৪৫ টনের ক্রেন মুছে দিল একটি পরিবারের হাসি | Uttara Girder Fall | Dhaka News| Somoy TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 459

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 2 ปีที่แล้ว +62

    অবহেলায় নিলো একটি পুরো পরিবার,, শোকের মাস এ এই পরিবারের সারা জীবন এর জন্যে কান্না হয়ে থাকবে।।।

  • @minhazulislam9818
    @minhazulislam9818 2 ปีที่แล้ว +80

    মৃত্যুর কোনো সময় অসময় নেই এসব মৃত্যু গুলো পরিবারের জন্য মেনে নেওয়া অনেক অনেক কঠিন। তারপরও হে আল্লাহ এই পরিবারের বাকি সদস্যদের শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন । আমিন

  • @CarbonmonoxideCO
    @CarbonmonoxideCO 2 ปีที่แล้ว +183

    এ দেশে আমাদের জীবন কতটা অরক্ষিত সেটা আবারও প্রমাণ হলো,আল্লাহ মৃত সবাইকে জান্নাত নসিব করুন😭😭😭

    • @md.abdulkayum8684
      @md.abdulkayum8684 2 ปีที่แล้ว

      Vai Accident sob deshei hoi. ar 100% jibon er niscoyota kono desh ei nai. Ha eta bolte paren je onno desh er tulonai amader desh e oniom besi.

    • @CarbonmonoxideCO
      @CarbonmonoxideCO 2 ปีที่แล้ว

      @@md.abdulkayum8684 কেউই কারো কাছে ১০০% জীবনের নিরাপত্তা চায়না সেটা কেউ দিতে পারবেও না,কিন্তু যেখানে বাস করি সেখানে আমার জীবনের সুরক্ষা আমি অবশ্যই চাইবো।আমি চাইবো না ম্যানহোলে পড়ে আমার লাশ সাগরে ভেসে উঠুক, কিংবা এভাবে ক্রেন পড়ে আমি মরহুম হয়ে যাই,রাস্তার দেয়াল ভেঙে তার নিছে চ্যাপ্টা হয়ে যাই,নয়তো গ্যাসের আগুনে পুড়ে কাবাব বনে যাই,কোনো কিছু না করেও রিকশা কিংবা বাসে বসেও আমিই লাশ হবো,লঞ্চ কিংবা ফেরিতে আমাকে গ্রাস করবে সেই অনিয়মের মৃত্যু ।দূর্ঘটনা সব দেশেই হয় কিন্তু কোন দেশেই এত সস্তা মৃত্যু নেই।

    • @akashbanichannel
      @akashbanichannel 2 ปีที่แล้ว

      🤲🤲🤲আমিন ইয়া রব্বাল আলামিন।

    • @বিনোদনপাই
      @বিনোদনপাই 2 ปีที่แล้ว

      Amin

    • @mdporsh-ur5li
      @mdporsh-ur5li 2 ปีที่แล้ว

      @@akashbanichannel llllllllllllllllllll

  • @nayoksab
    @nayoksab 2 ปีที่แล้ว +90

    নিজের ভাষা হারিয়ে ফেলেছি, এসকল খবর দেখতে শুনলে গা সিউরে উঠে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত কর। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন - আমিন

  • @bdfarjanaritu393
    @bdfarjanaritu393 2 ปีที่แล้ว +50

    আল্লাহ সবাইকে জান্নাত নসীব করুন আমিন

  • @tahminarana8622
    @tahminarana8622 2 ปีที่แล้ว +20

    মৃত্যু হচ্ছে না চাওয়া এক অপ্রিয় উপহার🥀 আল্লাহ্ যেনো নিহতদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দেন আমিন।❤️

  • @mdraselkhan3040
    @mdraselkhan3040 2 ปีที่แล้ว

    হে আল্লাহ.. এমন মর্মান্তিক মৃত্যু যেন কারো না হয়

  • @azizulhaque5097
    @azizulhaque5097 2 ปีที่แล้ว +3

    আজকের এই দূর্ঘটনা কতটা বেদনাদায়ক , হৃদয় ভেংগে গেছে ॥ আল্লাহ উনাদের মাফ করে দিয়ে জান্নাত বাসি করুন , আমিন ॥

  • @hrmunna1491
    @hrmunna1491 2 ปีที่แล้ว +24

    এমন এক দেশে বাস করি যেখানে জীবনের কোনো নিরাপত্তা নেই।অবহেলার জন্য কতগুলো প্রাণ চলে গেল😠

  • @একতারসাথে
    @একতারসাথে 2 ปีที่แล้ว

    মৃত্যু অনিবার্য সকল প্রানী কে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে হে আল্লাহ সবাইকে জান্নাত বাসী করেন আমিন 😢😢🤲

  • @SimonsUniverse
    @SimonsUniverse 2 ปีที่แล้ว +1

    শিক্ষিকার মৃত্যুর খবর শুনে গতকাল সারাদিন খুব মন খারাপ ছিল
    আর আজ এই শোকের দিনে আরেকটা শোক সংবাদ

  • @sumonmiasumon6868
    @sumonmiasumon6868 2 ปีที่แล้ว +3

    আল্লাহ জানিনা কার মৃত্যু কি ভাবে লিখে রাখছো।তুমি তাদের জান্নাত দান করিয়ো,

  • @soumyabhattacharya489
    @soumyabhattacharya489 2 ปีที่แล้ว

    ঈশ্বর এঁদের পরিবারকে এই চরম আঘাত কাটিয়ে ওঠার মত মানসিক শক্তি দিন । খুব মর্মান্তিক !

  • @nimasworld7835
    @nimasworld7835 2 ปีที่แล้ว +2

    এমন মৃত্যু কাওকে না দিক। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমীন।

  • @MehediHasan-kf4ip
    @MehediHasan-kf4ip 2 ปีที่แล้ว +3

    খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা। মহান আল্লাহ তায়া’লা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।

  • @parvesahmmed1248
    @parvesahmmed1248 2 ปีที่แล้ว +9

    এখন দেখবেন কত গুরুত্ব দিবে তবে আফসোস সময়ে গুরুত্ব দিলে হয়তো আমাদের এই মর্মান্তিক খবর শুনতে হতোনা 💔💔💔আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

    • @WalterDmllo
      @WalterDmllo 2 ปีที่แล้ว

      *দেখবেন

  • @mdheleluddin7143
    @mdheleluddin7143 2 ปีที่แล้ว +1

    আল্লাহ যারা মারা গেছেন ওদের জান্নাত নসীব করুক। যারা অসুস্থ তাদের সুস্থ করে দিন। আমিন 🤲🤲🤲

  • @AbdulKarim-S553
    @AbdulKarim-S553 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনি সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

  • @abuzihad5890
    @abuzihad5890 2 ปีที่แล้ว +32

    কোনো মালামাল লিফটিং করা হলে তার আশেপাশের রাস্তা বন্ধ করে নিতে হয়।গাড়ি চলা দুরের কথা একটা লোকও তার আশপাশ দিয়ে যেতে দেয়া হবে।গাড়ির উপর গার্ডার পরছে এর মানে কতটা অনিরাপদ ভাবে কাজ করছে।

  • @mdkhanjewel2301
    @mdkhanjewel2301 2 ปีที่แล้ว

    আল্লাহ্ সবাইকে এইসব মর্মান্তিক দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজাত করুন। আমিন।
    মৃত্যুদের জান্নাত দান করুন এবং পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।

  • @atittit6599
    @atittit6599 2 ปีที่แล้ว

    দায়িত্ব অবহেলার অনন্য নজির এখানে দেখা গেল।আল্লাহ এই মৃত ব্যক্তিদের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন

  • @saifurrahman9008
    @saifurrahman9008 2 ปีที่แล้ว +1

    আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে আর এই বাংলাদেশের মানুষকে প্রশ্ন করলাম যে এর দায়ভার কে নিবে

  • @GuddurAmmurKitchen
    @GuddurAmmurKitchen 2 ปีที่แล้ว

    Allah Sobai k Hefajot Korun. Valo rakhun amader desh ebong desher manus k.

  • @mrahman1338
    @mrahman1338 2 ปีที่แล้ว +6

    হেভি ক্রেন যখন কোন কিছু লিফটিং করে তখন এর আসেপাশে সাধারণ মানুষের চলাচল করা কখনোই উচিৎ না, সেখানে একমাত্র প্রজেক্টের কর্মচারিরাই সাবধানের সাথে চলবে সেটাই নিয়ম। তাছাড়া প্রজেক্টের কাজের এলাকা বাউন্ডারি দিয়ে বেরিকেড দেওয়ার নিয়ম। আমি নিজে দেখেছি মিরপুরে মেট্রোরেলের কাজে হেভি লিফটের মুভমেন্টের সময় আশেপাশে কাহাকেও ঘষতেও দেয় না। আর এই বিআরটি প্রজেক্টে প্রতিবারেই অবহেলা করে যাচ্ছে।

  • @rubelislamrauf6495
    @rubelislamrauf6495 2 ปีที่แล้ว +4

    মর্মাহত, বেদনাদায়ক নিউজ, সৃষ্টিকর্তা মৃতদের কে জান্নাত নসিব করুক,আমিন। কথা বলার উপর কোর্স করা দরকার রিপোর্টার কে।

  • @Atv2489
    @Atv2489 2 ปีที่แล้ว +8

    ওখানে যারা এই কর্মকান্ডের সাথে জড়িত ছিল সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

    • @mybangladesh3181
      @mybangladesh3181 2 ปีที่แล้ว

      এটা ধামাচাপা দিতে, নতুন অন্য কোনো ঘটনা ঘটানো হবে।

  • @palashdhar6354
    @palashdhar6354 2 ปีที่แล้ว

    এটাই আমাদের সোনার বাংলা। যেখানে সব জায়গায় দূনিতী

  • @alaminkahn4526
    @alaminkahn4526 2 ปีที่แล้ว

    আল্লাহ তুমি সকলকে জান্নাত নসিব করুন আমিন

  • @abedali2539
    @abedali2539 2 ปีที่แล้ว

    হে আল্লাহ আপনি তাদের সবাইকে জান্নাত দান করুন আমিন

  • @mhrbhuiyanshaheen5994
    @mhrbhuiyanshaheen5994 2 ปีที่แล้ว +20

    ক্রেন থেকে গাড়ির ওপর গার্ডার পড়েছে আর অপদার্থ রিপোর্টার বলতেছে গাড়ির ওপর ক্রেন পড়ছে 😏😏😏😔😔😔

    • @bindasjihad497
      @bindasjihad497 2 ปีที่แล้ว

      Vaiya Amra Emon Desh e Bosobash Kori Kaw Ke Bolte Nijer Kasei Lojja lage😭

  • @mdbayjid3135
    @mdbayjid3135 2 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমি সবাইকে মাফ করে দেন আমীন

  • @abcknowledge37
    @abcknowledge37 2 ปีที่แล้ว +1

    খুবই হৃদয়বিদারক 😔😔

  • @JAHIDHASAN-mm1pt
    @JAHIDHASAN-mm1pt 2 ปีที่แล้ว +1

    আল্লাহ কার মৃত‍্যু কোথায় রাখছে কেউ জানে না আল্লাহ তাদেরকে জান্নাত নসীব করিও।আর আমাদের সবাইকে ঈমানী মরণদিও মাবুদ আমিন

  • @sufiancontents4121
    @sufiancontents4121 2 ปีที่แล้ว +12

    এ দেশে বেঁচে থাকাটাই আশ্চর্যের!

  • @atikurrahmanmishu2296
    @atikurrahmanmishu2296 2 ปีที่แล้ว

    সবাইকে জান্নাতুল ফেরদৌসের নসিব করো আল্লাহ

  • @mariatinni7219
    @mariatinni7219 2 ปีที่แล้ว

    খুব ই মর্মান্তিক😭😭😭

  • @mdopu6510
    @mdopu6510 2 ปีที่แล้ว

    প্রতিটি চরিত্রের সুর বদলাবে,
    শুধু নিজের পকেটের ওজন বাড়াতে পারলে!🖤

  • @zakirhussain2833
    @zakirhussain2833 2 ปีที่แล้ว +3

    আল্লাহ্‌ আপনি আমাদের সবাই কে হেফাজত করুন নিহত সবাই কে জান্নাতউল ফেরদৌস দান করুন

  • @mamundesivlog
    @mamundesivlog 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনি এই পরিবারের যে কয়জন মারা গেছেন তাদেরকে বেহেস্তবাসী করুন আমীন

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 ปีที่แล้ว +3

    আমরা গভীরভাবে শোকাহত !!!
    আমরা মর্মাহত !!!
    কোনো পরিবারকে যেন এভাবে, প্রিয়জন হারানোর বেদনা বহন করতে না হয় !!!

  • @mdremon726
    @mdremon726 2 ปีที่แล้ว

    আললাহ সবাইকে বেহেশত নসিব করুক আমিন।

  • @shakhawat55
    @shakhawat55 2 ปีที่แล้ว

    এমন এক জান্নাতে আমরা আছি যেখানে জীবনের কোন নিরাপত্তা নাই

  • @CommentBuzz
    @CommentBuzz 2 ปีที่แล้ว

    আহ, কার কখন মৃত্যু হয় কেউ জানে না, আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন 🥰

  • @alaminkahn4526
    @alaminkahn4526 2 ปีที่แล้ว

    হাসি খুশি জীবনটা এক মুহূর্তেই শেষ

  • @imrandipu4
    @imrandipu4 2 ปีที่แล้ว

    Aj k j Ata soraty parsy tar jonno Dhonnobad..

  • @sohorcity4804
    @sohorcity4804 2 ปีที่แล้ว +4

    আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন সাথে সাথে যারা নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এ কাজের মধ্যে জড়িত সরকারসহ সবাইকে যেন কঠিন হাশরের ময়দানে যেন কঠিন জবাবদিহি করতে হয়

  • @tamimmd8297
    @tamimmd8297 2 ปีที่แล้ว

    আল্লাহ সবাইকে মাফকরে দিন আমিন

  • @abrarsamrat7127
    @abrarsamrat7127 2 ปีที่แล้ว

    Ya Allah ai 5 jonke shohid hisabe kobul koruk nd taderk jannatul firdous Dan koren

  • @adnanrahman8204
    @adnanrahman8204 2 ปีที่แล้ว

    Allah Maf koruk
    .... Noya Issue onek kisu dhaka porbe

  • @RabiulIslam-ds8rl
    @RabiulIslam-ds8rl 2 ปีที่แล้ว

    আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক

  • @muktamoni7812
    @muktamoni7812 2 ปีที่แล้ว +2

    আল্লাহ মানুষের হেদায়েত দান করুক

  • @nayeemvhi2103
    @nayeemvhi2103 2 ปีที่แล้ว +10

    গাফিলতির জন্য জরিমানা ও শাস্তি পেতে হবে

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 2 ปีที่แล้ว

    আল্লাহ ছাড়া বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে এমন কেউ নেই। আসুন আমর মুসলিম ভাই ও বোনেরা সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।

  • @khadijaakterchannel1031
    @khadijaakterchannel1031 2 ปีที่แล้ว

    আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল

  • @mohammadtamimaftab4333
    @mohammadtamimaftab4333 2 ปีที่แล้ว +2

    আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক

  • @abid_uday
    @abid_uday 2 ปีที่แล้ว +7

    কম্পানি মালিককে রেখে ওর পরিবারের বাকি সদস্যদের সাথে একি ঘটনা ঘটানো হলে বোঝতে পারতো স্বজন হারানোর যন্ত্রনা😭😭কতৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।।

    • @ahmadhoissanemad2577
      @ahmadhoissanemad2577 2 ปีที่แล้ว

      Sasti cai

    • @nasrinjahan9301
      @nasrinjahan9301 2 ปีที่แล้ว

      সরকারি কাজ এটার কোনো আলাদা কোম্পানি নেই গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এর কাজ সম্প্রসারণ করা হচ্ছে ।।

    • @abid_uday
      @abid_uday 2 ปีที่แล้ว

      @@nasrinjahan9301 তাহলে যে ঠিকাদার এই কাজটি করাচ্ছিলো কিংবা যে সরকারি প্রতিষ্ঠান এই কাজটি করছিলো তার দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের বিচার হোক।।
      আর পরিবার যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।।

  • @MdRana-jv8tz
    @MdRana-jv8tz 2 ปีที่แล้ว

    Vai ata jodi shek hachenar mathei porto ami khusi hoitam....onnek onnek...

  • @monnisharif7387
    @monnisharif7387 2 ปีที่แล้ว +2

    আল্লাহ সবাইকে মাফ করোক আমিন

  • @Nila718
    @Nila718 2 ปีที่แล้ว

    আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না।কোন ভাষা নেই বলার মত

  • @dinaislam3183
    @dinaislam3183 2 ปีที่แล้ว

    এই মূহুর্তে পরিবারের সবাইকে ক্ষতি পুরোন দেওয়া হোক।

  • @sumonmia1602
    @sumonmia1602 2 ปีที่แล้ว

    মূত সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন, অন্য একটি টিভি চ্যানেলে দেখলাম ৮০ টনের ক্রেন এখানে দেখি ৪৫ টন

  • @tanvirshuvo7964
    @tanvirshuvo7964 2 ปีที่แล้ว

    বেহেশত! আল্লাহ সবাই কে হেফাজত করুন আমিন

  • @selinaakter4963
    @selinaakter4963 2 ปีที่แล้ว

    আল্লাহ-ই একমাত্র জানেন কার মৃত্যু কখন কোথায় হবে।

  • @raselmia7150
    @raselmia7150 2 ปีที่แล้ว +1

    নিমিষেই শেষ একটি পরিবার। এটা কোন দেশ না যেন জাহান্নাম।

  • @Md-wo2rk
    @Md-wo2rk 2 ปีที่แล้ว +2

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

  • @sinthyanan3466
    @sinthyanan3466 2 ปีที่แล้ว +16

    হাসিনা আফা শোক প্রকাশ না করে অন্য কোনো ব্যবস্থা করেন।তাহলে দেশ এর মানুষ উপকৃত হবে।আপনার শোক প্রকাশ দিয়ে নিহত পরিবার এর কিছু যাবে আসবে না।আল্লাহ তুমি সকলকে হেফাজত করো।

    • @klimran957
      @klimran957 2 ปีที่แล้ว

      😞😞😞😞😞

  • @mdfaridulislamsumon9384
    @mdfaridulislamsumon9384 2 ปีที่แล้ว +2

    ৪৫ টোন ক্রেন না ভাই ৪৫ টোন গার্ডার 😭😭😭

  • @AbuSayed-sp2ws
    @AbuSayed-sp2ws 2 ปีที่แล้ว

    হে আল্লাহ এটা তোমার বান্দার সাথে কেমন আচরণ

  • @md.parvez5112
    @md.parvez5112 2 ปีที่แล้ว

    সাবাস বাংলাদেশ 😔😭

  • @mdriaz-ko4xw
    @mdriaz-ko4xw 2 ปีที่แล้ว

    তখন উচিত ছিলো গাড়ী চলাচল বন্ধ রাখা কিন্তু তারা সেইটা না করার কারণে একটি পরিবারের নির্মম মৃত্যুর স্বাক্ষী হতে হলো।
    মহান আল্লাহ যেন মৃত্যু বরণকারী সকলকে জান্নাতুল ফেরদৌসের মকাম দান করেন

  • @srijonsiam7295
    @srijonsiam7295 2 ปีที่แล้ว +4

    আনেক খারাপ লাগছে😭😭😭😭😭

    • @rawhsn
      @rawhsn 2 ปีที่แล้ว

      thats not how u supposed to use this emoji💀

  • @mdriyagulislam9481
    @mdriyagulislam9481 2 ปีที่แล้ว

    দেশের এতো উন্নয়ন এই উন্নয়নের দায় বার কে নিবে !!!! "

  • @ilikeflower9912
    @ilikeflower9912 2 ปีที่แล้ว +1

    আমাদের দেশে অসতর্ক ভাবে কাজ করার মানুৃষিকতা দুর করতে কঠোর আইন করা প্রয়োজন

  • @fahimfaisalf
    @fahimfaisalf 2 ปีที่แล้ว

    আমি দেখে অসুস্থ হয়ে গিয়েছে

  • @monarulmia7590
    @monarulmia7590 2 ปีที่แล้ว

    মৃত্যু যার যেখানে সেখানে হবে এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পড়ে না

  • @ArmaanAhmed1502
    @ArmaanAhmed1502 2 ปีที่แล้ว

    আহা কি দুঃখজনক। 😔
    কেন এমন দুর্ঘটনা ঘটলো? রুট কজ কি সেটা জানা দরকার। আর যেনো এমন ভাবে করো প্রাণ দিতে না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন।

  • @afjalhsen5915
    @afjalhsen5915 2 ปีที่แล้ว

    আল্লাহ এই দেশে জন্মগ্রহণ করে কি ভুল করলাম জীবন মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। রাস্তায় এমন কাজ করে নিরাপত্তা ছাড়াই ।এই পরিবার গুলোর এখন কি হবে।কেউ কি কখনো এই শূন্যতা পূরণ করতে পারবে😭😭

  • @al-aminremu1058
    @al-aminremu1058 2 ปีที่แล้ว

    এই দেশে আমাদের সাধারণ মানুষের জীবনের কোন মূল্য নাই 😰😰

  • @abdinar6668
    @abdinar6668 2 ปีที่แล้ว

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন

  • @hrmediabanglatv
    @hrmediabanglatv 2 ปีที่แล้ว

    আল্লাহ মাফ করো

  • @alsadi9527
    @alsadi9527 2 ปีที่แล้ว +1

    মুসলিম আর শিরক না করলে আল্লাহ জান্নাত নসিব করুন।। আমিন ❤️❤️❤️❤️

  • @mdmohammad5180
    @mdmohammad5180 2 ปีที่แล้ว +1

    ভার নিতে না পেরে ক্রেনের উল্টে যাবার বিষয়টা একটু অন্যভাবে ভেবে দেখুন
    আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আশেপাশে সব ধরনের গুরুত্বপূর্ণ পদে এরকম অনেকেই আছে যাদের সেই পদে থাকার ভার সামলানোর ক্ষমতা নেই, তারপরেও দিব্যি বসেই আছে, আর আমাদের পিষে মারছে 🤐

  • @mehedihasan-zi5zs
    @mehedihasan-zi5zs 2 ปีที่แล้ว

    Allah pak..sobaike rohomot korun

  • @mannansheikh4498
    @mannansheikh4498 2 ปีที่แล้ว +1

    যদি ঐ পরিবারের কেউ বেচে থাকে, তবে তাকে কমপক্ষে ৫০ কোটি টাকা জরিমানা আদায় করে দেওয়া উচিত প্রজেক্টের নিকট থেকে

  • @eyegsathiyegc4911
    @eyegsathiyegc4911 2 ปีที่แล้ว

    এখন আর যান চলাচল বন্ধ করে লাভ কি আগেই এই নিয়ম পালন করে নাই যদি সবকিছু মেইনটেইন করতো তাহলে আজকে এই অবুঝ শিশু আর এই পরিবারের সকের ছায়া পরত না অঝরে ঝরে গেল এতো গুলো প্রান আল্লাহ আপনি সবাইকে বেহেশত নসিব দান করুন আমিন

  • @mdrabbani7089
    @mdrabbani7089 2 ปีที่แล้ว

    সবাই মহান সৃষ্টি করতা কে ভয় করুন, সুশিক্ষিত হয়ে অসহায় নিরহ মানুষদের সাহায্য এগিয়ে আসুন, মানবিকরা মহা ধর্মিক,

  • @mamunshek8623
    @mamunshek8623 2 ปีที่แล้ว

    ইয়া রাহমানির রাহিম আপনি সবাইকে সঠিক পথে জীবন পরিচালনার তৌফিক দান করুন।

  • @sandeepbhattacharjeee8995
    @sandeepbhattacharjeee8995 2 ปีที่แล้ว +1

    RIP 🙏 May God bless them 🙏❤️

  • @mdintaz9831
    @mdintaz9831 2 ปีที่แล้ว

    সব টেলিভিশন সংবাদিক ভাই ও বোনেরা সবাই মিলে এই সংবাদ টাকে তুলে ধরবেন একটা পরিবারই শেষ আর কি আছে পরিবারের জে সদ‍্যস আবসিষট্ আছে তার হাতে খতি পূরণ আদায় করে দেবেন আমার অনুরোধ

  • @mamanik4035
    @mamanik4035 2 ปีที่แล้ว

    Valueless life us😥😥😥😥

  • @taekooker3083
    @taekooker3083 2 ปีที่แล้ว

    ভাইয়া আরেকটু দ্রুত কথা বলা যায়না 🙁

  • @rffarjana5229
    @rffarjana5229 2 ปีที่แล้ว

    Amin allah rabbur alamin

  • @md.arifulislamshahed6157
    @md.arifulislamshahed6157 2 ปีที่แล้ว

    এটা একটা উছিলাম মাত্র। তাদের হায়াত এবং রিজিক হয়তোবা এই পর্যন্তই ছিল। ইয়া রাব্বুল আলামিন আপনি দয়া করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো করুন।

  • @bigsquadshorts2629
    @bigsquadshorts2629 2 ปีที่แล้ว +13

    খারাপ লাগলো 😔😔😔

  • @sabbirhossen7773
    @sabbirhossen7773 2 ปีที่แล้ว

    সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন এবং সবাই সাবধানে গাড়ি চালাবো

  • @Vengeance_03
    @Vengeance_03 2 ปีที่แล้ว

    ইন্নালল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😢

  • @MB-jt8ny
    @MB-jt8ny 2 ปีที่แล้ว +2

    এভাবে রাস্তা অরক্ষিত রাখা কোনো সভ্য সমাজের কাজ হতে পারেনা। এদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ আদায় করা অপরিহার্য।

  • @mayamaya2527
    @mayamaya2527 2 ปีที่แล้ว

    যদি এই সময় রাস্তার ঘারি চলাচল বন্ধ করে দিতো তাহলে আজ এই দিন দেখতে হতো না

  • @abidmohiuddin1851
    @abidmohiuddin1851 2 ปีที่แล้ว

    এদেশে এটা কোন ব্যাপারই না. আমরা সাধারণ জনগন আছি তো শুধুমাত্র অন্যের ভুলের খেসারত হিসেবে রাস্তা-ঘাটে মরার জন্য.... উন্নয়ন এগিয়ে নিয়ে যান. আমরা মরতে প্রস্তুত আছি সব সময়...

  • @shakilaakter136
    @shakilaakter136 2 ปีที่แล้ว

    Vison kosto hocche... 🥺🥺🥺