@@tapashkarmakar8818 মাছ তো আর আল্লাহ নিজ হাতে মেরে যায় নাই। মারছে তোদের মতো শয়তানের পূজারী কুলাঙ্গারের মতো কিছু মানুষ। আর তাই সময় হলে বিচার অবশ্যই হবে। তোকে এখানে এসে না চুলকালেও হবে
আমি মনে করি, এই চাষী ভাইকে গ্রামবাসী এবং সরকারের পক্ষ থেকে তার সমস্ত ক্ষতিপূরণ সহ অতিরিক্ত কিছু অর্থ সহায়তা করা উচিত। যাতে যে বা যাহারা কাজটা করেছেন তারা যেন আরো বেশি করে জ্বলে।।.
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি! এ কেমন বর্বরতা। সর্বোচ্চ আইনে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার প্রত্যাশ করছি। ভাই, আপনার জন্য সহমর্মিতা রইলো। আল্লাহ আমাদের সকলের সহায় হোন...
ফাঁসির আগে পিটিয়ে আধা-মরা করা যেতে পারে। হারামি লোকদেরকে সমাজের মানে মনুষ্য সমাজের বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া যেতে পারে। এরা মানুষ নামের পদবাচ্য নয়। মানুষের চেহারার অন্য কোন জানোয়ার।😡😡😡😡😡😡😡😡😡😡😡
যে এই কাজটা করছে সেই জানোয়ারকে ফাঁসি দেওয়া হোক। দুষ্কৃতিকারীরা শুধু এই লোকটার ক্ষতি করে নাই দেশেরও ক্ষতি করেছে । আল্লাহ এই কৃষককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন । 🤲🤲🤲
এ ক্ষতি কেবল আশ্রাফুলের নয়। এ ক্ষতি কেবল খামারের কর্মচারীদের নয়। এ ক্ষতি আমাদের জনগণের। বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে ইহা খুবই দুঃখজনক। দোষীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।
এ ক্ষতি কেবল আশ্রাফুলের নয়। এ ক্ষতি কেবল খামারের কর্মচারীদের নয়। এ ক্ষতি আমাদের জনগণের। বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে ইহা খুবই দুঃখজনক। দোষীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।
বিচার আল্লাহর কাছে দেওয়া উচিৎ এবং সাহায্য আল্লাহর কাছে চাওয়া উচিৎ, আশা করা যায় আল্লাহ আপনার সাহায্য করবেন এবং আপনার উন্নতি দিবেন এবং দোষী ব্যক্তিদের আল্লাহ শাস্তি দিবেন।
কঠিন শাস্তি দেয়া হোক, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এমন সব মানুষের কঠিন শাস্তি হওয়া দরকার যাতে করে পরবর্তীতে এমন পদক্ষেপ নেবার আগে 100 বার চিন্তা, তাকে সরকারের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হোক।
বাংলাদেশের মানুষের মধ্যে এত হিংসা কেন, একজন ভাই যদি কোন একটা ভালো অবস্থায় যায়, অন্য জনের সহ্য হয় না, আপন রক্তের মানুষের সহ্য হয় না
চিরন্তন সত্য কথা বলেছেন আমার অন্তরের কথা বলেছেন আপনি ধন্যবাদ ভাই 🥺🥺🥺
আসলেই আমার মানুষ নয়
নিজের সুখে সুখী নয় সে ,পরের দুঃখে সুখী সে।।
আপনার কথার সাথে আমি একমত
দুষ্কৃতকারীদের কঠিন শাস্তির আওতায় আনা হোক।
বিচিত্র বাংলাদেশের মানুষ, আমরা নিজের সুখে নয় অন্যের কষ্টে সুখ পাই।
true
রাইট
ঠিক বলেছেন
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লাভ হবে না। বিচার চান একমাত্র আল্লাহর কাছে।
Israel 🇮🇱 ❤
আল্লাহ বিচার করছে তো। কোটি টাকার মাছ মেরে।
@@tapashkarmakar8818 মাছ তো আর আল্লাহ নিজ হাতে মেরে যায় নাই। মারছে তোদের মতো শয়তানের পূজারী কুলাঙ্গারের মতো কিছু মানুষ। আর তাই সময় হলে বিচার অবশ্যই হবে। তোকে এখানে এসে না চুলকালেও হবে
@@tapashkarmakar8818 হেদুদের এখানে কাজ কি বুঝলাম না।
@@Shoshi185 বিচার হলে মাছওয়ালা শান্তি পাবে। আমিও সেটাই চাই ।
আমি মনে করি, এই চাষী ভাইকে গ্রামবাসী এবং সরকারের পক্ষ থেকে তার সমস্ত ক্ষতিপূরণ সহ অতিরিক্ত কিছু অর্থ সহায়তা করা উচিত।
যাতে যে বা যাহারা কাজটা করেছেন তারা যেন আরো বেশি করে জ্বলে।।.
যে এই অপকর্মের সাথে জড়িত তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তুমি আবার ঘোড়ার আন্ডা কি কও
💯👍
@@shohorcity ওর সামর্থ না থাকলে সরকারের পক্ষ থেকে দেওয়া হউক,গ্রামের মানুষ এমনই কষ্টে আছে পন্যের দাম বাড়ায়।দোষী কে শাস্তির ব্যবস্থা করা উচিৎ।
ভাই সঠিক বলেছেন
জানোয়ারের কঠিন শাস্তি দেওয়া হোক
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি! এ কেমন বর্বরতা। সর্বোচ্চ আইনে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার প্রত্যাশ করছি।
ভাই, আপনার জন্য সহমর্মিতা রইলো। আল্লাহ আমাদের সকলের সহায় হোন...
এক মাত্র বাংলাদেশ ই এইরকম অবস্থা হয়, একজন একটু ভালো করতে চাইলে ই অন্য রা মিলে টেনে ধরে রাখে
এত গুলো জীব হত্যার অভিশাপ বিথা যাবে না।
আল্লাহ তুমি ভাইটিকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর অই নরো পশুর কঠিন শাস্তি দেন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না চাওয়াটাই ভালো, মহান আল্লাহ তায়ালার কাছে বিচার দেন তিনই বিচারের মালিক 😭
এটা তার ক্ষতি না। এটা দেশের ক্ষতি। এরা দেশের শত্রু। তাহাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
ফাঁসি দিতে হবে এসকল জানোয়ারদের কে।
ফাঁসির আগে পিটিয়ে আধা-মরা করা যেতে পারে। হারামি লোকদেরকে সমাজের মানে মনুষ্য সমাজের বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া যেতে পারে।
এরা মানুষ নামের পদবাচ্য নয়। মানুষের চেহারার অন্য কোন জানোয়ার।😡😡😡😡😡😡😡😡😡😡😡
হুম ঠিক
বিষটা খুব দুঃখজনক 😢
জিনিসের এত দাম আর এই সংকটের সময় এই জিনিস দেখলে বুক ফেটে যায়।
এরা দেশের শত্রু জাতির শত্রু বিচারের মুখোমুখি এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হোক।
যে এই কাজটা করছে সেই জানোয়ারকে ফাঁসি দেওয়া হোক। দুষ্কৃতিকারীরা শুধু এই লোকটার ক্ষতি করে নাই দেশেরও ক্ষতি করেছে । আল্লাহ এই কৃষককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন । 🤲🤲🤲
এতটা পতি হিংসা আর কোথাও নাই। শুধু বাংলাদেশে ই আছে।
সরকারের ক্ষতি পূরণ দেওয়ার দরকার এই ভাইকে
চেয়ারম্যান ভাই এ-র সাহায্যে করবেন উনি মনেহয় ভালো মানুষ
@Incredible scene 🤣🤣🤣🤣👍
তুষার ভাই একজন ভালো মনের মানুষ। যারা তার এই ক্ষতি করছে তাদের সুষ্ট বিচারের জোর দাবি জানাই প্রসাশনকে
এইজন্য ভালো মানুষ গুলো বাংলাদেশ থাকে না 😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
এ ক্ষতি কেবল আশ্রাফুলের নয়। এ ক্ষতি কেবল খামারের কর্মচারীদের নয়। এ ক্ষতি আমাদের জনগণের। বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে ইহা খুবই দুঃখজনক। দোষীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।
এ ক্ষতি কেবল আশ্রাফুলের নয়। এ ক্ষতি কেবল খামারের কর্মচারীদের নয়। এ ক্ষতি আমাদের জনগণের। বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে ইহা খুবই দুঃখজনক। দোষীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।
😥😥
যথাযথ তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্হা করা হোক। ধন্যবাদ DBC NEWS কে।
জানোয়ারের বিচার চাই
যারা এই ঘৃণত কাজ করছে তাদের কে দ্রুত বিচারের আওতায় আনা হোক
অপরাধীর কঠিন শাস্তি চাই।
বাংলাদেশের মানুষের এই এক সমস্যা,, একজনের সুখে আরেকজন কাঁদে 🥲
যেই কাজ করেছে তাকে ফাঁসি দেওয়া হোক সে দেশের শত্রু এবং মানুষের শত্রু
কঠিন বিচার করতে হবে
যে এই কাজ করেছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্সোক ও যাবৎজীবধ জেল
কামনা করছি।
অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক।
কঠোর বিচার চাই 😡
মৎস্য অধিদপ্তর থেকে কঠিন বিচার দরকার
যে এই ক্ষতি করেছে সে চার টা ক্ষতি করল,১_অন্যের সম্পদ,২_কোটি মাছের জীবন,৩_মাছ মানুষের আহার,৪_পাপ
ঠিক
কটিন থেকে কঠিন সাস্তি র আবেদন করছি
বিচার আল্লাহর কাছে দেওয়া উচিৎ এবং সাহায্য আল্লাহর কাছে চাওয়া উচিৎ, আশা করা যায় আল্লাহ আপনার সাহায্য করবেন এবং আপনার উন্নতি দিবেন এবং দোষী ব্যক্তিদের আল্লাহ শাস্তি দিবেন।
দূস্কৃতকারীদের ফাঁসি চাই, আহা হাঃ---- একেমন শত্রুতা ---- দেখে কান্না পাচ্ছে।
এটা মানুষ না জানোয়ার এই জানোয়ারের উচিত বিচার করা উচিত
এই পৃথিবীতে আমরা সবাই পাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি....💞💞💞
নিশ্চুই আল্লাহ পাক হাসরের ময়দানে কঠিন বিচার করবেন।🥺
দ্ৃষ্টান্ত মুলক শাস্তি চাই এই সকল ঈতদের ৷
আল্লাহ এদের কি মরনের ভয় করে না🤲🌹🤲🌹🤲🌹🤲🌹
যারা করেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।
দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ
কঠিন শাস্তি দেওয়া দরকার। এটা ব্যক্তির সম্পদ জাতির সম্পদ।
সরকারের সহযোগিতা কামনা করছি
মহা অপরাধী প্রধানমন্ত্রীর নিকট বিচার চাওয়া হাস্যকর!!
এর বিচার কঠোর বিচার হওয়া উচিৎ।
অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হক
একমাত্র আল্লাহই এর বিচার করবেন।আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহ মহান।
সর্বোচ্চ শাস্তি ২৫ বছর কারাদণ্ড দেওয়া হোক,,,
মানুষ কত জগন্য হতে পারে! এটা দেখে আমার মাছ চাষের আশা নষ্ট হয়ে গেল।আল্লাহ ভাই কে ধর্য্য ধরার তাওফিক দাও। আর সকলে মিলে মিশে এর কঠিন বিচার করা উচিৎ।
অনেক দু:খ পেয়েছি, যারা এমন করছে আল্লাহ তাদের হেদায়েত দান করুন।
দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং ভুক্তভোগী চাষী কে মৎস অধিদপ্তর থেকে পূর্ণ সহযোগিতা করা হোক।
কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি।
আল্লাহ এই ভাই জেন এগিয়ে জেতে পারে নতুন করে আর জারা এই কাজ করেছে তাদের বিচার করুন
যারা এ কাজ করছে তাদের কঠোর সাজা হক
এই রকম বাজে কাজটা জে করেছে এর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি
এভাবে ক্ষতি মেনে নেওয়া যায় না
গ্রামের ও এমন মানুষ আছে হিংস্রক বড় ক্ষতি জন্য ধান্দা লিপ্ত থাকে শুজুক পেলেই পথের ভিক্ষারি করে দিতে চায়,
হায় রে বাংলাদেশ. 😥😥😥 ইয়া আল্লাহ, আপনি এর সঠিক বিচার করেন। বাংলাদেশে বিচার ব্যবস্থার অভাবে এরকম অন্যায় করতে মানুষ উৎসাহ পায়।
প্রশাসনের উচিত কঠিনভাবে বিচার করা।।।।
কঠোর আইনী ব্যবস্থা নেয়া প্রয়োজন
মহান আল্লাহ্ যেন সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করেন মহান আল্লাহ্ যেন সবাইকে হেফাজত করেন আমিন আমিন আমিন 🤲🤲🤲
এই ঘটনাকারীর কঠিন বিচার চাই,,,, ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা আর কেউ না করে
আমার সাথে ও এই কাজটা করছে কিছুদিন আগে
মানুষের এমন প্রতিহিংসার আগুন থেকে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন
তার ক্ষতিপূরণ দেওয়া হোক,,আর অপরাধী দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক,,ভবিষ্যতে কেও আর মাছ চাষে এগিয়ে না আসলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হবে,
আল্লাহ ভাই টিকে রহমত দান কর। আর যারা তার এত বড় খতি করলো আল্লাহ যেন তাদের কঠিন শাস্তি দেয় আমিন।
অপরাধীদেরকে শনাক্ত করে মৃত্যুদন্ড দেয়া হোক।এতগুলা মাছ হে আল্লাহ!
এক ঘন্টার মধ্যে এক হাজার আল্লাহর প্রেমিক দেখতে চাই 👍
যে বা যারা ঘটিয়েছে এই নাশকতার জন্য অপরাধীকে জরিমানা আদায় সহ অপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি
আল্লাহর আদালতে বিচার ছেড়ে দেন
তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে কখনোই জান্নাতে যেতে পারবেনা অহংকার, হিংসা, লোভ!!
আল্লাহ্ ঐ জালেমকে শাস্তি দান করুক। প্রত্যেকটা মাছের প্রাণের বিনিময়ে ঐ সব জালেমদের শাস্তি দিন।
এতো কষ্ট, অর্থ,আর শ্রমের সম্পদ।
এই রকম নিকৃষ্ট মন
মানুষিকতার মানুষের
কঠিন শাস্তি দেওয়া উচিত
😡😡😡😡
সত্যি খুব দুঃখ জনক ঘটনা, যারা এইসব নোংরা কাজ গুলো করেছে, এদের আইনের আওতায় এনে কঠিন সাজা দেয়া হোক।
দুষ্কৃতকারীর কিডনি, চোখ বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়া হোক ✊
কঠিন শাস্তি দেয়া হোক, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এমন সব মানুষের কঠিন শাস্তি হওয়া দরকার যাতে করে পরবর্তীতে এমন পদক্ষেপ নেবার আগে 100 বার চিন্তা, তাকে সরকারের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হোক।
এই সমস্ত অপরাধীদের কঠিনতম শাস্তির আওতায় আনা হোক এরা ক্ষমার অযোগ্য
খুবেই দুঃখজনক। এই দেশে ত অন্যায়ের বিচার হয় না। তাও এটার বিচার হওয়া উচিৎ।
Allah manushke hedayet dan koro..
ওদের ধরে কঠিন বিচার করতে হবে ✋🏻😡
ওনাকে বন্ধুক লাইসেন্স দেওয়া উচিত
অপরাধী কে আইনের আওতায় আনা হোক
খামারিদের জন্য বন্দুকের লাইসেন্স সহজ করা হোক, এবং খামার + গার্মেন্টস এর মালামাল চোরদের শাস্তি ফাঁসি করা হোক
যে মানুষ অন্যের ক্ষতি চায় সে মানুষ কখনো মানুষ হতে পারে না আইনের আওতা আইনা করা শাস্তি দেওয়া উচিত
আহারে মানুষ, অন্যের সুখ দেখে যারা হিংসা করে তারা কোন দিন মানুষ হতে পারে না,
সঠিক তদন্ত হওয়া উচিৎ
"মানুষের চরিত্র কত নিষ্টুর হইতে পারে।"
হিংসা রে হিংসা😪😔
এ জাতী ভয়ংকর বিপদ জনক বিপদ গামী জাতী আল্লহ আপনি এ জাতীকে হেদায়েত দান করুন আমিন।
আল্লাহ তাকে একদিন না একদিন খুব বড় শাস্তি দিবে একটা
আমি এটার কঠিন নিন্দা জানাই এবং আইন-শৃঙ্খলা প্রশাসন ভাইদের কাছে এর এর কঠিন বিচার চাই যেন ভবিষ্যতে কেউ সাহস না পায় এরকম কাজ করতে
আল্লাহ আপনার সহায় হোক। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
নতুন আইন করে
এদের ফাঁসি কার্যকর করা হক।
বিচার করার মালিক একমাত্র আল্লাহ। তবে সেই আইনের শ্বাসন কি বাংলাদেশে আছে?? 😢😢😢😢
এই বাঙালি স্বভাব টা জাবে না, খালি অপরের ক্ষতি করব এই চিন্তা
দৃষ্টান্ত মুলক শাস্তি এবং ক্ষতিপূরন দাবি করছি
আল্লাহ তুমি বিচার করো😭😭😭😭😭😭
এই ধরনের কাজ যারা করে তাদের মৃত্যু দন্ড দেওয়া উচিৎ,
মাছ চাষ বন্ধ হলে অধিক মূল্যে আমরা দেশ বাসী কিনে খেতে হবে, সেটাই হয়তবা বিষ প্রয়োগকারী চাচ্ছে। তাকে আল্লাহ হেদায়েত দান করুক। আমীন।