আমেরিকায় eye insurance না থাকলে eye checkup করাতে কেমন খরচ পড়ে..গেলাম আজ চোখটা দেখাতে অন্য শহরে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 778

  • @shuvradebroydatta2954
    @shuvradebroydatta2954 ปีที่แล้ว +2

    ফোনটা তুলেই তোমার ভিডিওর অপেক্ষায় থাকি কিন্তু ভিডিও আপলোড হওয়ার পর যখন কাজের জন্য দেখতে না পারি বড্ড রাগ হয়।। এমনি থেকো সারাজীবন। আমরা অনেক মানুষ এখানে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি।

  • @sumanatechworld6427
    @sumanatechworld6427 ปีที่แล้ว +2

    নোংরামি, অশ্লীলতা , গালিগালাজ‌ না করেও কনটেন্ট ক্রিয়েট করা যায় তার প্রমাণ হলেন ইনি 🌻💜.....
    যেমন সুন্দর সে দেখতে তেমনই সুন্দর তার ব্যবহার, কথাবার্তা, ভিডিও এবং তার পরিবার 😫💖
    নমস্কার কেমন আছেন সবাই ?প্রবাসে ঘরকন্নার আরও একটি Blog এ আপনাদের স্বাগত জানাই

  • @arianazaman1594
    @arianazaman1594 ปีที่แล้ว

    ছেলেটা কে বরাবরই কিউট লাগে।তবে দিন দিন মেহা অন্যরকম হচ্ছে🌸🌸 টীনেজ কিউটনেস💓💓
    সারাদিন দেখতে থাকি আপনাদের।সংসারের খুটিনাটি অনেক কিছুই শিখেছি আপনাকে দেখে।ভাল থাকবেন।
    বাংলাদেশ থেকে অনেক ভালবাসা।

  • @arijitmukherjee8010
    @arijitmukherjee8010 ปีที่แล้ว

    দিদি আপনার কথা শুনে মনে হয় আপনি গল্প পড়ে শোনাচ্ছেন। সবথেকে মজার আপনার কথার ধরন শুনলে মনে পরে আমার মামার বাড়ির কথা। আমি নিশ্চিত যে আপনি Kandi Sub-division এর নিবাসী ছিলেন। এটা West Bengal এর অন্তর্গত Murshidabad district এর একটি division. খুবই সুন্দর আপনার পরিবেশনা। আমার বৃদ্ধা মা ও আমি দুপুরবেলা আপনার video গুলো দেখি।দেখি না বলে চোখ বন্ধ করে শুনি যেমনটি ছোটোবেলায় রেডিও চালিয়ে ঘুমিয়ে যেতাম।
    আপনারা সপরিবারে সুস্থ্য ও আনন্দে থাকুন এই প্রার্থনা করি পরমদায়ালের রাতুল চরণে 🙏।

  • @surajkhelo1183
    @surajkhelo1183 ปีที่แล้ว

    আপনি যখন পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন তখন আপনার সময় কাটতো আর আজ আমাদের নিয়ে পথ চলা শুরু করার পর আজ আপনার সংসার ছেলে মেয়ের ও স্বামী এবং সাথে আমাদের নিয়ে আজ আপনি এতই ব্যাস্ত যে আপনার আজ সকলের ভালোবাসা ও সকলে আপনাকে এতই শ্রদ্ধা এবং সম্মান করে যে ঐ পাহাড়টার মতোই উচ্চ শীরে আকাশের দিকে অনেক উচুঁতে স্পর্শ করতে পেরেছে।
    ভালো থাকবেন সুস্থ থাকবেন।❤❤❤❤❤

  • @shyampriyadasiiskconsiligu4962
    @shyampriyadasiiskconsiligu4962 ปีที่แล้ว +21

    ভাষা,সুন্দর পরিবেশনা,সব মিলে এক অমায়িক আনন্দ পাই তোমার ভিডিও দেখে ।
    🇮🇳 ভালো থেকো দিদি ❤❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  ปีที่แล้ว +1

      Thank you 😊❤

    • @shyampriyadasiiskconsiligu4962
      @shyampriyadasiiskconsiligu4962 ปีที่แล้ว +1

      @@probaseghorkonna2712 ঘুম থেকে উঠে বাগানের দিকে একটু ঢু মেরে মনেহয় এককাপ বড় চা নিয়ে বসা হলো সবার কমেন্ট পড়তে ..তাই না দিদি?জানো তো দিদি কষ্টের শেষ নেই, এদিকে 🐸 টার পাসপোর্ট বিগড়ে দিলো তোমাদের দেশে বেড়াতে আসা,আবার এরই মধ্যে যেনো ইউটিউব কে গতবারের দেশের সব ভিডিও গুলা কে সামনে পাঠাতেই হচ্ছে 😭😭😭 কষ্টের শেষ নেই।

  • @priyankamajumder5421
    @priyankamajumder5421 ปีที่แล้ว

    Meha r Rama kotha bolar tone ta darun . R vedio te music ta just asadharon lage. Amar 4 bachor ar meye o khub pachando kore . Rama k khub like kore

  • @fahmidasstudio6930
    @fahmidasstudio6930 ปีที่แล้ว

    ব্যাক গ্রাউন্ড মিউজিক টা আমার এতো ভালো লাগে,বলার মত নয়❤❤❤

  • @NasrinSalmaSeries
    @NasrinSalmaSeries ปีที่แล้ว

    Didi tomar video amder barir sobai dekhi.kub vlo lage tomake sobar

  • @krishnakundu9363
    @krishnakundu9363 ปีที่แล้ว

    তোমার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি খুব ভালো লাগে। আজ একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে কিছু ওয়েব সাইটের নাম যার মাধ্যমে অনলাইনে টিউশন পড়ানো হয়। যে কোনও সাবজেক্ট যেমন অঙ্ক সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং

  • @inagoswami1732
    @inagoswami1732 ปีที่แล้ว

    খুব ভালো লাগে আপনাদের গোটা পরিবারটিকে।
    স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
    একটা তথ্য খুব জানতে ইচ্ছে করে আপনাদের ওখানে কিছু পাহাড়ে দাবানল হয়। যদি সম্ভব হয় তবে ঐ সম্বন্ধে যদি কিছু বলা সম্ভব হয়।
    ভাল থাকবেন।

  • @anuradhaduari4675
    @anuradhaduari4675 ปีที่แล้ว

    লাইক তো প্রথমেই করে দিই,,,, তারপরে দেখি। কয়েকদিন notification চেক করতাম বার বার,, আপনি এলেন বুঝি। Happy Independence Day 🇮🇳🇮🇳 দিভাই আপনাকে। খুব ভালো থাকুন,, সুস্থ থাকুন আপনারা।❤❤❤❤

  • @anitakundu5450
    @anitakundu5450 ปีที่แล้ว +2

    মহুয়া তোমাদের চারজনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। ভালো থেকো।মেহা, রামাকে আদর ।রামার চঞ্চলতা বড় উপভোগ করি।

  • @kumkumpurkait482
    @kumkumpurkait482 ปีที่แล้ว +1

    দিদি যতবার তোমার ব্লগ দেখি শুধু মনে হয় যেন আমি ওখানেই আছি😊

  • @robiulhrihab7730
    @robiulhrihab7730 ปีที่แล้ว +1

    বাংলাদেশে আজ আমাদের ছুটির দিন,, ছুটির দিনে ভিডিওটা পেয়ে অনেক ভালো লাগলো,,

  • @momscreation4120
    @momscreation4120 ปีที่แล้ว

    আমি priyanka saha। আমার একটা channel আছে। আমার স্বামী lung cancer er patients আজ ৩ বছর ধরে আমার এই যুদ্ধ চলছে। টাকা পয়সার খুবই সমস্যা সামান্য একটা দোকান আমাদের। সেখান থেকে সংসার চালাতেই হিমশিম খাচ্ছি।তার ওপর এই চিকিৎসার খরচ।পালে আমাকে হেল্প করো নাহলে নিবেদিতার মতো আরো একটা প্রন চলে যাবে অকালে 😢😢.

  • @pampamukhopadyay5062
    @pampamukhopadyay5062 ปีที่แล้ว

    আমি আজ প্রথম তোমার ব্লগ দেখলাম...আমার দিদি র recommendation এ...খুব ভালো লাগলো...

  • @papiyadhara198
    @papiyadhara198 ปีที่แล้ว

    খুবই মূল্যবান মতামত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার জানাই। ভালো থাকবেন...Amitava Dhara, WB, India

  • @lalitadas3834
    @lalitadas3834 ปีที่แล้ว +5

    স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রবাশি ভারতীয়দের। দিদি আপনার কাছে একটা কথা যানতে পারলে ভাল হয়। আমেরিকায় কী ইস্কু কলেজে রাগিং হয়। দিদি আপনি যানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাগিং জন্য একটা দুর্ঘটনায় জলজ্যান্ত প্রাণ চলে গেল।

  • @VsVideocollection
    @VsVideocollection ปีที่แล้ว +1

    আমি একনি তোমার পুরনো ভিডিও দেখছিলাম আর নতুন ভিডিও notification আসলো ❤️লাভ ইউ মহুয়া দি

  • @rohineesarkar6882
    @rohineesarkar6882 ปีที่แล้ว

    আমি আপনার চ্যানেল রোজ দেখি আমি নতুন বক্তা কিন্তু দর্শক নয় আপনার চ্যানেলের সব থেকে পছন্দের জায়গা হলো রান্না কত তাড়াতাড়ি আপনি রান্না করেন ২টো বাচ্চা সামলে সব কাজ সামলে আমার একটি মেয়ে আছে ৯+ তাই আমি জানি বাচ্চাদের খাওয়াতে গেলে কত জামেলা হয় তাই রান্না দেখে আমি অঙ্ক রান্না শিখেছি এবং মেয়ে কে করে দিয়েছি খুব খুশি হয়েছে তাই plz রান্না দেখানো টা বন্ধ করবেন না ওটা আমার খুব কাজ হয় বাকি আপনার বলার ধরণখুব ভালো লাগে😊

  • @swapankunti8140
    @swapankunti8140 ปีที่แล้ว

    Tumi ki kore je ato kichu Koro..tai everyday tomar theke notun kichu sikhi..❤❤❤

  • @Amritajana77
    @Amritajana77 ปีที่แล้ว +1

    শুভ স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা❤️❤️ পশ্চিমবঙ্গের ছোট্ট একটা গ্রামে বসে যে আমেরিকার ছোটো খাটো সব বিষয় সম্বধের ধারণা যেনো মনে হয় আমরাও ওই দেশেই আছি খুব ভালো লাগে তোমার সব ভিডিও গুলো❤️অনেক ভালো থেকো অনেক কামনা করি❤️

  • @Rimkastory
    @Rimkastory ปีที่แล้ว

    Apnar kotha gulo eto valo lage .. Mone hoy jeno apnar pasei bose achi r apni sob bujhiye bolchen amay....just kotha ta sunlei mon vore jaay🥰🥰🥰🥰🥰🥰 💜❤💜❤💜❤

  • @keyamukherjee5597
    @keyamukherjee5597 ปีที่แล้ว

    "Nachune" this is r nach kobe dekhchi ??😊 "Shak ta Pnr r thekeo bhalo hyeche"😅😅😅 Mehu rani ki smart laagche r amr this is etto kichu ekbare khete pare !!!!!!!😅😅 Mohua apnar bagan ta khub sundor laagche .... Dalia r clr ta daruun .... Khub bhalo thakben aapnara 😊😊

  • @tapanray9875
    @tapanray9875 ปีที่แล้ว +1

    খুব ভালো উপস্থাপনা। ভালো থাকুন।

  • @lezzy.turtle.1994
    @lezzy.turtle.1994 ปีที่แล้ว +11

    শুভ স্বাধীনতা দিবস দিদি তুমি ও তোমার পরিবারের সবাই খুব ভালো থেকো। দিদি গাছ থেকে ক্যাপসিকাম গুলো তুলে ফেলো নয় গাছ টা বারবেও না আর নতুন করে ফল ফুল ও আসবে না।

  • @RahulDas-ml3jw
    @RahulDas-ml3jw ปีที่แล้ว

    Notification এর অপেক্ষায় ছিলাম আর ভিডিও টা এসেও গেলো।দারুন Happy Independence Day From Tripura North-East India.

  • @sumiakter-6879
    @sumiakter-6879 ปีที่แล้ว

    আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি ৷খুব ভালো লাগে আপনার ভিডিও ৷

  • @ajoykisku5209
    @ajoykisku5209 ปีที่แล้ว +1

    দিদি তোমার ভিডিও টার জন্য অপেক্ষা করছিলাম,
    এ রকম দিনে দিদি ভিডিও দেবে না তাই কখনো হয়,
    সবাই কে জানাই happy indepeendae day

  • @Arunadas-f3m
    @Arunadas-f3m ปีที่แล้ว +1

    ব্লগ এর অপেক্ষায় ছিলাম কে কে আমার মতো ব্লগ এর অপেক্ষা করছিলে ❤

  • @juniordisneyprincessclub5604
    @juniordisneyprincessclub5604 ปีที่แล้ว

    Background tune টা ভারি সুন্দর। ভালো থাকবেন। শুভেচ্ছা ও ভালোবাসা।

  • @ChandanaMandal-td3be
    @ChandanaMandal-td3be ปีที่แล้ว

    Tomar vlogs mane osadharon aktu o katte mon chay na kno j bujhina khub valo lage besesh kore Rama k ❤❤❤ love from Siliguri 🎉❤

  • @sutapabanerjee8292
    @sutapabanerjee8292 ปีที่แล้ว

    Tomar video akdin na dekle mon ta kharap hoye jai.jokhoni video dao tokhoni dekhi.khub valo lage.valo theko..

  • @bodhisatwalahiri5170
    @bodhisatwalahiri5170 ปีที่แล้ว

    Aapni onek lucky je ato valo husband peyechhen...ato thanda ato sorol sovaber....sotti ...

  • @shiprachatterjee1220
    @shiprachatterjee1220 ปีที่แล้ว

    আপনাদের জীবনযাপন ভারি সুন্দর দেখে মন ভরে যায়। ❤❤❤❤ বাচ্ছাদের অনেক ভালবাসা ।কলকাতা থেকে বলছি।😊স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।

  • @debabratabhowmik971
    @debabratabhowmik971 ปีที่แล้ว

    দিদি মহুয়ার walking gait এ একটু প্রবলেম আছে একটা থেরাপিস্ট দেখিয়ে নিলে ভালো হয় ❤

  • @sukladas7467
    @sukladas7467 ปีที่แล้ว

    India te khub conjunctivitis hocche. Bisal kosto pacche choto gulo jdr hocche 🥺❤️. Roj kar motoi ajhker vlog tao sundor chilo☺️next vlog er opekkhay thaklm Aunty...

  • @deepmalamukherjee126
    @deepmalamukherjee126 ปีที่แล้ว

    Koto bochhor holo tomarder America giye didi..... Tomar chhele meye khub bhalo, sundor kore boro korcho oder.. God bless them.. ❤️

  • @mouliduttapal5838
    @mouliduttapal5838 ปีที่แล้ว +2

    Happy independence day.
    তুমি যখন India আসবে তখন একবার মায়াপুর ঘুরতে যাবে। খুব ভালো লাগবে।

  • @Its_manasi_s_vlog
    @Its_manasi_s_vlog ปีที่แล้ว

    তোমার ব্লক গুলো খুব ভালো লাগে,রামা ও মেহা দুইজনকেই আমার ভীষন ভালো লাগে, দিদিভাই তোমার বাগানে ফুল গুলো কি সুন্দর হয়েছে আর লঙ্কা গুলো খুব ভালো,তোমরা সকলে ভালো থেকো 😊😊😊😊😊😊😊

  • @enakamandal1806
    @enakamandal1806 ปีที่แล้ว +2

    শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই🇮🇳🇮🇳🇮🇳🇮🇳,শাক খেয়ে ভালো হয়েছে না বলে বলো মন্দ হয় নি।এটা আমার দিদা বলেছিলেন।খুব ভালো থেকো তোমরা সবাই♥️♥️♥️♥️

  • @asenchatterjee5622
    @asenchatterjee5622 ปีที่แล้ว +7

    Happy Independence day দিদি। আজকের দিনে তোমার ব্লগ আর সাঠে ইলিশ মাছ ভাত, দিন তাই যেনো আলাদা মাত্রা পেয়ে গেলো । Love you ❤

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 ปีที่แล้ว

    Tomader sobaike janai suvo swadhinata diboser subechha o valobasa.. khub valo theko sobbai ❤❤

  • @priyankachannel7510
    @priyankachannel7510 ปีที่แล้ว

    Neha ki oto kotha bole na naki ?? Camerar samne sudhu hashe 😅😅😅 যায় hok tomader family ta khub valo lage love from Balurghat ❤❤❤❤

  • @shreyaseemitra4871
    @shreyaseemitra4871 ปีที่แล้ว

    Tomar video asar apekkhai bose thaki goo.. Jokhon e ase tokhon e dekhte hbe baki kaj pore hbe... 💐💐💐

  • @abhipsamukherjee2257
    @abhipsamukherjee2257 ปีที่แล้ว +1

    দাদা কি সুন্দর আগে দেখে নিলেন স্যান্ডুইচ এর ভিতরে কি আছে। ডিম দেখে কি হাসি আহা। আমার কর্তা ও আলু আর ডিম দেখলেই এরকম খুশি হয়ে যান😅❤

  • @kanikachatterjee8738
    @kanikachatterjee8738 ปีที่แล้ว

    Tomader sokoler jonno amar anek anek valobasa o suvachcha

  • @Lituaneyblogs
    @Lituaneyblogs ปีที่แล้ว

    Didi Bangladesh theke dekhci, tomar video guli onek valo lage . Aro boro video daw , video dekhte dekhte jokhn sesh hoye jay monta tokhn vishon kharap hoye jay mone hoi aro kicukhkhon dekhte parle valo lagto❤valo theko didi, ar notun notun blog daw protidin doya roilo! ❤❤❤❤

  • @moloyadhikary7836
    @moloyadhikary7836 ปีที่แล้ว

    শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মহুয়া দি। আপনাকে ও আপনার পুরো পরিবার কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা প্রবাসে কিভাবে স্বাধীনতা দিবস কিভাবে পালন করেন, আপনারা নিজেরা পালন করেন না সবাই মিলে পালন করেন। যদি একটা ব্লগ দেন।

  • @dhritideepakarmakar173
    @dhritideepakarmakar173 ปีที่แล้ว

    রামা যেন বাংলা গানগুলো শোনে দিদি ও কিন্তু ভালো গান করবে।
    তোমার থেকে অনেক কিছু শেখার আছে গো দিদি।

  • @biplabroy2443
    @biplabroy2443 ปีที่แล้ว

    Didi apnar video ghuli..dekthe aktu o boring lage na...so nice video...

  • @sarbarighosh3178
    @sarbarighosh3178 ปีที่แล้ว

    Rama r kotha khub bhalo lage. Meha r bhalo nam ki go? Tomar blog dekhte khub interesting lage.❤❤❤❤❤

  • @kritisworld23
    @kritisworld23 ปีที่แล้ว

    Tomar video gulo dekhi are mone hoi jodi konodin jete partam tomar okhane ❤❤ Tomar video dekhar opekhai Bose thaki

  • @tanimapal6331
    @tanimapal6331 ปีที่แล้ว

    Wow 🤩sobai monehoy apnar video notification er wait korchlo😊7min a 130 ta comment💬😊

  • @satabdisaha1530
    @satabdisaha1530 ปีที่แล้ว

    Apnar sob vlog vison informative..khub valo lage

  • @jaganathsarkar8839
    @jaganathsarkar8839 ปีที่แล้ว

    স্বাধীনতা দীবসের শুভেচ্ছা মহূয়া দি।।

  • @sayantanybhattacharaya5638
    @sayantanybhattacharaya5638 ปีที่แล้ว

    Bhison bhalo laage apnar vlog dekhte ❤❤ ,sob vlogger der theke apni jeno alada onnorokom sundor. Bahullo borjito🥰.besh.
    Ami prai apnari boishie hobo hoito
    Saudi Arabia theke ami apnar vlog er niyomito dorshok. ❤❤❤❤ kono din miss kori na apnar vlog

  • @BiswajitNayak-h1e
    @BiswajitNayak-h1e ปีที่แล้ว

    দিদি প্রথম কমেন্ট...প্লিস রিপ্লাই দেবেন... আপনার vlog আমার খুব ভালো লাগে... সবাই সুস্থ থাকবেন...❣️😊😊

  • @Hello-mistiii
    @Hello-mistiii ปีที่แล้ว

    ও আণ্টি তোমার vlog দেখতে সত্যি খুব ভালো লাগে, মনে হয় ইস যদি তোমার ঐখানে যেতে পেতাম😢❤️❤️❤️😊

  • @soumitapal3734
    @soumitapal3734 ปีที่แล้ว

    তোমাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তুমি এবং তোমার পরিবার আমেরিকায় ভালো থেকো
    এবং তোমার এই দেশে যারা আত্মীয়-স্বজন আছে তারা যেন ভালো থাকো এই কামনাই করি ভগবানের কাছে🇮🇳🫡❤

  • @piklusarkar9939
    @piklusarkar9939 ปีที่แล้ว

    Happy independence day
    দিদি ইসকন মন্দিরে গিয়ে কয়েকটা ভিডিও দাও❤❤

  • @priyadey810
    @priyadey810 ปีที่แล้ว

    Subho Shadhinota Dibosh didi..
    Jano toh ajke shokalei vabchilam je tomar notun video abar kobe ashbe ?
    Video ta darun laglo.. kintu boddo taratari sesh hoye gelo.

  • @sujataghosh1750
    @sujataghosh1750 ปีที่แล้ว +39

    শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মহুয়া তোমাকে ও তোমার পরিবারের সকলকে 🇮🇳 ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই

  • @kakalihalder1970
    @kakalihalder1970 ปีที่แล้ว

    Happy Independence Day. Tomader baganer dalia dekhe khub bhalo laglo. 💐💐💐

  • @nandinihaldernandinihalder
    @nandinihaldernandinihalder ปีที่แล้ว

    Suvo sadhinota dibos tmr volg amr darun lage kn j ato taratari sesh hoye jai kv mon kharap hoye jai❤❤

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 ปีที่แล้ว

    শুভ স্বাধীনতাদিবস, খুব ভালো থেকো সবাই,ব্লগ টা খুব ভালো লাগলো।

  • @payelsarkar6057
    @payelsarkar6057 ปีที่แล้ว

    Khub valo laglo 🎉🎉tumi o valo thako sustho sabdhane thako❤❤❤❤❤

  • @debolina580
    @debolina580 ปีที่แล้ว

    Tomar prottek ta video te ami comment kori....tao tumi ekta reply oo dao na...ekta ontoto like dio onek khusi hobo.....
    Love from Kolkata ❤

  • @ChataliSaha1996
    @ChataliSaha1996 ปีที่แล้ว +2

    স্বাধীনতা দিবস শুভেচ্ছা দিদি তোমাকে

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 ปีที่แล้ว +17

    স্বাধীনতা দিবসের কিছু আনন্দ আর বেদনায় ভেজা স্মৃতি দিয়ে শুভ কামনা জানাই দিদিভাই এর পরিবার ও বিদেশের মাটি থাকা সমস্ত পরিবারকে। Happy Independence day ❤🇮🇳.

    • @rinabanerjee2789
      @rinabanerjee2789 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো ভালো থেকো।❤❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  ปีที่แล้ว +1

      Happy Independence Day 😊❤️🙏

  • @dipdebnath2754
    @dipdebnath2754 ปีที่แล้ว

    রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আজ।পনেরো আগস্ট আমাদের স্বাধীনতা দিবস।তাই তোমাকে ও মানিক কে অনেক স্নেহ ভালো বাসা স হ শুভেচ্ছা জানালাম।মেহা দিদিভাই ও রামা দাদা ভাই কে অনেক আদর ও আশীর্বাদ দিলাম।ওরা ভালো মনের মানুষ হোক।তোমরা ভালো থেকো মা।

  • @Indrani259
    @Indrani259 ปีที่แล้ว

    বেল ফুলের ডাল বসালে ও গাছ হয়। বন্ধুর থেকে একটা ডাল নিয়ে বসাবেন আর রোজ জল দেবেন দেখবেন গাছ বের হবে।।।।।

  • @mousumisaha5328
    @mousumisaha5328 ปีที่แล้ว

    tmar vlog kono somoye kharap lage na sb somoy vlo lage❤❤

  • @susmitabhattacharjee1019
    @susmitabhattacharjee1019 ปีที่แล้ว

    শুভ স্বাধীনতা দিবস মহুয়া,, তোমার কথাগুলো শুনতে এত ভালো লাগে যে কি বলবো,, খুব ভালো থেকো ❤❤

  • @Priyanka-em6rg
    @Priyanka-em6rg ปีที่แล้ว

    বলছিলাম Didivai আপনার ও আপনার husband ও আপনার সন্তানদের life insurance করিয়ে রেখেছেন। এটা কিন্তু খুব জরুরী। Life insurance আপনার পরিবার এর ওপর আসন্ন বিপদে ক্ষতির পরিমাণ কমাতে সাহায্য করে। প্রত্যেকের life insurance করিয়ে রাখা জরুরি। এবং সবথেকে বেশী জরুরী যারা বাড়ির earning member হন তাদের জন্য। এই life insurance আপনাদের সন্তানদের ভবিষ্যত অনেক টা secure করে।

  • @rebabiswas6852
    @rebabiswas6852 ปีที่แล้ว

    দিদি তোমাকে শুভো স্বাধীনতার শুভেচ্ছা ভালো বাসা জানাই,দাদাকে জানাই শুভো স্বাধীনতা শুভেচ্ছা,মেহা মা ও রামা বাবা কে অনেক শুভ স্বাধীনতার আদর অভালবাসা,আজকের ব্লগটা খুব ভালো লাগলো,তোমার স্যান্ডুইচ টা দারুন,যখন ই ব্লগ দেবে তখন বাগান টা।দেখাবে

  • @purnamaity2866
    @purnamaity2866 ปีที่แล้ว

    শুরুর কথা গুলো দারুন লাগে।

  • @tapatipal4945
    @tapatipal4945 ปีที่แล้ว

    শুভ স্বাধীনতা দিবস অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আমেরিকায় থাকো ভালো থাকো আর তোমার পরিবার ও যেন ভালো থাকে

  • @sudeshnaroy1130
    @sudeshnaroy1130 ปีที่แล้ว

    স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল, আমার ছেলের চোখে ও খুব পাওয়ার।অনেক ছোট ছিল তখন, এখন পাওয়ার মোটামুটি পরিবর্তন হয় না কিন্তু বছরে একবার ওর সাথে আমি ও চোখ দেখিয়ে নি। সম্ভব হলে আজ মেহার পিয়ানো তে জন গন মন গান টা আরও একবার পোস্ট করে দিও❤❤❤

  • @piyalimajumder111
    @piyalimajumder111 ปีที่แล้ว +3

    শুভ স্বাধীনতা দিবস দিদিভাই 🇮🇳 খুব ভালো থাকবেন 🥰যে রাস্তা গুলো আপনি দেখান এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে না 😍খুব ভালো লাগলো

  • @dipadey804
    @dipadey804 ปีที่แล้ว

    Happy Independence Day. Mahua.khub valo thako.Meha Rama r jony anek valobasha.

  • @manasidas9425
    @manasidas9425 ปีที่แล้ว

    Happy Independence Day ❤
    Tomar katha sonar jonno wait kori....
    Stay blessed

  • @arundhatiduttaroy8799
    @arundhatiduttaroy8799 ปีที่แล้ว

    Bah avocado sandwich ei prothom dekhlam...kemon khete hoy go. .thank god tomader shobar chokh thik ache...bah rasta ta khub shundor ...shohor ta pahar ghera opurbo...❤

  • @kabitasinha4786
    @kabitasinha4786 ปีที่แล้ว +8

    শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তোমাকে আর তোমার পরিবারের সবাইকে , 🇮🇳 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। ❤️

  • @somachatterjee8459
    @somachatterjee8459 ปีที่แล้ว

    আজ Independence Day , তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানালেন আজকের দিনের ।তোমরা খুব ভালো থেকো । ❤❤❤❤❤❤❤

  • @mallikasarkar-jv7lp
    @mallikasarkar-jv7lp ปีที่แล้ว

    মহুয়া তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো ধন্যবাদ।

  • @ishitaimagine7869
    @ishitaimagine7869 ปีที่แล้ว

    Apnar video te j back ground music ti chole....eti bhari sundor....bhari mon kemon kora....mon k chunye jay.....etir utso ki??

  • @AnikarRannaghar
    @AnikarRannaghar ปีที่แล้ว

    Khub sundor.Ami Bangladesh theke dekhchi❤❤❤❤

  • @ShrutiChakraborty-h9m
    @ShrutiChakraborty-h9m ปีที่แล้ว +8

    তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো কামনা করি আগামী বছর সব বাঁধা প্রতিকূলতা কাটিয়ে তোমরা সবাই দেশে ফিরো ❤❤❤❤❤

  • @shampasarkar999
    @shampasarkar999 ปีที่แล้ว

    দিদি তোমার ভিডিও গুলো দেখে অনেক কিছু যানতে পারি আমেরিকা সম্পর্কে। আমি বাংলাদেশ থেকে দেখি তোমার ভিডিও।আমি আর একটি ব্যাপার যানতে চাই সিনিয়র সিটিজেনদের আমেরিকিতে সরকারি ভাবে কি সুযোগ সুবিধা পায়।এই সম্পর্কে একটা ব্লগ করো প্লিজ।

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 ปีที่แล้ว +1

    তোমাদের সবাই কে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই মহুয়া দি। ❤️❤️❤️❤️❤️ তোমরা খুব ভালো থেকো গো ❤️❤️❤️

  • @surajit2508
    @surajit2508 ปีที่แล้ว +1

    স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মহুয়া দি 🧡🤍💚🇮🇳🇮🇳

  • @sonalichatterjee1843
    @sonalichatterjee1843 ปีที่แล้ว

    Happy independence day...... অনেক অনেক শুভেচ্ছা রইলো।... ব্লগ টা খুব ভালো লাগলো। ভালো থেকো সকলে।❤❤❤

  • @shilpamallick
    @shilpamallick ปีที่แล้ว

    আমার খুব পছন্দের একজন মানুষ আপনি 😊খুব ভালো থাকুন 🙏happy independence day 🇮🇳

  • @pallabi4107
    @pallabi4107 ปีที่แล้ว

    Tomar video asar jonno bose chilam.khub valo lage video dekhte❤❤❤

  • @lekhanath7799
    @lekhanath7799 ปีที่แล้ว

    Suvo Sadhinota dibos janalam tomak r tomer sundor misti poriberk. Valo theko sokolk niy

  • @moulybiswasvlog4723
    @moulybiswasvlog4723 ปีที่แล้ว

    স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে😊❤, ক্যাপসিকাম গুলো খুব সুন্দর লাগছে😊আর তোমার রান্নার প্রসংশা কি করবো,দেখলেই আমার খিদে পেয়ে যায়😌🌚

  • @anweshadey6008
    @anweshadey6008 ปีที่แล้ว

    Tomar video amar khub valo lage ❤ ajke first comment korar sujog pelam🎉

  • @timessbyme
    @timessbyme ปีที่แล้ว

    First comment. Valo laglo video ta .