বিদেশ থেকে স্বামী/স্ত্রী কে তালাক প্রদান করার সঠিক নিয়ম

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • এই ভিডিওটি সাজানো হয়েছে দেশের সকল সচেতন নাগরিকদের কথা মাথায় রেখে এবং তাদের জ্ঞাতার্থে কোনরকম জটিল আইনি বিশ্লেষণ ছাড়াই সহজ বাংলা ভাষায় ভিডিওর বিষয়বস্তু বুঝানোর চেষ্টা করেছি। কোন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
    আজকের ভিডিওর আলোচ্যে বিষয়ে হচ্ছে বিদেশ থেকে তালাক দেওয়ার নিয়ম
    বিদেশ থেকে তালাক প্রদান করতে হলে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা মূলে দেশে অবস্থানরত কোন নিকটাত্মীয় কিংবা বিশ্বস্ত কাউকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করতে হবে। এটি একটি আইনগত দলিল। এ ক্ষেত্রে যাকে আমমোক্তার নিয়োগ করা হয় তিনি প্রদানকারীর হয়ে তাহার পক্ষে তালাক প্রদানের যাবতীয় কার্যাবলী সম্পাদন করবেন।
    তালাকের কার্যাবলী সম্পাদনের ধাপ সমূহ নিম্নরূপ :
    ১। নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে আইনজীবীর সাথে পরামর্শ করুন কাগজপত্র সম্পাদনের জন্য এবং তালাকের নোটিশটি প্রস্তত করুন।
    ২। আইনজীবীর মাধ্যমে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্র প্রস্তুত করুন।
    ৩। পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্র টি ও তালাকের নোটিশটি বিদেশে অবস্থানরত ব্যক্তি (যিনি তালাক দিবেন) তার কাছে পাঠানোর ব্যবস্থা করুন।
    ৪। পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্রটি যখন বিদেশে অবস্থানরত ব্যক্তি (যিনি তালাক দিবেন) কাছে পৌঁছাবে তখন তিনি সেখানে স্বাক্ষর করবেন এবং তালাকের নোটিশেও স্বাক্ষর করবেন। তবে এ কাজটি করতে হবে বিদেশী নোটারী পাবলিক, আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট বা বাংলাদেশ দুতাবাসের বাণিজ্যদুত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির সম্মুখে। এবং তার দ্বারা পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্রটি প্রত্যায়ন করে পাঠাতে হবে এবং নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা সত্যায়িত করাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কার্যালয় থেকে স্ট্যাম্পযুক্ত হতে হবে।
    ৫। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্রটি সত্যায়িত হওয়ার পর তা জেলা প্রশাসকের রাজস্ব কার্যালয়ে জমা দিয়ে ২০০ টাকার স্ট্যাম্প লাগাতে হবে এবং সেখানে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্র দলিলের ওপর একটি নাম্বার ও তারিখ পড়বে। এরকম বিদেশি আমমোক্তারনামার সঠিকতা যাচাই করতে হলে জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ে গিয়ে ওই নাম্বার দিয়ে যাচাই করে নেয়া যায়।
    ৬। এরপর আমমোক্তারদাতা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭(১) ধারার বিধান অনুযায়ী বিদেশে অবস্থানরত ব্যক্তির পক্ষে স্ত্রী যে এলাকায় বসবাস করছেন সে এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন মেয়রকে ওই তালাকের নোটিশ রাষ্ট্রীয় ডাকযোগে এডি সহযোগে প্রেরণ করবেন। সেই সাথে তালাক গ্রহীতাকে উক্ত নোটিশের নকল প্রদান করতে হবে। এখানে প্রশ্ন উঠতে পারে যে, তালাকের নোটিশটি কত সময়ের মধ্যে পাঠাতে হবে। আইনে বলা আছে তখনই/ পরবর্তী সময়ে/ যথাশীঘ্রই সম্ভব। এরপর আপনার তালাকের মেয়াদ শুরু হয়ে যাবে। তার ৯০ দিন পর আপনার তালাকটি কার্যকর হবে।
    বিদেশে বসে তালাক দেওয়ার নিয়ম, প্রবাসী তালাকের নিয়ম, বিদেশ থেকে দেশে তালাক প্রদান, বিদেশ থেকে স্বামীকে তালাক দেওয়ার নিয়ম, বিদেশ থেকে ডিভোর্স লেটার পাঠানোর পদ্ধতি, বিদেশে বসে কি ডিভোর্স দেওয়া যায়বিদেশ থেকে ডিভোর্স লেটার পাঠানোর পদ্ধতি
    #divorce #power #foreign #foreignpower #muslimdivorce #divorcelawyer #talakfamilylawyerbangladeshimarriage #familylawyer
    Connect with me on Facebook:
    / barristeraiman
    My website:
    www.rlacbd.com
    ব্যারিস্টার আইমান | Barrister Aiman
    Advocate, Supreme Court of Bangladesh

ความคิดเห็น • 18