কক্সবাজারের দর্শনীয় স্থান | Cox's bazar tour | মহেশখালী দ্বীপ ভ্রমণ | Moheshkhali tourist spot | BD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • কক্সবাজারকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা যেভাবে স্বল্প সময়ে এবং স্বল্প বাজেটে কক্সবাজারের ৯০% ট্যুরিস্ট স্পট ঘুরে এসেছিলাম তারই গল্প শোনাব আজ। প্রথম দিন শ্রীমঙ্গল থেকে দুপুর ১টায় ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করি এবং সেখানে পৌছাই সন্ধ্যা ৭.২৫/৩০ এ। তারপর চট্টগ্রাম শহরে ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে রাত ১২.৩০টার বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেই( NB. রাতের বাসে গেলে যানযট এভোয়েড করা যায় এবং দ্রুততর সময়ে কক্সবাজারে পৌছা যায়। তারপরদিন সকাল থেকে আপনারা কক্সবাজারে চিল করার সুযোগ পাবেন।)। এই রুটে মার্সা, সৌদিয়া, সেন্টমার্টিন এবং ইম্পিরিয়াল পরিবহনের সার্ভিস সবচেয়ে ভালো। এদের এসি, নন এসি, স্লিপার কোচ সবই আছে। দাম-দর করে টিকেট নিয়েন। কক্সবাজার গেলে অনেকেই ফেন্সি হোটেলে থাকতে চান। এক্ষেত্রে আমার মতামত হলো যেহেতু আপনি সারাদিন ই সমুদ্রে থাকবেন নাহয় এদিক সেদিক ঘুরাঘুরি করবেন সেক্ষেত্রে নিরাপদ আর আরামদায়ক একটা হোটেল নিলেই ভালো। সুইমিং পুল আছে কিংবা রিসোর্ট টাইপের হোটেলে কস্ট বেশি পরে। ১ম দিনঃ কক্সবাজারে কিন্তু সকাল বেলা সূর্যোদয় টা এতো ভালো ভাবে দেখা যায় না। তাই সকালে ধীরেসুস্থে (১০/১১টায়)ঘুম থেকে উঠে নাস্তা করে বিচে যাবেন। নাস্তার ক্ষেত্রে যাচাই করে খাবার খাবেন। সারা দেশেই পর্যটক এরিয়াগুলোর খাবারের হোটেলের বদনাম শুনা যায়। যাই হোক শুরু করবেন সবচেয়ে জম-জমাট বিচ সুগন্ধা বিচ থেকে (এখানে লকার পাওয়া যায় যেখানে আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন)।ঝাপাঝাপি করুন। ছবি তুলুন (ওখানকার ফটোগ্রাফার হতে সাবধান)। স্পিড বোটে চড়ে পয়সা নস্ট করুন। যা ইচ্ছা করুন। সুগন্ধা থেকে সমুদ্রের তীর ধরে হাটতে হাটতে কলাতলী বিচে যান। সেখানেও ঝাপাঝাপি করুন। অফসিজনে দুইটা বিচার মাঝখানটা খুবই শান্ত-স্নিগ্ধ থাকে। দুপুর২/৩টার মধ্যে ঝাপাঝাপি শেষে, দাম-দর বুঝে একটা হোটেলে লাঞ্চ সেরে হোটেলে ফিরে ভালো মতো গোসল/স্নান করুন। তারপর বিশ্রাম নিন অথবা চাইলে আবার বিচে যেতে পারেন। সন্ধ্যার পর বিচ অনেক আরামদায়ক আর সুন্দর। দাম-দর করে সী-ফুড দিয়ে রাতের খাবার সারতে পারেন। ২য় দিনঃ চান্দের গাড়ি/অটো রিক্সা ভালো মতো সময় ও স্পটগুলো উল্লেখ করে দাম-দর করে মেরিন ড্রাইভের রাস্তার পাটোয়ার টেক, ইনানী বিচ, হিমছড়ি, কাকড়া বিচ ঘুরে দেখুন। চেষ্টা করবেন দাম-দর করার সময় ভিডিও করে রাখতে। কক্সবাজারে ভালো মানুষের পাশাপাশি ঠগেদের অভাব নেই। কাজেই নিজেকে নিরাপদ রাখতে হলে সতর্ক থাকবেন। এখানে বাইক ও ভাড়া পাওয়া যায়। ভালো মত তেল খরচা, কতদূর যাবেন ইত্যাদি বলে ভাড়া নিবেন( অবশ্যই হেলমেট ব্যবহার করবেন যদিও এসব বাইক পুলিশ ধরে না)। সবগুলো স্পট ঘুরে দেখে সন্ধ্যায় সানসেট দেখতে পারেন আবার সুগন্ধা বিচ অথবা হিমছড়ি পাহাড়ের চূড়া হতে। আমার কাছে প্যারাসেইলিং করার জন্য বেস্ট জায়গা কাকড়া বিচ। দুপুরের খাবার খেতে কিন্তু শহরে আসা লাগবে। সেক্ষেত্রে ওইদিকে যা পাবেন তাই দিয়ে লাঞ্চ সারতে পারেন। রাতে একটা অটো নিয়ে বার্মিজ মার্কেটে যেতে পারেন। দাম-দর করে আচার, অর্নামেন্টস ইত্যাদি কিনতে পারেন। সেখান থেকে ফিরে অবশ্যই বিচে যাবেন। রাতের বিচ খুব সুন্দর আর স্নিগ্ধ। ৩য় দিনঃ অটো নিয়ে সকাল সকাল চলে যান ৬নং ঘাটে। সেখান থেকে ট্রলার/স্পিডবোটে মহেশখালী চলে যান। মহেশখালীতে চাইলে সারাদিনের সবগুলা স্পট উল্লেখ করে অটো রিক্সা ভাড়া করতে পারেন নতুবা আমার ভিডিওতে দেখানো স্পট গুলো একের পর এক দেখে নিতে পারেন। মহেশখালী থেকে শুতকি কিনতে পারেন। তবে সামুদ্রিক শুটকি রান্না না জানলে কিনে লাভ নাই। মহেশখালীতে লাঞ্চ সেরে বিকালের দিকে ট্রলার/স্পিডবোটে রওয়ানা হতে পারেন। সন্ধ্যায় ফিরে যেতে পারেন কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে। তারপর চাইলে রাতের বাস এ বাড়ি ফিরতে পারেন। আমরা অবশ্য রাতেই চট্টগ্রাম ফিরেছিলাম।
    ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন।
    আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে ভুলবেন না।
    আমাদের ফেইসবুক পেইজ www.facebook.c...
    আমার ফেইসবুক প্রফাইল : / chamak.dey.07

ความคิดเห็น • 39

  • @riyaroy9365
    @riyaroy9365 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @ridoydeb8472
    @ridoydeb8472 2 หลายเดือนก่อน +1

    Onek.sundhor ❤❤

  • @Warrior_Dhrubo_TV
    @Warrior_Dhrubo_TV 2 หลายเดือนก่อน +2

    Awesome ❤❤🎉

  • @user-cu6dp2xy8j
    @user-cu6dp2xy8j หลายเดือนก่อน +1

  • @GourabgamerGourabgamei
    @GourabgamerGourabgamei 2 หลายเดือนก่อน +1

    Sai vaii❤❤

  • @257fprosenjitroy5
    @257fprosenjitroy5 2 หลายเดือนก่อน +1

    Sera bhai😍

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  2 หลายเดือนก่อน +1

      তুমি গেলে ত আরো মজা হইলো নে। আগামীবার আবার যাইমু। তখন থাকিও✌️

    • @257fprosenjitroy5
      @257fprosenjitroy5 หลายเดือนก่อน +1

      Bhai video dekkiea bhat kairam😂

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  หลายเดือนก่อน

      @@257fprosenjitroy5 khao khao

  • @shahjahanshiraj878
    @shahjahanshiraj878 หลายเดือนก่อน +1

    nice bondhu

  • @ShalahUddinDulal
    @ShalahUddinDulal หลายเดือนก่อน +1

    Sir seii oiseee❤

  • @arpitaarpi797
    @arpitaarpi797 2 หลายเดือนก่อน +1

    Sir ajk like comment korlam exam ar bade sure full video dekhmu🌚

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  2 หลายเดือนก่อน +1

      Kalk diner bela time koira dekilaio😀

    • @arpitaarpi797
      @arpitaarpi797 2 หลายเดือนก่อน +1

      @@HangoutwithCHAMAK aiccha sir apne koisoin jkhn te dekhmui🙏

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  2 หลายเดือนก่อน

      @@arpitaarpi797 aiccha. Thanks in advanced💖

  • @sanjidaenamchowdhury4245
    @sanjidaenamchowdhury4245 2 หลายเดือนก่อน +1

    Shundor hoise bhaiiii💝

  • @islamictv9661
    @islamictv9661 2 หลายเดือนก่อน +1

    ❤💜

  • @Mim-du9yw
    @Mim-du9yw 11 วันที่ผ่านมา

    Parasute ride korte per pes koto take lagece ? Please please please reply

  • @shantolajuk8595
    @shantolajuk8595 หลายเดือนก่อน +1

    Ai somoy Cox's Bazar gale ki kuno osubidha hobe vaia?

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  หลายเดือนก่อน

      @@shantolajuk8595 কোন অসুবিধা নাই। তবে এখন ত গরম। কক্সবাজারে এখন গেলে রোদে হাটতে একটু কস্ট হবে। তবে এখনও মজা পাবেন✌️

  • @bdbusbiketravel
    @bdbusbiketravel หลายเดือนก่อน +1

    Vai Moheshkhali ki bike niye jaoya jay?

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  หลายเดือนก่อน

      @@bdbusbiketravel জ্বি ভাই গাড়ি চলাচলের রুট আছে। চকোরিয়া থেকে যেতে হয়।

  • @GaziJannatunNaima
    @GaziJannatunNaima หลายเดือนก่อน +1

    ❤️🤍

  • @user-dv4ny9nm6k
    @user-dv4ny9nm6k หลายเดือนก่อน +1

    Vai apnader room bara koto chilo and koto tk baget chilo

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  หลายเดือนก่อน +1

      @@user-dv4ny9nm6k আমরা অফ সিজনে রমজানের টাইমে গেছিলাম। রুম ভাড়া অনেক কম ছিল। এবং সবমিলিয়ে আমাদের প্রতিজনে খরচ হয়েছে ৬৬০০ টাকা।

    • @user-dv4ny9nm6k
      @user-dv4ny9nm6k หลายเดือนก่อน +1

      Apnara koy jon giya chilen​@@HangoutwithCHAMAK

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  หลายเดือนก่อน +1

      @@user-dv4ny9nm6k আমরা ৬জন গিয়েছিলাম

    • @user-dv4ny9nm6k
      @user-dv4ny9nm6k หลายเดือนก่อน +1

      @@HangoutwithCHAMAK thank u vaiya,bolar jonno

    • @HangoutwithCHAMAK
      @HangoutwithCHAMAK  หลายเดือนก่อน +1

      @@user-dv4ny9nm6k সব সময় পাশে থাকবেন। যেকোন ইনফরমেশন প্রয়োজন হলে নক দিবেন।
      ধন্যবাদ💖

  • @Cr_Fahad
    @Cr_Fahad 2 หลายเดือนก่อน +1

    🤍🖤