আপনাদের অনেক ভিডিও দেখেছি, আমেরিকা ভ্রমন , মধ্যপ্রাচ্য ভ্রমন ইত্যাদি আরও অনেক জায়গার আপনাদের ভ্রমন উপভোগ করেছি । খুব ভাল লেগেছে । আমি ভারতের ত্রিপুরা থেকে বলছি, যাহা চট্টগ্রেমের খুব কাছেই । ভাল থাকবেন
একটু আগেই চলে গেলেন , এই সময় কলকাতায় আলাদাই আমেজ ।। ঈদ ঈদ ভাব ।। জাকারিয়া স্ট্রিটের খাবার দাবার , ভালো ভালো সিনেমা সাথে বিভিন্ন স্থানে স্থানে ছোট বড় মেলা
প্রায় 25 বছর আগে আগরতলা গিয়েছিলাম, বিশাল পরিবর্তন লক্ষ্য করলাম, সে পরিবর্তন উন্নয়নের, খুব ভালো লাগলো, আর আপনার ভিডিও মানে ইনফরমেশন, আরেকদিন নিশ্চয়ই আগরতলার ইতিহাস ঐতিহ্য জানব, সাথে মনে হয় অন্য একজন সদস্য ছিল, পরিচয় জানা হল না, কিছু মনে করবেন না, আমাদের curiosity র' শেষ নেই, Thanks to everyone in your family
ওই চারুলতাতে থেকেছি। বেঙ্গালুরু থেকে গিয়েছিলাম। রোজ হাইওয়ের নির্মাণ কাজ ও বিলোনিয়া ট্রেন লাইনের কাজ দেখতে যেতাম। আগরতলা খুব শান্তিপূর্ণ জায়গা। Liked the vlog👍
ইন্ডিয়া ভ্রমণের অপেক্ষা করতে করতে আর না পেরে অবশেষে দুবাই ভ্রমনে চলে আসলাম ,এর মধ্যে ইন্ডিয়ার টুরিস্ট ভিসা চালু হয়ে গেল, আখাউড়া হয়ে আগরতলা আগরতলা থেকে ফ্লাইটে কলকাতা যাওয়ার সেম আপনার মতো প্ল্যান করছিলাম, আর হলো না ,কবে হবে আর বলা যাচ্ছে না, আপনার জন্য শুভকামনা রইল ভ্রমণ করতে থাকুন আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে
ভাইয়া আপনার কথাগুলো কি সুন্দর সাজানো গোছানো শুনতে ইচ্ছা করে মনে হয় যে শুধু আপনার ভিডিওগুলো দেখেই যাই দোয়া রইল আপনার জন্য দোয়া রইল আপুর জন্য দোয়া রইল আপনার ছোট্ট বাবুটার জন্য
আগরতলা আমার শশুর বাড়ী, কিন্তু ভাগ্য পরিহাস আমি বাংলাদেশী।বিডিওটা দেখে সত্যিই কি বলব আমার মনে হলো মানুষ না হয়ে যদি পাখি হতাম, আমার মতো গরীবের যাতায়াতের বাঁধা হতোনা।
আসসালামু আলাইকুম ভাই। খুব ভালো লাগলো। ভারত ভ্রমন এর সম্পুর্ণ একটি তথ্য চিত্র আপনার মাধ্যমে জানতে পারলাম। পরবর্তীতে ভ্রমন বিষয়ে আরোও ভালো কিছু জানতে পারব ইনশাআল্লাহ। মেলিনাকে আমার আদর আর ভালোবাসা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আপনার ভিডিও অনেক আগ থেকেই দেখি নিয়মিত,আর বেশ ভালো লাগে আপনার ট্রাভেলিং ভিডিও কারন আপনি অনেক সুন্দর ভাবে সকল নিয়ম কারন উপস্থাপন করে থাকেন, এই ভিডিওটা দেখে আর ভালো লাগলো নিজ জেলা ও উপজেলার মধ্য দিয়ে ট্রাভেল করছেন তাই ও আপনার সেই ছুট্র মেয়েটা মাশাআল্লাহ্ অনেক বড় হয়ে গেছে, প্রথম যখন ভিডিও দেখতাম তখন ছুট্র ছিলো কোলে করে করে থাকতো ভিডিওতে দেখতাম
সালামুআলাইকুম আশা করি আপনারা ইনশাআল্লাহ সবাই ভাল আছেন তবে মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই ছোট্ট দেখেছিলাম আজকে অনেক বড় দেখলাম ভালো লাগলো
আমি আগরতলা গিয়েছি । আপনার কথার সাথে একমত যে আগরতলার মানুষ অতিথিপরায়ণ । ত্রিপুরার মানুষের কথা বার্তা ও আমাদের মতই । ওখানে গেলে মনেই হবেনা দেশের বাইরে আসছি ।
all-time এর সব কিছুই পাওয়া যায় RFL তো আছে দেশীয় অনেক কিছুই পাবেন একটু ভালো করে খোজ নিয়ে নিতে পারলে ভালো৷ বাংলাদেশের অনেক প্রোডাক্ট আগরতলায় পাওয়া যায়। কেননা আমি দীর্ঘ দিন ধরে ইন্ডিয়ায় আছি
অনেক ভাল লাগল এ ভিডিওটা। সড়ক পথে আর ট্রেনে ভ্রমণের স্বাদ পেলাম।ট্রেন ভ্রমণ আমি করেছি অনেক। চট্টগ্রাম ইঞ্জিঃ এ পড়ার কারণে ঢাকা -চট্টগ্রাম যাতায়াত হত ট্রেনে । অন্যরকম এক অনুভূতি ট্রেন ভ্রমণ।অনেক তথ্য পেলাম ইমিগ্রেশন নিয়ে।ইনডিগো ভাল বিমান আমি চড়েছি।
প্রথমেই নিউমার্কেট মোড়টা দেখলাম, চট্টগ্রাম এর মানুষ হওয়ার কারণে চট্টগ্রামের কোনো একটা প্লেস দেখলেই সফট কর্ণার কাজ করে। আর আজকের ভ্রমণটা খুব ভালো লাগলো আর অনেক ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ @bd travellers কে আর মেলিনাকে অনেক অনেক স্নেহ 🥰 আদর
আসসালামু আলাইকুম খুবই ভালো লাগলো আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি সব সময় ভিডিও পেলে দেখতে খুব ভালো লাগে খুব আগ্রহ সহকারে দেখি। একটা কথা না বললেই নয় আপনার ভিডিও দেখে তৃপ্তি পাই। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভাল থাকবেন।
এই আখাউড়া তে সিলেটের যাত্রীরা দীর্ঘদিন নাজেহাল হয়েছেন। জানিনা এখন কি অবস্থা। বাংলাদেশ অংশ সকল স্থল বন্দরে এত জরাজীর্ণ কেন ? ডাউকিতেও সেইম অবস্থা দেখেছি। কিন্তু একটু প্রচেষ্টা আর সদিচ্ছা থাকলে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব।
ভাই আপনার প্রায় সব ভিডিওই আমি দেখি,,দেখলে মনে হয়,, আমি আপনার পাশেই আছি,,খুব কাছাকাছি থেকে আপনাকে দেখছি,,,কিন্তু বাস্তবে খাচায় মধ্যে বসবাস করছি.... যাইহোক ভাই আপনার জন্য সব সময় শুভকামনা থাকে,,ভালো থাকবেন..
চট্টগ্রাম থেকে এই রুট বিরক্তিকর আর সময়ক্ষেপন ছাড়া কিছুই নয়! চট্টগ্রাম থেকে বিমানে সরাসরি কোলকাতা খুব সহজ আর সময় বাচে। তবে যাদের শরীর আর মন দুইটাই সময় দেবে, তাহলে ঘুরে ঘুরে যাওয়া যায়!
Welcome to kolkatta sir your presentation is very wonderful also your video photography. Feel bad to see Bangladesh immigration point hope Bangladesh ministry will look over the matter. Thank you.
আমি আপনাদের ব্লগে সত্যি মুগ্ধ। প্রতিটি কনটেন্ট তথ্যবহুল ও সাবলীল, কখনোই বোরিং হতে হয় না, সাথে সুন্দর ভাষা শৈলী ও কন্ঠ কখনোই বোর হতে দেয় না। আপনাদের জন্য অনেক দোয়া।।
অনেক ধন্যবাদ 'জিয়াউল হক ভাই বাংলাদেশ অাগরতলা রুট নিয়ে সুন্দর একটি ব্লগ করার জন্য! অনেককিছু জানতে পারলাম অার অামি শীঘ্রই যাচ্ছি এই রুটে অামার জন্য দোয়া করবেন। অার হ্যাঁ ম্যালিনা সোনামণির জন্য অনেক ভালবাসা থাকলো।
ভাইয়া আমি ইনডিগো এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা মাএ ৩০ মিনিটে আর আপনি আগারতলা থেকে ৫০ মিনিটে কেনো হলো তাইলে তো চট্টগ্রাম এয়ারপোর্টে থেকে যেতে পারতেন আমি এর আগেও চট্টগ্রাম এয়ারপোর্টে থেকে রিজেন্ট বিমানে মাএ ৩০ মিনিটে কলকাতা গেছি।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার শুভকামনা করছি, এবং দোয়া করি আপনার যাএা সুন্দর সুখ ময় হোক সেই কামনাই করি। বধাতা ই সব কিছু র মালিক, তিনি যেন সকলের শান্তি ও ভালো রাখেন।
ট্যাক্সি গুলা ভারতের ঐতিহ্যবাহী । কিন্তু এই বর্তমানে ট্যাক্সি গুলোর ভাড়া এত বেশি চায় এনারা । যার কারণে এই ট্যাক্সি গুলোকে সবাই এড়িয়ে চলে । স্বাভাবিক ভাবে এই ট্যাক্সি গুলোর মালিকপক্ষই এই ট্যাক্সি গুলো বিলুপ্তের পথে নিয়ে যাচ্ছে । 🙂
ভাইয়া আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে, আপনি ট্রাভেল করার সময় প্রতি টা জিনিষ ভালো ভাবে তুলে ধরেন এতে অনেকের উপকার হয়। আপনাদের জন্য শুভ কামনা রইলো ❤️❤️💐❤️
আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আমি আপনার এই ভিডিওতে সর্বপ্রথম লাইক করছি এবং কমেন্ট করলাম আপনাদের সবাইকে অশেষ শুভকামনা রইল এবং ধন্যবাদ আল্লাহ হাফেজ,,,|
প্রিয় জিয়াউল ভাই, আপনাদের ভিডিও দেখলে মনে হয় নিজেকে খাঁচার মধ্যে বন্দী পাখি, মন চায় ডানা মেলে উড়ে যাই বহুদূর। আল্লাহ আপনাদের ভাল রাখুক আমিন
Thik bolesen vai
Right 👍
আপনাদের অনেক ভিডিও দেখেছি, আমেরিকা ভ্রমন , মধ্যপ্রাচ্য ভ্রমন ইত্যাদি আরও অনেক জায়গার আপনাদের ভ্রমন উপভোগ করেছি । খুব ভাল লেগেছে । আমি ভারতের ত্রিপুরা থেকে বলছি, যাহা চট্টগ্রেমের খুব কাছেই । ভাল থাকবেন
Thank you
মেলিনা এখন বড় হয়ে গেছে মাশাল্লাহ ।বড় বাচ্চাদের ছোট সাইজের হাল্কা স্ট্রলার পাওয়া যায় ।সেগুলো ইউজ করলে আপনাদের কষ্ট কম হবে ।happy traveling 😊😊
একটু আগেই চলে গেলেন , এই সময় কলকাতায় আলাদাই আমেজ ।। ঈদ ঈদ ভাব ।। জাকারিয়া স্ট্রিটের খাবার দাবার , ভালো ভালো সিনেমা সাথে বিভিন্ন স্থানে স্থানে ছোট বড় মেলা
দাদা অনেকদিন ধরে আপনার video দেখি আমার বাড়ি আগরতলা 🇮🇳🇮🇳
প্রায় 25 বছর আগে আগরতলা গিয়েছিলাম, বিশাল পরিবর্তন লক্ষ্য করলাম, সে পরিবর্তন উন্নয়নের, খুব ভালো লাগলো, আর আপনার ভিডিও মানে ইনফরমেশন, আরেকদিন নিশ্চয়ই আগরতলার ইতিহাস ঐতিহ্য জানব, সাথে মনে হয় অন্য একজন সদস্য ছিল, পরিচয় জানা হল না, কিছু মনে করবেন না, আমাদের curiosity র' শেষ নেই, Thanks to everyone in your family
ওই চারুলতাতে থেকেছি। বেঙ্গালুরু থেকে গিয়েছিলাম। রোজ হাইওয়ের নির্মাণ কাজ ও বিলোনিয়া ট্রেন লাইনের কাজ দেখতে যেতাম। আগরতলা খুব শান্তিপূর্ণ জায়গা। Liked the vlog👍
অত্যন্ত সুন্দর ধারাবর্ননা! ত্রিপুরা রাজ্যের এক বৈচিত্র্যময় ইতিহাস এবং প্রার্চুয্যে ভরা সংস্কৃতি রয়েছে। অনেক ধন্যবাদ স্যার!
Wow I feel happy because Tripura is my own state thanks for visiting in Tripura and welcome to India 🇮🇳
ইন্ডিয়া ভ্রমণের অপেক্ষা করতে করতে আর না পেরে অবশেষে দুবাই ভ্রমনে চলে আসলাম ,এর মধ্যে ইন্ডিয়ার টুরিস্ট ভিসা চালু হয়ে গেল, আখাউড়া হয়ে আগরতলা আগরতলা থেকে ফ্লাইটে কলকাতা যাওয়ার সেম আপনার মতো প্ল্যান করছিলাম, আর হলো না ,কবে হবে আর বলা যাচ্ছে না, আপনার জন্য শুভকামনা রইল ভ্রমণ করতে থাকুন আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে
ধন্যবাদ আমাদের ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া কে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য
আমরা ও চট্টগ্রাম থেকে একই রুটে কলকাতা যাওয়ার প্ল্যান করছিলাম। এখন আপনার ভিডিও পেয়ে উচ্ছ্বসিত।
আপনাকে ও আপনার পরিবারকে
কোলকাতায় স্বাগত ......❤️❤️❤️🙏🙏🙏
ভাইয়া আপনার কথাগুলো কি সুন্দর সাজানো গোছানো শুনতে ইচ্ছা করে মনে হয় যে শুধু আপনার ভিডিওগুলো দেখেই যাই দোয়া রইল আপনার জন্য দোয়া রইল আপুর জন্য দোয়া রইল আপনার ছোট্ট বাবুটার জন্য
অনেক দিন পর, আমার প্রিয় শহর কে দেখতে পারলাম,আপনার মাধ্যমে, অনেক ভাল লাগলো, প্রিয় আখাউড়া
06.03.2014 আখাওরা বর্ডারএ ছিলাম বিকাল 05 টা 06 টা পর্যন্ত ছিলাম।
বাংলাদেশ ও ভারতবর্ষের কোচ কাওযাজ
দেখেছি ।
আপনার ধারাভাষস্যা সুন্দর লাগলো।
ধন্যবাদ।
আগরতলা আমার শশুর বাড়ী, কিন্তু ভাগ্য পরিহাস আমি বাংলাদেশী।বিডিওটা দেখে সত্যিই কি বলব আমার মনে হলো মানুষ না হয়ে যদি পাখি হতাম, আমার মতো গরীবের যাতায়াতের বাঁধা হতোনা।
Bia korar aga dakha koran nai kano ja Hindhusthan a apnar Sosur bari??
🤣🤣😂
মাসা-আল্লাহ দেখতে দেখতে আপনার সোনামনি টা বড় হচ্ছে আপনার ও আপনার পরিবারের সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো।
আগরতলা আমার একমাত্র প্রিয় শহর। অনেক বার গিয়েছি।
খানকির বাচ্চা, ওটা হিন্দুদের শহর, তুই কি করতে গেছিলি ওখানে।
ভিডিওটা অনেক ভালো লাগল। আপনার মেয়েটা অনেক কিউট। ওর জন্য অনেক আদর ও দোয়া রইল। আপনাদের সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন ভাই।
ভালো লেগেছে, অনেক দিন পর আপনাদের ভ্রমণ ভিডিও দেখলাম।
অনেকদিন পর আপনার ভ্রমণ ভিডিওটা পেলাম। সত্যি আপনার বর্ণনা অসাধারণ । পরে ভারত ভ্রমণের ভিডিও আরো বিস্তারিত ভাবে জানতে চাই। ধন্যবাদ।
Khub valo laglo dekhe video ta.
Love from kolkata , India.🇮🇳
আসসালামু আলাইকুম ভাই। খুব ভালো লাগলো। ভারত ভ্রমন এর সম্পুর্ণ একটি তথ্য চিত্র আপনার মাধ্যমে জানতে পারলাম। পরবর্তীতে ভ্রমন বিষয়ে আরোও ভালো কিছু জানতে পারব ইনশাআল্লাহ। মেলিনাকে আমার আদর আর ভালোবাসা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সত্যি কথা বলতে ইন্ডিয়া অনেক সুন্দর দেশ ❤️🥰🥰🇧🇩🇮🇳
আপনার ভিডিও অনেক আগ থেকেই দেখি নিয়মিত,আর বেশ ভালো লাগে আপনার ট্রাভেলিং ভিডিও কারন আপনি অনেক সুন্দর ভাবে সকল নিয়ম কারন উপস্থাপন করে থাকেন, এই ভিডিওটা দেখে আর ভালো লাগলো নিজ জেলা ও উপজেলার মধ্য দিয়ে ট্রাভেল করছেন তাই ও আপনার সেই ছুট্র মেয়েটা মাশাআল্লাহ্ অনেক বড় হয়ে গেছে, প্রথম যখন ভিডিও দেখতাম তখন ছুট্র ছিলো কোলে করে করে থাকতো ভিডিওতে দেখতাম
পশ্চিমবঙ্গে স্বাগত জানাই ❤️❤️❤️❤️
(Pranab Traveller's)
Bah valo lagche Kolkata dekhey , shoja ekhan thekey okhaney ghurtey jabo amra shobai ek sathey 😁🙏🌈🌎👌🤩
প্রিয় জিয়াউল ভাই, আপনার সাবলিল উপস্থাপনা আমাকে ধরে রাখে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে তা উপভোগ করি।
Thank you so much
সালামুআলাইকুম আশা করি আপনারা ইনশাআল্লাহ সবাই ভাল আছেন তবে মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই ছোট্ট দেখেছিলাম আজকে অনেক বড় দেখলাম ভালো লাগলো
আমি আগরতলা গিয়েছি । আপনার কথার সাথে একমত যে আগরতলার মানুষ অতিথিপরায়ণ । ত্রিপুরার মানুষের কথা বার্তা ও আমাদের মতই । ওখানে গেলে মনেই হবেনা দেশের বাইরে আসছি ।
মাশাআল্লাহ
আমাদের মেলিনা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে।
অনেক অনেক ভালো লাগলো। ধন্যবাদ মিঃ জিয়াউল সাহেবকে।
এই আগরতলা তেই রয়েছে দেশের বৃহত্তম শিল্প- প্রতিষ্ঠান প্রাণ- আর এফ এল গ্রুপের দেশের বাইরে প্রথম প্রোডাকশন সুবিধা। নাম আগরতলা প্লাস্টিক লিমিটেড (APL).
all-time এর সব কিছুই পাওয়া যায় RFL তো আছে দেশীয় অনেক কিছুই পাবেন একটু ভালো করে খোজ নিয়ে নিতে পারলে ভালো৷ বাংলাদেশের অনেক প্রোডাক্ট আগরতলায় পাওয়া যায়। কেননা আমি দীর্ঘ দিন ধরে ইন্ডিয়ায় আছি
@@শেষবর্ণ প্রাণের বহু প্রোডাক্টই ভারতে পাওয়া যায়, বিশেষ করে বাঙালি অধ্যুষিত রাজ্যগুলোতে। মোটামুটি চাহিদাও আছে
valoi
আপনি কি কমপনিতে গিয়েছেন
অনেক ভাল লাগল এ ভিডিওটা। সড়ক পথে আর ট্রেনে ভ্রমণের স্বাদ পেলাম।ট্রেন ভ্রমণ আমি করেছি অনেক। চট্টগ্রাম ইঞ্জিঃ এ পড়ার কারণে ঢাকা -চট্টগ্রাম যাতায়াত হত ট্রেনে । অন্যরকম এক অনুভূতি ট্রেন ভ্রমণ।অনেক তথ্য পেলাম ইমিগ্রেশন নিয়ে।ইনডিগো ভাল বিমান আমি চড়েছি।
আমি আগরতলায় থেকে দাদা খুব ভাল লাগলো ভিডিও টা
প্রথমেই নিউমার্কেট মোড়টা দেখলাম, চট্টগ্রাম এর মানুষ হওয়ার কারণে চট্টগ্রামের কোনো একটা প্লেস দেখলেই সফট কর্ণার কাজ করে। আর আজকের ভ্রমণটা খুব ভালো লাগলো আর অনেক ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ @bd travellers কে আর মেলিনাকে অনেক অনেক স্নেহ 🥰 আদর
জিয়া ভাই খুব ভালো লাগলো আপনি আমার বাড়ির উপর দিয়ে গেছেন, আমার বাড়ি আখাউড়াতেই,
আগরতলা থেকে কলিকাতা সুন্দর ভ্রমণ ।আমার তো অনেক ভালো লেগেছে ।একটু বেড়াতে গেলে ভালো লেগেছে ।
জিয়া ভাই , কলকাতা ঘুরিয়া দেখালে না , আফসোস রহিয়া গেল , আশা করি আগামীতে দেখাবেন , ধন্যবাদ
বেনাপোল হয়ে কলকাতা যাওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু আগরতলা হয়ে নেই। এই ভিডিও দেখে ভাল একটা আইডিয়া হলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমি অনেক অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে আর আমি বসে বসে দেখবো ধন্যবাদ আপনাকে নুতন ভিডিও দেয়ার জন্য।।।।
খুব সুন্দর _!_
কলকাতায় আপনাকে স্বাগত.
আপনি হলেন বাংলাভাষীদের মধ্যে সেরা ভ্লগার।
🙏
@@bdtravellers Apner vlog Ami deki , Ami AGARTALAR DADA
আসসালামু আলাইকুম খুবই ভালো লাগলো আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি সব সময় ভিডিও পেলে দেখতে খুব ভালো লাগে খুব আগ্রহ সহকারে দেখি। একটা কথা না বললেই নয় আপনার ভিডিও দেখে তৃপ্তি পাই। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভাল থাকবেন।
Right Information den sobsomoy
দাদা video টা খুব ভালো লাগলো। আমি ও আগরতলার বাসিন্দা।
vaiya ank agay theke apner ank ank video dekhi..aj first comment korlam..ank vlo laglo video ta👌💗💗💗💗
এই আখাউড়া তে সিলেটের যাত্রীরা দীর্ঘদিন নাজেহাল হয়েছেন। জানিনা এখন কি অবস্থা। বাংলাদেশ অংশ সকল স্থল বন্দরে এত জরাজীর্ণ কেন ? ডাউকিতেও সেইম অবস্থা দেখেছি। কিন্তু একটু প্রচেষ্টা আর সদিচ্ছা থাকলে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব।
ভাই আপনার প্রায় সব ভিডিওই আমি দেখি,,দেখলে মনে হয়,, আমি আপনার পাশেই আছি,,খুব কাছাকাছি থেকে আপনাকে দেখছি,,,কিন্তু বাস্তবে খাচায় মধ্যে বসবাস করছি....
যাইহোক ভাই আপনার জন্য সব সময় শুভকামনা থাকে,,ভালো থাকবেন..
মেলিনা তো অনেক বড় হয়ে গেছে। সেই ছোট্ট থাকতে দেখেছি তখন তো বসতে ও পারতো না। আর এখন কতো বড়ো হয়ে গেছে।
অসংখ্য ধন্যবাদ চমৎকার রুটে ভ্রমন করলেন
চট্টগ্রাম থেকে এই রুট বিরক্তিকর আর সময়ক্ষেপন ছাড়া কিছুই নয়!
চট্টগ্রাম থেকে বিমানে সরাসরি কোলকাতা খুব সহজ আর সময় বাচে। তবে যাদের শরীর আর মন দুইটাই সময় দেবে, তাহলে ঘুরে ঘুরে যাওয়া যায়!
Chittagong theke kolkata ekhanu regular flight chalu hoy ni
@@bdtravellers ওকে ভাই। আমিও খোজ নিলাম, আমি যখন এসেছিলাম আরো ৩ মাস আগে তখন মেবি চালু ছিলো, আবার বন্ধ হয়ে গেছে। যদিও আমি ঢাকা হয়ে এসেছি।
এমন একটি ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়ায় থেকে।।❤️❤️❤️
সত্য কথা। টঙ্গীর পাশে কয়েকবার ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছে।
আপনার ভিডিও আমি সব সময় দেখি খুব ভালো লাগে এভাবে এগিয়ে যান
Welcome to kolkatta sir your presentation is very wonderful also your video photography. Feel bad to see Bangladesh immigration point hope Bangladesh ministry will look over the matter. Thank you.
আমি আপনাদের ব্লগে সত্যি মুগ্ধ। প্রতিটি কনটেন্ট তথ্যবহুল ও সাবলীল, কখনোই বোরিং হতে হয় না, সাথে সুন্দর ভাষা শৈলী ও কন্ঠ কখনোই বোর হতে দেয় না। আপনাদের জন্য অনেক দোয়া।।
Thank you so much
Vahia,
Amr Janson & Janson Single Dose daya aci
Thole ki ami india jatee parboo?
@@biplabkumarpaul2846 obossoi. Janson 1 does means Onno vaccine double does.
@@bdtravellers thanks vahai
ইন্ডিয়া তে ট্রেন খাবার খুব ভালো না।ভালো ও সুস্থ থাকবেন।,❤️❤️❤️
Rajdhani name sunchen ? Chorar okat thakle akbar chore dekhben
খুব ভালো লাগলো ♥️ অপেক্ষা থাকবো নেক্সট কন্টেন্টের জন্য
ভাই আমার বাড়ি আখাউড়া। আখাউড়া জংশন থেকে চেকপোস্টের অটো ভাড়া ৬০ টাকা আপনার থেকে অনেক টাকা রেখেছে।
ভাইয়া তুমি দারুণ ভিডিও দিয়েছো 👍 আমার শ্বশুর বাড়ি আখাউড়া। তোমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু ই জানতে পারলাম,, ভালো লাগল ভাইয়া।
আর আমাদের দেশে ঢাকা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন গেলেয় ভাড়া চেয়ে বসে ১০০০-১৫০০ টাকা 😓😓😓
অনেক ধন্যবাদ 'জিয়াউল হক ভাই
বাংলাদেশ অাগরতলা রুট নিয়ে সুন্দর একটি ব্লগ করার জন্য!
অনেককিছু জানতে পারলাম
অার অামি শীঘ্রই যাচ্ছি এই রুটে
অামার জন্য দোয়া করবেন।
অার হ্যাঁ ম্যালিনা সোনামণির জন্য অনেক ভালবাসা থাকলো।
ভাইয়া আমি ইনডিগো এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা মাএ ৩০ মিনিটে আর আপনি আগারতলা থেকে ৫০ মিনিটে কেনো হলো তাইলে তো চট্টগ্রাম এয়ারপোর্টে থেকে যেতে পারতেন আমি এর আগেও চট্টগ্রাম এয়ারপোর্টে থেকে রিজেন্ট বিমানে মাএ ৩০ মিনিটে কলকাতা গেছি।
এক কথায় অসাধারণ শেয়ারিং ভাইয়া আপু ❤️❤️❤️❤️
Bhai🌹❤ ekbar mocca modina jan
আপনি আমাদের আগরতলা শহরে এসেছেন খুব ভালো কেমন লাগল আপনার ভিডিও দেখি ভালো লাগে
এখনও আখাউড়া স্টেশন থেকে চেকপোস্ট ভাড়া ১০০ টাকাই ভাই।
অটোচালক আপনাকে চুনা লাগাইছে 😊
অটোতে ৮০ টাকা নেয়
কলকাতার জাদুঘর ও হাওড়া ব্রিজ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করুন,, আপনাদের যাত্রা সফল হোক। সুন্দর ভিডিও আপলোড করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন 💖💖💖
How Are You ***A Little Princess Melina*** onek boro hoye gese onek choto thake dekhsi melina ke
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার শুভকামনা করছি, এবং দোয়া করি আপনার যাএা সুন্দর সুখ ময় হোক সেই কামনাই করি। বধাতা ই সব কিছু র মালিক, তিনি যেন সকলের শান্তি ও ভালো রাখেন।
Tripura tourism plz visit 🇮🇳
ভাইয়া প্রায় ৩ বছর পর আপনাদের মাধ্যমে নিজের এলাকা টা দেখলাম,,, অনেক ভালো লাগল,,, আমাদের এলাকায় আসলেন কিন্তু দেখা করতে পারলাম না,, আবার আসবেন ভাইয়া,, 🥀
কেভিন ক্রু দের বেঁচা বিক্রি বন্ধ হওয়ার আগেই 🤣🤣 এটা কি বললেন ভাই, আসলেই ফানি ছিলো🤣
আমার কর্মস্থল ও প্রিয় স্টেশন থেকে যাএা দেখে ভালো লাগলো
অনেক অনেক ধন্যবাদ
আপনার প্রথম আগরতলার ভিডিও টা দেখার পরে আমিও এইভাবে কলকাতা গিয়েছি ভালোই۔۔۔۔টাকা ও কম লাগে যেতে
ট্যাক্সি গুলা ভারতের ঐতিহ্যবাহী । কিন্তু এই বর্তমানে ট্যাক্সি গুলোর ভাড়া এত বেশি চায় এনারা । যার কারণে এই ট্যাক্সি গুলোকে সবাই এড়িয়ে চলে । স্বাভাবিক ভাবে এই ট্যাক্সি গুলোর মালিকপক্ষই এই ট্যাক্সি গুলো বিলুপ্তের পথে নিয়ে যাচ্ছে । 🙂
ঐতিহ্যবাহী জিনিসের দাম একটু বেশিই হয়
@@swagatbanik4273 সহমত
@@swagatbanik4273 তাই জন্য বিলুপ্ত হয়ে যায়
@@jannatunferdos3539 শুধু ভাড়ার জন্য নয় বিলুপ্তির অনেক কারন আছে।
ভাইয়া আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে, আপনি ট্রাভেল করার সময় প্রতি টা জিনিষ ভালো ভাবে তুলে ধরেন এতে অনেকের উপকার হয়। আপনাদের জন্য শুভ কামনা রইলো ❤️❤️💐❤️
Thank you
আমাদের এলাকা নাঙ্গলকোট😊🥰
Khub bhalo laglo,train journey , tomtom journey , agartola biman bondor, biman journey,,,Wet for next blog, Thanks bd travels family.
Dada Agartala Ashlen age jadi update ta diye diten
আমি বহু বার গিয়েছি জিয়াউল ভাই এই পথে আগরতলা থেকে কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি কাশ্মীর
আমার বাড়ি আগরতলা বিমানবন্দরের কাছে আপনি যদি কোনো অসুবিধায় পরেন আমাকে বলবেন দাদার
ছোট্ট সোনামণি মেলিনার একটা স্নেহাশিস লাইক দিলাম ভাইয়া
অনেক ভালো লাগলো
আপনার ব্লগ একটা অন্য অনুভূতি যেটা শুধুমাত্র
কাকা আপনি কোলকাতার কোথায় আছেন
আমি ইকো পার্কের পাশেই থাকি❤❤❤
Love from kolkata
Ok deep
@@md.basheerhussain9281 কাকা Good night 🛌🛌🛌🛌🛌
@@deephalder993 👍😀
@@md.basheerhussain9281 Good night
অনেক দিন পর আবার সুন্দর পারিবারিক ভ্রমণ ভিডিও দেখছি। সবাইকে শুভেচ্ছা।
Enjoying your vlog after long time my fav couple 💞❤️
হায়! হায়! আখাউড়া এসে গেলেন অথচ আমরা জনিনা! আসার সময় কসবা ষ্টেশান নেমে, আমাদের বাসায় আসেন ভাইয়া, আপনাদের দাওয়াত রইল, আসলে অনেক খুশি হব।
Welcome to Kolkata Dada!
আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আমি আপনার এই ভিডিওতে সর্বপ্রথম লাইক করছি এবং কমেন্ট করলাম আপনাদের সবাইকে অশেষ শুভকামনা রইল এবং ধন্যবাদ আল্লাহ হাফেজ,,,|
ভাই টাকার বিপরীতে রুপির দাম তেমন বেশি না তাহলে ঢাকা থেকে কলকাতার বিমান ভাড়া এতটা বেশি হওয়ার কারণ কি?
Masallah,, মেলিনা তো বড় হয়ে গেছে,,🥰🥰
আগরতলা এয়ারপোর্ট টা তো অনেক আধুনিক। আমাদের থার্ড টার্মিনাল এর ধারেকাছেও নেই
Very nice presentation 👍👍. Want more videos on your latest India tour. Best compliments....from Kolkata 🇮🇳
আসলে আগরতলা থেকে কলকাতার ভিডিও এখনো কেউ দে নাই।✌️
Cute baby 👶 💓 💗 God bless you 💖 From West Bengal INDIA 🇮🇳
10:58 sopner dokan ❤️ . Bangladesh a je kobe hobe
আমার ভাষা নাঙ্গলকোটে !
আমি আর কিছুদিন আগে আখাউরা গেছি এইখানে অন্য জায়গা থেকে ও অতিরিক্ত ভারা বেশি !