উচ্চারণ : রব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা। (সুরা ফুরক্বান : আয়াত ৭৪) অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাক্বীদের জন্য আদর্শ স্বরূপ কর।
এভাবে উত্তর দেয়াটা কঠিন। ডিভোর্স হবার অনেক কারণ থাকে। একাধিক বিয়ে করা নারী-পুরুষদের মধ্যেও তো একাধিকবার ডিভোর্স হয়। তবে যারা সত্যি সংসারের প্রতি কেয়ারিং এবং সংসার টিকিয়ে রাখতে চায়, এবং পূর্বে সংসার করার অভিজ্ঞতা থাকে। তারা বেশিরভাগ চেষ্টা করেন যেন নতুন সংসার টা না ভাঙ্গে যেভাবেই হোক ধরে রাখতে। সেক্ষেত্রে দেখা যায় যারা দ্বিতীয়বার বিয়ে করে তাদের বিয়ের ভাঙ্গার হার কম প্রথমবার বিয়ে করা মানুষের তুলনায়।
সুন্দর আলোচনা
অনেক কৃতজ্ঞতা। অনুপ্রেরণা পেলাম ❤
উচ্চারণ : রব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা। (সুরা ফুরক্বান : আয়াত ৭৪)
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাক্বীদের জন্য আদর্শ স্বরূপ কর।
জাজাকাল্লাহ খাইরান
দরুদ পড়েছেন তো?
উচ্চারন: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।
- (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)
জাজাকাল্লাহ খাইরান
এডমিন ভাই বিধবা নারীকে বিয়ে করলে কি তালাকের সম্ভাবনা কম থাকে?
Reply please admin
এভাবে উত্তর দেয়াটা কঠিন। ডিভোর্স হবার অনেক কারণ থাকে। একাধিক বিয়ে করা নারী-পুরুষদের মধ্যেও তো একাধিকবার ডিভোর্স হয়।
তবে যারা সত্যি সংসারের প্রতি কেয়ারিং এবং সংসার টিকিয়ে রাখতে চায়, এবং পূর্বে সংসার করার অভিজ্ঞতা থাকে। তারা বেশিরভাগ চেষ্টা করেন যেন নতুন সংসার টা না ভাঙ্গে যেভাবেই হোক ধরে রাখতে। সেক্ষেত্রে দেখা যায় যারা দ্বিতীয়বার বিয়ে করে তাদের বিয়ের ভাঙ্গার হার কম প্রথমবার বিয়ে করা মানুষের তুলনায়।