টিকিটের জন্য কমলাপুরে উপচে পড়া ভিড়; মিলছে না অনলাইনে | Train Ticket

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2022
  • সহজ ডটকমে রেলের টিকিট বিক্রি সহজ করার দায়িত্ব নিয়ে উল্টো কঠিন করে তুলেছে।সার্ভার জটিলতায় অনেকেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারছেন না। ফলে কাউন্টারে মানুষের উপচে পড়া ভিড়। সেখানেও স্বস্তি নেই, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও টিকিট মিলেনি অনেকের। আগাম টিকিট বিক্রির আগেই কমলাপুর ঢল নামে। কেউ আসে মধ্যরাতে কেউবা ভোরে।
    Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Television on
    TH-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv
    #JamunaTV #Jamuna_Television #Jamuna_News

ความคิดเห็น • 206

  • @alaminsaut9943
    @alaminsaut9943 2 ปีที่แล้ว +29

    এই লাইন দেখে মনে হচ্ছে জনগণ বিনা পয়সায় টেনে চলবে

    • @Wnttt
      @Wnttt 2 ปีที่แล้ว +1

      টিকিট পেতে কোন দুর্নীতি নয় এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণ।
      আরো বাচ্চা নেও বেশি বেশি।

  • @mdrakibislam2855
    @mdrakibislam2855 2 ปีที่แล้ว +7

    ধন্যবাদ আপনাকে এরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ পরিচালনা করার জন্য..

  • @mibrahimrnd
    @mibrahimrnd 2 ปีที่แล้ว +13

    সার্ভার ডাউন না হইলে হারাম খাবে কেমনে,

  • @ahsansakil1750
    @ahsansakil1750 2 ปีที่แล้ว +22

    আজকের দিনেও ৫ ঘন্টা অপেক্ষা করতে হয় একটা ট্রেনের টিকিটের জন্য। খুবই হতাশাজনক।

    • @zamanahmed9571
      @zamanahmed9571 2 ปีที่แล้ว

      আরে ভাই এটা ডিজিটাল বাংলাদেশের সুফলভোগ করতেছে

    • @Wnttt
      @Wnttt 2 ปีที่แล้ว +1

      টিকিট পেতে কোন দুর্নীতি নয় এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণ।
      আরো বাচ্চা নেও বেশি বেশি।

  • @kamruzzamanbd2236
    @kamruzzamanbd2236 2 ปีที่แล้ว +10

    এটার নামই কি ডিজিটাল বাংলাদেশ??এটা খুবই দুঃখজনক বিষয়। সামান্য টিকিটের কারণেই এই লাইন?? এবং এত অপেক্ষা!! এর অবসান কবে??

    • @ahsansakil1750
      @ahsansakil1750 2 ปีที่แล้ว

      ঢাকা শহরে কত মানুষ বসবাস করে? তারমধ্যে কত পার্সেন্ট ঈদে গ্রামে যায়? আমি জানি না কত পার্সেন্ট, তবে আমি তো ঢাকাতেই থাকি, তাই ঈদের কয়েকদিন ঢাকার অতি ব্যস্থ পথেও চাইলে ক্রিকেট খেলা সম্ভব, এটা নিজের চোখেই দেখি।
      আর সারাবছর? একটা জ্যাম নয়, সিগন্যাল পরলেও সেখানে একটা এম্বুল্যান্স আটকে পরলে তা বের করা অসম্ভব।
      তার মানে কত বড় সংখ্যক মানুষ মাত্র ২/৩ কি ৪ দিনে একসাথে ঢাকা থেকে বের হয়! এটা স্বাভাবিক, মানুষ প্রিয়জনদের সাথে খুশি ভাগ করতে যত কষ্টই হোক তাদের কাছে যাবে। তাই এই ভোগান্তি প্রতি বছর আমাদের দেখতে হবে। মাত্র ৫০ বছর হয়েছে আপনার আমার দেশের বয়স। এরমধ্যে অসৎ সঙ্গে কিছু সময় পার করেছে। তাই কিছু তো সময় লাগবেই।
      হ্যা এটা দুঃখজনক, যে এই প্রযুক্তির যুগেও অনলাইনে টিকিট কাটার কাজ পারফেক্ট হয়নি। এতেও আমাদেরই ভাই বা মামা, চাচাদের হাত আছে।
      পরিবর্তন এতো সস্তা না ভাই। বিশেষ করে যখন তা পুরো একটা জাতির প্রশ্নে।
      পরিবর্তনের জন্য ত্যাগ প্রয়োজন। আমাদের মধ্যে কয়জন ত্যাগ করতে প্রস্তুত?

  • @pathofjannat
    @pathofjannat 2 ปีที่แล้ว +1

    < হালাল পথে সম্পদ উপার্জনের ১০ টি কোরআন ভিত্তিক উপায় ভিডিও.

  • @rifathossen8315
    @rifathossen8315 2 ปีที่แล้ว +5

    ধন্যবাদ যমুনা টিভিকে বিষয়টা তুলে ধরার জন্য।

  • @mdmijanurrahman3031
    @mdmijanurrahman3031 2 ปีที่แล้ว +2

    আগের cns ভাল ছিল। সহজে তো টিকেটেই কাটতে পারলাম না।

  • @mohaiminulhasankhan
    @mohaiminulhasankhan 2 ปีที่แล้ว +7

    টিকিট মোবারক।

  • @oppophone4588
    @oppophone4588 2 ปีที่แล้ว +11

    সিসিসি এই আমাদের ডিজিটাল বাংলাদেশ একটা টিকেটের জন্য মানুষ কত লাইন ধরে খারাপ হয় মানুষ কোথায় যাবে এইনি পরিস্থিতি দেশের আর নাকি দেশগুলো অনেক উন্নত অন্য তাহলে ভালো আলহামদুলিল্লাহ আমাদের দেশ উন্নত হবে খুশিতে থাকব দুর্নীতিবাজদের রক্ষকের রক্ষকই ভক্ষক হয় এইসব লোকের হেদায়াতের করা আইনের আশ্রয়ে আনা অতি শিগগিরই এটাই আমাদের কামনা

  • @saikat.cox.6425
    @saikat.cox.6425 2 ปีที่แล้ว +4

    রেলের এটা অনেক পুরাতন দুর্নীতি স্বাভাবিক সময়েও কাউন্টারে টিকেট পাওয়া যায় না

  • @MuslimVoiceMedia
    @MuslimVoiceMedia 2 ปีที่แล้ว +2

    "যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে নি‘য়ামাতে ভরা জান্নাত।"
    সূরা লুকমান : ৮

  • @suraiyaislameithe5360
    @suraiyaislameithe5360 2 ปีที่แล้ว +2

    আসলেই টিকিট নিয়ে অনেক দুর্গতি। অনলাইনে 8টা 4 মিনিটে টিকিট কেটেছি চার-পাঁচদিন ফলো করার পর বুঝতে পারলাম অনলাইনে ব্যাপারটা কি ঘটে। ভোর ছয়টা থেকে লগইন করে রেখে দিয়েছিলাম। শুকর আল্লাহর এখন যেন নিরাপদে সহিসালামতে বাড়িতে ফিরতে পারি।

    • @Wnttt
      @Wnttt 2 ปีที่แล้ว

      টিকিট পেতে কোন দুর্নীতি নয় এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণ।
      আরো বাচ্চা নেও বেশি বেশি।

  • @privatevideo2419
    @privatevideo2419 2 ปีที่แล้ว +2

    ভেবেছিলাম ২৮ তারিখের টিকেটের জন্য ভিড় বেশি হবে। কিন্তু ২৬ তারিখের টিকেটর জন্য এতো ভিড় কিভাবে হলো...!!

  • @alaminkhan3242
    @alaminkhan3242 2 ปีที่แล้ว

    আজকের দিনেও ৫ ঘন্টা অপেক্ষা করতে হয় একটা ট্রেনের টিকিটের জন্য। এটাই আমাদের 2022 ডিজিটাল বাংলাদেশ।

  • @Uupoma3
    @Uupoma3 2 ปีที่แล้ว +2

    মাসুদ স্যার আপনাকে Unlimited ধন্যবাদ প্রতিদিন আমাদের নিরবিচ্ছিন্ন সার্ভিস দেয়ার জন্য, কি ঈদে কি অন্যান্য সময়ে☺️☺️

    • @Wnttt
      @Wnttt 2 ปีที่แล้ว

      টিকিট পেতে কোন দুর্নীতি নয় এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণ।
      আরো বাচ্চা নেও বেশি বেশি।

  • @solaimansnsolaiman1579
    @solaimansnsolaiman1579 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গাপুর থেকে এগিয়ে আছি

  • @shamimhossain5349
    @shamimhossain5349 2 ปีที่แล้ว +1

    তাও রেলমন্ত্রনালয় এর লস দেখানো লাগবে। এই আমাদের সোনার বাংলা। রেলের উন্নতি করবে কে যারা দায়িত্বে আছে বেশিভাগই দুর্নীতি গ্রস্হ।

  • @rajuahmad1364
    @rajuahmad1364 2 ปีที่แล้ว

    Thanks media

  • @exploreyourself1148
    @exploreyourself1148 2 ปีที่แล้ว

    সহজই আছে, নেট খারাপ হলে কাটা যায় না। তবে এখন কাল বাজার অনেক কম। আগে টিকিট কখনও পেতাম না।
    আলহামদুলিল্লাহ এখন একটু হলেও পাই।

  • @mptire
    @mptire 2 ปีที่แล้ว +2

    বাজেট হয় ১০ কোটি, engineer পাই ১০ হাজার। So engineer মটকামারা ওয়েবসাইট তৈরি করলে কাজ করবে কিভাবে।
    এই পৃথিবীর কিছু মানবজাতির চাইতে কুত্তা বিলাই অনেক ভালো।

  • @alltimewithagriculture5041
    @alltimewithagriculture5041 2 ปีที่แล้ว +1

    সামান্য টিকিট সংগ্রহে
    পিপড়ার দলের মতো মানুষ দেখে
    আমি স্তম্ভিত 😢
    কবে বাংলাদেশের উন্নতি হবে 🤨😢

  • @mgrahul639
    @mgrahul639 2 ปีที่แล้ว

    agei valocilo

  • @MDShofik-wh1es
    @MDShofik-wh1es 2 ปีที่แล้ว

    এতো উন্নত প্রযুক্তি আমাদের তারপরও এমন অবস্থা হয় তাহলে আমারা কোথায় যাবো ঈদের আগে সার্ভারে সমস্যা হয়না ঈদ আসলেই সার্ভারে সমস্যা আসলে সমস্যা হচ্ছে কিছু অসাধু মানুষ যারা এর ফায়দা লুটে ।।

  • @waztvbd2971
    @waztvbd2971 2 ปีที่แล้ว

    আল্লাহ সবাই কে হেদায়েত করুন

  • @fardousulhasanstudent58
    @fardousulhasanstudent58 2 ปีที่แล้ว

    গতকাল রাত 11 টা থেকে সকাল ৮টা পর্যন্ত লাইনে দাড়িয়ে ছিলাম। সকাল আটটার আগে কোন টিকিট দেওয়া হয়নি। এরপরে সিরিয়াল ছিল 1 থেকে 800 এর মত। এই ভোগান্তিতে মানুষের না করলেও পারত। সিস্টেম ব্যবস্থা পরিবর্তন করা উচিত।
    যদি এই ব্যবস্থাটা মোবাইল রিচার্জ এর মধ্যে কত দেওয়া হতো তাহলে সবাই যে কোন পয়েন্টে গিয়ে রিচার্জ এর মত করে টিকিট কেটে নিতে পারত।

  • @babudocumentary2835
    @babudocumentary2835 2 ปีที่แล้ว

    এক সমুদ্র ভালোবাসার পরেও যার থাকে অন্যের
    প্রতি ঝোঁক! সেই মানুষটা আমার না হোক!😊🥀

  • @SabbirHossain-bu9gp
    @SabbirHossain-bu9gp 2 ปีที่แล้ว

    যার NID তার টিকিট। এমন না হলে অনলাইন টিকিটের সুবিধা পাবে না সাধারণ মানুষ।

  • @souravsharmacharjee5913
    @souravsharmacharjee5913 2 ปีที่แล้ว

    ডিজিটাল বাংলাদেশের নমুনা।

  • @mahadehassanrifat7897
    @mahadehassanrifat7897 2 ปีที่แล้ว

    আর আমাদের বরিশালে কোন চিনতা নাই,লনচে ঘুমাই ঘুমাইয়া যাই🥰

  • @moshfiqurchowdhury3698
    @moshfiqurchowdhury3698 2 ปีที่แล้ว +1

    এ হচ্ছে বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার, এ জন্যই এত কিছুর পর আমরা সুখী। আলহামদুলিল্লাহ।

  • @mdhasanfakir8392
    @mdhasanfakir8392 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম শাওন আপু কেমন আছেন আপনি। আল্লাহ যেন যমুনা টেলিভিশনের সবাইকে ভালো রাখে আমিন।

  • @anwarhussain7879
    @anwarhussain7879 2 ปีที่แล้ว +1

    This thing happened every years government has no plans for making things better I think get tickets on the online website or get ticket from machine

  • @mahfuzsarkar3122
    @mahfuzsarkar3122 2 ปีที่แล้ว

    সবথেকে বড় কথা টিকিট কাউন্টারের লোকেরা অগ্রিম অনেক টিকিট কেটে রেখে দেয়,,, এবং সেই টিকিটগুলো বেশি দামে বিক্রি করে,,,

  • @SHAUKATAlltipsbangla
    @SHAUKATAlltipsbangla 2 ปีที่แล้ว +6

    দিন দিন ট্রেনের ভ্রমণ অবনতির দিকে যাচ্ছে 😡😡...তবে কি আগের সুশৃঙ্খল ফিরে আসবে না.???
    দায়িত্বহীনভাবে কাজ করছে..

    • @raselrana7846
      @raselrana7846 2 ปีที่แล้ว

      😃😃😃😃😃😃😃

    • @Wnttt
      @Wnttt 2 ปีที่แล้ว

      টিকিট পেতে কোন দুর্নীতি নয় এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণ।
      আরো বাচ্চা নেও বেশি বেশি।

    • @SHAUKATAlltipsbangla
      @SHAUKATAlltipsbangla 2 ปีที่แล้ว

      @@Wnttt 😳😳😃😃🤣

  • @tjamusic8440
    @tjamusic8440 2 ปีที่แล้ว +2

    আমি দীর্ঘ ৩ঘন্টা চেষ্টার পর অন্যরে সাহায্যে দুইটি টিকিট পেলাম

  • @mdhrr1363
    @mdhrr1363 2 ปีที่แล้ว

    সঠিক কথা।

  • @shyamalchakraborty1400
    @shyamalchakraborty1400 2 ปีที่แล้ว +1

    ট্রেনের সংখ্যা না বাড়াালে এ সমস্যার সমাধান কোনদিন সম্ভব হবার নয়।

  • @harunharry6004
    @harunharry6004 2 ปีที่แล้ว

    রাত চারটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের টিকিটের অপেক্ষা করার পরে বলে টিকিট নাই আমি যে লাইনে ছিলাম সে শুধু মাত্র ৬০ জন কে টিকিট দিছে তারপর বলে আর নাই তাহলে এত টিকিট কোথায় গেলো এত হয়রানি এজন্য কি আমরা স্বাধীন।

  • @user-db1is2vq1b
    @user-db1is2vq1b 2 ปีที่แล้ว

    আহারে বাংলাদেশ কতো কষ্টের জীবন,, কিছু চুরেরা বলবে এটা সিংগাপুর

  • @Mr_Kanon
    @Mr_Kanon 2 ปีที่แล้ว

    সজিব ওয়াজেদ জয় ভাই এর কথা মনে পরে গেলো। উনি কোথায় আছেন? কেমন আছেন??

  • @shihabkhan9114
    @shihabkhan9114 2 ปีที่แล้ว +1

    ঈদ মুবারক 🤭🙃

  • @shanfamilysentertainment5203
    @shanfamilysentertainment5203 2 ปีที่แล้ว +1

    আল্লাহ এত মানুষ

  • @simediaislam4007
    @simediaislam4007 2 ปีที่แล้ว

    সোনার বাংলার সোনার নিয়ম

  • @mahidul3d
    @mahidul3d 2 ปีที่แล้ว +1

    সার্ভার ওরাই ডাউন করে দিচ্ছে এটা ক্লিয়ার। সবখানেই সিন্ডিকেট

  • @niloyking5054
    @niloyking5054 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আগেই ২৩ তারিখের টিকিট কেটেছিলাম।

  • @MdRaju-xf3fu
    @MdRaju-xf3fu 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আমি অনলাইনে টিকিট কাটতে পেরেছি,
    কিন্তু টিকিট কাটতে সময় লাগছে 40 মিনিট,

  • @naturalviewwithmohiuddin5550
    @naturalviewwithmohiuddin5550 2 ปีที่แล้ว +1

    আর এদিকে ঘরে বসে 4 মিনিটে টিকেট কাটা আমি।

  • @tariqulhaque1705
    @tariqulhaque1705 2 ปีที่แล้ว +1

    😡😡 শুধু বড় বড় কথা বলে সরকার এই হচ্ছে আসল চিত্র।

  • @mynuddinchistyshams
    @mynuddinchistyshams 2 ปีที่แล้ว

    রেলের সমাধান হবে না।। চোর দিয়ে দেশ ভরা।। ১০০% অনলাইন চাই এইসব চোরদের থেকে টিকিট পাওয়া যায় না।।

  • @sohanmahmud5124
    @sohanmahmud5124 2 ปีที่แล้ว

    প্রতি বছর একই কাহিনী কেন করা লাগে। তাহলে অনলাইন চালু করে কি লাভ হল সহজেই অ্যাপসটা ক্লাউডে নিয়ে গেলেই তো অনলাইনে টিকিট কাটা যায়

  • @mdsohelhossan7803
    @mdsohelhossan7803 2 ปีที่แล้ว +2

    শব সাধারন মানুষের সাথে রং তামাশা ছাড়া আর কিছু না

  • @Delowar671
    @Delowar671 2 ปีที่แล้ว

    আমি একটা টিকিট কাটার জন্যে ২টা ফোন+১টি ল্যাপটপ দিয়ে তাও আবার ৩দিনের দিন টিকিট কাটতে সক্ষম হয়েছি

  • @basicbai
    @basicbai 2 ปีที่แล้ว

    এই টিকেটের একটাই আছে সমাধান, স্মার্ট কার্ড মেশিনে দিয়ে এটিএম বুট এর মত টিকিট কাটতে হবে, তাহলেই বাঙালি পেতে পারে এই সমাধান

  • @jhaarvy470
    @jhaarvy470 2 ปีที่แล้ว +1

    এই এতগুলা মানুষ কষ্ট করতেছে এর দায়ভার কে নিবে দুনিয়াতে না নিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সরকারকে
    এরকম তো না ফ্রিতে ট্রেনের টিকিট দিচ্ছে টাকা দিয়ে তো নিতে হচ্ছে তবু এরকম ভোগান্তি কেন হবে।

  • @eliashossain8116
    @eliashossain8116 2 ปีที่แล้ว

    Rail mondirir key aktu station astey bolen dekohkoh

  • @mdsajahan7923
    @mdsajahan7923 2 ปีที่แล้ว +1

    আরো বেশি করে
    ডিজিটাল বাংলাদেশ
    গড়তে হবে
    তা হলে আর
    লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে না।।

  • @Mim-gs7ik
    @Mim-gs7ik 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ 😍 অনলাইনেই
    টিকেট পাইছি,,,অনেক কষ্টে 🤩

    • @texboy7723
      @texboy7723 2 ปีที่แล้ว

      আপনি টিকিট পান নাই,পেয়েছেন সোনার হরিণ

    • @mehendibymohua167
      @mehendibymohua167 2 ปีที่แล้ว

      online e ticket kete ta ki abr station e Ashol ta ante hobe? naki print copy dekhalei hoy?

    • @aniktouhid5871
      @aniktouhid5871 2 ปีที่แล้ว

      @@mehendibymohua167 print copy dekhalei hy

  • @MSLifestyle
    @MSLifestyle 2 ปีที่แล้ว

    ট্রেনের মুখে মুইতা গত ৩ বছর ট্রেনে চড়িনা

  • @sazzadurrahman5168
    @sazzadurrahman5168 2 ปีที่แล้ว

    তারপর দেখবেন আমাদের রেল মন্ত্রণালয় আর্থিকভাবে লোকসানে ☺️

  • @sadekmohammod747
    @sadekmohammod747 2 ปีที่แล้ว +1

    মানুষের দূরগতি দেখার কেও নেই

  • @faysalahamid896
    @faysalahamid896 2 ปีที่แล้ว

    Dhaka thako . Sara bosor tho Dhaka thaka hoi

  • @mdmashood5238
    @mdmashood5238 2 ปีที่แล้ว

    Master

  • @nur7860
    @nur7860 2 ปีที่แล้ว

    Digital Bangladesh 🥰🥰🥰

  • @nurulmd1302
    @nurulmd1302 2 ปีที่แล้ว

    Vai Bangladesh jy online acy boly ami mony kori na 🙂

  • @bangladeshcountry3893
    @bangladeshcountry3893 2 ปีที่แล้ว

    অনলাইন নামে মানুষকে হয়রানি ✍️✍️✍️✍️

  • @musaarafi680
    @musaarafi680 2 ปีที่แล้ว

    রোল মডেল বাংলাদেশের এই অবস্থা 😁

  • @RahulDas-kv1pu
    @RahulDas-kv1pu 2 ปีที่แล้ว

    1st comment

  • @user-qi8iy9xz7h
    @user-qi8iy9xz7h 2 ปีที่แล้ว +1

    মানুষ তার কষ্ট কার কাছে প্রকাশ করবে

  • @mahmudunhasan2355
    @mahmudunhasan2355 2 ปีที่แล้ว

    রেলওয়ের মত দূর্নিতি আর কোথাও হয় কিনা আমার জানা নেই

  • @shohelrana-on8xn
    @shohelrana-on8xn 2 ปีที่แล้ว

    On line ticket sale hochha but ticket powa jay na, train cotripokho k ro update howa proyojon.

  • @ataurbdsk
    @ataurbdsk 2 ปีที่แล้ว

    hi re bg-tal
    bangladesh

  • @sudarshanbanik1535
    @sudarshanbanik1535 2 ปีที่แล้ว

    রেল কতৃপক্ষের কাছে ভালো করে টিকিট কাটার ব্যবস্থা করা

  • @smakhal
    @smakhal 2 ปีที่แล้ว

    Ek2 dhorjo dhurun..sob tik hobe...india thake bolchi..jodi ata bangladesh er vitor kar bapar tao

  • @Bangladesh2020mdraselahamed
    @Bangladesh2020mdraselahamed 2 ปีที่แล้ว

    তাও বছর শেষে রেল কর্তৃপক্ষ লছের হিসেব গণবে।

  • @raihananasrin6803
    @raihananasrin6803 2 ปีที่แล้ว

    Mymensingh Station thakey railwayar train

  • @villagefishingwithbrothers8172
    @villagefishingwithbrothers8172 2 ปีที่แล้ว

    ঈদে এই আর নতুন কি? এই কস্টের পরও মানুষ বাসায় যাবে । এই নিয়ে চিন্তার কারন নাই ।

  • @iqbalmustofa5605
    @iqbalmustofa5605 2 ปีที่แล้ว

    0 নামে বা 1 নামে টিকেট ছারুন অনলাইনে দাড়িযে জাওযার জন্য।।

  • @mdssohel5676
    @mdssohel5676 2 ปีที่แล้ว

    চোরেরা কখনো ভালো হবে না,যত দিন পরজনত মাইর না দেওয়া হবে

  • @hasanmahamud5576
    @hasanmahamud5576 2 ปีที่แล้ว

    একমাত্র ডিজিটাল দেশের এই অবস্থা 🤣🤣🤣

  • @mbparvezme
    @mbparvezme 2 ปีที่แล้ว +1

    এটা সহজের দোষ নাকি রেলওয়ের? এর আগের এ্যাপ রেলওয়ের কেন নিজেদের তত্ত্বাবধানে নেয়নি? অযোগ্যদের অজায়গায় রেখে এই অবস্থা।

    • @Wnttt
      @Wnttt 2 ปีที่แล้ว

      টিকিট পেতে কোন দুর্নীতি নয় এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণ।
      আরো বাচ্চা নেও বেশি বেশি।

    • @mbparvezme
      @mbparvezme 2 ปีที่แล้ว

      @@Wnttt ভাই, আমি টিকিটের কথা বলছি না, আমি আগের এ্যাপের কথা বলছি। আগের প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল হয়ে গেলো, আর তারা এ্যাপ বন্ধ করে দিল। অথচ এ্যাপ হয়েছিল রেলওয়ের টাকায়। তাহলে কেন রেলওয়ে ওই এ্যাপ বুঝে নিলো না অন্তত যতদিন না সহজ তাদের সিস্টেম আপডেট করে ততদিন ওটা দিয়েই কাজ হতো।

  • @khaliqurrahman9760
    @khaliqurrahman9760 2 ปีที่แล้ว

    শাওন দত্ত !

  • @minarkhan8726
    @minarkhan8726 2 ปีที่แล้ว

    আর ঢাকা না আসার জন্য আপনাদের ধন্যবাদ

  • @jahidulislamjahid7320
    @jahidulislamjahid7320 2 ปีที่แล้ว

    সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ, দরবেশ সবকিছু দরবেশের কারসাজি।

  • @rebekasultana1725
    @rebekasultana1725 2 ปีที่แล้ว

    On line e tkt er drkr ni.... Online e tkt eta khub boro banijjo hoy onekei obline e 400tk tkt 2500tm dea kinte ami nije baddho hoici eto durniti so....on line e off kore dea uchit

  • @banglarkrishi10
    @banglarkrishi10 2 ปีที่แล้ว

    প্রতি বার কোন কোন অজুহাত থাকবেই রেলওয়ে কর্তৃপক্ষেের

  • @anindadas2824
    @anindadas2824 2 ปีที่แล้ว

    সহজে ঠিকই আছে

  • @h.m.ashikurrahman94
    @h.m.ashikurrahman94 2 ปีที่แล้ว

    সহজ কে বাদ দেয়া হক মন্ত্রী সাহেব পিলৃজ

  • @ummehani9121
    @ummehani9121 2 ปีที่แล้ว

    Amr ticket er taka Bikash theke kete nieche.kintu ticket dei ni

  • @shaifulislamtusher3519
    @shaifulislamtusher3519 2 ปีที่แล้ว

    Akhn hasina apa aesa bolbe train deya jawya ki dorker amra to paye heta ak desh thake onno desa pari deyachi

  • @islammohammadshuvo1061
    @islammohammadshuvo1061 2 ปีที่แล้ว

    এই সব কি নতুন কিছু৷ জনগনের সেবার কথা এরা কোন দিন চিন্তা করে না৷

  • @afnanawall4899
    @afnanawall4899 2 ปีที่แล้ว +1

    Digital Bangladesh...hai r ..

  • @sknazmulbd9430
    @sknazmulbd9430 2 ปีที่แล้ว

    এইরকম দেশের জনগণের সাথে প্রতারণা ধান্দাবাজি বন্ধ করেন

  • @helloworld3270
    @helloworld3270 2 ปีที่แล้ว

    এটা সহজ কে না দিলে,নতুম সরকারি দল গঠন করলেই হতো,ইঞ্জিনিয়ার এর অভাব নাই দেশে

  • @shafiqislam7075
    @shafiqislam7075 2 ปีที่แล้ว

    রেলমন্ত্রী কই,,দেখে না কেন,,,

  • @RajobAli-og4gl
    @RajobAli-og4gl 2 ปีที่แล้ว

    বিমান বন্দর স্টেশনে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে

  • @mdbadsha7223
    @mdbadsha7223 2 ปีที่แล้ว +1

    এগুলো বাংলাদেশেই সম্ভব

  • @rezaulkazi3482
    @rezaulkazi3482 ปีที่แล้ว

    Tell PM Sheikh Hasina this is Digital Bangladesh, she wants to make Smart Bangladesh

  • @md.shaheenalam5647
    @md.shaheenalam5647 2 ปีที่แล้ว

    এই দেশে কোন কিছুর ণীয়োম ণাঈ আর ণাঈ সততা

  • @privatevideo2419
    @privatevideo2419 2 ปีที่แล้ว

    আমার বিকাশ থেকে টাকা কাটছে অথচো টিকেট দেয়নি।