এলাহী মটরস মানে এলাহী কান্ডঃ সম্পন্ন টাকা ঋণ করে এই হাফেজ মাওলানা খত্বিব থেকে একটি ডিসকোভার ১২৫ সিসি গাড়ি নিয়েছি, বলেছে ৬৫০০ কিঃমিঃ চলেছে। কিন্তু কি এলাহী কান্ড করেছে শুনুনঃ ১। ১২৫ সিসি গাড়িতে পিছনের চাকাটা ১১০ সিসির লাগিয়ে দিছে ৭টি ওয়াসার দিয়ে পেকেট করে। তাও ব্রেক ড্রাম প্লেটটি ভাঙ্গা। ব্রেক শো কোনোরকম কাজ করে, যা পাল্টাতে হয়েছে। ২। সেলফ স্টার্ট নেয়না, ব্যাটারীটাও বাদ। পাল্টাতে হয়েছে। ৩। চাবি দিছে একটা। আবার ঘাড় লক হয়না। তাছাড়া সামনের চাকার মাঠঘাট ২/৩ ফুটা করা, কিন্তু উপর দিয়ে কালো স্টিকার লাগানো। সামনের হেডলাইটের বক্সটা ফাটা সাদা স্টিকার লাগিয়ে দিছে যেনো বুজা নায়। ৪। ক্লাস ক্যবল ছিড়া/ফাটা, সিবিএস ব্রেক ক্যাবল ছিলো কানেকশন ছাড়া। ৫। সাইট বক্সের কিট জোড়া তালি দেয়া, উপর দিয়ে রঙ করে দিছে যাতে করে বুজা না যায়। ৬। ব্যাক লাইটের বাল্প তো দূরের কথা হোল্ডারটাই গায়েব। ৭। সিটের নিচে এয়ার বক্সটা ফাটা, জোড়া তালি ঘাম দেয়া। মিস্ত্রি বলেছে এরার বক্স কেটে মাদক পাচার করে থাকে সাধারনত। আল্লাহ ভালো জানে। 👉 গাড়িটি নেয়ার পর এই সমস্যা গুলো টুকটাক অনেক কিছু পরিবর্তন করতে হয়েছ। কথা গুলো পেয়ে অনেকবার তাদের সাথে যোগাযোগ করে কোনো ভালো সার্ভিস তো দূরের কথা ভালো সান্তনা নামক কিছু পাইনি। একপর্যায়ে আমার কল ধরা বন্ধ করে দিয়েছে। হোয়ার্টসআপ ও সিম নাম্বার ব্লক করে দিছে আমার। প্রত্যেকটি কথা আল্লাহকে স্বাক্ষী রেখে বললাম। প্রমান দেখতে চাইলে ইনবক্স করতে পারেন। বিঃদ্রঃ অনলাইনে এসমস্ত মাওলানা, খত্বিব, হাফেজ নামে যারা প্রতারক রয়েছে এদের থেকে সাবধান থাকবেন। কষ্টের টাকার গাড়ি দেখে শুনে কিনবেন। আমি চাই আমার মতো আর কেউ প্রতারিত না হোন।
Muhtaram sf tar price kto
দাম কত পড়বে ভাই
এলাহী মটরস মানে এলাহী কান্ডঃ
সম্পন্ন টাকা ঋণ করে এই হাফেজ মাওলানা খত্বিব থেকে
একটি ডিসকোভার ১২৫ সিসি গাড়ি নিয়েছি, বলেছে ৬৫০০ কিঃমিঃ চলেছে। কিন্তু কি এলাহী কান্ড করেছে শুনুনঃ
১। ১২৫ সিসি গাড়িতে পিছনের চাকাটা ১১০ সিসির লাগিয়ে দিছে ৭টি ওয়াসার দিয়ে পেকেট করে। তাও ব্রেক ড্রাম প্লেটটি ভাঙ্গা। ব্রেক শো কোনোরকম কাজ করে, যা পাল্টাতে হয়েছে।
২। সেলফ স্টার্ট নেয়না, ব্যাটারীটাও বাদ। পাল্টাতে হয়েছে।
৩। চাবি দিছে একটা। আবার ঘাড় লক হয়না। তাছাড়া সামনের চাকার মাঠঘাট ২/৩ ফুটা করা, কিন্তু উপর দিয়ে কালো স্টিকার লাগানো। সামনের হেডলাইটের বক্সটা ফাটা সাদা স্টিকার লাগিয়ে দিছে যেনো বুজা নায়।
৪। ক্লাস ক্যবল ছিড়া/ফাটা, সিবিএস ব্রেক ক্যাবল ছিলো কানেকশন ছাড়া।
৫। সাইট বক্সের কিট জোড়া তালি দেয়া, উপর দিয়ে রঙ করে দিছে যাতে করে বুজা না যায়।
৬। ব্যাক লাইটের বাল্প তো দূরের কথা হোল্ডারটাই গায়েব।
৭। সিটের নিচে এয়ার বক্সটা ফাটা, জোড়া তালি ঘাম দেয়া। মিস্ত্রি বলেছে এরার বক্স কেটে মাদক পাচার করে থাকে সাধারনত। আল্লাহ ভালো জানে।
👉 গাড়িটি নেয়ার পর এই সমস্যা গুলো টুকটাক অনেক কিছু পরিবর্তন করতে হয়েছ। কথা গুলো পেয়ে অনেকবার তাদের সাথে যোগাযোগ করে কোনো ভালো সার্ভিস তো দূরের কথা ভালো সান্তনা নামক কিছু পাইনি। একপর্যায়ে আমার কল ধরা বন্ধ করে দিয়েছে। হোয়ার্টসআপ ও সিম নাম্বার ব্লক করে দিছে আমার। প্রত্যেকটি কথা আল্লাহকে স্বাক্ষী রেখে বললাম। প্রমান দেখতে চাইলে ইনবক্স করতে পারেন।
বিঃদ্রঃ অনলাইনে এসমস্ত মাওলানা, খত্বিব, হাফেজ নামে যারা প্রতারক রয়েছে এদের থেকে সাবধান থাকবেন। কষ্টের টাকার গাড়ি দেখে শুনে কিনবেন। আমি চাই আমার মতো আর কেউ প্রতারিত না হোন।