Onek kotha bolechilem | Manoj Murali
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Manoj Murali picked up the nuances of Rabindrasangeet from Rabindranath Tagore’s very own Shantiniketan from a very tender age. His dedication towards Rabindrasangeet is evident in his rendition which marks a beautiful harmony of authenticism and subtle experimentation. Bangla music and in turn Indian music is truly enriched by artists like him who tirelessly work towards modernizing Tagore amongst the youth. He emphasizes on the relevance of Tagore and his vision today through his music and other works on Tagore, a lot of which is captured in his Rabindra Sangeet albums and videos.Manoj Murali picked up the nuances of Rabindrasangeet from Rabindranath Tagore’s very own Shantiniketan from a very tender age. His dedication towards Rabindrasangeet is evident in his rendition which marks a beautiful harmony of authenticism and subtle experimentation. Bangla music and in turn Indian music is truly enriched by artists like him who tirelessly work towards modernizing Tagore amongst the youth. He emphasizes the relevance of Tagore and his vision today through his music and other works on Tagore, a lot of which is captured in his Rabindra Sangeet albums and videos.
দেবতাদের অমৃতের নেশার মতো আপনার গানের নেশায় মজে থাকি সর্বদা...বেজায় নেশা...❤
Eto amar kotha
অপূর্ব। এই প্রশান্তি টুকু লাভের জন্যই রবীন্দ্রনাথের গান শোনা। ভগবান আপনার মঙ্গল করুন।
যত শুনি তত ই মুগ্ধ ও সমৃদ্ধ হতে হয় বারেবারে......এ গান কানের ভেতর দিয়ে মরমে পশিল.এ যেন শেষ হয়ে ও হলো না শেষ....আপনার কন্ঠে গান শোনা শুধু শোনা তো নয়....এক অদ্ভুত নেশায় বুঁদ হয়ে যাওয়া যেখান থেকে মন বেরিয়ে আসতে চায় না...."তুমি কেমন করে....শুনি কেবল শুনি."একটা গান শুনে সাধ মেটে না.....খুব ভালো থাকুন আমার অতি পছন্দের শিল্পী দাদা...প্রণাম নেবেন.🙏🙏🙏
যতদিন যচ্ছে মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে❤❤❤❤
মনের গভীরে এতো টাই প্রবেশ করে এই গান যে দুচোখে জল গড়িয়ে যায়....... এ যে কি ভালোবাসার গান....
অসম্ভব ভালো লাগা মনোমুগ্ধকর গান। এমন মধুর কণ্ঠে যতবার গানটি শুনি, ততবারই মনপ্রাণ এক অনাবিল আনন্দে ভরে ওঠে। গভীর শ্রদ্ধা জানাই আমার প্রিয় শিল্পীকে 🙏🙏
মনের গভীরে প্রবেশ করলেন! মনটা কেমন যেন উদাস হয়ে গেল!!!
কী অপূর্ব সুন্দর বানী দিয়েছেন কবিগুরু ; আর কী সুন্দর গেয়েছেন জয়তী চক্রবর্তী । শিল্পী কে অজস্রবার ধন্যবাদ । সত্যি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ এর গান শুনি কিন্তু জয়তীর এই গানে মোহিত হয়ে গেলাম । শুভকামনা রইলো শিল্পী কে ।
ওনার নাম মনোজ মুরলী নায়ার। জয়তী চক্রবর্তী নয়। চোখে কম দেখলে আর কানে কম শুনলে ভাল ডাক্তার দেখান। জন্ম হাবা হলে, আমার সহানুভূতি রইলো।
Beautiful song. Also, what a beautiful face he has! Matches the spirit of the song.
মনের ভিতরটায় নাড়া দিয়ে দিলেন,এমনভাবে অন্তরের অন্তঃস্থল থেকে গানটা গাইলেন..ধন্যবাদ জানানোটাও কম লাগছে..প্রণাম 🙏🙏
গানটার ভেতর কী ছিল আমি জানিনা। সম্ভবত ৩০ থেকে ৩৫ বার আমি গানটা শুনেছি অনবরত। তাও তৃপ্তি মিটছে না। গানের বৃষ্টিতে ভিজে গেছে মন প্রাণ। মনোজ'দার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
গানে গানেই জীবনের প্রাপ্তি.... জীবনের সুখে দুঃখে ভেসে বেড়ায়...আমার মন....
Mone holo Ekta golpo shunlam....Mon vore galo.
অসম্ভব ভালো। কোন মনের গহীনে এ গান প্রবেশ করলো। 🙏🙏🙏💜
Aha aha aha apurba🙏🙏🙏 asadharan...
আমার সবথেকে প্রিয় গান এটা। তেমনি প্রিয় করে গাইলেন। প্রান ভরে গেল।
Onar gan amar mon hridae sab samoe jure thake.jakhon je gan
Karen amar mon sekhane chole
Jae.onar gan na sune ratire
Gghumote parina .atotai onar
Gann amae mugdho kare 💕💕💕🌷🍁
এতো সহজ করে মনের কথা লিখে গিয়েছেন কবি,আপনি আরো সহজ করে এতো সুন্দর করে সুরনিয়ে গেয়ে গেলেন যে,মন উদাসের উদাস বাউল মন চুরি করে পালালো আপনার গানের স্রোতে,আর শেষের আলাপে চোখে এলো জল,বৃষ্টিধারার মতো ঝড়ে পড়লো নতুন বৌঠানের চোখের তারা বেয়ে,
অনেক বছর ধরে এই কন্ঠে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে মনটা ভরে যায়
Ahaa mon bhore gelo..... sanghatik Romantic 🥰🥰
আহা অপূর্ব 🙏🙏🙏🙏🙏
Each and every night I hear this song
Ifeel the Each and every word of this song silently and alone
মুগ্ধতার শেষ নেই যেন!! খুবই ভালো লাগল।
Apurbo
আমাৱ প্রিয় শিল্পী। অসাধারন সুন্দর নিবেদন। শুধুই মুগ্ধতা।মনেৱ ভিতৱটা খুব ছুঁয়ে যায়।
Ak kothay onoboddya.
এমন করে গাইলে সে গান মরমে মরমে প্রবেশ করে অনবদ্য
একরাশ মুগ্ধতা
হৃদয়ের অন্তর থেকে উত্সারিত এই সঙ্গীত আমার হৃদয়ের অন্তরকে স্পর্শ করল। বাজ্নাটি ভারি অপূর্ব।
Ashadharon 🙏🙏
Song has touched the heart..
Lovely and so deep.I once met you in Viswa Bharati cooperative 2010..I was so overwhelmed to see my favourite vocalist that day .
Darun darun❤
Khub valo lagaychay
আহা! অপূর্ব! মনের গভীরে নাড়া দিল।
Mon vore gelo sir👍❤🙏
Is heart touching, no word to say.
So so so beautiful and touchy
খূব ভালো লাগলো।
আহা কি শুনছি। মনটা ভরে গেল।
Ear becomes spellbound
Each and every night I hear this song lying in my bed silently
I can feel the song through my ear
Just no word.......
কী অপূর্ব! কী সুন্দর,মন ভরে গেলো চোখ ভরলো তার সঙ্গে
Aha... Ki shanto.. Ki snigdhota.. Ekrash Mugdhota...
Oshadharon
Presentation is the best part of any performance.Your presentation is superb .You are so gifted a singer that nobody can avoid your perfect expression while singing.My heartiest wishes for your well-being and prosperity in life.
Apurbo.
নেশা হয়ে যায় আপনার গানে🙏
Divine pleasure
যতবার শুনি মুগ্ধ হই। সুললিত কন্ঠে
গানটির রোমান্টিকতা পূর্ণতা পেয়েছে।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গানের জন্য।আপনার কন্ঠে "এমন দিনে তারে বলা যায়" গানটি শুনতে চাই। ভালো থাকবেন।
আহা.. কি গভীর প্রকাশ ❤️❤️
Mon bhore gelo.God bless you.
Osadharon Dada Ami apnar gane apluto.
🙏👍 খুব সুন্দর!
Asadharon
দারুন ♥️♥️
কান্না আসছে
অনবদ্য 🙏
এ গানের রেশ কাটছে না যে.... " আজ এ কোন গান নিখিল প্লাবিয়া, তোমার বীণা হতে আসিল নাবিয়া! ভুবন মিলে যায় সুরের রণনে,গানের বেদনায় যাই যে হারায়ে।। "🌿
Mon bhare galo
Ki valo laglo Sir gaan ta apnar golay...darun...❤❤
👌👌
‘কানের ভিতর দিয়া মর্মে পশিল গো আকুল করিল মোর প্রাণ।’
Puro mughdho ami🙂❤❤❤❤❤
সে কি তোমার মনে আছে ?? তাই শুধাতে এলেম কাছে ۔۔۔!! 💔 মন খারাপের মাঝে বৃষ্টি ভেজা দিনে মন আবারো তৃপ্ত হলো ۔۔۔!! অনেক অনেক ধন্যবাদ দাদা ۔۔۔!! 🙏
মনের ভিতরটা যেন কেমন কেমন করে ভাষায় বোঝানোর বাংলা জ্ঞান নেই, সব গানের মধ্যে একটা অন্য গায়কি আছে
অতুলনীয় অসাধারণ । প্রণাম জানাই স্যার ।
Asadharon Asadharon ❤️❤️😌😌
অসাধারণ।
অপূর্ব,সুন্দর মানুষের সুন্দর কণ্ঠে গাওয়া গান অতীব সুন্দর,সুস্থ ও ভালো থাকার প্রার্থনা রইলো ভাই,
🙏🙏🙏
মন ছুঁয়ে গেল
Opurbo, mon vore gelo.
অসাধারণ। মুগ্ধ হোলাম
খুব সুন্দর হয়েছে।
বৃষ্টিস্নাত সন্ধ্যায় ভীষণ ভালো লাগলো ❤️❤️👌
Pranta jurie galo 🙏
🙏🙏🙏ভালো লাগা ব্যক্ত করার ভাষা নেই।
🌳 Aaha 🎼🎼🌿🙏
মনের কথা কহিলেন..কানে, কানে!🤍🙏
Mon chhunye galo......Apurbo❤
মুগ্ধ হয়ে গেলাম
আহা!! মন ছুঁয়ে গেল ।
🙏 একরাশ মুগ্ধতা
আহা !!কতবার যে শুনলাম !!! 🙏🙏
Ahha ahhaa.
Abiram ❤️❤️❤️❤️❤️❤️
Monta valo hoye gelo darun laglo
Opurbo 👌👌🙏
adbhut bhalo laglo... 💖💖🌹🌹
Apurbo..
asadharon 🙏🙏
অসাধারণ একটি গান শুনলাম
Outstanding
অপূর্ব
আহা ..মন ভরে গেল !👌
অত্যন্ত প্রিয় একটি গান…মুগ্ধ হলাম।
সাধু সাধু।এস্রাজ ও কীবোর্ড অনবদ্য। যন্ত্রানুষঙ্গে কারা ছিলেন, খুঁজলাম পেলাম না....
Asadharan