মালয়েশিয়া প্রবাসী আল-আমিন ভাই অনলাইনে ফ্ল্যাট বুকিং দেওয়ার পর এই প্রথম ভিজিটে এসে অবাক হলেন!!!
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024
- মালয়েশিয়া প্রবাসী আল-আমিন ভাই অনলাইনে ফ্ল্যাট বুকিং দেওয়ার পর এই প্রথম ভিজিটে এসে অবাক হলেন!!!
অন্যান্য ডেভলপার কোম্পানি থেকে Dwelling Real Estate Co (Pvt.) Ltd. কোম্পানি সম্পূর্ণই ব্যতিক্রম। সম্পূর্ণ ইসলামিক পদ্ধতি মেনে বিল্ডিং নির্মান করে থাকে। আমাদের মূল উদ্দেশ্য হল সম্পূর্ণ ইসলামী পরিবেশ নিশ্চিত করা । বর্তমান টেকনোলজির যুগে ছেলে-মেয়েদের মানুষ করা খুবই কঠিন তাই তারা টেকনোলজির অপব্যবহার থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে পরিবেশের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব / dwellingbd ঘুরে আসতে পারেন।
✅ ১০০% ধূমপানমুক্ত পরিবেশ।
✅ ইসলামী চিন্তা ধারার সম মন-মানসিকতা সম্পন্ন লোকজনদের মাধ্যমে কমিউনিটি বেজ্ড প্রজেক্ট করে থাকে।
✅ নির্ধারিত সময়ের পূর্বেই প্রজেক্ট হ্যান্ডওভার করে থাকে।
✅ ছাদের উপরে 🕌 মসজিদ ও ইসলামিক সেন্টার যেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা স্বলাতের ব্যবস্থা ।
✅ সকল বয়সী পুরুষ ও মহিলাদের জন্য নিয়মিত কুরআন শিক্ষা ও দারস্ এর ব্যবস্থা।
✅ ছাদে পারিবারিক অনুষ্ঠান করার সুযোগ। ছাদে ওয়াকিং ওয়েসহ খেলাধুলার ব্যবস্থা।
✅ ছাদের মাসজিদ থেকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটি অ্যাপার্টমেন্টে আযান এবং দারস্ পৌঁছানোর ব্যবস্থা।
✅ প্রতিটি কমন বাথরুমে ওযুর ব্যবস্থা।
✅ পার্কিং এ মৃতের জন্য গোসলের ব্যবস্থা ।
✅ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শেয়ার বিক্রয় চলছে (লটারি নয়) পছন্দ অনুযায়ী ফ্ল্যাট নির্বাচন করতে পারবেন।
🆗ফ্ল্যাট এখন পর্যন্ত খালি আছে: ৭ টি
✔মোট জমির পরিমাণ : ৭.৫ কাঠা।
✔কত তলা: ১০ তলা বিশিষ্ট
✔ লিফট ০১ টি (৮ জন ধারন ক্ষমতা সম্পন্ন)
✔সুপ্রশস্ত সিঁড়ি ১ টি
✔ প্রতিটি ফ্লোর এ ইউনিট ৩টি
✔আধুনিক ডিজাইন সম্পন্ন।
✔ ২৪ ঘন্টা স্বয়ংক্রিয় জেনারেটরের ব্যবস্থা
✔ ইন্টারকম সুবিধা।
✔অগ্নি নির্বাপন ব্যাবস্হা।
✔ সি সি ক্যামেরা দারা সার্বক্ষণিক নিরাপত্তা
Dwelling Khonik Tower এর কিছু রেডি ফ্ল্যাটঃ
টাইপ (A)-এ ফ্ল্যাট সাইজঃ ১৪১৫ স্কয়ার ফিট:
বেড রুম ৩টি,
বাথরুম ৩টি,
বারান্দা ৩টি +
ড্রইং+ ডাইনিং + কিচেন
ফ্ল্যাট খালি আছে: 5th, 7th, 9th floor
টাইপ (B)-বি ফ্ল্যাট সাইজঃ ১৪২৫ স্কয়ার ফিট:
বেড রুম ৩টি,
বাথরুম ৩টি,
বারান্দা ৩টি +
ড্রইং+ ডাইনিং + কিচেন
ফ্ল্যাট খালি আছে: 5th, 9th floor
টাইপ (C)-সি ফ্ল্যাট সাইজঃ ১৩১৫ স্কয়ার ফিট:
বেড রুম ৩টি,
বাথরুম ৩টি,
বারান্দা ৩টি +
ড্রইং+ ডাইনিং + কিচেন
ফ্ল্যাট খালি আছে: 9th floor
মূল্য পরিশোধের ধরন:
বুকিং এর সময় ৫০% টাকা এবং ফ্ল্যাটে ওঠার পূর্বে বাকি টাকা প্রদান করতে হবে।
🟥প্রশ্ন ও উত্তর:
০১। প্রশ্ন: শেয়ার প্রাইজ কি ফিক্সড ?
উত্তর: জী 100% ফিক্সড
০২। প্রশ্নঃ বুকিং দেওয়ার কতদিন পরে কিস্তি দিতে হয়?
উঃ বুকিং দেওয়ার পরের মাস হতে ।
০৩। প্র: সার্ভিস চার্জ বাবদ প্রতি মাসে কত টাকা খরচ দিতে হবে?
উঃ প্রজেক্ট হস্তান্তর হওয়ার পর ফ্ল্যাটের মালিকগণ নিজেরাই সার্ভিস চার্জ নির্ধারণ করবেন।
০৪। শেয়ার প্রাইস ফিক্সড করার কারণ কি?
উ: বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই ডিলিংস সহজ হয়। প্রাইজটা ফিক্সড না থাকার কারণে একটা সময়ে কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যায় ফলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অন্যদিকে ফিক্সড থাকার কারণে কারো ঠকার সম্ভাবনা থাকে না।
০৫। প্রশ্ন: এই প্রজেক্ট এর আশে পাশে বর্তমানে ৩ বেডের ফ্ল্যাটের ভাড়া কত?
উঃ লিফট, সিরি, জেনারেটর সহ বর্তমানে ৩বেডের ফ্ল্যাটের ভাড়া মিনিমাম (২৫) হাজার টাকা।
০৬। প্রশ্ন: তিন বেডের ফ্ল্যাট হতে প্রতি মাসে কত টাকা ভাড়া পাওয়া যেতে পারে?
উঃ প্রজেক্টে হ্যান্ডওভার হওয়ার পর প্রতি মাসে মিনিমাম (আনুমানিক) (২৫) হাজার টাকা ভাড়া দেওয়া যাবে।
০৭। প্রশ্ন: বিল্ডিংয়ের গুণগতমান কেমন হবে?
উঃ গুণগতমান শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কাজের গুণগত মান যাচাই করার শতভাগ এক্তিয়ার আপনা থাকবে। বিস্তারিত চুক্তিপত্রে / ব্রুশিয়ারে উল্লেখ থাকবে। তবে যারা আমাদের অন্যান্য হ্যান্ডওভার বা চলমান প্রজেক্ট দেখেছেন তারাই ভালো বলতে পারবেন আমাদের কাজের মান কেমন। আপনাকেও দেখার অনুরোধ জানাচ্ছি।
০৮। প্রশ্ন: প্রতিটি ফ্লোরে কি একই প্রাইস?
উত্তর: জি একই
০৯। প্রশ্ন: ব্যাংক লোনের মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ আছে কি?
উ: আমরা ব্যাংক লোনের মাধ্যমে কোন ফ্ল্যাট বিক্রি করি না
১০। প্রশ্ন: আপনারা জমি ডেভেলপমেন্টের জন্য কেমন জমি চাচ্ছেন?
উঃ: ঢাকার যে কোন প্রাইম লোকেশনে হতে পারে তবে অবশ্যই জমির মালিককে ইসলামিক মাইন্ডের হতে হবে যারা এই ধরনের ইসলামিক পরিবেশ পছন্দ করেন।
১২। ভবিষ্যতে যদি টাকার প্রয়োজন হয় অথবা অন্য কোনো কারণে যদি ফ্ল্যাট ক্যান্সেল করতে চাই তাহলে কি আমাদের জমাকৃত টাকা হতে সার্ভিস চার্জ কেটে নেওয়ার পর ফেরত দেওয়া হবে? নাকি 100% ফেরত পাব?
উঃ জি অবশ্যই ১০০% টাকা ফেরত দেওয়া হবে কোন সার্ভিস চার্জ কাটা হবে না তবে আপনি যে ফ্ল্যাটটা নিয়েছিলেন ওই ফ্ল্যাটটি অন্য কোথাও বিক্রয় হওয়ার পর তা সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ।
🏠 Dwelling Real Estate Co. (Pvt.) Ltd.
📱 01988-007771
📱 01988-007772
🌐 www.dwellingbd.com
▶️ / @dwellingbd
ⓕ / dwellingbd