রামসাগর দিনাজপুর | রামসাগর দিঘী | রামসাগর | দিনাজপুর রামসাগর | Ramsagor Dinajpur |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • This video is about historical Ramsagar Dighi of Dinajpur.
    রামসাগর দিনাজপুর | রামসাগর দিঘী | রামসাগর | দিনাজপুর রামসাগর | Ramsagor Dinajpur |
    বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক নিদর্শন সমূহের মধ্যে দিনাজপুরের রামসাগর অন্যতম। ঐতিহাসিক ভিত্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতি বৎসর অসংখ্য দেশী বিদেশী পর্যটককে আকর্ষণকরে এ রামসাগর। দিনাজপুর শহর থেকে প্রায় ৮কিঃমিঃ সোজা দক্ষিণে রাস্তার পাশে অবস্থিত রাম সাগরের জলভাগের আয়তন ৭৭ একর, তবে চারিদিকে টিলাকৃতির পাড়সহ আয়তন মোট ১৪৭ একর। ১৫০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বেলে পাথরে বাঁধাই করা দীঘির প্রধান ঘাট সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। রামসাগরের গভীরতা প্রায় ৩০ ফুট। এই সুগভীর দীঘির জল কোনদিনই শুকায় না। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দীখানের সময়ে ১৭৫০থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে দীঘিটি খনন করেন। সে সময় খরা জনিত দুর্ভিক্ষ পীড়িত লোকদের কর্মসংস্থান ও পানির প্রয়োজন মেটানোর জন্য রাজা এ দীঘি খনন করেছিলেন বলে জানা যায়। বর্তমানে অসংখ্য গাছপালায় সুসজ্জিত এ দীঘির পানিতে এর প্রতিচ্ছবি ও সুবিশাল জলরাশি মিলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়েছে। রামসাগরে প্রতি বৎসর প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক পর্যটকএর অপূর্ব সৌন্দর্য এবং দৃশ্যউপভোগ করতে আসেন।সরকারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রামসাগরের সামগ্রিক উন্নয়নের জন্য বর্তমানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
    আমার সাথে ট্যুর করার জন্য আমার গ্রুপটিতে জয়েন করতে পারেন গ্রুপের লিংক দিয়ে দিলাম। ভ্রমণের আরও ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন।
    ফেসবুক পেজ লিংক :www.facebook.c...
    #Instagram ID : / travelwitha. .
    Travel With Arafat ( ফেসবুক গ্রুপ লিংক) : / 32302. .
    আমি চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য বিশ্বের দরবারে তুলে ধরার, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রেরণা দিবেন। আমি অনেক পরিশ্রম করে ভডিও বানাই আমার ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন।
    আমার চ্যানেলে বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য দেখতে পাবেন।
    রামসাগর দিনাজপুর, রামসাগর দিঘী, রামসাগর, দিনাজপুর রামসাগর, Ramsagor Dinajpur, রামসাগর দিঘী দিনাজপুর,রামসাগর জাতীয় উদ্যান,রামসাগর মন্দির,ঐতিহাসিক রামসাগর দিঘী,রামসাগরের ইতিহাস,ramsagar dighi dinajpur,ramsagor dinajpur,travel dinajpur,dinajpur ramsagor park,dinajpur rajbari,dinajpur travel guide,dinajpur district,dinajpur tour,dinajpur tourist places,tourist place in dinajpur,dinajpur,tourist place,Ramsagor Dighi,Ramsagar Dighi Dinajpur,Ramsagar Dighi,Historical,

ความคิดเห็น • 6

  • @mdrafimdrafi9119
    @mdrafimdrafi9119 ปีที่แล้ว

    Vai big fan... Onke valobashi apnek 🥀☺️🖤

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  ปีที่แล้ว

      অবিরাম ভালোবাসা আপনার জন্য।

  • @huulhaalluthador4004
    @huulhaalluthador4004 ปีที่แล้ว

    Very nice good video

  • @tapanbarman8912
    @tapanbarman8912 ปีที่แล้ว

    এখনও সফলতা পাইনি 😭😭😭 কিন্তু আপনাদের আসিরবাদে অনেক দূর এগিয়ে এসেছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের 🙏🙏💖💕💕❤️❤️💗💗💗💗🙏🙏🙏🙏😭😭😭😭💖💖💖💖💖💖💖