Gur | গুড় | Apurbo | Chadni | Jayanta Chattopadhyay | Bangla Natok | Gram Banglar Natok

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 315

  • @Md.NobinIslam-yo5pk
    @Md.NobinIslam-yo5pk ปีที่แล้ว +2

    নাটকটি যখন শুটিং হয়েছিলো আমাদের ত্রিবেণী বাজার থেকে একটু অভিনয় দেখেছিম তখন অনেক ছোটো ছিলাম আজকে নাটকটা দেখে সেই দিনের কথা মনে পড়ে গেলো

  • @eliashossain4558
    @eliashossain4558 ปีที่แล้ว +1

    আমার শৈলকুপার নাটক♥️♥️♥️

  • @mdjamilmdjamil765
    @mdjamilmdjamil765 ปีที่แล้ว +2

    আল্লাহ্ সৃষ্টি মানুষ কখনই অপোয়া অলক্কোনে হয়না। গ্রাম বাংলার অনেক নাটক দেখিছি কিন্তুু এরকম মনোমুগ্ধকর নাটক আমি দেখিনি।সবাইকে ধন্যবাদ

  • @mdpollob4661
    @mdpollob4661 3 ปีที่แล้ว +35

    এই নাটকে আমাদের শৈলকুপার ভাষাকে কত সুন্দর ভাবে উপস্থাপন করেছে এবং আমাদের কুমার নদী কে যেভাবে উপস্থাপন করেছে পরিচালককে ধন্যবাদ। ❤️❤️❤️হ্যাঁ এটাই আমাদের শৈলকুপা গ্রামীণ বাংলার ছোঁয়া।

    • @hasankhanimmy7526
      @hasankhanimmy7526 2 ปีที่แล้ว +2

      জেলার নাম কি ভাই

    • @saddamsarder4640
      @saddamsarder4640 2 ปีที่แล้ว +3

      @@hasankhanimmy7526 ঝিনাইদহ

    • @mdsabbirahmed8156
      @mdsabbirahmed8156 2 ปีที่แล้ว

      Ata Chuadangar vitore naki Vai ??

    • @rjmamunhossen8398
      @rjmamunhossen8398 2 ปีที่แล้ว

      হুম

    • @MDAkash-68
      @MDAkash-68 3 หลายเดือนก่อน

      ​@@mdsabbirahmed8156na vai

  • @mdmohinuddinhasan7846
    @mdmohinuddinhasan7846 ปีที่แล้ว +1

    ♥♥♥♥ onek shundor story♥♥♥♥

  • @MdAbdullahallMamun-w3g
    @MdAbdullahallMamun-w3g ปีที่แล้ว +2

    আহ,কতনা সুন্দর ছিল আমাদের সোনার বাংলা, সহজ সরল মানুষ গুলো আজ কোথায় গিয়ে দাড়িয়েছে সেই দেশ।।

  • @anythingbrand1139
    @anythingbrand1139 3 ปีที่แล้ว +12

    কোটি কোটি ভিউ দিয়ে মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু ভালোবাসা জন্মাতে পারেনা। হাজারো শ্রদ্ধা সেসব গ্রাম প্রেমিক ভাই বোনদের,যারা বাংলাকে আপন করে নেই, বাংলার এই অপরুপ দেখে মন জুড়ায়। 🥀🥀❤️

  • @rubelahmed8285
    @rubelahmed8285 ปีที่แล้ว +2

    পরিচালক কে ধন্যবাদ,, ❤️❤️

  • @সুপ্তছায়া
    @সুপ্তছায়া 3 ปีที่แล้ว +7

    এমন দৃশ্য অংশ কাগজ কলমের নিয়মে লেখক ইতি টেনেদেয় গল্পের। বস্তুত ইতি নয় সূচনা ঘটায় চৈত্রপাটা মৃত্তিকার ন্যায় পড়া দগ্ধ দুঃখের.........
    হৃদয় গোঙ্গানো দুঃখের কষ্টের মালা গেথে দেয় পাঠকের নিজস্ব মনে।

  • @ferojkobir9102
    @ferojkobir9102 3 ปีที่แล้ว +7

    এরকম গল্প বারবার চাই

  • @jukarahmed7855
    @jukarahmed7855 2 ปีที่แล้ว +1

    অরে,,এতো দেকতিছি আমাগের শোলকুপোর নাটক🥰🥰🥰

  • @iliasiqbal2298
    @iliasiqbal2298 4 ปีที่แล้ว +15

    খুব ভালো অভিনয়। ফেলা আসা সময়ের সুন্দর উপস্থাপন। আজকে হয়তো এই সামাজিক বাস্তবতা আর পুরোটা নেই, কিন্ত যে বাস্তবতা আমাদের পূর্ব পুরুষরা অতিবাহিত করেছেন, তার এক অনবদ্য চিত্রায়ণ। খুব ভালো লাগলো।

  • @TsTs-y8r
    @TsTs-y8r 22 วันที่ผ่านมา

    সত্যই মনোমুগ্ধকর নাটক, গ্রাম বাংলার সব সাংস্কৃতি ও ঐতিহ্য কে আকড়ে ধরেছে

  • @Fahim_7t1
    @Fahim_7t1 ปีที่แล้ว +1

    গুড় নাটক
    সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা আমার নিজ গ্রামের উপর নির্মিত নাটক; এখানেই কেটেছে আমাদের দুরন্ত শৈশব। কাহিনী, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও পরিচালনাঃ প্রিয় Jhontu Yogi

  • @sajibgain5825
    @sajibgain5825 ปีที่แล้ว +1

    My favorite Nayok Apurbo boss ❤❤ love you boss❤❤
    Natok ta onak valo hoyce apurbo boss bole kotha 💜🤍

  • @AnwarHossain-fj3bt
    @AnwarHossain-fj3bt ปีที่แล้ว +1

    মন জুরানো একটা নাটক সেই ছোট বেলার কথা মনে পরলো 😅😅😅

  • @MDSezanKhan-n1q
    @MDSezanKhan-n1q 10 หลายเดือนก่อน +1

    এটা ঝিনাইদাহ জেলার যোগিপারা গ্রামে নিরমিত, আমাদের,পাশের গ্রাম❤❤❤

  • @tanzidhasan7596
    @tanzidhasan7596 3 ปีที่แล้ว +12

    আমাগের গ্রাম কত সুন্দর।
    ঝিনাইদহ জেলার, শৈলকূপা উপজেলার যুগিপাড়া গ্রাম।

  • @suvroalamin6676
    @suvroalamin6676 2 ปีที่แล้ว +8

    কত সুন্দর ছিল আগেকার নাটক গুলি। মনে ভাবি আর আফসোস করি। এমন সুন্দর নাটক দেশে আর হবেনা। তাই পুরনো নাটক গুলিই বার বার দেখি আর পুরনো দিনগুলির কথা মনে করি।❤❤❤❤❤❤

  • @mdsadekhossenkhoka8456
    @mdsadekhossenkhoka8456 ปีที่แล้ว +1

    কতই না সুন্দর ছিলো সেই সোনালী দিন গুলো

  • @adorislam9843
    @adorislam9843 ปีที่แล้ว +2

    নাটকটা দেখছি আর মনে মনে ভাবতেছি
    দেখলেই বোধহয় শেষ হয়ে যাবে এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি গ্রাম বাংলার মাটি গাছপালা এর মধ্যে যে সুখ-শান্তি ভালবাসা পাবেন শহরের চাকচিক্যময় জীবনে কখনো সেটা সম্ভব না

  • @mdmonir6182
    @mdmonir6182 2 ปีที่แล้ว +1

    অসাধারণ ! মনে হয় এতক্ষণে শৈশবে ছিলাম

  • @channe6448
    @channe6448 11 หลายเดือนก่อน +2

    নাটকটিতে গ্রামের দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ ফটোগ্রাফি।

  • @parvezhasan8627
    @parvezhasan8627 3 ปีที่แล้ว +8

    ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার যোগীপাড়া গ্রামে পুরো শুটিং হয়েছিল।
    আমাদের এলাকা

  • @alam2912
    @alam2912 3 ปีที่แล้ว +13

    এই নাটকের ফটোগ্রাফার,
    আমার দেখা শ্রেষ্ঠ ফটোগ্রাফারদের মধ্যে একজন,
    নাটকটিও ছিল অসাধারণ,, ❤️

  • @mdazadhossen9181
    @mdazadhossen9181 ปีที่แล้ว +1

    এই নাটকে আমাদের গ্রামের কিছু জায়গা আছে। যা দেখে আমার খুবই ভালো লাগলো।

  • @akhtarhossain16
    @akhtarhossain16 3 ปีที่แล้ว +2

    সুন্দর

  • @mdsabbirahmed8156
    @mdsabbirahmed8156 2 ปีที่แล้ว +1

    Just awesome ❤️❤️❤️ atto Valo lagce j vasai prokas kora jabe na 💞💞💞

  • @hasanasad7105
    @hasanasad7105 3 ปีที่แล้ว +3

    অসাধারণ... গ্রামের আসল রুপটা ফুটিয়ে তুলা হয়ছে

  • @shaimonbiswas2024
    @shaimonbiswas2024 ปีที่แล้ว +1

    👍 Apurbo Da

  • @sarfrazsk6
    @sarfrazsk6 2 ปีที่แล้ว +4

    কথায় আছে old is gold,, ,,,কাল তিনটি,, বর্তমান ,ভবিষ্যৎ ,আর অতীত ,, আমি ভালোবাসি অতীত কাল কে, আর খুব মিস করি অতীত কে,, আহা রে সেই যুগ আর সেই অতীত আর ফিরে পাবো না, 😭😭😭😭 আমি ইন্ডিয়ান ,আমার এই ধরনের অতীত যুগের ও গ্রামের নাটক দেখার পর প্রাণ টা বার ছুটে ছুটে যেতে ইচ্ছা করে ওই দেশে ওই অতীত যুগে ওই গ্রামে,, হাই আফসোস যদি সত্যিই ছুটে যেতে পারতাম,, আর যদি সত্যিই সেই যুগ ফিরে পেতাম,, মাটির দেওয়ালের বাড়ি ,কারোর খড়ের ছাউনি ,তো কারোর টালি দেওয়া ঘরের চাল ,,গরুর গাড়ি ,মাটির রাস্তা ,সেই সাইকেল ,সেই হারিকেন এর আলো,, সেই খেতে কাজ করা,, আর সুন্দর সুন্দর মধুর কন্ঠে গান করা মানুষগুলো,,,,সকাল সন্ধা পাখির কিচরমিচির,,, ভোরের বেলা মোরগের ডাক,, সেই এফএম রেডিওতে গান শোনা,,

    • @BdDlsFootballGaming
      @BdDlsFootballGaming 22 วันที่ผ่านมา

      😭😭😭😭 কসম আল্লাহর আবার যদি ওই দিন ফিরে পেতাম

  • @shatilachowdhury5321
    @shatilachowdhury5321 4 ปีที่แล้ว +14

    অপূর্বকে অন্যরকম একটা চরিত্রে দেখে ভালো লাগলো।

  • @kamrulhassan4666
    @kamrulhassan4666 4 ปีที่แล้ว +9

    কুষ্টিয়া অঞ্চলের ভাষা আচার আচরণ দিয়ে নাটকটি তৈরি । এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে

  • @tasnimaislam9041
    @tasnimaislam9041 3 ปีที่แล้ว +2

    অপূর্বর ফেসবুক পোস্ট দেখে চলে আসলাম 😊

  • @mdmisbah2926
    @mdmisbah2926 2 ปีที่แล้ว +2

    টাকার কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই

  • @md.naymurrahmansummer193
    @md.naymurrahmansummer193 3 ปีที่แล้ว +2

    বাস্তবতা বড়ই কঠিন।

  • @mdmonirul7255
    @mdmonirul7255 3 ปีที่แล้ว +1

    Khub sundor natok

  • @hiramia5770
    @hiramia5770 4 ปีที่แล้ว +12

    সেই ২০০৪ সালে আমরা গ্রামের বন্ধু রা মিলে,এই নাটকের শুটিং দেখেছি। আমাদের পাশের গ্রাম, যোগীপাড়া,শৈলকূপা, ঝিনাইদহ। ঐ গ্রামের লোকজনই সব, প্রধান চরিত্র গুলো বাদ দিয়ে।

    • @ferdousmamun5509
      @ferdousmamun5509 4 ปีที่แล้ว

      Ata ki 2004 shalel natok

    • @jiyaullaskar328
      @jiyaullaskar328 3 ปีที่แล้ว

      @@ferdousmamun5509 hhhhhhh

    • @tiputv77
      @tiputv77 3 ปีที่แล้ว

      আপনার বাড়ী কি সেই এলাকা

    • @hiramia5770
      @hiramia5770 3 ปีที่แล้ว

      @@tiputv77 তা না হলে এতো কিছু কি লিখা যায়।

    • @tiputv77
      @tiputv77 3 ปีที่แล้ว

      @@hiramia5770 ঠিক বলেছেন বড় ভাই।। এবার বলেন আপনি কেমন আছেন

  • @azharulislam4975
    @azharulislam4975 3 ปีที่แล้ว +9

    কি অনিন্দ্য অভিনয় ও গ্রামীণ জীবনের বাস্তব উপস্থাপন। পরিচালকের দক্ষতায় সাধারণ গ্রাম বাসীর উপস্থিতিও সুন্দর ভাবে অভীনিত হয়েছে। চাঁদনীকে মনে হয়েছে যেন আমার শৈশবকালে দেখা নব্বই দশকের গ্রামের প্রকৃত গ্রামীণ মেয়ে ( রঙিন ফিতার বেণী আর কলসী কাখে শাড়ি পড়া শহুরে মেয়ের গ্রামের মেয়ে হওয়ার প্রচেষ্টা নয়)

  • @milonkhan4871
    @milonkhan4871 2 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @marfatislam8863
    @marfatislam8863 ปีที่แล้ว

    এক কথাই অসাধারন নাটক,৷৷৷ !!!

  • @jasimuddin5862
    @jasimuddin5862 3 ปีที่แล้ว +2

    Khub valo 1 ta natok....thanks to Director.

  • @MIZANURRAHMAN-yc9dh
    @MIZANURRAHMAN-yc9dh 2 ปีที่แล้ว +1

    ছোট বেলায় ফিরে গেলাম, ঝিনাইদহ জেলার

  • @bangladeshbpqqk8739
    @bangladeshbpqqk8739 3 ปีที่แล้ว +13

    সবাই শুধু গুড়ের মিষ্টি ডাই দেখে . গুড়ির মধ্যে কত কষ্ট লুকানো তা কি কেউ জানে

  • @snsabbirmusic0078
    @snsabbirmusic0078 หลายเดือนก่อน

    কত সুন্দর এ দেশ আমাদের! কত সুন্দর ই না।এ।দেশের মাটি ও মানুষ! ❤❤

  • @samirghosh4459
    @samirghosh4459 4 ปีที่แล้ว +14

    একটা বাস্তবধর্মী জীবনমুখি নাটক দেখলাম। সুন্দর স্ক্রিপ্ট, ফটোগ্ৰ্যাফি, আবহসঙ্গীত, অভিনয় এবং পরিচালনা খুব উচ্চ মানের। ধন্যবাদান্তে আমি সমীর ঘোষ কলকাতা থেকে।

    • @zahidhassan1200
      @zahidhassan1200 3 ปีที่แล้ว +1

      Samir Ghosh, Respect & love for ur valuable comments. Bhalo thakben....

  • @nilasha1435
    @nilasha1435 3 ปีที่แล้ว +1

    Hayre valo basa, hayre poribar
    ..
    Hayre meye manush
    Ei vabei ekta jibon sesh hoye jay

  • @HumayunAhmed-t3f
    @HumayunAhmed-t3f 16 วันที่ผ่านมา

    Natoktite amader alakar jugipara,tribini,ramchondropur alakay ovinoy kora hoi. Amader alalar manuser kotha barta sonoskrty ete ay natok a tule dhora hoi.osadharon akta natok. Natokty soto belay sorasory suting o dekhesilam. Oi somay hoito ato besi bujtam na. Tbe oshadharon akta natok..we are proud.

  • @sujantripura8334
    @sujantripura8334 3 ปีที่แล้ว +3

    ধন্যবাদ পরিচালকে,,,প্রকৃতি তুলে ধরে গ্রামের দৃশ্য গুলো মিলানো জন্য।।সেই সাথে অপুর্ব ভাইকে ও।।।

  • @aminulhoque5276
    @aminulhoque5276 3 ปีที่แล้ว +2

    অন্যতম একটি নাটক দেখলাম,,ধন্যবাদ

  • @mustakimbillah4784
    @mustakimbillah4784 2 ปีที่แล้ว +1

    এক কথাই অসাধারণ নাটক
    এমন নাটক সবসময় হওয়া দরকার

  • @sharmensetu5618
    @sharmensetu5618 4 ปีที่แล้ว +20

    2021 January 31 er por k k dekco ?😴ai rokom movie gulo kno j kom banai . Atto oshadharon boly prokash kora jabyna 💘 ki Darun ovinoi 🙂

    • @nayemkhan4537
      @nayemkhan4537 3 ปีที่แล้ว +3

      ei natok amader elakai banano. etar shooting samne theke dekheci ami

    • @ronytalukdar2575
      @ronytalukdar2575 3 ปีที่แล้ว

      Best natok

  • @amirhossain3371
    @amirhossain3371 4 ปีที่แล้ว +11

    সেই ছেলেবেলার কথা মনে পরে গেলো।
    কতইনা মজা হতো তখন।কোথায় হারিয়ে গেলো সেই সোনালী দিন?
    এখন আর সেই ঐতিহ্য দেখা যায় না।কালের বিবর্তনে সব কিছু কেমন তলিয়ে যাচ্ছে।।
    এই নাটকের সকল কলাকৌশলীদের জন্য শুভকামনা রইল।

    • @kawsarabu881
      @kawsarabu881 ปีที่แล้ว

      আমার ও। আমি যখন ছোট ছিলাম তখন গ্রামের দৃশ্য এমন ছিল

  • @farukahammed9405
    @farukahammed9405 ปีที่แล้ว +1

    ভালো বাশি শইল্কুপা

  • @GcccgFyggcf
    @GcccgFyggcf 11 หลายเดือนก่อน +1

    এ গুলো নাটক আর বর্তমান সময়ের নাটক

  • @monmon78561
    @monmon78561 8 หลายเดือนก่อน

    একদম অন্যরকম লুক এ অপূর্ব ❤❤❤❤❤

  • @mdnurulislam1265
    @mdnurulislam1265 3 ปีที่แล้ว +1

    সত্যি অসাধারণ নাট্যকার ও নাটকের প্রতিটা চরিত্রের অভিনেতা ও অভিনেত্রী । অপূর্ব জানিনা কোন ভাষায় প্রকাশ করবো আমি অভিভূত হয়ে গিয়েছি । এই নাটকের সকলকে জাতীয় পুরস্কার দেবার অনুরোধ করছি ইউরোপের রোম মহানগরী হতে বাংলা মার সন্তান ।

  • @bibekbarman2743
    @bibekbarman2743 3 ปีที่แล้ว +1

    Ak kothay darun

  • @tommycats273
    @tommycats273 3 ปีที่แล้ว +3

    নাটকের গল্প, দৃশ্য, অভিনয়, সব মিলিয়ে গ্রামের একটা স্বাদ পেলাম

  • @nirobyt3455
    @nirobyt3455 2 ปีที่แล้ว +2

    Ostir

  • @jahidahmed8944
    @jahidahmed8944 3 ปีที่แล้ว +1

    Onk sondor hoise
    Thanks director

  • @shohaggazi3026
    @shohaggazi3026 3 ปีที่แล้ว +5

    অসাধারণ একটি নাটক নাটকটি দেখে চোখে পানি এসে গেছে এবং নাটকের ভিতর ইনফিনিক্স নাটক অসাধারণ নাটকটি দেখে চোখে পানি

  • @RashedulIslam-yz6kn
    @RashedulIslam-yz6kn 3 ปีที่แล้ว +2

    আগের নাটক 100/ 100 100 আর এখনকার নাটক ০০০০০

  • @SAIFUL383
    @SAIFUL383 3 ปีที่แล้ว +6

    নাটকের পরিচালককে অসংখ্য ধন্যবাদ , কারন একটি গ্রামীন জীবনের প্রতিটি চিত্র খুবই নিপুণ ভাবে ফূটিয়ে তোলার জন্য ।

    • @sumiruddin2642
      @sumiruddin2642 3 ปีที่แล้ว

      অনেক সুন্দর একটি নাটক।

  • @srikantadhar104
    @srikantadhar104 3 ปีที่แล้ว +1

    খুব ভালো আবার দুঃখ জনক বটে আগের দিনের জার কাছে টাকা তাক্ত তার দশ-টা পাঁচটা বৌ তাক্ত,,,,,,,

  • @zahersarker9536
    @zahersarker9536 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo

  • @abdulaoyalaccountofficer6358
    @abdulaoyalaccountofficer6358 4 ปีที่แล้ว +5

    অপূর্ব দারুণ অভিনয় করেছেন,,,

  • @ImranHossain-rl6pf
    @ImranHossain-rl6pf 2 ปีที่แล้ว +1

    darun....
    apubo vhai.

  • @shaktidey2243
    @shaktidey2243 3 ปีที่แล้ว +1

    Purbo puruser des Banglades khub dekhte ichcha kore.natok gulo dekhle monta jeno ki rokom udas howe jai

  • @romjanromjan6081
    @romjanromjan6081 4 ปีที่แล้ว +10

    ২০০৪ সালে নাটকের শুটিং দেখতে পায়ে হেটে দেখতে গিয়েছিলাম যোগিপাড়া গ্রামে ।

    • @foodandshoppingguide1283
      @foodandshoppingguide1283 ปีที่แล้ว

      আহারে কলিয় হইছে ,2004 সালে না 2007 সালে গিয়েছিলেন স্যার।

    • @MDImran-mm9li
      @MDImran-mm9li 11 หลายเดือนก่อน

      এমন নাটক যদি সব সময় পেতাম

    • @MdShuvo-li5lh
      @MdShuvo-li5lh 6 หลายเดือนก่อน

      হুম ​@@foodandshoppingguide1283

  • @mohammadhossain0821
    @mohammadhossain0821 2 ปีที่แล้ว +2

    এত সুন্দর নাটক রাইখা মানুষ কি ভাবে শহরের অশ্লীল নাটক দেখে

  • @mdmamunkhan9772
    @mdmamunkhan9772 ปีที่แล้ว +1

    নাটকটা আমাদের গ্রামের,শৈলকুপা হয়েছিলো

  • @ziaurrahman2763
    @ziaurrahman2763 3 ปีที่แล้ว +6

    আগেরকার দিনের দৃশ্যগুলো দেখে খুব ভালোই লাগলো। সেই সাথে নাটকটি এবং অপূর্ব ভাইকেও।

  • @suplexswimjs
    @suplexswimjs 2 ปีที่แล้ว +5

    দুনিয়াটা কেমন তাই না,আজ থেকে ১০,১২ বছর আগেও সোনালী দিন গুলো ছিলো আমাদের জিবনে ছিলোনা স্মার্ট ফোন, ছিলনা টিভি,ছিলোনা ইউটিউব স্কুল শেষে সবাই মাঠে দৌড়ে যেতাম খেলতে.....হারিয়ে গেছে ৬ টি ঋতু হারিয়ে গেছে আমাদের জীবন থেকে সোনালী রোদের শেষ বিকেল,হায় জীবন আফসোস যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে।😟😟

    • @SKEmpire46
      @SKEmpire46 2 ปีที่แล้ว +1

      কি দিন ছিল, আসবে না আর ফিরে😒

    • @abdullaalsumon1962
      @abdullaalsumon1962 ปีที่แล้ว +1

      মন খারাপ হয়ে যায় যখন এই দিনগুলোর কথা মনে পড়ে

    • @ta5796
      @ta5796 ปีที่แล้ว

      10-12 বছর আগে ও smart phone, TV এবং you tube ছিল

  • @najrulishlam994
    @najrulishlam994 3 ปีที่แล้ว +2

    শৈশবের কথা মনে পড়ে যায়। গরিবের কষ্ট যে শেষ হয় না।

  • @AnisurRahman-cj1hs
    @AnisurRahman-cj1hs หลายเดือนก่อน +1

    Diamond 💎 Drama

  • @azizsheikh6353
    @azizsheikh6353 3 ปีที่แล้ว +18

    *জীবনের অনেকটা অংশই মিশে রয়েছে এই গুড়ের সাথে কুষ্টিয়া ঝিনাইদহের মানুষের জীবন এমনি ছিলো তবে এটা নাটক আর সেটা ছিলো আসল জীবন*

    • @rashidulislamrasel6916
      @rashidulislamrasel6916 3 ปีที่แล้ว +1

      @@rakibrm6586 না এটা ষোলকূপা ঝিনাইদহের

    • @MehediHasan-ri6ew
      @MehediHasan-ri6ew 2 ปีที่แล้ว +1

      @@rashidulislamrasel6916
      শৈলকুপা কি ঝিনাইদহের বাইরে?

    • @rashidulislamrasel6916
      @rashidulislamrasel6916 2 ปีที่แล้ว +1

      @@MehediHasan-ri6ew না ঝিনাইদহের একটি থানা ষৈলকুপা

    • @farukahammed9405
      @farukahammed9405 ปีที่แล้ว

      ঢিমে জালানো বুঝেন?

  • @sabuzali502
    @sabuzali502 ปีที่แล้ว +1

    ভাষা টা শুনে মনে হচ্ছিল আমাদের এলাকার।।

  • @kawsarabu881
    @kawsarabu881 ปีที่แล้ว +1

    টাকায় আসলে সব সুখ পাওয়া যায় না

  • @FahimHasan-mt1cd
    @FahimHasan-mt1cd 3 ปีที่แล้ว +3

    এসব নাটক দেখলে মন জুড়িয়ে যায়।উতলা হয়ে যায়❤️❤️

  • @AbdulMalik-yr1rt
    @AbdulMalik-yr1rt 3 ปีที่แล้ว +1

    Onek shundor laglo natok ta dekhe. Ami Assam India theke.

    • @akthethussainsomraht1236
      @akthethussainsomraht1236 3 ปีที่แล้ว +1

      আগে কার জুগে বয়স কুনু বেপার ছিলো না।

  • @mdnazmul2953
    @mdnazmul2953 2 ปีที่แล้ว +1

    মনটা ভরে গেছে নাটক তাই দেখা অসাধারণ একটি নাটক অপুর্ব ভাই হিই জেমন অপুর্ব ভাই অসাধারণ তেমন তাই নাটকে অসাধারণ ধন্যবাদ পরিচালকে❤️❤️

  • @RupasiBengali
    @RupasiBengali 3 ปีที่แล้ว +1

    কষ্ট হয় কেন মাতির মানুষরা কি সারা জীবন এমন ভাবে কষ্ট পাবে

  • @RajuAhmed-rd5wm
    @RajuAhmed-rd5wm 4 ปีที่แล้ว +7

    আহ্ সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো । আখ ক্ষেত সেই মধুর স্মৃতি জড়িয়ে আছে অপূর্ব কে এমন একটা নস্টাল জি অভিনয় এ দারুণ লাগবে সেটা আমি বলেই দিলাম আগ মুহূর্তে

  • @aloneboy3292
    @aloneboy3292 3 ปีที่แล้ว +1

    এক কথায় অসাধারণ নাটক

  • @মোআবুবকরহোসেন
    @মোআবুবকরহোসেন 2 ปีที่แล้ว +2

    তখন সুন্দর একটি প্রাকৃতিক ছিল এখন সেই দিনগুলো হারিয়ে গিয়েছে যতটুকুই দেখেছি এখনো মনে পড়ে সেই ছোট্টবেলার দিনগুলো

  • @mdsabuj5615
    @mdsabuj5615 3 ปีที่แล้ว +1

    Very very nice.......

  • @mdhanifrahman6313
    @mdhanifrahman6313 2 ปีที่แล้ว +2

    কত সুন্দর নাটক দেখলেই প্রাণ জুড়িয়ে যায় কিন্তু টাঙ্গাইলের ভাষায় কথা বললে খুবই ভালো লাগতো

  • @Intishar.
    @Intishar. 4 ปีที่แล้ว +2

    Gram Banglar osadharon natok khubvalo laglo

  • @asadmia7344
    @asadmia7344 4 ปีที่แล้ว +3

    এরকম নাটক আরো চাই

  • @Joy_heal
    @Joy_heal 3 ปีที่แล้ว +1

    আমার জীবনে এমন বাস্তব বাদী নটক দেখি নাই ।

  • @labispecial8311
    @labispecial8311 2 หลายเดือนก่อน

    এই নাটকটি আরো তিন বছর আগে দেখলাম আজকে নাটকটার কথা আবার মনে পরলো তাই দেখতে আসলাম

  • @mohammedfarook9386
    @mohammedfarook9386 3 ปีที่แล้ว +2

    অপূর্ব শহুরে গন্ডি পেরিয়ে গ্রামীণ প্রেক্ষাপটে এ নাটকটি দারুন ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। নাটক পরিচালনায় মুন্সিয়ানার চাপ রয়েছে। গল্পটি গতানুগতিক হলেও বাস্তব। দীর্ঘদিন পর একটি ভাল নাটক দেখা গেল!

    • @tanzidhasan7596
      @tanzidhasan7596 3 ปีที่แล้ว

      ১০ বছর আগের নাটক এটা

  • @rumihasan7501
    @rumihasan7501 3 ปีที่แล้ว +1

    সত্যি নাট্য পরিচালককে ধন্যবাদ,সব মিলিয়ে অসাধারন....................

  • @mdharunorrashid1811
    @mdharunorrashid1811 3 ปีที่แล้ว

    গ্রাম বাংলার আখ চাষির দের জীবন সংগ্রাম যে ভাবে তুলে ধরা হয়েছে সত্যি অসাধারণ খুব ভাল লাগছে

  • @mouchakraborty1597
    @mouchakraborty1597 4 ปีที่แล้ว +2

    Ki sundor gram r gramer manush. Apurbo ei rup prothom dekhlam. Sotty o akjon dokkho avineta. Khub valo laglo. Sobai ke anek anek suveccha. 🙂

    • @zahidhassan1200
      @zahidhassan1200 3 ปีที่แล้ว +1

      MOU CHAKRABORTY, Respect & greetings from Dhaka, BD . Eta perhaps Kushtia othoba Jhenaidah zila.

  • @joyantakirttunia5728
    @joyantakirttunia5728 3 ปีที่แล้ว +1

    জীবনা চারনের প্রকৃত উপস্থাপন
    বেস আদর করে চিত্রাইত করার জন্য ধন্যবাদ।

  • @abusina7032
    @abusina7032 4 ปีที่แล้ว +1

    একদম গ্রামের হুবহু বাস্তব চিত্র,,,,কথাবার্তা শুনে মনে হচ্ছে যশরের ভাষা।

    • @mdashikahmed9430
      @mdashikahmed9430 3 ปีที่แล้ว +1

      ঝিনাইদহের শৈলকূপা থানার যোগী পাড়া গ্রামের ভাষা

  • @jabedurrahman3166
    @jabedurrahman3166 2 ปีที่แล้ว +1

    ২য় বার দেখলাম,
    এমন করুন কাহীনি কি মেনে নেওয়া যায়!!😭😭
    গুড়2২ করার দরকার

  • @sreepalashmonidas9191
    @sreepalashmonidas9191 3 ปีที่แล้ว +2

    ঘটনার এমন পরিনতি মানতে কষ্ট হয়। খুব কষ্ট পেলাম।