স্বামী বিবকানন্দ তার চিঠিতেও entrepreneur mindset নিয়ে উৎসাহিত করেছেন। প্রথম দিকে রামকৃষ্ণ মিশনের আর্থিক সুব্যবস্থার জন্য উদ্বোধন প্রেস এর ভুমিকা নিয়ে একটা পর্ব করার অনুরোধ রইল
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ব্যবসা দিয়ে সমাজে বিদ্যা ও যেমন ছড়িয়ে দিয়েছিলেন তেমন ভাবেই অনেক ট্যাবু ও ভেঙে দিয়ে গেলেন। আজ ও ওনার ব্যক্তিত্ব এর প্রতি টা কনা প্রাসঙ্গিক । ধন্যবাদ এরকম ভিডিও শেয়ার করার জন্য। বিদ্যাসাগর এর সঙ্গে মহারাষ্ট্রে এর সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে র অনেক মিল আছে।
অবশেষে ভিডিও পেলাম ❤ আজকে বাংলাদেশে যেহেতু ঝড়ো হাওয়ার বইছে আমাদের ইতিহাস ক্লাসে হঠাৎ করে ভূতের কথা শুরু হয় এমন সময় আমাদের স্যার বললো যে কে ভূতের ইতিহাস বা গল্প করতে পারবে তারপর আমি গেলাম যে তোমার ভূতের এপিসোডটা থেকে বেশ খানিকটা বললাম। স্যার দেখালাম বেশ খুশি হয়েছে। তোমাকে ধন্যবাদ দাদা 😊
@PrithaSanyal আচ্ছা আমার একটা কৌতুহল অনেক দিন ধরে রয়েছে পারলে সাহায্য করবেন - বাংলাদেশে প্রাথমিক স্তরে ইতিহাস কি মুক্তিযুদ্ধের সময়কাল থেকে পড়ানো হয় নাকি ভারতের মতোই পুরনো পাথরের যুগ থেকে শুরু করে হরপ্পা, মহেঞ্জোদারো হয়ে নেতাজি, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেনদের স্বাধীনতা আন্দোলনও পড়ানো হয় ?
এই ভোটের বাজারে বাঙালির কালচারাল অবক্ষয় দেখে মুষড়ে পরি, তারপর আপনার ভিডিও গুলো আবার আশা জাগায়। অত্যন্ত ভালো উপস্থাপনা। এরকম শিক্ষণীয় ভিডিও আরও আসুক। ❤
আমরা বিদ্যাসাগর মশাই কে জানি তার শিক্ষা সম্প্রসারণ, বিধবা বিবাহ প্রচলন, বর্ণপরিচয় এর জন্য। কিন্তু তিনি যে একজন ব্যবসায়ী ছিলেন সেটা আমরা অনেকেই জানতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সামনে ওনাকে এই রূপে তুলে ধরার জন্য ❤❤❤❤
এই জন্যই এই চ্যানেল টা এত ভালো লাগে। আপনি সবসময় নতুন জিনিস জানতে সাহায্য করেন। বিদ্যাসাগরকে নতুন রূপে জানতে পেরে খুব ভালো লাগলো। এই ধরণের ভিডিও মানুষকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ 🙏
দাদা, ভাবছি স্কুল জীবনের পর নিজের একটি ব্যবসা শুরু করব। তাই আপনার কাছ থেকে কিছু suggestion চাই, বলতে পারেন এখন কোন ব্যবসা গুলো ভালো চলছে যেখানে ব্যবসার "অবস্থান" বড়ো factor নয় । আর টাকার জোগাড় কথা দিয়ে করতে পারি ? বাবার কাছে হাত পাততে চাইনা। আর একটা রিকোয়েস্ট, এখন বাংলায় কোন কোন ব্যবসা ভালো চলছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন (যে ব্যবসাতে বেশি টাকা খরচ করতে হয় না থেকে যে ব্যবসা তে প্রচুর পরিমানে টাকা খরচ করতে হয়) ? আপনার ভিডিওটি খুব ভালো লাগলো (শেয়ারও করে দিয়েছি)😊
দাদা, আমি আপনার কাছ থেকে একটি বিশেষ ভিডিও চাইছি। আমাদের দুই বাংলায় বহু হিন্দু পির বাবার পুজো করে , মেলা বসায়, উৎসবে মেতে ওঠে । আমি চাই এই পির বাবার উপর একটা ভিডিও আপনি নিশ্চয় বানান।
বাঙালীর পোশাক নিয়ে তোমার একটা ভিডিও আছে, তবে আর একটা ভিডিও করলে ভাল হয়, বিশেষ করে later Guptas আর শশাঙ্কের আমল থেকে মোগল আমল পর্যন্ত, হিন্দু, মুসলিম পুরুষ ও মহিলা, ও সৈন্যদের পোশাকের বিবর্তনটা একটু তুলে ধর।
@@Anirban_das আপনাকে আলাদা করে আর কি বলবো, কিন্তু ওটা একটা রূপক, ভাতের যেমন নিজস্ব কোনো স্বাদ বা গুণ নেই শুধু পেটের গর্ত ঠেসে ভরাট করার কাজে লাগে, তেমনি বাঙালি সমাজের চারিদিকে পাইকারি হারে গিজগিজ করছে যেসব পাবলিক যাদের বলার মতো কোনো বৈশিষ্ট বা গুণ তো নেই উপরন্তু উৎকর্ষের চর্চার থেকেও তারা সচেতন ভাবে দূরে থাকে তাদের বোঝাতেই …
Darun. Sunte sunte atotai mugdho hoye gechhilam j sese jokhon bolle like r share kore dite r comment e janate ei porbo kamon laglo tokhon cursor video te nie gie dekhi time almost ses. Chaliye jao dada. Sathe jamon achhi theke jabo evabe enrich korle.
@@Sriman.SohamSaha2007 বন্ধু ভালো আছো তো? তোমারই সহপাঠী জিতাদিত্যর থেকে তোমার ব্যাপারে জানলাম তা 5 তারিখের সম্বর্ধনা অনুষ্ঠানে আসছো তো? দেখা হচ্ছে তাহলে ওই দিন
আচ্ছা স্যার , হিন্দু প্রথায় একজন মৃত মানুষ কে যখন শ্মশানে নিয়ে যাওয়ার সময় তার সামনে খই ছড়ানো হয় কেন.. ? স্যার , খই ছাড়া তো অন্য কিছু..ও তো ছড়ানো যেতে পারতো , এমন টা নয় কেন ..?
Dada may be there is a prblm in ur Channel still because we cann't show how much people like in ur video like previous videos... I think there may be a technical issue
ইন্দ্র মিত্রর * করুণা সাগর বিদ্যাসাগর * বইটি যদি আপনার পড়া না থাকে তাহলে দয়া করে একবার পড়বেন এই অনুরোধ জানাচ্ছি। বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে এত তথ্য নির্ভর বই আমি অন্ততঃ পড়িনি। যদি ধৃষ্টতা করে থাকি মার্জনা করবেন।
স্বামী বিবকানন্দ তার চিঠিতেও entrepreneur mindset নিয়ে উৎসাহিত করেছেন। প্রথম দিকে রামকৃষ্ণ মিশনের আর্থিক সুব্যবস্থার জন্য উদ্বোধন প্রেস এর ভুমিকা নিয়ে একটা পর্ব করার অনুরোধ রইল
বিদ্যাসাগর মশাই যে ঠিক কতগুলো বিষয়ে আমাদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা রাখতেন সেইটা ভেবে মাঝে মাঝে মোহিত হয়ে পরি। 🙏
😊 please Share
@@Anirban_das অবশ্যই
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ব্যবসা দিয়ে সমাজে বিদ্যা ও যেমন ছড়িয়ে দিয়েছিলেন তেমন ভাবেই অনেক ট্যাবু ও ভেঙে দিয়ে গেলেন। আজ ও ওনার ব্যক্তিত্ব এর প্রতি টা কনা প্রাসঙ্গিক । ধন্যবাদ এরকম ভিডিও শেয়ার করার জন্য। বিদ্যাসাগর এর সঙ্গে মহারাষ্ট্রে এর সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে র অনেক মিল আছে।
❤️🙏🏻
অবশেষে ভিডিও পেলাম ❤
আজকে বাংলাদেশে যেহেতু ঝড়ো হাওয়ার বইছে আমাদের ইতিহাস ক্লাসে হঠাৎ করে ভূতের কথা শুরু হয় এমন সময় আমাদের স্যার বললো যে কে ভূতের ইতিহাস বা গল্প করতে পারবে তারপর আমি গেলাম যে তোমার ভূতের এপিসোডটা থেকে বেশ খানিকটা বললাম। স্যার দেখালাম বেশ খুশি হয়েছে।
তোমাকে ধন্যবাদ দাদা 😊
😁
@PrithaSanyal আচ্ছা আমার একটা কৌতুহল অনেক দিন ধরে রয়েছে পারলে সাহায্য করবেন - বাংলাদেশে প্রাথমিক স্তরে ইতিহাস কি মুক্তিযুদ্ধের সময়কাল থেকে পড়ানো হয় নাকি ভারতের মতোই পুরনো পাথরের যুগ থেকে শুরু করে হরপ্পা, মহেঞ্জোদারো হয়ে নেতাজি, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেনদের স্বাধীনতা আন্দোলনও পড়ানো হয় ?
@@SurPriseDBubleTeA হরপ্পা ও পাথরের যুগ থেকে পড়ানো হয়
@@PrithaSanyal ধন্যবাদ
Vidyasagar somporke ei ojana tothyo dewar jonne onk onk dhonnobad dada
oshadharon hoeche bhai video ta..
ধন্যবাদ 🙏🏻
এই ভোটের বাজারে বাঙালির কালচারাল অবক্ষয় দেখে মুষড়ে পরি, তারপর আপনার ভিডিও গুলো আবার আশা জাগায়। অত্যন্ত ভালো উপস্থাপনা। এরকম শিক্ষণীয় ভিডিও আরও আসুক। ❤
সঙ্গে থাকবেন ❤️
আমরা বিদ্যাসাগর মশাই কে জানি তার শিক্ষা সম্প্রসারণ, বিধবা বিবাহ প্রচলন, বর্ণপরিচয় এর জন্য। কিন্তু তিনি যে একজন ব্যবসায়ী ছিলেন সেটা আমরা অনেকেই জানতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সামনে ওনাকে এই রূপে তুলে ধরার জন্য ❤❤❤❤
সঙ্গে থাকবেন 🙏🏻
এই জন্যই এই চ্যানেল টা এত ভালো লাগে। আপনি সবসময় নতুন জিনিস জানতে সাহায্য করেন। বিদ্যাসাগরকে নতুন রূপে জানতে পেরে খুব ভালো লাগলো। এই ধরণের ভিডিও মানুষকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ 🙏
❤️
যাক শেষপর্যন্ত নতুন ভিডিও চ্যানেলে দিতে পারলে....
তোমার ঐতিহাসিক ভিডিও গুলো থেকে অনেক কিছু জানা যায়
😊
Darun darun darun laglo..
😊❤️
বাংলা ভাষা তার সৌন্দর্য পায় বাঙালির জন্য, যার অন্যণ প্রমাণ আপনি|
অবিরাম ভালবাসা, বাংলা কেন এত মধুর তা নিয়ে একটি পর্ব করবেন আশা করি.❤
সঙ্গে থাকবেন 🙏🏻
👏👏👏
দাদা, ভাবছি স্কুল জীবনের পর নিজের একটি ব্যবসা শুরু করব। তাই আপনার কাছ থেকে কিছু suggestion চাই, বলতে পারেন এখন কোন ব্যবসা গুলো ভালো চলছে যেখানে ব্যবসার "অবস্থান" বড়ো factor নয় । আর টাকার জোগাড় কথা দিয়ে করতে পারি ? বাবার কাছে হাত পাততে চাইনা। আর একটা রিকোয়েস্ট,
এখন বাংলায় কোন কোন ব্যবসা ভালো চলছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন (যে ব্যবসাতে বেশি টাকা খরচ করতে হয় না থেকে যে ব্যবসা তে প্রচুর পরিমানে টাকা খরচ করতে হয়) ? আপনার ভিডিওটি খুব ভালো লাগলো (শেয়ারও করে দিয়েছি)😊
আপনি তো মশাই সৌরভ গাঙ্গুলী র থেকে ও ভালো গুগলি দিলেন না বিধবা বিবাহ, না বর্ণ পরিচয় একেবারে ব্যাবসায়ী বিদ্যাসাগর?, দারুন হয়েছে 👌👌
ওসব তো বাজারে অনেক রয়েছে 😅
খুব সুন্দর, অসাধারণ একটি উপস্থাপনা। অন্যরকম ভাবে আজ আপনার জন্য নতুন করে আবার বিদ্যাসাগর মহাশয় কে জানতে পারলাম। অভূতপূর্ব... ❤❤
শেয়ার করবেন 🙏🏻❤️
@@Anirban_das hmm ☺️
নোটিফিকেশন পেয়েছি। ভালো লাগলো আজকের পর্ব। আরো বাংলার ইতিহাস জানতে চাই
🙏🏻🙏🏻
অনবদ্য তথ্য দাদা👍👍
❤️🙏🏻
দাদা, আমি আপনার কাছ থেকে একটি বিশেষ ভিডিও চাইছি। আমাদের দুই বাংলায় বহু হিন্দু পির বাবার পুজো করে , মেলা বসায়, উৎসবে মেতে ওঠে । আমি চাই এই পির বাবার উপর একটা ভিডিও আপনি নিশ্চয় বানান।
❤️
Sir apnar video ta khub valo laglo.
Thank you
সঙ্গে থেকো 🙏🏻
@@Anirban_das ok sir
শুনে খুব ভালো লাগলো তবে আপনার বক্তব্যের সাপেক্ষে কিছু তথ্য প্রমান বা source যদি দিয়ে দেন তাহলে আরো খুশি হতাম।
বিদ্যাসাগরের জীবনী নিয়ে বহু লেখালিখি রয়েছে। যেকোনো একটা দেখতে পারেন
BIDYASAGAR JINDAWAD !👍👍👍
🙏🏻
Darun tathya👍👍
Prachin banglar/bharater biggancharcha bishayak video ta please banio dada
❤️
দারুন 🙂
🙏🏻
❤
😊❤️
খুব ভালো হয়েছে দাদা ❤🎉।।বহুদিন আপনার ভিডিও দেখা হয়ে ওঠেনি পড়াশোনার ব্যস্ততার কারণে, কিন্তু আপনার চ্যানেলের পাশে রয়েছি।।
ধন্যবাদ দাদা 😊।।
😊❤️
এরকম বৃহৎ তথ্য সত্যিই মুগ্ধ করলো স্যার।
শেয়ার করবেন ❤️
❤😮😊akdom.....darun.....hoi6he....
😊🙏🏻
Daroon video ta.... Anek natun kichu janlam....
ধন্যবাদ 🙏🏻
বাঙালীর পোশাক নিয়ে তোমার একটা ভিডিও আছে, তবে আর একটা ভিডিও করলে ভাল হয়, বিশেষ করে later Guptas আর শশাঙ্কের আমল থেকে মোগল আমল পর্যন্ত, হিন্দু, মুসলিম পুরুষ ও মহিলা, ও সৈন্যদের পোশাকের বিবর্তনটা একটু তুলে ধর।
করবো
WONDERFUL BOY.CARRY ON
😊🙏🏻
মুগ্ধতার সাথে শুনলাম🙏🏻
শেয়ার করবেন 🙏🏻
ঠিক এরকমই একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম।। অনেক সমৃদ্ধ হলাম।
সঙ্গে থাকবেন 🙏🏻
Khub valo laglo
🙏🏻
খুব সুন্দর, দাদা। বাংলাদেশ থেকে দেখছি।💞💞
শেয়ার কোরো আর সঙ্গে থেকো
দারুন।
❤️
khub sundor laglo onek notun jinis jante parlam ja age jantam na ,dhonnobad erom ekti video uposthapona korar jonno
শেয়ার করবেন 🙏🏻
ধন্যবাদ।
❤️
নোটিফিকেশন আসতেই চলে এলাম আর লাইক করে দিলাম। 😊
😊
Bah bah besh valo laglo ❤
❤️❤️
Osadharon...... Darun laglo Sir ❤❤❤❤❤❤❤❤❤
শেয়ার করবেন 🙏🏻
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর যাই হোক "ভেতো বাঙালি" ছিলেন না - বাঘ বাঙালি ছিলেন
ভাত থেকে ভেতো
@@Anirban_das আপনাকে আলাদা করে আর কি বলবো, কিন্তু ওটা একটা রূপক, ভাতের যেমন নিজস্ব কোনো স্বাদ বা গুণ নেই শুধু পেটের গর্ত ঠেসে ভরাট করার কাজে লাগে, তেমনি বাঙালি সমাজের চারিদিকে পাইকারি হারে গিজগিজ করছে যেসব পাবলিক যাদের বলার মতো কোনো বৈশিষ্ট বা গুণ তো নেই উপরন্তু উৎকর্ষের চর্চার থেকেও তারা সচেতন ভাবে দূরে থাকে তাদের বোঝাতেই …
@@Anirban_daskhata batra valo kore bolbi vaii ....
Veto bangali mane ....?
Khub sundor video.Tar sathe ato sundor uposthapona.❤❤❤❤
🙏🏻❤️
Darun. Sunte sunte atotai mugdho hoye gechhilam j sese jokhon bolle like r share kore dite r comment e janate ei porbo kamon laglo tokhon cursor video te nie gie dekhi time almost ses. Chaliye jao dada. Sathe jamon achhi theke jabo evabe enrich korle.
সঙ্গে থেকো ❤️
@@Anirban_das Undoubtedly dada
@@DropboxWriters 😊
তোমার প্রতাবরতণ খুব ভাল লাগছে , আর এই ব্যবসাই বিদ্যাসাগর জানা ছিলোনা thanks you
সঙ্গে থাকবেন 😊❤️
@@Anirban_das অবশ্যই দাদা
@@Subarna_army_girl ❤️
Bhalo legechhe protibedon ti..👍
সঙ্গে থাকবেন 😊
@@Anirban_das Hya.. 👍
Very.good.vedio...Notun.kichu.jantey.parlam...Dhanyabad...
😊🙏🏻
অসাধারণ❤
❤️❤️
সত্যি, তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে। ধন্যবাদ তোমায়।
সঙ্গে থাকবেন 🙏🏻
Darun hoyeche
ধন্যবাদ, শেয়ার করবেন ❤️
খুব সুন্দর। অনেক অজানা তথ্য জানতে পারলাম। ❤️
🙏🏻❤️
akdam natuninformation pelam,kintu dada anek din dhore chaichi collegestreet r etihas. kobe pabo?
দেখি
নতুন করে দেখা। ভালো লাগলো।।
শেয়ার করবেন 🙏🏻
Darun darun darun dada❤❤
🙏🏻❤️
অসাধারণ।।
ধন্যবাদ ❤️
Dada apner sob video thake kechou na kechou notun jante pare tamone ei videota thakeo onek kechou janlam kub valolaglo .ero egea jao 😊
শেয়ার করে দিয়ো
Thank you for the information
My pleasure ❤️
Very rarely discussed this aspect of his life. Thanks for highlighting this.
ধন্যবাদ 🙏🏻
Darun laglo bhai
Apnar msg ta hariye gechilo. Facebook ba instagram er msg a apnar channel er link ta deben
Well come back
😊🙏🏻
দারুণ লাগলো।
ধন্যবাদ।
❤️
Khub bhalo laglo dada. 🙂
Please share ❤️🙏🏻
Khub valo
Please share ❤️
দারুন 🙏
😊❤️
Tomar opurbo byakhay mugdho holam , agiye jao 😊
সঙ্গে থাকবেন ❤️
Bhai hobo goo , tui bolte paro ☺️😁
Ar songe too thakboi , bangalir bangaliana tule dhoro j
💗💙
@@rounakpal9327 ❤️❤️
ei rokom video aaroo chai
শেয়ার করে দেবেন ❤️
বরাবরের মতই ভালো। বাংলার ফুটবল ও ফুটবল ইতিহাস নিয়ে একটি পর্ব চাই
th-cam.com/video/I9Whpkg_J-I/w-d-xo.htmlsi=LTd0tm_tO5ZLYyOz
@@Anirban_das ওও আচ্ছা ধন্যবাদ।
এটা বেশ পুরনো, নতুন আরেকটি করেন আরো বিস্তারিত তথ্য দিয়ে।
দারুন একটা এপিসোড। এরকম আরো চাই। ভালো থাকবেন।
শেয়ার করবেন 🙏🏻
Bah! Unique infos about Vidyasagar! Very nice content! From US keep posting! ❤
Please Share ❤️😊
খুব সুন্দর দাদা
ধন্যবাদ 🙏🏻😊
@@Sriman.SohamSaha2007 বন্ধু ভালো আছো তো? তোমারই সহপাঠী জিতাদিত্যর থেকে তোমার ব্যাপারে জানলাম তা 5 তারিখের সম্বর্ধনা অনুষ্ঠানে আসছো তো? দেখা হচ্ছে তাহলে ওই দিন
@@joydip9044 আসছি। তোমার নামটা কী?
দারুন হয়েছে দাদা❤আপনি বাঙালি ব্যাবসায়ীদের নিয়ে একটা ভিডিও করুন❤
❤️❤️
দারুন
🙏🏻❤️
যেই শুনলাম সঞ্জীব সান্যাল নামক কুলাঙ্গারটা থাকবে যাওয়ার সব ইচ্ছে চলে গেল
❤ from Kolkata.
❤️
ভারতীয় নৃত্যের ইতিহাস নিয়ে একটি video বানাবেন please 🙏🏻💗
❤️
সত্যি জানতাম না, মানুষটার এই দিকটাও এত উজ্জ্বল।
❤️❤️
বিদ্যাসাগরের যে এ গুণও ছিল তা কোনওদিন জানতাম না।
😊
❤❤
❤️
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏻
Vidya - Buddhi - Byabsa niye Dayarsagor 🙏 er video anekgulo share korechhi 😊😍
😊❤️
Dada jokhon hack hoy bhabechilam ar ei rokom video pabo na video paye khub bhalo laglo.
শেয়ার করে দিয়ো ❤️🙏🏻
❤❤🎉🎉
❤️
Notification ta anakdin por thhik thhak esheche ☺️.
দেখে জানাবেন 🙏🏻
@@Anirban_das byabsayi kothata , maney businessman word ta sufficient noi e dhoroner manusher jonno, entrepreneur maney udyogpati jathjatho 😊. Darun hoyechhe jodio arektu chahida chhilo 😌.
Ramkrishna deb ebong swami vivekananda deye ekta details episode korun plz😊
❤️
নমস্কার স্যার,আপনাকে তো অনেক দিন দেখি না
প্রতি সপ্তাহতেই আসি
Tomar background picture khub sundor hoeche, oita ekta chapa machine monehoi. Bidhya sagor moshai er kotha eitukui jantam r sotidaho r moto ekta joghonno protha bondho korechilen.
হ্যাঁ ❤️
সতীদাহ বন্ধ করেছিলেন রাম মোহন আর বিদ্যাসাগর চালু করেছিলেন বিধবা বিবাহ।
Dada akta video banio banglar ancholik lok kahini o tar etihas niya
Aktar boro porbo banio
❤️🙏🏻
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 🇧🇩
❤️🙏🏻
খুব ভালো ।এইজন্য তাাকে বিদ্যাবণিক বলা হয়।
পদবীর ইতিহাস ২য় ভাগ শোনা হয় নি। দেওয়া যাবে কি ?
আগের সপ্তাহে পোস্ট হয়েছে
Adar byapari jahajer khobor niye ki korbe...eta oneker kachei sunechi, kintu er pichoner itihas ta apner kach theke sunte chai
❤❤❤ first comment💬 like please love you dada❤
❤️
Bhai tmr video khub bhalo lage
Tmi kun app a video editing koro
Lumafusion
@@Anirban_das tnq
Galagalir ইতিহাসের video ta kobe asbe sir??
কিছুদিন পর। এখন সবে হ্যাক থেকে উদ্ধার হয়েছে, রিস্ক নেওয়া যাবে না
আচ্ছা স্যার , হিন্দু প্রথায় একজন মৃত মানুষ কে যখন শ্মশানে নিয়ে যাওয়ার সময় তার সামনে খই ছড়ানো হয় কেন.. ?
স্যার , খই ছাড়া তো অন্য কিছু..ও তো ছড়ানো যেতে পারতো , এমন টা নয় কেন ..?
Chandraketugarh er itihas niye 1ta porbo korben please?
করবো। একটু ফান্ডিং জোগাড় করি। 😊
@@Anirban_das অপেক্ষায় রইলাম।
বাংলার বোধহয় আবার একটা রেনেসাঁ প্রয়োজন।
🙏🏻
Dada may be there is a prblm in ur Channel still because we cann't show how much people like in ur video like previous videos... I think there may be a technical issue
চ্যানেল পুরো reset হয়েছে হ্যাক হবার পর। দেখতে হবে
@@Anirban_das hein setai
boudi, exit poll dao :D
ইন্দ্র মিত্রর * করুণা সাগর বিদ্যাসাগর * বইটি যদি আপনার পড়া না থাকে তাহলে দয়া করে একবার পড়বেন এই অনুরোধ জানাচ্ছি। বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে এত তথ্য নির্ভর বই আমি অন্ততঃ পড়িনি।
যদি ধৃষ্টতা করে থাকি মার্জনা করবেন।
🙏🏻❤️