংস্কার মানুষকে কেন ধর্মের নামে এগুলো বলতে যান এগুলো ধর্ম বই না ফাজলেমি বই সত্য কথা বিবেচনা করে বলুন