একটাই কথা মন থেকে বেরিয়ে আসছে সেটা হলো . . . . সুস্থ থাকুক ও দীর্ঘায়ু হোক তোমার মা বাবা . . . . . খুব খুব খুব ভালো লাগে দিদি তোমাকে ও তোমার পুরো পরিবার কে . . . . . এতো সাবলীল উপস্থাপনা . . . . .
খুব সুন্দর। "মা" এর সাথে থাকতে কার না ভালো লাগে।যারা দেশে থেকেও মা এর থেকে দূরে থাকে তাদের জন্য ও এই ভিডিও । এটা দেখতে দেখতে হয়তো সবাই নিজেদের মা এর কথা বেশি বেশি মনে করছেন। ভালো থাকুন পৃথিবীর সব মা। ❤
একসময় এই বাবা-মায়েরা তাদের নিজেদের আনন্দের কথা ভুলে আমাদের কথাই শুধু ভেবেছে, আমাদের কিসে আনন্দ। তাই এখন যখন সুযোগ আসে বাবা-মাকে আনন্দ দেয়ার এর থেকে ভালো লাগার আর কিছু হয় না। খুব ভালো লাগলো video টা দেখে। আর তার থেকেও বেশি ভালো লাগলো কাকিমার খুশি দেখে.
ঘরে বসে বসে ভিডিও তো দেখতে দেখতে মন টা রীতিমতো ছটফট করছে।মনে হচ্ছে আমিও গিয়ে গাছ থেকে সবজি তুলি..কি অপূর্ব একটা মন ভালো করা ভিডিও..ভালো থাকবেন দিদিভাই..মাসিমা মেসো কেও অনেক ভালোবাসা..আর মানিক দা,মেহু,রামা বাকি সব্বাই কে শুভ শারদীয়া
সব্জি ক্ষেতে সব্জি তুলতে দিয়ে মাসিমাকে যে অমলিন আনন্দ আপনি দিলেন, এটা দেখে আমারও আনন্দে খুশিতে মনটা একেবারে ভরে গেলো! এসব ক্ষেত্রে বারবার কেবল নিজের মায়ের কথাই মনে পড়ে! ওদেশে কতো খাবার জিনিস নষ্ট হয় দেখে, না খেতে পাওয়া মানুষগুলোর অসহায় অভাবগ্রস্ত করুন মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে। ভালো থাকবেন!😢😢 ❤❤
এতো তারাতারি হাজার হাজার লাইক কমেন্ট ভিউজ কাউকে হতে দেখিনি মহুয়া দি এমন একজন মানুষ জার কোন হেটার্স নেই। জায় হোক মামনিকে নিয়ে খুব আনন্দ করো ডায়রির পাতায় সুন্দর সৃতি করে রেখে দিয়ো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সত্যি দিদি তোমার মায়ের খুশি দেখে মনট ভরে গেল.. ❤মাসিমা কে দেখে মনে ই হচ্ছে খুব খুশি হয়েছে নিজের হাতে সব্জি তুলতে পেরে.. ❤মা মেয়ের এই ভালোবাসা দেখতে কার না ভালো লাগে.. ❤ খুব ভালো থেকো দিদি তোমরা সবাই.. ❤ভালোবাসা নিও.. ❤
দিদি যেন কতকাল অপেক্ষায় ছিলেন নিজের ভালোলাগার জিনিসগুলি মায়ের সঙ্গে উপভোগ করার জন্য ❤😊... হয়তো সময় বয়ে যায় কিন্তু মা আর মেয়ের এই বন্ডিংটা অক্ষত থেকে যায় মনের কোণে 💝🌻... বেঁচে থাকুক মা-মেয়ের এই নিখাদ ভালোবাসা 💞🌷।।।
মহুয়া, নমস্কার। তুমি বললাম কারণ তুমি এবং মানিক আমার থেকে definitely বয়সে ছোট। আমি দুর্গাপুরের ছেলে। তুমি যে California থেকেও তোমার ভেতরের Medinipore শহর কে প্রমিনেন্ট করে রেখেছে, তার জন্যে তোমাকে কুর্নিশ বোন। আর কাকিমা তোমার ওখানে যাওয়াতে আমার মা মাসিরা inspired। ভালো থাকিস বোন, অনেক ভালোবাসা আমার ভাগ্নে ভাগ্নি Rama & Meha কে। - বাবুয়া দা, ভালো নাম সৌমেন্দু দা, দিল্লী থেকে। God Bless!!!
তোমার মায়ের টম্যাটো তোলা দেখে খুব হাসলাম,একদম বাচ্চাদের মতো উনি ব্যাগ ভর্তি হয়ে গেছে তাও তুলে যাচ্ছেন। সত্যি এরকম ফলন্ত বাগান দেখে নিজেকে আটকানো যায় না।
দিদি মাসিমাকে দেখে নিজেদের জমির কথা মনে পড়ে গেলো, ভীষন ভালো লাগলো ব্লগটা,মাসিমা খুব আনন্দ পেয়েছ,যাক দিদি মাসিমাকে এই ভাবেই আনন্দ দিও,তোমরা সবাই ভালো থেকো
ইনজয় কর মহয়া মায়ের সাথে, আমার ও এ স্বপ্ন ছিল মা কে নিয়ে পুরো আমেরিকা ঘুরব, কিন্তু তা আর হল না, মা চলে গেলেন স্বরগবাসি হয়ে.. বাবা গেলেন মা এর ১০ মাস আগে..তোমার ভিডিওটা ভাল লাগল, মনে হল আমিই যেন ঘুরছি মা কে নিয়ে..❤
অসম্ভব ভালো লাগলো মা নিজে হাতে করে সব্জি তুললো আমার কলকাতায় বসে খুব আনন্দ লাগছে ভালো থেকো মাকে পুজোর মধ্যে কাছে পেয়ে ছো এর মতো বড় আনন্দ কি হতে পারে ভালো থেকো সবাই সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️❤️
দেশের গ্রামের মেয়ে আজ বিদেশের গ্রামে..... তাই দর্শক দের ভালো বাসা কি আর থামে??❤❤❤.... কেকে সব কাজ ছেড়ে এসে দিদির ভিডিও দেখতে ভিড় করছেন???? সবাই কে ভালো বাসা❤🎉
আমি শুধু তোমার ভিডিওর notification এর অপেক্ষায় থাকি দিদি। এতো সুন্দর আর নির ভেজাল তোমার ভিডিও গুলো যেন মনেই হয় না তুমি আমাদের থেকে এতো দূরে আছো ।মনে হয় যেন তোমার সাথেই আমরা একসাথে হাটছি কথা বলছি।খুব ভালো থেকো তুমি দিদি।অনেক ভালোবাসা ❤
সবজী আমারও খুব প্রিয় । বাজার এ গেলে নিজেকে সামলে রাখতে পারিনা। কত যে বাজার করে আমি। কি যে ভালোলাগে। সেখানে এ তো এক আলাদাই অভিজ্ঞতা। চাষের জমি থেকে যদি আমরাও পারতাম সবজি তুলে এনে খেতে তাহলে এই সুযোগ হয়তো আমিও ছাড়তাম না। দারুন লাগলো
আপনার এই এপিসোডটা আমার সব থেকে ভালো লাগলো আমার নিজেরই সবজি ফল দেখলে হুশ থাকে না, বাজারে থেকে আনা আর এটা আপনি ক্ষেত থেকে তুলছেন, আমি কিন্তু গোলাপি রঙের টমেটো দেখেছি।
নিজের মার সাথে থাকলে মেয়েদের মনটা ভালো হয়ে যায়। ❤ মায়ের সাথে গল্প করে যে আনন্দটা পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। ❤ মা মেয়ের এমন ভালোবাসার মুহূর্ত গুলো দেখে মন ছুঁয়ে গেল, তোমার মাকে তুমি অনেকখানি আনন্দ উপহার দিলে মহুয়া দি। ❤ তোমার মাকে আজ যেন বাচ্চা মেয়ের মত খুশি হতে দেখলাম। সত্যি জমি থেকে ফসল তোলার আনন্দটাই আলাদা। এই ভাবেই মনের খাতায় জমা হতে থাকে মা মেয়ের স্মৃতি। ❤ দেশের গ্রামের মেয়ে আজ বিদেশের গ্রামে। তাই দর্শকদের ভালোবাসা কি আর থামে? আমাদের এই টুকু ব্লক দেখে মন ভরে না আরেকটু বেশি করে বড় বড় ব্লক দাও মহুয়া দি। ভালো থেকো সুস্থ থেকো। মাকে নিয়ে খুশি থেকো। ❤❤
খুব খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে ❤❤ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ❤❤আর শারদীয়ার শুভেচ্ছা রইল তোমাদের জন্য ❤❤মেহা ও রামার জন্য অনেক অনেক ভালবাসা ও আশীর্বাদ রইল❤❤
Ajker vlog dekhe amar akdom mon vore gelo Mohuya. Jethima bagane giye ato khusi hoyeche dekhe khoub valo laglo. Ay vabe sobsomoy hasi khusi theko.Jethima ke janai amar pronam. Khoub valo theko susto theko sobay.
হ্যালো দিদিভাই। কেমন আছো সেটা জিজ্ঞেস করবো না কারণ মাকে কাছে পেলে দুনিয়াটাই অন্যরকম হয়ে যায়। আমি তোমার ভিডিও রেগুলার দেখে খুবই ভালো লাগে। বিশেষ করে যে তোমার ভাষার ব্যবহার মানে ভাষার যে ভিন্নতাটা একই জিনিস আমরা হয়তো যেটা বর্ণনা করছি কিন্তু তোমার বর্ণনাটা অন্যরকম হয়।যা আমার কাছে খুবই ভালো লাগে। দোয়া করি ভিডিওগুলি আরো আরো আরো আরো সুন্দর আর আমাদেরকে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট কর ভালো থাকো
দিদি ব্লগিং এর টাইমিং প্লিজ একটু বাড়াও 20 থেকে 25 মিনিট করো পোষায় না এইটুকু দেখলে।।জনতার দাবি মানতেই হবে 🙏
Ekdom 😊
Ata sobar monar kotha
না বাড়াবে না।অল্প সময় ই ভালো। মানুষেরো সময়ের দাম আছে। আপনার না থাকতে পারে। দিদির কাছে অনুরোধ আরো বেশি বেশি ভিডিও আপলোড করুন সময় পাঁচ মিনিট এর করুন
Ekmot! Eto Kom somoy mon othe na. Mone hoy choltei thakuk 😅
Sotti amaro etai mone hoi
আমি মারাঠি এবং সুন্দর ভাষা 'বাংলা' বুঝতে পারি। আমি বাঙালী সংস্কৃতিকে সম্মান করি এবং বিশ্বের সকল বাঙালির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রয়েছে 😊❤
Dhonnobad
Marathi manush respect ❤
Balasaheb takry I love..❤
Donnobad dada
Please amar chenel ta diye gure asben
তুমি অনন্যা।যেমনটা স্ত্রী ,মা হিসাবে ঠিক তেমন সন্তান হিসেবে।আমার মা নেই, মাসিমা মাঝে নিজের মাকে খুঁজে পাই।খুব ভালো থেকো
একটাই কথা মন থেকে বেরিয়ে আসছে সেটা হলো . . . . সুস্থ থাকুক ও দীর্ঘায়ু হোক তোমার মা বাবা . . . . . খুব খুব খুব ভালো লাগে দিদি তোমাকে ও তোমার পুরো পরিবার কে . . . . . এতো সাবলীল উপস্থাপনা . . . . .
খুব সুন্দর। "মা" এর সাথে থাকতে কার না ভালো লাগে।যারা দেশে থেকেও মা এর থেকে দূরে থাকে তাদের জন্য ও এই ভিডিও । এটা দেখতে দেখতে হয়তো সবাই নিজেদের মা এর কথা বেশি বেশি মনে করছেন। ভালো থাকুন পৃথিবীর সব মা। ❤
তোমার মাকে আজ যেন বাচ্চা মেয়ের মতো খুশি হতে দেখলাম..সত্যি জমি থেকে ফসল তোলার আনন্দই আলাদা..এভাবেই মনের খাতায় জমা হতে থাক মা মেয়ের সুন্দর স্মৃতি..❤❤
একসময় এই বাবা-মায়েরা তাদের নিজেদের আনন্দের কথা ভুলে আমাদের কথাই শুধু ভেবেছে, আমাদের কিসে আনন্দ। তাই এখন যখন সুযোগ আসে বাবা-মাকে আনন্দ দেয়ার এর থেকে ভালো লাগার আর কিছু হয় না। খুব ভালো লাগলো video টা দেখে। আর তার থেকেও বেশি ভালো লাগলো কাকিমার খুশি দেখে.
নিজের মার সাথে থাকলে মেয়েদের মনটা ভালো হয়ে যায়
মায়ের সাথে গল্প করে যে আনন্দটা পাওয়া যায় যেটা আর কোথাও পাওয়া যায় না 😊❤
একদমি সত্যিই কথা আর মনের কথা। মা মানেয় মেয়েদের আর একটি আত্মা। যার সাথে কথা বলে সকল শান্তি পাওয়া যায়। ❤❤
তোমার মা খুব কাজের মানুষ ।ভাবা যায়না বিদেশে জমি থেকে সবজি তুলে আনা । ভাবতেই পারছি না । অনেক ধন্যবাদ
ঘরে বসে বসে ভিডিও তো দেখতে দেখতে মন টা রীতিমতো ছটফট করছে।মনে হচ্ছে আমিও গিয়ে গাছ থেকে সবজি তুলি..কি অপূর্ব একটা মন ভালো করা ভিডিও..ভালো থাকবেন দিদিভাই..মাসিমা মেসো কেও অনেক ভালোবাসা..আর মানিক দা,মেহু,রামা বাকি সব্বাই কে শুভ শারদীয়া
সব্জি ক্ষেতে সব্জি তুলতে দিয়ে মাসিমাকে যে অমলিন আনন্দ আপনি দিলেন, এটা দেখে আমারও আনন্দে খুশিতে মনটা একেবারে ভরে গেলো! এসব ক্ষেত্রে বারবার কেবল নিজের মায়ের কথাই মনে পড়ে! ওদেশে কতো খাবার জিনিস নষ্ট হয় দেখে, না খেতে পাওয়া মানুষগুলোর অসহায় অভাবগ্রস্ত করুন মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে। ভালো থাকবেন!😢😢 ❤❤
আমাদের গরীব দেশেই বেশি খাবার দাবার নষ্ট হয় ওরা রক্ষা করতে জানে
মা মেয়ের এমন ভালোবাসার মুহূর্ত গুলো দেখে মন ছুঁয়ে গেল। তোমার মা কে তুমি অনেকখানি আনন্দ উপহার দিলে।
Sotti tai
মহুয়া তুমি ঠিকই বলেছো,মায়েরা এইসব ছোট ছোট জিনিসেই খুশি হয়।মাসিমার সাথে আনন্দে দিন কাটাও।
এত সুন্দর ভালো মনের মানুষ আর এত মায়া❤❤
দেখে, শুনে চক্ষু, কর্ণ সার্থক 😌
কাকীমা কে এত খুশি দেখে মনটা ভরে গেল গো, সত্যি এই ভাবে জমি থেকে সব্জি তুলে খাওয়া র মজাই আলাদা, খুব ভালো লাগলো। ❤❤❤❤
এতো তারাতারি হাজার হাজার লাইক কমেন্ট ভিউজ কাউকে হতে দেখিনি মহুয়া দি এমন একজন মানুষ জার কোন হেটার্স নেই। জায় হোক মামনিকে নিয়ে খুব আনন্দ করো ডায়রির পাতায় সুন্দর সৃতি করে রেখে দিয়ো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
❤
বানানে নজর দিন😊
এই ভাবে মায়ের পুজো করতে হয়..তাদের সুখ দিয়ে..🙏🏻.. শুভ শারদীয়া
তোমাদের দেখে মনে হচ্ছে আমিও তোমাদের সঙ্গে আছি, আনন্দ ভাগ করে নিচ্ছি।। দিদি প্রতিদিন ভিডিও দেবে, টাইমটা একটু বেশি করো অল্পতে মন ভরে না।।❤❤
দারুণ লাগলো..... মা র জন্যে খুব মজার experience..... Lovely❤️👌
সত্যি দিদি তোমার মায়ের খুশি দেখে মনট ভরে গেল.. ❤মাসিমা কে দেখে মনে ই হচ্ছে খুব খুশি হয়েছে নিজের হাতে সব্জি তুলতে পেরে.. ❤মা মেয়ের এই ভালোবাসা দেখতে কার না ভালো লাগে.. ❤ খুব ভালো থেকো দিদি তোমরা সবাই.. ❤ভালোবাসা নিও.. ❤
মহুয়াদির চোখে আমাদের আমেরিকা দর্শন এক্কেবারে ফাটাফাটি। যতদিন আপনার মামনি থাকবেন আশা করছি এ রকম ভিডিও আরো দেখতে পাবো।
দিদি যেন কতকাল অপেক্ষায় ছিলেন নিজের ভালোলাগার জিনিসগুলি মায়ের সঙ্গে উপভোগ করার জন্য ❤😊...
হয়তো সময় বয়ে যায় কিন্তু মা আর মেয়ের এই বন্ডিংটা অক্ষত থেকে যায় মনের কোণে 💝🌻... বেঁচে থাকুক মা-মেয়ের এই নিখাদ ভালোবাসা 💞🌷।।।
মহুয়া, নমস্কার। তুমি বললাম কারণ তুমি এবং মানিক আমার থেকে definitely বয়সে ছোট।
আমি দুর্গাপুরের ছেলে।
তুমি যে California থেকেও তোমার ভেতরের Medinipore শহর কে প্রমিনেন্ট করে রেখেছে, তার জন্যে তোমাকে কুর্নিশ বোন।
আর কাকিমা তোমার ওখানে যাওয়াতে আমার মা মাসিরা inspired।
ভালো থাকিস বোন, অনেক ভালোবাসা আমার ভাগ্নে ভাগ্নি Rama & Meha কে।
- বাবুয়া দা, ভালো নাম সৌমেন্দু দা, দিল্লী থেকে।
God Bless!!!
তোমার মায়ের টম্যাটো তোলা দেখে খুব হাসলাম,একদম বাচ্চাদের মতো উনি ব্যাগ ভর্তি হয়ে গেছে তাও তুলে যাচ্ছেন। সত্যি এরকম ফলন্ত বাগান দেখে নিজেকে আটকানো যায় না।
মনে হল আমরাও বাগানের সব্জি তুললাম । আপনার দেওয়া এই নিভেজাল আনন্দ উপভোগ করলাম । শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভালো থাকুন🙏
দিদি মাসিমাকে দেখে নিজেদের জমির কথা মনে পড়ে গেলো, ভীষন ভালো লাগলো ব্লগটা,মাসিমা খুব আনন্দ পেয়েছ,যাক দিদি মাসিমাকে এই ভাবেই আনন্দ দিও,তোমরা সবাই ভালো থেকো
ইনজয় কর মহয়া মায়ের সাথে, আমার ও এ স্বপ্ন ছিল মা কে নিয়ে পুরো আমেরিকা ঘুরব, কিন্তু তা আর হল না, মা চলে গেলেন স্বরগবাসি হয়ে.. বাবা গেলেন মা এর ১০ মাস আগে..তোমার ভিডিওটা ভাল লাগল, মনে হল আমিই যেন ঘুরছি মা কে নিয়ে..❤
Ma k nie ghora ato valobasa dekhe dhonya hoe gelam.
অসম্ভব ভালো লাগলো মা নিজে হাতে করে সব্জি তুললো আমার কলকাতায় বসে খুব আনন্দ লাগছে ভালো থেকো মাকে পুজোর মধ্যে কাছে পেয়ে ছো এর মতো বড় আনন্দ কি হতে পারে ভালো থেকো সবাই সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️❤️
পুরো ব্লগ টা জুড়েই মা আর মেয়ের আবেগ জড়ানো --হাঁসি খুশি। ভীষণ ভালো লাগলো ❤❤❤❤
ভীষণ আনন্দ পেলাম। তোমার মা এত সহজ সরল তুলনা হয়না।
সত্যি এত সুন্দর জায়গায় তুমি মাকে আনলে, দেখে চোখ, মন সব ভরে যায়!
অসাধারন লাগলো মা মেয়ের এই সবজি তোলার ব্লগ
মন ভরে গেল এত চমৎকার একটি বলগ দেখে, মায়ের সাথে মেয়ের বনধন, কোন কিছুর সাথে তুলনা হবে না ❤❤❤❤❤
সত্যিই এই সরলতা দেখে মুগ্ধ আমরা এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা আর ভালো মনের মানুষ 🙏
অসাধারণ লাগলো তোমার ভিডিও। এই ভাবে আনন্দ করো মায়ের সাথে। খুব ভালো থেকো তোমরা সবাই।
মহুয়া দি আজ তোমার মা সত্যিই অন্তর অন্তর থেকে খুশি, খুব ভালো লাগলো দেখতে।
আপনার আর আপনার মায়ের গলার স্বর একরকম।হাসি ও একরকম। খুব ভালো লাগে।
আমাদের দেখেই ভালো লাগছে। মাসিমা নিজে হাতে সবজিগুলো তুলছেন ওনার তো ভালো লাগবেই। মাসিমাকে দেখতেও আজ চমৎকার লাগছে। শাড়িটা খুব সুন্দর।
কাকী মাকে সবজি তুলতে দেখে খুব ভালো লাগলো, কাকিমাও আনন্দ পেলো অনেক।
তোমার মায়ের এত খুশি দেখে খুব ভালো লাগলো মাকে তুমি অনেক আনন্দ দিলে
তোমার ব্লগ প্রথম দেখছি কাল থেকে এক টানা শুধু তোমাকেই দেখছি এত ভালো লাগছে আর কোনো কিছু দেখতে ইচ্ছে করছে না।ভীষণ ভালো তুমি আর তোমার পরিবার
😢আগের দিন ভূতের ভয় দেখিয়ে ঘুমের ভাব কাটিয়েছ। আর আজ সব্জি তুলতে এনে এত আনন্দ দিলে মায়ের মনে , খুব ভালো লাগলো।❤❤❤
খুব ভালো লাগলো তোমার ব্লগ, একটা নতুন অভিজ্ঞতা হল, খুব আনন্দ পেলাম, ভালো থেকো তোমরা সবাই
তোমার প্রতি টা ভিডিও দেখার পর মন হাসিতে খুশিতে ভরে ওঠে ❤❤,,সুন্দর আনন্দঘন মূহূর্তে মায়ের সঙ্গে কাটানো খুব খুব ভালো লাগলো,,
খুব ভালো লাগলো। আপনার মা দেখে । সুন্দর ব্লগ। ধন্যবাদ।
দেখতে দেখতে ভুলেই গেছি ঘরের চারিদিকটা অন্ধকার হয়ে গেছে।❤❤❤দারুন লাগলো।এই রকম হাতে করে ফল ও সবজি তুলতে ভালো লাগে
আমেরিকার গ্রামের জমি থেকে সবজি এবং মায়ের আনন্দ দেখে খুব ভালো লাগলো .............................
Many many thanks
Masimar mukher hasi dekhei bojha jachhilo je masima khub khub khusi hoyachhen.
মায়ের আনন্দ দেখে খুব ভালো লাগছে বাচ্চাদের মতো খুশি 😊 সব্জি নষ্ট হচ্ছে দেখে আমাদের দেশের কথা ভেবে কষ্ট পাচ্ছেন দেখে মন থেকে শ্রদ্ধা বেড়ে গেলো 🙏🙏
মাসিমার আনন্দ প্রকাশ অসাধারন।
দেশের গ্রামের মেয়ে আজ বিদেশের গ্রামে..... তাই দর্শক দের ভালো বাসা কি আর থামে??❤❤❤.... কেকে সব কাজ ছেড়ে এসে দিদির ভিডিও দেখতে ভিড় করছেন???? সবাই কে ভালো বাসা❤🎉
Ami❤❤
Ami
Apnar video মনকে তরতাজা করে।আপনিও ভালো থাকবেন
আপনি অনেকের কাছে খুব অনুপ্রেরণা। খুব ভালো থাকবেন সবসময়।
তোমার জবাব নেই দিদি, তুমি অসাধারণ, তোমার মা রত্ন গর্ভা
দারুন লাগলো আর সাথে সাথে গরীব দেশের মানুষ হিসেবে এত অপচয় দেখে কষ্টও হল খুব...তোমার মায়ের মতই
আমি শুধু তোমার ভিডিওর notification এর অপেক্ষায় থাকি দিদি।
এতো সুন্দর আর নির ভেজাল তোমার ভিডিও গুলো যেন মনেই হয় না তুমি আমাদের থেকে এতো দূরে আছো ।মনে হয় যেন তোমার সাথেই আমরা একসাথে হাটছি কথা বলছি।খুব ভালো থেকো তুমি দিদি।অনেক ভালোবাসা ❤
সত্যিই কি সুন্দর ব্যবস্থা, অথচ আমাদের গ্রামের দিকে এরকম ব্যবস্থা নেই।
সবজী আমারও খুব প্রিয় । বাজার এ গেলে নিজেকে সামলে রাখতে পারিনা। কত যে বাজার করে আমি। কি যে ভালোলাগে। সেখানে এ তো এক আলাদাই অভিজ্ঞতা। চাষের জমি থেকে যদি আমরাও পারতাম সবজি তুলে এনে খেতে তাহলে এই সুযোগ হয়তো আমিও ছাড়তাম না। দারুন লাগলো
Khub valo laglo vlogta.. darun farming ❤
মায়েরা এই ছোট ছোট জিনিস এই খুশি হয়❤❤❤নমস্কার কাকিমনী
খুব সুন্দর মা আর মেয়ের বন্ধুত্ব
আমরাও থাকতে চাই মা আর মেয়ের সঙ্গে ভালো থাকবেন দিদি সবাইকে নিয়ে
দিদি, বিদেশে এর মাটি যে এতো সুনদর, তোমার ভিডিও না দেখলে জানতাম না, তুমি তোমরাও ভালো থেকো❤😊🎉
সব মেয়ের ইচ্ছে নিজের মাকে এভাবে খুশি দেখবে ❤ আমার ও খুব ইচ্ছে জানিনা কবে হবে।
আপনাদের সবার ভালোবাসা পেলে একদিন আমি ও পারবো।
সব থেকে ভালো লাগলো তোমার মা ওখানেও তাঁতের শাড়ি পরে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছেন।জয় বাঙালি।
Ma er mukher hasi ta dekhe mon juriye gelo.❤❤❤❤
আপনার এই এপিসোডটা আমার সব থেকে ভালো লাগলো আমার নিজেরই সবজি ফল দেখলে হুশ থাকে না, বাজারে থেকে আনা আর এটা আপনি ক্ষেত থেকে তুলছেন, আমি কিন্তু গোলাপি রঙের টমেটো দেখেছি।
অনেক ভালো লাগলো দিদি আজ ভারি খুশি মা আসছে বলে কথা ❤
সত্যি দিদি টমেটো গুলো খুব বড় বড় ছিল এবং দারুন ছিল । বিশাল বড় সবজির বাগান । তুমি আমাদের বাংলার গর্ব ❤❤❤
আমি দারুন উপভোগ করলাম ভিডিও টি দেখে।
Maa meyer ei khunsuti tai to অমূল্য ❤❤❤❤দারুন লাগলো আজকের vdo
প্রতিদিন এমন একটি ভিডিও দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষায় বসে থাকে 🥹🥰❤️সত্যি দিদি তোমার মতো ভালো মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়...
নিজের মার সাথে থাকলে মেয়েদের মনটা ভালো হয়ে যায়। ❤ মায়ের সাথে গল্প করে যে আনন্দটা পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। ❤ মা মেয়ের এমন ভালোবাসার মুহূর্ত গুলো দেখে মন ছুঁয়ে গেল, তোমার মাকে তুমি অনেকখানি আনন্দ উপহার দিলে মহুয়া দি। ❤ তোমার মাকে আজ যেন বাচ্চা মেয়ের মত খুশি হতে দেখলাম। সত্যি জমি থেকে ফসল তোলার আনন্দটাই আলাদা। এই ভাবেই মনের খাতায় জমা হতে থাকে মা মেয়ের স্মৃতি। ❤ দেশের গ্রামের মেয়ে আজ বিদেশের গ্রামে। তাই দর্শকদের ভালোবাসা কি আর থামে? আমাদের এই টুকু ব্লক দেখে মন ভরে না আরেকটু বেশি করে বড় বড় ব্লক দাও মহুয়া দি। ভালো থেকো সুস্থ থেকো। মাকে নিয়ে খুশি থেকো। ❤❤
সত্যি কি যে ভালো লাগলো মন জুড়িয়ে গেলো ❤❤❤
কি যে ভালো লাগছে মা মেয়ের একসঙ্গে ঘোরাফেরা, টুকটাক ঘরকন্না, হাসি গল্প।
তোমার মা অপূর্ব সুন্দরী মহুয়া।
No wonder তোমরা ভাইবোনেরা সবাই এত সুন্দর।
Very nice outing! Darun laglo.
Vison bhalo laglo vlog ta..r tomader maa meyer hasi r anondo seta r o valo laglo..sotti gach theke fol..sobji tule khawar anondo tai alada
শসা, টমেটো র এতো গাছ দেখে লোভ লেগে যাচ্ছে দিদি.... মনে হচ্ছে মাসিমার সাথে গিয়ে তুলে নিয়ে আসি.... মাসিমা খুব আনন্দ পেয়েছেন
Ei vlog gulo khub khub sundor lagche. To be didi plz time ta ektu barao 20mins koro plz
কুমড়োর মতো দেখতে টমেটো গুলো প্রথম দেখলাম
ভীষণ ভালো লাগলো
এরকম ভালোবাসায় পারিবারিক বন্ধন এগিয়ে যাক সবার।ইশ্বর সবার মঙ্গল করুন।
এই হচ্ছে মা, মেয়ের সম্পর্ক একদিন ভূত দেখিয়ে মা কে রাগিয়ে দিয়েছিলে, আজকে আবার সবজি বাগানে নিয়ে গিয়ে , কাকিমার দিল খুশ করে দিলে😊
টমেটো গুলোর যেমন রং তেমন বড় দেখে সত্যিই লোভনীয় 😊❤
খুব খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে ❤❤ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ❤❤আর শারদীয়ার শুভেচ্ছা রইল তোমাদের জন্য ❤❤মেহা ও রামার জন্য অনেক অনেক ভালবাসা ও আশীর্বাদ রইল❤❤
Ajker vlog dekhe amar akdom mon vore gelo Mohuya. Jethima bagane giye ato khusi hoyeche dekhe khoub valo laglo. Ay vabe sobsomoy hasi khusi theko.Jethima ke janai amar pronam. Khoub valo theko susto theko sobay.
Darun sundar laglo.. Sob theke sundar baganta.. ❤️❤️
Didi এইটুকু দেখে আর মন ভরে না গো টাইম বাড়াতেই হবে না হলে আমরা manchi না মানবো না বলে দিলাম।। আমাদের দাবি মানতে হবে মানতে হবে ✊✊✊😊😊😊😊
“দেখে থাকা যাচ্ছে না “ 😂😂soo sweet ❤❤
আমি প্রথমে ভাবলাম 22মিনিটের vlog , দেখেই মনটা খুশিতে ভরে গেলো, ওমা পরে দেখি 12 মিনিটের।
একটু বড়ো vlog দাও দিদি
Khub Sundar hoyechhe didi bhai Tumhare video Tomar Puri vare Aslam
Jethima khub vlo ekjon manush r tomader o tmn vlo manush kre Gore tulechen...sobai khub vlo theko
একদম ঠিক ব্লগিং টাইম বারাও। আমাদের অনুরোধ রাখ।❤❤❤
হ্যালো দিদিভাই। কেমন আছো সেটা জিজ্ঞেস করবো না কারণ মাকে কাছে পেলে দুনিয়াটাই অন্যরকম হয়ে যায়। আমি তোমার ভিডিও রেগুলার দেখে খুবই ভালো লাগে। বিশেষ করে যে তোমার ভাষার ব্যবহার মানে ভাষার যে ভিন্নতাটা একই জিনিস আমরা হয়তো যেটা বর্ণনা করছি কিন্তু তোমার বর্ণনাটা অন্যরকম হয়।যা আমার কাছে খুবই ভালো লাগে। দোয়া করি ভিডিওগুলি আরো আরো আরো আরো সুন্দর আর আমাদেরকে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট কর ভালো থাকো
আজ নতুনভাবে বাজার করার আনন্দ অনুভব করলাম তোমাদের সাথে।
খুব ভালো লাগলো.... এক অন্য রকম অভিজ্ঞতা
খুব ভালো লাগলো মাসিমাকে দেখে। উনি খুব আনন্দ পেয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো
আমার মা ও খাওয়াতো আমাদের দুই ভাই বোন কে কাঁচা টমেটো, r টমেটো মাখা দিয়ে মুড়ি ❤❤
মনে পড়ে গেলো তোমার কথা শুনে।
খুব ভালো লাগছে কাকিমা কে আমেরিকায় দেখে! এরম একটি মেয়ে পাওয়া ভাগ্যবান। ❤
দিদি তোমার ভিডিও দেখতে তারাতাড়ি চলে এলাম। love From Bangladesh ❤❤🇧🇩🇧🇩🇧🇩
খুব খুব ভালো লাগলো ব্লগটা।তোমাদের দুজনের শসা ও টমেটো তোলা সঙ্গে তোমার ছোটো ছোটো রসিকতা বেশ ভালো লাগলো।ভালো থেকো।
মাসিমা সব সময় হাসি খুশি থাকেন
এত ভালো লাগে ওনাকে
মা মেয়ের বাজার করা আজ একেবারে সুপার হিট❤❤❤