১. খুব ভালো পদক্ষেপ। NID দিয়ে ই টিকেট কাটার ব্যবস্থা টা স্বাভাবিক করা উচিত। ২. রেলওয়ের লোকসান কমানোর জন্য আরও একটা পদক্ষেপ নেওয়া দরকার রেলওয়ে কর্তৃপক্ষের... Ticket ছাড়া কেও ভ্রমণ করলে বা কেও ঢাকা যেতে চায় বাট সে অর্ধেক রাস্তার টিকিট পেয়েছে,অর্থাৎ সেই যাত্রী অরধেক রাস্তা যাওয়ার পরে অবৈধ যাত্রি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সেই যাত্রী বাকি টাকা অবস্যই সরকার কে দিতে চায় বা টিকেট কাটতে চায় কিন্তু টিকেট সে চাইলেও পাচ্ছে না। আবার টিকিট কাটার জন্য ট্রেনের টিটি কে বল্লে সে অর্ধেক রাস্তার টিকিট দিতে জরিমানা সহ ডাবল ভারা দিতে বলতেছে, অথচ সেই যাত্রী কেন জরিমানা দিবে???? এইখানে ই রয়েছে ঝামেলা। TT বা station e ticket checking এর সময় জরিমানা সহ ডাবল ভাড়ার বিধান বাতিল করে... standing Ticket কাটার ছোট Device এর ব্যবহার প্রচলন করতে হবে। তাছাড়া টাকা ছাড়া কেও যাচ্ছে না, কিন্তু অবৈধভাবে জরিমানার ভয় দেখিয়ে টিকিটের পুরাটাকাই TT এবং রেলওয়ে কর্তৃপক্ষের লোকজনের পকেটে যাচ্ছে। আর সরকার বছর বছর লোকসান দিচ্ছে।
মাহাবুব কবির স্যার কে অসংখ্য ধন্যবাদ, এমন একটি লজিক দেয়ার জন্য। আর যারা বলে যে আমার NID সাথে থাকেনা সবসময় তারাই হচ্ছে আসল কালোবাজারি, আর যারা বাহানা করে যে আমার NID তো নেই তাদের কে আমি বলবো প্লিজ আপনাদের ট্রেনে চেপে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের জন্য বলাকা বাস আছে। Thank you everyone
রেলে উত্তরবঙ্গের এমন মানুষও দৈনিক চলাচল করে যারা ফটোকপি বিষয়টি কি সেটাই বোঝে না তাহলে এই পদক্ষেপ আবার ভালো হলো কিভাবে ! অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় আনার ক্ষমতা নেই তাই যাত্রীদের ওপর এই মনগড়া পদ্ধতি চাপিয়ে দেয়া হচ্ছে।
@@symphonyatom1509 এই যুগে এসেও মানুষ ফটোকপি ছিনবে না এটা কোন কথা?? শুধু বললেই বিশ্বাস করবো নাকি আমরা?? আর কত অযুহাত দেখাবেন? এইগুলো বন্ধে আমাদের ও তো কো-অপারেটিভ হওয়া উচিত, তাই নয় কি?
Registration password ভূলে গেলে যেন সহজে reset করা যায়। আর NID card তৈরি করতে যেহেতু ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হিয়েছে সে জন্য ১০ টা বুথ থাকা উচিত যেন NID ছাড়া ঐ সব মেশিনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অন্তত ১ টা টিকিট ক্রয় করা যায়।
ধন্যবাদ আপনাদের,, আমি প্রায়ই ঢাকা টু শায়েস্তাগঞ্জ (সিলেট) আসা যাওয়া করি,, অনলাইনে টিকিট অতি অল্প সময়েই শেষ হয়ে যায়,, আপনাদের এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই
ট্রেনের সিডিউল তালিকা সাধারণ জনগণ বুঝতে কোন ট্রেন কখন ছাড়বে সেটা বুঝতে কোন ট্রেন কোথা থেকে কোথায় যাবে সেটাও বোঝা যায় না এ বিষয়ে আরও সচেতন কিছু করতে হবে
যারা কাউন্টারে টিকেট কাটবে তাদেরকেও যেনো নাম এনআইডি অথবা জন্মদিন এর নাম্বার দেওয়ার নিয়ম করা হোক,,,,,,যাতে কালোবাজারি কোনো রকমেই সুবিধা না করতে পারে,,,,,
আসলে মূল সমস্যা হলো আমরা সাধারণ মানুষ ,,,,আমরা যদি দালালদের কাছ থেকে টিকিট না কিনি তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে ,,,,,,আমি মনে করি দু এক বার কষ্ট করলেই দালালরা ঠিক হয়ে যাবে ,,,,আসুন আমরা সপথ নেই দালালদের কাছ থেকে টিকিট কিনবো না কষ্ট হলেও পরে যাবো ,,,কিন্তু বেশি দামে টিকিট কিনবো না ,,,,,,দেখবেন সব ঠিক হয়ে যাবে,,,,,ইনশাআল্লাহ,,,
Vai oto shoja hole to hotoi Amra rangpur to dhaka duita ticket er jonno 3 din station ar online dui jaygatei khujchi but pai nai Ticket charte na chartei shob shesh hoye jay Kivabe possible! Pore baddho hoye bus e gechi
রেলের কালো বিড়াল কোনো দিন দুর হবে বলে মনে হয় না, রেলে কালো বিড়ালে চেয়ে গেছে, যতদিন পরযন্ত অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় আনা না হবে, ততদিন পরযন্ত এসব অনিয়ম বন্ধ হবে না, অভিযোগের প্রমাণ পেলে সরাসরি বরখাস্তের নোটিশ হাতে ধরিয়ে দেওয়ার আইন পাশ করেন, দেখবেন অসাধু কর্মকর্তারা সোজা হয়ে যাবে,
যারা কাউন্টারে টিকেট কাটবে তাদেরকেও যেনো নাম এনআইডি অথবা জন্মদিন এর নাম্বার দেওয়ার নিয়ম করা হোক,,,রেলে যাদে করে চেক করা যায় অনলাইন টিকেট এর মতো,,,যাতে কালোবাজারি কোনো রকমেই সুবিধা না করতে পারে,,,,,
সরকারি চাকরি করে এবং টিকিট কালো বাজারি করি তাদের কে আইনের আওতায় না আনলে বা শাস্তি না দিয়ে আইন করলে কোন লাভ হবে বলে মনে হয় না জনগনের ভোগান্তি বারবে আগে ঘরের পরিবেশ টিক করুন
@@kishor1559 ভাই মানিব্যাগ সবাই ব্যবহাদ করে। অইখানে তো আজাইরা কাগজ পত্র কম থাকে না। একটা NID এর কপি রাখতে এত সমস্যা? আসলে ভাই নতুন সিস্টেমে আমাদের অবস্থ হতে হবে। নাইলে ডিজিটাল হবে কিভাবে দেশ? NID দেয়া হইছে ব্যবহারের জন্য। বাসায় রেখে দেয়ার জন্য না। মানুষ কে সচেতন হতে হবে। অসচেতন মানুষ কে আপনি সচেতন করবেন, আমি করবো। বাট এদের অসচেতনতাকে আমরা প্রশ্রয় দিলে দেশ আগাবে কিভাবে? সব সময় ই সবাই বলবে ওরা জানে না, বুজে না। না বুজলে বুজুক, না জানলে জানুক। তাহলেই তো সবাই আস্তে আস্তে শিখবে বুজবে।
নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট বিক্রি খুবই যুগোপযোগী হবে এতে কোনো সন্দেহ নেই তবে এর সাথে সাথে রেল খাতে বড় ধরনের লোকসান গুনতে হবে। তার কারণ টিকেট বিক্রি কমে যাবে।সর্ব প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো রেল বিভাগে দুর্নীতি ও কালোবাজারির লুটপাট বন্ধ করতে হবে এবং কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে হয়তো দুর্নীতি এবং কালোবাজারি বন্ধ হতে পারে।
দুর্নীতি বন্ধ করতে পারবে না যতদিন পযন্ত পাচঁ বছর পর পর সরকার পরিবর্তন না হবে। আর টিকিট কম বিক্রি হলেও যার টিকিট সেই কিনতে পারবে তাহলে কালোবাজারি কমে যাবে শুধু টিটি ভালো হতে হবে
K bollo ticket bikri kome jabe. 1 tarikh por station a ghurte jayen. Dekhe asiyen to kon train a khali seat a jacche. Bolod ar moto kotha bole. Aste aste ai system ai obvosto hoye jabe. Akbar reg kore nile r jhamila nai. Just nijer number bollei hbe station counter a. Or online a nijer nid dia katben. sathe nid photocopy rakhben train a. Jader nid nai. Birth certificate thakleo hbe.
Interesting, Best wises. Its Dhaka Rail Station , Komlapur is place. But Have to check with automated system, i guess due to corruption it will not work
এটা একটা আবেগের সিদ্ধান্ত। জটিলতার মাত্রা কতখানি, সেটা কয়েকদিন পর ই বুঝা যাবে। ট্রেনের টিকিট কাটার এমন জটিল নিয়ম পৃথিবীর আর কোনো দেশে আছে বলে মনে হয় না।
দুইজন প্রিয় মানুষের চেষ্টার ফল।
মহিউদ্দিন রনি ভাই আর একজন মাহবুব আলম মিলন স্যার।
আপনাদেরকে ধন্যবাদ 🥰❤️❤️
ধন্যবাদ মহিউদ্দিন রনি কে,দোয়া করি।
এগুলো করলো মাহাবুব স্যার আর না জেনেই রনির নাম তুললেন 😂😂😂
মাহবুব স্যার ❤️❤️
ভাই এটা মাহবুব কবির মিলনের অবদান। ওই গাধার না।
রনি কোন চ্যা**টের বা**ল? ও তো ভাইরাল হওয়ার জন্য অভিনয় করেছিল।
ধন্যবাদ স্যার আপনাদের এই পদক্ষেপ কে সাধুবাদ জানাই 🙏🙏
খুবই ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে।ইদের সময় কষ্টটা দ্বিগুন হয়ে যেতো।এটা মেনে চলতে পারলে আমাদের সবারই উপকার হবে।
খুবই সুন্দর উদ্যোগ।।।যাত্রীদের অবশ্যই রেলকে সহযোগীতা করা উচিত।।।
১. খুব ভালো পদক্ষেপ। NID দিয়ে ই টিকেট কাটার ব্যবস্থা টা স্বাভাবিক করা উচিত।
২. রেলওয়ের লোকসান কমানোর জন্য আরও একটা পদক্ষেপ নেওয়া দরকার রেলওয়ে কর্তৃপক্ষের...
Ticket ছাড়া কেও ভ্রমণ করলে বা কেও ঢাকা যেতে চায় বাট সে অর্ধেক রাস্তার টিকিট পেয়েছে,অর্থাৎ সেই যাত্রী অরধেক রাস্তা যাওয়ার পরে অবৈধ যাত্রি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সেই যাত্রী বাকি টাকা অবস্যই সরকার কে দিতে চায় বা টিকেট কাটতে চায় কিন্তু টিকেট সে চাইলেও পাচ্ছে না। আবার টিকিট কাটার জন্য ট্রেনের টিটি কে বল্লে সে অর্ধেক রাস্তার টিকিট দিতে জরিমানা সহ ডাবল ভারা দিতে বলতেছে, অথচ সেই যাত্রী কেন জরিমানা দিবে???? এইখানে ই রয়েছে ঝামেলা। TT বা station e ticket checking এর সময় জরিমানা সহ ডাবল ভাড়ার বিধান বাতিল করে... standing Ticket কাটার ছোট Device এর ব্যবহার প্রচলন করতে হবে। তাছাড়া টাকা ছাড়া কেও যাচ্ছে না, কিন্তু অবৈধভাবে জরিমানার ভয় দেখিয়ে টিকিটের পুরাটাকাই TT এবং রেলওয়ে কর্তৃপক্ষের লোকজনের পকেটে যাচ্ছে। আর সরকার বছর বছর লোকসান দিচ্ছে।
খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ মাহবুব স্যার।
দারুন এই উদ্যোগ নেবার জন্য বাংলাদেশ রেল কে ধন্যবাদ জানাচ্ছি।
ব্রাহ্মণ বারিয়া রেল স্টেশন এর প্রতিবেদন দেখতে চাই ওখানে আরো বেশি স্যমসা
খুবই ভালো উদ্যোগ। এই আইনের বাস্তবায়ন চাই। মাহবুব মিলন স্যারকে আবার রেলে দেখতে চাই। স্যার থাকলে রেলের দিন দিন অনেক উন্নতি হবে।
খুবই গঠনমূলক উদ্যোগ।
মাহাবুব কবির স্যার কে অসংখ্য ধন্যবাদ, এমন একটি লজিক দেয়ার জন্য।
আর যারা বলে যে আমার NID সাথে থাকেনা সবসময় তারাই হচ্ছে আসল কালোবাজারি, আর যারা বাহানা করে যে আমার NID তো নেই তাদের কে আমি বলবো প্লিজ আপনাদের ট্রেনে চেপে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের জন্য বলাকা বাস আছে।
Thank you everyone
জন্মনিবন্ধনের অপসন খোলা রাখলে কেমন হবে?
@@shsarkarnsd2023 জন্ম নিবন্ধন সিস্টেমেও দূর্নীতির শঙ্কা বেশি।
এই দেশ থেকে দুর্নীতি কোনদিন বন্ধ করা যাবে না
রেল ভূমি আর পাসপোর্ট এগুলো জীবনেও দূর্নীতি মুক্ত হবেনা
খুব ভালো পদক্ষেপ নিয়েছে।
রেলে উত্তরবঙ্গের এমন মানুষও দৈনিক চলাচল করে যারা ফটোকপি বিষয়টি কি সেটাই বোঝে না তাহলে এই পদক্ষেপ আবার ভালো হলো কিভাবে !
অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় আনার ক্ষমতা নেই তাই যাত্রীদের ওপর এই মনগড়া পদ্ধতি চাপিয়ে দেয়া হচ্ছে।
Apnar kache jante chai jader NID nei Tara ki golay jonmo nibondhon certificate Nia ghurbe?
@@legendsnub4316 ভ্রমনের সময় একটা ফটোকপি রাখবেন। গলায় রাখেন আর পকেটে রাখেন সেটা আপনার ব্যাপার।
@@symphonyatom1509 যদি ঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে ঠিকই বুঝবে।
@@symphonyatom1509 এই যুগে এসেও মানুষ ফটোকপি ছিনবে না এটা কোন কথা?? শুধু বললেই বিশ্বাস করবো নাকি আমরা??
আর কত অযুহাত দেখাবেন? এইগুলো বন্ধে আমাদের ও তো কো-অপারেটিভ হওয়া উচিত, তাই নয় কি?
Registration password ভূলে গেলে যেন সহজে reset করা যায়। আর NID card তৈরি করতে যেহেতু ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হিয়েছে সে জন্য ১০ টা বুথ থাকা উচিত যেন NID ছাড়া ঐ সব মেশিনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অন্তত ১ টা টিকিট ক্রয় করা যায়।
মাহবুব কবির স্যারের পরিকল্পনাটা সঠিক... ধন্যবাদ স্যার ❤️
আগামী দিন হোক সুন্দর রেল ভ্রমন।বন্দ হোক কাল বাজারী। ধন্যবাদ জানাই শুভ বুদ্ধি উদয় হওয়ায় জন্য।
কারও সাথে
খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাই কে সঠিক বুঝ দান করুন আমীন
গঠনমূলক পদক্ষেপ 👌
এরপরও যদি কালোবাজরি করে একটা পরিচয় রেকর্ড থাকবে...তখন যদি সঠিক বিচার না করে...জবাবদিহিতার সামনেও ফেলা যাবে👌
মোবাইল নম্বর তো জাতীয় পরিচয়পত্র দিয়ে কেনা,
তাহলে বিকাশের প্রতারণা কেন হচ্ছে?
নতুন সিস্টেমে টিকিট যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে।ধন্যবাদ এমন উদ্দ্যোগের জন্য।
ধন্যবাদ রেল মন্ত্রি কে
যুগোপযোগী পদক্ষেপ ধন্যবাদ বাংলাদেশ রেলকে♥️
খুবই ভালো একটি উদ্যোগ,
এখন সব সময় টিকিট পাওয়া যায়।
অসংখ্য ধন্যবাদ।
এই ব্যবস্থাকে সাধুবাদ জানাই,,,খুবই ভোগান্তি এই ট্রেনের টিকিট নিয়ে,,,এই ব্যবস্থাকে ট্রায়াল করে দেখা যেতেই পারে
ধন্যবাদ এই উদ্যোগ নিয়েছেন যারা সবাই কে
খুব ভালো তবে অটোমেটিক কার্ড সিস্টেম করা যেতো আরো বেশি ভালো হতো। যেমন টা মেট্রোতে আছে❤❤
ধন্যবাদ, মহিউদ্দিন রনি ভাই,,,।
ভালো আইডিয়া তবে এটা বাস্তবায়ন করতে সময় লাগবে, যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে টিকিট নিয়ে হয়রানি বন্ধ হবে ইনশাআল্লাহ।।
ভালো উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই
ধন্যবাদ আপনাদের,, আমি প্রায়ই ঢাকা টু শায়েস্তাগঞ্জ (সিলেট) আসা যাওয়া করি,, অনলাইনে টিকিট অতি অল্প সময়েই শেষ হয়ে যায়,, আপনাদের এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই
উনি খুব ভাল মানুষ
ধন্যবাদ রনি ভাই। বরিশাল বাসি হিসেবে আমি ধন্যবাদ দিলাম। যদিও এখানে ট্রেন নাই
ট্রেনের সিডিউল তালিকা সাধারণ জনগণ বুঝতে
কোন ট্রেন কখন ছাড়বে সেটা বুঝতে
কোন ট্রেন কোথা থেকে কোথায় যাবে সেটাও বোঝা যায় না
এ বিষয়ে আরও সচেতন কিছু করতে হবে
খুব ভালো পদক্ষেপ তবে
বাস্তবায়ন করতে হবে
ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে
ভালো উদ্যোগ, সফলতা আসবে ইনশাআল্লাহ্ ।
যারা কাউন্টারে টিকেট কাটবে তাদেরকেও যেনো নাম এনআইডি অথবা জন্মদিন এর নাম্বার দেওয়ার নিয়ম করা হোক,,,,,,যাতে কালোবাজারি কোনো রকমেই সুবিধা না করতে পারে,,,,,
@ধন্যবাদ মাহবুব কবির মিলন স্যার।আপনার কষ্ট সার্থক।
ভালো পদক্ষেপ.. সাধুবাদ জানাই
অসংখ্য ধন্যবাদ জানাই
তবে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ
প্রসংশনীয় উদ্যোগ
খুব ভালো পদক্ষেপ এটা ভালো হবে
খুবই ভালো পদক্ষেপ
সাধারণ মানুষের জন্য এটা একটি অতিরিক্ত ভোগান্তি। নিয়মিত রেল স্টেশনে রেড দিলে কই যাবে কালো বাজারি!!!!
খুব ভালো উদ্যোগ
মাহবুব কবির মিলন স্যারকে অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো পদ্ধতি।
সঠিক সিদ্ধান্ত
আসলে মূল সমস্যা হলো আমরা সাধারণ মানুষ ,,,,আমরা যদি দালালদের কাছ থেকে টিকিট না কিনি তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে ,,,,,,আমি মনে করি দু এক বার কষ্ট করলেই দালালরা ঠিক হয়ে যাবে ,,,,আসুন আমরা সপথ নেই দালালদের কাছ থেকে টিকিট কিনবো না কষ্ট হলেও পরে যাবো ,,,কিন্তু বেশি দামে টিকিট কিনবো না ,,,,,,দেখবেন সব ঠিক হয়ে যাবে,,,,,ইনশাআল্লাহ,,,
Vai oto shoja hole to hotoi
Amra rangpur to dhaka duita ticket er jonno 3 din station ar online dui jaygatei khujchi but pai nai
Ticket charte na chartei shob shesh hoye jay
Kivabe possible!
Pore baddho hoye bus e gechi
Insaallaha... Valo hobe
শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগ করতে হবে।
এর আগেও অনেক আইন এসেছে এবং সে সব আইনের অপমৃত্যু হয়েছে।
খুবই ভালো উদ্যোগ। সফলতা কামনা করি।
ধন্যবাদ বাংলাদেশ সরকার ❤️
NID card দিয়ে টিকিট কাটতে হবে এই নিয়মটা ঠিক আছে,কিন্তু ট্ৰেনেও NID দেখাইতে হবে এতে ভোগান্তি অনেক বাড়বে কারণ কেউ তো সাথে সবসময় NID রাখবে না
ভোগান্তির কিছু নেয়। এনআইডির ফটোকপি রাখবেন নয়তো সবার ই ফোন থাকে, ফোনে ছবি তুলে নিয়ে যাবেন। এনআইডি না থাকলে বুঝবে কি করে কার এনআইডি দিয়ে টিকেট করেছেন
রেলের কালো বিড়াল কোনো দিন দুর হবে বলে মনে হয় না, রেলে কালো বিড়ালে চেয়ে গেছে, যতদিন পরযন্ত অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় আনা না হবে, ততদিন পরযন্ত এসব অনিয়ম বন্ধ হবে না, অভিযোগের প্রমাণ পেলে সরাসরি বরখাস্তের নোটিশ হাতে ধরিয়ে দেওয়ার আইন পাশ করেন, দেখবেন অসাধু কর্মকর্তারা সোজা হয়ে যাবে,
যারা কাউন্টারে টিকেট কাটবে তাদেরকেও যেনো নাম এনআইডি অথবা জন্মদিন এর নাম্বার দেওয়ার নিয়ম করা হোক,,,রেলে যাদে করে চেক করা যায় অনলাইন টিকেট এর মতো,,,যাতে কালোবাজারি কোনো রকমেই সুবিধা না করতে পারে,,,,,
Right
সরকারি চাকরি করে এবং টিকিট কালো বাজারি করি তাদের কে আইনের আওতায় না আনলে বা শাস্তি না দিয়ে আইন করলে কোন লাভ হবে বলে মনে হয় না জনগনের ভোগান্তি বারবে আগে ঘরের পরিবেশ টিক করুন
খুব ভালো উদ্যোগ।
সুন্দর একটা ডিসিশন
আশা করি ভালো হবে
জ্বী না বিন্দু মাত্র ও জালিয়াতি কমাতে পারবে না..স্টেশনে থাকা পুলিশ সদস্য কালোবাজারির সাথে জড়িতো আমি নিজের পুলিশের থেকে টিকেট কেটেছি কিছু মাস আগে
কিছু মাস আগের কথা ওখানেই শেষ। যদি এটা ঠিকমতো বাস্তবায়ন হয় তাহলে দেখা যাক কি হয়।
টিকেটে আপনার নাম, NID থাকবে। তাহলে পুলিশ কেন? কেউ ই কালোবাজারি করতে পারবে না। কেননা, আপনার NID না মিললেই আপনাকে জরিমানা করা হবে।
@@MahfuzurRahman-j1r ভ্রমনে সময় কয় জনে nid নিয়ে যায়? আপনি হয় তো বা সব সময় নিলেন কিন্তু আপনার বোঝতে হবে বাংলাদেশের এখন নিরক্ষর লোক রয়েছে তারা কি করবে
@@kishor1559 ভাই মানিব্যাগ সবাই ব্যবহাদ করে। অইখানে তো আজাইরা কাগজ পত্র কম থাকে না। একটা NID এর কপি রাখতে এত সমস্যা? আসলে ভাই নতুন সিস্টেমে আমাদের অবস্থ হতে হবে। নাইলে ডিজিটাল হবে কিভাবে দেশ? NID দেয়া হইছে ব্যবহারের জন্য। বাসায় রেখে দেয়ার জন্য না। মানুষ কে সচেতন হতে হবে। অসচেতন মানুষ কে আপনি সচেতন করবেন, আমি করবো। বাট এদের অসচেতনতাকে আমরা প্রশ্রয় দিলে দেশ আগাবে কিভাবে? সব সময় ই সবাই বলবে ওরা জানে না, বুজে না। না বুজলে বুজুক, না জানলে জানুক। তাহলেই তো সবাই আস্তে আস্তে শিখবে বুজবে।
খুব ভাল সিদ্ধান্ত
ধন্যবাদ
মিলন স্যার 💖
কর্মচারীদের নৈতিক চরিত্র পাল্টান, সব ঠিক হয়ে যাবে।
যাত্রীদের ও নৈতিক চরিত্র ঠিক করা দরকার। উভয় পক্ষের নৈতিক চরিত্র ঠিক করা দরকার
স্যারের প্রচেস্টা সফল হবে ইনশাআল্লাহ
খুবই ভালো উদ্বেগ,,,
ভালো উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার টিকিট 500_600 টাকা বিক্রি হয়
টিটিকে আরো সতর্ক হতে হবে
Thanks BD railway 🚃
এটা ভাল উদ্যোগ।
দারুণ 🌺✌🏻
আমি কিনেছি 930 টাকার টিকিট 1100 দিয়ে 😐.. দায়িত্বরত আনসার বাহিনীর লোকজন এর থেকে 😑
ভালো কিছু আসা করি হবে
আলহামদুলিল্লাহ
A lot of thanks
খুব ভাল হয়েছে
মাহবুব করিম স্যার 💖💖
সুন্দর ব্যাবস্থা
ভালো লাগলো এই কাজ এর জন্য
ব্লাকে টিকিট কেনে বেচার একটি অভিযোগ করলাম আমি,আমাদের কিশোরগঞ্জ লাইনে,,প্রতেক স্টেশনে আসার সময় টিকিট,বিক্রি হয়,,ওরা ১০৫টাকার টিকিট ৩০০ টাকায় বিক্রি করে,,বিশেষ করে কিশোরগঞ্জ থেকে বাজিতপুর বা কুলিয়ারচর,, এইদিকে একটু নজর দেওয়ার জন আকুন আবেদন করছি,,প্রশাসনের কাছে,,
Sundor akti uddok
রেলের কর্মকর্তা-কর্মচারীরাই এরজন্য একমাত্র দায়ী।
ভালো পদক্ষেপ
মহি উদ্দিন রনি ভাই, তুমি সফল
Thanks
ট্রেনের বিক্রিত টিকেট ফেরত নেয়ার বিধান বন্ধ করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে টিকেট কালোবাজারী বন্ধ হয়ে যাবে। রেলের দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা দরকার।
চেক করা হবে তো ঠিক মত???"
Great initiative and Mr. Mahbub Kabir was trying to execute this in his tenor but unfortunately he was transferred
ভাই ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে কি পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে ticket কাটতে হবে নাকি ফ্যামিলি প্যাকেজ থাকবে।
নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট বিক্রি খুবই যুগোপযোগী হবে এতে কোনো সন্দেহ নেই তবে এর সাথে সাথে রেল খাতে বড় ধরনের লোকসান গুনতে হবে। তার কারণ টিকেট বিক্রি কমে যাবে।সর্ব প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো রেল বিভাগে দুর্নীতি ও কালোবাজারির লুটপাট বন্ধ করতে হবে এবং কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে হয়তো দুর্নীতি এবং কালোবাজারি বন্ধ হতে পারে।
দুর্নীতি বন্ধ করতে পারবে না যতদিন পযন্ত পাচঁ বছর পর পর সরকার পরিবর্তন না হবে। আর টিকিট কম বিক্রি হলেও যার টিকিট সেই কিনতে পারবে তাহলে
কালোবাজারি কমে যাবে শুধু টিটি
ভালো হতে হবে
K bollo ticket bikri kome jabe. 1 tarikh por station a ghurte jayen. Dekhe asiyen to kon train a khali seat a jacche. Bolod ar moto kotha bole. Aste aste ai system ai obvosto hoye jabe. Akbar reg kore nile r jhamila nai. Just nijer number bollei hbe station counter a. Or online a nijer nid dia katben. sathe nid photocopy rakhben train a. Jader nid nai. Birth certificate thakleo hbe.
সাধুবাদ
niceউদ্যোগ
Interesting, Best wises. Its Dhaka Rail Station , Komlapur is place. But Have to check with automated system, i guess due to corruption it will not work
খুবেই ভালো দালাল মুক্ত ট্রেন ভ্রমন করতে চাই আমরা
দারুণ উদক
এটা একটা আবেগের সিদ্ধান্ত। জটিলতার মাত্রা কতখানি, সেটা কয়েকদিন পর ই বুঝা যাবে। ট্রেনের টিকিট কাটার এমন জটিল নিয়ম পৃথিবীর আর কোনো দেশে আছে বলে মনে হয় না।
হক কথা
যদি টিকেটে ব্যক্তির ছবি থাকে। সব সমস্যার সমাধান।
মহিউদ্দিন আমার ব্যাচম্যাট, খুবই ভালো করেছে।।
গুড
অসাধু টিকেট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাবস্তা না নিয়ে যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে সুফল পাওয়ার আশা হাস্যকর।