ওই আনন্দেই থাকুন। না আছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেতন নীতি, অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তা, মুখে ধর্মীয় কথা আর অনৈতিক কাজে এগিয়ে থেকে অন্যের ভালো জিনিস গ্রহণ করতে অপারগ। আমার মতো না হলেই খারাপ, কুয়োর ব্যাঙ।
খুবই ভাল প্রতিবেদন। আপনি ভারত ও বাংলাদেশ বলছেন, তা আপনার বৃহত্তর মানসিকতার প্রকাশ। আপনিও অসংখ্য মানুষের কাছে পৌছে যাচ্ছেন।একসময় আমরা সবাই ভারতবর্ষের মধ্যেই ছিলাম। সেটা ভুলে যাওয়া মানেই শেকড়কে ভুলে যাওয়া। ধন্যবাদ
আমাদের চ্যানেলে নিউজিল্যান্ড নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে। অনুগ্রহ করে চ্যানেলে প্রবেশ করে খুজে নিন। মাত্র ৩৫ টা মত ভিডিও আছে, খুজতে ঝামেলা হবে না। সাথেই থাকুন। ❤❤❤❤❤❤
আপনি সবসময় ভারত বা বাংলাদেশ বলছেন কেন আপনি একজন বাংলাদেশী সেহেতু আপনি বাংলাদেশের জন্য বলবেন ঠিক আছে নয়তো সুধু সুধু কথায় কথায় ভারত বা বাংলাদেশ, ভারত বা বাংলাদেশ কেন ভাই।
ভাই রাগ করবেন না। মরুচরের অধিকাংশ দর্শক বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী মানুষ আর কিছু সংখ্যক প্রবাসি। তাই আমরা কোন বিষয় বুঝাতে এই দুই দেশের সাথে মিল/অমিল/তুলনা করি, যাতে দর্শকরা সহজেই বিষয়টি অনুমান করতে পারে।
Bhai ektu help korben please 🙏 Ami jodi software engineering niye Australia te bachelor kori pore graduate kore chakri kori ami ki pr pabo Adelaide e? Amar prai 95 point uthe
ভাই, এই বিষয়ে আমার বাস্তব অভিঙ্গতা নেই। হয়ত নেট ঘেটে উত্তর দিতে পারব, কিন্তু বাস্তবতার সাথে তা অমিল হতে পারে। তবে ইতোপূর্বে যারা স্কলারশিপ নিয়ে গিয়েছে, তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইল।
যারা শুধুমাত্র দুনিয়া লোভী!!! তাদের জন্য ঠিক আছে! আর যারা আখেরাত এবং দুনিয়া দুটোই চায় এসব দেশ তাদের জন্য আজাব!!! আল্লাহ সকল মুসলিমকে এসব কান্ট্রি থেকে বাঁচার তৌফিক দান করুন
Aslamualikum vhai kemon achen? Khub sundor o rucisil video deyar jonno Donnobad eibabei caliye jaben karo kothay kan na diye sundor sundor video oupohar diben asa kori! Valo jinis ar kodor kom manus e dite jane
@@Moruchor সত্যি কথা বলি আপনি জানি না কোন দেশের তবে আপনার গলার আওয়াজ শুনে মনে হল আপনি বাংলাদেশের আপনি ভারতীয় বাঙালি না তার সেই হিসাবে যদি বলি আমি যদি বাংলাদেশে থাকতাম বা পাকিস্তানে থাকতাম আজকের দিনে অবিভক্ত ভারতের ব্যাপারটা আলাদা তাহলে হয়তো আমি বলতাম লিভ ইন থাকাটা খারাপ ভারত সরকার দ্বারা অনুমতি করা আছে কিন্তু ভারতীয় জনগণ সেটাকে খারাপ চোখে দেখে এবার আপনাকে আপনি আমাকে বলুন দেশের সরকার অনুমতি দিয়েছে কিন্তু মানুষ জন খারাপ চোখে তাকে তাহলে আমি সেটা করব কি করে আমার জন্য সুযোগ আছে কিন্তু আমরা ছেলে মানুষের সুযোগ নেই মেয়ে মানুষের সুযোগ আছে আর ভারতবর্ষের ব্যাপারে আপনি জানেন কি জানেন না জানি না ভারতবর্ষের নারীর এত ক্ষমতা নারীরা খুশি করতে পারে একটা বিবাহিত নারীও পটিয়ে পটিয়ে ভালো ছেলেকে ছেলেদের দোষ ছেলেরা কেন বিবাহিত মেয়েদের দিকে যায় কিন্তু কোন ভোট মানে অবিবাহিত মেয়ে সচরাচর কোন বিবাহিত ছেলেকে বিয়ে করতে যায়ও না। আর ভারতবর্ষে যদি হয়ে থাকে সেটা খুব রেয়ার মানে ভালবেসে থাকলে বা অন্য কোন কারণে হতে পারে মূলত পয়সা ছাড়া সম্ভব না ভারতবর্ষে নারীদের প্রচণ্ড ক্ষমতা যে কোনো কারণে যদি ছেলে মেয়ের বিবাহের পর ডিভোর্স হয় দোষটা সবাই ছেলেদের নামে দেবে ভারতবর্ষে কেউ মেয়েদের নামে দোষ দেয় না বাংলাদেশে থাকলে এতটা কষ্ট আমাকে ভোগ করতে হবে না হতো না আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন আমি বাংলাদেশে আসতে চাই ভারত ছেড়ে দিতে চাই। আমি সে দেশে এসে ভালো মেয়ে দেখে বিয়ে করতে চাই কারণ ভারতবর্ষে আমি আমার জীবনের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল দেখতে পাচ্ছি না দেখুন আমি তো পারলে পাকিস্তানে গিয়ে থাকতাম এক বেলা খেয়ে থাকলেও শুনে মনে শান্তি থাকা দরকার পেটে খাওয়ার টাকাটা দরকারই না ভারতবর্ষে আমি তিনবেলা কেন চারবেলা খেয়ে থাকতে পারি পয়সা কড়ির অভাব হবে না ভারতবর্ষে থাকলে কিন্তু মানুষ তো কুকুর না যে খেয়ে বেঁচে থাকার জন্য শুধু বেঁচে থাকে না পয়সা কামালি তো হলো না জীবন যদি সুখে শান্তিতে উপভোগ করতে না পারি একটা সংসার জীবন শান্তিতে যদি কাটাতে পারি ভারতবর্ষের সংসার জীবন খুব কঠিন ভারতবাসীর অবস্থা ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া ইউরোপ আমেরিকা জাপান চায়নার মতন হতে চলেছে। যেখানে মানুষজন বিয়ে করবে না ভবিষ্যতে ভারতের কারনে ভারতের সরকারের এত জঘন্য নিয়ম নারীদের এত ক্ষমতা যে পুরুষের জীবন তছনছ করে দিয়েছে এর জন্য অবশ্য পুরুষই দেয় কেন পুরুষরা ভারতবর্ষে কেউ হস্তক্ষেপ করে না কেউ আন্দোলন করে না সবাই নারীদের অধিকার নিয়ে কথা বলে পুরুষ অধিকার নিয়ে কেউ কথা বলে না কিন্তু বাংলাদেশ পাকিস্তানে ব্যাপারটা পুরো উল্টো তার জন্য আমি বাংলাদেশ পাকিস্তানকে যথেষ্ট ভালোবাসি হিন্দু মুসলিম কোন ব্যাপার না ধর্মভিত্তিক কোন ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে পুরুষ আর নারীর আপনিও পুরুষ আমিও পুরুষ সমান সমান অধিকার হলেও হতো কিন্তু ভারতবর্ষের আইন তো একেবারে খারাপ আমেরিকা থেকে ঢুকে গেছে আমেরিকাতেও নারী-পুরুষ সমান অধিকার ১০০% আছে আপনি চাইলে মেয়েদের বিরুদ্ধে রেপ কেস করতে পারবেন ভারতবর্ষে আপনি পারবেন না বুঝুন ভারতবর্ষ কতটা জঘন্য দেশ ভারতবর্ষে পুরুষদের জন্য অনিরাপদ আর আমি এদেশে নিজের জীবন ভবিষ্যৎ অনিরাপদ বোধ করছি কিন্তু বাংলাদেশে আসলে আমি এটা সৌন্দর জীবন কাটানোর একটা সুযোগ পেতে পারি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ
nah evabe work visa Australia chhare na...ami nije Australia te thaki eder process ta ektu vinno onno deser tulonai...Amar name e click korle amar channel paben eta Australia nie
কানাডা নিয়ে প্রতিবেদন শুরু করেছি ভাই l এরপর আমাজন জঙ্গলের একটা উপজাতিদের জীবন নিয়ে প্রতিবেদন দেবো l এরপরই কানাডা নিয়ে প্রতিবেদন দেবো ভাই l সর্বোচ্চ ১০ দিনের মাথায় পাবেন 🖤❤️🤎
ঠিক বলেছেন। প্রায় সকল উন্নত দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এমনই সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি। তবে এগুলো বাধ্যতামূলক, বিষয়টি এমন নয়। মরুচরের এতে কোন অভিযোগ নেই। কেবল মাত্র বিষয়টি সবাইকে জানিয়েছি, যাতে দর্শকের জ্ঞানপিপাসু মন কিছুটা তথ্য পায়। অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
জি ভাই, অস্ট্রেলিয়াতে লিভ টুগেদার (Live Together) ব্যাপকভাবে প্রচলিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। তবে বাধ্যতামূলক নয়। সবাই লিভ টুগেদার (Live Together) করে, এমনও নয়। উন্নত দেশ গুলো এর প্রচলন বাড়ছে। মরুচর টিমের কেউ লিভ টুগেদার (Live Together)-এর পক্ষ্যে চুলপরিমানও সমর্থন করে না।
@@Moruchor karo somorthone jay ase na apni jananur dorkar janaichen অস্টেলিয়ার সম্পর্ক তাহলে আর কি এমনি জানাইছে খালি লিভ টুগেদারত আর করছেন না বাংলাদেশেওত এমন হয় তো আর সরথন করে লাভ নাই
ভাইয়া আপনার যদি এই কালচার ভালো লাগে তাহলে চলে যান অস্ট্রেলিয়ায়, আমেরিকা, ইউরোপ, বাংলাদেশে আছেন ভাইয়া অনেক ভালো আছেন, এই সভ্যতার প্রভাব খুবই খারাপ....
২০২১ সালের পরিসংখ্যান অনুসারে ধর্মীয়ভাবে অস্ট্রেলিয়ার মানুষ, 43.9% খ্রিস্টান 38.9% কোন ধর্ম নেই 3.2% মুসলিম 2.7% হিন্দু 2.4% বৌদ্ধ 1.7% অন্যান্য 7.2% উত্তরহীন
@@Moruchor সত্যি কথা বলবো? বিয়ে করার জন্য বাংলাদেশ পাকিস্তান বোধহয় আফগানিস্তান এসব এসব দেশ বেশি ভালো আমার জন্য বর্তমান সময়ের কথা হিসাব করে বলছি ফ্যামিলি বা মুসলিম পরিবারে বেশিরভাগ ক্ষেত্রে বা মুসলিম দেশগুলোতে নারীদের অধিকার খুব একটা থাকে না পুরুষদের অধিকার থাকে সবকিছুতে পুরুষরা যা খুশি করতে পারে বিয়ে করলে কেউ কিছু বলবে না কিন্তু ভারতবর্ষের মতো দেশে থাকিত জীবনটা খুবই কষ্টকর ভারতবর্ষে পুরুষ অধিকার বলে কিছু নেই সমস্ত ক্ষমতা নারীদের হাতে নামমাত্র ভারতে পুরুষতান্ত্রিক বলে কিন্তু ভারতবর্ষে এখন নারী তান্ত্রিক দেশ হয়ে গেছে ভারতবর্ষে একটা মেয়ে দশটা চারটে হাজারটা বিয়ে করলেও কেউ কিছু বলবে না কিন্তু একটা ছেলে করতে গেলে ছেলেদের নামে হাজার একটা কথা উঠবে। সেই জন্য আমি ভারতবর্ষের নিজের জীবনটা অন্য নিরাপদ বোধ করছি আমি বাংলাদেশে আসতে চাই কিছু না করতে পারলেও বাংলাদেশ যেহেতু বাংলা ভাষার জায়গা তাই জন্য আমিও বোধহয় একটু শান্তিতে বাঁচতে পারব। তিন বেলার জায়গায় দুবেলা একবেলা খেয়ে বাঁচবো তবুও মনে শান্তি থাকতে পারলে একটা ভালো মেয়ে বিয়ে করে যদি সংসার করতে পারি এর থেকে শান্তি আর কি হবে
Most of the viewers of Moruchor are Bengali speaking people from Bangladesh and India. So I mention these two countries to compare/dissimilarity on some issues. So that the viewers can understand the issue better. There is no other reason.
আল্লাহ আমাদেরকে এসব আচরণ থেকে বাঁচিয়ে রাখুক আমরাই সভ্য জাতি
আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।
ওই আনন্দেই থাকুন। না আছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেতন নীতি, অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তা, মুখে ধর্মীয় কথা আর অনৈতিক কাজে এগিয়ে থেকে অন্যের ভালো জিনিস গ্রহণ করতে অপারগ। আমার মতো না হলেই খারাপ, কুয়োর ব্যাঙ।
আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে
আমরা সম্মানের সাথে ভালো আছি
আলহামদুলিল্লাহ
দেশ ও ধর্ম ভেদে এই বিষয়গুলো একেক দেশে একেক রকম হয় l ওদের দেশে ওটাই স্বাভাবিক
@@Moruchorইসলামের বিরুদ্ধে যার এমন কাজ কখনো আসা ভাবিক জতে পারেনা
সেইজন্যই ওদের দেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় হেদিয়ে মরেন...!!!!😊😊😊😊😊...
আমারা মুসলিম এর জন্য লিভ টুগেদার হারাম ইসলামে নিয়ম-কানুন খুব সুন্দর আলহামদুলিল্লাহ
জি,
মুসলিমদের জন্য যেনা অনেক পাপের কাজ।
সাথেই থাকুন।
❤❤❤❤❤❤
Halala?@@Moruchor
ওঁদের সমাজব্যবস্থায় এগুলো খুবই সাধারণ ও স্বাভাবিক ব্যাপার। ভারতীয় উপমহাদেশের সমাজ ও পরিবার ব্যবস্থা দেখলে ওঁরা অবাক হবেন।
যথার্থ বলেছেন।
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
যস্মিন দেশে যদাচার।। খুব ভালো লাগলো। ধন্যবাদ।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
প্রবাদটা পুরোটা বলুন।
জস্মিন দেশে যদাচার
নুঙ্গি খুলে নদী পার।
ভালো ভিডিও সমাজ বদলায় ধন্য আমরা আসুন আমরা সকলেই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি ধন্যবাদ
আপনার সুন্দর এই চাওয়াটি সমাজের বড় পরিবর্তন না করতে পারলেও অনেকটা সুন্দর করবে।
আপনার ভিডিও খুবই সুন্দর । আশা করি নিয়মিত ভিডিও দিলে ১ বছরের মধ্যে 1M+ হয়ে যাবে । ❤❤❤
ভাই,
আপনার কমেন্টা আমি ছবি তুলে রেখেছি। অনেক বেশি মনোবল ও উদ্যোম পেয়েছি আপনার কথাতে। অরেক ভালবাসা রইল আপনার প্রতি। সাথেই থাকুন।
❤❤❤❤❤❤
উয়োরপের সব দেশে এইরকম নিয়ম তার সব গুলা কথা সঠিক আমি ইতালি থাকি
আমাদের কথাগুলো সত্যায়ণ করার জন্য আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
ইউরোপ
তোরে কেউ বলছে তুই থাকিস কই? পার্ট দেখাস খনিকের ছেলে?
তুমি ইতালি থাক অথচ ইউরোপ লিখতে পারলে না ?
@@MoktaBagum-ou7xh উনি সাঁতার কেটে ইউরোপে গেছে তাই😂😂😂
ভাই, আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব। এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমীন।
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকেও আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
ভাই আপনার ভিডিওগুলো এক কথায় অসাধারণ,,,, চোখ পেরানো দায়। 🥰😍
অসংখ্য ধন্যবাদ ভাই
আমাদের সাথেই থাকুন
🖤🤎❤️
'পেরানো ' হোঃ হোঃ হোঃ !!!
খুব সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকেও আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
খুবই গুরুত্বপূর্ণ ভিডিও
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Informative post ❤️🥰
Thanks
♥️🖤🤎❤️
জানলাম। ভালো লাগলো। পার্থক্য টা কি ভালো মতোই বলেছেন বক্তব্যে।
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
খুবই ভাল প্রতিবেদন। আপনি ভারত ও বাংলাদেশ বলছেন, তা আপনার বৃহত্তর মানসিকতার প্রকাশ। আপনিও অসংখ্য মানুষের কাছে পৌছে যাচ্ছেন।একসময় আমরা সবাই ভারতবর্ষের মধ্যেই ছিলাম। সেটা ভুলে যাওয়া মানেই শেকড়কে ভুলে যাওয়া। ধন্যবাদ
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকেও আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
উপস্থাপনা এবং বিষযবস্তুগুলো খুবই সুন্দর লাগলো।
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
উপস্থাপনা এবং বিষযবস্তু গুলো খুবই সুন্দর লাগলো। রাজশাহী থেকে দেখছি ভাই
স্বাগতম ও ধন্যবাদ ভাই।
❤❤❤❤❤❤
সেরা সিদ্ধান্ত আমি মন থেকে সমর্থন করছি
অসংখ্য ধন্যবাদ।
সাথেই থাকুন।
❤❤❤❤❤❤
Thank you so much.
Please stay with us.
❤❤❤❤❤❤
পৃথিবীর সব দেশরই আলাদা ভিন্নতা আছে, সুতরাং অস্ট্রেলিয়ার সমাজের সাথে আমাদের মিল থাকতে হবে এরকম নই।
গঠনমূলক কথা।
পৃথিবীর প্রায় সকল দেশই সংস্কৃতি, সভ্যতা আর বিশ্বাসের দিক থেকে আলাদা। এটা স্বাভাবিক।
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
কত সুন্দর নিয়মগুলো
জ্বি ভালো নিয়ম
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
Very good presentation.
Thank you!
Please stay with us.
Love form Brahmanbaria ❤
♥️🖤❤️🤎🤎
আপনাকে ধন্যবাদ এই সুন্দর প্রতিবেদনটির জন্য। ভালো থাকবেন।
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকেও আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Vi Ekta important point miss kora hoyce vdo te. Seta holo Australia te nunu size biyar purbe check kora hoy😢
আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন
আমিন
চমৎকার প্রতিবেদন। ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Strange rules. But the video is very nice. I have a request, please make a video about Japan. ❤❤❤
Thank you so much.
We will make a report on Japan. But please give me a few months.
Please stay with us.
❤❤❤❤❤❤
আমাদের জীবন উপকরণ ভালো
হয়ত,
আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।
Nice and informative video...
Thanks a lot
Please stay with us.
Ami Adelaide,Australia theke video dekhchi
সুন্দর দেশে আছেন।
অভিনন্দন।
Good. Thanks.
Thank you too
Please stay with us.
ভাই আপনাকে থ্যাংক ইউ আমাদের কাটাবনে মার্কেটের ভিডিও করার জন্য
আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাই।
সাথেই থাকুন।
Super News like😢😢😢😢😢
Thank you so much.
Please stay with us.
ভালো লাগলো তাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব সবই করলাম ❤️🌹
স্বাগতম ও আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
❤❤❤
amar chanel tao Australia nie..subscribe korben. Thank you
Valo❤
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন। ❤❤
ভারত এবং বাংলাদেশের লোকেরাই সভ্য। এখানকার লোকেরা বড়দের সম্মান করতে জানে।
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
শুধু মাত্র বড়দের সম্মান করলেই সভ্য জাতি হয়না... সভ্য জাতি হিসেবে পরিচিত হওয়ার আরো অনেক প্যারামিটার আছে.....
নিউজিল্যান্ড নিয়ে এমন একটি ভিডিও তৈরী করুণ 🙏
আমাদের চ্যানেলে নিউজিল্যান্ড নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে। অনুগ্রহ করে চ্যানেলে প্রবেশ করে খুজে নিন। মাত্র ৩৫ টা মত ভিডিও আছে, খুজতে ঝামেলা হবে না।
সাথেই থাকুন।
❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
কাঠাল পাড়ার দৃশ্য টা কোন এলাকায়???
সঠিক জানা নেই ভাই।
ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
সুইডেন নিয়ে ভিডিও দেন
লিখে রাখলাম। কিছু দিন সময় দিন।
সাথেই থাকুন।
ধন্যবাদ।
@Moruchor ধন্যবাদ
আপনি সবসময় ভারত বা বাংলাদেশ বলছেন কেন আপনি একজন বাংলাদেশী সেহেতু আপনি বাংলাদেশের জন্য বলবেন ঠিক আছে নয়তো সুধু সুধু কথায় কথায় ভারত বা বাংলাদেশ, ভারত বা বাংলাদেশ কেন ভাই।
বাংলা ভাষাভাষী লোকজন দুই দেশেই আছে, তাই
দুই দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি প্রায় একই তাই
ভাই রাগ করবেন না।
মরুচরের অধিকাংশ দর্শক বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী মানুষ আর কিছু সংখ্যক প্রবাসি। তাই আমরা কোন বিষয় বুঝাতে এই দুই দেশের সাথে মিল/অমিল/তুলনা করি, যাতে দর্শকরা সহজেই বিষয়টি অনুমান করতে পারে।
ঠিক
জি
Australia nie onek kisu jante parlam❤
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Informative video
Thank you so much.
Please stay with us.
ওদের কালাচার অনেক সুন্দর তাই ওরা অনেক উন্নত।
অসংখ্য ধন্যবাদ।
সাথেই থাকুন।
এমন উন্নতির চার আনা ও মূল্য নাই!!!
পৃথিবীর উন্নত দেশগুলোর একই রকম সমাজ ব্যবস্থা । সুইডেনের নাগরিকরা এই রকম জীবন যাপন করে ।
অসংখ্য ধন্যবাদ।
❇️❇️বিয়ের আগে মানুষের মেলামেশা আর কুকুরের মেলামেশার কোন পার্থক্য নেই
ইসলাম এটিকে সমর্থন করে না।
আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।
🖤🖤🖤
Thank you so much.
Please stay with us.
❤❤❤❤❤❤
❤
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
অসংখ্য ধন্যবাদ।
সাথেই থাকুন।
Thanks for inf🎉
Thank you so much.
Please stay with us.
❤❤❤❤❤❤
good job
Thank you so much.
Please stay with us.
Bhai ektu help korben please 🙏
Ami jodi software engineering niye Australia te bachelor kori pore graduate kore chakri kori ami ki pr pabo Adelaide e? Amar prai 95 point uthe
ভাই, এই বিষয়ে আমার বাস্তব অভিঙ্গতা নেই। হয়ত নেট ঘেটে উত্তর দিতে পারব, কিন্তু বাস্তবতার সাথে তা অমিল হতে পারে।
তবে ইতোপূর্বে যারা স্কলারশিপ নিয়ে গিয়েছে, তাদের সাথে কথা বলে দেখতে পারেন।
আপনার জন্য শুভ কামনা রইল।
যারা শুধুমাত্র দুনিয়া লোভী!!! তাদের জন্য ঠিক আছে! আর যারা আখেরাত এবং দুনিয়া দুটোই চায় এসব দেশ তাদের জন্য আজাব!!! আল্লাহ সকল মুসলিমকে এসব কান্ট্রি থেকে বাঁচার তৌফিক দান করুন
আমিন।
মুসলিমদের জন্য পরকাল-ই উত্তর। ইহকাল মাত্র কিছুদিনের জন্য।
অদ্ভুদ নিয়ম অস্ট্রেলিয়ায় এইটা কোন সম্ভব না তবে আপনি জেইটা বলছেন এইটা কি সত্যি প্লিজ সত্যি কি অস্ট্রিয়ায় এইসব হয় প্লিজ রিপ্লাই
জি ভাই, সবই সত্য। তবে “ভাঙ্গারী বা ভাংড়ি জিনিস ফেলে দিতেও টাকা দিতে হয়” এটা বাদে বাকি গুলো বাধ্যতামূলক নয়। কেউ চাইলে মানবে না হলে না।
বাংলাদেশে কবে চালু হবে?? আশায় রইলিম।
অসংখ্য ধন্যবাদ।
সাথেই থাকুন।
তোমার বোন এমন সম্পর্কে জড়িয়ে গেলে কেমন লাগবে।
❤❤ first comment
Thanks
❤️🖤❤️🤎❤️
Nederland diye video cai plz
নেদারল্যান্ডস আমাদেরও পছন্দের দেশ। আর কয়েকটা প্রতিবেদনের পরেই নেদারল্যান্ডস নিয়ে প্রতিবেদনে তৈরি করব।
সাথেই থাকুন।
such as UK & USA
You are right.
Thank you so much.
Please stay with us.
দিন শেষে বাংলাদেশই আমার প্রিয় দেশ
দেশ প্রেম অন্তরের বিষয় ভাই, যা খুব ভাল দিক।
তবে অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
Australia And New Zealand 🥰♥️
My Dream County
এগুলো খুব সুন্দর ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
Ekdom 😊@@Moruchor
Same for europe also
You are right.
Thank you so much.
Please stay with us.
Aslamualikum vhai kemon achen? Khub sundor o rucisil video deyar jonno Donnobad eibabei caliye jaben karo kothay kan na diye sundor sundor video oupohar diben asa kori! Valo jinis ar kodor kom manus e dite jane
ওয়া আলাই কুমুস ছালাম। আল হামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন?
আপনার কথাগুলো বেশ ভাল লেগেছে। মনে সাহস ও শান্তি পেয়েছি ভাই।
জাযাকাল্লাহ
Lebanon Syria Palestine oitihasic sthane jayga dektechai
আমি অবশ্যয় আপনার কথা রাখবো। কিন্তু বেশ কিছু দিন সময় লাগতে পারে।
অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।
ভারত বাংলাদেশের সংস্ক তি একই ৷ কিন্তু আমরা দিন দিন ঝগরা করে আলাদা হয়ে যাচ্ছি 😢 ৷
বিষয়টি বেদনার।
Live in ba live together thakai valo
ধর্ম ও জাতী ভেদে এটা ভিন্ন হতে পারে।
@@Moruchor সত্যি কথা বলি আপনি জানি না কোন দেশের তবে আপনার গলার আওয়াজ শুনে মনে হল আপনি বাংলাদেশের আপনি ভারতীয় বাঙালি না তার সেই হিসাবে যদি বলি আমি যদি বাংলাদেশে থাকতাম বা পাকিস্তানে থাকতাম আজকের দিনে অবিভক্ত ভারতের ব্যাপারটা আলাদা তাহলে হয়তো আমি বলতাম লিভ ইন থাকাটা খারাপ ভারত সরকার দ্বারা অনুমতি করা আছে কিন্তু ভারতীয় জনগণ সেটাকে খারাপ চোখে দেখে এবার আপনাকে আপনি আমাকে বলুন দেশের সরকার অনুমতি দিয়েছে কিন্তু মানুষ জন খারাপ চোখে তাকে তাহলে আমি সেটা করব কি করে আমার জন্য সুযোগ আছে কিন্তু আমরা ছেলে মানুষের সুযোগ নেই মেয়ে মানুষের সুযোগ আছে আর ভারতবর্ষের ব্যাপারে আপনি জানেন কি জানেন না জানি না ভারতবর্ষের নারীর এত ক্ষমতা নারীরা খুশি করতে পারে একটা বিবাহিত নারীও পটিয়ে পটিয়ে ভালো ছেলেকে ছেলেদের দোষ ছেলেরা কেন বিবাহিত মেয়েদের দিকে যায় কিন্তু কোন ভোট মানে অবিবাহিত মেয়ে সচরাচর কোন বিবাহিত ছেলেকে বিয়ে করতে যায়ও না। আর ভারতবর্ষে যদি হয়ে থাকে সেটা খুব রেয়ার মানে ভালবেসে থাকলে বা অন্য কোন কারণে হতে পারে মূলত পয়সা ছাড়া সম্ভব না ভারতবর্ষে নারীদের প্রচণ্ড ক্ষমতা যে কোনো কারণে যদি ছেলে মেয়ের বিবাহের পর ডিভোর্স হয় দোষটা সবাই ছেলেদের নামে দেবে ভারতবর্ষে কেউ মেয়েদের নামে দোষ দেয় না বাংলাদেশে থাকলে এতটা কষ্ট আমাকে ভোগ করতে হবে না হতো না আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন আমি বাংলাদেশে আসতে চাই ভারত ছেড়ে দিতে চাই। আমি সে দেশে এসে ভালো মেয়ে দেখে বিয়ে করতে চাই কারণ ভারতবর্ষে আমি আমার জীবনের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল দেখতে পাচ্ছি না দেখুন আমি তো পারলে পাকিস্তানে গিয়ে থাকতাম এক বেলা খেয়ে থাকলেও শুনে মনে শান্তি থাকা দরকার পেটে খাওয়ার টাকাটা দরকারই না ভারতবর্ষে আমি তিনবেলা কেন চারবেলা খেয়ে থাকতে পারি পয়সা কড়ির অভাব হবে না ভারতবর্ষে থাকলে কিন্তু মানুষ তো কুকুর না যে খেয়ে বেঁচে থাকার জন্য শুধু বেঁচে থাকে না পয়সা কামালি তো হলো না জীবন যদি সুখে শান্তিতে উপভোগ করতে না পারি একটা সংসার জীবন শান্তিতে যদি কাটাতে পারি ভারতবর্ষের সংসার জীবন খুব কঠিন ভারতবাসীর অবস্থা ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া ইউরোপ আমেরিকা জাপান চায়নার মতন হতে চলেছে। যেখানে মানুষজন বিয়ে করবে না ভবিষ্যতে ভারতের কারনে ভারতের সরকারের এত জঘন্য নিয়ম নারীদের এত ক্ষমতা যে পুরুষের জীবন তছনছ করে দিয়েছে এর জন্য অবশ্য পুরুষই দেয় কেন পুরুষরা ভারতবর্ষে কেউ হস্তক্ষেপ করে না কেউ আন্দোলন করে না সবাই নারীদের অধিকার নিয়ে কথা বলে পুরুষ অধিকার নিয়ে কেউ কথা বলে না কিন্তু বাংলাদেশ পাকিস্তানে ব্যাপারটা পুরো উল্টো তার জন্য আমি বাংলাদেশ পাকিস্তানকে যথেষ্ট ভালোবাসি হিন্দু মুসলিম কোন ব্যাপার না ধর্মভিত্তিক কোন ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে পুরুষ আর নারীর আপনিও পুরুষ আমিও পুরুষ সমান সমান অধিকার হলেও হতো কিন্তু ভারতবর্ষের আইন তো একেবারে খারাপ আমেরিকা থেকে ঢুকে গেছে আমেরিকাতেও নারী-পুরুষ সমান অধিকার ১০০% আছে আপনি চাইলে মেয়েদের বিরুদ্ধে রেপ কেস করতে পারবেন ভারতবর্ষে আপনি পারবেন না বুঝুন ভারতবর্ষ কতটা জঘন্য দেশ ভারতবর্ষে পুরুষদের জন্য অনিরাপদ আর আমি এদেশে নিজের জীবন ভবিষ্যৎ অনিরাপদ বোধ করছি কিন্তু বাংলাদেশে আসলে আমি এটা সৌন্দর জীবন কাটানোর একটা সুযোগ পেতে পারি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ
Depend করে
ইউরোপীয়ানরা খুব সৎ সভ্য ভদ্র জাতি তাই তারা উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে,
ঠিক বলেছেন।
যদিও অস্ট্রেলিয়া ইউরোপের দেশ নয়।
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
Western culture better than native indian culture
@@Moruchorকিন্তু এই দেশটি মূলতঃ বৃটিশদের কলোনি থাকার জন্য এদের চালচলনে ইউরোপীয় সভ্যতার ছাপ বেশি দেখা যায়....
ভাই অস্ট্রেলিয়াতে ২০২৫ এ কি ওয়ার্ক ভিসা ছেড়েছে।
সঠিক জানা নেই ভাই। জানলে বলতাম
nah evabe work visa Australia chhare na...ami nije Australia te thaki eder process ta ektu vinno onno deser tulonai...Amar name e click korle amar channel paben eta Australia nie
Bhai onek din dhore Canada nia video chassilam
কানাডা নিয়ে প্রতিবেদন শুরু করেছি ভাই l এরপর আমাজন জঙ্গলের একটা উপজাতিদের জীবন নিয়ে প্রতিবেদন দেবো l এরপরই কানাডা নিয়ে প্রতিবেদন দেবো ভাই l সর্বোচ্চ ১০ দিনের মাথায় পাবেন
🖤❤️🤎
New Zealand my and Germany my dream country
Thank you so much.
Please stay with us.
❤❤❤❤❤❤
পৃথিবী কতই না বিচিত্র।
আসলেই তাই।
Amar dailer news korche
ধন্যবাদ
নাম ধরে ডাকাটাই ভালো
বিষয়টি হয়ত খারাপ বলেন নি।
দুঃখ জনক। আপনি ওদের ভিতরে হাহাকার চিৎকারের কান্না শুনেন নাই।
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
যা বললেন, তা Western সব দেশেই আছে। ওখানে ওরা যেভাবেই থাকুক, প্রচুর ভারতীয় নিজেদের মতই থাকে। কি সমস্যা তাতে। আমার এসবে কোন সমস্যা নেই।
ঠিক বলেছেন।
প্রায় সকল উন্নত দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এমনই সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি। তবে এগুলো বাধ্যতামূলক, বিষয়টি এমন নয়।
মরুচরের এতে কোন অভিযোগ নেই। কেবল মাত্র বিষয়টি সবাইকে জানিয়েছি, যাতে দর্শকের জ্ঞানপিপাসু মন কিছুটা তথ্য পায়।
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
আপনি যা বললেন সবই বিদেশে হয়।অস্ট্রেলিয়া আলাদা কিছু নয়
ঠিক বলেছেন।
বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা উচিত ছিল।
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Bangladeshi not doing this but we are Muslim yes
You are right.
It is forbidden for Muslims.
এদিক থেকে বাংলাদেশ অনেক দিক থেকে উন্নত
ধন্যবাদ
Madrasa shiksha sarbottam!
😂😂😂😂😂😂....
First rule is a great rule for human
হতে পারে।
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Ata to western all country te 😅😅😅
ঠিক তাই।
প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা উচিত ছিল।
সাথেই থাকুন।
❤❤❤❤❤❤
আমেরিকার মতো হবে না তো???
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
vaiya 1 ta kotha boli mind korben na অসটেলিয়ায় কি লিভ টুগেদার কি সত্যি হয় mane Australia gele ki সত্যি লিভ টুগেদার করতে হয় প্লিজ রিপ্লাই
জি ভাই, অস্ট্রেলিয়াতে লিভ টুগেদার (Live Together) ব্যাপকভাবে প্রচলিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। তবে বাধ্যতামূলক নয়। সবাই লিভ টুগেদার (Live Together) করে, এমনও নয়।
উন্নত দেশ গুলো এর প্রচলন বাড়ছে।
মরুচর টিমের কেউ লিভ টুগেদার (Live Together)-এর পক্ষ্যে চুলপরিমানও সমর্থন করে না।
@@Moruchor karo somorthone jay ase na apni jananur dorkar janaichen অস্টেলিয়ার সম্পর্ক তাহলে আর কি এমনি জানাইছে খালি লিভ টুগেদারত আর করছেন না বাংলাদেশেওত এমন হয় তো আর সরথন করে লাভ নাই
ভাইয়া আপনার বাসা কোথায়
ব্যক্তিগত প্রশ্নের জন্য অনুগ্রহ করে মেইল করুন l উত্তর দেবো ভাই
@@Moruchor ওকে প্রিয় ভাই আমার 🥰
আমরা এখনো অসভ্য তাই পরিবর্তিত মূল্যবোধ মেনে নিতে পারি না।
নাহ্,বরং আমরা সভ্য;তাই পরিবর্তিত অমূল্যবোধ মেনে নিতে পারিনা,পারবোনা,না,না,না...
আমার নই বরং আমি বলেন
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
ভাইয়া আপনার যদি এই কালচার ভালো লাগে তাহলে চলে যান অস্ট্রেলিয়ায়, আমেরিকা, ইউরোপ,
বাংলাদেশে আছেন ভাইয়া অনেক ভালো আছেন, এই সভ্যতার প্রভাব খুবই খারাপ....
আগুনে ঢুক। তারপর আরও আপডেট সভ্যতার ফলাফল হাতেনাতে পেয়ে যাবে।।
বাংলাদেশের চেনেল ভারতের নাম নিয়ে উদাহরন দেবেন না
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
রাইট ভাই
notable=============
Thank you so much.
Please stay with us.
ভাই।এটা।শুদু।অসটিয়াতে।ই।নয়।পৃতীবির।সব।দেশেই।রই।আইন।আটারো
বসর।পর।বাবা।এবং
মার
থেকে।আলাদা।হয়ে।যায়।এটা।নতুন।কিচু
নয়।ভারত।বাংলা।দেশেইর।এটাই।সব।চেয়ে।বড়।সমপদ।ভালোবাসার।বনধন।
জি ভাই।
প্রতিবেদনে বিয়ষটি উল্লেখ করতে গিয়েও করা হয় নি। উল্লেখ করা উচত ছিল।
আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।
আইয়ি তুমি ক জান আল্লাহ সবার রব আর আল্লাহর হউকউম আমরা মানি এবংগ আল্লাহর আদেস বিবাহ সারা আকে অপরের সংে মিলামেসা করা জিনাহের গুনা ইতা সেলে মেয়ের বেপারে
ঠিক বুঝলাম না ভাই।
হয়ত বলতে চেয়েছে, বিয়ে বাদে একত্রে থাকা ”যেনাঃ” যা অনেক পাপের কাজ।
জি, এটা সত্য (অন্তত ইসলাম ধর্মে)।
ধর্মীয় ব্যবস্থা কি?😅
২০২১ সালের পরিসংখ্যান অনুসারে ধর্মীয়ভাবে অস্ট্রেলিয়ার মানুষ,
43.9% খ্রিস্টান
38.9% কোন ধর্ম নেই
3.2% মুসলিম
2.7% হিন্দু
2.4% বৌদ্ধ
1.7% অন্যান্য
7.2% উত্তরহীন
আল্লাহ তাদেরকে সঠিকটা বুঝার জ্ঞান দান করুন সেটাই কামনা করি!
আমিন
eigula ki sob রিয়েল নিয়ম নাকি এমনেই লিভ টুগেদার এইটা মানা জায় আর বয়স্ক বিয়ে মানা জায় কিন্তু নামধরে বলা এইটা জানি কেমন সবি কি সত্যি নাকি
@ সত্যি। দেশ, জাতি ও ধর্ম ভেদে এগুলো হতে পারে।
@@commonman4964 আছে, আল কোরআন পাট করলে বুঝতে পারবেন।
সন্তান যদি ১৮ বছরের পরও তার বাবা-মার সাথে থাকতে চাই সেক্ষেত্রে আইনি কোন সমস্যা আছে কিনা?
সমস্যা নেই।
১৮ বছর হলেই চলে যেতে হবে, এমন বাধ্যবাধকতাও নেই।
কিন্তু এমনটাই প্রচলিত হয়ে গেছে।
হেদায়েত আমাদের দরকার ওদের না, আমাদের সমস্যা কি ?
অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।
আমি ভাবছি ভারত ছেড়ে অস্ট্রেলিয়া গিয়ে এক সঙ্গে থাকবে যখন খুশি যখন অনেক মেয়ে কেই
ওহাহাহাহা।
বুঝতে পারছি না, কি বলব!
@@Moruchor সত্যি কথা বলবো? বিয়ে করার জন্য বাংলাদেশ পাকিস্তান বোধহয় আফগানিস্তান এসব এসব দেশ বেশি ভালো আমার জন্য বর্তমান সময়ের কথা হিসাব করে বলছি ফ্যামিলি বা মুসলিম পরিবারে বেশিরভাগ ক্ষেত্রে বা মুসলিম দেশগুলোতে নারীদের অধিকার খুব একটা থাকে না পুরুষদের অধিকার থাকে সবকিছুতে পুরুষরা যা খুশি করতে পারে বিয়ে করলে কেউ কিছু বলবে না কিন্তু ভারতবর্ষের মতো দেশে থাকিত জীবনটা খুবই কষ্টকর ভারতবর্ষে পুরুষ অধিকার বলে কিছু নেই সমস্ত ক্ষমতা নারীদের হাতে নামমাত্র ভারতে পুরুষতান্ত্রিক বলে কিন্তু ভারতবর্ষে এখন নারী তান্ত্রিক দেশ হয়ে গেছে ভারতবর্ষে একটা মেয়ে দশটা চারটে হাজারটা বিয়ে করলেও কেউ কিছু বলবে না কিন্তু একটা ছেলে করতে গেলে ছেলেদের নামে হাজার একটা কথা উঠবে। সেই জন্য আমি ভারতবর্ষের নিজের জীবনটা অন্য নিরাপদ বোধ করছি আমি বাংলাদেশে আসতে চাই কিছু না করতে পারলেও বাংলাদেশ যেহেতু বাংলা ভাষার জায়গা তাই জন্য আমিও বোধহয় একটু শান্তিতে বাঁচতে পারব। তিন বেলার জায়গায় দুবেলা একবেলা খেয়ে বাঁচবো তবুও মনে শান্তি থাকতে পারলে একটা ভালো মেয়ে বিয়ে করে যদি সংসার করতে পারি এর থেকে শান্তি আর কি হবে
আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়ান মেয়েরা শস্তা..??? আপনি ডাকলেই চলে আসবে...???
These are known facts. It can be known via internet, I got nothing new.
So sad.
বাংলাদেশকে ভারতে সংগে না আনা ভাল ধন্যবাদ সৌদি আরব থেকে বলছি
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
India keno abar? If you're indian, so why Bangladesh?
Most of the viewers of Moruchor are Bengali speaking people from Bangladesh and India. So I mention these two countries to compare/dissimilarity on some issues. So that the viewers can understand the issue better.
There is no other reason.
Maximum wrong info......... I live in Sydney
Thank you so much.
যিনি বলছেন তিনি পৃথিবীতে মাত্র তিনটি দেশ আছে বলে জানেন।
বাংলাদেশ
অস্ট্রেলিয়া
ভারত।
ধন্যবাদ
Akhaane Mone hosche Daba'nol dauwati mehman je Kono muhurte Kora nurbe Mon bolse !!
আন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
Okhane cheater nei
সত্য। অস্ট্রেলিয়া এমনিতেই খুব শান্ত ও ভদ্র দেশ। ধর্ম ও জাতী ভেদে তাদের সংস্কৃতি আলাদা।