কম খরচে সফট ফুড বানানোর নিয়ম || ককাটেল, লাভবার্ড, বাজরিগার, ফিন্স পাখিকে সফট ফুড কিভাবে দিবেন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #softfood কম খরচে #সফট_ফুড_বানানোর_নিয়ম, ককাটেল, লাভবার্ড, বাজরিগার, ফিন্স #পাখিকে_সফট_ফুড_কিভাবে_দিবেন।
    আজকের ভিডিও সাজানো হয়েছে লাভবার্ড, ককাটেল, ফিন্স, সহ সকল পাখির জন্য খুবি পুষ্টিকর খাবার সফটফুড তৈরি নিয়ে পাখির ব্রীডকালিন সময়-টাতে আমরা দেখে থাকি ৪ থেকে ৫ টা বা ৭টা বাচ্চা ফুটলেও শেষ পর্যন্ত ২-৩ টা বাচ্চা বেচে থাকে আর বাকি সব মারা যায়, বাচ্চা মারা যাওয়ার অনেক কারণ থাকলেও তারমধ্যে একটি অন্যতম কারন হলো বাচ্চার ক্রপ খালি বা বাচ্চার পেটে কিছু নাই, তার মানে ওর মা/বাবা ঠিক মতো খাওয়ায় না, এখন হয়তো আপনি বলবেন আমিতো ঠিক মতো সিডমিক্স দেই, বিশুদ্ধ পানি দেই, ঠিকঠাক মতো পাখির যত্ন নেই। তার পরেও ববেবি মারা যায় কেন? বেবি মারা যাওয়ার প্রধান কারণ হলো মা-বাবাকে সফট ফুড না দেয়া।
    ➡️➡️ #সফড_ফুড_কি?
    সফট ফুড হলো নরম খাবার যা ব্রীড কালীন সময়ে পাখিকে দেয়া আবশ্যক। তবে ব্রিড ছাড়াও পাখিকে সপ্তাহে ২থেকে ৩ দিন দিতে হয়। অনেকেই সফট ফুড বাজার থেকে কিনে পাখিকে খেতে দিচ্ছেন, তবে আমার মতে ঘরে নিজ হাতে বানানো সফট ফুড বাজারের সফট ফুডের তুলনায় অনেকটাই সাস্থ্যসম্মত ও নিরাপদ। বাজার থেকে কেনা সফট ফুডও আপনি দিতে পারেন এতে সময় বাঁচবে তবে বাজারে যে সফটফুড পাওয়া যায় তার অত্যাধিক মুল্য বৃদ্ধির জন্য আমার মত ছোট ব্রিডার বা যার ২/৪ জোড়া পাখি আছে তার পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। আবার এমনো হতে পারে বাজারের কেনা সফট ফুড আপনার পাখির শরিরে সুট না করে তাতে হিতে বিপরীত ও ঘটতে পারে। তাই কেনার আগে অবশ্যই ভালো মানের ও যাচাই-বাছাই করে কিনবেন।
    ✒️✒️ঘরে বানানো সফটফুডঃ
    নিজ হাতে বিভিন্ন পুষ্টিকর উপকরণ দিয়ে তৈরিকৃত ফুড হলো ঘরে বানানো সফট ফুড। এতে আপনার আদরের পাখির সাস্থে কোন বিরুপ তো পরবেই না বরং ওদের সু সাস্থ নিস্চিত হবে।
    আমি ব্যাক্তিগত ভাবে কস্ট করে হলেও ওদের জন্য ঘরে বানানো সফট ফুড দিয়ে থাকি।
    ✒️✒️ এবার আসি বানানোর রেসিপি নিয়েঃ
    যদি প্রতিদিনের টা প্রতিদিন বানাতে চান তাহলে সব উপকরনের পরিমান, পাখির সংখ্যা বুঝে নিতে হবে।
    কিন্তু আমি বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করব তাই বেশী করে বানাচ্ছি।
    তাহলে আসুন আমি কি উপকরণ কী পরিমাণে নেই এক এক করে দেখাই।
    আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সব উপকরণ একসাথে নিলাম।
    ➡️➡️আমি এখানে ১২৫ গ্রাম মুগডাল নিয়েছি।
    ➡️➡️পোলাও চাল নিয়েছি ১২৫ গ্রাম।
    ➡️➡️ডাব্লি নিয়েছি ১২৫গ্রাম।
    ➡️➡️ভুট্টা ভাঙ্গা নিয়েছি ২৫০ গ্রাম।
    একটা কথা মনে রাখবেন সফটফুড তৈরিতে ভুট্টা ভাঙ্গা এর পরিমাণ সবসময় দ্বিগুণ নিতে হয়।
    ➡️➡️তারপর গম নিয়েছি ১২৫ গ্রাম।
    ➡️➡️মসুর ডাল নিয়েছি 50 গ্রাম।
    আরেকটা কথা বলে রাখি মসুর ডাল পাখির গ্যাসের সৃষ্টি করতে পারে খাবার হজমের সমস্যা হতে পারে, তাই পরিমাণ একটু কমিয়ে নিতে হয়,
    ➡️➡️ছোলা বুট নিয়েছি ২৫০ গ্রাম।
    আমি এখানে খোসা ছাড়ানো ছোলা টা নিয়েছি। ভুট্টা ভাঙ্গার মত ছোলা বুটও সব উপকরনের চেয়ে দ্বিগুণ নিতে হয়।
    ➡️➡️ সবুজ মুগ ও হেলেন ডাল ১২৫ গ্রাম।
    সমস্ত উপকরণ মিলে আমার এখানে ১কেজি ৩০০ গ্রামের মতো হইছে। একটা কথা মনে রাখবেন যে উপকরণ যেটুকু নেন না কেন ছোলা বুট ও ভুট্টা ভাঙ্গা সবসময় দ্বিগুণ নিতে হয়। তারপর সমস্ত উপকরণ বড় বাটিতে মিক্স করে নিব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এমন ভাবে ধুতে হবে যাতে কোন প্রকার ধুলাবালি না থাকে। এরপর পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১০/১২ ঘণ্টা বা রাতে ভিজিয়ে রাখতে হবে, সকালে উঠে দেখবেন সমস্ত উপকরণ একদম ফুলেফেঁপে ডাবল হয়ে আছে এবং নরম হয়ে আছে।
    তারপর আর একবার ভালো করে ধুয়ে নিতে হবে এবং ময়লা পানি যতক্ষন বের হবে ততক্ষণ পর্যন্ত বার বার ধুতে হবে।
    ➡️➡️ধোয়া শেষ এবার সিদ্ধ করার পালা,
    রাইস কুকারে দিয়ে দিলাম কিভাবে সিদ্ধ করতে হয়ে সেটা আমরা সবাই জানি তাই আর বললাম না।
    বলক চলে আসছে এবং 30 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবং আমাদের সফট ফুড তৈরী হয়ে গেছে।
    দেখুন কত সুন্দর একটা রঙ আসছে এবং এমন মিষ্টি গন্ধ ছড়াচ্ছে মনে হয় যেন নিজেই খেয়ে ফেলি।
    তারপর ঠান্ডা করার জন্য বড় বাটিতে করে রেখে দিতে হবে। ঠান্ডা হলে পরে এমন হাতে করে দলা পাকিয়ে নিতে হবে, দলা যে কোন সাইজের হতে পারে।
    সবগুলো দল করা হয়ে গেল এমন জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে রক্ষণ করতে হবে।
    এবং উঠে পানিতে ভিজিয়ে রাখলে দলগুলো নরম হয়ে যাবে তারপর একটি চুলায় গরম দিয়ে ঠান্ডা করে পাখিকে পরিবেশন করা যাবে।
    আপনি চাইলে এগুলো সরাসরি পাখিকে দিতে পারেন। অথবা এর সাথে বিভিন্ন শাক সবজি ও সিদ্ধ ডিম মিক্স করে দিতে পারেন, অবশ্যই দেশি মুরগির ডিম বা কোয়েলের ডিম দিতে হবে। সপ্তাহে অন্তত ২ দিন। আর যখন বাচ্চা থাকবে তখন প্রতিদিন দিতে হবে।
    এখুন ওরা কত মজা করে খাচ্ছে।।
    _______________________________________________-------------------------------------------------------------------------------
    #প্রভাতী_বার্ডস_এভিয়ারি এই চ্যানেলে আপনি পাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু, ডায়মন্ড ঘুঘু, লাভ বার্ড, বাজরিগা, ককাটেল, গোল্ডিয়ান ফিঞ্চ ও কবুতর লালন পালন বিষয়ের ভিডিও।
    আমার সাথে যোগাযোগ করতে চাইল
    মোবাইল: +৮৮০১৭২৫৯২৭৭১৮
    ইমেইল: sohagahmed570@gmail.com
    ❣️❣️ Follow Us Socially
    ✒️Facebook: Sohag Ahmed
    / sohag.ahmed18
    ✒️FB Page: Sohag Ahmed / sohagahmed570
    ✒️Twitter: Sohag Ahmed
    / sohagah33598440
    ✒️Instagram: Sohag Ahmed
    / sohag_ahmed.18
    ✒️Intro Making :
    • How to Make 3D intro F...
    ✒️Background Music Credit:
    • JayJen & Hydroferric -...
    Track: Dreamland by JayJen & Hydroferric Free Download / Stream: fanlink.to/Dre...
    ✒️Thank you guys for Watching....
    #Lorikeet #Budgerigar #Bird #Love_Bird #Cockatiel #Goldian_Finch #Provati_Birds_Aviary #Bengali_Finch #Society_finch

ความคิดเห็น • 60

  • @newbikerrashde6634
    @newbikerrashde6634 ปีที่แล้ว

    খুব সুন্দর একটি ভিডিও।।

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। ভাললাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না 🥰

  • @mdshajahan2484
    @mdshajahan2484 2 ปีที่แล้ว +3

    উপকারী ভিডিও ধারণা ছিলনা ঘরে কিভাবে বানব, ধন্যবাদ তৈরী করে দেখানোর জন্য।

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আশাকরি সব সময় এভাবে পাশে থাকবেন।

  • @mdshajahan2484
    @mdshajahan2484 2 ปีที่แล้ว

    মাসাআল্লাহ... উপকারী ভিডিও...

  • @isratjerin4696
    @isratjerin4696 2 หลายเดือนก่อน +1

    Bhutta bhanga ta kothay pawa jabe.. Ami asto bhutta peyechi pakhir dokane..jeta shiddho korleo shokto theke jay

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 หลายเดือนก่อน

      ভুট্টা ভাঙা মুরগী ও গরুর খাবার যে সব দোকানে সেল করে ঐ সব দোকানে পাবেন এছাড়া যেখানে গম ধান ভুসি বিক্রি করে ঐসব দোকানেও পাবেন নিশ্চয়ই।

  • @abuhorira5558
    @abuhorira5558 หลายเดือนก่อน +1

    ভাই ককাটেল পাখির জন্য উপযুক্ত খাবার কোনটা

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  หลายเดือนก่อน

      th-cam.com/video/5u-IyFbR_M4/w-d-xo.html এ-ই ভিডিও টা দেখেন বিস্তারিত বলা আছে।

  • @SharminZinu
    @SharminZinu 2 หลายเดือนก่อน +1

    Vai,ai khaber ki tia pakhi khate parbe?

  • @rajuislam1343
    @rajuislam1343 หลายเดือนก่อน +1

    এগুলো ফিরিজ থেকে বের করে সরাসরি দেওয়া যাবে?

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  หลายเดือนก่อน

      না, নতুন করে গরম করে দিতে হয়।

  • @mohonamh9761
    @mohonamh9761 2 ปีที่แล้ว +1

    ওহহহ অনেক মজা....🐦🐦

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      হ্যাঁ অনেক মজা। ধন্যবাদ পাশে থাকার জন্য।

  • @jjhonolulu4230
    @jjhonolulu4230 ปีที่แล้ว +1

    Onek Darun hoyeche.ei khabar goolo ki cokatail k deya Jabe?

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  ปีที่แล้ว

      হ্যাঁ ককাটেলকে অবশ্যই দেয়া যাবে, এছাড়া লাভবার্ড, বাজরিগার, ফিন্স সহ যে সকল পাখি সফটফুড খায়, সবাইকেই দেয়া যাবে।

  • @alamshoheli4369
    @alamshoheli4369 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @NazrulIslam-dx4bg
    @NazrulIslam-dx4bg 6 หลายเดือนก่อน

    ami sobuj mug paini oita daini ar dabli khosa soho vijabo kono problem hobe ki please janaben❤❤

    • @NazrulIslam-dx4bg
      @NazrulIslam-dx4bg 6 หลายเดือนก่อน +1

      Please bolen

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  6 หลายเดือนก่อน

      হ্যাঁ খোশা সহ, আর সবুজ মুগ না দিলেও হবে।

  • @kaiumhasan9390
    @kaiumhasan9390 2 ปีที่แล้ว +1

    Helpful video...

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      ধন্যবাদ পাসে থাকার জন্য ❣️

  • @ummesadiajui2410
    @ummesadiajui2410 2 ปีที่แล้ว +1

    মাশাল্লাহ......🦜🦜🦜

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ। ধন্যবাদ পাসে থাকার জন্য।

  • @lutfiaakandaurbi4079
    @lutfiaakandaurbi4079 ปีที่แล้ว +1

    Sobji gula ki shiddho kore den?

  • @SAMI-tq2oe
    @SAMI-tq2oe 2 ปีที่แล้ว +1

    Vai bird sell kora nia video banan plz

  • @lulutv3051
    @lulutv3051 2 ปีที่แล้ว

    vai parrot, derbyan parrot ar khabar ar video dean

  • @NazrulIslam-dx4bg
    @NazrulIslam-dx4bg 6 หลายเดือนก่อน +1

    vaiya soft food ta gorom kivabe korbo direct patile na kivabe please bolben please

    • @NazrulIslam-dx4bg
      @NazrulIslam-dx4bg 6 หลายเดือนก่อน +1

      Please bolen

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  6 หลายเดือนก่อน

      যদি সফটফুড ফ্রিজের ডিপে সংরক্ষিত রাখেন এবং জমাটবদ্ধ থাকে তাহলে ডিপ থেকে বের করে রাখলে, বা রাতে ডিপ থেকে বের করে ফ্রিজের নরমালে রাখলে সকালে জমাট ছেড়ে যাবে তখন যতটুকু ভেজা ভেজা থাকে ঐ অবস্থায় চুলায় একটু টেলে নিলেই হবে। মানে একটু নেড়েচেড়ে গরম করে তারপর ঠান্ডা হলে পাখিকে দিবেন।

    • @NazrulIslam-dx4bg
      @NazrulIslam-dx4bg 6 หลายเดือนก่อน +1

      @@ProvatiBirdsAviary thaks

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  6 หลายเดือนก่อน

      @@NazrulIslam-dx4bg বুঝতে পারছেন?

    • @NazrulIslam-dx4bg
      @NazrulIslam-dx4bg 6 หลายเดือนก่อน

      @@ProvatiBirdsAviary haa

  • @souvikbisi6887
    @souvikbisi6887 2 ปีที่แล้ว

    Great video Dada.

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ 💞💞 আশা করি সব সময় পাসে থেকে সাপোর্ট দিয়ে যাবেন।

    • @souvikbisi6887
      @souvikbisi6887 2 ปีที่แล้ว

      @@ProvatiBirdsAviary off course dada.

  • @Sifata435
    @Sifata435 10 หลายเดือนก่อน +1

    Vai ai khabar ki site khaoyano jabe nh

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  10 หลายเดือนก่อน

      হ্যাঁ রেগুলার ১২ মাস খাওয়ানো যাবে।

  • @rupanchowdhury4701
    @rupanchowdhury4701 11 หลายเดือนก่อน

    Thanks dada

  • @mdtariqultareq346
    @mdtariqultareq346 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      ধন্যবাদ আশাকরি সব সময় এভাবে পাশে থাকবেন।

  • @drmiinu
    @drmiinu 2 ปีที่แล้ว

    Good

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ❣️❣️ পাশে থাকার জন্য

  • @shahariarshamim5140
    @shahariarshamim5140 ปีที่แล้ว +1

    ৬ দিনের বেশি বয়স হলে কি শুরু করা যাবে এই রেসিপি

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  ปีที่แล้ว +1

      ৬ দিন তো পরের কথা আমি আমার পাখিকে এই রেসিপি বাচ্চা যেদিন ফোটে সেই দিন থেকে দেয়া শুরু করি। আলহামদুলিল্লাহ কোন প্রবলেম নেই এবং বাচ্চার গ্রোথ স্বাভাবিক হয়।

    • @shahariarshamim5140
      @shahariarshamim5140 ปีที่แล้ว +1

      ভাই যে গরম,আমি ভুট্টা গম মুগ ডাল ছোলা খেসারির ডাল দিয়ে বানিয়ে ব্লেন্ডার করে পাউডার বানায় রাখছি

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  ปีที่แล้ว

      @@shahariarshamim5140 পাউডার দিয়ে কি করবেন?

    • @shahariarshamim5140
      @shahariarshamim5140 ปีที่แล้ว

      বাচ্চার চোখ ফুটছে একটা ই বাচ্চা, এখন কি হ্যান্ড ফিড করা লাগবে

  • @Mrmendu-2170
    @Mrmendu-2170 2 ปีที่แล้ว

    লাভ বার্ড কত গুলা আছে এখন?

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  2 ปีที่แล้ว

      বেশি নাই ৩/৪ পেয়ার আছে। ধন্যবাদ পাসে থাকার জন্য।

  • @sijanmou3744
    @sijanmou3744 หลายเดือนก่อน +1

    ব্যাকগ্রাউন্ড সাউন্ডে দিয়ে কি মজা পাইতেছেন। আপনি যে কি বলেন সেটা তো বুঝাই যায় না। আপনার কথা যদি বুঝে নাই যায় তাহলে এরকম ভিডিও দিয়েন না। আপনার কথার জন্য ভিডিও দেখি সাউন্ডের জন্য না।

    • @ProvatiBirdsAviary
      @ProvatiBirdsAviary  หลายเดือนก่อน

      ধন্যবাদ। পরবর্তীতে এই দিকে খেয়াল রাখব।

  • @3brosteam383
    @3brosteam383 2 ปีที่แล้ว

    ❤️❤️