আলট্রা হাইডেনসিটি ড্রাগন- ১০ বিঘায় প্রথম বছরেই ১ কোটি টাকা আয় - Ultra High Density Dragon Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2022
  • বাংলাদেশের প্রথম আল্ট্রা হাইডেনসিটি ড্রাগন বাগান যা সবচেয়ে আধুনিক এবং যেখানে বিভিন্ন সায়েন্টিফিক ইনোভেশনের সমন্বয় করা হয়েছে।
    শুধু দেশের না এশিয়ার মধ্যে সেরা বাগান বললেও ভুল হবেনা।
    একই জমিতে গাছের সংখ্যা হয়েছে তিনগুণ- ফলনও হয়েছে প্রায় তিন গুন।
    যাদের ড্রাগনের বাগান আছে বা ড্রাগন ফলের বাগান করতে যাচ্ছেন তাদের জন্য অত্যাবশ্যকীয় দৃষ্টান্ত এই বাগান।
    এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে টেকনিক্যাল ডিটেইলস গুলো দেখানো হয়েছে...
    কৃষিই সমৃদ্ধি
    যোগাযোগ- মোঃ বিপ্লব জাহান- 01716704210 , 01726119772

ความคิดเห็น • 285

  • @KrishiBioscope
    @KrishiBioscope  2 ปีที่แล้ว +32

    যোগাযোগ- মোঃ বিপ্লব জাহান- 01716704210 , 01726119772

    • @lolyear3617
      @lolyear3617 2 ปีที่แล้ว

      Sir ji 1 বিঘা কত শতাংশ?
      জানাবেন

    • @chingrichingri995
      @chingrichingri995 2 ปีที่แล้ว

      @@lolyear3617 ৩৩ শতাংশ।

    • @gmmamun4937
      @gmmamun4937 2 ปีที่แล้ว

      লোকেশন কোথায় স্যার?

    • @DripirrigationBD
      @DripirrigationBD 2 ปีที่แล้ว +1

      আমাদের প্রযুক্তি এবং ড্রিপ ইরিগেশন পন্য ব্যবহার করে বড় ধরনের সাফল্য অর্জন করায় আমরা গর্বিত। সকলকে আন্তরিক ধন্যবাদ।
      th-cam.com/video/sy3bxHvuw8o/w-d-xo.html

    • @shorifulislam-hs6lx
      @shorifulislam-hs6lx 2 ปีที่แล้ว

      @@lolyear3617 33 shotangso

  • @rezahasan7444
    @rezahasan7444 2 ปีที่แล้ว +105

    স্যার, আসসালামুয়ালাইকুম। আমি সারদা, চারঘাট, রাজশাহী থেকে বলছি। আমিও বিভিন্ন ভাবে dragon production করছি। এছাড়াও গোলাপ, লেবু, আমলকী, আখ ইত্যাদি নিয়ে পরীক্ষা মূলক ভাবে এগিয়ে চলছি। কৃষি নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সহায় হোন। আমিন।

    • @DelwarHossain-uk8qb
      @DelwarHossain-uk8qb 2 ปีที่แล้ว +2

      রেজা হাসান ভাইকে বলছি।

    • @DelwarHossain-uk8qb
      @DelwarHossain-uk8qb 2 ปีที่แล้ว +2

      ভালো

    • @almamun4988
      @almamun4988 2 ปีที่แล้ว

      এগিয়ে যান। ইনশাআল্লাহ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করবেন।

  • @user-gk3kl8vb6j
    @user-gk3kl8vb6j 2 ปีที่แล้ว +29

    ভাই আপনি প্রতিটি অনুষ্ঠানে টাকার হিসেবটা ক্যালকুলেটরে যত সহজে করেন বাস্তবিক দিক থেকে আকাশ পাতাল পার্থক্য থাকে। আমার ব্যক্তিগত একটা অভিমত, আপনি একটি বাগান করে লাভ/লোকসান এর হিসাবটা আমাদের কাছে তুলে ধরবেন প্লিজ। আপনাদের এই ক্যালকুলেটরের হিসাব দেখে লাখো লাখো বেকার অন্ধকারাচ্ছন্ন জীবনে পৌঁছে গেছে, গুটি কয়েক জন ছাড়া।

    • @KrishiBioscope
      @KrishiBioscope  2 ปีที่แล้ว +7

      এই যে লাখ লাখ বেকার অন্ধকারাচ্ছন্ন জীবনে গেছে এই হিসেব কোন ক্যল্কুলেটরে করেছেন? হিসাবে কোন ভুল নেই। ভুল আছে না জেনে বুঝে, নিজে না কাজ করে কৃষিতে টাকা ইনভেস্ট করে লাভ করার আশা করাতে...
      এক ভিডিওতে সব দেখানো সম্ভব না। বিস্তারিত জানতে কৃষকের সাথে যোগাযোগ করতে পারেন, প্রজেক্ট ভিজিট করতে পারেন। ভাল থাকুন

    • @kublaipandey4634
      @kublaipandey4634 2 ปีที่แล้ว +2

      Zubaer is a cheater, he knows only oiling and messaging

    • @mehedyhasan2314
      @mehedyhasan2314 2 ปีที่แล้ว +3

      @@KrishiBioscope এতো টাকা আয় আয় বা লাভ করলে আপনি কেন করেন না ফসল আবাদ? আপনি বছরে কোটিকোটি টাকা উপার্জন করা শুরু করেন।

    • @sayeedahmed6441
      @sayeedahmed6441 ปีที่แล้ว

      @@KrishiBioscope Apni J vaby calculator hisab Koren , Ai damy Dhaka ty o sale hoy na .
      Apnar hisaby sudu lab r lab .
      Vietnam coconut niy apnar information totally wrong .
      Sudu picture y coconut asy .

    • @sayeedahmed6441
      @sayeedahmed6441 ปีที่แล้ว

      Right

  • @Prakriti2022
    @Prakriti2022 2 ปีที่แล้ว +31

    বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে কৃষি ব্যবস্থায় চায়না পদ্ধতিতে এইভাবে বাগান সৃজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে।

    • @lolyear3617
      @lolyear3617 2 ปีที่แล้ว +2

      Sm South Tripura belonia

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 2 ปีที่แล้ว +2

      আমরা বেলুনিয়ার কাছাকাছি

    • @azadjahan2539
      @azadjahan2539 2 ปีที่แล้ว +1

      আসলে চায়না পদ্ধতির মত। অনেকখানি ব্যাতিক্রম আছে। এটিকে আমরা বাংলা পদ্ধতি বলছি।

    • @Prakriti2022
      @Prakriti2022 2 ปีที่แล้ว

      @@azadjahan2539 আপনার ভাবনা সত্য। তবে বাংলাদেশের আধুনিক কৃষি বিপ্লবের একপর্যায়ের কর্নধার শাইখ সিরাজের "হৃদয়ে মাটি ও মানুষ" ইউটিউব প্লেট ফর্মের মাধ্যমে এই ধরনের প্রযুক্তি ব্যবহার সর্বপ্রথম চীনের মাটিতে অবস্থান করে সবাইকে তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং নতুন নতুন প্রতিভাবান কৃষকদের অনুপ্রেরণা জুগিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।

    • @jishubhowmik1138
      @jishubhowmik1138 2 ปีที่แล้ว +2

      ami kumarghat thake

  • @Taahmim
    @Taahmim 2 ปีที่แล้ว +12

    যাক অবশেষে বুদ্ধিমান একজন চাষি পাওয়া গেলো।

  • @sohelabdullah9735
    @sohelabdullah9735 2 ปีที่แล้ว +17

    বাংলাদেশ ড্রাগন চাষের নতুন এক অধ্যায়ে 💕💕💕

  • @mdzakir9237
    @mdzakir9237 2 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর একটা ডাগন বাগান

  • @rezahasan7444
    @rezahasan7444 2 ปีที่แล้ว +3

    স্যার, আসসালামুয়ালাইকুম। আমি এই পদ্ধতিতে আগেই করেছি। এছাড়াও পরগাছা হিসেবে dragon production করছি। আমার বাগানে আপনার দাওয়াত থাকলো।

    • @mdjonaid2125
      @mdjonaid2125 2 ปีที่แล้ว +1

      ১ কোটি আয়ের বিপরীতে খরচ কেমন?

  • @bengaldelta9317
    @bengaldelta9317 2 ปีที่แล้ว

    Bangladesher krishi biplob ekta miracle. Really amazing to see the growth. 🇧🇩🍂❤️

  • @Farm_Solution_BD
    @Farm_Solution_BD 2 ปีที่แล้ว +4

    একটি ড্রাগন ফলে ৬০ ক্যালরি এবং প্রচুর ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ওমেগা ৩ ও ওমেগা ৯ থাকে। এই ফলে বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে। বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে ত্বক, চোখ ও ইমিউন সিস্টেমের উন্নতি করে।

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf 2 ปีที่แล้ว

    চমৎকার ভিডিও দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ।

  • @shamolahmed7147
    @shamolahmed7147 2 ปีที่แล้ว +3

    সায়েক সিরাজ স্যারের একটা প্রতিবেদনে এমন দেখানো হয়েছে। চীনের একজন কৃষক এমন চাষ করেছিলেন।

  • @ruposhibanglabd5552
    @ruposhibanglabd5552 2 ปีที่แล้ว +6

    শুধু মোটিভেশন করলে হবে না, বাজার সৃষ্টি করতে হবে। এবার ২০২২ সালে ড্রাগন ফল ১০০টাকা কেজি বা তার নিচে আসতে পারে। সামনে আরো কমবে। ফলে কৃষকের খরচ উঠানো কষ্ট হবে। তাই নতুনদের বুঝে শুনে ড্রাগন ফল চাষে আসা উচিত। লাভের হিসাব আর বাস্তব এক নয়।

    • @KrishiBioscope
      @KrishiBioscope  2 ปีที่แล้ว +4

      ্ড্রাগনের দাম ১০০ টাকা হলেও সেটা লাভজনক। তবে আপনার এ কথা ঠিক যে বাজার সৃষ্টি করতে হবে... ড্রাগন ফল বিদেশে রপ্তানীর উদ্যোগ নিচ্ছে সরকার...।
      ভাল দাম পেতে হলে ভাল জাত হতে হবে... ড্রাগনের সাইজ বড় ও মিষ্টি হলে দাম খুব বেশি কম হওয়ার কারণ নেই।

  • @ARMamun
    @ARMamun 2 ปีที่แล้ว +4

    কি বলা যায়, এক কথায় অসাধারণ ❤️❤️

  • @ashrafchowdhury9469
    @ashrafchowdhury9469 2 ปีที่แล้ว

    এক কথাই বলতে গেলে খুব অসাধারণ, আমি চাই বাংলার প্রতিটি জেলায় এমন হাজারো কৃষকের জন্ম হোক,, প্রতিটি কৃষি সেক্টর নিয়ে, কৃষকের জন্ম হোক প্রতিটি ঘরে ঘরে বাংলার ছেলেরা বিশ্ববাসী কে দেখিয়ে দিবে আমার দেশের মাটি সোনার চাইতে খাঁটি।

  • @tigermamun9082
    @tigermamun9082 2 ปีที่แล้ว +1

    ভালবাসার চেনেল কৃষি বায়স্কোপ 💝 ধন্যবাদ জোবায়ের মাসরুর স্যার, তবে সবসময় সংক্ষেপে চাষ পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করলে নতুন উদ্যোক্তাগণ অনেক উপকৃত হবে।

  • @nurulamin7377
    @nurulamin7377 2 ปีที่แล้ว

    What a fantastic project. Thank you for the great great idea.

  • @KrishiDigonto
    @KrishiDigonto 2 ปีที่แล้ว

    খুবই ভালো এবং লাভজনক পদ্ধতি

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf ปีที่แล้ว

    এটা একটা নতুন যুগান্তকারী পদ্ধতি। সুতরাং লাভ লোস যাই হোক না কেন এই পদ্ধতি নিঃসন্দেহে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ পদ্ধতি।

  • @NewMindGarden
    @NewMindGarden 2 ปีที่แล้ว +3

    Amazing sharing.. 🌷🌷👌👌

  • @mdabdulquyam5278
    @mdabdulquyam5278 2 ปีที่แล้ว +6

    I think so,this Dragon garden exceptional in Bangladesh. Thanks garden owner.

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      কি খবর ভাই

  • @DripirrigationBD
    @DripirrigationBD 2 ปีที่แล้ว +8

    আমাদের প্রযুক্তি এবং ড্রিপ ইরিগেশন পন্য ব্যবহার করে বড় ধরনের সাফল্য অর্জন করায় আমরা গর্বিত। সকলকে আন্তরিক ধন্যবাদ।

    • @abdhullahabdhullah2810
      @abdhullahabdhullah2810 2 ปีที่แล้ว +1

      আপনাদের সাথে যোগাযোগ করবো কি ভাবে?

  • @mahfuzabilkis4678
    @mahfuzabilkis4678 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ভাইয়া আপনার এত সুন্দর সুন্দর ভিডিও দেখে সাবস্ক্রাইব করে ফেললাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের এত সুন্দর ভিডিও গুলো উপহার দেওয়ার জন্য।

  • @goutamsarkar8487
    @goutamsarkar8487 2 ปีที่แล้ว +1

    Darun

  • @rafiqulislam6830
    @rafiqulislam6830 2 ปีที่แล้ว +2

    Very nice.It is a very good initiative

  • @NurulAmin-gm8qi
    @NurulAmin-gm8qi 2 ปีที่แล้ว

    Massallah.Chomothkar Dragon Bagan.Banglar gorbo.Ami Amar Chad bagan A 51 Dŕagon Tob Set korechi. Aponer Bishal Bagan.besh Valo Laglo.Thanks.

  • @mohammadsalman6356
    @mohammadsalman6356 ปีที่แล้ว

    Thanks to dear Mr. Hafiz

  • @AkashKhan-qn6mu
    @AkashKhan-qn6mu 2 ปีที่แล้ว +1

    কৃষি বায়োস্কোপ চ্যানেলকে ধন্যবাদ। ড্রাগনেরই অপেক্ষায় ছিলাম এতোদিন

  • @isratjahanlepe6982
    @isratjahanlepe6982 2 ปีที่แล้ว

    চমৎকার . . .

  • @abdhullahabdhullah2810
    @abdhullahabdhullah2810 2 ปีที่แล้ว

    পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

  • @kazimiraj9948
    @kazimiraj9948 2 ปีที่แล้ว +6

    ইন্ডিয়ার একজন বিখ্যাত কৃষিবিজ্ঞানী ড: এম এম ডন এই পদ্ধতির আবিষ্কারক।

    • @afridi5102
      @afridi5102 ปีที่แล้ว

      ওনি বিজরমা

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      অনেক ব্যবহার করে অনেক চাষীর স্বাবলম্বী

  • @yennamhanumanthareddy7232
    @yennamhanumanthareddy7232 ปีที่แล้ว

    Very wonder con,t stop my happiness thanq

  • @mytube-xk3qs
    @mytube-xk3qs 2 ปีที่แล้ว +1

    Good work

  • @kabirhossain30
    @kabirhossain30 2 ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমিন আমিন আমিন

  • @shamimali5552
    @shamimali5552 2 ปีที่แล้ว +2

    এই গাছগুলো আমি ছোট থেকে বড় হতে দেখেছি,
    সত্যিই অসাধারণ ভাবে বাগানটা করা হয়েছে☺️

    • @msbithi4746
      @msbithi4746 2 ปีที่แล้ว +2

      এটা কোন জায়গায়??

    • @shamimali5552
      @shamimali5552 2 ปีที่แล้ว +1

      @@msbithi4746 এটা ঝিনাইদহ থেকে হরিনাকুন্ডু রোড, চারাতলা নামক একটা ছোট বাজারের লাগোয়া একটা জমি

    • @earningwithratin
      @earningwithratin 2 ปีที่แล้ว +1

      Apnr basha kothai??

    • @shamimali5552
      @shamimali5552 2 ปีที่แล้ว

      @@earningwithratin চুয়াডাঙ্গাতে

    • @earningwithratin
      @earningwithratin 2 ปีที่แล้ว

      Oh assha

  • @armansharif895
    @armansharif895 2 ปีที่แล้ว +3

    When I see this channel, I personally feel a hope. This hope keeps me sustainable for dreaming a better, greener Bangladesh

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      ভাই ভালো আছেন

  • @ratuldhansiri587
    @ratuldhansiri587 ปีที่แล้ว

    V good

  • @mohammadnizamuddin4996
    @mohammadnizamuddin4996 ปีที่แล้ว

    মাশা আল্লাহ

  • @maczolakhukon4482
    @maczolakhukon4482 2 ปีที่แล้ว

    Salam sir,very helpful vedio 🇿🇦🇿🇦🇿🇦

  • @NahidAgro
    @NahidAgro 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @blutoothboy6936
    @blutoothboy6936 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রবাসী শ্রমিক এবং আধুনিক শিক্ষিত কৃষক দের হাত ধরে দেশকে এগিয়ে নেয়ার তউফিক দান করুন,আমিন

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      দোয়া রইল আপনার জন্য মানুষের সেবায় আছেন

  • @Rupayantv
    @Rupayantv ปีที่แล้ว

    আপনি এবং অন্যান্য কর্মকর্তারা যেভাবে কৃষি উৎপাদনে সহায়তা করছেন ইনশাআল্লাহ বাংলাদেশ কৃষিতে আরও বেশি সমৃদ্ধশালী হয়ে যাবে। আমাদের যুবকরা এখন কৃষি বিপ্লব ঘটাচ্ছে এটাও আনন্দের বিষয়।

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      ভাই আপনার জন্য দোয়া রইল

  • @nizamuddin538
    @nizamuddin538 2 ปีที่แล้ว

    Alhamdulillah,❤️❤️

  • @maladigitalst513
    @maladigitalst513 2 ปีที่แล้ว

    প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর।

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      দোয়া রইলো ভাই

  • @creativeandroidgame8317
    @creativeandroidgame8317 2 ปีที่แล้ว

    Nice garden

  • @user-zm8kl8ld2u
    @user-zm8kl8ld2u 2 ปีที่แล้ว

    Nice video

  • @user-yw3es4zj3i
    @user-yw3es4zj3i 2 ปีที่แล้ว

    very nice

  • @ghar-kanya2068
    @ghar-kanya2068 2 ปีที่แล้ว

    খুব সুন্দর লাগলো ভিডিও টা🥰👏

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      আপনাকে ধন্যবাদ ভাই

  • @kobirahemed2525
    @kobirahemed2525 2 ปีที่แล้ว

    স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করার জন্য ।
    একটি অনুরোধ রইলো, ফলন আসা অব্দি কি পরিমান খরচ লাগতে পারে, জানালে খুবই উপকৃত হব ।

  • @masrurobbani5902
    @masrurobbani5902 2 ปีที่แล้ว

    Supper

  • @mukterhossain5746
    @mukterhossain5746 2 ปีที่แล้ว

    Nice video💚💚💚👍👍👍🇧🇩🇧🇩🇧🇩

  • @azimonnessa2659
    @azimonnessa2659 2 ปีที่แล้ว

    আল্লাহ আমাদের সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যেতে সহায় হন। আমিন ছুমা আমিন। সবাই কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      আপনি ভালো আছেন

  • @chashabad941
    @chashabad941 2 ปีที่แล้ว +2

    ভিডিওটি খুব ভালো লাগলো দাদা

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      আপনি ভালো আছেন ভাই

  • @AMINULISLAM-cm9ct
    @AMINULISLAM-cm9ct 2 ปีที่แล้ว

    Good

  • @asmnislam1299
    @asmnislam1299 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া! কৃষি নিয়ে সুন্দর করে সফল খামারীদের গল্প প্রচারের জন্য। আমি অনুরোধ জানাচ্ছি ক্ষতিগ্রস্ত খামারীদের ব্যর্থতার কারণ নির্ণয় ও প্রতিকার বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক অনুষ্ঠান প্রচার করতে। তাহলে আরো বেশি খামারী উপকৃত হবেন। ধন্যবাদ।

  • @mydreamvlogworld9275
    @mydreamvlogworld9275 2 ปีที่แล้ว

    Assalamualaikum vaiya, Ami dragon tree ta lagate chai Amr roof a . Tai vlo maner dragon tree kothai pabo. Bolle vlo hoi

  • @TheUttamkumarbagchi
    @TheUttamkumarbagchi 2 ปีที่แล้ว +1

    কৃষির উন্নতি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের চাবিকাঠি ।

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      ভাই ভালো আছেন

  • @user-vj4ip4vq2i
    @user-vj4ip4vq2i 2 ปีที่แล้ว +20

    ২০২২ এ এসে যারা এখন নতুন করে বানিজ্যিক ড্রাগন বাগান করার কথা চিন্তা করতেছেন তারা নতুন করে ভাবুন তারপর স্বীদান্ত নেন! আসেপাশে পাইকারি দাম সম্প্রকে আইডিয়া নেন।

  • @KhurshedAlam-tg1pi
    @KhurshedAlam-tg1pi 2 ปีที่แล้ว

    Fine

  • @mdbelaeathossain1439
    @mdbelaeathossain1439 ปีที่แล้ว

    মাশাআল্লাহ

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      সালামুআলাইকুম

  • @ProfessorPannah
    @ProfessorPannah ปีที่แล้ว

    Is not this a little incomplete? How much a seedling cost and what are the cares?

  • @parbotahmed4684
    @parbotahmed4684 2 ปีที่แล้ว +1

    শুধু ভিডিও দেখে না লাফানোই ভালো। ঢাকাতে গত মাসে খুচরা সাইজভেদে ১৫০-২৫০ টাকা প্রতি কেজি কিনছি।। পাইকারি দাম হিসেবে এনে তারপর সিদ্ধান্ত নেয়া উচিত।।

  • @saidulakanda3279
    @saidulakanda3279 2 ปีที่แล้ว

    কৃষিই সমৃদ্ধি

  • @forhadbhuiyan6709
    @forhadbhuiyan6709 2 ปีที่แล้ว

    স্যার আমিও আমার কিছু বন্ধু মিলে একটি আনারস বাগান করেছি আনারস বাগানে সাথী ফসল হিসেবে পেপেঁ চাষ করতে চাচ্ছিলাম কিন্তু ভাল জাতের চারা পাওয়া কঠিন তাই আমারা নিজেরাই চারা তৈরি করতে চাচ্ছিলাম আপনার এক ব্লগে খাটো জাতের একটি পেপেঁর জাত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন যদি ওই জাতের বীজ পাওয়া যেত তাহলে আমারা চারা তৈরি করতে চাচ্ছিলাম

  • @TeleKrishi
    @TeleKrishi 2 ปีที่แล้ว

    Tele Krishi - টেলি কৃষি এই চ্যানেলটি নির্মিত হয়েছে আপনার ভিডিও দেখে দেখে । ধন্যবাদ আপনাকে তথ্যপূর্ণ কৃষি উপস্থাপনের জন্য।

  • @starall3856
    @starall3856 2 ปีที่แล้ว

    আমাদের গ্রমে আরো কয়েক বছর আগে শুরু হয়েছে।

  • @claraelezabethrodriques3917
    @claraelezabethrodriques3917 10 หลายเดือนก่อน

    Project korechen (sofol) tar jonno kinnto obak holam. Tel baji dekhe . Kobe e dhoroner tel baji shesh. Hobe .......... Apu.

  • @sultanmahmud8189
    @sultanmahmud8189 2 ปีที่แล้ว

    বর্তমানে দেশে প্রচুর ড্রাগন ফলের চাষ হয়। কিন্তু দাম এখনো সাধাারণের নাগালের বাহিরে।

  • @user-jo6bm2vp5e
    @user-jo6bm2vp5e 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম স্যার, অনেক ভালো লাগলো বাগানটা, স্যার যদি দয়া করে আপনার নাম্বারটা দিতেন আপনার সাথে কথা বলবো।

  • @moinuddin1393
    @moinuddin1393 2 ปีที่แล้ว

    আমরা। সব কাজের। শুরুতে বিছ মিল্লাহ। বললে। আল্লাহ। বরকত। দিবেননবীর। সুন্নাহ পালন হবে

  • @titusnature8492
    @titusnature8492 2 ปีที่แล้ว

    bismillah bole khaoar jonno apnake thanks

  • @MuhammadZiaAhmed6464
    @MuhammadZiaAhmed6464 ปีที่แล้ว

    সেইম ড্রাগন চাষ ৫ বিঘা করছেন চুয়াডাঙ্গা সদরের সুমিরদিয়ায়

  • @shihabsworldtravel
    @shihabsworldtravel ปีที่แล้ว

    আরে ভাই এই টেকনোলজি শাইখ সিরাজের চায়নার একটা প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। চায়নার একজন উদ্যোক্তা এভাবে বাগান করেছে। সেই প্রতিবেদন দেখে বাংলাদেশে এখন অনেকেই এই সিস্টেমে বাগান করছে।

  • @rarefruitsvlog172
    @rarefruitsvlog172 2 ปีที่แล้ว

    স্যার এই পদ্ধতিতে দুই বছর আগে আমিও ছাদে ড্রাগন ফলের বাগান করেছি ।

    • @abusaidkcp
      @abusaidkcp 2 ปีที่แล้ว

      Apnake onek khujesi, aj pelam

  • @billionbd
    @billionbd 2 ปีที่แล้ว

    পরাগায়ন খুবই দ্রুত হবে। তাই ফলন বেশি হবে।

  • @uttamgarain8286
    @uttamgarain8286 2 ปีที่แล้ว +1

    Please খুঁটির সাইজ যদি ডিটেইল জানান তাহাহলে খুব উপকৃত হব।কত লম্বা,চওড়া, পাশের রোডের লম্বা।

  • @shyamalsaha3757
    @shyamalsaha3757 ปีที่แล้ว

    কোন জাতের ড্রাগন ছাদবাগানে লাগালে সবচেয়ে ভালো হবে জানালে উপকৃত হব

  • @asmnislam1299
    @asmnislam1299 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া! শুধুই সফলতার গল্প প্রচার করা নয়, অন্তত ৩৩% অনুষ্ঠান খামারীদের ব্যর্থতার কারণ নির্ণয় ও প্রতিকার

  • @user-ty6oy8et2r
    @user-ty6oy8et2r 2 ปีที่แล้ว +3

    এতো কথা বললেন কিন্ত এর পরিচর্যা ও রোগ ও প্রতিকার নিয়ে কোনো আলোচনা নেই. এটা কোন জাতের ড্রাগন সেটাও কেউ বললেন না. অযথা কথা বলে 18 মিনিটের ভিডিও বানালেন.

  • @AbdullahAmanBlog
    @AbdullahAmanBlog 2 ปีที่แล้ว +3

    অনেক অনেক সুন্দর। সত্যি বলতে যে বাগান করসে, বিলিয়ান্ট, বুদ্ধি আছে

    • @user-Mafushkhan
      @user-Mafushkhan 11 หลายเดือนก่อน

      ভাই কথা ঠিক আছে

  • @mdshfiq2336
    @mdshfiq2336 2 ปีที่แล้ว

    মাসালা 🌹🌹❤️❤️😍😍💖💖🐝🐝🇧🇩🇧🇩🕺

  • @user-bj6oh9pj5v
    @user-bj6oh9pj5v 2 ปีที่แล้ว +2

    লেলিন ভায়ের এই বাগান বাংলাদেশের সেরা।

  • @f4hskevzv
    @f4hskevzv 2 ปีที่แล้ว

    স্যার আমি উত্তর এর জেলা নীলফামারী থেকে,, প্রতিটি জেলায় কি হর্টিকালচার সেন্টার আছে আমার জানা নাই একটু জানাবেন, আমি কুল এবং ড্রাগন চাষ করতে চাই কিন্ত হর্টিকালচার থেকে চারা সংগ্র করতে Sir pls help me.

  • @souvikraha2961
    @souvikraha2961 ปีที่แล้ว

    Ai technology tei West Bengal a anek din age kore6e Maity dragon

  • @zehad347
    @zehad347 ปีที่แล้ว

    অনেক হাসি পাচ্ছে,,,,যেমন মিষ্টি তেমন সাধ,,,যারা কখনো ড্রাগন ফল খাইনি তারা বিশ্বাস করবে

  • @abduljubbar4044
    @abduljubbar4044 2 ปีที่แล้ว

    Agaro biga Jami dragon fruit Chas na kore atoboishio khabar production korle khubui Balo hoto.

  • @msthabiba4405
    @msthabiba4405 2 ปีที่แล้ว

    Amader basa thake 2 min hatle 80 bigha jomite dragon bagan koresa

  • @arifmadabara6898
    @arifmadabara6898 2 ปีที่แล้ว +1

    আপনাদের দোয়া আজ আমার চ্যানেলে ৩৫৯+ জন পরিপূর্ণ হলো

  • @abulkalamazad3612
    @abulkalamazad3612 2 ปีที่แล้ว +3

    এত লোকের সমাগম না করে আরো শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য অনুরোধ রইল।

  • @user-he6px7bf4j
    @user-he6px7bf4j 2 ปีที่แล้ว

    ড্রাগনে বছরে কী পরিমাণ সার ও কয়বার দিতে হবে?

  • @MuhammedJamal-uw6wr
    @MuhammedJamal-uw6wr ปีที่แล้ว

    এত কম সময়ে কিভাবে সম্ভব

  • @sultanurrezahappy6545
    @sultanurrezahappy6545 ปีที่แล้ว

    আমার বিশ্বাস হয়না এত লাভ হয়।

  • @arijitdas9946
    @arijitdas9946 2 ปีที่แล้ว +1

    ঝিনাইদহ,হরিণাকুণ্ড,চারাতলা র কোথায় এক্সাক্ট লোকেশন ল্যান্ডমার্ক পাওয়া যাবে???

    • @rajuahammad3264
      @rajuahammad3264 2 ปีที่แล้ว

      চারাতলার পাশে

  • @rupkotha4523
    @rupkotha4523 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, স্যার আপনারা এগুলো করার জন্য উৎসাহ করেন, স্যার আমার কথা হলো, বিক্রি করার জন্য সরকারের কাছে সক্ত ভাবে বলা দরকার

  • @srtoha4609
    @srtoha4609 ปีที่แล้ว

    Vai akhan a investment koto ata to bollen na

  • @alaheahmed2971
    @alaheahmed2971 ปีที่แล้ว

    আর হে ভাই মালচিং দিয়ে কি চাষ করা সম্ভব বলবেন

  • @artandcraftwithsharmin567
    @artandcraftwithsharmin567 9 หลายเดือนก่อน

    কোন কোন জাতের ড্রাগন চাষ করা লাভজনক হবে স্যার?

  • @liakatali2019
    @liakatali2019 ปีที่แล้ว

    স্যার, আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উপজেলা পাড়ায় বসবাস করি। আপনারা যে ড্রাগনটক কেটে দেখালেন এটা কোন জাতের ড্রাগনের চারা। এই জাতের ড্রাগনের চারা আমার ৫০ পিচ বাড়ির আঙ্গিনায় শখের মিশ্র ফল বাগানে রোপন করতে চাই। কিভাবে পাবো অনলাইনে জানাবেন প্লিজ। শিকড় ওয়ালা চারা পেলে ভালো হয়। দাম কত চারা প্রতি। জানাবেন প্লিজ। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দয়া করে আমাকে জানাবেন। হাইডেনসিটি মেথডে ড্রাগন রোপন করে দেশের উন্নতি হবে মাননীয় প্রধানমন্ত্রীর আশা পুর্ন হবে ইনশাআল্লাহ তায়ালা-আমিন!

  • @alaheahmed2971
    @alaheahmed2971 ปีที่แล้ว

    স্যার ১৬শতক জমি চাষ করতে গেলে ইনভেস্ট কত হতে পারে বলবেন

  • @shohelrana6518
    @shohelrana6518 2 ปีที่แล้ว

    Vai ful kno jore jay