আপনার এই VDO দেখে অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে ৷ আমার ডান চোখে চারবার Lesser করে যে crack ছিল সেটা ঠিক করা হয়েছে ৷ এখন দৃষ্টি ঠিকই আছে ৷ আবার কি Crack হতে পারে? আর কতদিন পর পর Check up করতে হবে ? আর Precaution কি কি নিতে হবে ?
কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ। সাধারণত রেটিনাতে ক্র্যাক বার বার হয় না। কিন্তু definite হয়ে কিছু বা যায় না। আপনি আপনার ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী ওনাকে দেখবেন। খুব ভারী জিনিস উঠাবেন না। যদি floaters দেখা যায় বা বিদ্যুৎ চমকের মত আলোর ঝিলিক দেখা যায়, তাহলে তাড়াতাড়ি দেখবেন।
@@Dr.BhaskarDey sir amr vie chok porda sire gesilo .. operation kora hoyesilo .. operation kora por ghum tale chok agat payesilo.. doctor bolse chok tel boseni..oi tel operation korle chok porda futon Hoye jate pare .. operation Jodi Aber Kore nie tahole chok kisu hole ora Kono diever nibina
স্যার আমার চোখে রেটিনা ডিটাচমেন্টের সমস্যা আছে,, তার জন্য বাংলাদেশে দুইবার অপারেশনে করছি কিন্তু ভালো ফল পাইনি,,, এখন আমার কি করণীয়?? আপনার ভারতে কি আমি এর উন্নত চিকিৎসা পাবো জানাবেন প্লিজ????
Dear Tuhin,. There is no point in giving my details. Because I do not stay in Bangladesh. I stay quite far. If you have any problem, you may wríte to me: bdey1138@gmail.com.
স্যার আমি বাংলাদেশ থেকে,,, আমার বয়স যখন ৫ বছর তখন চোখে আঘাত লাগার ফলে রেটিনার মাঝ বরাবর ফুটো হয়ে গেছে। এখন চোখের মাঝের অংশটায় দেখতে পাই না। চোখের পাতা উঠা নামা করলে চোখে আলোর ঝলকানি দেখা যায়,বাংলাদেশে অনেক ডাক্তার দেখায়ছি উনারা বলে ভাল হবে না। বর্তমানে আমার বয়স ৩০ বছর, আমার চোখের রেটিনা কি অপারেশন করে ঠিক করা সম্ভব? স্যার দয়া করে জানাবেন। 🙏
আমার একটি চোখে retina detachment operation হয়েছে দৃষ্টি কিছুটা আছে চলা ফেরা করার মত নয় আর চোখ বেঁকে রয়েছে আমার দু চোখেই power - 13 DR. বলেছেন অপর চোখ টি ভালই আছে অপারেশন হয়েছে দুই বছর হল ছোটো বেলা থেকেই আমার চোখে flotus ছিল এখন অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে DR. বলেছেন কিছু হবেনা কিন্তু যতো দিন যাচ্ছে বেড়েই চলেছে তাহলে কি এই চোখেও retina detachment হতে পারে??
হ্যাঁ, এই চোখেও R D হওয়ার possibility আছে। একটু সাবধানে থাকবেন। Floaters হঠাৎ করে বেড়ে গেলে একজন চক্ষু বিশেষজ্ঞ কে অবশ্যই দেখাবেন। এই চ্যানেলে চোখের floaters এর বিষয়ে একটা ভিডিও আছে। আপনি ওই ভিডিওটা অবশ্যই দেখবেন।
স্যার আমার গত আডাই মাস আগে অপারেশন হইছে জানিনা ঠিক হবে কিনা ৪ মাস পর অয়েল রিমুভ করলে বুঝা যাবে। যদি ঠিক না হয় চোখ কি আকা বাকা না নষ্ট হয়ে যেতে পারে? পরে কি হতে পারে একটু জানাবেন
surgery se eye loss hota he glaucoma hota he sab google pe dekha sir mene mere floaters ke baremen Papa ko bhi nahi bataya doctor ke pass bhi nahi gya aap chuch solution dijiye ya ray dijiye me bhot worry fell kar rha hu first flashes ko dekh kar mere flaoters day by day increase hote ja rahe he par muze sab clear diktha he sir both eye bhot floaters he and some times flashes please reply any solution
@@Dr.BhaskarDey sir muze bhot floaters dikhte he both eye me muze kal left eye 5 minut flashes dikeh ab tak nahi dukhe flashes par floaters day by day increase ho rahe he muze dar he isliye papa ko bhi nahi bataya meri age 17 he bhot eye me retinal Deatacment hota he kya floaters ka matlab isliye papa ko bhi nahi bataya aur doctor ke pass bhi nahi ja rha surgery se dar lag rha he par floaters and flashes ka matlab retinal Deatacment hi hota he isliye ya koi normal problem he kya sir me bhot worry hu worry😥😥😥😥
Sir? Please i have one question...recently i am diagnosed of ragmatogenous subtotal inferior retinal detachment of right eye(from 4 o clock to 11 o clock position)... Which treatment protocol is better for me? Scleral buckling or pars planas vitrectomy??? Please give me answer sir?
If you have retinal detachment, then pars plana vitrectomy only will not reduce detachment. For reducing detachment, scleral buckling will have to be done. If there is any associated vitreous problem then pats plana vitrectomy might help. But the thing is that I haven't examined your eye. So, don't take my advice for sure. Your Ophthalmologist will be the best person to judge which procedure will be most helpful.
Thank u so much sir for your valuable suggestion. At first day consultation sir said that your diagnosis is "subtotal inferior ragmatogenous retinal detachment with presence of horse shoe shape hole at 10 o clock position outside equator in right eye"Than sir said that your treatment plan is scleral buckling surgery in right eye. But than next consultation sir said that you should better to undergone this treatment protocol "PPV+FAX+EL+SOI in right eye under local anaesthesia Sir please say which treatment protocol is better for me???
I am sorry for your eye problem. But you should realise that I haven't examined your affected eye. So, I cannot say which procedure will be better for your eye. I think you should follow the advice of the doctor who examined your eyes.
যে tear টা seal করা হয়েছে, সেই জায়গাটা properly seal hole সেই জায়গাটা দিয়ে আর detachment হবে না। কিন্তু অন্য জায়গায় tear হলে এবং সেই জায়গাটা ওপেন থাকলে হওয়ার চান্স থাকে।
Sir jodi cheak up e thaka hoi ar joto bar e tear hok toto bar e laser dia seal kore dile tahole o ki detachment er voi thake?? Aktu jodi help koren valo hoi..
স্যার,,আমার এক চোখের রেটিনা ছিরে গেছে,, এটা তেল জাতিয় কিছু দিয়া জোড়া লাগিয়ে দিছে, কিন্তু এই চোখে কিছু দেখতে পাইনা,, আমার চোখের রেটিনা কি প্রতিস্থাপন করা সম্ভব??
Sir আমার বাম চোখ হাত দিয়ে বন্ধ করলে ডান চোখে খুব কম দেখি কোন নির্দিষ্ট পাওয়ার সেট হয় না। Mri সহ অনেক টেস্ট করা হয়েছে কোন সমস্যা ধরা ও পরছে না ।এমনটা হওয়ার কারন কি?
Sir amr mayer retina detachment operation hyeche..ekta tel vora chilo.retina ta jora legechilo..1month er mathai abar retina ta khule jai..doctor bollo abar operation krte hbe..sir eta ki karone holo ektu jodi bolen? R ei operation hole kto din rest thkte hy..r ranna kobe theke krte para jai ektu blbn..advance thanku
এই প্রশ্ন গুলি আমাকে না করে যেই ডাক্তার বাবু অপারেশন করেছেন বা করবেন, ওনাকেই তো আপনার জিজ্ঞেস করা উচিত। আমি এইটুকু বলতে পারি যে দ্বিতীয় বার অপারেশন হলে, আরোও সাবধানে থাকা উচিত।
Sir ay retina Detachment er jonno amr chokher dristi nei 3 bar surgery hoyeche amnki Chennai,Indore porjonto giyechialm kintu amr chokher pressure er jonno bar bar retina Detachment hoye jai apni ki kichu amr problem somporke bolte parben ?
Bolar to kichu nei. Shudhu eituku bolte pari ze apnar chokher obosthar kotha jene Ami oyyanto dukkhito. Apni khboi unfortunate. Sharirik theke valo thakben. Nomoskar.
স্যার আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি। আপনার ভিডিও গুলো অনেক সুন্দর। আমার মেয়ের বয়স ১৩ বছর। গত ০৫/০৬/২৩ তারিখে তার বাম চোখের রেটিনা ডিটাচমেনট অপারেশন হয়। অপারেশন এর পরে ও আগের চেয়ে একটু কম দেখছে। চোখ ও আগের থেকে ছোট এবং লাল হয়ে আছে। ডাঃ বলেছেন চোখের রেটিনা জোরা লাগানো হয়েছে। আবার ০১ মাস পর যেতে বলেছেন। এখন আপনার কাছে জানতে চাইছি অপারেশন এর পরে চোখ ছোট ও লাল থাকা কোন সমস্যা কিনা। দয়া করে জানাবেন।
আপনার মেয়ের অপারেশন বেশি দিন তো হয় নি। এখন একটু লাল থাকা ও চোখ ছোট লাগতে পারে। পরে আস্তেআস্তে ঠিক হয়ে যাবে। যদি অপারেশন successful হয় তাহলে । আমার মতে মেয়েকে নিয়ে যেতে হবে না। কিন্তু ওর চোখের ছবির নিয়ে একবার ডাক্তারবাবু দেখান। আমি দুর থেকে না পরীক্ষা করে পুরোটা ঠিক বুঝতে পারছি না।
স্যার, আমার মেয়ের রেটিনা ডিটাচমেনট এর পরে ডা: অপারেশন করে চোখে অপারেশন করে সিলিকনের তেল দিয়ে দিয়েছে। এখন ৬ মাস হয়ে গেছে। এই ৬ মাসে প্রায় প্রতি মাসেই Follow up করিয়েছি। গতকাল ও ডা: দেখে বলেছেন চোখ ভাল আছে, রেটিনা জোড়া লাগানো আছে। চোখের তেল কখন বের করা হবে প্রশ্ন করলে বলেন এখন বের করলে চোখ ছোট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই ৪ মাস পর যেতে বললেন। সাথে Drop ও চশমার পাওয়ার দিয়েছেন। এতো দীর্ঘ সময় প্রায় ১০ মাস চোখে সিলিকনের তেল থাকলে কোন সমস্যা কিনা?
Sir amar 3bchor holo retina operation hoyache,amar chani operation somoy detachment hoyachilo ,kintu ekhono ami japsa dekhi,kokhono khub batha kore ,surjer dike takate pari na
স্যার আমি বাংলাদেশ থেকে। একটা মেয়ে বয়স বর্তমান বিশ বছর। রেটিনা সমস্যা। চার বার অপারেশন করা হয়েছে। কিন্তু এখন আবার সমস্যা দেখা যাইতাছে। ডান চোখের সমস্যা। কিন্তু এখন ভিতরের আংশে বেশি নিল হয়েছে। আবার বাম চোখেও কম দেখে। চোখে ঝাপসা দেখে। আবার চোখ ব্যাথা করে। এখন করনীয় কি দয়া করে জানাবেন
শুধু রেটিনার সমস্যা লিখলে হবে না। রেটিনাতে অনেক রকমের সমস্যা হতে পারে। কি ডায়াগনোসিস করা হয়েছিল আর কি অপারেশন করে হয়েছিল জানাতে হবে। তবেই সমস্যাটা বোঝা যাবে।
@user-cz8nc1no3l Retinal detachment এবং 3 বার অপারেশন হয়েছে মানে খুব বেশি দৃষ্টির আশা করা উচিত নয়। মনে হয় এই চোখে আর বিশেষ কিছু করা যাবে না। আপনি তো একজন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছেন। দেখুন কি হয়।
Sir amar husband er both eye retina te dag pore giye chilo laser korano hoyeche .abar 2 mas por ekta chokh retina te dag poreche then abar laser hoyeche. Sir amar husband tana 12 ghonta moto laptop e kaj koren . sir onek ghonta laptop use korar jonno retina te dag poreche naki ?? Kindly bolle valo hoy naki onno kono karon hote pare
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
ছানি ছাড়াও অন্য কিছু হতে পারে। 50 বছরের বেশি বয়স হলে ছানির সম্ভাবনাও থাকে। আবার গ্লকমার সম্ভাবনাও থাকে। আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা আপনার চোখ পরীক্ষা করিয়ে নিন।
THANK YOU SIR FOR THE CLEAR INFORMATION.
Thak you Dr. Ghosh
স্যার আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখতে পারি। পরবর্তী ভিডিও এর অপেক্ষায় আছি।
Thank you Faruk.
আমি এখন out of town আছি। তাই আপলোড করতে পারছি না। কয়েক দিন বাদে আপলোড করব। ভাল হাকবেন।
খুব সুন্দর উপস্থাপন করেছেন। perimetry নিয়ে একটা ভিডিও করুন।
Permetry নিয়ে আলাদা ভিডিও করলে কেউ দেখবে কি,? আমার তো মনে হয় না।
দেখি কি করা যায়। কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ।
আপনাকে অনুরোধ করলাম। আমি তো দেখবো। অনেক optom এর উপকার হবে।
ঠিক আছে। কয়েকদিন বাদে।
স্যার আপনার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি
Mail address:
bdey1138@gmail.com
আপনার এই VDO দেখে অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে ৷ আমার ডান চোখে চারবার Lesser করে যে crack ছিল সেটা ঠিক করা হয়েছে ৷ এখন দৃষ্টি ঠিকই আছে ৷ আবার কি Crack হতে পারে? আর কতদিন পর পর Check up করতে হবে ? আর Precaution কি কি নিতে হবে ?
কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ।
সাধারণত রেটিনাতে ক্র্যাক বার বার হয় না। কিন্তু definite হয়ে কিছু বা যায় না।
আপনি আপনার ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী ওনাকে দেখবেন।
খুব ভারী জিনিস উঠাবেন না। যদি floaters দেখা যায় বা বিদ্যুৎ চমকের মত আলোর ঝিলিক দেখা যায়, তাহলে তাড়াতাড়ি দেখবেন।
DARUN CLASS.
Thank you, Mr. Chanda.
Thanks sir❤❤
Most welcome
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
Sir, RD তে low vision management দিতে হয়?
যদি RD operation successful না হয়, এবং কোনোও কারণে দুই চোখের vision 6/60 র কম থাকে, তাহলে low vision management করতে হতে পারে।
Thanks ❤
Thank you sir.
Thank you Mofizullah.
Thank you sir...❤️❤️
Thank you, juton.
Retinoscope এর calculation এর উপর একটি ভিডিও করলে ভালো হতো
করবো। কয়েক সপ্তাহ বাদে।
🇧🇩🇧🇩 অনেক ধন্যবাদ স্যার। আমি ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি। এই রেটিনাল ডিটাচড্ মেন্ট অপরেশন ভারতের কোন হসপিটালে ভালো হয় জানালে কৃতজ্ঞ থাকবো!🇧🇩🇧🇩
আপনার কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ।
1. Shankara Netralaya, Chennai
2. A I I M S, New Delhi
3. L V Prasad Eye Institute, Hyderabad.
খুবই উপকৃত হলাম। ধন্যবাদ।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ জানাই।
@@Dr.BhaskarDey sir amr vie chok porda sire gesilo .. operation kora hoyesilo .. operation kora por ghum tale chok agat payesilo.. doctor bolse chok tel boseni..oi tel operation korle chok porda futon Hoye jate pare .. operation Jodi Aber Kore nie tahole chok kisu hole ora Kono diever nibina
স্যার আমার চোখে রেটিনা ডিটাচমেন্টের সমস্যা আছে,, তার জন্য বাংলাদেশে দুইবার অপারেশনে করছি কিন্তু ভালো ফল পাইনি,,, এখন আমার কি করণীয়?? আপনার ভারতে কি আমি এর উন্নত চিকিৎসা পাবো জানাবেন প্লিজ????
Varry good
Thank you
Thanks a lot 🙏
Thank you, Tuhin.
@@Dr.BhaskarDey plz send your details if possible.
Dear Tuhin,. There is no point in giving my details. Because I do not stay in Bangladesh. I stay quite far. If you have any problem, you may wríte to me:
bdey1138@gmail.com.
@@Dr.BhaskarDey thanks for share email।🙏🙏🙏
স্যার আমি বাংলাদেশ থেকে,,, আমার বয়স যখন ৫ বছর তখন চোখে আঘাত লাগার ফলে রেটিনার মাঝ বরাবর ফুটো হয়ে গেছে। এখন চোখের মাঝের অংশটায় দেখতে পাই না। চোখের পাতা উঠা নামা করলে চোখে আলোর ঝলকানি দেখা যায়,বাংলাদেশে অনেক ডাক্তার দেখায়ছি উনারা বলে ভাল হবে না। বর্তমানে আমার বয়স ৩০ বছর, আমার চোখের রেটিনা কি অপারেশন করে ঠিক করা সম্ভব? স্যার দয়া করে জানাবেন। 🙏
আমার মনে হয় এত বছর যখন হয়ে গেছে, তখন আর সম্ভব নয়। সম্ভব হলে বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞ নিশ্চয়ই কিছু করতেন।
Hobe apni eye 7 chowdhhury hospital e dakhan
Aamar Glucoma ei samparka jante chai Thanks🙏
এই রোগের নাম Glaucoma.
এই চ্যানেলে Glaucoma র বিষয়ে একটা আলাদা ভিডিও আছে। ওইটা দেখে নিতে পারেন।
Sir retinal tear je laser dia treatment kora hoi. Ai laser ray ta thake ki cancer hoyar chance thake? Upnar uttor amar kache khub e guruttopurno..
আমি এই রকম কোথাও শুনি নি বা পড়ি নি।
Thank you.
Thank you, Mr. Talukder.
@@Dr.BhaskarDey সম্প্রতি আমার রেটিনা অপারেশ হয়েছে।
Ki hoyechilo?
@@Dr.BhaskarDey RD
OK. After operation if your vision becomes good, then it's all right. Wish you a speedy recovery.
Sir retinar onno onno rog gola somporke por ar video diyen pls
Thik achhe.
আমার একটি চোখে retina detachment operation হয়েছে দৃষ্টি কিছুটা আছে চলা ফেরা করার মত নয় আর চোখ বেঁকে রয়েছে
আমার দু চোখেই power - 13 DR. বলেছেন অপর চোখ টি ভালই আছে
অপারেশন হয়েছে দুই বছর হল
ছোটো বেলা থেকেই আমার চোখে flotus ছিল এখন অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে DR. বলেছেন কিছু হবেনা কিন্তু যতো দিন যাচ্ছে বেড়েই চলেছে
তাহলে কি এই চোখেও retina detachment হতে পারে??
হ্যাঁ, এই চোখেও R D হওয়ার possibility আছে। একটু সাবধানে থাকবেন। Floaters হঠাৎ করে বেড়ে গেলে একজন চক্ষু বিশেষজ্ঞ কে অবশ্যই দেখাবেন।
এই চ্যানেলে চোখের floaters এর বিষয়ে একটা ভিডিও আছে। আপনি ওই ভিডিওটা অবশ্যই দেখবেন।
স্যার আমার গত আডাই মাস আগে অপারেশন হইছে জানিনা ঠিক হবে কিনা ৪ মাস পর অয়েল রিমুভ করলে বুঝা যাবে। যদি ঠিক না হয় চোখ কি আকা বাকা না নষ্ট হয়ে যেতে পারে? পরে কি হতে পারে একটু জানাবেন
চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না।
আপনি আপনার eye surgeon কে জিজ্ঞেস করুন।
surgery se eye loss hota he glaucoma hota he sab google pe dekha sir mene mere floaters ke baremen
Papa ko bhi nahi bataya doctor ke pass bhi nahi gya aap chuch solution dijiye ya ray dijiye me bhot worry fell kar rha hu first flashes ko dekh kar mere flaoters day by day increase hote ja rahe he par muze sab clear diktha he sir both eye bhot floaters he and some times flashes please reply any solution
Aap floaters and flashes ko ignore mat kijiye. Aap jaldi se kisi eye specialist ke pass ja kar aapna aankh check karoyaiye. Turant.
@@Dr.BhaskarDey sir muze bhot floaters dikhte he both eye me muze kal left eye 5 minut flashes dikeh ab tak nahi dukhe flashes par floaters day by day increase ho rahe he muze dar he isliye papa ko bhi nahi bataya meri age 17 he bhot eye me retinal Deatacment hota he kya floaters ka matlab isliye papa ko bhi nahi bataya aur doctor ke pass bhi nahi ja rha surgery se dar lag rha he par floaters and flashes ka matlab retinal Deatacment hi hota he isliye ya koi normal problem he kya sir me bhot worry hu worry😥😥😥😥
Aap immediately koi aankhon ka doctor ko dekhaiye.
@@Dr.BhaskarDey 5 day ke bahd dikha ya toh kya hoga eye doctor 200km dur he mere city se mere city me nahi he eye doctor
@@Dr.BhaskarDey sir agar retinal tear huva to barreage lesser se thik hajaye ga kua
Sir? Please i have one question...recently i am diagnosed of ragmatogenous subtotal inferior retinal detachment of right eye(from 4 o clock to 11 o clock position)... Which treatment protocol is better for me? Scleral buckling or pars planas vitrectomy??? Please give me answer sir?
If you have retinal detachment, then pars plana vitrectomy only will not reduce detachment. For reducing detachment, scleral buckling will have to be done. If there is any associated vitreous problem then pats plana vitrectomy might help.
But the thing is that I haven't examined your eye. So, don't take my advice for sure.
Your Ophthalmologist will be the best person to judge which procedure will be most helpful.
Thank u so much sir for your valuable suggestion.
At first day consultation sir said that your diagnosis is "subtotal inferior ragmatogenous retinal detachment with presence of horse shoe shape hole at 10 o clock position outside equator in right eye"Than sir said that your treatment plan is scleral buckling surgery in right eye.
But than next consultation sir said that you should better to undergone this treatment protocol "PPV+FAX+EL+SOI in right eye under local anaesthesia
Sir please say which treatment protocol is better for me???
I am sorry for your eye problem. But you should realise that I haven't examined your affected eye.
So, I cannot say which procedure will be better for your eye.
I think you should follow the advice of the doctor who examined your eyes.
Ok sir thank you❤️
ছানিও আছে আর রেটিনার ডিটাচমেণ্ট ও আছে ।
প্রশ্নটা হলো রেটিনা অসারেশন করলে কি দুটো সমস্যায় সমাধান হবে
না, দুটো আলাদা অপারেশন।
রেটিনাতে ফুটো নেই। জল ভরেও নেই। শুধু মাত্র রেটিনা ডিটাচট আছে ।
চোখ না পরীক্ষা করে ঠিক বোঝা যাবে না যে কি হয়েছে।
Sir retinal tear laser er dara seal korar por o ki retinal detachment hoyar somvabona thake?? Sir Jodi aktu janaten upokar hoto...
যে tear টা seal করা হয়েছে, সেই জায়গাটা properly seal hole সেই জায়গাটা দিয়ে আর detachment হবে না। কিন্তু অন্য জায়গায় tear হলে এবং সেই জায়গাটা ওপেন থাকলে হওয়ার চান্স থাকে।
Sir jodi cheak up e thaka hoi ar joto bar e tear hok toto bar e laser dia seal kore dile tahole o ki detachment er voi thake?? Aktu jodi help koren valo hoi..
@neharoychowdhury7076
না। Tear বা hole না থাকলে detachment হবে না।
How cost would be makula operation please inform me...
I do not perform macular operation. So, I cannot tell you the exact cost. You'll have to ask the surgeon who does it.
স্যার আমার ছেলের বয়স 10 বছর এখন তার চোখের পদা ছিরে গেছে এক মাস এখন কি অপারেশন করলে চোখে দেখতে পারবে।🙏🙏🙏
চোখ পরীক্ষা না করে, শুধু লেখা পড়ে কিছু বোঝা যাবে না। ওকে immediately ভাল eye hospital এ রেটিনা ডিপার্টমেন্ট এ দেখাতে হবে।
Sir please reply... " Klean Tears eye drops IP 0.5% w/v brest feeding maa ra eye's a use korta parbe?
As far as my knowledge goes, it can be used by breastfeeding mother. But it's better to consult your Doctor before starting to use the medicine.
IPD 61mm amar kono problem hobe .amar 15 bochor. amar power L/E :SPH: -3.25
R/E: SPH: -0.75, CYL: -3.50. Axis :15
voye aci help me . amar retina disease hote pare??😥😭
IPD r jonye voyer kichu nei.
Bam cokher paoarr thik ache. Dan cokhe ektu beshi cylinder.
Oitar jonye chakorir somoy medical test hole ektu somosya hote pare.
E chara aar kichu voyer kotha nei.
Tobe chokhe problem hole nischoi in daktarbabuke dekhaben.
স্যার,,আমার এক চোখের রেটিনা ছিরে গেছে,, এটা তেল জাতিয় কিছু দিয়া জোড়া লাগিয়ে দিছে, কিন্তু এই চোখে কিছু দেখতে পাইনা,, আমার চোখের রেটিনা কি প্রতিস্থাপন করা সম্ভব??
না। এখনোও পর্য্যন্ত রেটিনা প্রতিস্থাপন সম্বভ নয়।
Sir amr ratina operation hoi6a 2018 kintu continue ami choke osud chol6a 3 times. Ki6u osubida hbe ki future choke ba sarir r onno kono jaigai?
আপনি রেটিনার কি অপারেশনে হয়েছে টা লেখেন নি। কি ওষুধ 3 বছর ধরে চলছে তাও লেখেন নি। আমি কি করে বলতে পারব, আপনি নিজেই বলুন।
Sir apnar sate aktu parsonali kotha bolte chai kivabe jogajog korbo
আপনি আমাকে মেইল করতে পারেন। Mail address:
bdey1138@gmail.com
Sir আমার বাম চোখ হাত দিয়ে বন্ধ করলে ডান চোখে খুব কম দেখি কোন নির্দিষ্ট পাওয়ার সেট হয় না। Mri সহ অনেক টেস্ট করা হয়েছে কোন সমস্যা ধরা ও পরছে না ।এমনটা হওয়ার কারন কি?
চোখ না পরীক্ষা করে আন্দাজে কারণ বলা যাবে না। আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখান।
@@Dr.BhaskarDey ami Bangladesh a chokhu hospital a dekhassi onk test korano hoease but kono problem Dora porse na
Bangladesh eye hospital e dekhan immediately
Sir amar relativer retina te hole royechhe kothay operation karabo janale upkrito hobo
এই চ্যানেলে দুটো ভিডিও আছে।
ভারতে প্রথম 10 টি চোখের হাসপাতাল এবং পশ্চিমবঙ্গের প্রথম 10 টি চোখের হাসপাতাল। ওই ভিডিও দুটি দেখে নিন।
Sir amr mayer retina detachment operation hyeche..ekta tel vora chilo.retina ta jora legechilo..1month er mathai abar retina ta khule jai..doctor bollo abar operation krte hbe..sir eta ki karone holo ektu jodi bolen? R ei operation hole kto din rest thkte hy..r ranna kobe theke krte para jai ektu blbn..advance thanku
এই প্রশ্ন গুলি আমাকে না করে যেই ডাক্তার বাবু অপারেশন করেছেন বা করবেন, ওনাকেই তো আপনার জিজ্ঞেস করা উচিত।
আমি এইটুকু বলতে পারি যে দ্বিতীয় বার অপারেশন হলে, আরোও সাবধানে থাকা উচিত।
স্যার আমার মেয়ে ১ বছর ও ৩০ সপ্তাহে জন্ম হয় দুই চোখে Rop করা এখন চোখের মনি কাপে কি করবো
চোখ না পরীক্ষা করে ঠিকমত বোঝা যাবে না যে কি হয়েছে। আপনি স্থানীয় ডাক্তার বাবুর পরামর্শ নিন।
Sir ay retina Detachment er jonno amr chokher dristi nei 3 bar surgery hoyeche amnki Chennai,Indore porjonto giyechialm kintu amr chokher pressure er jonno bar bar retina Detachment hoye jai apni ki kichu amr problem somporke bolte parben ?
Bolar to kichu nei. Shudhu eituku bolte pari ze apnar chokher obosthar kotha jene Ami oyyanto dukkhito. Apni khboi unfortunate.
Sharirik theke valo thakben. Nomoskar.
স্যার আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি। আপনার ভিডিও গুলো অনেক সুন্দর।
আমার মেয়ের বয়স ১৩ বছর। গত ০৫/০৬/২৩ তারিখে তার বাম চোখের রেটিনা ডিটাচমেনট অপারেশন হয়। অপারেশন এর পরে ও আগের চেয়ে একটু কম দেখছে। চোখ ও আগের থেকে ছোট এবং লাল হয়ে আছে। ডাঃ বলেছেন চোখের রেটিনা জোরা লাগানো হয়েছে। আবার ০১ মাস পর যেতে বলেছেন।
এখন আপনার কাছে জানতে চাইছি অপারেশন এর পরে চোখ ছোট ও লাল থাকা কোন সমস্যা কিনা। দয়া করে জানাবেন।
আপনার মেয়ের অপারেশন বেশি দিন তো হয় নি। এখন একটু লাল থাকা ও চোখ ছোট লাগতে পারে। পরে আস্তেআস্তে ঠিক হয়ে যাবে। যদি অপারেশন successful হয় তাহলে । আমার মতে মেয়েকে নিয়ে যেতে হবে না। কিন্তু ওর চোখের ছবির নিয়ে একবার ডাক্তারবাবু দেখান। আমি দুর থেকে না পরীক্ষা করে পুরোটা ঠিক বুঝতে পারছি না।
স্যার,
আমার মেয়ের রেটিনা ডিটাচমেনট এর পরে ডা: অপারেশন করে চোখে অপারেশন করে সিলিকনের তেল দিয়ে দিয়েছে। এখন ৬ মাস হয়ে গেছে। এই ৬ মাসে প্রায় প্রতি মাসেই Follow up করিয়েছি। গতকাল ও ডা: দেখে বলেছেন চোখ ভাল আছে, রেটিনা জোড়া লাগানো আছে। চোখের তেল কখন বের করা হবে প্রশ্ন করলে বলেন এখন বের করলে চোখ ছোট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই ৪ মাস পর যেতে বললেন। সাথে Drop ও চশমার পাওয়ার দিয়েছেন।
এতো দীর্ঘ সময় প্রায় ১০ মাস চোখে সিলিকনের তেল থাকলে কোন সমস্যা কিনা?
না, কোনোও অসুবিধা হবে না। ডাক্তারবাবু ঠিকই বলেছেন।
@@akramhossain4518 ভাই আপনি কোন ডক্টর এর কাছে আপারেশন করিয়েছিলেন, জানালে ভালো হয়..... প্লিজ প্লিজ
Sir amar 3bchor holo retina operation hoyache,amar chani operation somoy detachment hoyachilo ,kintu ekhono ami japsa dekhi,kokhono khub batha kore ,surjer dike takate pari na
চোখ না পরীক্ষা করে ঠিক বোঝা যাবে না যে কি হয়েছে। আপনি আপনার চক্ষু বিশেষজ্ঞ এর কাছ থেকেই এই বিষয়ে ঠিক জেনে নিন।
স্যার আমি বাংলাদেশ থেকে।
একটা মেয়ে বয়স বর্তমান বিশ বছর। রেটিনা সমস্যা। চার বার অপারেশন করা হয়েছে। কিন্তু এখন আবার সমস্যা দেখা যাইতাছে। ডান চোখের সমস্যা। কিন্তু এখন ভিতরের আংশে বেশি নিল হয়েছে। আবার বাম চোখেও কম দেখে। চোখে ঝাপসা দেখে। আবার চোখ ব্যাথা করে।
এখন করনীয় কি দয়া করে জানাবেন
শুধু রেটিনার সমস্যা লিখলে হবে না। রেটিনাতে অনেক রকমের সমস্যা হতে পারে। কি ডায়াগনোসিস করা হয়েছিল আর কি অপারেশন করে হয়েছিল জানাতে হবে। তবেই সমস্যাটা বোঝা যাবে।
@@Dr.BhaskarDey
চোখের রেটিনা সরে গেছে
Ratina ditachment
হয়েছিল।
@user-cz8nc1no3l
Retinal detachment এবং 3 বার অপারেশন হয়েছে মানে খুব বেশি দৃষ্টির আশা করা উচিত নয়। মনে হয় এই চোখে আর বিশেষ কিছু করা যাবে না। আপনি তো একজন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছেন। দেখুন কি হয়।
রেটিনায় কোন সমস্যা হলে পাওয়ার চশমা দিয়েও ভালো দেখা যায় না, হালকা ঝাপসা দেখা যায়, কি সমস্যা হতে পারে, জানান প্লিজ, আর কোন চিকিৎসা আছে?
চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না যে কি হয়েছে। একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে।
ছার আমার ছেলের চোখের রেটিনা পদ্মা ছিরে গেছে ওপারসন করলে দেখবেন কি না বলবেন
চোখ না পরীক্ষা করে বলা যাবে না। একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে।
Sir amar husband er both eye retina te dag pore giye chilo laser korano hoyeche .abar 2 mas por ekta chokh retina te dag poreche then abar laser hoyeche. Sir amar husband tana 12 ghonta moto laptop e kaj koren . sir onek ghonta laptop use korar jonno retina te dag poreche naki ?? Kindly bolle valo hoy naki onno kono karon hote pare
Amar mone hoy onno kono karone hoyache. Onekei 10 / 12 ghonta dhore computers e kaj kore. Sokoler retinate dag hoy na.
Onek ghonta dhore computer e kaj korle chokher dryness hote pare
Sir ami retina te lijar koreci goto 4din age kintu akhone ami chokhe japsha dekte pasci akhone ki korbo
Koyek din somoy din.
Drishti valo na hole apnar doctor er sathe zogazog korun.
Chokher porda chire gele operation na krle ki hobe??
Dekhte pata zabe na.
@@Dr.BhaskarDey onno chokh er shomosha hbe?
Operation kre o toh bhalo hower nischoyta dicche na takhn ki krbo?
Er jonye hobe na. Kintu only karon hole hote pare.
Retina r operation er konoo guarantee nei.
Choker pata atirikto porcha ki korbo bolun na please
Beshi chinta korben na. Chinta kome gele Apna theke thik hoye zabe
স্যার এক চোখে রেটিনা ডিটাচমেন্ট হলে অন্য চোখে হওয়ার কোন সম্ভাবনা থাকে
হ্যাঁ থাকে। আপনি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ কে ওনার নির্দেশ অনুযায়ী দেখবেন।
স্যার,
রেটিনা ডিটাচমেনট অপারেশন এর পরে কত দিন পরে চোখে পানি লাগানো যায়।
আমার মতে 10 দিন পরের থেকে পরিষ্কার জল লাগাতে পারবেন। কিন্তু আমার মত ই ফাইনাল নয়। যে surgeon অপারেশন করেছেন, ওনার মত ই ফাইনাল হবে।
লোকেশন,,, কোথায় বসেন আপনি
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন।
Mail address:
bdey1138@gmail.com
জয় রাধে
ধন্যবাদ
সার আমি বাংলাদেশ থেকে বলছি আমাদের দেশের রেটিনার ডক্টর বলিতেছ আমার রটিনার পদা ছিরে গেছে এখন আমি করবো জানাবেন
রেটিনার পর্দা ছিঁড়ে গেলে retinal detachment হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে।
Average Thickness
333.0
443
9.44
(µm)
(µm)
(mm³)
Center Thickness:443
Total Volume mm^3: 9.44
এই আবস্থাতে কি করা উচিত আমার????
শুধু কর্নিয়াল thickness বা retinal thickness দেখে opinion দেওয়া যায় না। আরও অনেক কিছু দেখতে হয়। আপনি একজন retina specialist কে দেখান।
জানি অপারেশন এর পর এই অপারেশন করা যায় কি
জানি নয়। বোধহয় আপনি ছানি বলতে চাইছেন। হ্যাঁ, ছানি অপারেশনের পর দরকার হলে এই অপারেশন করা যায়।
Chokhe Kam dekhi tai Jani likhechhi eta chhani habe
ছানি ছাড়াও অন্য কিছু হতে পারে। 50 বছরের বেশি বয়স হলে ছানির সম্ভাবনাও থাকে। আবার গ্লকমার সম্ভাবনাও থাকে।
আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা আপনার চোখ পরীক্ষা করিয়ে নিন।
@@Dr.BhaskarDey glucoma er tendency er janya lasure kariyechhi tarpar DCR operation karalam ekhon chhani operation Kara lagbe abar ratina er problem o achhe athacha sugar kingba BP normal keno je esab hochhe janina age 62 yrs apni manusher janya anek Karen Thakur apnar o apnar paribarer Mangal karun namaskar bhalo thakben apnader mato lokeder bhalo thaka uchit samajer janya
Apnar comment er jonye apnake onek dhonybad