পুকুরের জল ঘোলা হওয়ার কারন ও তার প্রতিকার ( Turbidity of Pond ) মাছ চাষে সমস্যা ও সমাধান
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- পুকুরের জল ঘোলা হওয়ার কারন ও তার প্রতিকার (Turbidity of Pond ) :
What causes pond water to be turbid - 1) If the amount of soil sediment in the pond water is high. However, there is confusion. 2) If excess plankton is stored in the pond, the water becomes turbid.3) If adequate amount of lime is not applied as per the demand of the pond. Water becomes turbid as a result of the use of substances.
4) When the rain water flows down the bank of the pond, the water in the pond becomes turbid.5) If you give less fish food than required in the pond, the water in the pond becomes turbid in search of fish food. 6) Excessive use of organic and chemical substances results in turbid water.Also to control excess plankton, not to apply organic matter as per the demand of the pond, not to have grass on the banks of the pond, to keep water turbid fish such as carpio, mirror carp, bata fish, tilapia fish, catfish etc. in large quantities. If the stock density of fish is high in the pond, it will be waterlogged.
What problems can occur if the pond water is turbid - the overall production of fish in the pond will be disrupted, oxygen and natural food production in the water will be disrupted, problems will be created in the fish gills and in many cases fish will die, fish will be infected by germs, fish growth will be disrupted.
What steps can we take to eliminate water turbidity -100 to 200 grams of lime, 150 to 200 grams of salt, 500 grams to 1 kg of ash, 1 kg of straw should be given as monthly care.
Good results are obtained by keeping water hyacinth in 3 to 5 percent of the pond. You have to feed according to the demand of the fish, you have to plant grass in the pond.
Organic chemical fertilizers need to be applied in the right amount and at the right time. Fish stocking density should be kept high. Try to keep the number of fish that are muddy in water. Mix 5 kg flour and 250 grams urea per bigha in water and leave it for 24 hours and then apply it to get good results. If the soil in the ponds is red, rocky or earthy soil, if lime is applied at the rate of 2 to 4 kg per cent during preparation, the soil may not settle. However, in case of fish, lime should be applied at the rate of one and a half to two hundred grams per week.
There is no need to worry if the right amount of salt, lime, organic and chemical fertilizers and food is applied properly as a pond preparation and monthly or weekly care. This is because it can be caused by rain, which will fix itself after three to four days.
পুকুরের জল কি কি কারণে ঘোলা হতে পারে - 1)পুকুরের জলে যদি মাটির পলি কনার পরিমাণ বেশি থাকে । তবে ঘোলাত্বের সৃষ্টি হয় । 2) পুকুরে যদি অতিরিক্ত প্ল্যাংটন মজুদ হয় তবে জল ঘোলা হয়।3 )পুকুরের চাহিদা অনুযায়ী যদি পর্যাপ্ত পরিমাণ চুন প্রয়োগ করা না থাকে 4) পুকুরে বৃষ্টির জল পাড় দিয়ে বেয়ে নামলে পুকুরের জল ঘোলা হয় 5) পুকুরে প্রয়োজনের তুলনায় মাছের খাবার কম দিলে, মাছ খাবারের সন্ধানে পুকুরের জল ঘোলা করে থাকে 6) অতিমাত্রায় জৈব ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে হয় জল ঘোলা হয়ে যায় ।এছাড়া অতিরিক্ত প্ল্যাঙ্কটন দমন করার জন্য ,পুকুরের চাহিদা অনুযায়ী জৈব পদার্থ প্রয়োগ না করার জন্য ,পুকুরের পাড়ে ঘাস না থাকার জন্য ,জল ঘোলা কারী মাছ যেমন - কারপিও ,মিরর কার্প,বাটা মাছ ,তেলাপিয়া মাছ, মাগুর মাছ ইত্যাদি বেশি পরিমাণে থাকার জন্য, এছাড়াও মাছের মজুদ ঘনত্ব পুকুরে বেশি থাকলে জলঘোলা হবে ।
পুকুরের জল ঘোলা থাকলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে -পুকুরের মাছের সার্বিক উৎপাদন ব্যাহত হবে, জলে অক্সিজেন এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাধাপ্রাপ্ত হবে ,মাছের ফুলকায় সমস্যা তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে মাছ মারা যাবে ,মাছ জীবাণু দ্বারা আক্রান্ত হবে ,মাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে ।
জলে ঘোলাত্ব দূর করবার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি -মাসিক পরিচর্যা হিসেবে শতকে 100 থেকে 200 গ্রাম চুন,150 থেকে 200 গ্রাম লবণ ,500 গ্রাম থেকে 1কেজি ছাই, 1 কেজি খড় দেওয়া উচিত।
পুকুরের শতকরা 3 থেকে 5 ভাগ জায়গায় কচুরিপানা রাখলে ভালো ফল পাওয়া যায় ।
মাছের চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে, পুকুরপাড়ে দূর্বাঘাস লাগাতে হবে ।
জৈব রাসায়নিক সারের প্রয়োগ সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে করতে হবে । মাছের মজুদ ঘনত্ব অধিক মাত্রায় রাখতে হবে ।জল ঘোলা করে যে মাছগুলি সেগুলি কম সংখ্যায় রাখার চেষ্টা করতে হবে। বিঘা প্রতি 5 কেজি আটা এবং আড়াইশো গ্রাম ইউরিয়া জলে গুলিয়ে 24 ঘন্টা রেখে দিয়ে তারপর সেটা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে । যাদের পুকুরের মাটি লাল ,পাথুরে কিংবা এটেল মাটি ,সেই সমস্ত পুকুরে প্রস্তুতির সময় শতকে 2 থেকে 4 কেজি হারে চুন দিলে মাটির settle নাও হতে পারে , সে ক্ষেত্রে শতকে 10 থেকে কুড়ি কেজি পর্যন্ত চুন দিতে হতে পারে ।যদি পুকুর প্রস্তুতি সময় এই পরিমাণ না দিয়ে থাকেন ,তবে মাছ থাকা অবস্থায় সাপ্তাহিক ভাবে দেড়শ থেকে দুইশ গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে।সঠিকভাবে পুকুর প্রস্তুতি এবং মাসিক বা সাপ্তাহিক পরিচর্যা হিসেবে যদি সঠিক পরিমাণে লবন,চুন, জৈব ও রাসায়নিক সার ও খাদ্য প্রয়োগ করা থাকে তবে চিন্তার বিশেষ কারণ নেই । কেননা বৃষ্টি জনিত কারণে এটা হতে পারে, যা তিন থেকে চারদিন পর নিজে থেকেই ঠিক হয়ে যাবে ।যদি বৃষ্টি শেষ হবার পরও জলের রঙ ঠিক না হয়, তবে পুনরায় জৈব ও রাসায়নিক সারের প্রয়োগ করতে হবে ।
Spring by Ikson / ikson Music promoted by Audio Library • Spring - Ikson (No Cop...
Nice. Anek shundar tathabahul advice. Dannyabad.
Thanks
Good video❤❤
THANK YOU FOR THIS INFORMATION SIR
Most welcome
Best
Bristir pani pukure dhuka pani ghola onek mac aca ata amare ki korta pari
জাপানি পুটির ডিম পোনা চাষ, ধাণি পোনা চাষ বিষয় এ ভিডিও দিন। ধন্যবাদ!
Already দেওয়া আছে।
th-cam.com/video/BIYNaZyuOBI/w-d-xo.html
Ok details এ দিয়ে দেবো।
Great !!
Thank you. Keep watching our videos.
Thank you
ধন্যবাদ দাদা।
@@AMAQUA dada ekdom gharoroa vabe ki khabar dewa jay ,ebong kato din chhara debo ba poriman ,ei sob gulo ektu detail a vdo dile ba janale valo hoy, please,
@@MforMausum Feed management er upar video upload korbo khub taratari. Commercial vabe korle daily feed dite hobe then growth khub valo hobe. Thank you.
Dada 1 biga pukure koto tuk chun proug korbo....
শতকে 100-200গ্রাম ।
আপনার ওখানে যত শতকে 1বিঘা ,সেটা দিয়ে গুন দেবেন।
ভাই, বিভিন্ন গাছের পাতার ছাই ব্যাহার করা যাবে কিনা জানাবেন।
যাবে
Dada amar 18 bigha fishari (veri) ache. Jol sobuj korar jonno apnar Process bebohar kora jabe?
apni ekbar kore dekhun.
Pokure otirikto chulkani achhe sesh hobe ki na.
chun den niomito thik hoa jabe.
Chun dewar 3din pore DAP urea sorisar khoil 150g per decimal dewar 2din pore jol lal hoye gelo ekn ki korbo
puro details pathan . ata hoar katha na. pic msg karen . tarpar call karen.
পুকুরের জল কালো হলে করণীয় কি ?
Pani thaka pukure mas charar koto din age chun proyog kra dorkar
ভাই, আমাদের প্রজেক্ট এর নিচে অনেক ময়লা(পচা) এর জন্য ঠিক মতো মাছ ও ধরা যায় না। কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো!
Amar pukurar jalar upar badami sober astoran parach at samadhan hesaba ke karbo.
ভাই চিংরি মাছের ঘেড়ে জলে কোনো লোক নামলে তার সরিলের লোমে কালো কালো স্যওলা ধরে এটা কিভাবে দুর করবো
Sir... Pukhurer size 10,000 sq fit... Water label gare 3 fit.. Mas sara hotse... Please balun sir... Ai pukhure suna ka keji dite pari....
জলের গভীরতা বাড়ান।
আপনার প্রশ্ন বুঝতে পারছি না।
Sir... Apka contract no de saktehai kiya.. Please...
দাদা পোনা মাছের কি কোম্পানির খাবার
ভালো
আপনি যদি হাতে বানানো খাবার বানাতে পারেন তাহলে যেমন সাশ্রয়ী হবে তেমনি প্রোটিন সমৃদ্ধ হবে। নাহলে কেনা খাবার দিতে হবে।
হাতে বানানো খাবার কিভাবে বানাবো
প্রোটিন এবং কার্বোহাইড্রেড জাতীয় খাবার মিশিয়ে তৈরি করতে হয়। video upload করে দেবো। মাছের প্রোটিন চাহিদা অনুযায়ী খাদ্য তৈরি করতে হয়। ধন্যবাদ।
স্যার? রাসায়নিক সার না গুলিয়ে সরাসরি ছিটিয়ে দিলে কোন সমস্যা হবে??
আমি মাগুর মাছের বাইশ ছারা পড়ে মারা জায় আর দাগ হয় কথা হলো জে পানি একটু কালো কি করা জায়
পুকুরে মাছ খুব ভাসছে মারা যাচ্ছে দিনে ও রাতে ও কি করা উচিৎ জানাবেন প্লিজ
জিউফাটস মারেন ১০ কেজি
পুকুরের জলের রঙ হালকা কালচে! কি করলে সবুজ হবে?
ট্যাংরা মাছের ঘরোয়া খাবার কি জানালে উপকৃত হব
Video upload করা হবে।
@@AMAQUAকল
Sokala mas kano basa uta
1 sotok= koto bigha plz ektu bolun
আমাদের এখানে
1 বিঘা = 33 শতক
আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।
দাদা,আপনাকে মাছ চাষে একজন গবেষক বলা যায়।
কেজেড ওয়াটার ক্লিনার ব্যবহার করুন পুকুরের ঘোলার্ত দূর করতে।
কোন কোম্পানির
পুকুরের জল কালচে বাদামী হয়ে যাচ্ছে, ১৫ কাঠা জলকর , ৫কেজি জিওলাইট পাউডার দিলাম তাও মাছ ভাসছে ভোর বেলায় ,কী কোরলে কোমবে আর জল সবুজ হবে?
জিওলাইট না দিয়ে পাথুরে চুন ব্যবহার করলে ভালো ফল পেতেন। যাইহোক। মাছ ভাসা নিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কাজে লাগবে।
মাছের ঘনত্ব বেশী আছে নাহলে পুকুরের তলায় গ্যাস সৃষ্টি হয়েছে। বৃষ্টির মরশুমে সপ্তাহে 2 বার হররা টানতে হবে। চুন, লবন এবং মাসিক পরিচর্যা করুন, কোন সমস্যা থাকবে না। পরিচর্যা নিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন।
আটা এবং ইউরিয়া বুস্টার ডোজটি ব্যবহার করুন। ধন্যবাদ।
12 শতক পুকুর । গভীরতা 12 ফুট । পুকুরের আশে পাশে বাঁশের ঝাড় আছে । এই ১. পুকুরে কি কি মাছ চাষ করবো?
২. বৃষ্টিতে পাড়ার জল এই পুকুরে এসে পড়ে । জল ঘোলা হয়ে যায়। কি করবো?
৩.মাছ ছাড়ার পর মাসে কতবার, কি পরিমান চুন প্রয়োগ করবো?
বাড়ির খাবার জন্য হলে সবধরনের মাছ ছাড়তে পারেন। commercial ভাবে করতে চাইলে একক চাষ করতে পারেন। কি মাছ চাষ করবেন সেটা আপনার বাজেটের উপর নির্ভর করবে। যেহেতু পুকুর ছোট সাইজের তাই commercial ভাবে করতে চাইলে catfish জাতীয় মাছ করতে পারেন। যদি পুকুর না ভেসে যায়। পুকুর প্রস্তুতির ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। মাছ থাকা অবস্হায় পরিচর্যা হিসেবে শতকে 100-200গ্রাম চুন 1 দিন আগে গুলিয়ে খুবই পাতলা করে প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।
মাছের ঘনত্ব বেশী হলে মাসে 2-3 বার চুন দেবেন। আর ঘনত্ব স্বাভাবিক থাকলে 20দিন পর পর দেবেন।
@@AMAQUA এই ১২ শতাংশ পুকুরে কত কেজি মনোসেক্স মাছ ছাড়বো? এককভাবে মনোসেক্স মাছের চাষ করতে চাই। অথবা মিশ্র কার্প জাতীয় ছোট ১৫/২০ গ্ৰাম ওজনের মাছ ছাড়তে চাই সেক্ষেত্রে ১২ শতাংশ পুকুরে কত কেজি পোনা ছাড়বো?৩০০ গ্ৰাম ওজন হলে মাছ বিক্রি করে দেবো।
@@rajeshdebnath4074 তেলাপিয়া 1 শতকে 80kg মাছ উৎপাদন করতে পারবেন । 12শতক জায়গা কার্প মাছ চাষে ছোট হয়ে যায়, তবুও শতকে 30kg মাছ উৎপাদন করতে পারবেন। ধন্যবাদ।
একক মাছ চাষে রূপচাঁদ মাছ শতকে কত দেওয়া য়ায়,??
শতকে 80কেজি উৎপাদন করতে পারবেন। কত সাইজ করে মাছ বিক্রি করবেন তার উপর নির্ভর করবে কত পিস ছাড়বেন।
আরো অনেক দরকারী video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে এবং এই রকমের আরো Video দেখতে আমাদের চ্যানেল Subscribe করে নেবেন। ধন্যবাদ।
ভাই পুকুরে ফিটকিরি দেয়ার নিয়মটা কি
পোকামারার জন্য কি বেবহার করবো যদি জানাতেন
5:56 খর কি ভাই
দাদা পুকুরে অনেক বড় সাইজের ঝিনুক হয়েছে যার জন্য জল খারাপ হয়ে যাচ্ছে, পুকুর তো ছিচে নিয়েছি,কিন্তু ওই ঝিনুক গূলো মারব কি করে বলেন।।।
100-150 গ্রাম সাইজের ব্ল্যাক কার্প ছেড়ে দিন। সমস্ত গুগলি পরিস্কার করে দেবে।
পুকুরে আইরন অধিক থাকলে কি করতে হবে
বোরিং পরিবর্তন করা উচিত
বোরিং পরিবর্তন টা কি ভাই?
দাদা পোনা জাতীয় মাছের হাতে তৈরি খাবার কি ভাবে বানাবো??
কিছু দিনের মধ্যেই ভিডিও upload করা হবে। সাথে থাকুন। ধন্যবাদ দাদা
আমার পুকুরে জল সবুজ হয়ে যাচ্ছে পুকুরে ড্রনের জল নামে তারজন্য কি জল
সবুজ হয়ে যায়।
এর প্রতিকার কি বলুন।
সবুজকরতে কিকরতেহবে পানি
পুকুরে ডিমি পানা হয়েছে প্রতিকার কি
ভাই আমার পুকুরের পানিঘুলা আমি কি করব
Pukurer pani nil ki korbo
ভাইয়া পুকুরে মাঝে মাঝে গ্যাজা তৈরি হচ্ছে, আমার এই সমস্যার বা এটা হওয়ার কারন কি??
পুকুরের তলে গ্যাস সৃষ্টি হয়েছে মনে হচ্ছে। গ্যাস বের করার ব্যবস্থা করুন নাহলে মাছ ভাসা শুরু হবে এবং পরে মারা যেতেও পারে।
হররা টানার পর শতকে 200গ্রাম লবন দেবেন।
পুকুরের জল নিকাশি ব্যাবস্থা বন্ধর চেষ্টা করার বিরুদ্ধে কোনো আইন আছে কি পশ্চিমবঙ্গের জন্য।
আমি ষ্টাটার দেই কিন্তু খায় না । মাছ ভাসে না
দাদা শতকে 1কেজি মনে একটু বুজিয়ে দিন না please...
বৃষ্টিতে পাড়ার জল পুকুরে পড়ে জল ঘোলা হয়ে গেছে। সাত আটদিন ঘোলা হয়ে আছে। কি করবো?
জলের রং আগে কি রকম ছিল, পুকুরে কি মাছ আছে, কত পরিমাণ মাছ আছে, চুন জৈব ও রাসায়নিক সার কবে প্রয়োগ করেছেন... কিছুই বলেন নি... কি করে বলি বলুনতো...!! নিজে আগে ভাবুন কি কারনে হতে পারে?
তাও একটা idea দিচ্ছি -
জল সবুজ করার জন্য খোল, গোবর, DAP ডোজটি দিন। আগের দিন শতকে 200গ্রাম চুন প্রয়োগ করুন। আর পর্যাপ্ত জৈব পদার্থ পুকুরে থাকলে ,আটা এবং ইউরিয়ার বুস্টার ডোজটি ব্যবহার করবেন। জল কম থাকলে কিছু fresh জল দেবেন। ছাই ও লবনের ব্যবহার করুন। ভিডিও টা আবার ভালো করে দেখুন।ধন্যবাদ।
th-cam.com/video/bcReoINL3us/w-d-xo.html
th-cam.com/video/fO9cuhTV7AU/w-d-xo.html
শীত কালে পুকুরের জল ঘোলা হয় কেন ?
জলের গভীরতা ঠিকঠাক রাখুন
ভাইআমারমাছেওকুনহয়েছেকীদিতেহবে
পুকুরের জলে গা চুলকায় ,মাছ ও আছে ,কী করনীয়?
চুন প্রয়োগ করুন সাথে হররা টানুন।
@@AMAQUA হররা বুঝলাম না
@@ahammedulla6168 হররা মানে যেকোনো ভারি জিনিস যেমন ইট, পাথর বা জালের কাঠি বা লোহার কোন ভারি দন্ড দড়ি দিয়ে বেধে মাসে একবার টানতে হবে। এতে করে এ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যায় পরে চুন দিয়ে দেন। চুলকানি কমে যায়।
বৃষ্টির জল পুকুরে ঢোকা ও বন্ধ করার চেষ্টা রুখে দিতে কোনো আইন আছে কি ❓❓
গাছের পাতা পরে
ছাই কি ভাই
ছাইকে ইংরেজীতে Ash বলে। কাঠ পোড়ালে কালো বা সাদা বস্তু পড়ে থাকে। হোটেল কিংবা রেস্টুরেন্ট,বা saw mill বা রাইস মিলে পেয়ে যাবেন।
আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।
ভাইয়া আমার পুকুরের জল বাদামি রঙের। করনীয় কি
ভিডিও টি ভালো।তবে দীর্ঘ
Fish charar pariman per decimal
Depend Kore ki fish culture korben ar harvest ki weight a Korben tar upar...details a balun... ধন্যবাদ দাদা
আমার পুকুরের মাছ বড় হয়ছেনা
দাদা আমি অনেকগুলি video upload করেছি, TH-cam channel এ গিয়ে দেখে নিন কাজে লাগবে। লিঙ্ক দিলাম দেখে নিন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
th-cam.com/video/ZJnyPSAvHFs/w-d-xo.html
বাগদার পোনা ছেড়েছি প্রচুর মশা মারবো কিভাবে
Panir tempre ki kore komabo