বাংলা বর্ষ বরণ উৎসব | পহেলা বৈশাখ উদযাপন | অকল্যান্ড, নিউ জিল্যান্ড | Bangla New Year Celebration |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলোয় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসীদের নিয়ে বাংলা বর্ষবরণসহ মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন নিউ জিল্যান্ড ইনকর্পোরেটেড।
    দক্ষিণ এশিয়ার সবুজ-শ্যামল বাংলাদেশ, আর সুদূর অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে ওশেনিয়া সাগরের মাঝে অবস্থিত বিশ্বের শান্তির দেশ নিউ জিল্যান্ডের মধ্যে হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব। এই দুই দেশ বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি ও ভিন্ন সংস্কৃতি।
    একাকী প্রবাস জীবনে পরিবার, আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধব থেকে দূরে থাকা এবং দেশীয় স্বাদ ও আমেজের জন্য সারা বছর হা-হুতাশ করা এই প্রবাসীরা হাজার মাইলের দূরত্ব আর সাংস্কৃতিক ভিন্নতর কষ্ট ভুলে গিয়েছিল পহেলা বৈশাখের আয়োজনে। দৈনন্দিন হাজারো ব্যস্ততার মধ্যেও বছরের এই দিনটি পালন না করলে প্রবাসী বাঙালিদের জন্য একটা অসম্পূর্ণতা ও অতৃপ্তি থেকেই যায়।
    ছোট আর বড়দের রঙ-বেরঙের বৈচিত্র্যপূর্ণ দেশীয় পোশাক, সাজসজ্জা, ভোজনরসিক বাঙালির প্রিয় পিঠা-পায়েস আয়োজন আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাঙ্গণটি হয়ে ওঠে আনন্দমুখর একটি ক্ষুদ্র বাংলাদেশ। দেশের সীমানা পেরিয়ে সুদূর বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার এ প্রয়াস দেশের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ এবং দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির শ্রেষ্ঠত্বেরই বহিঃপ্রকাশ।
    বিকেল ৩টায় দূর-দূরান্ত থেকে প্রবাসীরা রঙ-বেরঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ পরে আসেন বৈশাখী মেলায় অংশ নিতে।
    চেপা শুটকির ভর্তা, চিতই ও নকশিসহ বিভিন্ন পিঠা, সিঙ্গারা, সমুচা, ঝালমুড়ি, জিলাপি ও রসমালাই নানা পদের মুখরোচক খাবারের পাশাপাশি রকমারি পণ্যের স্টল, যা ছিল চোখে পড়ার মতো।
    এরপর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে সাহিত্য সম্ভার, কবিতাপাঠ, বৈশাখের ওপর সমবেত একক ও দ্বৈত গান, পুরুষ, নারী ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন অংকন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু-কিশোর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত।
    For new membership enrolments
    www.banzi.org....
    #বাংলানববর্ষ
    #newzealand
    #বাংলার_উৎসব
    #asia
    #NewZealand
    #workvisa
    #Permanentresidentvisa
    #travelvisa
    #travelasia
    #Vietnamvisa
    #thailandvisa

ความคิดเห็น • 3

  • @channelkrishi
    @channelkrishi 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ ভিডিও